ম্যাচ ফি বাড়লো টাইগারদের

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট দলের টেস্টের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, আমরা ম্যাচ ফি বাড়িয়েছি। এর মধ্যে বেশি বেড়েছে টেস্টে। এখন আমরা নতুন যত প্রস্তাব করেছি সেটাতে দুই লাখ টাকা টি-টোয়েন্টিতে প্রতি খেলোয়াড় প্রতিটি ম্যাচে পাবে। তিন লাখ টাকা পাবে ওয়ানডে তে। আর টেস্টের জন্য পাবে প্রতি ম্যাচে ছয় লাখ টাকা। টেস্টে আমরা ৫০ শতাংশ বাড়িয়েছি। যা আগে ছিল চার লাখ টাকা।

এছাড়া ম্যাচ ফি বেড়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচেরও। ওয়ানডেতে ম্যাচ ফি দুই লাখের পরিবর্তে তিন লাখ টাকা পাবে মাশরাফির দল। আর টি-টোয়েন্টিতে এক লাখ ২৫ হাজার টাকার পরিবর্তে মাহমুদ উল্লাহর দল পাবে দুই লাখ টাকা করে।

রাজধানীতে বাইক চলাচলে নিষেধাজ্ঞা!

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসএসসি) নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে রাজধানীতে আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৭৮ ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে-ভোট উপলক্ষে ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ ৭৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এজন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বলেছে ইসি।

ইসি সূত্র জানায়, মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা ছাড়াও বেশকিছু যান চলাচলের ওপর বাধা-নিষেধ আরোপ করছে ইসি। এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের মতো এবার আর সব যান চলাচল বন্ধ থাকবে না। এমনটি নৌযানগুলো চলাচলের ওপর বাধা-নিষেধেও এবার শিথিলতা আনা হবে। পাবলিক পরিবহন চলাচলেও এবার কড়াকড়ি না রাখার পক্ষে কমিশন।

এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান বলেন, রাজধানীতে সমস্যা আছে। সব যান চলাচলে নিষেধাজ্ঞা দিলে মানুষের সমস্যা হয়। তাই আগের মতো কড়াকড়ি থাকবে না। আরেকটি পত্র কয়েকদিনের মধ্যেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়কে পাঠানো হবে।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরিবর্তন হতে পারে ঢাকা সিটি নির্বাচনের তারিখ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটের তারিখ পরিবর্তন নিয়ে উচ্চ আদালতের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনের এক অনানুষ্ঠানিক সভায় এমনই মত দেন নির্বাচন কমিশনাররা। ওই সভায় নির্বাচন কমিশনের আইন শাখার কর্মকর্তাদের ডেকে রিটের সবশেষ অবস্থা জানতে নির্দেশনা দেয় কমিশন।

কমিশনের বৈঠক সূত্র জানায়, আগামী ২ মার্চ ভোটার দিবস উদযাপন বিষয়ে আলোচনা হয়। এসময় জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সরস্বতী পূজার কারণে ভোটের তারিখ পরিবর্তনের বিষয়টি উত্থাপন করেন। অন্য নির্বাচন কমিশনরারও আলোচনায় অংশ নেন। পরে ইসির আইন শাখার কর্মকর্তাদের কাছে রিট আবেদনের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে এখনও কোনো রায় পাওয়া যায়নি। পরে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

সভা শেষে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, আমরা ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আদালতে একটি রিট আবেদন হয়েছে। আদালত কোনো নির্দেশনা দিলে তা আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেবো।

সরস্বতী পূজার কারণে নির্বাচন পেছানোর জন্য দু’দফা ‍আবেদন করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। নির্বাচন পেছানোর জন্য প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ। এছাড়া একই কারণে হাইকোর্টে একটি রিট আবেদনও করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ।

অন্যদিকে গত ৯ জানুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পেছানোর একটি আবেদনও করেন। তার পরিপ্রেক্ষিতে ১০ জানুয়ারি ভোট পেছাতে ইসি সচিব মো. আলমগীরকে একটি সুপারিশও ইসিতে পাঠিয়েছে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

রোববার (১২ জানুয়ারি) রিট আবেদনটি বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অশোক ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।
পরে অশোক ঘোষ জানান, রোববারের (১২ জানুয়ারি) কার্যতালিকায় বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে রিট আবেদনটি ৩৮ নম্বর ক্রমিকে রয়েছে। কিন্তু বিষয়টি এখতিয়ার বর্হিভূত হওয়ায় আদালত অন্য বেঞ্চে নিতে বলেন। এরপর বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়। আদালত বলেছেন সোমবার (১৩ জানুয়ারি) এটি কার্যতালিকায় আসবে এবং শুনানি হবে।

ডেপুটি অ্যাটির্নি জেনারেল নূর উস সাদিক বলেন, আবেদনটির ওপর সোমবার দুপুর দুইটায় শুনানি হবে।

ইসি সূত্র জানান, আদালতের নির্দেশনা এলে সোমবার (১৩ জানুয়ারি) ভোটের তারিখ পরিবর্তন নিয়ে আবারও বসবে কমিশন।

ইসি কর্মকর্তারা বলছেন, ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি/সমমান পরীক্ষা। ৩১ জানুয়ারি শুক্রবার। জুমার দিন সাধারণ নির্বাচন সম্পন্ন করা যায় না। আবার ৩০ জানুয়ারি আগে ভোট করার সুযোগও কম। এক্ষেত্রে হয় এসএসসি/সমমান পরীক্ষা পেছাতে হবে, অন্যথায় নির্বাচন পরীক্ষা শেষে মার্চে নিয়ে যেতে হবে।

সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। সে অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। আর ভোটের আয়োজন করতে হয় মেয়াদ পূর্তির পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে।

দেহ ব্যবসায় জড়িয়েছেন যে অভিনেত্রীরা

শোবিজ অঙ্গন মানেই ঝলমলে পোশাক, ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি, তারকাখ্যাতি ইত্যাদি। কিন্তু এর অন্ধকার দিকও রয়েছে। অনেকেই এই জগতে নাম লিখিয়ে পরবর্তী সময়ে জড়িয়ে পড়েন নানা অপরাধকর্মে।

সম্প্রতি পতিতাচক্রের সঙ্গে যুক্ত থাকায় গ্রেপ্তার হয়েছেন ভারতীয় অভিনেত্রী অমৃতা ধানোয়া ও মডেল রিতা সিং। গত বৃহস্পতিবার তাদের মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে পতিতা চক্রের সঙ্গে অভিনেত্রীদের নাম জড়ানো নতুন নয়। এর আগেও এমন ঘটনা অনেকবার ঘটেছে। পতিতাবৃত্তিতে নাম জড়িয়েছে এমন কয়েকজন অভিনেত্রীকে নিয়ে এই প্রতিবেদন।

শ্বেতা প্রসাদ বসু
দেহ ব্যবসায় জড়িয়েছেন এমন নায়িকাদের তালিকায় প্রথমেই আসেন এই অভিনেত্রীর নাম। মাত্র ১১ বছর বয়সে বিশাল ভরদ্বাজের ‘মকড়ি’ সিনেমায় অভিনয় করে সেরা শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার জিতেছিলেন শ্বেতা বসু প্রসাদ। সেই শ্বেতাই পরবর্তী সময়ে গ্রেপ্তার হন দেহ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। ২০১৪ সালে হায়দরাবাদের বাঞ্জারা হিলসের একটি হোটেলে অভিযান চালিয়ে শ্বেতাকে হাতেনাতে ধরে পুলিশ। পরবর্তী সময়ে বিষয়টি স্বীকার করে শ্বেতা জানিয়েছেন, অভাবের কারণেই এই পেশায় জড়িয়েছিলেন তিনি।

শার্লিন চোপড়া
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের তৃতীয় সিজনের প্রতিযোগী ছিলেন শার্লিন চোপড়া। এমটিভি স্প্লিটভিলা সিজন সিক্স সঞ্চালনা করেছেন তিনি। পাশাপাশি তামিল, তেলেগু, বলিউড সিনেমাতেও দেখা গেছে তাকে। এই অভিনেত্রী জানিয়েছেন, এক সময় পতিতাবৃত্তি করেছেন তিনি। তবে এখন এসবের মধ্যে নেই।

ভূবনেশ্বরী
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী ভূবনেশ্বরী। সিনেমার পাশাপাশি টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন। ২০০৯ সালে দেহ ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে এই অভিনেত্রীকে আটক করে চেন্নাই পুলিশ। জানা যায়, তার আগেও একাধিকবার আটক হয়েছিলেন তিনি। তবে রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্ক থাকায় বারবারই ছাড়া পেতেন।

সাইরা বানু
ভারতের তেলেগু সিনেমার অভিনেত্রী সাইরা বানু। ২০১০ সালের আগস্টে কুন্দন বাগ এলাকায় অভিযান চালিয়ে এই অভিনেত্রী গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ। এই অভিযানে জ্যোতি নামের আরো একজন অভিনেত্রীও গ্রেপ্তার হন।

দিব্য শ্রী
তামিল ও তেলেগু সিনেমাতেই বেশি অভিনয় করেছেন দিব্য শ্রী। ২০১৪ সালের সেপ্টেম্বরে একটি পতিতাচক্রকে ধরার জন্য অভিযান চালায়, এই সময় অন্যদের সঙ্গে এই অভিনেত্রীকেও আটক করে পুলিশ।

আইস আনসারি
তামিল অভিনেত্রী আইস আনসারি। ২০১৩ সালে একটি চক্রকে ধরার জন্য অভিযান চালালে যোধপুরে পুলিশের কাছে আটক হন এই অভিনেত্রী।

কিন্নেরা
তেলেগু সিনেমাতে কাজ করেছেন কিন্নেরা। টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন। পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।

কেএফডব্লিউ প্রতিনিধিদের সাথে বিসিসি মেয়রের মতবিনিময়

কেএফডব্লিউ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
আজ কালিবাড়িরোডস্থ মেয়রের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

শিক্ষক নেতা সন্তোষ মুখার্জীর স্বরন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
গতকাল বিকাল ৩টায় বরিশাল নগরীর রায়রোডস্থ খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে শিক্ষক আন্দোলনের কিংবদন্তী, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান গ্রুপ) বরিশাল আঞ্চলিক শাখার প্রয়াত সাধারন সম্পাদক- সন্তোষ মুখার্জী’র স্বরন সভা সংগঠনের সভাপতি জনাব মো: খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে প্রয়াত এই শিক্ষক নেতার স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্বরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক ও সাদা মনের মানুষ শ্রী বিজয় কৃষ্ণ দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিদ- প্রফেসর মো: হানিফ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মুলাদী পৌর সভার যোগযোগ ব্যবস্থাা আধুনিকায়ন করা হবে- পৌর মেয়র রুবেল

মুলাদী প্রতিনিধি:
মুলাদী পৌর সভার ৫নং ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ মুলাদী প্রেস ক্লাব, মুলাদী প্রানী সম্পদ হাসপাতাল, আল রাজী ইন্টার ন্যাশনাল স্কুল সংলগ্ন রাস্তাটি গতকাল বেলা ১১ ঘটিকায় শুভ উদ্ভোধন করা হয়। রাস্তাটি উদ্ভোধন কালে মুলাদী ষ্ট্রেডিয়াম মাঠে সংক্ষিপ্ত আলোচানার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিক উজ্জামান রুবেল।

এ সময় মুলাদী পৌর মেয়র তার বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন মুলাদী পৌর সভার প্রতিটি রাস্তাঘাট উন্নীত করা হবে যাতে যোগাযোগ ব্যবস্থায় মানুষ কোন কষ্ট না পায় সে লক্ষে পৌরসভা কাজ করে যাচ্ছে, এবং মুলাদী পৌর এলকাকে মাদকমুক্ত রাখার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। এ সময় বক্তব্য রাখেন মুলাদী থানা অফিসার ইনচার্জ জনাব ফয়েজ আহম্মেদ, তিনি এ রাস্তাটি উদ্ধোধনের জন্য মেয়রকে ধন্যবাদ জানান ও এলাকাকে মাদক মুক্ত রাখতে সর্বাত্বক সহযোগিতা করবেন বলেও জানান, বক্তব্য রাখেন মুলাদী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভইয়া কামাল, উল্লেখ্য যে এ রাস্তাটি দিয়ে মুলাদী থানা, আলরাজী ইন্টার ন্যাশনাল স্কুল, প্রানী সম্পদ হাসাপাতাল, মুলাদী প্রেস ক্লাব রয়েছে তাই এ রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ ।

 

রাস্তাটির দুই পাশে পুকুর থাকায় মেরামত করেও কোন লাভ হচ্ছে না তাই এবার মজবুত পাইলিং করে আর সি সি ঢালাই করা হবে বলে জানান মুলাদী পৌর সভার ইঞ্জিনিয়ার। এ সময় উপস্থিত প্যানেল মেয়র ও পৌর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আঃ রব হাং,উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জিয়াউল আহসান শিপু খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, সমাজ সেবক আঃ জব্বার খান, মুলাদী বন্দর বাজার কমিটির সম্পাদক ও ইজারাদার বাবুল সিকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য বাচ্চু হাওলাদর, মুলাদী ইমাম সমিতির সম্পাদক মাও ঃ রফিকুল ইসলাম, কাউন্সিলর বারেক সরদার, সংরক্ষিত আসনের কাউন্সিল মমতাজ বাবুল, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা সাহে আলম মিঠু, কাজী কামাল, বাবুল চৌকিদার, সাহে আলম ঢালী, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক কাজী মুরাদ, পৌর ছাত্রলীগের সভাপতি তিলক খান, জেলা ছাত্রলীগ সদস্য জহির মল্লিক, মুলাদী পৌর স্বেচ্ছাসেক লীগের সহ সভাপতি হারুন ঘরামী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলাশ সরদার, পৌর যুবলীগ নেতা সুজিত দত্ত , অপু হাওলাদার, শাওন হাওলাদার, রিয়াজ আমিন প্রমুখ।

বরিশালে বৈদ্যুতিক লাইনের উপর ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদক:
বিশ হাজার ভোল্টের বিদ্যুত লাইনের উপর ঝুঁকিপূর্নভাবে ভবন নির্মাণের কাজ অব্যাহত রাখা হয়েছে। ফলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। বরিশাল জেলার গৌরনদী পৌর এলাকার টরকী বন্দর সংলগ্ন দক্ষিণ পাশের ঘটনাস্থল।

স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, বড় কসবা এলাকার হারুন-অর রশিদের পুত্র জাকির বেপারী অতিসম্প্রতি টরকী বন্দরের দক্ষিণ পাশের (বড় কসবা মৌজা) বিল্ডিংয়ের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করেন। এরপর পল্লী বিদ্যুতের বিশ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি ও ক্যাবল ভবনের উপরে রেখেই ঝুঁকিপূর্নভাবে তৃতীয় তলার নির্মান কাজ শুরু করেন। এতে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।

এ ব্যাপারে জাকির বেপারী জানান, বৈদ্যুতিক তারের চার ফুট নিচ থেকে শ্রমিকরা কাজ করছেন, এতে কোন সমস্যা হবেনা। তিনি আরও জানান, বিদ্যুতের খুঁটি সরানোর জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার জুলফিকার হায়দার চৌধুরী জানান, বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, একইভাবে বৈদ্যুতিক তারের নিচে ঝুঁকিপূর্ন ভবন নির্মান করায় গত ছয়মাস পূর্বে টরকী বন্দরের একটি ভবনের ছাদে বিদ্যুতপৃষ্ঠ হয়ে এক গৃহবধু মারা গেছেন। একই ছাদে বৈদ্যুতিক দূর্ঘটনায় এক শ্রমিক পঙ্গুত্ববরন করেছেন।

বরিশালে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯তম বার্ষিক সাধারণ সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
উপজেলার নলচিড়া বাজার সংলগ্ন ক্রেডিট ইউনিয়নের মাঠে রবিবার সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা গোলাম কবীর শরীফ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা সমবায় অফিসার শেখ শাহ্ জামাল, কালবের বরিশাল অঞ্চলের ম্যানেজার আব্দুল আউয়াল, গৌরনদী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোঃ বাদশা ফকির, নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশীল কুমার করাতী, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মকুল, আওয়ামী লীগ নেতা মামুন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া।

এনসিসিইউএল’র ব্যবস্থাপনায় পরিষদের সভাপতি মোঃ রিয়াদ হোসেন স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্রেডিট ইউনিয়নের প্রধান নির্বাহী মোঃ ফারুক হোসেন, পরিষদের সহ-সভাপতি কামাল হোসেন খান, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, কোষাধ্যক।ষ মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। শেষে সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে বৃত্তির নগদ টাকা ও পুরস্কার বিতরণ করা হয়।

বরিশালে বিধবা গৃহবধূকে ধর্ষন, অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের আগৈলঝাড়ায় এক বিধবাকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ধর্ষককে পুলিশ গ্রেফতার করেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের মৃত সেকেন্দার বাহাদুরের বিধবা স্ত্রীকে মাঝে মধ্যেই কু-প্রস্তাব দিয়ে আসছিল পাশের বাড়ির সেলিম মিয়ার ছেলে ভ্যান চালক এনামুল মিয়া।

 

তার প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ই জানুয়ারী (শুক্রবার) রাতে ঘরে একা পেয়ে জোর পূর্বক তাকে ধর্ষন করে এনামুল মিয়া। এ ঘটনায় শনিবার ধর্ষিতা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর শনিবার রাতে ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন নিজ এলাকা থেকে ধর্ষক এনামুলকে গ্রেফতার করে। আজ রোববার সকালে ধর্ষক এনামুলকে আদালতে ও ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।