ঢাকার শিক্ষার্থীদের আন্দোলনে কলকাতার শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক:

এফডিসিতে ক্যান্টিনের পাশেই শহীদ স্মৃতি কলেজের বিশাল গেইট। তার পাশের মাঠে শহীদ মিনার। সেখানে থেকে হেঁটে কড়ইতলা হয়ে এফডিসির প্রশাসনিক ভবনের সামনে যেতেই চোখে পড়ল শত শত শিক্ষার্থী জড়ো হয়ে বসা। অনেকের হাতে প্লেকার্ড। তাতে লেখা ‘জামশেদ হত্যার বিচার চাই’!।

মিনিট পাঁচেক নিরব থাকতে দেখা গেল শিক্ষার্থীদের। হুট করে শ্লোগান দিয়ে উঠল তারা। শ্লোগানে শ্লোগানে ভারি করে তুলল এফডিসি। স্লোগানের ভাষা ‘উই ওয়ান্ট জাস্টিস’!

প্রথম দেখায় মনে হতে পারে বাস চাপায় রাজধানীতে শিক্ষার্থী নিহতের পর যে আন্দোলনটি হয়েছিলো সেটাই আবার শুরু হয়েছে। সড়কে নিরাপদে চলাচল নিশ্চিত করতে আবারও রাস্তায় কোমলমতি ছাত্রছাত্রীরা। এক চুলও মনে হবে না এটা কোনো সিনেমার শুটিং।

শিক্ষার্থীদের পাশেই চোখে পড়ল স্টেশনারি দোকান, অন্যদিকে মূল সড়ক। সেই সড়কে থমকে আছে লোকাল বাস। আন্দোলন-অবরোধে রাস্তায় লেগেছে লম্বা জ্যাম! রিক্সা, মাইক্রো, প্রাইভেটকার সারি সারি দাঁড়িয়ে। হঠাৎ করেই সেখানে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। মাথায় পতাকা বেঁধে, স্কুল ড্রেসে তার সঙ্গে এলেন শান্ত খান।

শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবির শুটিং এটি। নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের ঘটনাকে উপজীব্য করেই নির্মিত হচ্ছে ‘বিক্ষোভ’। এতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন শান্ত খান ও কলকাতার শ্রাবন্তী।

শুটিংয়ে কথা হলো ছবিটির  প্রধান সহকারী পরিচালক পূজন মজুমদারের সঙ্গে। তিনি তখন শ্রাবন্তী-শান্তকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছিলেন। দৃশ্যটি এমন- পরিচালক অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের পোশাকে কয়েক দুর্বৃত্ত মুখে কালো কাপড় পরে এসে বাস ভাঙচুর শুরু করবে। তখনই দৌড়ে গিয়ে শ্রাবন্তী-শান্ত তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করবেন। পূজনের বলা শেষে দেখাও গেলো এমন দৃশ্য।

বিক্ষোভ সিনেমায় দেখা যাবে এই কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের দৃশ্য।

মুহূর্তের মধ্যে দুর্বৃত্তরা একটি বাসের গ্লাস ভেঙে পালিয়ে গেলো। পরিচালক রনি বললেন, ”আজ খুব গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের শুটিং করছি। গল্প পুরোটা বলে দেওয়া হলে ছবির টুইস্ট নষ্ট হয়ে যাবে। ছবিতে আরও চমক রয়েছে। চেষ্টা করছি, এ ছবিতে অতিথি চরিত্রে ইলিয়াস কাঞ্চনকে নেওয়ার জন্য। কারণ, উনি যে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে লড়ছেন সেটাই আমাদের ছবির উপজীব্য, ‘নিরাপদ সড়ক চাই’।”

শ্রাবন্তী পরের দৃশ্যের জন্য চিত্রনাট্য পড়ছিলেন। তখনই কথা হয় তার সঙ্গে। তিনি বললেন, ‘এ ছবির সবচেয়ে বড় শক্তি গল্প। প্রথমবার একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করছি। তাছাড়া এই ছবির উদ্দেশ্য জনগুরুত্বপূর্ণ। নিরাপদ সড়কের দাবি নিয়ে এই ছবির গল্প। বাংলাদেশ-ভারত সব জায়গায় সড়ক দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনা প্রতিকারে যে আন্দোলন, তা নিয়েই ছবিটি।’

বিক্ষোভ সিনেমায় স্কুল শিক্ষকের চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী।

ছবিতে স্কুলশিক্ষিকার নাম আফ্রি। তার জীবনে অনেক কষ্ট এসেছে, কিন্তু থেমে থাকেননি। এগিয়ে গেছেন। লড়তে শিখেছেন।

বিক্ষোভ ছবির শুটিং প্রসঙ্গে সহকারী পরিচালক পূজন বলেন, এবার দ্বিতীয় লটের শুটিং হচ্ছে। অর্ধেকের মতো কাজ শেষ। ২১ জানুয়ারি রাতে শ্রাবন্তী কলকাতা ফিরে যাবেন। আবার আসবেন ২ ফেব্রুয়ারি। তখন টানা এক সপ্তাহ শুটিং করবেন। তারপর পুরো ছবির কাজ শেষ হবে। আগামী রোজার ঈদে ছবিটি দেশব্যাপী মুক্তি পাবে।

শান্ত খান ও শ্রাবন্তী ছাড়াও ছবিতে রজতাভ দত্ত, জয়দীপ ব্যানার্জি, সাদেক বাচ্চু, সাবেরি আলম, মারুফ, শ্রভশ্রী কর প্রমুখ অভিনয় করছেন।

ছবির মারপিট অংশের পরিচালক ছিলেন ‘সিংহাম’ খ্যাত রকি রাজেশ। এ ছবির মাধ্যমেই বাংলাদেশি কোনো ছবির গানে প্রথম পারফর্ম করছেন বলিউডের সানী।

প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভোলার ২৯ পদ সংরক্ষণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় মহিলা কোটায় ভোলা জেলায় ২৯টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ভোলা জেলার ২৯ জন প্রার্থীর দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফলাফলে মহিলা কোটায় শতকরা ৬০ ভাগ নিয়োগ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। চার সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের বিষয়টি জানিয়ে ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, সরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৩ এর ৭ বিধিতে বলা হয়েছে সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর ৬০ শতাংশ মহিলা প্রার্থীদের দিয়ে পূরণ করতে হবে। কিন্তু চূড়ান্ত ফলাফলে ৬১ জেলায় ১৮ হাজার ১৪৭ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়। ওই ফলাফলে মহিলা প্রার্থীদের তুলনায় পুরুষ প্রার্থীদের বেশি নির্বাচিত করা হয়, যা বিধি লঙ্ঘন করে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়েছে। একইভাবে ভোলা জেলায় সর্বমোট ৩৪৪ প্রার্থীকে চূড়ান্ত ফলাফলে নির্বাচিত করা হয়। তার মধ্যে ১২৭ জন মহিলা ও ২১৭ জন পুরুষ প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে। কিন্তু শতকরা ৬০ ভাগ মহিলা প্রার্থী হিসেবে লিখিত পরীক্ষায় উর্ত্তীণ ২০৬ জন মহিলা প্রার্থী নির্বাচিত হওয়ার কথা। নিয়োগবঞ্চিত হওয়ায় ভোলা জেলার ২৯ জন প্রার্থী শতকরা ৬০ ভাগ মহিলা কোটায় নিয়োগের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন।

নেহা-আদিত্যর বিয়ে নিয়ে মুখ খুললেন উদিত নারায়ণ

বিনোদন ডেস্ক:

সত্যিই কি বিয়ে করছেন জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর ও গায়ক-সঞ্চালক আদিত্য নারায়ণ? নাকি নিছক প্রচারের আলোয় আসার জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করার কথা ছড়ানো হলো? নেহা-আদিত্যর বিয়ের খবরটা সামনে আসতেই এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে। এবার ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা উদিত নারায়ণ।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেহা সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ হন প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণ। খোলাখুলি বলেই ফেললেন, ‘নেহা খুবই মিষ্টি মেয়ে। ও খুব সুন্দর গান করে। নেহাকে ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি। আর শুধু আমিই নই, সব মানুষই ওকে খুবই পছন্দ করে।’

সে সব তো ঠিক আছে। কিন্তু বিয়ে কি করছেন তারা এই ভ্যালেন্টাইন্স ডে তে? এমন প্রশ্নের উত্তরে উদিত বলেন, ‘ওরা দু’জনেই জুটি বাঁধছে। কিন্তু বাকিটা তো ওদের ব্যক্তিগত। এই ফেব্রুয়ারিতে বিয়ে করছে কি না ওরা, তা আমার জানা নেই। কিন্তু যদি ওরা বিয়ে করে তবে আমার কোনও অসুবিধে নেই। ভালই হবে, আমাদের গান-বাজনার পরিবারে একজন গায়িকা যুক্ত হবে।’

অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে প্রেম ছিল নেহা কক্করের। কিন্তু আচমকা সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রচণ্ড বিধ্বস্ত হয়ে পড়েন নেহা। পরিস্থিতি যে কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলেন না গায়িকা, তা প্রায় সকলেরই জানা। প্রচণ্ড বিষণ্নতায় ভুগছিলেন তিনি। এমনকি তিনি আত্মহত্যাও করতে গিয়েছিলেন।

এই ধাক্কার পর নেহার জীবনে বসন্তের বাতাসের মতো এসেছেন আদিত্য নারায়ণ। ইন্ডিয়ান আইডলের সেটেই তাদের পারস্পরিক পরিচয়। এখন তাদের রসায়ন যে নেহাতই বন্ধুত্বের ছকে আর বাঁধা নেই, সে কথা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন তাদের বাবা-মা।

এদিকে নেহা নতুন সম্পর্কে জড়ানোয় খুশি তার ভক্তরাও। অবশেষে বিচ্ছেদের ট্রমা থেকে বেরোতে পেরেছেন নেহা। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বসন্ত ফিরে এসেছে নেহার জীবনে। তবে এই ভ্যালেনটাইনস ডে’তেই বিয়ের ফুল ফুটবে কি না, তা সময়ই বলে দেবে।

কুকুরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে তরুনীর করুন পরিনতি

অনলাইন ডেস্ক:

অধিকাংশ তরুণ-তরুণীই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আশক্ত। সাথে রয়েছে ‘সেলফি রোগ’। যে কোনো স্মৃতি ফেসবু, টুইটার আর ইনস্টাগ্রামে টাইমলাইনে দিতে আগ্রহী হয়ে ওঠেন তারা। এর ফলে অনেক বিপদেও পড়েন তারা।

তেমনই সেলফি তুলতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছে লওরা স্যানসোন নামের এক আর্জেন্টাইন তরুণীর। কুকুরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে রক্তের বন্যা বইয়ে দিয়েছেন নিজের মুখে।

১৪ জানুয়ারি আর্জেন্টিনার টুকুমানে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সূত্র- টাইমস টুয়েন্টিফোর নিউজ।

অ্যালসিসিয়ান নামে এক জার্মান শেফার্ড পোষ্য রয়েছে ১৭ বছরের তরুণী লওরার। বিছানায় নিয়ে কুকুরের সঙ্গে খেলার ফাঁকে হঠাৎ তার ইচ্ছে হয় সেলফি তোলার। যেই ভাবা সেই কাজ। কিন্তু এতেই বিপদ ডেকে আনেন তিনি।

সেলফি তুলতে গেলে কুকুরটি কামড়ে লওড়ার মুখ ছিঁড়ে দেয়। রক্তে ভিজে যায় বিছানা। পরে আহত তরুণীকে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে ৪০টি সেলাই দেয়া হয় তার মুখে।

এদিকে লওড়া স্যানসোনের ক্ষতবিক্ষত চেহারা আর কুকুরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বরিশালে সরকারি কর্মচারীদের কর্মবিরতি

পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সারাদেশের মতো ঝালকাঠি ও বরিশালে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা (গ্রেড ১৩-১৬)।

হাজিরা খাতায় স্বাক্ষর করে সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মো. আলমগীর হোসেন।

এদিকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতির ব্যানারে একই কর্মসূচি পালন করা হয়।

পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির বরিশাল জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের দাবি বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার (২১ জানুয়ারি) হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দু’ঘণ্টা, ২২ ও ২৩ জানুয়ারি হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা, ২৭ ও ২৮ জানুয়ারি হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টা এবং ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সকালে হাজিরা খাতায় স্বাক্ষর করে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সমিতির নেতারা।

পটুয়াখালীতে মাদ্রাসা ছাত্রী ধর্ষন, লজ্জায় আত্মহত্যা

পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের আব্দুল হাই দাখিল মাদ্রাসার ছাত্রী তানিয়াকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের ফলে লজ্জা ও ঘৃণা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তানিয়া আক্তার নামে এক শিক্ষার্থী।

ঘটনার বিবরন পূর্বক জানা যায়, তানিয়া আক্তার এর সাথে মাদ্রাসায় যাওয়া আসার পথে উক্ত এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক সরদারের ছেলে শাওন সরদার ও হোসেন মাতুব্বর এর পরিচয় হয়।

১২ জানুয়ারি তানিয়া আক্তারের আত্মিয় জামালের বাসায় বেড়াতে যাওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে শাওন সরদার ও হোসেন মাতুব্বর এবং অন্যান্য সহযোগীদের সহায়তায় শংকরপুর গ্রামে তানিয়াকে একা পেয়ে একটি বাড়ির মধ্যে নিয়ে যায়।

বাড়িতে কেউ না থাকায় রাতভর তাকে ধর্ষণ করে। সকাল সাড়ে ছয়টার সময় তানিয়াকে ছেড়ে দিলে নিজ বাড়িতে এসে তানিয়া হাঁউমাঁউ করে কেঁদে ফেলে।

বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হলে এবং আসামিদের হত্যার হুমকিতে তানিয়া বিষ খান।

রাতেই তানিয়া মারা যান। পরবর্তীতে তানিয়ার নানা সাত্তার ফকির পটুয়াখালী সদর থানায় ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানায় উক্ত ঘটনায় পটুয়াখালী থানায় একটি মামলা করা হয়েছে যাহার নাম্বর ১৯৮(৩-১) তারিখ-১৭.০১.২০২০ইং এবং ঐ দিনই মূল আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে।

ধর্ষক শাওন সরদার ও তার সহযোগীদের বিচারের দাবীতে মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের শত শত জনতা, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মোঃ খলিলুর রহমান, সহ সুপার ইতিশা হাসান, শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ মিলন মিয়া, হারুন-অর-রশিদ, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম, সুলতান খান, আফরোজা আক্তার ও তাসলিমা আক্তারসহ বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ।

বিএম কলেজে শহিদ আসাদ দিবস পালিত

৫১তম শহিদ আসাদ দিবসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি ব্রজমোহন কলেজ সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি ব্রজমোহন কলেজ সংসদের সভাপতি কিশোর কুমার বালার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি সম্পা দাস, বরিশাল কলেজ সংসদের সাংগঠনিক সম্পাদক জয়দেব সাহা, ব্রজমোহন কলেজ সংসদের সহকারী সাধারণ সম্পাদক সৈকত চন্দ্র দে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সংসদের সদস্য রুহুল আমিন, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার আহবায়ক আহমেদ নবীন।

সাংস্কৃতিক ইউনিয়ন এর পরিবেশনায় গণসংগীত পরিবেশিত হয়।

আয়োজন শেষে ক্যাম্পাসে ছাত্র ফ্রন্টের নেতা সুজয় এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল করা হয়।

বরিশালে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

বরিশাল নগরীর পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ রাজু (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) দিনগত রাতে বিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে বরিশাল কাউনিয়া থানা পুলিশ ওই অভিযান পরিচালনা করে। অভিযানে আটক মোহাম্মদ রাজু (২৭) পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ রাজুকে আটক করা হয়।

এ ঘটনায় থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বরিশালে শহীদ আসাদের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালন

৬৯ এর গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ৫১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচী পালিত হয়।

শহীদ আসাদ পরিষদ বরিশাল শাখার সভাপতি ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় আলোচনায় অংশ নেয় অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল, একে আজাদ, গণসংহতি আন্দোলনের দেওয়ান রশিদ নিলু, বাসদ নেত্রী ডাঃ মনিষা চক্রবর্তী সহ সাবেক ও বর্তমান ছাত্র নেতৃবৃন্দ।

বরিশালে ১৫দফা দাবীতে বস্তিবাসীদের মানববন্ধন

বরিশালে বস্তিবাসীদের স্ব-স্ব স্থানে বন্দোবস্তসহ ১৫দফা দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল জেলা বস্তিবাসী ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।

এসময় শ্রমিক নেতা এ্যাডভোকেট একে আজাদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বস্তিবাসীরা।