নানা আয়োজনে ঝালকাঠি জেলার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নানা আয়োজনে প্রথমবারের মত ঝালকাঠি নাগরিক ফোরামের আয়োজনে জেলার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ১ ফেব্রæয়ারী শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসক হলরুমে ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জোহর আলী।
জেলা প্রশাসক হলরুমে আলোচনা সভা শেষে কেক কেটে, বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শাহীমহলে র‌্যালীটি শেষ হয়।
স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠি নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন বিএমএসএফ’র জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু ও নাগরিক ফোরামের সহ-সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন।
অতিথি ছিলেন উপস্থিত ছিলেন বিটিভির জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি প্রেসক্লাব সহ-সভাপতি দুলাল সাহা। উপস্থিত ছিলেন ঝালকাঠি নাগরিক ফোরাম সহ-সভাপতি এসএম মিজানুর রহমান, ইসরাত জাহান সোনালী, আবু সাঈদ খান, এমএ মুসা, দীপু লাল দাস, ইউসুফ আলী মোল্লা, মোসলেম আলী সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা: মো: জহিরুল ইসলাম বাদল, মাহফুজুর রহমান, সহ-সম্পাদক এম জাকির হোসেন, ডালিয়া নাসরিন, অমরেশ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পিনু আকতার নদী, কোষাধ্যক্ষ মো: রুহুল আমীন রুবেল,সহ-সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ খলিফা, এইচএম গিয়াস উদ্দিন, মশিউর রহমান ভুলু, দপ্তর সম্পাদক আতাউর রহমান, উপ-প্রচার ইমাম হোসেন বিমান, রানা মৃধা, নাগরিক ফোরাম নেতা শাহাদাত হোসেন মনু, আব্দুল হক বয়াতি, আতিকুর রহমান, কুদ্দুস মোল্লা, রফিকুল ইসলাম মৃধা, ফাতেমা আকতার মুক্তা, রুবেল খান, নাজমা বেগম, হাসিনা আকতার, সৈয়দ রুবেল, শাকিল রনি, শাকিল হাওলাদার রনি, উজ্বল রহমান, মাহাবুব আলম খান সুমন ও শহিদুল ইসলাম প্রমুখ।
অপরদিকে একযোগে দিবসটি উপলক্ষে রাজাপুর নাগরিক ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আহসান হাবিব সোহাগের সভাপতিত্বে দিবসটি উদযাপিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান প্রধান অতিথি ছিলেন। আলোচনা সভা, কেক কাটা র‌্যালীসহ নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়। কাঠালিয়া নাগরিক ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি উদযাপন করে। নলছিটি নাগরিক ফোরামের আয়োজনে দিবসটি উদযাপনে যথাযথ ব্যবস্থা গ্রহন করে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জোহর আলী বলেন, জেলার নানা সমস্যা সম্ভাবনায় নাগরিক ফোরাম সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরতে পারেন। তিনি নাগরিক ফোরামের গৃহীত কর্মকান্ডকে স্বাগত জানান।

করোনাভাইরাস সারবে গোমূত্র ও গোবরে-হিন্দু মহাসভার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক:

চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। শুধুমাত্র চীনে আজ শনিবার পর্যন্ত এই ভাইরাসে নিহত হয়েছেন ২৫৯ জন এবং আক্রান্ত হয়েছেন প্রায় ১২ হাজার মানুষ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতসহ আরও অন্তত ২২টি দেশে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের কোনও প্রতিষেধক এখনও আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। তবে ভারতের হিন্দু মহাসভার প্রেসিডেন্ট দাবি করেছেন করোনাভাইরাস সারবে গোমূত্র-গোবরে।

হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপানি মহারাজ বলে ফেললেন, করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে গোমূত্র ও গোবর ব্যবহার করা যেতে পারে। এমনকি করোনাভাইরাস আতঙ্ক দূর করতে একটি বিশেষ যজ্ঞ নাকি আয়োজন করতে চায় হিন্দু মহাসভা।

তার কথায়, ‘গোমূত্র ও গোবর খেলেই করোনাভাইরাসের হাত থেকে বাঁচা যাবে। যে মানুষটি করোনাভাইরাসে আক্রান্ত, সেই ব্যক্তি একবার ‘‌ওম নম শিবায়’‌ বলেই গোমূত্র এবং গোবর খেয়ে নিতে পারলেই করোনাভাইরাসের হাত থেকে মুক্ত হয়ে যাবে। খুব শীঘ্রই একটি বিশেষ যজ্ঞ আয়োজন করা হবে। এই ভাইরাসের আতঙ্ক দূর করার জন্য।

এদিকে, ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। চীনে নতুন করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দেড় যুগ আগে ছড়িয়ে পড়া সার্স ভাইরাসকে ছাড়িয়ে গেছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৫৯ জন মারা গেছে। এছাড়া আরো ১১ হাজার সাতশ’ ৯১ জন আক্রান্ত হয়েছেন। অভিযোগ উঠেছে, নিহতের যে সংখ্যা চীন সরকার বলছে, প্রকৃতপক্ষে তার চেয়ে অনেকে বেশি মানুষ মারা যাচ্ছে। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। গণমাধ্যমটি বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের রেকর্ড রাখা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। তথ্য না রেখেই তড়িঘড়ি মরদেহগুলো নিজস্ব প্রক্রিয়ায় দাফন করা হচ্ছে। সূত্র : ইন্ডিয়া টিভি নিউজ।

কালের কণ্ঠ’র প্রধান আলোকচিত্রীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক:

কালের কণ্ঠ’র প্রধান আলোকচিত্রী শেখ হাসানের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীর কর্মীরা। এ সময় তার ক্যামেরার মেমোরি কার্ড নিয়ে যায় হামলাকারীরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আজ শনিবার সকালে ৪ নম্বর ওয়ার্ডে রাজধানীর মাদারটেক স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার শেখ হাসান জানান, সকালে নির্বাচন শুরুর পর মাদারটেক স্কুল কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করছিলেন তিনি। হঠাৎ আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় কাউন্সিলর প্রার্থী ঠেলাগাড়ী প্রতীকের আলহাজ মো. জাহাঙ্গীর হোসেনের কর্মীরা তার ওপর হামলা চালায়। তার ক্যামেরা থেকে মেমোরি কার্ড খুলে নিয়ে যায় তারা। এ সময় তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ধর্ষণের হুমকি দিয়ে ১২ নারী পোলিং এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা ‍উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দারুসসালাম থানার ৯নং ওয়ার্ডে ধর্ষণের হুমকি দিয়ে জাতীয় পার্টির ১২ নারী পোলিং এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল সাড়ে ৮টায় বাঘবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসমা বিদ্যানিকেতন ও সিদ্ধার্থ হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এছাড়া ১৬টি কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ উঠেছে।

জাতীয় পার্টির সমর্থিত কাউন্সিলর প্রার্থী আলমাস উদ্দীন (ঝুড়ি মার্কা) বলেন, সকাল ৮টায় আমার পোলিং এজেন্টরা বাঘবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসমা বিদ্যানিকেতন ও সিদ্ধার্থ হাইস্কুল কেন্দ্রে প্রবেশ করেন। সাড়ে ৮টায় এই তিন কেন্দ্র থেকে আমার ১২ জন নারী পোলিং এজেন্টকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন ধর্ষণের হুমকি দিয়ে কেন্দ্র ছাড়ার নির্দেশ দেয়।

ধর্ষণের হুমকি পেয়ে আমার নারী এজেন্টরা কেন্দ্র থেকে বের হয়ে আসে বলেও জানান তিনি।

আলমাস উদ্দীন অভিযোগ করেন, ঘটনাটি সঙ্গে সঙ্গে উপস্থিত প্রিজাইডিং অফিসার, পুলিশ ও ম্যাজিট্রেটকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নেননি।

অন্যদিকে বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম বলেন, ভোট শুরুর পর ১৬টি কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে। তাদের কাছ থেকে কাজপত্র কেড়ে নিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন কেন্দ্র পাহারা দিচ্ছেন। তারা তাদের পরিচিত ও চেনা লোক বাদে অন্য কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না।

 

সূত্র: যুগান্তর

চীনের উহান থেকে ফেরা ৮ জনকে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

চীনের উহানে আটকে পড়া ৩১৬ বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি শনিবার দুপুরে ঢাকায় এসে পৌছেঁছে।

বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ বিমানটি শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

চীন থেকে স্থানীয় সময় ৯টা ১০ মিনিটে তাদের নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় বিমানটি। আগত যাত্রীদের মধ্যে ৮ জনের জ্বর ১০০ ডিগ্রির ওপরে। এজন্য তাদেরকে চিকিৎসার জন্য সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদের বিমানবন্দরের বিপরীত দিকে আশকোনাস্থ হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হবে। সে সময় তাদের সঙ্গে পরিবারসহ কেউই দেখা করতে পারবে না বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

হজ ক্যাম্পে ১৪ দিন রাখা অবস্থায় যদি কেউ অসুস্থ হয় তাহলে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের কোয়ারেন্টাইন ওয়ার্ডে ভর্তি করা হবে।

এদিকে, চীনের উহান শহরে আটকা পড়া শিক্ষার্থী ইমশিয়াত শরীফ প্রধানমন্ত্রীকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- আপনার দ্রুত সিদ্ধান্তের কারণেই আমরা ফিরতে পেরেছি। এ জন্য আবারও আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

ইভিএমে ভোগান্তি: ৪০ মিনিট দাঁড়িয়ে থেকে ভোট দিলেন তাবিথের মা

নিজস্ব প্রতিবেদক:
ইভিএম মেশিনে সমস্যার কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়ালের ভোট দিতে চল্লিশ মিনিট সময় লেগেছে।

শনিবার গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের ৩ নম্বর মহিলা বুথে ভোট দিতে যান নাসরিন আউয়াল। কিন্তু ইভিএমে সমস্যা দেখা দেয়ায় তিনি ভোট দিতে পারছিলেন না। পরে মেশিন পরিবর্তনে চল্লিশ মিনিট লেগেছে।

সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে নাসরিন আউয়াল ভোট দেন। এসময় বাইরে দাঁড়িয়ে ছিলেন তাবিথ আউয়ালের পিতা আব্দুল আউয়াল মিন্টু।

নাসরিন আউয়াল বলেন, আমি সকাল ৮টায় ভোট দিতে এসেছি। মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের মহিলা কেন্দ্রের ৩ নম্বর বুথে ভোট দিতে যাই। কিন্তু তিনবার চেষ্টা করেও পোলিং কর্মকর্তারা আমার ভোট নিতে পারেননি। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার পর মেশিন পরিবর্তন করা হয়। চতুর্থ বারের চেষ্টায় আমি ভোট দিতে পেরেছি।

সাংবাদিকদের তিনি বলেন, আমি বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মা। আমার ভোট দিতেই এই অবস্থা। তাহলে অন্য ভোটারদের কী অবস্থা হবে জানি না।’

তাবিথ আউয়ালের মায়ের ভোট দিতে দেরি হওয়ার বিষয়ে মহিলা বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ফারজানা শারমিন বলেন, মেশিনের কানেকশন ঠিক না থাকায় নাসরিন আউয়ালের ভোট দিতে কিছুটা সমস্যা হয়েছিল। পরে তিনি ভোট দিয়েছেন।

দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অথচ শান্তিপূর্ণ পরিবেশে প্রচারের শেষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোট দিচ্ছেন রাজধানীবাসী।

শনিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত দুই সিটির প্রায় আড়াই হাজার কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোট চলবে।

ঢাকার ৫৪ লাখ ভোটার স্থানীয় সরকারের এই নির্বাচনের মধ্য দিয়ে সাড়ে সাতশ প্রার্থীর মধ্যে থেকে দুই সিটির জন্য তাদের নতুন জনপ্রতিনিধি বেছে নিচ্ছেন।

সিইসির আঙুলের ছাপ মেলেনি ইভিএমে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে গেলে ইলেকট্রনিক ভোটিং মেশিনে প্রধান নির্বাচন কমিশনার কেমএম নূরুল হুদার আঙুলের ছাপ মেলেনি। পরে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে তিনি ভোট দেন।

শনিবার বেলা পৌনে ১১টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিতে যান সিইসি।

কলেজ ভবনের দোতালায় আট নম্বর বুথে তিনি ভোট দিতে ঢোকেন। ইভিএম মেশিনে তার দুই হাতের বৃদ্ধাঙ্গুলি স্ক্যান করা হয়। তবে কোনোটিই ম্যাচ করেনি।

এর পর দ্রুত কর্মকর্তারা তার জাতীয় পরিচয় পত্রের নম্বর দিয়ে ভোট দেয়ার ব্যবস্থা করেন। এরপর তিনি ভোট দিয়ে চলে যান।

সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সিদ্দিকা বুলবুল এ বিষয়ে বলেন, সিইসির প্রথম দুটি বৃদ্ধাঙ্গুলীর ছাপ নেয়ার চেষ্টা করা হয়। তবে তা ম্যাচিং করেনি। পরে আমরা আর চেষ্টা করিনি।

তিনি জানান, তাড়াহুড়োর কারণে এবং ভোটার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য আমরা তার এনআইডি নম্বর দিয়ে ভোট নিয়েছি।

ইভিএম মেশিনে ফিংগার প্রিন্ট না মেলার বিষয়ে পরবর্তীতে সাংবাদিকদের সিইসি বলেন, কারো ফিংগার প্রিন্ট না মিললেও ভোট দেয়ার তিন-চারটি উপায় আছে। সেভাবে তারা ভোট দিতে পারবেন।

এদিকে সকালে ভোট শুরুর আধঘণ্টা পার হলেও এই কেন্দ্রে একটি ভোটও পড়েনি। সকালে সাত নম্বর কক্ষে দেখা গেছে, ভোটগ্রহণ কর্মকর্তারা অলস সময় পার করছেন। আবার কোনো প্রার্থীর এজেন্টও দেখা গেলো না। পুরো কক্ষই ফাঁকা। এ কক্ষের মতো পুরো ভোটকেন্দ্ররই একই অবস্থা।

এজেন্ট না থাকার কারণ জানতে চাইলে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ইয়াসমিন হামিদ বলেন, তারা একটু বাইরে গেছেন। আসবে রে। এখন পর্যন্ত কোনো ভোটার আসেনি। কেউ ভোট দেয়নি।

এই ভোট কেন্দ্রে ২৯২৮ জন ভোটার রয়েছেন। ভোট শুরুর এক ঘণ্টায় অনেক কক্ষে একটি ভোটও পড়েনি, এমনকি মহিলা কোনো ভোটারও দেখা যায়নি।

বরিশালে সাড়ে ৯শ’ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীর রূপাতলীতে একটি দূরপাল্লার নৈশবাসে তল্লাশি চালিয়ে অচল আইপিএস’র ভিতর থেকে ৯৫০ পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায়র দিকে নগরীর রূপাতলীতে চট্টগ্রাম থেকে বরগুনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ওই ২ জনকে আটক করা হয়।

এরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মধ্য পৈকখালী গ্রামের হাকিম বেপারীর ছেলে রাসেল বেপারী ও একই উপজেলার লক্ষীপুরা গ্রামের মৃত মাহবুব হোসেনের ছেলে মো. বায়েজীদ।
শুক্রবার দুপুরে র‌্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে এক মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে বরগুনার পাথরঘাটাগামী যাত্রীবাহী বাসে যাত্রী বেশে মাদকদ্রব্য বহন করছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ নগরীর রূপাতলী বাস টার্মিনালে চেকপোস্ট স্থাপন করে। রাত সাড়ে ১২টার দিকে বাসটি চেকপোস্টে তল্লাশি করে রাসেলকে আটক করে র‌্যাব। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সাথে থাকা অচল আইপিএস এ ইয়াবা বহনের কথা স্বীকার করে। এ সময় ওই আইপিএস থেকে ৯শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করে তারা। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই ইয়াবা চালানের মূল হোতা বায়েজিদ মল্লিককে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে আটক করে র‌্যাব।

আটক ২ জন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে বরিশাল, বরগুনা ও ভান্ডারিয়াসহ আশেপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয়ের কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে।

শুক্রবার সকালে তাদের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফের বিয়ে করলেন সিদ্দিক!

বিনোদন ডেস্ক:
গত অক্টোবরে বিবাহ বিচ্ছেদ হয় ছোটপর্দার জনপ্রিয় মুখ সিদ্দিকুর রহমানের। একমাত্র ছেলে আরশ হোসেনকে নিয়ে দিন কাটছে তার। এরই মধ্যে সম্প্রতি সিদ্দিকের ফেসবুকে পোস্ট করা এক ছবি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। নতুন বিয়ে করেছেন বলে সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু আসল ঘটনা অন্য। ছবিতে সিদ্দিকের পাশে বউ সেজে বসে থাকা তরুণী তার নতুন বউ নন। তিনি অভিনেত্রী কাজল সুবর্ণ। আসলে একটি নাটকের দৃশ্যে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের।

এই ছবিকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ কমেন্ট ঘরে শুভকামনাও জানিয়েছেন তাকে। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। এ ছবির ক্যাপশনে সিদ্দিক লিখেছেন, ‘মানুষ ভালোবাসার মানুষকে ছেড়ে বাবা-মার কথায় বিয়ে তো ঠিকই করে। তো পরে পরকীয়া কেন করে? শুধুই তিনটি জীবন নষ্ট।’
আসলে ছবির ক্যাপশন পড়ে ছবির আসল ঘটনা বোঝার উপায় নেই। তবে গণমাধ্যমের কাছে ছবির পেছনের গল্প জানালেন সিদ্দিক নিজেই। বলেন, আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। তার নতুন নাটকের নাম ‘বউ পালালে বুদ্ধি বাড়ে’। এক প্রবাসী যুবকের দেশে রেখে যাওয়া বউ পালিয়ে যাওয়ার কাহিনীকে কেন্দ্র করে গল্পটি তৈরি করা হয়েছে। যেখানে সিদ্দিকের বউয়ের ভূমিকায় দেখা যাবে কাজল সুবর্ণকে।

নাটকটি রচনা করেছেন পথিক হাসান। পরিচালনা করছেন সোহাগ গাজী। গত ৭ জানুয়ারি থেকে রাজধানীর ৩০০ ফিট অঞ্চলে নাটকটির শুটিং চলছে। মূলত সেই শুটিংয়েরই একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন সিদ্দিক।