রাজধানীতে ফিল্মি স্টাইলে ছিনতাই (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক:
৩৪ সেকেন্ডেই ছিনতাই! অনেকটা বাজ পাখির মতোই। তাও দুই দফায়। প্রকাশ্য দিবালোকে প্রথমে ছিনতাইকারীরা ছিনিয়ে নেয় ভুক্তভোগী নারীর ভ্যানিটি ব্যাগ। দ্বিতীয় দফায় শরীর তল্লাশি করে নেয়া হয় তার গলার চেইনসহ স্বর্ণালংকার। ঘটনাটি রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের।

গত শনিবার সকাল ৭টা ৫৭ মিনিট ৪৮ সেকেন্ড। রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়ক। শৈত প্রবাহ এবং তীব্র শীতের কারণে বেশ কিছুদিন সূর্যের দেখা না মিললেও ওইদিন রোদের দেখা পেয়েছিল রাজধানীবাসী। রিকশায় করে অন্যদিনের মতো কর্মক্ষেত্র ৩ নম্বর সেক্টরে যাচ্ছিলেন এক স্কুল শিক্ষিকা। হঠাৎ করেই পেছন থেকে আসা একটি মোটরসাইকেল রিকশার গতিরোধ করে। লাল-কালো রংয়ের পালসার ব্র্যান্ডের ওই মোটরসাইকেলকে হেলমেট পরিহিত দুইজন আরোহী। কোন কিছু বুঝে উঠার আগেই মুখ খোলা হেলমেট পরিহিত এক ব্যক্তি ছুটে আসে রিকশায় বসে থাকা ওই শিক্ষিকার দিকে। শরীরে ছুরি স্পর্শ করে ‘ছোঁ’ মেরে কেড়ে নেয় ওই শিক্ষিকার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ। নির্বাক দৃষ্টিতে অসহায়ের মতো তাকিয়ে থাকে রিকশাওয়ালা। প্রথম দফায় ভ্যানিটি ব্যাগ নিয়ে গেলেও সন্তুষ্ট হতে পারেনি ছিনতাইকারীরা। মোটরসাইকেলে উঠলেও আবার নেমে আসে ওই ছিনতাইকারী। দ্বিতীয় দফায় আবারও ছুরি ঠেকায় ওই শিক্ষিকার শরীরে। এবার হিজাব পরিহিত ওই শিক্ষিকার হিজাব সরিয়ে গলা থেকে স্বর্ণের চেইন এবং হাতে থাকা চুড়ি ছিনিয়ে নেয় অনেকটা ফিল্মি স্টাইলে। ৭ টা ৫৮ মিনিট ২২ সেকেন্ডে ৩৪ সেকেন্ডের ছিনতাই অপারেশন শেষ করে নির্বিঘ্নে পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা। ভয়ে কিছু সময় হাউমাউ করে কাঁদতে থাকেন ওই শিক্ষিকা। স্কুলে না গিয়ে পুণরায় বাসায় ফিরে আসেন। ওইদিনই এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকার পক্ষে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বামী রহুল আমিন।

মঙ্গলবার রুহুল আমিন বলেন, ওই দিনের দৃশ্য আমার স্ত্রী কোনভাবেই ভুলতে পারছে না। মাঝেমাঝেই ভয়ে আঁতকে উঠছে।

মঙ্গলবার পর্যন্ত ওই ঘটনার কোন অগ্রগতি আছে কি না জানতে চাইলে উত্তরা (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা  বলেন, আমি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। তবে খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

মুজিববর্ষে বাড়ি পাবে ৬৮ হাজার দরিদ্র পরিবার

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশের ৬৮ হাজার ৩৮টি গ্রামে একটি করে দুস্থ ও দরিদ্র পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দেবে সরকার। প্রতিটি বাড়িতে খরচ হবে ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা। চলতি ও আগামী অর্থবছর এসব বাড়ি নির্মাণ করা হবে। এ জন্য দুই বছরে বরাদ্দ প্রয়োজন ২ হাজার ৪০ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ৬৮০ টাকা।

চলতি (২০১৯-২০) অর্থবছরের সংশোধিত বাজেটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির বিশেষ বরাদ্দ বাতিল করে ৩০ হাজার বাড়ি নির্মাণ খাতে ৮৯৯ কোটি ৫৮ লাখ টাকা স্থানান্তরের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এ প্রস্তাবে বলা হয়, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশের ৬৮ হাজার ৩৮টি গ্রামে একটি করে মোট ৬৮ হাজার ৩৮টি দুর্যোগ সহনীয় বাড়ি দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সচিব বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে টিআর-কাবিটা কর্মসূচির বিশেষ খাতের অর্থ দিয়ে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগে ঝুঁকি হ্রাসকল্পে গৃহহীন পরিবারের মাঝে দুর্যোগ সহনীয় বাড়ি নির্মাণ করা হচ্ছে। যার মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ‘আমার গ্রাম, আমার শহর’ অনুযায়ী প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন সহজ হবে।

তিনি আরও বলেন, ‘এর ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষে এ মন্ত্রণালয় থেকে প্রতিটি গ্রামে গৃহহীনদের মধ্য থেকে একটি পরিবারকে দুর্যোগ সহনীয় বাড়ি দেয়া হবে। তাই ৬৮ হাজার ৩৮টি বাড়ি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।’

এ প্রসঙ্গে সভায় অতিরিক্ত সচিব (ত্রাণ) বলেন, বাংলাদেশে অতি দরিদ্রতার হার যখন ক্রমশ নিম্নমুখী তখন ভিজিএফের সাহায্য ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে, যা দরিদ্র জনগোষ্ঠীকে কর্মমুখী করবে এবং আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠা করবে।

তিনি আরও বলেন, চলতি (২০১৯-২০) এর সংশোধিত বাজেটে ভিজিএফের অব্যয়িত অর্থ থেকে ন্যূনতম প্রয়োজনীয় অর্থ সংকুলান রেখে অবশিষ্ট অর্থ মুজিববর্ষ উপলক্ষে নির্মিতব্য বাড়িতে স্থানান্তর করার বিষয়ে তার অভিমত ব্যক্ত করেন। উপস্থিত সব অনুবিভাগ প্রধান এ বিষয়ে অতিরিক্ত সচিবের (ত্রাণ) সঙ্গে ঐকমত্য পোষণ করেন।

এ প্রসঙ্গে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে গত বছরের ১২ ফেব্রুয়ারি জারিকৃত অনুমোদিত কর্মসূচির আওতায় স্কিম চিহ্নিতকরণ, প্রণয়ন, যাচাই, সংশোধন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি শীর্ষক পরিপত্র প্রতিপালন সাপেক্ষে, ইতোমধ্যে প্রধানমন্ত্রী টিআর-কাবিটা কর্মসূচির বিশেষ খাতের বরাদ্দ দ্বারা গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় গৃহনির্মাণের সারসংক্ষেপ অনুমোদন করেছেন।

একইভাবে ভিজিএফ কর্মসূচির ২০১৯-২০ সংশোধিত বাজেট এবং ২০২০-২১ অর্থবছরের বাজেটে মুজিববর্ষ উপলক্ষে নির্মিতব্য দুর্যোগ সহনীয় বাড়ি নির্মাণে ব্যয়ের জন্য অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদনের জন্য পেশ করতে হবে।

সভায় বিস্তারিত আলোচনা শেষে পরিচালন/বিশেষ কার্যক্রম হতে উন্নয়ন ব্যয়ে ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে ৩০ হাজার বাড়ি নির্মাণের জন্য প্রতিটি বাড়ি ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা হিসাবে মোট ৮৯৯ কোটি ৫৮ লাখ টাকা স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

ঝালকাঠিতে ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থীকে গণধর্ষণ : আটক-২

ঝালকাঠির রাজাপুরে মাদ্রাসায় পড়ুয়া ৬ষ্ঠ শ্রেনির এক শিক্ষার্থী গণধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত মোঃ সাগর খান (১৮) ও মোঃ হেমায়েত খলিফা (৪০) নামে দুই ধর্ষককে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। সোমবার রাতে দুইজনকে আটক করলেও ঘটনার সাথে জড়িত মোঃ জালাল হাওলাদার (৪০) পলাতক রয়েছে।

ধর্ষিতা জানায়, রবিবার বিকালে ধর্ষিতকে তার নিজ ঘরের সামনে বসা থাকতে দেখে একই এলাকার রশিদ হাওলাদারের পুত্র মোঃ জালাল হাওলাদার (৪০) প্রথমে এসে ধর্ষিতাকে জানায় তোকে হেমায়েত তার বাড়িতে ডাকে। জালালের কথায় কোন কর্ণপাত না করে মেয়েটি বসে থাকে। কিছুক্ষন পরে আবার একই এলাকার মোঃ শহিদ খানের পুত্র মোঃ সাগর খান (১৮) এসে পুনরায় আবার ধর্ষিতা মেয়েটিকে বলে তোকে হেমায়েত তার বাড়িতে ডাকে। মেয়ে কি জন্যে ডাকে জানার জন্য হেমায়েতের বাড়ি যায় এবং দড়জায় দাড়িয়ে কেন ডেকেছে জানতে চাইলেই হেমায়েত তার ঘরে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে টেনে বিতরে নেয় এবং সাগর, জালাল ও হেমায়েত তিনজনেই পালাক্রমে ধর্ষন করে। পরে এ ঘটনা কাউকে না বলতে মেয়েটিকে ভয়ভীতি দেখায়। এমনকি এ কথা কাউকে জানালে মেয়েটিকে মেরে ফেলা হবে বলে ধর্ষনকারীরা হুমকি দেয়।

এ ব্যাপারে রাজাপুর থানা ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ জানান, ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে।

পিরোজপুরে ৯০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা

পিরোজপুরের মঠবাড়িয়ায় মমতাময়ী মাকে সম্মান জানাতে বিদ্যালয় আঙিনায় সমবেত ৯০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা । মঙ্গলবার সকালে উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে প্রতিষ্ঠানের সবুজ চত্বরে এ ব্যাতিক্রমী মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ৯০০ শিক্ষার্থীর মা, শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শামীমা সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিদ্যালয়ের সম্মূখ সবুজ চত্বরে ৯০০ মাকে সাড়িবদ্ধভাবে চেয়ারে বসিয়ে শিক্ষার্থীরা নিজ মায়ের পা ধৌত করে মুছে দিয়ে মাকে সম্মান জানায়।

এসময় সকল মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দেশ ও মানুষের জন্য সু-নাগরিক হিসেবে নিজেকে গড়ার জন্য দোয়া করেন। ব্যাতিক্রমী অনুষ্ঠানস্থলে এসময় এক আবেগঘনময় পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অধ্যক্ষ নাসির উদ্দিন, প্রবাসি যুব নেতা মিজানুর রহমান মিলন, শিক্ষক আব্দুল হামিদ, চিত্ত রঞ্জন হালদার, রোকনুজ্জামান শরীফ, শামীমা সুলতানা রোজি,

সুরাইয়া আক্তার সেলিনা, সাংবাদিক ফারুক হোসেন খান, শিক্ষিকা কিরণ প্রভা রায়, পারভেজ তালুকদার, শিক্ষার্থী সুরাইয়া মিম ও ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠানে অতিথি ও সমবেত মায়েদের ফুল দিয়ে বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকা সিটি নির্বাচনে তাপসের সমর্থনে বরিশাল বিভাগীয় আ’লীগের সাংগঠনিক সভা

স্টাফ রিপোর্টার:
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যারিস্টার ফজলে নূর তাপসকে নৌকা মার্কায় বিজয়ী করতে বরিশাল বিভাগীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দর সাথে জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (মন্ত্রী) ’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

বরিশাল বিভাগের বরিশাল সদর, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুরসহ ছয় জেলা শহর ও এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’র নিজ নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দর সাথে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আবদুল্লাহ বলেন- দক্ষিনাঞ্চলের ভাইয়েরা, আপনারা তাপসকে নিজের ভাই ও সন্তান মনে কাজ তার পক্ষে কাজ করবেন ’৭৫ এর ১৫ আগস্ট সব হারানো বেধনা বিধুর পরিবারের সন্তান হিসেবে আপনারা বাড়ি বাড়ি গিয়ে এতিম তাপসের পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করুন। তাকে বিজয়ী না করে দক্ষিনাঞ্চলের নেতা কর্মীরা ঘরে ফিরবেনা বলেও জানান তিনি।

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান।

বিশেষ অতিথি আ. রহমান তার বক্তব্যে বলেন, যে সব এলাকায় বরিশালের লোকজন থাকেন ওইসকল এলাকায় আপনারা তাপসের জন্য ভোট চাইলে তারা তাপসকে ভোট দিবে বলে আমরা বিশ্বাস করি।

সভাপতির বক্তব্যে বরিশাল বিভাগের নেতৃবৃন্দর কাছে আমির হোনে আমু বলেন, তাপস আপনার- আমার ঘরের ছেলে। ৭৫ এর ১৫ আগস্ট ও এদিম হয়েছে। এতিম সন্তানকে আপনারা ভোট দেবেন ও অন্যদের কাছে গর্ভের সাথে ভোট চাইবেন। তাপসের নির্বাচন আমাদের সবার জন্য একটি চ্যালেঞ্জ।

সভায় ব্যারিস্টার ফজলে নূর তাপসকে বিজয়ী করতে ঢাকা দণি সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীদের ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাংগঠনিক সভায় বরিশাল বিভাগের জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হলেন এ্যাডভোকেট দুলাল

জাতীয় পার্টি বরিশাল জেলা শাখার নবগঠিত কমিটির সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে দলের কর্মীবান্ধব নেতা এ্যাডভোকেট মজিবুর রহমান দুলালকে।

 

২১ জানুয়ারী জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

 


বিজ্ঞপ্তিতে জানা যায়, বরিশাল-২ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে আহবায়ক ও এ্যাডভোকেট মজিবুর রহমান দুলালকে সদস্য সচিব করে বরিশাল জেলা জাতীয় পার্টির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে, সংসদ সদস্য নাসরিন জাহান রতনা, চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা, নাসির উদ্দিন সাথী, মাহবুবুর রহমান দুলাল, আব্দুল মজিদ ও অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল।

 

 

বন্ধ হয়ে যাবে উইন্ডোজ ৭

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী, গত ১৪ জানুয়ারির পর উইন্ডোজ ৭ আর কোনো আপডেট পাচ্ছে না। মূলত উইন্ডোজ এক্সপির পর উইন্ডোজের ৭ সংস্করণটি বন্ধ করে দিতেই এমন উদ্যোগ নিয়েছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি। উইন্ডোজ ৭ পিসি কোনো ধরনের সফটওয়্যার আপডেট না পেলে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। পাশাপাশি উইন্ডোজের সর্বশেষ ফিচার ব্যবহারের সুবিধা থেকেও বঞ্চিত হতে হবে। তবে চাইলে উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা তাদের পিসিকে উইন্ডোজ ১০-এ আপগ্রেড করে নিতে পারবেন। এজন্য আপনার এমন কনফিগারেশনের পিসি থাকতে হবে যা উইন্ডোজ ১০ সমর্থন করবে। উইন্ডোজ ৭ ব্যবহৃত পিসিটি যদি উইন্ডোজ ১০ সমর্থন করে, তবে কোনো ডাটা বা ফাইল হারানো ছাড়াই আপগ্রেড করে নেওয়া যাবে। উইন্ডোজ ১০ একটি ‘লিগ্যাসি মোড’ রেখেছে যা চলমান সব পুরোনো অ্যাপ্লিকেশনকে নতুন সিস্টেমে সচল রাখবে। উইন্ডোজ ১০-এ আপগ্রেড করে নিলে পুরোনো অ্যাপ্লিকেশনগুলো আপডেট পেতে শুরু করবে।

পিসিতে কি উইন্ডোজ ১০ চলবে

প্রথমেই দেখতে হবে আপনার উইন্ডোজ ৭ চালিত কম্পিউটারটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম গ্রহণে সক্ষম কিনা। যেসব পিসি উইন্ডোজ ৭ গ্রহণ করতে সক্ষম, তার বেশিরভাগই উইন্ডোজ ১০ সমর্থন করে। তবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটি চালু করতে ন্যূনতম কনফিগার যা হতে পারে- কমপক্ষে ১ গিগাহার্টজ গতির প্রসেসর, র‌্যাম হতে হবে ১ গিগাবাইট (৩২ বিটের জন্য) এবং ২ গিগাবাইট (৬৪ বিটের জন্য), হার্ডড্রাইভ ন্যূনতম ৩২ গিগাবাইট, গ্রাফিক্স কার্ড ডিরেক্টএক্স বা ডব্লিউডিডিএম ১.০ ড্রাইভারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ডিসপ্লে ৮০০ বাই ৬০০ পিক্সেল। যদি পিসির কনফিগার সমর্থন করেন তবে ৬৪ বিট বেছে নেওয়াটাই ভালো হবে। এতে বেশি সফটওয়্যার ব্যবহার করার পাশাপাশি অধিক র‌্যাম থাকার সুবিধাও পুরোপুরি উপভোগ করা যাবে। উইন্ডোজ ১০-এ আপগ্রেড করতে হার্ডওয়্যার চাহিদার সঙ্গে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে। ইনস্টলার আপনাকে ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত করার সুবিধাও দেবে।

উইন্ডোজ ১০ ইনস্টল

অফিসিয়ালভাবে মাইক্রোসফটের অনলাইন স্টোর থেকে উইন্ডোজ ১০ পেতে পারেন। নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করার ক্ষেত্রে নতুন সিস্টেম গ্রহণের আগে প্রয়োজনীয় সব ডাটা সংরক্ষণ রাখা জরুরি। আর ইনস্টল হয়ে গেলে উইন্ডোজ ১০-এ অনায়াসে উপভোগ করতে পারবেন সব ফিচার।

যেভাবে ধরে রাখবেন ত্বকের বয়স

লাইফস্টাইল ডেস্ক:

মানসিক চাপ, অবসাদ, কাজের চাপে অনেকের অল্প বয়সে ত্বকে ভাজ পড়ে। কারও আবার চোখের নিচে বলিরেখা, কালচে ভাবের কারণে ত্বক বুড়োটে দেখায়্। ত্বকে তারুণ্য ধরে রাখতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

সানস্ক্রিন : সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের মারাত্মক ক্ষতি করে। এ কারণে বাইরে বের হওয়ার আধ ঘন্টা আগে ত্বকে সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। শীতের দিনও এটি ব্যবহার করতে ভুলবেন না। এতে ত্বকে সহজে বার্ধক্য আসবে না।

ত্বক পরিষ্কার : সপ্তাহে একবার তো বটেই, পারলে দুইবার স্ক্রাব করুন ত্বকে। এতে মরা ত্বক সরে নতুন ত্বক জন্ম নেবে। সেই সঙ্গে ত্বক উজ্জ্বল দেখাবে। চিনির সঙ্গে লেবুর রস কিংবা দুধের সর দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন স্ক্রাবার।

খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার : প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টির খাবার যেমন- মৌসুমি ফল, সবজি, শাক রাখুন। এছাড়া ভিটামিন এ, ই আর সি সমৃদ্ধ খাবার খান। সেই সঙ্গে  জাঙ্ক, ফাস্ট ফুড, মিষ্টি খাবার এড়িয়ে চলুন।

ধূমপানকে না : রোজ ধূমপান করলে ত্বকে দ্রুত বার্ধক্য চলে আসে। এ কারণে ধূমপানের অভ্যাস ত্যাগ করুন।

পর্যাপ্ত পানি পান : তারুণ্য ধরে রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

অন্যান্য : ঘুমাতে যাওয়ার আগে মেকআপ তুলে ফেলুন। সেই সঙ্গে ক্লিনজিং দিয়ে ত্বক পরিষ্কার রাখুন। এতেও ত্বক সজীব থাকবে। সূত্র: এনডিটিভি

মাঘের শীতে কাবু উত্তরের জনপদ

নিউজ ডেস্ক:

মাঘের শীতে কাবু হচ্ছে উত্তরের জনপদ। কয়েকদিন শীতের স্বাভাবিক অনুভূতি বিরাজ করার পর ফের শুরু হয়েছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। কোনো কোনো এলাকায় এক দিনের ব্যবধানেই রাতের পারদ কমে গেছে ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের পারদও নেমেছে ১৪ ডিগ্রিতে।

মঙ্গলবার তেঁতুলিয়া, শ্রীমঙ্গলসহ দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৭.২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে ছিল ৭.৬ ডিগ্রি, যা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলে বিবেচিত। আরও ১৪টি অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার বয়ে যায় মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়ে শৈত্যপ্রবাহ নতুন নতুন এলাকায় বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রংপুর বিভাগসহ রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছী, যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর, ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার শৈত্যপ্রবাহ বয়ে গেছে। শ্রীমঙ্গলে রাতের পারদ নেমেছিল ৭.৬ ডিগ্রিতে, এক দিন আগেও এখানে রাতের তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আশপাশের জেলাগুলোতে রাতের তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে এলেও ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে উত্তর-পশ্চিমের বাতাস ঘণ্টায় ১২ কিলোমিটার পর্যন্ত গতিতে ধেয়ে আসায় বিকেল থেকে কনকনে ঠান্ডা অনুভূত হয় রাজধানীতে। এখানে মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শৈত্যপ্রবাহ আরও কয়েকটি অঞ্চলে বিস্তৃত হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

চলতি মৌসুমে ইতোমধ্যে কয়েকটি শৈত্যপ্রবাহে কাবু হয়েছে দেশ। পৌষের শেষদিকে ইটপাথরে ঘেরা রাজধানীতেই দিনের তাপমাত্রা নেমে আসে ১৭ ডিগ্রিতে। তবে মাঘের শুরু থেকে শীতের তীব্র অনুভূতি হারিয়ে যায়। মাসের সপ্তম দিনে এসে মাঘের শীতের আসল অনুভূতি মিলছে। তবে এতে উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকার ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ বেকায়দায় পড়েছেন।

পঞ্চগড় প্রতিনিধি জানান, টানা কয়েকদিন উত্তরাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা বাড়তি থাকলেও ফের মাঝারি শৈত্যপ্রবাহে কনকনে শীত শুরু হয়েছে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম জানান, সকাল থেকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় তীব্র ঠান্ডার অনুভূতি বিরাজ করছিল। এতে জনজীবনে স্থবিরতা নেমে আসে। হাড় কাঁপানো শীতের কারণে আবারও দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

পৌরসভার মিঠাপুকুর এলাকার দিনমজুর আইবুল ইসলাম বলেন, প্রতিদিন সকাল সকাল বাড়ি থেকে বের হতে না পারলে কাজ পাওয়া যায় না। শীতের জন্য বাড়ি থেকে বের হতে দেরি হয়। এ জন্য ঠিকমতো কাজ পাওয়া যায় না।

বড়শিতে ধরা পড়ল ১০০ কেজির মাছ

অনলাইন ডেস্ক:

বড়শি দিয়ে ১০০ কেজি ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ শিকার করেছেন জাহাঙ্গীর মিয়া নামে এক ব্যক্তি। তিনি ব্রাহ্ম‏ণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরসোনারারের জেলে।

মঙ্গলবার মেঘনা নদী থেকে বিশাল আকৃতির মাছটি ধরেন তিনি। বিকেলে মাছটি আশুগঞ্জ বাজারে নিয়ে এলে শত শত মানুষ সেটিকে দেখতে ভিড় জমায়। লোকমুখে মাছটিকে বিভিন্ন নামে চিহ্নিত করলেও এটি বিরল প্রজাতির ‘শাপলা পাতা’ বলে জানিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।

আশুগঞ্জ বাজারের আড়তদার মাছটির দর হাঁকেন প্রতি কেজি ২০০ টাকা। তবে বেশি দামের আশায় এটি কিশোরগঞ্জের ভৈরব মৎস্য আড়তে নিয়ে যান জাহাঙ্গীর।

জাহাঙ্গীর মিয়া জানান, তিনি বড়শি দিয়ে বোয়ালসহ বড় মাছ শিকার করেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি বড়শি নিয়ে মেঘনা নদীতে যান। দুপুর ১২টার দিকে বড়শিতে মাছ ধরার টান অনুভব করেন। পরে তিনি মাছসহ বড়শি ওঠাতে চেষ্টা করলেও পারছিলেন না। উল্টো নৌকাসহ তাকে টেনে নিতে থাকে। এ সময় তিনি আশপাশের আরও দুটি নৌকার জেলেকে ডাকলে তারা এগিয়ে আসেন। তিনটি নৌকার ৫-৬ জন জেলে মিলে আড়াই-তিন ঘণ্টার চেষ্টায় মাছটি ওপরে ওঠাতে সক্ষম হন।

বৃত্তাকার বিশাল আকৃতির মাছটির রয়েছে লম্বা ও শক্ত লেজ। গায়ের রং কালচে। বিকেলে মাছটি স্থানীয় বাজারে তোলা হলে দেখতে শত শত লোক ভিড় করে। স্থানীয়রা একে ‘হাউস’ মাছ বলে জানালেও এটি আসলে ‘শাপলা পাতা’ মাছ বলছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান। তিনি বলেন, এসব মাছ বিরল প্রজাতির। এরা সাধারণত নদী ও সাগরের মিলনস্থলে থাকে। বড় বড় নদীতেও কয়েক প্রজাতির এমন মাছ রয়েছে, তবে তা খুবই কম।