বাড়ল বঙ্গবন্ধু রেলসেতুর ব্যয়

অনলাইন ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণে প্রায় সোয়া তিন হাজার কোটি টাকার ব্যয় বাড়ানোর প্রস্তাবে সায় দিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ব্যয় বৃদ্ধির প্রস্তাব শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ব্যয় বৃদ্ধির কারণ সাংবাদিকদের ব্যাখ্যা করে কমিটির সভাপতি বলেন, এই সেতু নির্মাণে কাজের পরিমাণ বেড়েছে। তবে কি ধরনের কাজ বেড়েছে সেটি মৌখিক জানানো হয়েছে। এটি একনেকেই আলোচনা হওয়া ভালো। ২০১৬ সালে যমুনা নদীর ওপর রেলসেতু নির্মাণে ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকার প্রকল্পটি অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। তিন বছরের মাথায় প্রায় সোয়া তিন হাজার কোটি ব্যয় বেড়ে এটি এখন ১২ হাজার ৯৫০ কোটি টাকার প্রকল্পে দাড়িয়েছে। বাড়তি ব্যয়ের পুরো অর্থ জাইকা ঋণ সহায়তা হিসেবে দেবে।

তিনি বলেন, ‘ব্যয় বৃদ্ধির প্রস্তাবসহ প্রকল্পটির আবার ডিপিপি করতে হবে, আবার একনেকে যাবে। তখন একনেক থেকে অনুমোদনের পর আর ক্রয় কমিটিতে আসতে হবে না। অনেক ব্যয় বৃদ্ধি হয়েছে, তাই আবার একনেকে যেতে হবে। প্রধানমন্ত্রীর এটা দেখা উচিত, দেখে যদি উনি অনুমোদন দেয় ওকে। একনেক অনুমোদন না দিলে হবে না।’

রীতি অনুযায়ী, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির পর প্রকল্প অনুমোদন হয়। তারপর ব্যয়ের প্রস্তাব আসে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। প্রকল্প সংশোধনের ক্ষেত্রেও একই পদ্ধতি অনসৃত হয়। তবে মুস্তফা কামাল অর্থমন্ত্রী হওয়ার পর এর ব্যত্যয় দেখা যাচ্ছে।

এর কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা কাজে গতি আনতে চাই, এ জন্য পদ্ধতি সহজ করতে হবে। আজকে যদি অনুমোদন না দিয়ে ফেরত দিয়ে দিতাম, তাহলে আবার একনেকে নিতে হত। একনেক অনুমোদন দিলে আবার ক্রয় কমিটিতে আনতে হত। এ প্রকল্প একনেক প্রথমে অনুমোদন দিয়েছে। অনেক ব্যয় বৃদ্ধি হয়েছে, তাই আবার একনেকে যেতে হবে। প্রধানমন্ত্রীর এটা দেখা উচিত, দেখে যদি উনি অনুমোদন দেয় ওকে। একনেক অনুমোদন না দিলে হবে না।’

শুক্রবার থেকে শুরু মুজিব বর্ষের কাউন্টডাউন

নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ‘কাউন্টডাউন’ (ক্ষণগণনা) শুরু হচ্ছে শুক্রবার। রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বিকাল ৩টার দিকে মুজিব বর্ষের ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন করে ওই স্থানেই বিমান থেকে অবতরণ করেছিলেন।

অনুষ্ঠানে দুই হাজার অতিথি এবং ১০ হাজার দর্শককে আমন্ত্রণ জানানো হবে।

১ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, দর্শকদের মোবাইল অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করতে হবে।

ক্ষণগণনার ঘড়িগুলো ১২ সিটি করপোরেশন, ২৩ জেলা এবং টুঙ্গিপাড়া ও মুজিবনগরের ২৮টি জায়গায় স্থাপন করা হবে।

আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নকল্পে বরিশাল জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে কর্মশালা

মোঃ শাহাজাদা হীরা: 
আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই স্লোগান নিয়ে আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায়, আশ্রয়ণ-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে। জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের সম্মেলন কক্ষে। আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নকল্পে বরিশাল জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপি কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। কর্মশালায় সমন্বয়ক ছিলেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আশ্রয়ণ-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়। এসময় আরো উপস্থিত ছিলেন শেখ হাসিনার সেনানিবাসের কর্মরত মেজর হাসিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, বরিশাল জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল সহকারী কমিশনার ভুমি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে আশ্রয়ণ-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

বরিশালে পলিথিন পুড়িয়ে শতাধিক ভাস্কর্য নির্মান

নিজস্ব প্রতিবেদক:
নিছখ শখ থেকে শিল্পীরা তাদের শিল্পকর্ম তৈরীর মাধ্যমে সুনাম, খ্যাতি অর্জনের সাথে সাথে নিজেদের জীবন জীবিকার প্রয়োজনে শিল্পকর্মকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করে যান। শিল্পকর্ম তৈরী ও তা প্রদর্শনের মাধ্যমে খ্যাতির শীর্ষ চূড়ায় অবস্থান করেছেন দেশ বিদেশের অনেক গুণী শিল্পী।

এমনই একজন গুণী শিল্পীর দেখা মিলেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের রাহুৎপাড়া গ্রামের এমিলিয়া রায়।

প্রচার বিমুখ এই গুণী শিল্পী জঞ্জাল মুক্ত পরিবেশ দুষণকারী পরিত্যাক্ত পলিথিন দিয়ে তৈরী করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজজিবুর রহমানের ভাস্কর্য, সেবাদানের পথিকৃৎ মাদার তেঁরেসা, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, শেখ রাসেলসহ বিশিষ্ট জনের আকর্ষণীয় সহ¯্রাধিক ভাস্কর্য। ঐতিহাসিক শিল্পকর্মের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করা শিল্পী এমিলিয়া রায়ের শেষ ইচ্ছা প্রধানমন্ত্রীর হাতে তার পরম যতেœ নির্মান করা ভাস্কর্যগুলো নিজ হাতে তুলে দেয়া।

ছোটবেলা থেকেই ছবি আঁকা, কবিতা লেখা, গান গাওয়া ও নিজের লেখা গানে কন্ঠ দেয়ার প্রতি প্রচন্ড ঝোঁক ছিল এমিলিয়ার। এসএসসি পাশ করার পরেই বিয়ে হয় আলফ্রেড রায়ের সাথে। সংসার জীবনে ঢুকে লেখাপড়া থেমে গেলেও থেমে যায়নি তার উদ্ভাবনী ইচ্ছা শক্তি। বিয়ের পরে স্বামীর সংসারেও নতুন করে এমিলি শুরু করেন ছাত্রজীবনে তার সেই উদ্ভাবনীর বহিঃপ্রকাশ। দাম্পত্য জীবনে দুই ছেলে ও তিন মেয়ের জননী এমিলিয়া রায়। স্বামী মারা যাবার পরে স্বাবলম্বী হওয়া ছেলে মেয়েদেরও দেখ ভাল’র সকল দ্বায়িত্ব নিয়েছেন প্রায় সত্তোর ছুই ছুই করা এমিলিয়া নিজেই।

১৯৯০ সালের কোন একদিন রান্না করা গরম কড়াই পাশের পলিথিন ব্যাগের উপর রাখায় পলিথিন ব্যাগ গলতে দেখে ওই পলিথিনের মাধ্যমেই নতুন করে উদ্ভাবনীর নতুন ইচ্ছে কড়া নাড়ে তার মনে।

সেদিন থেকে পরিবারের ফেলে দেওয়া পলিথিন ব্যাগ বিভিন্ন মানুষের মাধ্যমে সংগ্রহ করে তা আগুনে পুড়িয়ে শুরু করেন ভাস্কর্য নির্মানের কাজ।
নির্মান করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য, প্রায় ৮০কেজি ওজনের মাদার তেঁরেসার ভাস্কর্য। শিল্প দক্ষতা আর নিপুনতায়র ছোয়ায় পর্যাক্রমে তৈরী করেন বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ভাস্কর্য।

নিজের রাজনৈতিক দর্শনের বহিঃপ্রকাশ ঘটিয়ে নির্মান করেন মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাস্কর্য। ’৭৫ এর ১৫আগস্ট জাতির পিতার সাথে ঘাতকের বুলেটের সামনে দাড়িয়ে প্রাণপন বাঁচার আকুতি নিয়ে দাড়িয়ে থাকা শেখ রাসেলের ভাস্কর্য। নির্মান করেন মহান মুক্তিযুদ্ধে বাঙালীদের উপর ঝাপিয়ে পড়া পাকিস্তানী সেনা ও তাদের দোসরদের মাধ্যমে নির্যাতনের এতিহাসিক ভাস্কর্য। ছোট বড় মিলে অন্তত শতাধিক ভাস্কর্য রয়েছে তার নিজের সংগ্রহ শালায়।
বর্তমানে বার্ধক্যজনিত কারণে শারীরিক অসুস্থতায় তেমন হাঁটা চলায় সমস্যা হলেও থেমে নেই তার শিল্পকর্ম নির্মাণের কাজ। নিরলসভাবে নির্মাণ করে চলেছেন ভাস্কর্য।
শুধু পরিবেশ বিরুপ পলিথিন দিয়ে ভাস্কর্য নির্মানই নয়; গুনী শিল্পী এমিলিয়া তুলা দিয়ে আঁকা ছবির মাধ্যমে তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের বিভিষীকাময় দৃশ্যগুলো। এছারাও মানুষের চুল সংগ্রহ করে তা দিয়ে তৈরি করেছেন বঙ্গবন্ধুর মুখ মন্ডল সম্বলিত অপরুপ বাংলাদেশের মানচিত্র।
শিল্পী এমিলিয়া রায় জানান, শেষ জীবনে তার ইচ্ছা; নিজের হাতে তৈরী করা ভাস্কর্যগুলো মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া। কিন্তু সকল ভাস্কর্য প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার ইচ্ছা প্রকাশ করলেও ঘাতকের বুলেটে নির্মম হত্যার শিকার হওয়ার আগে শেখ রাসেলের বাঁচার আকুতিভরা নিপুন ভাস্কর্যটি নিজের কাছেই রাখতে চান তিনি। কারণ হিসেবে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় তার তিন বছরের ছেলে তিনু রায় অসুস্থ হয়ে ডাক্তারের অভাবে বিনা চিকিৎসায় চোখের সামনে ধুকে ধুকে মারা যায়। শেখ রাসেলের আকুতিভরা ভাস্কর্যর মধ্যে তিনি খুঁজে পেতে চান নিজের হারানো ছেলে তিনুকে।

বরিশালে মুজিববর্ষ উপলক্ষে পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক:
বরিশালে জাতীর জনক বঙ্গবন্ধুর শতবর্ষ ও বছরব্যাপ মুজিববর্ষ উপলক্ষে বরিশাল আধুনীক নৌ-বন্দর এলাকা সহ কির্তনখোলা নদীর পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে উচ্ছেদ অভিযান সহ পরিচ্ছন্নতার অভিযান চালিয়েছে বরিশাল বিআইডব্লিউটি’এ কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল আধুনীক নৌ-বন্দর পল্টুন এলাকার বিভিন্ন অংশে যাত্রী সাধারনের চলাচলের পথে অবৈধভাবে দোকান-ব্যবসা প্রতিষ্ঠান পেতে রাখা স্থানে উচ্ছেদ অভিযান সহ বন্দর সংলগ্ন কির্তনখোলা নদীর পানির পরিবেশ ফিরিয়ে আন্ন জন্য পরিচ্ছন্নতা অভিযান চালান।

বরিশাল বিআইডব্লিউটি’এর উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকারের নের্তৃত্বে বিআইডব্লিউটি’এর সকল কর্মকর্তা-কর্মচারী সহ নৌ থানার ওসি আব্দুল্লাহ-আল-মামুন ও একদল পুলিশ সহ উন্নয়ন সংস্থার কর্মীদের সহযোগীতায় এ উচ্ছেদ অভিযান পরিচ্ছন্নতা কার্যক্রম চালান তারা।

এসময় বেশ কিছু ভ্রামমান ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল উচ্ছেদ করা হয়। অপরদিকে নৌ-বন্দর উপ পরিচালক আজমল হুদা মিঠু নিজ হাতে কির্তনখোলা নদীর তিরে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিস্কার করেন।

এসময় বরিশাল বিআইডব্লিউটি’এর উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার গণমাধ্যম কর্মীদেরকে উচ্ছেদ অভিযানকালে বলেন মুজিববর্ষ উপলক্ষে বছর ব্যাপি বরিশালের কির্তনখোলা নদীর পানি ও পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

প্রথমে তারা বরিশাল-ঢাকা রুটের বিলাশবহুল যাত্রীবাহী লঞ্চ ও বরিশালের অভ্যন্তরীন গুলোর মালিক কর্তৃপক্ষকে আহবান জানাবেন তারা যেন প্রতিটি লঞ্চে ময়লা-আবর্জনা নদীতে না ফেলে নিদিষ্টস্থানে ময়লা-আবর্জনা রেখে দিয়ে পড়ে যেন সেব ময়লা তীরে যেন রাখেন।

এতে তারা আমাদের কথা কর্ণপাত না করলে আমরা সেসব লঞ্চে কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবো।

সেই সাথে নদী-বন্দরের জমি যারা অবৈধভাবে দখল করে আছেন সেই সব জমি আইনগতভাবে উদ্ধার কার্যক্রম বিআইডব্লিউটি’র অব্যহত থাকবে।

বরিশালে বোনের বিয়েতে থাকা হলো না ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের আগৈলঝাড়ায় একমাত্র আদরের ছোট বোনের বিয়েতে থাকা হলো না ভাইয়ের। সড়ক দূঘর্টনায় নিভে গেলে রবিউল সরদার (৩০) এর প্রান। বিয়ে বাড়িতে আনন্দের পরিবর্তে বইছে শোকের মাতন। পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের দরিদ্র ভ্যান চালক লোকমান সরদারের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। একমাত্র মেয়ে সোনিয়া আক্তারের আগামী ১২ জানুয়ারী বিয়ের দিন ধার্য ছিল। একমাত্র আয়ের বড় ছেলে রবিউল সরদার ঢাকা থেকে বোনের বিয়ের বাজার নিয়ে নিজ গ্রাম আগৈলঝাড়ার উত্তর শিহিপাশা আসার জন্য ঢাকা থেকে বুধবার বিকেলে রওয়ানা দেন। ফেরি পার হয়ে মাইক্রোবাসে আগৈলঝাড়ার উদ্যেশে রওয়ানা হয়। পথে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় বুধবার রাতে মাইক্রো ও এসএ ট্রাভেলস নামে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। ওই মাইক্রোবাসের যাত্রী আগৈলঝাড়ার উত্তর শিহিপাশা গ্রামের রবিউল সরদার ঘটনাস্থলে মারা যায়। আগামী ১২জানুয়ারী তার বোন সোনিয়ার বিয়েতে থাকা হলো না। ওই বিয়ে বাড়িতে আনন্দের পরিবর্তে বইছে শোকের মাতন। এলাকার শত শত লোকজন ছুটে আসছেন ওই বাড়িতে। ওই গাড়িতে থাকা একই উপজেলার পতিহার গ্রামের হাফিজুল গোমস্তার ছেলে শাকিল গোমস্ত (২৮) ও মারা যায়।

 

ভাতা ও ক্ষুদ্র ঋণ বাস্তবায়ন সেমিনার

ঝালকাঠি প্রতিনিধি::সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে” প্রতিপাদ্য বিষয়ে সামাজিক নিরাপত্তার আওতায় ঝালকাঠিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার দুপুরে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি খান আরিফুর রহমান। প্রবন্ধ উপস্থাপনা করে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইসচেয়ারম্যান মহিন তালুকদার, ইসরাত জাহান সোনালী। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক, গোলাম মাওলা মাসুম শেরওয়ানী, সাইফুল ইসলাম খান। সেমিনার পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এসময় উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মঠবাড়িয়ায় স্কুলের নাম ফলক ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ার রাতের আধারে দুস্কৃতি কর্তৃক আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের নাম ফলক ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় পাঁচ শতাধিক লোক অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ আলম জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে চারতলা বিশিষ্ট একটি নতুন একাডেমি ভবনের বরাদ্দ হলে স্থানীয় সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সরকারের উন্নয়ন কাজকে বাধাঁগ্রস্থ করার জন্য সম্প্রতি একদল দুর্বৃত্ত রাতের আধারে উক্ত নাম ফলকটি ভেঙ্গে ফেলে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আঃ ছালাম ছোবেদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আল হেলাল, শিক্ষক এমাদুল হক আকন, ইউ,পি সদস্য শহীদুল ইসলাম ও দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের নাম ফলক ভেঙ্গে ফেলায় প্রধান শিক্ষক মো. মাহমুদ আলম গত মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি সাধারণ ডায়েরী করেন।

 

বানারীপাড়ায় রাতের আধারে স্বর্ণের দোকান চুরি

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া:
বানারীপাড়ায় রাতের আধারে স্বর্ণের দোকানে চুরি সংগঠিত হয়েছে। ৮ জানুয়ারী বুধবার রাতে পৌরসভার বন্দর বাজারের সদর রোডে সততা জুয়েলারীতে এ চুরি সংঘঠিত হয়। সততা জুয়েলারীর স্বত্তাধীকারী স্বপন কর্মকার জানান ঐদিন তিনি দোকানের কাজ শেষে রাত ১০টা ৩০মিনিটে দোকান বন্ধ করে বাড়ীতে যান। পরের দিন সকালে দোকানে এসে তালা কাটা অবস্থায় দেখতে পান। দোকানে প্রবেশ করে দেখতে পান লোহার সিন্দুক সহ অন্যান্য আসবাবপত্র ভেঙ্গে প্রায় ২শত ভরি রৌপ্য, ৮ভরি স্বর্ণ সহ নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞাত চোর/চোরেরা। পরে সংবাদ পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে জনমনে প্রশ্ন বন্দর বাজার পাহারা দেওয়ার জন্য বেশ কয়েকজন পাহারাদার থাকতে কি ভাবে এমন চুরি সংঘঠিত হয় তা রহস্যজনক! এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান চুরির রহস্য উদঘটনের চেষ্টা চলছে।

আমতলীতে কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

মো: মহসীন মাতুব্বর,আমতলী প্রতিনিধি:

আমতলীতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৭শ’৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে ১৯ টন সার ৬শ’ কেজি ভ’ট্টা, সূর্যমুখী ২৪৮ কেজি, চিনাবাদাম ৪শ’ কেজি, মূগ ১হাজার ১ শ’ ৭৫ কেজি বিতরন করা হয়। আনুষ্ঠানিক ভাবে সার বীজ বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা-১ আসনের এমপি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি । বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান, আমতলী পৗরসভার মেয়র মো. মতিয়ার রহমান. সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ জিএম দেলওয়ার হোসেন, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার , ভাইস জেয়ারম্যান মো. মজিবুর রহমান,ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম।