ভোট পেছানোয় খুশি বিএনপির দুই মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন পিছিয়ে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করায় নির্বাচন কমিশনকে (ইসি) সাধুবাদ জানিয়েছেন বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে ভোট পেছানোর ঘোষণা আসার পর বিএনপির দুই মেয়র প্রার্থী নিজ নিজ অবস্থান থেকে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান।

ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল নিজের গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমরা ২২ ডিসেম্বর তফসিল ঘোষণার পরেই বলেছিলাম ইসি যে তারিখ নির্ধারণ করেছে, এটা একটা বিতর্কের সৃস্টি করবে। কারণ তারিখটা হিন্দু ধর্মের একটা পূজার সঙ্গে ক্লাস করে। আর বিশেষ করে এই পূজা বিভিন্ন স্কুলে হয়। তারপর থেকেই বিভিন্ন আন্দোলন ও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া আসছিল। কিন্তু ওনারা কোনোটাই আমলে নেননি। এখন যখন বিভিন্ন প্রেসারে বাধ্য হয়ে তারিখটা পিছিয়ে দিয়েছেন, আমি তাদের সাধুবাদ জানাচ্ছি।

তিনি বলেন, নির্বাচন পেছানোতে আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা অপেক্ষায় ছিলাম সবাইকে নিয়ে ভোটাধিকার রক্ষা করে যেনো নির্বাচন করতে পারি। ১ ফেব্রুয়ারির জন্য আমরা প্রস্তুত থাকবো।

নির্বাচনের কারণে এসএসসি পরীক্ষা দুইদিন পেছানোর জন্য পরীক্ষার্থীদের কাছে ক্ষমাও চেয়েছেন বিএনপির এই প্রার্থী।

অপরদিকে, নির্বাচন পেছানোর ঘোষণা আসার পর ঢাকা দক্ষিণের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন গোপীবাগের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমি খুশী নির্বাচন কমিশন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি যখনই ওনারা তফসিল ঘোষণা করেছিলেন, তখন এই বিষয়টি বিবেচনায় রাখা উচিত ছিল। তবে যেহেতু সবার দাবির মুখে সিদ্ধান্ত নিয়ে একদিন পিছিয়েছে, এটা ভালো পদক্ষেপ। আমি আশা করি এতে সনাতন ধর্মের যারা আছেন তারা খুশি হবেন।

শ্রমিক লীগ নেতার মৃত্যুতে মেয়র সাদিক আবদুল্লাহ’র শোক

বরিশাল জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তালুকদারের আকস্মিক মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আজ শনিবার অনুষ্ঠিত নামাজে জানাযা শেষে মরহুমের কফিনে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বরিশালে নিখোঁজ কলেজ ছাত্র মেহেদীর মরদেহ উদ্ধার

লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়ার সাত দিন পর মেহেদী হাসান বাবু (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যবর্তী ভাষানচর নামক এলাকায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

বাবু বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর মুণ্ডপাশা গ্রামের বাসিন্দা প্রবাসী আব্দুল হালিম বিশ্বাসের ছেলে। তিনি উত্তরা ট্রাস্ট কলেজের ছাত্র ছিলেন। মায়ের সঙ্গে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন বাবু।

 

নিহত বাবুর মামা নাজমুল হক মুন্না বলেন, গত শনিবার (১১ জানুয়ারি) মায়ের সঙ্গে ঢাকা থেকে সুরভী-৯ লঞ্চে করে উজিরপুর নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিল বাবু। ওইদিন দিনগত রাত ৩টার পর থেকেই নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। সর্বশেষ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ভাষানচর এলাকায় মেঘনা নদীতে বাবুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

 

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেহেদীর মরদেহ শনাক্ত করেন তারা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।

 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, মূলত জেলেরা মরদেহ নদীতে ভাসতে দেখে থানা পুলিশে অবহিত করে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নয়ন কেড়েছে নায়না

বিনোদন ডেস্ক:
ভারতীয় অভিনেত্রী নয়না গাঙ্গুলী অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। দেখুন নয়নার নয়নজুড়ানো কিছু ছবি।

ফুটবলে বাগেরহাটকে হারাল বরিশাল

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে শনিবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতায় বাগেরহাট জেলা দলকে ১-০ গোলে হারাল বরিশাল জেলা দল।

খেলার শেষ মুহূর্তে বরিশার দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মো. সোহেল কাঙ্খিত গোলটি করেন।

এর আগে, বিকালে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার বাগেরহাট ভেন্যুর খেলা উদ্বোধন করেন বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।

এ সময় বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমানসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ দুই দলের খেলোয়াড়ারদের সাথে কুশল বিনিময় করেন।

বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার খেলাটি দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

 

ঢাকার দুই সিটির ভোট ১ ফেব্রুয়ারি: সিইসি

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটের তারিখ পরিবর্তন করা হয়েছে। ৩০ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিল। একই দাবিতে আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পেছাল এসএসসি পরিক্ষা, শুরু ৩ ফেব্রুয়ারী

নিজস্ব প্রতিবেদক:
২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ পিছিয়েছে। পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারি পরিবর্তে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে।
শনিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন পিছিয়ে নেওয়ার কারণে এসএসসি পরীক্ষাও পিছিয়ে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার নতুন সময়সূচি আগামীকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি:
ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদারকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজের আব্দুল মন্নান তাওহীদকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় দেশবাংলা ফাউন্ডেশনের কনফারেন্স হলে সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. আতিকুর রহমান (সময়ের আলো), সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রুবেল (মোহনা টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা শান্ত (পূর্বপশ্চিমবিডি নিউজ), অর্থ সম্পাদক বাবুল মিনা (আমাদের নতুন সময়), দপ্তর সম্পদক মো. রুবেল সিকদার (ভোরের ডাক), প্রচার সম্পাদক আরিফ খান (বরিশাল সময়), কার্যনির্বাহী সদস্যরা হলেন, রিয়াজুল ইসলাম বাচ্চু (বর্তমান কথা), শাহাদাত হোসেন মনু (প্রতিদিনের সংবাদ), মো. সাইফুল ইসলাম (আনন্দ টিভি), মো. খালিদ হাসান (দিপ্ত টিভি), মো. নুরুজ্জামান (দেশ জনপদ), মো. মাছুম খান (আজকের বরিশাল), নাঈম হাওলাদার (আমার সংবাদ), আমির হোসেন (বিজনেস বাংলাদেশ), সাইফুল ইসলাম (আজকের দর্পন), মো. সাইদুল ইসলাম (যায়যায়দিন), মো. বশির হাওলাদার (খোলা কাগজ), মো. সিদ্দিক আকন (ভোরের পাতা), মো. ইমাম হোসেন (বিপ্লবী বাংলাদেশ)।

ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :
ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদারকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজের আব্দুল মন্নান তাওহীদকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় দেশবাংলা ফাউন্ডেশনের কনফারেন্স হলে সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. আতিকুর রহমান (সময়ের আলো), সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রুবেল (মোহনা টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা শান্ত (পূর্বপশ্চিমবিডি নিউজ), অর্থ সম্পাদক বাবুল মিনা (আমাদের নতুন সময়), দপ্তর সম্পদক মো. রুবেল সিকদার (ভোরের ডাক), প্রচার সম্পাদক আরিফ খান (বরিশাল সময়), কার্যনির্বাহী সদস্যরা হলেন, রিয়াজুল ইসলাম বাচ্চু (বর্তমান কথা), শাহাদাত হোসেন মনু (প্রতিদিনের সংবাদ), মো. সাইফুল ইসলাম (আনন্দ টিভি), মো. খালিদ হাসান (দিপ্ত টিভি), মো. নুরুজ্জামান (দেশ জনপদ), মো. মাছুম খান (আজকের বরিশাল), নাঈম হাওলাদার (আমার সংবাদ), আমির হোসেন (বিজনেস বাংলাদেশ), সাইফুল ইসলাম (আজকের দর্পন), মো. সাইদুল ইসলাম (যায়যায়দিন), মো. বশির হাওলাদার (খোলা কাগজ), মো. সিদ্দিক আকন (ভোরের পাতা), মো. ইমাম হোসেন (বিপ্লবী বাংলাদেশ)।

বরিশালে ২৭তম সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ শাহাজাদা হীরা:
আজ ১৮ জানুয়ারি শনিবার সকাল ৯ টার দিকে বঙ্গবন্ধু উদ্যান বরিশালে। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে ২৭তম সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ এর উদ্বোধনী, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস।

 

বিশেষ অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর বরিশাল জেরান্ড অলিভার গুডা, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার, বরিশাল জেলার ১০ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি বৃন্দরাসহ বিভিন্ন অতিথি বৃন্দের পাশাপাশি ১০ টি উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তান অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে ২৭তম সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ এর উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।

 

উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ২ টায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।