ভোলার মেয়ে আইনের ছাত্রী রাবেয়া বাঁচতে চায়

এম.ইউ.মাহিম:
রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজের নিউরো মেডিসিন ওয়ার্ডের ৫নং বেডে ভর্তি রয়েছে রাবেয়া বেগম।তিনি ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মৃত জেবল হকের কন্যা। G.B.S রোগে আক্রান্ত হয়ে
প্রাণচঞ্চল রাবেয়া শারীরিকভাবে নিস্তেজ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তেমন কথা বলতে পারে না। হাত-পা অবশ হয়ে আসে। ২০১৭ সালের মার্চ মাসে আকস্মিকভাবে এ রোগে আক্রান্ত হয় রাবেয়া।
এ দীর্ঘ সময় ধরে ভোলা হাসপাতাল,বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ, ঢাকার নিউরো সাইন্স ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। অদম্য মেধাবী রাবেয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কেমোথেরাপি নিয়ে সুস্থতার জন্য জীবনের সাথে লড়াই করে গেছেন। এ অসুস্থতার মধ্যও লেখাপড়া বন্ধ করেননি। বর্তমানে বরিশাল ল’ কলেজে অধ্যয়নরত রয়েছেন।
তাঁর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বর্তমানে চিকিৎসা চালানো সম্ভব হচ্ছেনা। চিকিৎসায়  একটি ইঞ্জেকশনের দাম প্রায় তিন লাখ টাকা ব্যয় হয়। এ পর্যন্ত চারটি ইঞ্জেকশন নিয়েছেন। আরও আটটি ইঞ্জেকশন নেয়া লাগবে বলে ডাক্তার জানিয়েছেন। তিনি সবার সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখেন। পিতৃহীন  রাবেয়া মানবিক দৃষ্টিতে এগিয়ে এসে সাহায্যের আবেদন করার জন্য দেশবাসীর সহায়তা কামনা করেছেন।
যোগাযোগ: ০১৭২৬৫৬৮৩৯৮(বিকাশ পারসোনাল)
একাউন্ট নম্বর:  রাবেয়া বেগম সঞ্চয় হিসাব নং-এস.বি-১৪১৮১
কৃষি ব্যাংক ভোলা শাখা।

এবার অভিনয়ে নিয়মিত হচ্ছেন মিথিলার বোন মিশৌরী

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার ছোট বোন মিশৌরী রশীদ। তার পুরো নাম ইফফাত রশীদ মিশৌরী। প্রায় চার বছর ধরে কাজ করছেন বিজ্ঞাপনে। এবার তিনি নিয়মিত হচ্ছেন অভিনয়ে।
বর্তমানে তিনি গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিরোনামহীন’-এ অভিনয় করছেন। ঢাকার নিউ মার্কেটে সোমবার (১৩ জানুয়ারি) এর শুটিং চলছে। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে তিনি অভিনয় করছেন।

মিশৌরী রশীদ বলেন, ‘আমার শুরুটা পারিবারিকভাবে হলেও এখন নিজের ইচ্ছাতেই আসলে অভিনয় করছি। বেশকিছু মোবাইল অপারেটরসহ অনেক পণ্যের বিজ্ঞাপনে কাজ করা হয়েছে। বছর খানিক আগে সুবর্ণা মুস্তাফা ম্যাডামের একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। সেটাই ছিল প্রথম। এরপর অভিনয়ে কিছুদিন বিরতি দেই। এখন আবার নিয়মিত কাজ শুরু করেছি।’

 মিশৌরী রশিদ

এর আগে নুহাশ হুমায়ুনের ‘পিৎজা ভাই’ নাটকে কাজ করেছেন এই তরুণ অভিনেত্রী। অভিনয় ছাড়াও নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন মিশৌরী।

এ প্রসঙ্গে তিনি বললেন, ‘ক্যামেরার পেছনেও কাজ করার আমার অনেক ইচ্ছে আছে। সে ইচ্ছা থেকেই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। নানা খুঁটিনাটি বিষয়গুলো শিখেছি। সবকিছু ঠিক থাকলে এবং সুযোগ আসলে নির্মাণও শুরু করবো।’

মিশৌরী রশীদ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন। আর এক সেমিস্টার পরই তার গ্রাজুয়েশন শেষ হচ্ছে।

ভাবির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় নববধূকে হত্যা

স্পোর্টস ডেস্ক:

বাগেরহাটের মোল্লাহাটে বিয়ের চার মাস যেতে না যেতেই স্বামীর হাতে খুন হয়েছেন ডনি আক্তার মিম (১৮) নামে এক নববধূ। এ ঘটনায় নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে জামাই সাহাদাত সেখসহ তিনজনের নামে হত্যা মামলা করেছেন। পুলিশ ওই নববধূর মরদেহ উদ্ধার করে রোববার (১২ জানুয়ারি) বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে মোল্লাহাটের চাঁদেরহাট গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ডনি আক্তার মিম খুলনার তেরখাদা উপজেলার ওসিকুর রহমান মোল্লার মেয়ে।

নিহত মিমের মা মর্জিনা বেগম জানান, গত চার মাস আগে মোল্লাহাটের চাঁদেরহাট গ্রামের ধলু সেখের ছেলে সাহাদাত সেখের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মিমের। কিছুদিন যেতে না যেতেই সাহাদাতের বড় ভাইয়ের স্ত্রী কামনা বেগমের সঙ্গে পারিবারিক তিক্ততা সৃষ্টি হয়। সাহাদাতের সঙ্গে তার বড় ভাইয়ের স্ত্রীর পরকীয়া বলে মিম তার মাসহ আত্মীয়দের জানান।

এমন পরিস্থিতির মধ্যেও মিম তার স্বামীর পৈতৃক বাড়ি চাঁদেরহাটে বসবাস করে আসছিলেন। শনিবার দুপুরে মিম বাইরে থেকে বাড়িতে এসে তার স্বামীকে ভাবির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। একপর্যায়ে তাকে থামাতে স্বামী সাহাদাত ও তার পরিবারের সদস্যরা শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনার পর সাহাদাত সেখসহ পরিবারের লোকজন পালিয়ে যান। বিকেলে পুলিশ চাঁদেরহাট গ্রামে নববধূ নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, নববধূ মিমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা আসামিদের গ্রেফতার করার পর জানা যাবে।

এ ঘটনায় নিহতের স্বামী সাহাদাত সেখ, তার ভাবি কামনা বেগম ও সাহাদাতের ভগ্নিপতি লিটুকে আসামি করে হত্যা মামালা করা হয়েছে। আসামিরা পলাতক। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, নববধূর মৃত্যু নিয়ে এলাকায় বিভিন্ন কথা শোনা যাচ্ছে। তবে তাকে পারিবারিক কলহের কারণে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি। আসামিদের গ্রেফতার করা গেলে হত্যার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

ক্যাপ্টেনসি ছেড়ে দেব- মাশরাফি

স্পোর্টস ডেস্ক:
অন্য কোনো অধিনায়ক হলে হয়তো আসতেন না। কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ঢাকা প্লাটুনের বিদায়ের পরও যথারীতি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত মাশরাফি বিন মর্তুজা। ঢাকার শেষ চারে ওঠা এবং সবার আগে বিদায় নেওয়া প্রসঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার পর জাতীয় দলে খেলা এবং অধিনায়কত্ব নিয়েই বেশি প্রশ্নের সম্মুখীন হলেন নড়াইল এক্সপ্রেস।

প্রশ্ন উঠলো -আপনি তো আগের দিন বলেছিলেন, পারফরম্যান্স অনুযায়ী আপনি এখন আর অটোমেটিক চয়েজ নন। কিন্তু একজন অধিনায়ক হিসেবে আপনি তো এখনও প্রথম পছন্দ। এ বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি?

মাশরাফির জবাব, ‘পারফরমারদের যাচাই বাছাইয়ের দায়িত্ব ও কর্তব্য নির্বাচকদের। সেটা তারাই ভালো জানেন। আর অধিনায়ক মনোনীত করে বোর্ড। বিসিবি চাইলে এখনই আমি ক্যাপ্টেনসি (অধিনায়কত্ব) ছেড়ে দেব। সমস্যা নেই।’

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের এমন কথার পর খুব প্রাসঙ্গিকভাবেই যে প্রশ্নটা উঠলো-সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত কি? মাশরাফির রহস্যঘেরা ছোট্ট উত্তর, ‘আমারটা আমার কাছেই থাকুক।’

তবে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে দেরি হয়নি তার। ধন্যবাদটা তিনি দিয়েছেন, তাকে ঘটা করে বিদায় সম্ভাষণ জানানোর ঘোষণা দেয়ায়। বিশ্বকাপে বাংলাদেশের খেলা শেষ হওয়ার পর লন্ডনে বসেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘মাশরাফিকে বীরের মর্যাদায় বিদায়ী সংবর্ধনা দেয়া হবে।’

গতকাল (রোববার) আবারও বিসিবি বস বললেন, ‘মাশরাফিকে যতটা সম্ভব ঘটা করে বিদায় জানানো হবে এবং সেটা হবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা বিদায়ীপর্ব।’

তবে তা নিয়ে মাশরাফির যে খুব একটা উৎসাহ আছে, এমন মনে হয় না। তা থাকলে আর এ কথা বলতেন না, ‘আমার অমন বড়সড় বিদায়ী সংবর্ধনার প্রয়োজন নেই।’

মাশরাফির শরীরী অভিব্যক্তিতে ফুটে উঠলো, ভালো কিছু হলে ভালো। না হলেও সমস্যা নেই। বিসিবি চাইলে এই মুহূর্তে অধিনায়কত্বও ছেড়ে দিতে রাজি আছেন দেশের সর্বকালের সেরা এই অধিনায়ক।

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল

আন্তর্জাতিক ডেস্ক:
রাষ্ট্রদ্রোহের দায়ে পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে বিশেষ আদালতের ঘোষিত মৃত্যুদণ্ডাদেশ বাতিল করেছেন দেশটির হাইকোর্ট। সাবেক সেনাপ্রধান জেনারেল মোশাররফের মৃত্যুদণ্ড ঘোষণায় পাকিস্তান সেনাবাহিনী অসন্তোষ প্রকাশ করে বিবৃতি দেয়ার এক মাস না পেরোতেই সোমবার (১৩ জানুয়ারি) এ আদেশ দিলেন লাহোর হাইকোর্ট।

আদালতের এ আদেশের বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ইশতিয়াক এ. খান বলেন, ‘অভিযোগ গঠন, আদালত স্থাপন থেকে শুরু করে কৌঁসুলি টিম নিয়োগ পর্যন্ত সবই অবৈধ ঘোষণা করা হয়েছে…সর্বোপরি পুরো আদেশই বাতিল হয়ে গেছে আদালতে।’

এ কৌঁসুলি বলেন, ‘তিনি (পারভেজ মোশাররফ) এখন মুক্ত। এই মুহূর্তে তার বিরুদ্ধে আর কোনো দণ্ডাদেশ নেই।’

এখন রাষ্ট্রপক্ষ চাইলে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অনুমোদনসাপেক্ষে মোশাররফের বিরুদ্ধে ফের মামলা করতে পারে।

পারভেজ মোশাররফ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে নওয়াজ শরিফের সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০০৭ সালের নভেম্বরে তিনি দেশটির সংবিধান বাতিল করে জরুরি অবস্থা জারি করেন। তারপর বিক্ষোভ শুরু হলে অভিশংসনের ঝুঁকি এড়াতে ২০০৮ সালে পদত্যাগ করেন মোশাররফ।

সংবিধান বাতিলের কারণে ২০১৩ সালে নওয়াজ শরিফের নেতৃত্বে মুসলিম লিগ ক্ষমতায় থাকাকালে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর বিশেষ আদালতের তিন সদস্যের বেঞ্চ গত ১৭ ডিসেম্বর মোশাররফের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। রায় ঘোষণার বহু আগে থেকে মোশাররফ বিদেশে আছেন। তিনি বর্তমানে আছেন সংযুক্ত আরব আমিরাতে।

সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা হলে সেদিনই বিবৃতি দেয় পাকিস্তানের সামরিক বাহিনী। মোশাররফের মৃত্যুদণ্ডকে সশস্ত্র বাহিনীর পদমর্যাদার জন্য ‘বিরাট এক বেদনা ও প্রচণ্ড কষ্টকর ব্যাপার’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘একজন সাবেক সেনাপ্রধান, সশস্ত্র বাহিনীর প্রধানদের কমিটির চেয়ারম্যান এবং পাকিস্তানের প্রেসিডেন্ট, যিনি ৪০ বছর দেশের সেবা করেছেন, দেশের হয়ে যুদ্ধে লড়েছেন, তিনি কোনোভাবেই দেশদ্রোহী হতে পারেন না।’

সামরিক বাহিনীর ওই বিবৃতির পর মৃত্যুদণ্ডাদেশ চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে আবেদন করেন পারভেজ মোশাররফ। এরপর ইমরান খানের সরকারও বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নেয়। পারভেজ মোশাররফের ফাঁসির রায় দেয়া বিশেষ আদালতের তিন বিচারপতির বেঞ্চের প্রধানকে মানসিকভাবে অসুস্থ বলেন দেশটির আইনমন্ত্রী ফারুগ নাশিম।

এমনসব নাটকীয়তার পর সোমবার লাহোর হাইকোর্টের পক্ষ থেকে এ আদেশ এলো।

বরিশালে তিন দিনব্যাপী পৌষ মেলার সমাপনী

মোঃ শাহাজাদা হীরা:
বরিশালে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে। নগরীর কালীবাড়ি রোডস্থ জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী পৌষ মেলা আজ সমাপনী অনুষ্ঠান। মেলা শুরু হয়েছিলো ১১ জানুয়ারি শনিবার সন্ধ্যায়।

 

আজ সোমবার ১৩ জানুয়ারি সন্ধ্যা ৬ টায়, প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যদিয়ে তিন দিনব্যাপী পৌষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। আলোচক ছিলেন কবি ও নাট্যকার অধ্যাপক নজমুল হোসেন আকাশ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ বরিশাল মোঃ শাহ্ আলম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ বরিশাল শাখা অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু।

 

আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা পৌষ মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেলার ২৩ টি স্টল পরিদর্শন করেন অতিথিরা, পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাটক।

পিরোজপুরে ইয়াবাসহ মা-মেয়ে ও ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মা, ছেলে এবং মেয়েকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাদেরকে উপজেলার মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ বন্দর স্লুইস গেইট এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত নূর জাহান বেগম (৫৮), তার মেয়ে আসমা আক্তার (২২) এবং ছেলে হাসানের (১৯) বাড়ি উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার দক্ষিণ বন্দর স্লুইস গেইট এলাকা থেকে তিন জনকে আটক করে।

এ ঘটনায় এএসআই শাহানাজ পারভীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও প্রেসক্লাব নেতৃবৃন্দর সাথে নবাগত ইউএনও রওশন’র মত বিনিময়

নিজস্ব প্রতিবেদক:
পরস্পর পরস্পরের সাহায্য ও সহযোগীতার আশ্বাসের মধ্য দিয়ে সাধারণ জনগনের পাশে থেকে ভাল কাজ করার অঙ্গিকার নিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা করলেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।
মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

সোমবার বিকেলে উপজেলা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল বাশার হাওলাদার, ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ সাবেক মহিলা সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসু, ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অমিও লাল চৌধুরী, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বজলুল হক হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগ সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, ছাত্রলীগ সম্পাদক জাকির পাইক।

এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, দলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ তালুকদার, সহ-প্রচার সম্পাদক কেএম আজাদ রহমান, সহ-দপ্তর সম্পাদক উজ্জল লাহেড়ীসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও প্রশাসনের সাথে মতবিনিময় সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও নির্বাহী অফিসার জনগনের পাশে থেকে উপজেলার সামগ্রিক উন্নয়নের জন্য পরস্পর পরস্পরকে সাহায্য ও সহযোগীতার আশ্বাষ প্রদান করেন।

অপরদিকে ওই দিন বিকেলে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন নবাগত ইউএনও চৗধুরী রওশন ইসলাম।
উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সাংবাদিকদের লিখনীর মাধ্যমে এলাকার সাধারণ জনগনের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও উন্নয়নের প্রতিবন্ধকতা অপসারন কল্পে প্রেসক্লাবের সাহায্য ও সহযোগীতা কামনা করেন ইউএনও।

পাশাপশি হলুদ সাংবাদিকতা পরিহারেরও আহ্বান জানান তিনি। এসময় সাংবাদিক নেতৃবৃন্দও প্রশাসনকে তাদের লিখনি ও আলোচনার মাধ্যমে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক ও সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, সাবেক সভাপতি ও আহ্বায়ক সদস্য সরদার হারুন রানা, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, অপূর্ব লাল সরকার, ওয়াসীম ভূইয়া সেলিম, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক সদস্য শামীমুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক তপন বসু, প্রবীর বিশ্বাস ননী, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, মনিরুজ্জামান মনির, জয় রায়, বাংলা টিভির প্রতিনিধি এফএম নাজমুল হোসেন, ৭১টিভির প্রতিনিধি স্বúন দাস, বরুন বাড়ৈ, মৃদুল দাস, মারুফ মোল্লা।

 

১৪ জানুয়ারী প্রবীণ সাংবাদিক মোঃ হোসেন শাহ’র ১৬ তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার:
আগামীকাল ১৪ জানুয়ারী দক্ষিণাঞ্চলের বিশিষ্ট প্রবীণ সাংবাদিক, বরিশাল থেকে প্রকাশিত ‘দৈনিক বাংলার বনে’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক এবং “দৈনিক শাহনামা”র প্রতিষ্ঠাতা, সম্পাদক মন্ডলির সভাপতি ও প্রকাশক মরহুম মোঃ হোসেন শাহ’র ১৬ তম মৃত্যুবার্ষিকী।

 

ভাষা আন্দোলন, বৃটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে এই মহান প্রবীণ সাংবাদিকের কর্মকান্ড আজও শ্রদ্ধার সাথে স্মরণ হয়ে থাকে। ২০০৪ সালের ১৪ জানুয়ারী তিনি বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মরহুম হোসেন শাহ প্রায় ৩৯ বছর আগে প্রথম মাসিক বাংলার বনে পত্রিকা প্রকাশের মাধ্যমে সংবাদপত্র অঙ্গনে প্রবেশ করেন। পরে তিনি এ পত্রিকাটি দৈনিকে রূপান্তর করেন। এছাড়া ১৯৯১ সালে দৈনিক শাহনামা পত্রিকা প্রকাশ করেন। বরিশালের সংবাদপত্র অঙ্গনের প্রতিষ্ঠিতদের অনেকেই তার পত্রিকায় হাতে খড়ি দিয়েছেন।

 

মরহুম মোঃ হোসেন শাহ বরিশালের গৌরনদী ধানডোবা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি যৌবনে প্রথমে কংগ্রেস, যুক্তফ্রন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি গৌরনদীর টরকিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদানে সহায়তা করেছেন। এই প্রবীণ সম্পাদক ও সংবাদপত্র মালিক মরহুম মোঃ হোসেন শাহ্’র ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ জানুয়ারী বেলা ১১টায় মুসলিম গোরস্থানে মরহুমের কবর জিয়ারত, বাদ এশা দৈনিক শাহনামায় দোয়া ও মিলাদ। এছাড়াও স্থানীয় চাঁদমারী এছহাকিয়া রশিদিয়া কওমী মাদ্রাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এদিকে একই দিন বাদ জোহর মেহেন্দিগঞ্জের শ্রীপুুর মাদ্রাসায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করছেন তার পরিবার, দৈনিক শাহনামা ও দৈনিক বাংলার বনের পরিবারবর্গ।

বরিশালে উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ শীর্ষক সেমিনার

আজ  ১৩ জানুয়ারী ২০২০ খ্রিঃ তারিখ বরিশাল জেলার সরকারি কলেজ ও স্কুলের ছাত্রদের নিয়ে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ কেন্দ্র নির্মান প্রকল্পের সহায়তায় দিন ব্যাপী সেমিনার “উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ” এর আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উদ্বোধক ,প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে যোগদান করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম,

এসময় তিনি উপস্থিত ছাত্রদের নিয়ে এ সময় বর্তমান সময়ের বিশ্ব আলোচিত বিষয় জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ে বিস্তারিত  আলোচনা করেন । ছাত্ররা জঙ্গীবাদ সম্পর্কে নানান প্রশ্ন উত্থাপন করেন এবং  প্রশ্ন গুলোর উত্তর প্রদান র্পূবক সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন । একই সাথে বাংলাদেশকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত করতে ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য সর্ম্পকে পর্যালোচনা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার)। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের এবং রেঞ্জ অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।