চলে গেলেন কবি নজরুলের পুত্রবধূ উমা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী আর নেই। বুধবার রাত সাড়ে ৮টায় রাজধানীর বনানীতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। উমা কাজী তার দুই মেয়ে খিলখিল ও মিষ্টি কাজীকে রেখে গেছেন। বেশ কিছু দিন ধরে তিনি হৃদযন্ত্রের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

uma

এদিকে উমা কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রসঙ্গত, উমা কাজীর স্বামী অর্থাৎ নজরুলের বড় ছেলে সব্যসাচী কাজীর মৃত্যু হয় ১৯৭৯ সালে। কবি নজরুল ইসলামের সঙ্গেই তার পরিবার কলকাতা থেকে ঢাকায় চলে আসে।

বরিশাল সিটি মেয়রের নামে ফেইক আইডি খুলে চাঁদাবাজী: গ্রেফতার ২

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নামে ফেইক আইডি খুলে চাঁদাবাজী করায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

আহজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরগুনার আমতলী উপজেলার মৃধাবাড়ী ওয়াদা সড়কের মোঃ আলম মৃধা ছেলে আশিকুর রহমান আশিক ওরফে বিল্লাল(২৫) ও বরিশাল সদরের মানিক সড়কের মোঃ জামাল হোসেন খানের স্ত্রী জান্নাতুন তহুরা (৩৫)।

উল্লেখ, আসামী মোঃ আশিকুর রহমান আশিক ওরফে বেল্লাল দীর্ঘদিন ধরে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নাম ব্যবহার করে এবং সে নিজে সাদিক আব্দুল্লাহ পরিচয় দিয়ে S Sadiq Abdullah নামের ফেইসবুক আইডি ব্যবহার করে যা হুবহু সাদিক আব্দুল্লাহর ফেসবুক আইডির মত। সে উক্ত আইডি ব্যবহার করে লোকজনের বিশ্বস্ততা অর্জন করে ও পরবর্তীতে ফোনে যোগাযোগ করে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে চাঁদা দাবি করে আসছে।

এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল প্রথমে আশিকুর রহমান আশিক ওরফে বেল্লালকে বরগুনার আমতলী থেকে গ্রেফতার করে এবং পরবর্তীতে একটি ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা লেনদেনের কারণে সহযোগী জান্নাতুন তহুরাকে বরিশালের কাউনিয়া থেকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করে।তারা বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পরিচয় দিয়ে অনেক লোকের কাছ থেকে বিকাশ, রকেট এবং ব্যাংক একাউন্ট এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। চাকরি দেওয়ার নাম করে চাঁদা দাবি করে এবং অনেকের কাছ থেকে নানান রকমভাবে চাঁদার টাকা উত্তোলন করেছে। তাদের চাঁদাবাজির কাজে ব্যবহৃত মোবাইল এবং সিম কার্ড উদ্ধার করা হয়।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বরিশাল ও খুলনা বিভাগের অনুর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নমেন্টের উদ্বোধন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজনে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিসিবি অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বাগেরহাট শেখ হেলাল স্টেডিয়ামে খুলনা ও বরিশাল বিভাগের ৪টি দলকে নিয়ে অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়।

সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে এই খেলার উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী খেলায় খুলনা জেলা দল ও ঝালকাঠি জেলা দল অংশগ্রহণ করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু, খোন্দকার আছিফ উদ্দিন রাখী, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক, খুলনা জেলা দলের ম্যানেজার সাংবাদিক কনক রহমান

পূজা ও নির্বাচন একই দিনে হতে পারে না : ভিপি নুর

অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে পূজা ও নির্বাচন একই দিনে হতে পারে না। ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই পরিকল্পিতভাবে পূজার দিনে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে অভিযোগ করেছেন ডাকসু ভিপি।

বুধবার বিকেলে ডাকসু ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন।

ডাকসু ভিপি বলেন, বাংলাদেশ অবশ্যই অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। সরস্বতীপূজা সনাতন ধর্মের একটি বড় উৎসব। সরস্বতীপূজার দিনে ঢাকা সিটি নির্বাচনের তারিখ ঘোষণা সরকারের একটি নীলনকশা। নির্বাচন কমিশন সরকারের কনসার্ন ছাড়া নিশ্চয়ই নির্বাচনের তারিখ ঘোষণা করেনি। একটি ষড়যন্ত্র বা বিশৃঙ্খলার করার জন্যই এ কাজটি করা হয়েছে।

নুরুল হক আরও বলেন, ‘ঢাকার দুই সিটির নির্বাচনের দিন মানুষ ভোট দেবে, নাকি তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে? তাই আমাদের দাবি, নির্বাচনের তারিখ পরিবর্তন করতে হবে। হয় এগোতে হবে, নয়তো পেছাতে হবে।

গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুরুলের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্রসহ অন্তত ৩০ জন আহত হয়েছিল। হামলার পর আজই প্রথম নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন নুর। এসময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। গতকাল বুধবার দুপুর আড়াইটায় ডাকসুর প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ রুমের তালা খুলে দিয়ে নুরকে চাবি বুঝিয়ে দেন। এর আগে হামলার ঘটনার তদন্তের জন্য চাবি দেয়নি কর্তৃপক্ষ।

ভিপি নুর বলেন, ডাকসুতে হামলার তদন্ত চলছে বলে শুনছি অনেকদিন ধরে। কিন্তু সে তদন্তের শেষ কোথায় আজো জানি না। তদন্ত কমিটি আমাকে ডেকেছিলো। আর আজকে রুমের চাবি দেয়া হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সবসময় বিমাতাসুলভ আচরণ পেয়ে থাকেন বলে অভিযোগ করেন তিনি।

সিলেটে আজহারীর মাহফিল বন্ধ করল প্রশাসন

নিউজ ডেস্ক:

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিল নিয়ে দুপক্ষের উত্তেজনার মধ্যে সিলেটে মাহফিল বন্ধ করে দিল জেলা প্রশাসন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেটের তিন উপজেলা কানাঘাট, জৈন্তাপুর ও গোইনঘাটের আলেম, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী ২০ জানুয়ারি সিলেট কানাইঘাটের মুকিগঞ্জ বাজার জামেয়া মাঠে অনুষ্ঠেয় তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল আজহারীর। ওই দিন জৈন্তাপুরের দরবস্ত হাজারি সেনাগ্রাম মাঠে ও ওসমানীনগর উপজেলায় ৩টি মাহফিলে বয়ান রাখার কথা ছিল তার।

আজহারী সিলেটে আসছেন এমন খবরে গত দুদিন থেকে কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার মানুষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। তাকে প্রতিহতের ডাক দিয়েছিলেন কানাইঘাট ও জৈন্তাপুরের কওমিপন্থী আলেমরা।

উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বুধবার বিকেল ৩টায় জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম সিলেটের আলেম সমাজ, ব্যবসায়ী, রাজনীতিবিদদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে মাহফিল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ বলেন, যেহেতু তার বয়ান বিতর্ক তৈরি করছে। তাই আপাতত তিনি কোনো ওয়াজ মাহফিলে যোগ দিতে পারবেন না। পরিস্থিতি শান্ত হলে ভবিষ্যতে ওয়াজ মাহফিলের আয়োজন করলে প্রশাসনের অনুমতি নিতে হবে। অনুমতি দিলে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করতে পারবেন তিনি।

এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন, দারুল উলুম কানাইঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আলীম উদ্দিন দৌলতপুরি, হরিপুর মাদরাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ, হেম দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা জিল্লুর রহমান, দরবস্ত মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ প্রমুখ। এছাড়া জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার ওসি উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার আজহারীকে কানাইঘাটে আসতে দেয়া হবে না বলে ঘোষণা দেন কানাইঘাট দারুল উলুম কওমি মাদরাসার অনুসারী আলেমরা। তারা মাওলানা মিজানুর রহমান আজহারীকে ইসলামবিরোধী বক্তব্য প্রদানকারী আখ্যা দিয়ে কানাইঘাটে প্রতিরোধ করতে দুপুরে কানাইঘাট দারুল উলুম কওমি মাদরাসায় সভা করেন।

২৪ কেজি স্বর্ণ মিলল বিমানের সিটের হাতলে

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ২৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বুধবার রাত পৌনে ৮টায় বিমানের বিজি-০৮৫ ফ্লাইট তল্লাশিকালে বিজনেস ক্লাসের চারটি সিটের হাতলের ভেতরে বিশেষভাবে লুকানো ও কালো স্কচটেপে মোড়ানো ১২টি দণ্ড আকৃতির বস্তু পাওয়া যায়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা জানায়, উদ্ধারকৃত ১২টি দণ্ড বিমানবন্দরের অভ্যন্তরে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হলে ২৪টি স্বর্ণবার পাওয়া যায়। যার প্রতিটির ওজন এক কেজি।

উদ্ধারকৃত স্বর্ণবারের মূল্য প্রায় ১৭ কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

আইন করে সম্মান আদায় করা যায় না : সংসদে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

আইন করে বঙ্গবন্ধুর প্রতি সম্মান আদায় করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আজকে জাতির পিতার জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ইউনেস্কোর মাধ্যমে বিশ্বের সব দেশ ও জাতিসংঘভুক্ত দেশ উদযাপন করছে। কে মানল আর কে মানল না তার জন্য বাঙালি জাতি বসে থাকেনি, থাকবে না। তারা (বিএনপি) যদি সম্মান দেখাতে না চায়, কী করার আছে। আইন দিয়ে সম্মান আদায় করা যায় না।’

বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মুজিববর্ষ উদযাপনে বিএনপির অংশ নেয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ এর পর থেকে ২১ বছর ধরে জাতির পিতার নাম নিশানা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। ৭ই মার্চের ভাষণের জয়বাংলা স্লোগান এবং শেখ মুজিবের নাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল বাংলার মাটিতে। সত্যকে কখনো মিথ্যা দিয়ে বা বাধা দিয়ে রাখা যায় না, মুছে ফেলা যায় না, সেটা আজ প্রমাণিত সত্য। এজন্যই ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক ঐতিহ্য প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। বিশ্ব স্বীকার করে নিয়েছে, বঙ্গবন্ধুর এ ভাষণ হচ্ছে আড়াই হাজার বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ।’

মুজিববর্ষ পালনে বিএনপির অংশ নেয়ার বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘কে সম্মান দেবে, কে দেবে না। বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছিল সেই খুনিদের বিচারের হাত থেকে মুক্ত করে তাদের যারা পুরস্কৃত করেছে, যারা স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধে যাদের বিচার শুরু হয়েছিল বিচারের পথ বন্ধ করে দিয়ে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রীর পদ দিয়েছে বা সাত খুনের আসামিদের ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তারা সম্মান দেখাতে না চাইলে কী করার আছে। আইন করে সম্মান নেয়া যায় না।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের যে সব দেশে দূতাবাস আছে, প্রত্যেক দেশে দূতাবাসের মাধ্যমে মুজিববর্ষ পালন করা হবে। আমাদের দূতাবাসগুলো উদ্যোগ নিচ্ছে। মুজিববর্ষে অনেক দেশের সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান আসবেন। আমরা ভাগে ভাগে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেব। সংসদের বিশেষ অধিবেশনেও অনেককে দাওয়াত দেব, সেখানে এসে বক্তব্য দিয়ে যাবেন।’

জাতীয় পার্টির ফখরুল ইমামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘কী পেলাম, কী পেলাম না সে হিসাব কখনো মেলাই না। আমার চিন্তা একটাই, দেশের জন্য কতটুকু করতে পারলাম, যে মানুষগুলোর জন্য আমার পিতা জীবন দিয়ে গেছেন তার স্বপ্ন পূরণ করাই আমার একমাত্র লক্ষ্য। এর বাইরে আর কোনো চিন্তা আমার নেই।’

চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রাজশাহী

স্পোর্টস ডেস্ক:

উইকেট হাতে আছে মাত্র ২টি। শেষ দুই ওভারে প্রয়োজন ৩১ রান। এমন গুরুত্বপূর্ণ সময়েই ‘ট্রেড মার্ক’ ঝড় তুললেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। এক ছোট্ট অথচ গতিময় এক ঝড়েই ধুলিস্যাৎ হয়ে গেলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফাইনালে ওঠার স্বপ্ন। মাহমুদউল্লাহ রিয়াদের দলকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে খুলনার সঙ্গী হলো রাজশাহী রয়্যালস।

২২ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেললেন আন্দ্রে রাসেল। এর মধ্যে ছক্কা মেরেছেন তিনি ৭টি। বাউন্ডারি ২টি। অর্থ্যাৎ ৫০ রানই এসেছে তার বাউন্ডারি আর ছক্কা থেকে। ২০তম ওভারের তৃতীয় বলকে ছক্কা পরিণত করেই রাজশাহীকে ফাইনালে তুলে দেন আন্দ্রে রাসেল।

১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলার রুবেল হোসেনের তোপের মুখে পড়ে রাজশাহী রয়্যালস। দ্বিতীয় ওভারেই আফিফ হোসেন ধ্রুবর উইকেট তুলে নেন রুবেল। ৪ বলে মাত্র ২ রান করে আউট হয়ে যান ধ্রুব। লিটন দাসের দুর্ভাগ্য। গুরুত্বপূর্ণ ম্যাচে এসেই রান আউটের শিকার হলেন তিনি। তার আগে ৬ বলে করলেন মাত্র ৬ রান।

মাহমুদউল্লাহ রিয়াদের বলে রায়াদ এমরিতের হাতে ক্যাচ দিয়ে অলক কাপালি ফিরে গেলে রাজশাহী আরও বিপদে পড়ে যায়। ৩৪ রানে ৩ উইকেট পড়ার পরই জুটি বাধেন ইরফান শুকুর এবং শোয়েব মালিক। দলীয় ৮০ রানের মাথায় ব্যক্তিগত ১৪ রানে আউট হন শোয়েব মালিক। যদিও তিনি খেলেন ২২ বল।

৪২ বলে ৪৫ রান করে আউট হন ইরফান শুকুর। তবে দারুণ জুটি গড়ে রাজশাহীকে বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে যান তিনি। শোয়েব মালিক আউট হওয়ার পর মাঠে নামেন অধিনায়ক আন্দ্রে রাসেল। এরই মধ্যে মোহাম্মদ নেওয়াজ ১৪ রান করে আউট হন এমরিতের বলে।

ফরহাদ রেজা ৩ বলে ৬ রান করে আউট হলে রাজশাহীর সাময়িক বিপদ বাড়ে। কামরুল ইসলাম রাব্বি মাঠে নেমে কোনো রান না করেই যখন ফিরে গেলেন, তখন বিপদটা আরও ঘণিভূত হয়।

কিন্তু শেষ মুহূর্তে আন্দ্রে রাসেলের ঝড়ই শেষ করে দিলো চট্টগ্রামের সব আশা আকাঙ্খা। ১৮তম ওভারের শেষ বলে ছক্কা মেরে তার ঝড় শুরু। এরপর ১৯তম ওভারে মেহেদী হাসান রানাকে পিটিয়ে তিনি এবং আবু জায়েদ রাহী মিলে তোলেন ২৩ রান। এর মধ্যে ১৭ রান নেন রাসেল। আবু জায়েদ রাহী মারেন একটি বাউন্ডারি এবং একটি সিঙ্গেল। সঙ্গে একটি ওয়াইড।

শেষ ১২ বলে প্রয়োজন ছিল ৩১ রানের। কিন্তু এক ওভারেই রাসেল আর রাহী মিলে তুলে নেন ২৩ রান। বাকি থাকলো ৬ বলে ৮ রান। শেষ ওভার করার জন্য চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বল তুলে দেন শ্রীলঙ্কান অ্যাসেলা গুনারত্নের হাতে। প্রথম দুই বলই তিনি দিলেন ডট বল। কিন্তু তৃতীয় বল দিলেন ওয়াইড।

যার পলে ৪ বলে রাজশাহীর প্রয়োজন হয় ৭ রান। তৃতীয় বলে আন্দ্রে রাসেল মারলেন বিশাল ছক্কা। একই সঙ্গে বোলার দিলেন নো বল। এক বল থেকেই এসে গেলো সাত রান। এই এক ছক্কাতেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে ফাইনালে চলে গেলো রাজশাহী।

১৮ বছর পর বরগুনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন অনুষ্ঠিত

আবু হানিফ নয়ন:
দীর্ঘ ১৮ বছর পর বরগুনায় নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন হয়েছে। এতে বরগুনা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী তালতলীর কৃতি সন্তান আবদুল মজিদ তালুকদার কে সভাপতি  এ্যাড জামাল হোসেন কে সাধারন সম্পাদক ও আইন ছাত্র ফোরাম জেলা শাখার সভাপতি এ্যাড গোলাম সাজ্জাত মিসকাত কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যর কমিটি গঠন করা হয়। আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা  এ্যাড সগীর লিওন প্রধান নির্বাচন কমিশনার ও এ্যাড লুৎফুর রহমান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড আবদুল হালিম সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন টি জেলা আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত হয় ।

বানারীপাড়ায় বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া:
বানারীপাড়ায় বিদ্যুৎ স্পর্শ হয়ে দু’জন ইমারত শ্রমিক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। জানা গেছে বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের ময়দার মিল সংলগ্ন সড়কের ওপরে ডাক্তার খলিলুর রহমানের নির্মাণাধীন বহুতল ভবনে নির্মান কাজ করার সময় এ গুরতর দূর্ঘটনা ঘটে।

 

১৫ জানুয়ারি দুপুর দেড়টার সময় ওই নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত লাল খানের ছেলে চান্দু খান (৫৫) ও সদর ইউনিয়নের মাছরং গ্রামের মৃত জয়নাল হোসেনের ছেলে আব্দুর রহমান (৭০) বিদ্যুৎ স্পর্শে আহত হন। দু’জন শ্রমিকের আহত হওয়ার খবর পেয়ে তড়িৎ বানারীপাড়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জাহিদ হোসেন ঘটনা স্থলে ছুটে গিয়ে আহতদের বানারীপাড়া ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহমেদ ও উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. জাহিদ হোসেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে আব্দুর রহমানের অবস্থা আশঙ্কা জনক বলে জানাগেছে।

 

স্থানীয় সুত্রে জানাগেছে ডাক্তার খলিলুর রহমানের নির্মাণাধীন ভবনটি অনেকটা সড়কের মধ্যে এবং ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তার ঘেষে নির্মাণ করায় এ দূর্ঘটনা ঘটেছে। তারা আরও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন প্রকার তদারকি লক্ষ করা যায়নি ওই ভবনটি নির্মাণের সময়।