বিভিন্ন বুথ থেকে ১৩ লাখ টাকা উত্তোলন, এই নারীকে খুঁজছে পুলিশ

অনলাইন ডেস্ক:

সাউথ ইস্ট ব্যাংকের বিভিন্ন এটিএম বুথ থেকে প্রতারণার মাধ্যমে ১৩ লাখ টাকা উত্তোলন করেছে এক নারী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে ওই নারীকে ধরিয়ে দেয়ার খবর প্রকাশ করা হয়।

এটিএম বুথে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে তার ছবি সংগ্রহ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। তার পরিচয় সনাক্ত করতে পুলিশ সহায়তা চেয়েছে।
ডিবি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির সাউথ ইস্ট ব্যাংকের ডেমরার শারুলিয়া শাখার একাউন্ট হতে ১৩ লাখ টাকা তোলা হয়েছে। গত বছরের ৭ জুলাই থেকে ১৮ আগস্ট তারিখের মধ্যে ওই ব্যাংকের বিভিন্ন বুথ থেকে টাকা উত্তোলন করা হয়। পরবর্তী সময়ে সাইফুল ইসলাম দুবাই হতে দেশে আসার পর একাউন্টে টাকা না পাওয়ায় গত বছরের ৬ নভেম্বর রমনা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্তকালে সাউথ ইস্ট ব্যাংকের মাধ্যমে বিভিন্ন বুথের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারী কর্মকর্তা। সংগ্রহকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায় একজন নারী ডেবিট কার্ডের মাধ্যমে ওই একাউন্টে গচ্ছিত টাকা বিভিন্ন বুথ থেকে উত্তোলন করছেন।

ওই নারীর খোঁজে সহায়তা চেয়েছে পুলিশ। এই নারীর কোনো পরিচয় কিংবা তথ্য পাওয়া গেলে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আশরাফউল্লাহর (০১৭১৩৩৯৮৫২৭) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আতিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে আনা বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ডিএনসিসির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমকে রবিবার রাতে নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির উপ-সচিব আতিয়ার রহমান।
নির্দেশনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক মনোনীত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের ‘নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আমার নির্বাচনী প্রচারণারত মাইক্রোফন ভাঙচুর’ এবং ‘নৌকা প্রতীকের প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘন’ বিষয়ক গত ১৩ জানুয়ারি দাখিলকৃত আবদনের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।’

তাবিথ আউয়াল তার আবেদনে কমিশনকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছিলেন।

নৌকা প্রতীকের প্রার্থী অর্থাৎ আতিকুল ইসলামের বিরুদ্ধে প্রচার শুরু সময়ের আগেই প্রচারে অংশ নেওয়ায় একবার শোকজ করেছিলেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বরিশাল জেলায় এক বছরে ২ শত ৪০ জন মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পন

অপরাধ জগতে বাস করে যেমন সুখ শান্তি পাওয়া যায়না তেমনি মাদকের ব্যবসার টাকায় স্বল্প সময়ের জন্য কিছুদিন হয়ত আরাম আয়েশ ও ভোগ বিলাশ জীবন যাপন করা যায় সে সুখ চিরস্থায়ী নয় এ বানি নিয়ে ধান নদী খালের বরিশাল জেলার ১০ উপজেলার ৮৫ টি ইউনিয়নের তৃর্নমূল প্রতিটি গ্রামে একথাটি ছড়িয়ে দিয়ে উপজেলা গুলোতে মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি করা সহ মাদক ব্যবসায়ীদের স্বভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সব সময় জেলার পুলিশ বিভাগকে উৎসাহ যুগিয়ে কাজের সফলতার আলোর মুখ দেখাতে সক্ষম হওয়ার পিছনে কাজ করে গেছেন বরিশাল রেঞ্জ উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) সফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, তারই নির্দ্যেেশ বরিশাল জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম (বার) তার অনুগত পুলিশ অফিসারদের নিয়ে মাঠ প্রর্যায়ে মাদক ব্যবসায়ীদের মাঝে শান্তির বানি পৌছে দিয়ে মাদক ব্যবসায়ীদের আলোর পথে নিয়ে আসার সফলতা সৃষ্টি করতে পেরেছেন তিনি।

জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া তথ্য সূত্রে জানা গেছে বরিশাল জেলার ১০ উপজেলায় গত ১ বছরে বাখেরগঞ্জ উপজেলায় ২৯ জন,বাবুগঞ্জ উপজেলায় ২০ জন,গৌরনদী উপজেলায় ২১ জন, আগৈলঝাড়া উপজেলায় ২৫ জন, বানারীপাড়া উপজেলায় ৩০ জন, উজিরপুর উপজেলায় ৪২ জন, মুলাদী উপজেলায় ৩০ জন, হিজলা উপজেলায় ১৩ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ২১ জন,একই উপজেলার কাজির হাট থানা এলাকার ৯ জন সহ ২ শত ৪০ জন পেশাধারী মাদক ব্যবসায়ীকে আত্মসমর্পণ করার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সহ পূর্ণবাসনের কাজ করা হচ্ছে।

ইতি মধ্যে যে সকল মাদক ব্যাবসায়ী ডি.আইজি ও পুলিশ সুপারের আহবানে সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে বাচার জন্য নিজেদেরকে আর নয় মাদক ব্যবসা এই প্রতিশ্র“তি দিয়ে আত্মসমর্পণ করেছেন তাদের বিরুদ্বে পূর্বে বিভিন্ন সময়ে থানাগুলোতে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহার ও নিস্পত্তির জন্য ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে আবেদন জানিয়ে ৫১টি মামলা আদালতের লিগ্যাল এইডে পাঠানো হয়েছে।

এছাড়া অন্যদিকে পুরানো মামলা থেকে অব্যহতি দেয়ার পাশাপাশি তাদেরকে সমাজে খেয়ে পড়ে বেচে থাকার জন্য তাদেরকে নগদ অর্থ, সেলাই মেসিন,ইঞ্জিনচালিত যানবাহন সহ চলার মত সম্পদ দিয়ে ৯০ জনকে পূর্ণবাসন করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোত্তিপ্রাপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুর রাকিব।

এব্যাপারে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম (বার) বলেন, এখনো যেসকল আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের মামলাগুলো রয়েছে সেগুলো যত দ্রুত সম্ভব নিস্পত্তি করা যায় সেলক্ষে আমাদের পক্ষ থেকে জোড়ালোভাবে কাজ করা হচ্ছে।

এছাড়া তিনি আরো বলেন এখনো যারা গোপনে বিভিন্ন ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের জানতে হবে ওদের দিয়ে যারা এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে ওরা কখনো কাউকে প্রশাসনের হাত থেকে রক্ষা করার ক্ষমতা রাখে না তাই সকল মাদক ব্যবসায়ীকে সুন্দর সমাজে ফিরিয়ে এসে ভালভাবে জীবন যাপন করার আহবান জানান তিনি।

বরিশালের শামীমসহ ২২৪ জন শ্রমিকে দেশে ফেরত পাঠালেন সৌদি আরব

বাংলাদেশের সবচেয়ে বেশি জনশক্তি রফতানি হয় সৌদি আরবে। তবে দেশটি থেকে প্রতিদিনই শ্রমিক ফিরছে। এদের মধ্যে কেউ ফিরছেন কাজের মেয়াদ শেষ হওয়ায়, কেউবা অবৈধভাবে গিয়ে ধরা পড়ে, কেউ আবার ফিরছেন দালালের খপ্পরে পড়ে কাজের গড়মিলের জন্য। কিন্তু এদের পাশাপাশি বৈধভাবে কাজে যুক্ত থেকে ফিরে আসাদের সংখ্যাও কম নয়। নতুন বছরের গেলো ১৮ দিনে সৌদি আরব পুলিশি অভিযান চালিয়ে ১৮৩৪ জন শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে সর্বশেষ শনিবার রাতে ফিরেছে ২২৪ জন শ্রমিক।

মোটা অংকের টাকা খরচ করে ভাগ্য বদলের অশায় স্বপ্নের দেশ সৌদি আরবে কাজের উদ্দেশে গেলেও এখন সেসব শ্রমিক ফিরছেন শূন্য হাতে। বেসকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন প্রকল্প সূত্র জানিয়েছে, শনিবার রাত ১১ টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ বিমানযোগে ১০৮ কর্মী দেশে ফেরেন। এর আগে ওদিন দুপুর ১২ টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৮ বিমান যোগে জেদ্দা থেকে ফেরেন আরও ১১৬ জন। এ নিয়ে চলতি বছরের ১৮ দিনে এক হাজার ৮৩৪ জন বাংলাদেশি সৌদি আরব থেকে ফিরলেন। প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় বরাবরের মতো গতকালও ফেরত আসাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে।

সৌদি আরব থেকে ফিরে আসা শ্রমিকদের অভিযোগ তাদের কাজের মেয়াদ শেষ হলেও ফেরত পাঠাচ্ছে আবার মেয়াদ থাকলেও পাঠাচ্ছে। বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার শামিম (৩০) জানান, মাত্র তিন মাস আগে তিন লাখ টাকা খরচ করে সৌদি আরব গিয়েছিলেন ড্রাইভিং ভিসা নিয়ে। সেখানে দুই মাস কাজ করলেও কোনো বেতন পাননি তিনি। পরে মালিককে (কফিল) বারবার অনুরোধ করলে তিনি অন্য জায়গায় কাজের ব্যবস্থা করে দেন। কিন্তু সেখানে কর্মরত অবস্থায় পুলিশ তাকে আটক করে। এ সময় তিনি মালিককে ফোন দিলেও তিনি কোনো দায়িত্ব নেননি তিনি।

নরসিংন্দীর মো. মিন্টু মিয়া চার লাখ টাকা খরচ করে পাঁচ মাস আগে ক্লিনারের কাজ নিয়ে গিয়েছিলেন সৌদি আরব। কিন্তু সেখানে কাজ শেষে রুমে ফেরার সময় পুলিশ ধরে তাকে। আকামা দেখানোর পরেও মিন্টুকে দেশে ফিরতে হয়। পটুয়াখালীর শাহিন সরদার, ময়মনসিংহের মো. আশরাফুল, মো. সুমন ও শফিক,নরসিংন্দীর সালাউদ্দিন, মানিকগঞ্জের আমিনুল, মুন্সিগঞ্জের মামুন কবিরসহ আরও অনেকেই ফিরেছেন। আর এরা ফিরেছেন মাত্র এক বছরেরও কম সময়ের মধ্যে।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান এ প্রসঙ্গে জানান, দেশে ফেরত আসা কর্মীরা বরাবরের মতোই অভিযোগ করেছেন, তাদের প্রত্যেককে নানা স্বপ্ন দেখিয়েছিল দালাল ও রিক্রুটিং এজেন্সি। কিন্তু সৌদি আরবে গিয়ে নানা সমস্যায় পড়েন তারা। অনেকে বেতন পাননি। অনেকে সৌদি আরবে যাওয়ার কয়েক মাসের মধ্যে ফেরত এসেছেন। তারা সবাই এখন ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায়।

শরিফুল হাসান বলেন, ‘২০১৯ সনে ২৫ হাজার ৭৮৯ বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। চলতি বছরের ১৮ দিনে এক হাজার ৮৩৪ জন বাংলাদেশি শ্রমিক সৌদি আরব থেকে ফিরলেন। ফেরত আসাদের বর্ণনা প্রায় একইরকম। প্রায় সবাই খালি হাতে ফিরেছেন। কয়েকমাস আগে গিয়েছিলেন এমন লোকও আছেন এদের মধ্যে।’

তিনি আরও বলেন, ‘কেউ যখন বিদেশে যান তখন পরিবার স্বজন সবাই খুশি হন। কিন্তু ফেরত আসা মানুষগুলোর পাশে কেউ থাকেন না। এমনকি পরিবারের সদস্যরাও তাদের নানা কটু কথা বলেন। অথচ এই সময় তাদের পাশে সবার দাঁড়ানো উচিত। ফেরত আসা প্রবাসীদের আমরা শুধু বিমানবন্দরে সহায়তা দিয়েই দায়িত্ব শেষ করছি না। তারা যেন ঘুরে দাঁড়াতে পারে সেজন্য কাউন্সিলিং, প্রশিক্ষণ এবং আর্থিকভাবেও পাশে থাকার চেষ্টা করছি।’

সরকারি ও বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসার আহ্বান জানিয়ে শরিফুল হাসান বলেন, ‘সবাই মিলে কাজটি করতে হবে। পাশাপাশি এভাবে যেন কাউকে শূন্য হাতে ফিরতে না হয় সেজন্য রিক্রুটিং এজেন্সিকে দায়িত্ব নিতে হবে। দূতাবাস এবং সরকারকেও বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। বিশেষ করে ফ্রি ভিসার নামে প্রতারণা বন্ধ করা উচিত।’

বরিশাল জেলা পুলিশের অভিযোগ বক্সে স্থাপন ও মাইকিং

বরিশাল জেলা পুলিশ সুপারের নির্দেশে আগৈলঝাড়া উপজেলার গ্রুত্বপূর্ণ স্থানে আগৈলঝাড়া থানা পুলিশ গোপন তথ্য দেয়ার জন্য অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলার জনসাধারনে সচেতনকরার জন্যওই বক্সে গোপনে তথ্য দেয়ার জন্য মাইকিং করেছেন থানা পুলিশ।

আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আফজাল হোসেন জানান, উপজেলার ৫টি ইউনিয়নের সাধারণ লোকজন থানায় এসে সব সময় তাদের অভিযোগগুলো দিতে পারছেন না। তাদের সুবিধার কথা বিবেচনা করে উপজেলার ৫টি ইউনিয়নের গুরুত্বপূর্ন স্থানে গোপনে অভিযোগ দেয়ার জন্য ৯টি তথ্য অভিযোগ বক্স স্থাপন করা হয়। এই অভিযোগ বক্সে গোপনে যে কাউর বিরুদ্ধে অভিযোগ দেয়ার জন্য শনিবার ও রোববার উপজেলার বিভিন্ন স্থানে থানার এসআই আব্বাস উদ্দিন মাইকিং করছেন। বক্সে দেওয়া অভিযোগগুলো যাচাই-বাজাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং অভিযোগকারির কতা গোপন রাখা হবে।

বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান-সম্পাদক মতিউর

বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিবিএএ) ২০২০-২০২১ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এবং সাধারণ সম্পাদক পদে জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার (কাষ্টমস, ভ্যাট ও এক্সসাইজ) ড. মো. মতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার নারায়ণগঞ্জের ভুলতার সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কে অনুষ্ঠিত বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশন এর বনভোজন ও বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি করা হয়। আগামী দুই বছরের (২০২০-২০২১) জন্য ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মতিউর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, আমাকে দ্বিতীয়বারে মত বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরিশালের ছেলে হিসেবে আমি গর্বিত। আমি অবহেলিত দক্ষিণাঞ্চলবাসীর জন‌্য কাজ করতে চাই।

মেয়র সাদিক আবদুল্লাহ’র সাথে কম্বোডিয়ান ব্যবসায়ীদের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কোম্বোডিয়ান থেকে আগত একদল ব্যবসায়ী।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় ঢাকায় আর্লি লিউ এর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময়ে বরিশাল তথা দক্ষিণাঞ্চলে বিনিয়োগের সুনির্দিষ্ট প্রস্তাব সমূহ সাদিক আবদুল্লাহ এর কাছে তুলে ধরেন কোম্বোডিয়ান ব্যবসায়ীরা।

আইটি, ট্যুরিজম, বিশেষ অর্থনৈতিক জোন সহ প্রায় ৮টি বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এ বিষয়ে বিডিকো লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর আসাদ জামান বলেন, বরিশালে বিনিয়োগে আগ্রহী কোম্বোডিয়ান ব্যবসায়ীরা। সে বিষয়েই আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ ডাটা সেন্টার করার পরিকল্পনা চলছে।

সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এ বিষয়ে সকল সহযোগীতার আশ্বাস প্রদান করে বলে জানান তিনি।

আসাদ বলেন, আমাদের প্রাথমিক আলোচনা আজ শেষ হয়েছে সামনে আরো বিস্তারিত জানতে পারবেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র (এফবিসিসিআই) পরিচালক সেরনিয়াবাত মইন আবদুল্লাহ, কোম্বোডিয়ান ব্যবসায়ী উই জি ইয়াং, মিঃ লিয়াও কাই সহ অন্যান্য।

থানায় আসুন, সেবা নিন

পটুয়াখালীর বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, থানা আপনাদের। থানায় আসুন, সেবা নিন। আপনাদের সেবা দিতে আমরা (পুলিশ) ২৪ঘন্টা প্রস্তুত। সকল সরকারি দপ্তর নিদিষ্ট সময়ের পর বন্ধ থাকলেও আমাদের দপ্তর সব সময় খোলা।
রবিবার সকাল ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদ হল রুমে কমিউনিটি পুলিশিং সভায় ইউপি চেয়ারম্যান মনির হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তৃতায় এসব কথা বলেন ওসি মোস্তাফিজ।
তিনি আরো বলেন, মাদক সকল অপরাধের মূল উৎস। মাদক র্নিমূল করতে পারলে সমাজে কোন অপরাধ থাকবে না। তাই মাদক র্নিমূলে তথ্য দিয়ে সাহযোগীতা করুন।

সভায় আরো উপস্থিত ছিলেন, কালাইয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ হোসেন হাওলাদার, ইউপি সদস্য মো. ফকরুল ইসলাম ফোরকান, ইউপি সদস্য মো. কামাল হোসেন মৃধা, ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মল্লিক প্রমূখ।
এছাড়াও সাংবাদিক, মহিলা ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আমতলীতে কন্যা সন্তান হত্যার দায় স্বীকার করল বাবা

আমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলীতে ৪০ দিনের শিশু কন্যা জিদনীকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন পাষন্ড বাবা জাহাঙ্গির সিকদার। রবিবার সকালে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সাকিব হোসেনের এজলাসে কন্যা সন্তান হত্যার দায় স্বীকার করে এ জবানবন্দি দেন । পরে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের জাহাঙ্গীর সিকদার ও সীমা দম্পতির পরপর তিনটি কন্যা সন্তান হওয়ায় ক্ষিপ্ত হয় বাবা জাহাঙ্গির সিকদার। গত ৮ ডিসেম্বর ওই দম্পতির জন্ম নেয়া জিদনী নামের শিশু কন্যাকে তিনি মেনে নিতে পারেনি। তার আশা ছিল একটি পুত্র সন্তান হবে। এ কন্যা শিশু জন্মের পর থেকেই জাহাঙ্গির ও তার স্ত্রী সীমার মধ্যে মনোমালিন্য চলে আসছিল। প্রতিবেশীদের অভিযোগ কন্যা সন্তান জন্মের পর থেকেই জাহাঙ্গির স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে দেয় এবং কন্যা সন্তানটি ছুয়েও দেখেননি তিনি। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাবা জাহাঙ্গীর সিকদার শিশু কন্যা জিদনিকে কাথাঁয় মুড়িয়ে বাড়ীর পাশের একটি ডোবায় ফেলে দেয়। শিশু কন্যাকে না পেয়ে স্ত্রী ও তার শ্বাশুড়ী পারুল বেগমের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে স্বজদের খোঁজাখুজির করে ঘটনার ঘন্টাখানেক পর রাত সাড়ে ১১ টার দিকে ঘরের পিছনের ডোবা থেকে কাঁথায় মোড়ানো বিছানাপত্রসহ জিদনির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ওই রাতেই শিশুটির মরদেহ উদ্ধার ঘটনার সাথে জড়িত সন্দেহে পাষন্ড বাবা জাহাঙ্গীর সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। শুক্রবার রাতে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাষন্ড বাবা জাহাঙ্গির শিকদার কন্যা শিশুকে হত্যার দায় স্বীকার করেছেন। হত্যার কথা স্বীকার করায় শনিবার পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার পুলিশ ঘাতক বাবা জাহাঙ্গির সিকদারকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেন। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেনের এজলাসে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে পাষন্ড বাবা শিশু হত্যার দায় স্বীকার করে ঘটনার বর্ননা দেন বলে আদালত সুত্রে জানাগেছে। পরে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নিহত শিশু কন্যা জিদনীর মা সীমা আক্তার মেয়েকে হারিয়ে শোকে বিহবল। তিনি কান্নাজনিত কন্ঠে বলেন, আমি এখন সবকুল হারালাম। কন্যাতো গেল আমার এ সংসার কে দেখবে তারও কোন উপায় রইলো না। তবে তিনি শিশু কন্যা হত্যার বিচার দাবী করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, পাষন্ড বাবা জাহাঙ্গিরকে জবানবন্দি নেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

ঝালকাঠিতে বিয়ের খাবার খেয়ে অসুস্থ শতাধিক

আরিফুর রহমান আরিফ:ঝালকাঠি নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে বিয়ের দাওয়াত খেয়ে শতাধিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১৯ জানুয়ারি ) বিকাল থেকে রাত পর্যন্ত পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তারা।

জানা যায়, ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের নজরুুল ইসলামের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাড়িতে আসা মেহমান সহ ২৫০ জন সেখানে খাওয়া-দাওয়া করেন।

এ বিষয়ে বরের বোন শারমিন আক্তার বলেন ,কী কারণে এমনটা হয়েছে বুঝতে পারছি না। খাবার খেয়ে আমাদের পরিবারের সবাই অসুস্থ হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক সিয়াম আহসান বলেন, ফুড পয়জনিংয়ের কারণে এ সমস্যা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।