বাউফলে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা

এম.এ হান্নান, বাউফল (পটুয়াখালী):
পটুয়াখালীর বাউফলে থানা পুলিশের আয়োজনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার বাউফল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত পুলিশিং সভায় প্রধান বক্তা হিসাবে সামাজিক অপরাধ নিয়ে আলোচনা করেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।
সভায় প্রধান বক্তা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ। সামাজিক ব্যাধি। সমাজ থেকে বাল্যবিয়ে নামক ব্যাধি দুর করতে হলে আমাদের সচেতন হতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, মোবাইল ফোন আমাদের সমাজের আরেকটা ব্যাধি। শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে কঠর হওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষে কঠোর ভুমিকা নেওয়ার অনুরোধ করেন।

এসময় বিদ্যালয় প্রধান মোসা. জাহানারা বেগম ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাউফলে পুলিশের ‘তথ্য ও অভিযোগ’ বক্স স্থাপণ

এম.এ হান্নান, বাউফল (পটুয়াখালী):
পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নে পুলিশের তথ্য ও অভিযোগ বক্স স্থাপণ করেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।
সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার কাছিপাড়া ইউনিয়ন পরিষদরে সামনে ও বাজারে ওই তথ্য ও অভিযোগ বক্স স্থাপণ করা হয়।

অত্র ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সামাজিক অপরাধ সম্পর্কে আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা রাখেন ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক। আপনারা আমাদের তথ্য দিন, আমরা আপনাদের সেবা দিবো। সুন্দর সমাজ গড়বো।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সকাছিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. বাবুল হোসেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বানারীপাড়ায় জাসদ নেতাকে হত্যাচেষ্টা

বানারীপাড়া প্রতিনিধি
: বানারীপাড়া উপজেলা জাসদের সাবেক সাংগঠনিক সম্পাদক মো : হুমাউন কবীরকে হত্যার পর এবার বর্তমান উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মো : আবুল কালাম আজাদকে হত্যার চেষ্ঠা করেছে এক আওয়ামী লীগ নেতা ও তার পুত্রসহ অন্যান্যরা। এসময় ওই জাসদ নেতার ডান পা ভেঙ্গে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যার পর উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের মিলনের দোকান সংলগ্ন এলাকায় এ হত্যা চেষ্ঠার ঘটে। এসময় জাসদ নেতা আবুল কালাম আজাদের ডাক চিৎকারে পাশর্^বর্ত্তি লোকজন ছুটে এলে দূবৃর্ত্তরা পালিয়ে যায়। আশংকা জনক অব¯’ায় তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদের নানান দূর্নীতির অভিযোগ এনে দূর্নীতি দমন কমিশনে মামলা করার জের হিসেবে তাকে হত্যার চেষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ করেন আবুল কালাম আজাদ। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আবুল কালাম আজাদ জানান, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদের নানান দূর্নীতির বিষয়ে তিনি সবর ছিলেন। মোহাম্মদ চেয়ারম্যানের দূনীতির প্রতিবাদে তিনি এলাকায় ইতিপূর্বে মিছিল মিটিং ও মানববন্ধনসহ নানান আন্দোলন সংগ্রাম করেছেন। শুধু তাই নয়, চেয়ারম্যানের দূর্নীতির নানান তথ্য প্রমানসহ দূর্নীতি দমন কমিশনে আমি বাদী হয়ে মামলা করেছিলাম। এ ঘটনায় চেয়ারম্যান আমাকে নানান ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো। এরই অংশ হিসেবে গত সোমবার রাতে আমাকে হত্যার চেষ্ঠা করা হয়েছে। আবুল কালাম আজাদ জানান, সোমবার সন্ধ্যার পর ব্যাক্তিগত কাজের জন্য তিনি বাইশারী কচুয়া এলাকায় গিয়েছিলেন। ওখানে মিলনের দোকানের ২-৩শ গজ দুরে তিনি মোবাইলে তার এক পরিচিতজনের সাথে কথা বলছিলেন। এসময় বাইশারী ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি মেম্বার জাহাঙ্গির বেপারী ও তার মাদকাশক্ত পূত্র সাগর বেপারীর নেতৃত্ব তার উপর এলোপাথারী হামলা চালানো হয়। ¯’ানীয় চেয়ারম্যানের নির্দেশে তাকে হত্যার জন্যই এ হামলা হয় বলে জানান আবুল কালাম আজাদ। ঘটনার সময় হামলাকারীরা লোহার রড ও কুঠারের আছাড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন ¯’ানে স্বজোড়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে তারা কুঠারের বাট (আছাড়ি) দিয়ে তার ডান পা থেতলে দেয়। হামলাকারীদের হাত থেকে বাচতে ডাকচিৎকার শুরু করলে পাশর্^বত্তি লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে সজ্ঞাহীন অব¯’ায় উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করে। এখানে তার অব¯’ার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ওই রাতেই বরিশাল শেবাচিম হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশির কুমার পাল ঘঁনার সত্যতা স্বীকার কওে বলেন এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযৈাগ পেলে এ বিষয়ে অননগত ব্যাব¯’া নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৩ সালে বানারীপাড়া উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক হুমাউন কবীরকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। বাকপুরের চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল হক টুকু, আওয়ামী লীগ নেতা ছালাম ও তার পূত্র ফিরোজসহ দূর্বৃত্তরা হত্যা করে বলে অভিযোগ। এ ঘটনায় একটি হত্যা মামলা হলে আসামীদের বিরুদ্ধে চার্যসিট দেয় পুলিশ। বর্তমানে কবির হত্যা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

পাঁচ বছর বিরতির পর ফিরছেন ইমন- আসিফ

বিনোদন ডেস্ক:

সংগীত পরিচালক শওকত আলী ইমন ও গায়ক আসিফের মধ্যকার সম্পর্ক গুরু-শিষ্যের। কিন্তু দীর্ঘদিন এ জুটির কোনো কাজ পাওয়া যায়নি। বিরতিটা পাঁচ বছরের। ভালো খবর হলো, বিরতির শেষে কাজে ফিরেছেন গুরু-শিষ্য জুটি।

রোববার (১২ জানুয়ারি) রাতে ‘আকবর’ নামের সিনেমায় ইমনের সুর-সংগীতায়োজনে আসিফ গাইলেন এর টাইটেল গান। এর কথা সুদীপ কুমার দীপের। রণক ইকরামের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। এটি নির্মিত হচ্ছে সিনেহল মাল্টিমিডিয়ার প্রযোজনায়।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন ইমন ও ববি। শিগগিরই আসিফের গাওয়া টাইটেল গান দিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।

এ গান প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, এটি একটি রক ঘরানার গান। আসিফকে ভেবেই গানটি তৈরি করি। আসিফের গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। কাজটি বেশ ভালো হয়েছে।

এর আগে গুরু-শিষ্য জুটি সবশেষ একসঙ্গে গান করেছিলেন ‘পূর্ণ্যদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ সিনেমায়’। গানের শিরোনাম ‘তোর হাসি যেন বিশাল ছক্কা, যায় না ধরা ক্যাচ’। এ গানের পর পাঁচ বছরের বিরতি ভাঙলেন আসিফ-ইমন জুটি।

সিনেমার গানে আসিফের যাত্রা হয় ইমনের হাত ধরেই, ‘রাজ পথের রাজা’ সিনেমায় মধ্য দিয়ে। সিনেমাটিতে ইমনের সুর-সংগীতে আসিফ গেয়েছিলেন ‘আমারই ভাগ্যে তোমারই নাম লেখা’ শিরোনামের গানটি।

বরিশালে এক বছরে ৫৫ খুন

নিজস্ব প্রতিবেদক:

অপরাধ দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন নতুন নতুন কৌশল অবলম্বন করছে, তেমনি অপরাধীরাও নতুন নতুন পন্থায় অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করছে।

২০১৮ সালে সংঘটিত হত্যাকাণ্ডের তুলনায় ২০১৯ সালে পাঁচটি হত্যাকাণ্ড বেশি হয়েছে। ২০১৮ সালে খুনের সংখ্যা ছিল ৫০। ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ তে। যা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক পরিসংখ্যানের তথ্যে উঠে এসেছে।

পরিসংখ্যান সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারিতে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় চারটি খুন, ১৪টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ২২টি মামলা ও আট শিশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়। এছাড়া ১৫০টি মাদক মামলাসহ ৩১৯টি অপরাধ সংঘটিত হয়েছে।

ফেব্রুয়ারিতে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় আটটি খুন, ১৩টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৫টি মামলা ও এক শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৩৬টি মাদক মামলাসহ ২৮৮টি অপরাধ সংঘঠিত হয়েছে।

মার্চে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় তিনটি খুন, ১২টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৬টি মামলা ও এক শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৫২টি মাদক মামলাসহ ৩২১টি অপরাধ সংঘঠিত হয়েছে।

এপ্রিলে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় চারটি খুন, ১৫টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৯টি মামলা দায়ের করা হয়। এছাড়া ১৬২টি মাদক মামলাসহ ২৪৯টি অপরাধ সংঘঠিত হয়েছে।

মেতে একটি খুন, ১৬টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৫২টি মামলা ও এক শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৭৩টি মাদক মামলাসহ ৩৭১টি অপরাধ সংঘঠিত হয়েছে।

জুনে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় সাতটি খুন, ১৩টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৫৪টি মামলা ও চার শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৫৭টি মাদক মামলাসহ ৩৮১টি অপরাধ সংঘঠিত হয়েছে।

জুলাইয়ে পাঁচটি খুন, ১৮টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৫টি মামলা ও চার শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৯১টি মাদক মামলাসহ ৩৪৮টি অপরাধ সংঘঠিত হয়েছে।

আগস্টে পাঁচটি খুন, ২২টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৪৭টি মামলা ও এক শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ২০১টি মাদক মামলাসহ ৪০৮টি অপরাধ সংঘঠিত হয়েছে।

সেপ্টেম্বরে পাঁচটি খুন, ২৭টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৩টি মামলা ও দুই শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৯৩টি মাদক মামলাসহ ৩৯৫টি অপরাধ সংঘঠিত হয়েছে।

অক্টোবরে চারটি খুন, ২৮টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩২টি মামলা ও দুই শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৬৮টি মাদক মামলাসহ ৩৫৯টি অপরাধ সংঘঠিত হয়েছে।

নভেম্বরে চারটি খুন, ১৮টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৪৪টি মামলা ও চার শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৪১টি মাদক মামলাসহ ৩২৭টি অপরাধ সংঘঠিত হয়েছে।

ডিসেম্বরে পাঁচটি খুন, ১২টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ২৪টি মামলা ও চার শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৪৪টি মাদক মামলাসহ ৩০৬টি অপরাধ সংঘঠিত হয়েছে।

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে মঙ্গলবার দুবাইয়ে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও পিসিবি চেয়ারম্যান এহসান মানি। ওই আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে তিন দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। প্রথম দফায় জানুয়ারিতে হবে টি-২০ সিরিজ।

দুবাইয়ে আইসিসি গভর্নেন্স কমিটির সভার ফাঁকে আলোচনায় বসেন দুই বোর্ডের প্রধান। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরও উপস্থিত ছিলেন ওই আলোচনায়। শেষ পর্যন্ত বিসিবি ও পিসিবি এই সফর নিয়ে সিদ্ধান্তে আসতে পেরেছে বলে নিশ্চিত করা হয়েছে।

প্রথম দফায় লাহোরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজ ২৪ থেকে ২৭ জানুয়ারির মধ্যে আয়োজন করা হবে। এরপর ফেব্রুয়ারি মাসে একটি টেস্ট খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ওই টেস্টটি  রাওয়ালপিন্ডিতে ৭ থেকে ১১ ফ্রেবুয়ারি মাঠে গড়াবে।

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচিতে কোন ওয়ানডে সিরিজ ছিল না। তবে দুই বোর্ডের প্রধান শেষ ধাপে পাকিস্তানে একটি ওয়ানডে খেলার সিদ্ধান্ত নেন। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ দুটি করাটিতে অনুষ্ঠিত হবে। শেষ ধাপের ম্যাচের সম্ভব্য সূচি ধরা হয়েছে যথাক্রমে ৩ এপ্রিল ও ৫ থেকে ৯ এপ্রিল।

পাকিস্তান সফরের সূচি:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ধাপে পাকিস্তান সফরে যাওয়ার সূচি। 

সফর সূচি চূড়ান্ত হওয়া নিয়ে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘ক্রিকেটের দুই গর্বিত দেশ হিসেবে শেষ পর্যন্ত আমরা ক্রিকেটের স্বার্থে সিরিজ নিয়ে সামাধানে আসতে পারায় আমি খুশি। দু্ই দেশের ক্রিকেট এগিয়ে নিতে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মধ্যস্থতার জন্য তাকে ধন্যবাদ দিতে চাই।’

পিসিবির প্রধান নির্বাহি ওয়াসিম খান বলেন, ‘এই সিদ্ধান্তে দুই দেশের বোর্ডই জয়ী হয়েছে। আমি খুশি যে সিরিজের অনিশ্চয়তা কেটে গেছে। এখন এই সিরিজ খুবই ভালোভাবে শেষ করার প্রস্তুতি নিতে পারবো আমরা। তিন দফায় পাকিস্তান সফরে আসবে বাংলাদেশ। যা তাদের আশ্বস্ত করবে যে, অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশের মতো পাকিস্তানও নিরাপদ এবং সুরক্ষিত।’

শিক্ষকের কান্ড: কবুতরের ঘরে প্রধানমন্ত্রীর ছবি

পটুয়াখালীর বাউফলে কবুতরের ঘরে কার্পেট হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিছিয়ে রেখেছে আবদুল জলিল নামের এক শিক্ষক।
ওই শিক্ষক উপজেলার ৮১নং দক্ষিণ শৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে কর্মরত আছেন।
অভিযোগ আছে, সরকারি বেঞ্চের কাঠ (তক্তা) দিয়ে কবুতরের ঘর নির্মাণ করে অত্র বিদ্যালয় ভবনের ছাদে কবুতর পালন করে আসছে সে।

মঙ্গলবার (১৪জানুয়ারি) সরজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ছাদে সরকারি বেঞ্চের কাঠ দিয়ে দুই তলায় ছয় কক্ষ বিশিষ্ট কবুতরের ঘর। নিচের তলার এক কক্ষে কার্পেট হিসাবে বিছিয়ে রেখেছে গত (৩১মার্চ-২০১৯) বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারের নির্বাচনী পোস্টার। পোস্টারে রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও সরকার প্রধান শেখ হাসিনার ছবি। এসময় পোস্টারের উপরে কবুতরের বিষ্টা চোখে পড়ে।

এব্যাপারে আবদুল জলিল ‘স্বদেশ প্রতিদিন’-কে বলেন, পরিত্যাক্ত বেঞ্চে দিয়ে কবুতরের ঘর নির্মাণ করি। ছবির প্রসঙ্গে বলেন, ওই ছবি/ পোস্টার আমি রাখিনি।

বিদ্যালয় প্রধান শামিম জাহান লাইজু বলেন, এব্যাপারে আমি কিছু জানি না।

বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হকের দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন, সরকারি বেঞ্চে দিয়ে কবুতরের ঘর বানানোর কোন সুযোগ নেই। আর ঘরে প্রধানমন্ত্রীর ছবি যুক্ত পোস্টার থাকা চরম অপরাধ। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝালকাঠি নাগরিক ফোরামের ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি নাগরিক ফোরামের ৪র্থ সম্মেলনের ১০১ সদস্যের পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনুর শাহী মহলে অনুষ্ঠিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে বিশিষ্ট সমাজসেবক সামসুল হক মনু সভাপতি ও সাংবাদিক আহমেদ আবু জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অপর নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি যথাক্রমে দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এস মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা আবু সাঈদ খান, নারীনেত্রী ইসরাত জাহান সোনালী, কবি এম এ মুসা, শিক্ষক নেতা আবু বকর সিকদার, সাংবাদিক আহসান হাবীব সোহাগ, অধ্যাপক মেজবাহ উদ্দীন খান রতন, শিক্ষক নেতা সৈয়দ দেলোয়ার হোসেন, অব সেনা ইউসুফ আলী মোল্লা, শিক্ষক নেতা মোসলেম আলী সিকদার এবং ওয়ার্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দীপু লাল দাস।
যুগ্ম-সম্পাদক দু’জন এরা হলেন ডা: জহিরুল ইসলাম বাদল ও কৃষিবিদ মাহফুজুর রহমান। যুগ্ম-সম্পাদক ৪জন যথাক্রমে এ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম সুমন, সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চু, সাবেক ছাত্রনেতা সরওয়ার হোসেন স্বপন ও সাংবাদিক আল আমিন তালুকদার। কমিটির সহ-সম্পাদকবৃন্দরা হলেন সাবেক ছাত্রনেতা এম জাকির হোসেন, প্রভাষক অমরেশ রায় চৌধুরী, সাংবাদিক এইচএম বাদল, নারীনেত্রী ডালিয়া নাসরিন ও শিরিন জাহান।
সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সাংবাদিক এসএম রেজাউল করিম, অলোক সাহা ও নারী নেত্রী পিনু আকতার নদী। সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বশির আহম্মেদ খলিফা, মশিউর রহমান বুল ও সাংবাদিক এইচএম গিয়াস উদ্দিন।
আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনোয়ারুল হক খোকন, এ্যাড: ফয়সাল খান ও এ্যাড. মাহাবুব আলম খান সুমন। শিক্ষা বিষয়ক সম্পাদক মু. আবু সুফিয়ান ইয়েন। দপ্তর সম্পাদক আতাউর রহমান, সহ-দপ্তর মোরশেদ আলম ও রুহুল আমিন।

প্রচার সম্পাদক মনোনীত করা হয়েছে সাংবাদিক হাসনাইন তালুকদার দিবসকে। উপ-প্রচার সম্পাদকবৃন্দরা হলেন, সাংবাদিক ইমাম হোসেন বিমান, শাকিল আহমেদ রনি, রানা মৃধা ও সাংবাদিক আরিফুর রহমান।

কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে সাংবাদিক রুহুল আমিন রুবেলকে। চিকিৎসা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুয়াল হাসান এমবিবিএস।

ক্রীড়া সম্পাদক উজ্জল রহমান ও শাকিল হাওলাদার। সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন ও জারী শিল্পি আব্দুল আব্দুল হক বয়াতী। পরিবেশ সম্পাদক শাকিব শাহরিয়া, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, ধর্ম বিষয়ক এম রাজিব রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: ফায়জুল হক তালুকদার জিয়া ইংল্যান্ড ও মিলন মাহমুদ সৌদি আরব। যোগাযোগ সম্পাদক রিয়াজ উদ্দিন মুরাদ, আইসিটি সম্পাদক শিহাব মাহমুদ, সহ- আইসিটি সম্পাদক এইচ এম নবীন ও খায়রুল ইসলাম। আপ্যায়ন সম্পাদক রফিকুল ইসলাম ও আব্দুল কুদ্দুস মোল্লা। শিশু বিষয়ক সম্পাদক স্কুলছাত্রী লিন্তা খানম ও ছাত্র বিষয়ক সম্পাদক সুস্মিতা আহমেদ জেরিন।

যুব বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিরাজ। প্রবীন বিষয়ক সম্পাদক বিপ্লব হোসেন মাসুম। পাঠাগার সম্পাদক ফাতেমা আক্তার মুক্তা। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রনি। জলবায়ু সুরক্ষা বিষয়ক সম্পাদক সোহানুর রহমান। সমাজ কল্যান সম্পাদক আমানুর রহমান খান সুমন ও শ্রম বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সজীব। মানবসম্পদ সম্পাদক ইমরান হোসেন আদনান ও বিজ্ঞান বিষয় সম্পাদক ইঞ্জিনিয়ার দিলীপ কুমার দে। মানবাধিকার সম্পাদক গোলাম মাওলা ও সহ-মানবাধিকার সম্পাদক হাসিনা আক্তার।

নির্বাহী সদস্যবৃন্দরা হলেন যথাক্রমে সাবেক ছাত্রনেতা ইদ্রিস মল্লিক ও যুবনেতা আক্তার হোসেন, ক্রীড়া সংগঠক মো: রুবেল খান, সাংবাদিক শাহাদাত হোসেন তালুকদার মনু, প্রধান শিক্ষক মো: হিরন মোল্লা, সাংবাদিক আতিকুর রহমান, মোস্তাফিজুর রহমান নান্না, আব্দুল জলিল সরদার, কবির আকন, মাহবুব আলম খান সুমন, ছাত্রনেতা আফম আজীম তালুকদার, সাবু খান, আল রিয়াদ রাজিব, ছাত্রনেতা আলী আজগর আকাশ, রাকা আহমেদ মিজান, ডা: জামাল হোসেন, ডা. মিজানুর রহমান, শহিদুল ইসলাম, সাংবাদিক সাইদুল ইসলাম, সাংবাদিক মাসুম খান, মোঃ মনির হোসেন, অধ্যাপক আব্দুল হালিম, সাংবাদিক মো: ফারুক হোসেন খান, সুমন হাওলাদার, সাংবাদিক আব্দুল মান্নান তাওহীদ, ছাত্রনেতা তরিকুল ইসলাম অপু, ছাত্রনেতা খোকন মন্ডল, জসিম উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবক মো: শামিম আহমেদ। আগামি ২ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। সংগঠনের প্রয়োজনে কমিটির পদপদবী পরিবর্তন করা যাবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আমতলীতে গ্রাহকের সাড়ে তিন কোটি টাকা নিয়ে পালিয়েছে ভুয়া কোম্পানী

মো: মহসীন মাতুব্বর, আমতলী প্রতিনিধি:
পন্য বিক্রি ও টাকা জামানত রাখার নামে সাড়ে তিন কোটি টাকা নিয়ে উধাও হয়েছে মোনাবী অল বাংলাদেশ নামের একটি ভুয়া বে-সরকারী কোম্পানী। এতে দুই’শ পাচ জন কমী ও প্রায় এক হাজার গ্রাহক ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে আমতলী পৌর শহরের হাসপাতাল সড়কে। ক্ষুব্দ গ্রাহকরা অফিসের আসবাবপত্র ভাংচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানাগেছে, মোনাবী অল বাংলাদেশ নামের একটি ভুয়া বেসরকারী কোম্পানীগত বছর সেপ্টেম্বর মাসে আমতলীতে পন্য বিক্রি ও অধিক মুনাফার লোভ দেখিয়েগ্রাহক সংগ্রহ করে। প্রথমে আমতলী পৌর শহরের সাকিব প্লাজার তিন তলায় অফিস নেয়। ওই খানে গত এক বছর ধরে কাযক্রম পরিচালনা করে আসছে তারা।গ্রাহক সংগ্রহের জন্য আমতলী উপজেলায় দুই শত পাচ জন প্রতিনিধি নিয়োগ দেয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান জামাল হোসেন মুকুল।

 

প্রত্যেক প্রতিনিধির কাছ থেকে জামানত বাবদ সত্তর হাজার টাকা নেয়। প্রতিনিধিদের মাসব্যাপী প্রশিক্ষক দেয় তারা। প্রত্যেক প্রতিনিধি বিশ হাজার টাকা দামের একটি এলইডি টিভি বিক্রি করতে পারলে কোম্পানী কতৃপক্ষ এক হাজার পাচ’শ একচল্লিশ টাকা ফেরত দেয়। টিভি না নিয়ে টাকা জমা দিলেও তাকে ওই পরিমান টাকা ফেরত দেয় কোম্পানীর কতৃপক্ষ। এভাবে যে যতগুলো টিভি বিক্রির নামে টাকা জমা দিতে পারবে তাকে প্রতি টিভি বাবদ এক হাজার পাচ’শ এক চল্লিশ টাকা দেয়া হবে। অধিক মুনাফার আশায় আমতলী উপজেলার বিভিন্ন এলাকার প্রায় এক হাজার গ্রাহক এভাবে টাকা জমা দিয়েছেন। পন্য বিক্রি ছাড়াও অনেক গ্রাহক অধিক মুনাফার আশায় টাকা জমা দিয়েছেন।

 

এছাড়াও এক লক্ষ টাকায় মাসে সাত হাজার সাত’শ আট টাকা লাভ দিবে বলে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে। এভাবে প্রায় এক হাজার গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে এই প্রতারক চক্র। ওই প্রতারক চক্র গ্রাহকদের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান কোম্পানীর স্টোর ইন চাজ জামাল মিয়া।তাদের কাযক্রম নিয়ে দীর্ঘদিন ধরে আমতলীর জনমনে সন্দেহ ছিল। গত তিন মাস আগে সাকিব প্লাজার অফিস ছেড়ে আমতলী হাসপাতাল এলাকায় অফিস ভাড়া নেয়। সোমবার দুই’শ পাচজন প্রতিনিধিদের বেতন দেয়ার কথা ছিল।

 

ওইদিন সকালে ওই প্রতিনিধিরা অফিসে বেতন নিতে আসেন। এ সময় অফিসের মাকেটিং অফিসার আনিস মিয়া, হিসাব রক্ষক আল আমিন, স্টোর ইন চাজ জামাল মিয়া ও প্রশাসনিক কর্মকর্তা দীপক চন্দ্র শীল উপস্থিত ছিল। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও চেয়ারম্যান জামাল হোসেন মুকুলের দেখা নেই। এর পরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। চেয়ারম্যানের ফোন বন্ধ পেয়ে অফিসের কমকতারা সকলে সটকে পড়ে। এতে প্রতিনিধিদের সন্দেহ হয়। পরে উপস্থিত গ্রাহক ও প্রতিনিধিরা অফিসের আসবাবপত্র ভাংচুর করে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ দিকে কোম্পানী টাকা নিয়ে পালিয়ে যাওয়ার খবর পেয়ে কয়েক শত গ্রাহক অফিসের সামনে জড়ো হয়। অনেক গ্রাহক ও প্রতিনিধি টাকা হারিয়ে অজ্ঞান হয়ে পরে। এ ঘটনার পরপর কোম্পানীর চেয়ারম্যান জামাল হোসেন মুকুলসহ অফিসের সকল কমকতাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

 

গ্রাহক ও প্রতিনিধি নাগিস বেগম বলেন, আমি সরল বিশ্বাসে এ কোম্পানীতে দশ লক্ষ টাকা জমা দিয়েছি। প্রতিমাসে আমাকে সত্তর হাজার সাত শত টাকা মুনাফা দিতো। এভাবে গত তিন মাস পেয়েছি। এখনতো আমার সবই গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমাকে এখন পথে বসতে হবে।
বৈঠাকাটার গ্রামের লিজা বলেন, চাকুরী দিবে বলে আমার কাছ থেকে সত্তর হাজার টাকা নিয়েছে। এখন তারা আমাকে চাকুরী না দিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছে।
জান্নাতি বলেন, আমি চাকুরী দেয়ার সময় এক লক্ষ টাকা জমা দিয়েছি। এখন পযন্ত বেতন পাইনি। এখনতো পালিয়েই গেল। কি জবাব দিব বাড়ীতে গিয়ে।
প্রতিনিধি মেঘলা বলেন, আমি সকালে অফিসে বেতন নিতে এসে শুনি চেয়ারম্যান জামাল হোসেন বেতন নিয়ে আসবেন। সকাল থেকে দুপুর পযন্ত অপেক্ষা করেছি। পরে এক এক করে অফিসের সবাই পালিয়ে গেছে। আমরা এ ঘটনার বিচার চাই।

আমতলী কাউনিয়া গ্রামের মোঃ জিয়া উদ্দির জুয়েল বলেন, মুনাফা দেয়ার কথা বলে আমার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে।
মোনাবী অল বাংলাদেশ আমতলী শাখার স্টোর ইন চার্জ জামাল মিয়া বলেন, কোম্পানীর চেয়ারম্যান প্রতারক জামাল হোসেন মুকুল আমতলীর বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে।

এ ব্যাপারে মোনাবী অল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন মুকুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
আমতলী থানার এসআই মোসাঃ নাসরিন বেগম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। প্রতারক চক্র পালিয়ে গেছে।

আমতলী থানারওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিখোঁজের তিনদিনেও সন্ধান মেলেনি বরিশালের কলেজ ছাত্র মেহেদীর

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে মায়ের সাথে বাড়ি ফেরার পথে ঢাকা-বরিশাল নৌরুটের এমভি সুরভী-৯ লঞ্চ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ঢাকা উত্তরা ট্রাষ্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মেহেদী হাসানের তিনদিনেও কোন সন্ধান মেলেনি।
মঙ্গলবার দুপুরে নিখোঁজ কলেজ ছাত্রের মা রেহানা পারভীন মুন্নী জানান, গত ১১ জানুয়ারি ঢাকা সদরঘাট থেকে মেহেদী হাসানকে নিয়ে তিনি সুরভী-৯ লঞ্চে পৃথক কেবিনযোগে উজিরপুরের গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাত এগারোটার দিকে তার কেবিন থেকে ঘুমানোর জন্য লঞ্চের ২৩৫ নাম্বার কেবিনে চলে যায় মেহেদী। ১২ জানুয়ারি ভোরে বরিশাল টার্মিনালে লঞ্চ ভিরলে লঞ্চ থেকে নামার জন্য তিনি ছেলের অপেক্ষ করছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও মেহেদী হাসান তার কক্ষে না আসায় মেহেদী হাসানের কেবিনে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার (মেহেদী) মোবাইল, ব্যাগ ও জুতা কেবিনে ছিলো। তিনি আরও জানান, পরবর্তীতে বিষয়টি লঞ্চের ষ্টাফদের অবহিত করা হয়েছে। এরপর অনেক খোঁজাখুজি করেও মেহেদীর সন্ধান না পেয়ে ওইদিনই কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।