বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১০পিস ইয়াবাসহ ব্যবসায়ী নুর আলম আকনকে (২৬) গ্রেফতার করেন এসআই শাহাবুদ্দিন। গ্রেফতারকৃত নূর আলম গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের শাহ আলম আকনের ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় ওই রাতেই এসআই শাহাবুদ্দিন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। গ্রফতারকৃত নূর আলমকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।

আগৈলঝাড়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের তহবিল থেকে পাওয়া কম্বল বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের শীতার্ত দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুল নিজ কার্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা মিঠু মধুসহ বিভিন্ন কর্মকর্তারা।

বরিশালে খাল থেকে লাশ উদ্ধার

শামীম আহমেদ:
জেলার বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ি এলাকা সংলগ্ন স্বনির্ভর খাল থেকে সোমবার রাত সাড়ে নয়টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বানারীপাড়া থানার এসআই মোস্তফা জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে থানা পুলিশ ওই লাশটি উদ্ধারের পর মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তবে এখনও লাশের পরিচয় জানা যায়নি।

বরিশালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গনধর্ষনের সাথে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদি সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্ট বরিশাল জেলা কমিটি।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে প্রতিবাদি সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মহিলা পরিষদ বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক পুষ্প চক্রবর্তী, কমরেড বদরুদ্দোজা সৈকত, এ্যাডভোকেট শাহিদা তালুকদার, শিশু কিশোর সংগঠক মীম আক্তার, মানসুর আক্তার লামিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট অমৃত লাল দে কলেজ শাখার সাইফুল, পলিটেকনিক কলেজ শাখার কৌশিক বেপারী, বিএম কলেজ শাখার হাফিজুর রহমান রাকিব, মহিলা ফ্রন্ট বরিশাল বরিশাল জেলা শাখার সদস্য সেতারা বেগম প্রমুখ।

প্রতিবাদি সমাবেশে বক্তারা বলেন, আজ ওর সাথে হয়েছে কাল আমার সাথে হবেনা এর নিশ্চয়তা কি ? আমাদের নিরাপত্তা নেই। শুধু আমারই নয় বাংলাদেশের প্রত্যেকটি নারী আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকায় দেশের সর্বচ্য বিদ্যাপিঠ এর ছাত্রী ধর্ষণের শিকার হয় সেখানে দেশের জেলা উপজেলার নারীরা কোথায় নিরাপদ ? ভবিষৎ প্রজন্মের সামনে আগামীতে অসনিসংকেত বিরাজ করছে।

দেশে প্রতিনিয়তই একের পর এক নারী নির্যাতন, ধর্ষন, হত্যা বেড়েই চলছে। সরকার ও প্রশাসনের ব্যর্থতার কারনে নারীরা বার বার ধর্ষনের শিকার হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারনে ধর্ষকরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে।

বক্তারা বলেন, ১০ জানুয়ারী থেকে মুজিব বর্ষ ও মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির ক্ষণ গননা  শুরু করবে সরকার। কিন্তু মুজিব বর্ষের ক্ষণ গননা না করে সরকারের শাসন আমলে ধর্ষণ , খুন গুমের গননা করার আহবান জানান। প্রধানমন্ত্রীকে উদ্যেশ করে তারা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলে ধর্ষকদের শাস্তি থেকে মুক্তি দেওয়া হয়, দূর্নীতি থেকে ছেড়ে দেওয়া হয়। ধর্ষন, খুন, করে উন্নয়নকে জায়েজ করা যাবেনা বলে হুশিয়ারী দেন তাঁরা।

পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পুলিশ জনগনের আস্তা অর্জন করতে পেরেছে। কিন্তু পুলিশ জনগনের নয় সরকারের আস্তা অর্জন করেছে। কেননা তারাই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেন বক্তারা

বক্তারা আরো বলেন, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইতিহাস বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়। আজও সেই মামলার বিচার হয়নি। কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে পাওয়া যায় তার মরদেহ।

এসময় বক্তারা গনপ্রতিরোধ গড়ে তুলে , ধর্ষনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াদের রুখে দাড়ানোর আহবান জানান। পাশাপাশি তারা সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নারী নির্যাতন ও ধর্ষনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার দাবি জানান।

গত ৫ জানুয়ারী রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শেওড়া যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন ঢাক বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুখ চেপে তাকে পাশের একটি স্থানে নিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে। পরে রাত ১০টার দিকে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ গন্তব্যে পৌঁছালে রাত ১২টার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাকে ওসিসিতে ভর্তি করা হয়।

খুলনায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
খুলনায় ৭১টিভি’র সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে আগৈলঝাড়া প্রেসক্লাব আহ্বায়ক কেএম আজাদ রহমানের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক তপন বসু’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রথম আলো গৌরনদী প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, জনকণ্ঠের বরিশাল স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, আনন্দ টিভির বরিশাল ব্যুরো কাজী আল-আমীন, আগৈলঝাড়া প্রেসক্লাব আহ্বায়ক সদস্য এসএম শামীম, ৭১ টিভির আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি স্বপন দাস।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, অপূর্ব লাল সরকার, ওয়াসিম ভূইয়া সেলিম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম মিজান, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, বেলাল হোসেন, আগৈলঝাড়ার প্রেসক্লাব সদস্য মো. জাহিদুল ইসলাম, জয় রায়, মো. মনিরুজ্জামান মনির, বাংলা টিভি’র উপজেলা প্রতিনিধি এফএম নাজমুল রিপন, বরুণ বাড়ৈ, পলাশ দত্ত, মৃদুল দাস, মারুফ মোল্লা, সাংবাদিক উজ্জল হোসেন প্রমুখ।
বক্তারা ওয়াসার অসাধু কর্মকর্তাদের মদদে সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচার দাবি করে অতি উৎসাহী পুলিশ কর্মকর্তার বিচার বিভাগীয় তদন্তর জন্য সরকারের কাছে আহ্বান জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রসংগত, গত রবিবার (৫ জানুয়ারি) খুলনা ওয়াসার কাজের দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওয়াসার চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের হাতে প্রহৃত হন ৭১ টেলিভিশনের খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু। ওই হামলায় টেলিভিশনের ক্যামেরাও ভাংচুর করে। খবর পেয়ে কেএমপির শহর ও যানবাহন শাখার ট্রাফিক পরিদর্শক পরিদর্শক রেজাউল বাশার অতি উৎসাহি হয়ে ঘটনাস্থলে হাজির হয়ে ওই দুর্নীতিবাজ ওয়াসা কর্মকর্তাদের উল্টো অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিক পান্নুর হাতে হাতকড়া পরিয়ে থানা নিয়ে যান।
সংবাদ সংগ্রহে গিয়ে হামলা ও হাতকড়ার পড়ানোর প্রতিবাদে ওই দিন দুপুরে মহানগরীর জোড়া গেট এলাকায় খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন খুলনার সাংবাদিকরা।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর হস্তক্ষেপে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। ওই ঘটনায় ওই দিন বিকেলে সাংবাদিক রকিব উদ্দিন পান্নু বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। ট্রাফিক পরিদর্শক রেজাউল বাশারকে উর্ধতন কর্মকর্তার নির্দেশে ক্লোজড করা হলেও ওই মামলায় এখন পর্যন্ত কোন হামলাকারীকে গ্রেফতার করেনি পুলিশ।

২৯ হাজার পৃষ্ঠায় পিলখানা ট্র্যাজেডির পূর্ণাঙ্গ

নিজস্ব প্রতিবেদক:

পিলখানায় বহুল আলোচিত বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহের ঘটনায় দায়ের হওয়া মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের প্রস্তুতি চলছে। দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এ মামলার ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার রায় এখন প্রকাশের অপেক্ষায়।

প্রায় দুই বছর আগে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি মঙ্গলবারই (৭ জানুয়ারি) প্রকাশ হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চের বিচারপতিদের দুই বিচারপতি রায়ে স্বাক্ষর করেছেন। অপর বিচারপতির স্বাক্ষরের পরপরই রায় প্রকাশ করা হবে।

জানা গেছে, বিশ্বে আলোচিত মামলাগুলোর মধ্যে আসামির দিক থেকে এবং রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা বিবেচনায় সবচেয়ে বড় মামলা এটি। বিচারিক আদালতে রায়ের পর ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে রায়ও ঘোষণা হয়ে গেছে। দীর্ঘদিন দেশি-বিদেশি মামলার রায় পর্যালোচনার পর হাইকোর্টের রায় লেখা শেষ করা হয়েছে। এখন বৃহত্তর বেঞ্চের বিচারপতিরা স্বাক্ষরের পর পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চ ২০১৭ সালের ২৭ নভেম্বর এ রায় ঘোষণা করেন। হাইকোর্ট রায়ে ১৩৯ জন আসামিকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এই রায় প্রকাশের মধ্য দিয়ে ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালতের দেয়া রায়ের অনুমোদন প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হবে।

জানা গেছে, সংশ্লিষ্ট বেঞ্চের সিনিয়র বিচারপতি মো. শওকত হোসেন মূল রায় লিখেছেন। তিনি প্রায় সাড়ে ১১ হাজার পৃষ্ঠার রায় লিখে বেঞ্চের অপর দুই বিচারপতির কাছে পাঠান। এরপর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী পৃথকভাবে তার অংশ লেখেন। তিনিও প্রায় ১৬ হাজার পৃষ্ঠা লিখেছেন। এই দুই বিচারপতির সম্মিলিত রায় ২৭ হাজার ৭২৪ পৃষ্ঠা। এরপর বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার লিখেছেন সাড়ে ৫০০ পৃষ্ঠার ওপর। এই তিনজনের লেখা রায় একত্র করে তা চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে।

কী হতে পরে রায় প্রকাশের পরবর্তী প্রক্রিয়া
নিয়ম অনুযায়ী হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন আসামি ও রাষ্ট্র- উভয়পক্ষই। এরপর আপিলের বিচারের মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন করা হবে। যদিও আপিল বিভাগের রায়ের পর ওই রায়ের রিভিউ আবেদন করার সুযোগ থাকবে। রিভিউ আবেদন নিষ্পত্তি হওয়ার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করা ছাড়া আর কোনো সুযোগ থাকবে না।

নৃংশস হত্যার কালো দিন
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদরদফতর পিলখানা রক্তে রঞ্জিত করে একই বাহিনীর কিছু বিপথগামী সদস্য। তাদের হাতে দেশের মেধাবী সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে প্রাণ দিতে হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় দুটি ভাগে বিচার কাজ চলছে। এরই মধ্যে হত্যার বিচার শেষ পর্যায়ে। হত্যার অভিযোগে বিচারিক আদালত ও হাইকোর্টে বিচার সম্পন্ন হয়েছে। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় রয়েছে।

পিলখানা হত্যা মামলা লালবাগ থেকে নিউমার্কেট থানায়
পিলখানা হত্যার ঘটনায় ২০০৯ সালের ৪ মার্চ লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি পরে নিউমার্কেট থানায় স্থানান্তর হয়। মামলায় তৎকালীন বিডিআরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমসহ ছয়জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামি দেখানো হয় প্রায় এক হাজার বিডিআর জওয়ানকে।

দুই মামলায় সিআইডির চার্জশিট দাখিল
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত শেষে ২০১০ সালের ১২ জুলাই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র (চার্জশিট) দেয়। হত্যা মামলায় ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়া হয়। একইসঙ্গে ৮০১ জনকে আসামি করে বিস্ফোরক আইনে অভিযোগপত্র দেয়া হয়।

বিচারিক আদালতে রায় ঘোষণা
হত্যা মামলায় রাষ্ট্র ও আসামি- উভয়পক্ষের শুনানি এবং বিচার শেষে ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। তৎকালীন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আক্তারুজ্জামান (বর্তমানে হাইকোর্টের বিচারপতি) বহুল আলোচিত এ মামলায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। বেকসুর খালাস দেন ২৭৮ জনকে।

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল আবেদন রায়
রায় ঘোষণার পর বিচারিক আদালত থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। আর কারাবন্দি আসামিরাও আপিল করেন। এছাড়া সরকারের পক্ষ থেকেও আপিল করা হয়। সব আবেদনের শুনানির পর হাইকোর্ট বিচার শেষে ২০১৭ সালের ২৭ নভেম্বর রায় দেন।

হাইকোর্টের রায়ে বিচারিক আদালতের রায়ের ১৫২ জন ফাঁসির আসামির মধ্যে ১৩৯ জনের ফাঁসির আদেশ বহাল, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আটজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে খালাস; যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৬০ জনের মধ্যে ১৪৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল; যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১২ জনকে খালাস এবং খালাসপ্রাপ্তদের মধ্য থেকে ৩৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এছাড়া বিচারিক আদালত ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিলেও হাইকোর্ট ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

বিডিআর থেকে বিজিবি
ওই নৃশংস হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ‘বিডিআর’ এর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়।

ঢাবি ছাত্রী ধর্ষকের কুশপুত্তলিকা পোড়ালেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে আজও (মঙ্গলবার) আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে তারা ঢাবির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সহপাঠী ধর্ষণের বিচার চাইছেন। তাদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ও হাতে ব্যানার-ফেস্টুন দেখা গেছে।

একই দাবিতে রাজু ভাস্কর্যের আশপাশে অনেক শিক্ষার্থী বিচ্ছিন্নভাবে মানববন্ধন ও বিক্ষোভ করেন। দুপুর ১২টার দিকে এখানে মানববন্ধন ও সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে তারা ধর্ষকের প্রতীকী কুশপুত্তলিকা তৈরি করে তা পোড়ান।

‘ধর্ষকের বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হ্যাং দ্য রেপিস্ট (ধর্ষককে ফাঁসি দাও)’, ‘এই ধর্ষণ উপত্যকা আমার দেশ নয়’ লেখাসম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

ঢাবির বেগম রোকেয়া হলের সামনের সড়কে প্রতিবাদী আল্পনা এঁকে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। হলের শিক্ষার্থীরা ‘বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তনের’ পক্ষে স্লোগান দেন।

এদিকে ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দু-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।

তিনি বলেন, আজ মেয়েটির গুরুত্বপূর্ণ কোনো ট্রমা নেই। সে আগের ট্রমা কাটিয়ে উঠেছে। তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। বোর্ড চিকিৎসকরা বললে তাকে দু-একদিনের মধ্যে ছেড়ে দেয়া হবে।

rapist-2

এ ঘটনায় কুর্মিটোলায় সড়কের পাশের দুটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ফুটেজ বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুত প্রকৃত অপরাধীকে শনাক্ত করা হবে।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রোববার সন্ধ্যায় কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাবির নিজস্ব বাসে রওনা দেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন।

এরপর একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতনও করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

ধর্ষণের একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাত ১০টার দিকে নিজেকে একটি নির্জন জায়গায় আবিষ্কার করেন ওই ছাত্রী। পরে সিএনজি নিয়ে ঢামেকে আসেন। রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

এ ঘটনায় কুর্মিটোলা থেকে ঘটনার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঢামেক ফরেনসিক বিভাগ ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পেয়েছে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জাগো নিউজকে বলেন, মামলার এজাহারে মেয়েটিকে একজন ধরে নিয়ে ধর্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কাসেম সোলেইমানির জানাজায় পদদলিত হয়ে ৩৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানির জানাজায় পদদলিত হয়ে অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার ইরানি এই জেনারেলের নিজ শহর কেরমানে দাফনের আগে অনুষ্ঠিত জানাজার সময় পদদলনের ঘটনায় এ প্রাণহানি ঘটে।

এতে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে। এতে বলা হয়েছে, কেরমানে দেশটির জনপ্রিয় এই জেনারেলের জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। জানাজা শেষে কেরমানের কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।

গত শুক্রবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের স্থপতি হিসেবে পরিচিত কুদস ফোর্সের শীর্ষ এই জেনারেলকে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়।

Soleimani's-funeral-1

এর আগে সোমবার সকালে ইরাক থেকে যখন জেনারেল সোলেইমানির মরদেহ ইনকিলাব চত্বরে পৌঁছায় তখন লাখ লাখ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয় তেহরান। পরে সেখান থেকে তার মরদেহ তেহরান বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত এ জেনারেলের জানাজায় নেতৃত্ব দেন।

মঙ্গলবার সকালে ইরানের জনিপ্রয় এই জেনারেলের মরদেহ তার নিজ শহর কেরমানে নেয়া হয়। শোকাহত লাখ লাখ মানুষের উপস্থিতি জানাজা অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি করে। সোলেইমানির মরদেহবাহী কফিন ঘিরে লাখো মানুষের জনসমুদ্রের ছবি দেখিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, জেনারেল সোলেইমানির জানাজায় পদদলিত হয়ে কমপক্ষে ৩৫ জন নিহত ও ৪৮ জন আহত হন।

মার্কিন ড্রোন হামলায় সোলেইমানির মৃত্যু ঘিরে ইরানে তিনদিনের শোক পালন করা হয়। মঙ্গলবার তার জানাজা অনুষ্ঠানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি আমেরিকার বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি দেন।

janaja

সোমবার তেহরানে জেনারেল সোলেইমানির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দেশটির লাখ লাখ মানুষ কুদস ফোর্সের নিহত এই প্রধানের জানাজায় অংশ নেন। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত জেনারেলের জানাজা নামাজ পড়ানোর সময় কান্নায় ভেঙে পড়েন।

জানাজা শেষে কুদস ফোর্সের প্রধানকে হত্যার বদলা নিতে ওই অঞ্চলে অবস্থিত মার্কিন স্বার্থে সরাসরি আঘাত হানার নির্দেশ দেন। তেহরান বলছে, তারা প্রতিশোধের সম্ভাব্য ১৩টি উপায় ঠিক করেছে। বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি জানাজায় উপস্থিত লাখ লাখ জনতার উদ্দেশে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্রদের আগুনে পুড়িয়ে দেবে ইরান।

IRAN

সূত্র : ডেইলি মেইল, আলজাজিরা, এএফপি।

এশিয়ার মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে সবচেয়ে বেশি: ফোর্বস

অনলাইন ডেস্ক:

২০২০ সালে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস। খবর দ্যা এশিয়ান এজের

প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগ, তৈরি পোশাক শিল্প, স্বল্প মজুরির শ্রমিক ও অন্যান্য শিল্পকারখানার কারণে চলতি বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের হার ৮ শতাংশ হবে। শ্রমিক খরচ কম হওয়ায় টেক্সটাইল খাত, তৈরি পোশাক ও অন্যান্য শিল্পে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ দিন দিন বাড়ছে।

ফোর্বস জানিয়েছে, ২০২০ সালে বৈশ্বিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির ৫০ শতাংশ এশিয়া থেকে আসবে। প্রবৃদ্ধির হারে চলতি বছর এশিয়ায় সবার ওপর থাকতে পারে বাংলাদেশ। ২০১১ সালের পর থেকে বাংলাদেশের প্রবৃদ্ধি প্রতিবছর কমপক্ষে ৬ শতাংশ ছিল।

বাংলাদেশের পরে এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি হতে পারে প্রতিবেশি দেশ ভারতের। তাদের প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ২ শতাংশ। ২০১৬ সালে ভারতের প্রবৃদ্ধি ৮ দশমিক ১৭ শতাংশ থাকলেও চলতি বছর তা কমে যাবে। এ বছর সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত তাজিকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে। সোনা ও রুপার খনি, ধাতু প্রক্রিয়াকরণ, ১০ লাখ প্রবাসীর পাঠানো রেমিট্যান্সে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে।

এশিয়ার আরেক দেশ মিয়ানমারের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি বছর ৬ দশমিক ৮ শতাংশ হবে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি গত ৩ বছরে সাড়ে ৬ শতাংশের ওপর ছিল।

বিয়ে করলেন জামাল ভুঁইয়া

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের ফুটবলে জামাল ভূঁইয়ার গাটছাড়া বাধার সেই কথা হয়তো এখনও বেশ ভালোই মনে আছে ভক্তদের। দেশের হয়ে ফুটবল খেলার জন্য ট্রায়াল দিতে আসেন তিনি। সেখানে অনুশীলনের ফাঁকে অনবরত পানি খাচ্ছেন। তাতেও যেন তৃষ্ণা মিটছে না তার।

উপায় না দেখে মাথায়-ঘাড়ে বারবার পানি ঢালার থেরাপি বেছে নেন জামাল ভূঁইয়া। তার সেই শুরুর সময় মাঠে উপস্থিত সংবাদকর্মী ও কোচিং স্টাফরা ভেবেছিলেন, আর যাই হোক, এ ছেলে দক্ষিণ এশিয়ার ফুটবল আবহাওয়ার খাপ-খাওয়াতে পারবে না। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা তো দূরের কথা!

ডেনমার্ক প্রবাসী সেই জামাল ভূঁইয়া এখন বাংলাদেশ দলের স্বপ্ন সারথী। বাংলাদেশ দলের ফুটবলার থেকে ভক্তরা ফুটবল নিয়ে নতুন যে স্বপ্ন দেখেন তা জামালকে ঘিরে। ভিন্ন দেশ থেকে এসে শুধু জাতীয় দলে জায়গা করে নেননি। মন জয় করে নিয়েছেন জাতীয় অঙ্গনের ফুটবলার থেকে ভক্তদের। তার বাবার নাড়ি পোতা এ দেশের মাটিতে।

কিন্তু জামাল ভূঁইয়ার পরিবার-পরিজন তো ডেনমার্কেই থাকেন। নতুন একটা অধ্যায় তাই ডেনমার্কেই শুরু করলেন বাংলাদেশ ফুটবল দলের এই অধিনায়ক। ফেডারেশন কাপ খেলেই তিনি উড়ে যান ডেনমার্কে। উদ্দেশ্য বিয়ে, শেষমেশ এলো সেই সুখবর। ডেনমার্কে ঘরোয়া আয়োজনেই বিয়েটা সেরেছেন ফুটবলার জামাল ভূঁইয়া। স্ত্রী জার্মান প্রবাসী বাংলাদেশি। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।