এইচআরবিপি ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা প্রেসিডেন্ট আক্কাস সিকদার ,সেক্রেটারি তরিকুল ইসলাম

ঝালকাঠি প্রতিনিধিঃ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরবিপি) ঝালকাঠি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ্যাড. আব্দুল মন্নান রসুল, এ্যাড. মুনশী আবুল কালাম আজাদ, সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত, এস.এম.এ রহমান কাজল, জাহাঙ্গীর হোসেন মনজু, মুহঃ আব্দুর রশীদ ও হেমায়েত উদ্দিন হিমুকে উপদেস্টা করে কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের বিশিস্ট আইনজীবী মনজিল মোরসেদ সম্প্রতি ২০২০-২০২১ সনের জন্য এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে এ্যাড. মোঃ আক্কাস সিকদারকে প্রেসিডেন্ট এবং এ্যাড. তরিকুল ইসলাম সিকদার খোকনকে সেক্রেটারি করা হয়েছে। অন্যান্য কর্মকর্তারা হলেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. বনি আমিন বাকলাই, অর্থ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান বাবু, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক এ্যাড. শামীম আলম, আইন সম্পাদক এ্যাড. আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ, নির্বাহী সদস্য এ্যাড. আব্দুল জলিল, এ্যাড. বদরুল মিল্লাত খোকন, সাংবাদিক মানিক রায়, কাজী খলিলুর রহমান, ইসরাত জাহান সোনালী, এ্যাড. নাসির উদ্দিন মুনশী, এ্যাড. আফজাল হোসেন মিঠু, এ্যাড. জাকারিয়া রহমান জিহাদ, আ.স.ম হাফিজুর রহমান, সাংবাদিক শ্যামল চন্দ্র সরকার, কেএম সবুজ, রিফাত হোসেন রুবেল, ডা. মোঃ ফজলুল হক পবন, মিজানুর রহমান টিটু, সাংবাদিক শফিউল ইসলাম সৈকত, অলোক সাহা ও মো. রাজু খান।

বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণ, গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাল ক্ষুদ্রকাঠি গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করা হয়েছে। শুক্রবার বিকেল সোয়া পাঁচটায় এঘটনায় ঘটে। ধর্ষণে সহায়তা করায় ধর্ষক রিমনের সহযোগি সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া সুমন এবার এসএসসি পরীক্ষার্থী। আর ধর্ষক রিমন নবম শ্রেণীর ছাত্র। এঘটনায় দুজনকে আসামী করে বাবুগঞ্জ থানায় ধর্ষণের শিকার শিশুটির দিনমজুর বাবা মামলা করেছে।

প্রতিবেশী নোমান মাষ্টারের ঘরে থেকে রিমন ও সুমন পড়াশুনা করে। ঘটনার দিন বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে টাকার লোভ দেখিয়ে ডেকে ঘরে নেয় রিমন। এরপর শিশুটিকে ধর্ষণণ করে নবম শ্রেণীতে অধ্যায়ন করা রিমন।

শিশুটির পরিবার দরিদ্র। এঘটনায় অসহায় শিশুটির মা বলেন, তিনি ধর্ষকের উপযুক্ত বিচার চান।

এব্যাপারে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, তারা ধর্ষণে সহায়তাকারী সুমনকে গ্রেপ্তার করেছে। এখন মূলহোতা রিমনকে গ্রেপ্তারের জন্য মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছে।

শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য আজ শনিবার শেরেবাংলা হাসপাতালে এনেছে পুলিশ।

বরিশালে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

সদর উপজেলার বন্দর থানা এলাকার বরিশাল-ভোলা মহাসড়কে শনিবার বেলা বারোটার দিকে ইট বোঝাই ট্রলির ধাক্কায় সুলতান হাওলাদার (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত সুলতান হাওলাদার স্থানীয় বিশারদ গ্রামের বাসিন্দা।

পটুয়াখালীতে রেষ্টুরেন্টে অভিযান, আটক১

পটুয়াখালী জেলার সদর থানাধীন লঞ্চঘাট এলাকায় “সী-প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে” র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ১১-০১-২০২০ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন,

লাইসেন্স ব্যাতিত রেস্টুরেন্ট পরিচালনাসহ বিভিন্ন অনিয়ম ও অ-ব্যবস্থাপনার অভিযোগে রেস্টুরেন্টের ম্যানেজার কাজী বাচ্চুকে আটক করে। এসময় বিশুদ্ধ খাদ্য আদালত পটুয়াখালীর বিজ্ঞ বিচারক জনাব মোঃ আমিরুল ইসলাম আটককৃত আসামীকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ০৭ দিনের কারাদন্ড প্রদান করেন।

এ বিচার কার্য পরিচালনার সময় পটুয়াখালী পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক জনাব শারমিন সুলতানা ও জেলা পুলিশ পটুয়াখালীর একটি টিম উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ: বাউফলে আনন্দ শোভাযাত্রা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা উৎসব আয়োজন উপলক্ষ্যে শনিবার (১১জানুয়ারি) সকালে বাউফল উপজেলা পরিষদ চত্বর থেকে ‘আনন্দ শোভাযাত্র’ বের করেন উপজেলা প্রশাসন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা মঞ্চে “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” প্রতিপাদ্য বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন- বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, সাবেক ভাইস-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমন্ডার সামসুল আলম মিয়া প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

কামাল হাসান রনি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা কলাপাড়া বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেন      কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান,কলাপাড়া থানা ইনচার্জ মো মনিরুল ইসলাম মনির,কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান,কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,কলাপাড়া উপজেলা  পরিষদের সাবেক চেয়ারম্যান মতলেব তালুকদারসহ  মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র-ছাত্রী,মিডিয়াকর্মীবৃন্দ,সমাজের সকল পেশার মানুষ।আনন্দ শোভাযাত্রার শেষে বঙ্গবন্ধুর জীবন নিয়ে বক্তৃতা রাখা হয়।বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা  আয়োজন করে  অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ,  এবং কলাাপাড়া উপজেলা  প্রশাসন।

ঠান্ডায় নাক বন্ধ হলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক:

শীতে ঘরের বাইরে বের হলেই হাত পা ঠান্ডা হয়ে যায়। এই সময় বাড়ে সর্দি-কাশির সমস্যা। এ কারণে অনেকের নাক বন্ধ হয়ে যায়। শ্বাস নিতেও কষ্ট হয়। ওষুধে এই সমস্যার সমাধান পেতে একটু সময় লাগে। তবে উপকারী কিছু প্রাকৃতিক উপাদান সঠিক নিয়মে গ্রহণ করলে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে অল্প সময়েই মুক্তি পাওয়া যায়।

নাক বন্ধের সমস্যার ঘরোয়া সমাধান-

রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি শর্ম  এই সমস্যা দূর করে। যা ফ্লু প্রতিরোধেও কাজ করে। ২-৩টি রসুন থেঁতলে এক কাপ পানিতে ১০ মিনিট ফুটিয়ে ছেঁকে পান করতে হবে। দিনে দু’বার রসুনপানি পানে দ্রুতই নাক বন্ধভাব ভালো হয়ে যাবে।

আদা কুঁচি করে কেটে অল্প লবণে মেখে চিবিয়ে আদার রস গ্রহণ করতে হবে। এভাবে সরাসরি আদার রস পান করলে দ্রুতই নাক বন্ধ সমস্যা দূর হয়ে যাবে।

ইনফেকশন ও নাক বন্ধের সমস্যায় লেবু খেতে পারেন। লেবু খাওয়ার জন্য প্রয়োজন হবে অর্ধেকটি লেবুর রস, এক গ্লাস পানি ও এক চা চামচ মধু। প্রথমে পানি গরম করে এতে মধু মিশিয়ে নিতে হবে। পরে এতে লেবুর রস মিশিয়ে পান করতে হবে। রোজ দুবার লেবু-মধুর মিশ্রণ খেলে এই সমস্যা দূর হয়ে যাবে।

তেজপাতায় রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি। যা ঠান্ডাজনিত সমস্যাগুলোর প্রকোপ কমাতে কাজ করে। বিশেষত বন্ধ নাকের সমস্যাটি কমিয়ে স্বাদ ফিরিয়ে আনতে তেজপাতা খুব ভালো কাজ করবে। দেড় গ্লাস পানিতে ৫-৬টি তেজপাতা পনের মিনিট ফুটিয়ে ছেঁকে নিয়ে পান করতে হবে।

নাক বন্ধ সমস্যা দূর করার আরেকটি ভালো উপায় মেনথল। গরম পানির মধ্যে কয়েক ফোঁটা মেনথল ফেলে একটি তোয়ালে দিয়ে ঢাকুন। এরপর গরম পানির ভাপ নিন, দেখবেন নাক বন্ধ হওয়ার সমস্যা কেটে গেছে। সূত্র: এনডিটিভি

২০১৯ সালে দুর্ঘটনায় প্রাণ গেছে ৮৫৪৩ জনের, আহত ১৪ হাজার

নিজস্ব প্রতিবেদক:

২০১৯ সালে মোট ৫ হাজার ৫১৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ৮৫৫ জন এবং আহত ১৩ হাজার ৩৩০ জন। একই সময় রেলপথে ৪৮২টি দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত ও ৭০৬ জন আহত হয়েছেন। নৌপথে গত একবছরে ২০৩টি দুর্ঘটনায় ২১৯ জন নিহত, ২৮২ জন আহত এবং ৩৭৫ জন নিখোঁজ হন। সড়ক, রেল, নৌপথে সর্বমোট ৬ হাজার ২০১টি দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন নিহত এবং ১৪ হাজার ৩১৮ জন আহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ প্রতিবেদন তুলে ধরেন।

তিনি বলেন, ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার পরিমাণ ২০১৮ সালের সমান হলেও প্রাণহানী ৮ দশমিক ০৭ শতাংশ বেড়েছে।

যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন। ছবি: শাকিল আহমেদ

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের মধ্যে ৯৮৯ জন চালক, ৮৪৪ জন পরিবহন শ্রমিক, ৮০৯ শিক্ষার্থী, ১১৫ জন শিক্ষক, ২১৬ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ৮৯৪ নারী, ৫৪৩ শিশু, ৩৬ জন সাংবাদিক, ২৬ জন চিকিৎসক, ১৬ জন আইনজীবী ও প্রকৌশলী এবং ১৫৩ জন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।

এর মধ্যে নিহত হয়েছেন ২৪ জন সেনাসদস্য, ৫৩ জন পুলিশ ও র‌্যাব সদস্য, তিন বিজিবি সদস্য, একজন ফায়ার সার্ভিস কর্মী, একজন নৌ-বাহিনীর সদস্য, আটজন মুক্তিযোদ্ধা, ছয়জন সাংবাদিক, ৫৮২ নারী, ৪৪৭ শিশু, ৪৭৪ শিক্ষার্থী, ৮১ জন শিক্ষক, ৬৯১ চালক, ৩৫৭ জন পরিবহন শ্রমিক, নয়জন প্রকৌশলী, পাঁচজন আইনজীবি, ২৫ জন চিকিৎসক ও১১৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

ছবি: সংগৃহীত

এসময়কালে সংগঠিত দুর্ঘটনায় সর্বমোট ৭ হাজার ৩৫৬টি যানবাহনের পরিচয় মিলেছে, যার ১৮ দশমিক ৯৯ শতাংশ বাস, ২৯ দশমিক ৮১ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান, ৫ দশমিক ২২ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস, ৯ দশমিক ৩৫ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ২১ দশমিক ৪ শতাংশ মোটরসাইকেল, ৮ দশমিক ০৪ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৭ দশমিক ৩২ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা। সংগঠিত মোট দুর্ঘটনার ৫৬ দশমিক
৩৫ শতাংশ গাড়িচাপা দেওয়ার ঘটনা, ১৮ দশমিক ৩৬ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৮ দশমিক ০৭ শতাংশ খাদে পড়ে, ৫ দশমিক ৯১ শতাংশ বিবিধ কারণে, ০ দশমিক ৩৪ শতাংশ চাকায় ওড়না পেঁচিয়ে এবং ০ দশমিক ৯৭ শতাংশ ট্রেন-যানবাহন সংঘর্ষ।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ উঠে এসেছে, এবছর সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ১৪ জুলাই। ওইদিন দু’টি দুর্ঘটনায় দু’জন প্রাণ হারান। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় নিহত হন গত ৫ জুন। ওইদিন মোট ২২টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং ৯৩ জন আহত হন। সবচেয়ে বেশি আহত হন ১৫ আগস্টে। ওইদিন ২১টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং ২২১ জন আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ড্রাইভার ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নুরুন্নবী শিমু, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।

ইজতেমায় বরিশালের মুসল্লিসহ ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া আরও পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে নয়জন মুসল্লি মারা গেছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) দিনগত রাতে এ পাঁচজন মারা যান। বিশ্ব ইজতেমার মুরুব্বি ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন আহম্মেদ এ পাঁচ মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত পাঁচজন হলেন- কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা এলাকার তমিজ উদ্দিন (৬৫), রাজশাহীর চারঘাট থানার বনকি এলাকার আব্দুর রাজ্জাক (৭০), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তোল্লা এলাকার শাহজাহান (৬০), বরিশালের গৌরনদী থানার খালিশপুর এলাকার আলী আজগর (৫৫) ও নারায়ণগঞ্জের বন্দর থানার কলাবাগান এলাকার ওসমান গণি ইউসুফ (৫০)। রাতের বিভিন্ন সময় বার্ধক্যজনিত কারণে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইয়াকুব আলী (৮৫), রাতে খোকা মিয়া (৬০), মোহাম্মদ আলী (৭০) ও শুক্রবার সকালে শহিদুল ইসলাম (৫০) মারা যান। তারা সবাই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাগরিবের পর আম বয়ান শুরু করেন ভারতের মাওলানা আহম্মেদ ইব্রাহীম দেওলা। এরপর শুক্রবার বাদ ফজর আম বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনরাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বরিশালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

শনিবার (১১ জানুয়ারি) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।

উদ্বোধনী আয়োজনে তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগে থেকেই প্রচার-প্রচারণা চালানো হয়েছে। অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করতে এই ভিটামিনের বিকল্প নেই। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে ভরা পেটে খাওয়া ভালো। যদি কোনো শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকে তাহলে তাকে এখন এই ক্যাপসুল খাওয়ানো যাবে না।

বরিশাল জেলায় শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ছয় থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ১০৫ জন শিশুকে নীল রঙের এক লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে। পাশাপাশি ১২ থেকে ৫৯ বয়সের দুই লাখ ৭৭ হাজার ৫৩৩ জন শিশুকে লাল রঙের দুই লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে।

বরিশালের ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে দুই হাজার ২৫০টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বরিশাল সিভিল সার্জনের এই কর্মসূচি বাস্তবায়ন করতে চার হাজার ১০০ জন কর্মী কাজ করছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।

অপরদিকে বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাহিদ হোসেন জানান, বরিশাল সিটি কপোরেশনের আওতায় ২২০টি কেন্দ্রের মাধ্যমে ৪৯ হাজার ৬১০ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী পাঁচ হাজার ১০০ জন শিশুকে নীল রঙের এক লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে। একইসঙ্গে ১২ থেকে ৫৯ বয়সের ৪৪ হাজার ৫১০ শিশুকে লাল রঙের দুই লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে।

সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতাল, শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ২৩টি প্রতিষ্ঠানের ৫০০ জন কর্মী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজ করছে।