বরিশালে টিসিবি’র পেঁয়াজ কালো বাজারে বিক্রি অভিযোগ

শামীম আহমেদ, ॥ ফের পেঁয়াজের দাম বৃদ্ধির পর অধিক মুনাফার লোভে জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরে টিসিবি’র পেঁয়াজ কালো বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে টরকী বন্দর ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে কালো বাজারে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন ডিলার শিশির কুন্ড।

বন্দরের ব্যবসায়ীরা জানান, টিসিবি’র ডিলার শিশির কুন্ড গত দুইদিন থেকে ন্যায্য মূল্যের পেঁয়াজ অধিক মুনাফারলোভে কালো বাজারে বিক্রি করে আসছিলো। শনিবার বিকেলে বিষয়টি বন্দরের ব্যবসায়ীরা জানতে পেরে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যদের অবহিত করেন।

রবিবার সকালে ঘটনার সত্যতা স্বীকার করে টরকী পুলিশ ক্যাম্পের ইনচার্জ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছলে ডিলার শিশির কুন্ড পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেন। তিনি আরও জানান, কালো বাজারে পেঁয়াজ বিক্রির বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, টিসিবি’র পেঁয়াজ পাইকারী দামে বিক্রির কোন সুযোগ নেই। অভিযোগের তদন্ত শেষে সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। তবে কালো বাজারে পেঁয়াজ বিক্রির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন টিসিবি’র ডিলার শিশির কুন্ড।

বরিশালের ২০টি গ্রামীন সড়কের বেহাল দশা

ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে গ্রামীণ সড়কের পাশে রোপিত গাছাপালা উপরে পরে জেলার গৌরনদী উপজেলার ২০টি সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কগুলো ভেঙ্গে পরার কারণে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পরেছে। সৃষ্টি হয়েছে মরণফাঁদে। এরমধ্যে সদ্য নির্মিত সড়ক রয়েছে ১০টি। গ্রামীণ সড়কগুলোতে ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার মাহিলাড়ার সরকার মঠ-সরিকল সড়ক, দিয়াশুর প্রাইমারী স্কুল-বাংলাবাজার সড়ক, দিয়াশুর হাজিরপুল-আকনবাড়ী সড়ক, আশোকাঠী ফিলিং স্টেশন থেকে ভায়া হ্যালিপ্যাড গেরাকুল সড়ক, পৌরসভার শেষমাথা-কালনা প্রাইমারী স্কুল সড়ক, পৌরভবনের সম্মুখ থেকে ভায়া টিকাসার কাছেমাবাদ সড়ক,

মাহিলাড়া-ছয়গ্রাম সড়কসহ বেশ কয়েকটি পাকা সড়কের পাশে রোপিত শতশত গাছ সড়কসহ উপরে পরেছে। ঘুর্ণিঝড় বুলবুলের প্রায় দুইমাস পরেও সড়কগুলো মেরামত বা সংস্কার করা হয়নি। এখনও অপসারন করা হয়নি অধিকাংশ সড়কের পাশের উপরে পরা গাছ। ফলে যানবাহন ও জনসাধারনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী মোঃ অহেদুর রহমান বলেন, বুলবুলের আঘাতে গ্রামীণ সড়কের প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির বিবরন উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ আসলে ক্ষতিগ্রস্থ সড়কগুলো মেরামত করা হবে।

বরিশালে আগাম বোরো চাষে ব্যস্ত চাষিরা

শামীম আহমেদ:

দেশের শষ্য ভান্ডার হিসেবে পরিচিত বরিশাল জেলার অন্যতম উপজেলা আগৈলঝাড়ায় আগাম চাষে নেমেছে বোরো চাষিরা। চলতি ইরি-বোরো মৌসুমে কনকনে শীত উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের চারা বীজ লাগাতে ব্যাস্ত সময় পার করছেন চাষিরা। খালে পানি সেচের প্রতিবন্ধকতায় বাম্পার ফলন ব্যাহত হবার আশংকা কৃষকের।

উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৯ হাজার ৫শ হেক্টর জমি ইরি-বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৪৮ হাজার ১শ ৪৮ মেট্রিক টন চাল।

চাষযোগ্য জমির মধ্যে ৭ হাজার ৮শ হেক্টর জমিতে হাইব্রীড ধান ও ১হাজার ৭শ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফসী) বোরো ধান আবাদ করা হবে। নির্ধারিত লক্ষমাত্রার মধ্যে ৮০হেক্টর জমিতে হাইব্রীড ও ২০হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বোরেসহ মোট ১শ হেক্টর জমিতে আগাম চাষ শুরু করেছে চাষিরা ।

সূত্র আরও জানায়, আসন্ন রবি মৌসুমে ৯০ হেক্টরে খেসারি, ৫০ হেক্টরে সরিষা, ১৫ হেক্টরে আলু, ১০ হেক্টরে ভুট্টা, ২ হেক্টরে গম, ১শ ৬০ হেক্টরে সবজিসহ বিভিন্ন রবি শষ্য চাষের লক্ষমাত্রা নির্ধারন করেছে উপজেলা কৃষি সম্প্রদারণ অধিদপ্তর।

কনকনে শীত উপেক্ষা করে গত ১৫দিন যাবত উপজেলার নীচু জমিগুলোতে শুরু হয়েছে আগাম ইরি-বোরো ধানের চারা রোপনের কাজ।

কৃষকেরা জানিয়েছেন, চলতি ইরি-বোরো চাষের পুরো মৌসুমে সার ও সেচ কাজের জন্য সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলে চলতি মৌসুমেও ইরি-বোরোতে বাম্পার ফলনের আশা করছেন তারা।

এদিকে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার মাহফুজ খান সড়ক উন্নয়ন কাজের জন্য খালে দেয়া একাধিক বাঁধের কারণে অন্যান্য বছরের মতো এবছর পানি সঞ্চালন না হওয়ার আশংকা করছেন তারা।

খালের মধ্যের কাজ শেষ হলেও এক বছর আগে দেয়া বাঁধ ও বাঁধের আনুসাঙ্গিক সরঞ্জাম না সরানোর কারণে পানি সংকট দেখা দিয়েছে। উপজেলায় ২৬হাজার ৪শ ৮জন চাষি পরিবার একমাত্র ধানের উপর নির্বরশীল।

ইতোমধ্যেই পানি সংকটের কারণে জমি চাষাবাদ করতে না পারার আশংকায় গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের কালাম মৃধা, ওসমান হাওলাদার ও মধ্য শিহিপাশা গ্রামের রব হাওলাদার কৃষি ফিসেরর ভাড়া নেয়া সেচ পাম্প কৃষি অফিসে ফেরত দিয়েছেন।

সড়ক নির্মান কাজ সম্পন্ন হলেও দীর্ঘ দিনেও খালের মধ্যে দেয়া বাঁধ ও বাঁধের পাইলিং ঠিকাদার অপসারণ না করায় ও সড়কের গাইড ওয়াল নির্মানের সময় কাটা মাটি খালের তলদেশ থেকে অপসারন না করা হলে মৌসুমের সেচ কাজে পানি পাবেন না তারা। ফলে বাম্পার ফলন তো দুরের কথা পানির অভাবে শীতে ধানের চারা মারা যাবার চরম আশংকা করছেন। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে রাজিহার, বাকাল ও গৈলা ইউনিয়নের কয়েক হাজার চাষি পরিবার।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার নাসির উদ্দিন সেচ মৌসুমে পানি সংকটের শঙ্কার সত্যতার কথা জানিয়ে বলেন, বিভাগীয় কৃষি কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের সমন্বয়ে বিষয়টি দ্রুত সমাধান করবেন বলে জানান।

বরিশালের ওসি মুকুল পেল পিপিএম-সেবা পদক

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পেলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রহমান মুকুল।

আজ রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন কাজে অবদান রাখা পুলিশ সদস্যদের মাঝে পদক তুলে দেন সরকারপ্রধান।

একজন চৌকস কর্মকর্তা হিসেবে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ এই প্রাপ্তিতে বিএমপি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় তথা বিএমপি পরিবারের পক্ষ থেকে মোঃ আব্দুর রহমান মুকুলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

পটুয়াখালীতে ২০০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, আটক ০১

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার দক্ষিণ রনগোপালদি গ্রামে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ এর নেতৃত্বে আজ বিকাল ৪.২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২০০ কেজি সরকারী নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে।

এ সময় কারেন্ট জাল ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শাহাবুল হাওলাদারকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪(ক) ধারা লঙ্ঘন করার অপরাধে একই আইনের ৫ (২) (খ) ধারা মোতাবেক ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

অভিযানে ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী জনাব মোঃ আসাদ্জ্জুামান উপস্থিত ছিলেন।

পরে কারেন্ট জাল সমুহ পুড়িয়ে ধ্বংস করা হয়।

বরগুনায় গাঁজাসহ আটক ৩

বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ ০৬/০১/ ২০২০ তারিখে, ছোট-পোটকাখালী ও বরগুনা সদর এলাকায় অভিযান চালিয়ে,আসামী ০১ মোঃ রাসেল চৌকিদার, (পিতাঃ মোঃ নাসির হোসেন চৌকিদার), ০২.মোঃ জসিম উদ্দিন খান শাহিন,

(পিতাঃ মোঃ আব্দুল হাকিম খান,) এবং আমিনুল ইসলাম খোকন,(পিতাঃ মৃত আব্দুল হামিদ,) কে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
পরে বরগুনা জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবু বকর সিদ্দিকী, প্রত্যেক আসামিকে তিন মাস করে কারাদন্ড প্রদান করেন।

শেখ হাসিনাকে হত্যার হুমকি: তারেক সহ ১১ জনের বিরুদ্ধে মামলার তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালত হাতিরঝিল থানার ওসিকে এ অভিযোগ তদন্ত করে আগামী ১৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বৃহস্পতিবার আদালতে মামলাটি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার আদেশ পরে দেবেন বলে সেদিন জানিয়েছিলেন বিচারক।

মামলার অন্য আসামিরা হলেন- দলটির ঢাকা মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেল, জামায়াত নেতা. আফজাল হোসেন, মুজিবুর রহমান, আবদুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, আব্দুল হালীম, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ ও মজিবুর রহমান শেকু।

এজাহার থেকে জানা যায়, ২৭ ডিসেম্বর আসামিরা বাদীর বাসার ঠিকানা সংগ্রহ করার জন্য মিরপুর ১ নম্বরের মুক্তিপ্লাজার অফিসে যান। সেখানে বাদী না থাকায় তার অফিস স্টাফদের কাছে তার বাসার ঠিকানা চান। পরে বলে যান- খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা আছে, আগামী এক সপ্তাহের মধ্যে সব মামলা প্রত্যাহার করে নিতে হবে; অন্যথায় বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়া হবে।

অপরাধ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

যেভাবে কমাবেন অ্যালার্জির সমস্যা

লাইফস্টাইল ডেস্ক:
অনেকেরই ধূলা-বালি কিংবা ঠান্ডায় অ্যালার্জির সমস্যা বাড়ে। কারও আবার শীতের শুরু থেকে ঠান্ডা-সর্দি, কাশি সমস্যা বেড়ে যায়। ওষুধ খাওয়া ছাড়াও এ ধরনের সমস্যা ঘরোয়া উপায়ে নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারেন। যেমন-

১. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ সময় নিয়মিত প্রবায়োটিক খেতে পারেন। টক দই, পনিরের মতো প্রয়োবায়োটিক খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেই সঙ্গে প্রদাহ ও অ্যালার্জির প্রতিক্রিয়া রোধ করা যায়।

২. এ সময় নিয়মিত মধু খেতে পারেন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যালার্জি প্রতিরোধে ভূমিকা রাখে।

৩. অনেকেই রান্নাঘরের নানা কাজে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করেন। বেসিনের সিঙ্ক পরিষ্কার, খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি অ্যালার্জি প্রতিরোধেও অ্যাপেল সিডার ভিনেগার বেশ উপকারী। এক গ্লাস পানির সঙ্গে এক চামচ পরিমাণে অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খেলে কফের পরিমাণ কমে যাবে।

৪. নিয়মিত নাকের স্প্রে ব্যবহার করলে অ্যালার্জি থেকে প্রতিকার পাওয়া যায়।

৫. অ্যালার্জি নিয়ন্ত্রণে খাদ্যাভাসেরও পরিবর্তন করা আবশ্যক। অন্যান্য খাবারের চেয়ে শাকসবজি ও ফলমূল খেলে শরীর বেশি পুষ্টি পায়। নিয়মিত খাদ্য তালিকায় ভিটামিন সি এবং ফাইবার সমৃদ্ধ খাবার যোগ করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।   সূত্র : হেলদিবিল্ডার্জড