বরিশালে সড়ক দূর্ঘটনায় নিহত-১

পটুয়াখালীর গাবুয়া বাস স্ট্যান্ডে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুপুর আনুমানিক ২ঃ২০ মিঃ এর সময় সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৪৫৯৯) বরিশাল-কুয়াকাটা গামী একটি মটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে মটর সাইকেলের যাত্রী ঘটনা স্থলে নিহত হয় এবং চালক গুরতর আহত হয়েছে।

নিহত ব্যাক্তির নাম হাফিজ ইসলাম লাবু এবং চালকের নাম সুরুজ আহমেদ। হাফিজ সহ চার বন্ধু মিলে বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছিলো। এরা সবাই বরিশালের পান্থপথের বাসিন্দা, সকলে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত।

চালক ও প্রত্যক্ষদর্শীরা জানায় সাকুরা পরিবহনের বাসটি মটর সাইকেলের পিছনে স্বজোরে ধাক্কা দিলে মটর সাইকেলের পিছনে থাকা যাত্রী ছিটকে পরে গাড়ির নিচে পরে গিয়ে ঘটনা স্থলেই হাফিজ নিহত হয় এবং চালক গুরতর আহত হয়।

আহত সুরুজ আহমেদ পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ঘাতক সাকুরা বাস এবং ড্রাইভার সাইফুলকে আটক করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

স্থানীয় একাধিক ব্যাক্তি বলেন, দীর্ঘ দিন যাবত পটুয়াখালী ঢাকা কুয়াকাটা রুটে সাকুরা পরিবহনের নিয়ন্ত্রণহীন গাড়ী চালানোর কারনে এই রুটে একাধিক তাজা প্রান ঝড়ে পরলেও কর্তৃপক্ষের উদাসীনতায় এর কোন নিয়ন্ত্রণ হচ্ছে না।

এখনই এদেরকে নিয়ন্ত্রণ করা না হলে প্রতিদিনই লাশের কাতারে যোগ হবে নতুন নতুন নাম, সাথে বাড়বে স্বজন হারানোর আহাজারি। এ বিষয় পটুয়াখালী ট্রাফিক পুলিশকে আরও সচেতন হওয়ার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞ মহল।

বরিশালে নারীসহ ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম

বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়ায় নারীসহ ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সূত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মানিক মোল্লা(৬৫), শাহে আলম মোল্লা(৪৫), আরাফাত হোসেন(৩৫), মায়া বেগম(৫৫), শহিদুল ইসলাম(২৩) মিলে ১০ জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় পার্শ্ববর্তী নারিকেলী গ্রামের সৎভাই ইদ্রিস মোল্লার কাছে পাওনা ৩৩ হাজার টাকা চাইতে গেলে সন্ত্রাসী ইদ্রিস মোল্লা(৩০), হারিছুর রহমান মামুন মোল্লা(২৭) ও সোনিয়া আক্তার(২০) মিলে একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ধারালো চাপাতি দিয়ে তাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পরবর্তীতে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঐ সন্ত্রাসীরা বীরদর্পে চলে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উজিরপর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত মানিক মোল্লার মেয়ে রুজিনা বেগম বাদী হয়ে উল্লেখ্য ৫ জনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আহত শহিদুল ইসলাম মোল্লা জানান, মামুন মোল্লা এলাকায় মাদক ব্যবসা ও সেবনসহ বিভিন্ন কুকর্মের সাথে জড়িত রয়েছে। তারা আমাদের পরিবারের উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় এবং আমাদেরকে এলাকা ছাড়ার হুমকি দেয়।

অভিযুক্তদের মোবাইলে যোগাযোগ করতে চাইলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ঐ প্রভাবশালী সন্ত্রাসীদের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন আহতদের পরিবার। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড, ৬ দোকান ভস্মিভূত

মো: মহসীন মাতুব্বর, আমতলী প্রতিনিধি:
আমতলী কলেজ সড়কে বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক প্রায় এক কোটি ২০ লাখ টাকা ।

স্থানীয় সুত্র জানিয়েছে, রাত আনুমানিক ১২-২০ টার সময় শহিদুল ইসলামের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত এবং দ্রুত খোকন সাহা, বিশ্বজিৎ সাহা, প্রবীর কুমার সরকার,মন্টু মিয়া ও জুয়েল আকনের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ৬টি দোকান ঘর ও দোকানের মালমাল সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা। অগ্নিকান্ডে উদীয়মান ৬ ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ।

আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: রেজোয়ান জানান,শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে ।

আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন ।

শেখ মুজিব, শেখ মুজিব স্লোগানে মুখরিত বাউফল

১০ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস ও জন্মশত বার্ষিকী ক্ষণগণনা উদযাপন উপলক্ষ্যে আওয়ামীলীগ নেতাকর্মীদের ‘শেখ মুজিব, শেখ মুজিব, জাতির পিতা-শেখ মুজিব স্লোগানে মুখরিত বাউফলের রাজপথ।

বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় জনতা ভবন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম- সাধারন সম্পাদক ও পৌর আ’লীগ সভাপতি মো. ইব্রাহিম ফারুক, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ, পৌর আ’লীগ সাধারন সম্পাদক এনায়েত খাঁন সানা, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, স্বেচ্চাসেবকলীগ সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম।

এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‌্যালীতে উপস্থিত ছিলেন।

বরিশালে মুজিব বর্ষ উপলক্ষে কাউন্টডাউন ডিভাইস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ২০২০ মুজিব বর্ষ উপলক্ষ্যে বরিশালে ক্ষন গননার জন্য ডিজিটাল ডিভাইসের (কাউন্ট ডাউন ডিজিটাল ডিভাইস) উদ্ভোধন করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাউন্ট ডাউন ডিজিটাল ডিভাইসের উদ্ভোধন করেন।

এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, র‌্যাব-৮ কমান্ডিং অফিসার আতিকা ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম,পুলিশ সুপার পদন্নোত্তি আব্দুর রাকিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীর ক্ষন গননার জন্য নগরীর সিটি করপোরেশন মোড় সংলগ্ন জেলা পরিষদ পুকুরে বিশেষ ব্যবস্থায় ডিজিটাল ডিভাইস স্থাপন করা হয়।

পরে নগর আওয়ামীলীগ সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আমন্ত্রিত অতিথি প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অপর্ণ করেন।

এর আগে দুপুর আড়াইটায় নগর ভবন চত্ত্বরে জমায়েত হন আওয়ামী লীগের নেতা-কর্মী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর সহ নগরবাসী। বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুজিব বর্ষ ক্ষন গননা উপলক্ষ্যে ঢাকার অনুষ্ঠান একটি বড় ডিজিটাল পর্দার মাধ্যমে এখানে সরাসরি সম্প্রচার করা হয়।

সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত লেজার শো এবং সন্ধ্যা ৭টা থেকে সোয়া ৭টা পর্যন্ত আঁতশবাজী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা সোয়া ৭টা থেকে ৮টা পর্যন্ত নৃত্যানুষ্ঠান এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চিরকুট ব্যান্ডের অংশগ্রহনে কনসার্টের আয়োজন করা হয়।

এছাড়া আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একই স্থানে ব্যান্ড লালনের অংশগ্রহনে কনসার্টের আয়োজন করা হয়। বরিশাল সিটি করপোরেশন মুজিব শত বর্ষ উপলক্ষ্যে স্থানীয়ভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

নানা কর্মসূচীতে মেট্রোপলিটন প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নানা কর্মসূচী পালন করেছে বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব। ১০ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টায় পবিত্র কোরআন খতম, আসর বাদ দোয়া মোনাজ, সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ করা হয়। তাছাড়া বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে এখন থেকে মাসব্যাপী নিয়মিত সন্ধ্যায় বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ অনুষ্ঠিত হবে। গতকাল প্রথম দিনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশার প্রেস ক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক সমন্বয় পরিষদ’র সাবেক সভাপতি এ্যাডভোকের এস.এম ইকবাল। এতে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক মামুনুর রশীদ নোমানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আমাদের নতুন সময়’র ব্যুরো প্রধান মোঃ মামুন-অর-রশিদ, মেট্রোপলিটন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এ্যাড.দুলাল প্রমূখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক সদস্য ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।

ক্যাপশনঃ বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব আয়োজিত বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ অনুষ্ঠানে পাঠ করছেন প্রধান অতিথি এ্যাড.এস.এম ইকবাল।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবস ও জন্মশতবার্ষিকীর ক্ষণগননা কার্যক্রম উদ্ধোধন উপলক্ষ্যে আজ শুক্রবার বিকালে
আনন্দ, উল্লাস আর নানা রঙ্গের পোস্টার ও ব্যানার সম্মিলিত একটি আনন্দ রেলি স্থানীয় বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বের হয়। বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর নেতৃত্বে বর্ণাঢ্য রেলিটি বের হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
বর্ণাঢ্য আনন্দ রেলির আয়োজন করেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।
এসময় রেলিতে আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ আহম্মদ উল্লাহ মিয়া, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, বোরহানউদ্দিন থানার ওসি ম, এনামুল হক, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আহমেদ উল্যাহ মিয়া।
বিকাল সাড়ে ৪ টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষণগননা কার্যক্রম সারা দেশের মতো বোরহানউদ্দিনে ও ভিডিও কনফারেন্সে মাধ্যমে উদ্ধোধন করা হয়।
সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

বরিশালে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
বিভাগীয় শহর বরিশালে গভীর শ্রদ্ধার সাথে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীর জনকের প্রতিকৃর্তি ও মুড়ালে পূস্পার্ঘ অপর্ণ,র‌্যালি ও আলোচনা সভা করেছে বরিশাল সিটি মেয়র, জেলা ও মহানগর আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাংবাদিক বৃন্দ।

আজ শুক্রবার (১০ই জানুয়ারী) সকাল নয়টায় শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যলয়ের জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আঃ রব সেরনিয়াবাতের প্রতিকৃর্তিতে প্রথমে ফুলের শুভেচ্ছা অপর্ণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এর পরপরই শুভেচ্ছা জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইন,সাধারন সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও সাবেক সভাপতি এ্যাড, গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ দলীয় নেতৃবৃন্দ।

এর পরে শ্রদ্ধা জানাতে আসেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড, তালুকদার মোঃ ইউনুস সহ জেলা আওয়ামী লীগের দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রর্যায়েক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে আরো শুভেচ্ছা জানান বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মাইদুল ইসলাম, জেলা ও মহানগর কৃষকলীগ,মহিলালীগ,স্বেচ্ছা সেবক লীগ,শ্রমীকলীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

অপরদিকে সকাল ১১ টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাংবাদিক মাইনুল হাসান মিলনায়তন সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভাপতি সিনিয়র সাংবাদিক এ্যাড, মানবেন্দ ব্যাটবলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন.সাবেক সভাপতি এ্যাড, এস.এম ইকবাল, সহ-সভাপতি অধ্যক্ষ তপংকর চক্রবর্তী,কোষাধাক্ষ মোসারেফ হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম চুন্নু, সুখেন্দ এদবর, অতিথি উন্নয়ন কর্মী আনোয়ার জাহিদ প্রমুখ।

এর পূর্বে প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর মুড়ালে প্রেস ক্লাব সভাপতি সম্পাদক সহ সদস্যরা ফুলের শ্রদ্ধা নিবেদন করে। পরে প্রেস ক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

এসময় সংহতি প্রকাশ করে সাংবাদিকদের র‌্যালিতে অংশ গ্রহন করে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান,জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক (এমপি) এ্যাড, তালুকদার মোঃ ইউনুস সহ বিভিন্ন সংবাদ কর্মী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বৃহত্তম জামাত বিশ্ব ইজতেমায়

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন টঙ্গীতে তুরাগ নদীর তীরে ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজের বৃহত্তম জামাত। দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ শুরু হয়। নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জোবায়ের। ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমা স্থলে হাজির হন।

ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান জনসমুদ্রে পরিণত হয়। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি- গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ
বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন।

ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। টাঙ্গাইল থেকে আসা মুসল্লি এবাদত হোসেন জানান, বড় জামাতে নামাজ আদায় করা অনেক ফজিলত। তাই জুমার নামাজ আদায় করার জন্য ভোরেই বাড়ি থেকে বের হয়েছি। স্মরণকালের সর্ববৃহৎ এ জুমার নামাজের ইমাম হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ উত্তরা ১০ নম্বর সেক্টরের বেলাল মসজিদের সামনে দাঁড়িয়ে ইমামতি করেন।

জুম্মার নামাজে শরিক হন ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রমুখ।

নিরাপত্তা ব্যবস্থা: গাজীপুর মেট্টাপুলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, জুমার নামাজ আদায় করতে আশপাশের জেলার অনেক মুল্লিরা এখানে আসেন। জুমার নামাজ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেয়া হয়েছে। যানজটমুক্তভাবে চলাচলের জন্য পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ রাখা হয়েছে। জুমার নামাজে অংশ নেয়া মানুষ যাতে নিবিঘ্নে আসা যাওয়া করতে পারে।

তিনি বলেন, আগামী রোববার মোনাজাত অনুষ্ঠিত হবে। অংশ নেয়া মুসুল্লিদ ছাড়াও অসংখ্য মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে এখানে আসেন। সেটির জন্য ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে। শনিার মধ্যরাত হতে টঙ্গী ব্রিজ, কামারপাড়া ব্রিজ, ভোগড়া বাইপাস, মীরেরবাজার এলাকায় ব্যারিকেড দিয়ে ইজতেমা সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।

ইজতেমা শেষে যাওয়ার সময় একই ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। আমরা নাগরিকদের কাছে আশা করব তারা যেন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য। রাস্তায় যে ট্রাফিক পুলিশ কাজ করবে তাদের সহযোগিতা করবে ঢাকা মেট্টোপলিটন পুলিশ, গাজীপুর মেট্টাপুলিশ, হাইওয়ে পুলিশ।

ব্যতিক্রমী আয়োজনে ১৯২০ শিশুর মুখে বঙ্গবন্ধুর ভাষণ

অনলাইন ডেস্ক:

নানা আয়োজনের মধ্যে দিয়ে খুলনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রতাবর্তন দিবস উদযাপিত হচ্ছে। এবারের স্বদেশ প্রতাবর্তন দিবসে প্রাধান্য পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। এই ভাষণ দিয়েছেন ১৯২০ জন শিশু শিক্ষার্থী।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে এই ভাষণের আয়োজন করে জেলা প্রশাসন। ভাষণ শেষে শপথ গ্রহণ করেন শিশু শিক্ষার্থীরা। এই ভাষণে অংশ নিতে পেরে গর্বিত ক্ষুদে শিক্ষার্থীরা।

khulna02.jpg

খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ মুইদ উদ্দিনসহ পদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।