বরিশালে আ’লীগ নেতার কফিনে মেয়র সাদিকের শ্রদ্ধাঞ্জলি

বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড আমবাগান নিবাসী বীর মুক্তিযোদ্ধা, সাবেক কমিশনার ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ঝন্টু’র মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।

পরে কফিনে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আজ বরিশাল পুলিশ লাইনস্ মাঠে তিনি এ শ্রদ্ধাঞ্জলী জানান। এসময় বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এক শোক বিবৃতিতে তিনি এই বীর মুক্তিযোদ্ধার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় শাখা পোস্ট অফিসে ডেকে নিয়ে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের প্রতিবাদ এবং আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ইলিশা বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিকে ধর্ষণের ঘটনার ৪ দিন পরও কোন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষিপ্ত হয়ে জনতা ইলিশা পোস্ট অফিসটি ভাঙচুর করেছে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অভিযুক্ত শের আলীকে গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া শিক্ষার্থীদের যৌন হয়রানির ও ইভটিজিং বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, ভোলা সদর উপজেলার ইলিশা শাখা পোস্ট অফিসের কর্মচারী শের আলী গত ২০ জানুয়ারি শিশুটিকে নতুন জামা দেয়ার প্রলোভন দেখিয়ে স্কুলের সামনে থেকে ডেকে নিয়ে পোস্ট অফিসের একটি কক্ষে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ভোলা সদর থানার একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শের আলী পলাতক রয়েছে।

বিএম কলেজে সমাজবিজ্ঞান বিভাগে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
গতকাল বিএম কলেজ শিক্ষক মিলনায়তন ভবনে সকাল ১১ টায় বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে “সামাজিক পরিবর্তন ও সাম্প্রতিক সময়ের অপরাধ প্রবণতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।বিএম কলেজ সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোরশেদা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুজ্জামান, বিএম কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মো:আল আমিন সরোয়ার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা ও বিভাগীয় প্রধান জিয়া হাসান।আলোচক হিসেবে ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আখতারুজ্জামান খান,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু সাদেক মোহাম্মদ শাহ আলম,হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাদিকুর রহমান সিকদার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আখতারুজ্জামান,স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির, শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ইব্রাহিম খলিল উক্ত আয়োজনে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন,বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

না ফেরার দেশে বরিশাল আওয়ামী লীগ নেতা ঝন্টু

বরিশাল আওয়ামী লীগের প্রবীণ নেতা মফিজুল ইসলাম ঝন্টু ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লা……রাজিউন)। ২২ জানুয়ারী বুধবার রাত ২টা ৫০ মিনিটে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ঝন্টুর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই আ’লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল জেলা ও মহানগর আ’লীগের নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা গেছে- বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ঝন্টু বেশকিছু দিন ধরে বাধক্যজনিত রোগে ভুগছিলেন।

বুধবার রাতে শহরের ৪ নম্বর মসজিদ বাড়ি এলাকার বাসভবনে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা উদ্ধার করে বান্দরোডস্থ রাহাত আনোয়ার হাসপাতালে নিয়ে যান। পরে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ বৃহস্পতিবার বাদ আসর পুলিশ লাইনস মাঠে এই আ’লীগ নেতার জানাযা শেষে তাকে মুসলিম গোরস্থান মসজিদে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল জেলা আ’লীগ সভাপতি মন্ত্রী আব্দুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম ।

এছাড়া ১০ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দাসও শোকপ্রকাশ করেছেন।

বরিশালে ১৫ শ্রমিকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের মেহেন্দিগঞ্জে নদীতীরের মাটি কেটে পাচারের অপরাধে ১৫ শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যার দিকে প্রথম দফা স্থানীয় মাছকাটা নদীতীরে অভিযান চালিয়ে দুই ৪ শ্রমিককে দুটি ড্রেজার মেশিনসহ আটক করেন।

কিছুক্ষণ পরে দ্বিতীয় দফায় কালাবদর নদীতে অভিযান চালিয়ে মাটিভর্তি তিনটি বলগেটসহ আরও ১১ শ্রমিককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ বিচার ব্যবস্থার মুখোমুখি করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়- একটি চক্র বেশকিছু দিন ধরে উপজেলা লাগোয়া একাধিক নদীতীর থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।

এই বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার থানা পুলিশের সহযোগিতায় নদীগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিজুস চন্দ্র দে’র নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথম দফায় মাছকাটা নদী থেকে দুটি ড্রেজার মেশিনসহ চার শ্রমিককে আটক করা হয়।

এর কিছুক্ষণ পরে কালাবদর নদীতে অভিযান চালিয়ে মাটিভর্তি তিনটি বলগেটসহ আরও ১১ জনকে আটক করেন।

এই তথ্য মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান জানান, রাতে আটকদের ভ্রাম্যমাণ আদালতে তুলে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান এবং মাটি পরিবহনের ব্যবহৃত ড্রেজার ও বলগেট জব্দ দেখানো হয়েছে।

নলছিটিতে নারী ও শিশুদের আইনী সুরক্ষা নিশ্চিত করতে হেল্পডেস্ক উদ্বোধন

নারী ও শিশুদের বিশেষ সেবা প্রদানের জন্য নলছিটি থানায় নারী শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে নারী শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক’র উদ্বোধন করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন , পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হেল্প ডেস্কে নির্যাতনের শিকার নারী ও শিশুসহ তাদের স্বজনেরা পুলিশি সেবা বা প্রতিকারের জন্য অভিযোগ করতে পারবেন। অভিযোগগুলো শোনার পর তা ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের সাথে মুজিব ভাবনা বিষয়ক মতবিনিময় সভা

মোঃ শাহাজাদা হীরা:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি অমর হয়ে থাকবে এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায়। জেলা প্রশাসন বরিশাল এর উদ্যোগে, বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসা বরিশাল এর আয়োজনে। মাদ্রাসা প্রাঙ্গণে, মুজিববর্ষে মুজিব ভাবনা বিষয়ক মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ২০২০ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল জয়দেব চক্রবর্তী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, সহসভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা মোহাম্মদ হোসেন চৌধুরী, সঞ্চালনা করেন অধ্যক্ষ বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসা বরিশাল মোহাম্মদ আবদুর রবসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক বৃন্দ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুরুতেই অতিথিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মুজিব বর্ষের মুজিব ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

 

এসময় অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনে মুজিবীয় ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

একুশে গ্রন্থমেলায় আসছে বরিশালের স্বর্ণার ‘স্বর্ণবীনা’

আকিব মাহমুদ:
অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ বরিশাল সরকারি বিএম কলেজের ছাত্রী ইসরাত জাহান স্বর্ণার রচিত কাব্যগ্রন্থ স্বর্ণবীনা প্রকাশিত হতে যাচ্ছে। লেখক সূত্রে জানা যায় জীবনের বিভিন্ন উপজীব্য থেকে রচনা করা এই গ্রন্থটি চমন প্রকাশনী থেকে অমর একুশে গ্রন্থমেলায় প্রথম প্রকাশিত হবে।

তিনি জানান একমাত্র বাবার অনুপ্রেরনাতেই তার লেখালিখির সূচনা ও সম্প্রসারন ঘটে। কবিতা লেখার পাশাপাশি তিনি বর্তমানে তিনি সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ পর্বে অধ্যয়ন করছেন একইসাথে মেডিমেট ফার্মাসিউটিক্যালস এর আইটি অফিসার পদে কর্মরত রয়েছেন।

অপারেশন বিজয় গৌরব দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া ‘অপারেশন বিজয় গৌরব’ প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপ (জাহাইজ্জ্যার চর) এলাকায় এ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৬৬ পদাতিক ডিভিশন শীতকালীন এ প্রশিক্ষণ মহড়ার আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনীর এ প্রশিক্ষণ প্রত্যক্ষ করেন।

ঘণ্টাব্যাপী অনুশীলনে তিন বাহিনীর সমন্বিত অভিযান প্রদর্শন করা হয়। এতে নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন ইউনিটও অংশ নেয়।
সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া দেখছেন প্রধানমন্ত্রী, ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইংআধুনিক ট্যাংক, এপিসি, মিগ ফাইটার প্লেন, এমআই হেলিকপ্টার নিয়ে সশস্ত্রবাহিনীর সদস্যরা অনুশীলনে অংশ নেন। অনুশীলনের অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও শত্রুবাহিনীর মধ্যে একটি ‘মক যুদ্ধ’ হয়। এতে সশস্ত্রবাহিনীর জয়ের মধ্য দিয়ে অনুশীলন শেষ হয়।

‘মক যুদ্ধে’ শত্রু বাহিনীর বিরুদ্ধে সশস্ত্রবাহিনীর বিজয়ের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন ২২২ পদাতিক ব্রিগেড গ্রুপের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব।

স্থানীয় সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানসহ ঊধ্বর্তন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে স্বর্ণদ্বীপে পৌঁছালে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ৬৬ পদাতিক বিভাগের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল নজরুল ইসলাম, ৩৩ পদাতিক বিভাগের জিওসি মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী।
বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইংপরে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফেটেন্যান্ট জেনারেল মো. শামসুল হক এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার চিফ মেজর জেনারেল ইবনে ফজল শায়খুজ্জামান স্বর্ণদ্বীপের উন্নয়ন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে গড়ে ওঠা স্বর্ণদ্বীপের প্রশিক্ষণ এলাকার সুপরিকল্পিত ব্যবহারে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

পরে সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে ওঠা তিনটি মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার, পরিকল্পিত বনায়ন প্রকল্প এবং এক মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দুর্নীতিতে ১৪ তম বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতির ধারণা সূচক বা করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) অনুযায়ী বাংলাদেশের স্কোর অপরিবর্তিত থাকলেও এক ধাপ এগিয়েছে। ১৩ থেকে ১৪তম অবস্থানে গেছে বাংলাদেশ। ১০০ নম্বরের মানদণ্ডে এবার (২০১৯) বাংলাদেশের স্কোর ২৬। এর আগে ২০১৮ সালেও একই স্কোর ছিল।

বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের ২০১৯ সালের দুর্নীতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এই সূচক প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআই প্রতিবছর বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় সিপিআই-২০১৯ প্রতিবেদন প্রকাশ করা হয়।

২০১৯ সালে বাংলাদেশ তালিকার সর্বনিম্ন থেকে গণনা ও স্কোর অনুযায়ী ১৮০ দেশের মধ্যে ১৪তম অবস্থানে রয়েছে; যা সিপিআই ২০১৮ থেকে এগিয়েছে। সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী বাংলাদেশ ১৪৬তম; এখানে গত বছরের তুলনায় ৩ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।

এশিয়া প্যাসিফিকের ৩১ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ সর্বনিম্ন অবস্থানে এবং দক্ষিণ এশিয়ার ৮ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন থেকে গণনা অনুযায়ী আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন।

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া। টিআইবির করাপশন পারসেপশন ইনডেক্স-২০১৯ এ দেশটি ৯ পয়েন্ট নিয়ে ঊর্ধ্বক্রম থেকে ১৮০ এবং নিম্নক্রম থেকে প্রথম স্থান অধিকার করেছে। আর নিম্নক্রম থেকে ২৬ পয়েন্ট নিয়ে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম।

সোমালিয়ার পর নিম্নক্রম থেকে ১২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ সুদান, ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সিরিয়া, ১৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ইয়েমেন, ১৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ভেনিজুয়েলা, ১৬ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে সুদান, একই স্কোর নিয়ে সপ্তম অবস্থানে ইকুয়াটরিয়াল গুয়েনা, ১৬ স্কোর নিয়ে অফগানিস্তান অষ্টম, ১৭ স্কোর নিয়ে কোরিয়া (উত্তর) নবম, ১৮ স্কোর নিয়ে লিবিয়া দশম স্থানে রয়েছে। ১৮ স্কোর নিয়ে লিবিয়ার পর যথাক্রমে রয়েছে হাইতি, গুয়েনা বিসাও ও কঙ্গো।

প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর যেসব দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় সেগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম। ২৬ স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে অ্যাঙ্গোলা, গুয়াতেমালা, হন্ডুরাস, ইরান, মুজাম্বিক ও নাইজেরিয়া। ২০১৮ সালে নিম্নক্রম থেকে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় আফগানিস্তানে। তাদের স্কোর ১৬। এরপরই রয়েছে বাংলাদেশের অবস্থান।

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের তুলনায় অন্য যেসব দেশ খারাপ অবস্থানে আছে তাদের বেশিরভাগ যুদ্ধ বিধ্বস্ত ও অভ্যন্তরীণ সংঘাতে জর্জরিত।

দুই প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের অবস্থান বাংলাদেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। টিআই’র সূচকে ভারতের স্কোর ৪১। অবস্থান ১৮০টি দেশের মধ্যে নিম্ন ক্রম অনুয়ায়ী অবস্থান ৮৭তম। অন্যদিকে ২৯ পয়েন্ট নিয়ে নিম্নক্রম থেকে মিয়ানমারের অবস্থান ৫০তম।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির ধারণা সূচকে সাম্প্রতিক সময়ের মধ্যে বাংলাদেশ স্কোর নিয়ে আগের অবস্থানে রয়েছে। তবে র‌্যাকিংয়ে পরিবর্তন এসেছে।