১১৮ জন পেলেন পুলিশ পদক

নিজস্ব প্রতিবেদক:

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার পুলিশ পদক পেলেন ১১৮ জন। রোববার রাজারবাগ পুলিশ লাইন্সে এই পদক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সাহসিকতা’ পদক পেলেন ১৪ জন।

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা পেয়েছেন ২০ জন। বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা পান ২৮ জন। রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পেয়েছেন ৫৬ জন।

পুলিশের চাকরিতে পুলিশ পদক খুবই সম্মানজনক বলে বিবেচনা করা হয়। পদক পাওয়া কর্মকর্তারা আর্থিক সুবিধাও ও নামের শেষে উপাধি হিসেবে এই পদক ব্যবহার করতে পারেন। বর্তমান বিপিএম (সাহসিকতা) পদকধারীরা এক কালীন ১ লাখ টাকা ও প্রতি মাসের বেতনের সঙ্গে দেড় হাজার টাকা বাড়তি পেয়ে থাকেন।

পিপিএম পদকধারীরা এককালীন ৭৫ হাজার টাকা ও প্রতি মাসে বাড়তি এক হাজার টাকা পান। বিপিএম (সেবা) পদকধারীরা এক কালীন ৭৫ হাজার টাকা পান। পিপিএম (সেবা) পদধারীরা এককালীন পান ৫০ হাজার টাকা।

তালতলীতে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরন সভা অনুষ্ঠিত

বরগুনার তালতলী হাসপাতালের সভা কক্ষে রবিবার জলাতঙ্ক নির্মূলের লক্ষ্য উপজেলার টিকাদান (এমডিটি) কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে অবহিতকরন সভা অনুষ্ঠিত ।

তালতলী ২০ শস্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার সাইদ হাসান সোহাগ’র সভাপতিত্বে সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী’র সুপারভাইজার মোঃ মোক্তার উদ্দিন ( সিডিসি,ডিজিএিসএস ) । তালতলী উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আঃ সালামের সঞ্চালোনায় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারী, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাসার তাং, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা আলম মুন্সী, সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী, প্রেসক্লাবের সদস্য আবু বরক সিদ্দিক, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস প্রমূখ বক্তব্য রাখেন ।
সভায় তালতলী রিপোটার্স ইউনিটির আহবায়ক মল্লিক মোঃ জামাল,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাহাবুদ্দিন,সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম,ফরিদা পারভিন,ছোটবগী ইউপি সচিব সের শাহ,নিশানবাড়িয়া ইউপি সদস্য মোঃমহিবুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য “২০২০ সালের মধ্য জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ” স্লোগান কে বাস্তবায়নের লক্ষ্য তালতলী উপজেলার সকল ইউনিয়নে আগামী ৮-১২ জানুয়ারী প্রর্যন্ত কুকুরকে টিকাদান করতে হবে ।

তালতলীতে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরন সভা অনুষ্ঠিত

আবু হানিফ নয়ন::বরগুনার তালতলী হাসপাতালের সভা কক্ষে রবিবার জলাতঙ্ক নির্মূলের লক্ষ্য উপজেলার টিকাদান (এমডিটি) কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে অবহিতকরন সভা অনুষ্ঠিত ।
তালতলী ২০ শস্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার সাইদ হাসান সোহাগ’র সভাপতিত্বে সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী’র সুপারভাইজার মোঃ মোক্তার উদ্দিন ( সিডিসি,ডিজিএিসএস ) । তালতলী উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আঃ সালামের সঞ্চালোনায় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারী, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাসার তাং, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা আলম মুন্সী, সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী, প্রেসক্লাবের সদস্য আবু বরক সিদ্দিক, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস প্রমূখ বক্তব্য রাখেন ।

সভায় তালতলী রিপোটার্স ইউনিটির আহবায়ক মল্লিক মোঃ জামাল,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাহাবুদ্দিন,সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম,ফরিদা পারভিন,ছোটবগী ইউপি সচিব সের শাহ,নিশানবাড়িয়া ইউপি সদস্য মোঃমহিবুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য “২০২০ সালের মধ্য জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ” স্লোগান কে বাস্তবায়নের লক্ষ্য তালতলী উপজেলার সকল ইউনিয়নে আগামী ৮-১২ জানুয়ারী প্রর্যন্ত কুকুরকে টিকাদান করতে হবে ।

বরিশাল নগরীতে ছাত্রদলের বিক্ষিপ্ত ঝটিকা মিছিল

শামীম আহমেদ:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত সহ কেন্দ্রীয় ছাত্রদলের মিছিলে হামলার প্রতিবাদে
বরিশাল জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় সহ উক্ত এলাকার বিভিন্ন স্পটে ব্যাপক পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েত করে রাখার কারনে বরিশাল জেলা ছাত্রদল নগরীর বিভিন্নস্থানে বিক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেছে।

আজ রবিবার (০৫ই জানুয়ারী) কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশ পালন ও পুলিশের বাধা এড়িয়ে দলীয় কার্যলয়ের বাহিরে করতে বাধ্য হয়েছে বলে জেলা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ছাত্রদলের নেতা কর্মীরা সদররোডস্থ দলীয় কার্যলয়ে পুুলিশের অবস্থান থাকার কারনে দুপুরে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক কামরুল আহসানের নেতৃত্বে নগরীর বগুড়া রোডে একটি বিক্ষোভ মিছিল বেড় করে মিছিলটি কয়েকটি স্থানে প্রদক্ষিণ করে পুনরায় বগুড়ারোডে সে প্রতিবাদ সভা করে।

কামরুল আহসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আল-আমিন,সোহেল হোসেন,ইমরান হোসেন,ওয়াসিম খান,ইরান,ইমরান,হৃদয়।

জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য রাখেনতাইজুল,আলি-আমিন,হিরা হোসেন,হাবিবুর রহমান,সোহাগ হোসেন,ফয়সাল ও রুবেল হোসেন।

এছাড়া বেলা বারটার দিকে নগরীর বিএম কলেজ সড়ক ও সোবহান মিয়ার পুল এলাকায় জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল হক মিঠুর নেতৃত্বে একটি বিক্ষোভ বেড় করা হয়। মিছিল উক্ত এলাকা প্রদক্ষিণ করে সোবহান মিয়ার পুল এলাকায় গিয়ে শেষ করে।

এদিকে সকাল থেকে নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি কার্যলয়ের সামনে, প্রেস ক্লাব গলি,ফকিরবাড়ি গলির মুখ ও কাঠপট্রি সড়কের মুখে মুখে ব্যাপক অস্ত্রধারী পুলিশের সদস্যদের মোতায়েন করে রাখা হয়।

পালং ও মসুর ডাল দিয়ে তৈরি করুন সুস্বাদু স্যুপ

লাইফস্টাইল ডেস্ক:

পালং শাক যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। এর সঙ্গে যদি যোগ হয় ডালের পুষ্টি, তবে তো কথাই নেই! এই শীতে একটু ব্যতিক্রম স্বাদের স্যুপ খেতে চাইলে তৈরি করতে পারেন পালং ও মসুর ডালের স্যুপ। জেনে নিন রেসিপি-

উপকরণ:
দুই আটি পালং শাক কুচি করা
তিন টেবিল চামচ মুসুর ডাল
এক চা চামচ ঘি
লবণ ও মরিচ স্বাদ অনুযায়ী,
পরিমাণমতো পানি।

Soup-2

প্রণালি:
পালং শাক ভালো করে ধুয়ে কুচি করে নিন। এবারে প্যানে সামান্য গাওয়া ঘি গরম করে তাতে পালং শাক দিয়ে সামান্য লবণ দিয়ে নেড়ে নিন। আঁচ কমিয়ে মিনিট পাঁচেক ঢেকে রাখুন। পাঁচ মিনিট পর দেখবেন পালং শাকের পরিমাণ কমে এসছে। এবারে তাতে মরিচ কুচি ও ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে একটু নেড়ে পরিমাণমতো পানি দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিন। সেদ্ধ হয়ে গেলে একটু গোলমরিচ গুঁড়া ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। এই স্যুপটি শুধুমাত্র স্বাস্থ্যকরই নয়, খেতেও সুস্বাদু এবং বাড়তি ওজন কমাতেও সাহায্য করে।

বিয়েতে রাজি না হওয়ায় মেয়েকে ন্যাড়া করে দিলেন মা

নিজস্ব প্রতিবেদক:

নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরী বিয়েতে রাজি না হওয়ায় শিকল দিয়ে বেঁধে রেখে মাথা ন্যাড়া করে দিয়েছেন মা। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে থানায় মামলা করেছে।

শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে কিশোরীর মা ও ফুফুকে গ্রেফতার করে পুলিশ। রোববার (০৫ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করলে ফুফাতো বোনের বাড়িতে আত্মগোপন করে কিশোরী। ৩১ ডিসেম্বর কিশোরীকে জোর করে ফুফাতো বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন মা। শনিবার বিকেলে বিয়েতে রাজি না হওয়ায় শয়নকক্ষের খাটের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মেয়েকে ন্যাড়া করে দেয়া হয়।

প্রতিবেশীরা জানায়, কিশোরীর বাবা টেম্পোচালক। মা-বাবার অবাধ্য ছিল কিশোরী। পরিবারের সম্মানহানি করে আসছিল সে। কখনো জান্নাতি, কখনো লতা নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে অসামাজিক কার্যকলাপ করে বেড়াত। তাই পরিবারের মান-সম্মান রক্ষায় তাকে বিয়ে দিতে উদ্যোগ নেয় পরিবার। কিন্তু কথা না শোনায় তাকে ন্যাড়া করে দেয়া হয়। যাতে লোকলজ্জায় বাড়ির বাইরে বের হতে না পারে। মেয়ের ভবিষ্যত ভালো করতে গিয়ে মা ও ফুফুকে জেলে যেতে হলো।

তবে নির্যাতনের শিকার কিশোরীর ভাষ্য, আমি পড়ালেখা করতে চাই। কিন্তুু আমার পরিবার সেটি চায় না। এ কারণে আমাকে জোর করে বিয়ে দেয়ার পরিকল্পনা করেছিল তারা। বিয়েতে রাজি না হওয়ায় আমাকে ন্যাড়া করে দেয়া হয়।

খোট্টাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক বলেন, কিশোরীর মাথা ন্যাড়া করে দেয়া অন্যায় হয়েছে। তবে ওই কিশোরীর স্বভাব-চরিত্র ভালো নয় বলে জেনেছি। বিভিন্ন জায়গায় যাতায়াত করত কিশোরী।

এ বিষয়ে শাজাহানপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক বলেন, এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে কিশোরীর মা ও ফুফুকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সরকারিভাবে হজে যাবার সুযোগ পাবেন ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন

নিজস্ব প্রতিবেদক:

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজের সুযোগ পাবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ পালনের সুযোগ পাবেন। এছাড়া এ বছর শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন মক্কা রুটের মাধ্যমে ঢাকায় সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (৫ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানী সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, সৌদি আরব ও বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা হবে। হজ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য হজ ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে।

জানা যায়, কমিটি হজযাত্রীদের আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হজ মেডিকেল টিমে সহায়ক হিসেবে মেডিকেল ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়ার সুপারিশ করে।

এছাড়া কমিটি প্রতিটি সংসদীয় আসনে মসজিদের মেরামত বা সংস্কার করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে বার্ষিক ১০ লাখ টাকা, মাদরাসার জন্য ৫ লাখ টাকা এবং মন্দিরের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রাখার সুপারিশ করেছে।

বৈঠকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি বোর্ড গঠন ও কল্যাণ ট্রাস্ট্রের জন্য নিজস্ব ভবন নির্মাণের জন্য স্থায়ী জমি বরাদ্দ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া ওয়াকফ সম্পত্তির ওয়াকফ আওলাদ ও ওয়াকফ লিল্লাহর পৃথক তালিকা আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম এবং রত্না আহমেদ অংশ নেন। এছাড়া বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শূন্য হাতে সৌদি থেকে ফিরলেন শতাধিক বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক:

গৃহকর্তার নির্যাতন ও পুলিশের ধরপাকড়ের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৫ নারীসহ আরও ১০৬ বাংলাদেশি। শনিবার রাত ১১টা ২০ ও ১টা ৩০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইটযোগে দেশে ফেরেন এসব কর্মী। এ নিয়ে চার দিনে ২৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন।

ফেরত আসা নারীকর্মীদের গল্প আগে ফিরে আসা নারীদের মতোই। ব্রাহ্মণবাড়িয়ার সেলিনা আক্তার ও শামিমা বেগম জানান, গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব গিয়ে নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হতে হয় তাদের। নির্যাতন সইতে না পেরে সেখান থেকে পালিয়ে আশ্রয় নেন জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সেফহোমে।

একই সমস্যা নিয়ে হোমে থাকা নারায়ণগঞ্জের সোনিয়া আক্তার ও খাদিজা, সিরাজগঞ্জের রাশেদাসহ ১৫ নারীর সঙ্গে দেশে ফিরেন। শহীদ মিয়া (৪০) আড়াই বছর আগে সাড়ে চার লাখ টাকা খরচ করে টাইলস ফিটিংয়ের কাজ নিয়ে গিয়েছিলেন সৌদি। ভাগ্য এতটাই খারাপ যে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তাকে ধরে কাজের পোশাকেই দেশে ফেরত পাঠানো হয়।

মাত্র চার মাস আগে কুমিল্লার চান্দিনা উপজেলার হানিফ গিয়েছিলেন সৌদি আরবে। সৌদিতে তার পাসপোর্টের তিন মাসের এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হলে মালিক আর আকামা তৈরি করেননি। কর্মস্থল থেকে রুমে ফেরার পথে পুলিশ ধরলে দেশে পাঠানো হলো তাকে। একইসঙ্গে ফিরেছেন টাঙ্গাইলের হামিদুল্লাহ, কুমিল্লার তোফাজ্জল, সিলেটের শুভ দেবনাথ।

দেশে ফেরা কর্মীদের অভিযোগ করেন, আকামা তৈরির জন্য কফিলকে (নিয়োগকর্তা) টাকা প্রদান করলেও কফিল আকামা তৈরি করে দেয়নি। পুলিশের হাতে গ্রেফতারের পর কফিলের সঙ্গে যোগাযোগ করলেও দায়-দায়িত্ব নিচ্ছে না বরং কফিল প্রশাসনকে বলেন ক্রুশ (ভিসা বাতিল) দিয়ে দেশে পাঠিয়ে দিতে।

বরাবরের মতো গতকালও ফেরত আসাদের মাঝে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করা হয়।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, ২০১৯ সালে ২৪ হাজার ২৮১ বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়। আর নতুন বছরের শুরুর চার দিনে ফিরলেন ২৪৭ জন। ফেরত আসাদের বর্ণনা প্রায় একই রকম। প্রায় সবাই খালি হাতে ফিরেছেন।

তিনি বলেন, যারা কয়েক মাস আগে গিয়েছিলেন তাদের কেউই খরচের টাকা তুলতে পারেননি। তারা সবাই ভবিষ্যৎ নিয়ে এখন দুশ্চিন্তায়। এইভাবে ব্যর্থ হয়ে যারা ফিরছেন তাদের পাশে দাঁড়ানো উচিত। পাশাপাশি এভাবে যেন কাউকে শূন্য হাতে ফিরতে না হয় সে জন্য রিক্রুটিং এজেন্সিকে দায়িত্ব নিতে হবে। দূতাবাস ও সরকারকেও বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। বিশেষ করে ফ্রি ভিসার নামে প্রতারণা বন্ধ করা উচিত।

কারাবন্দি খালেদার সঙ্গে দেখা করে কাঁদলেন কোকোর স্ত্রী-সন্তান

নিজস্ব প্রতিবেদক:

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে কাঁদতে দেখা গেছে খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও মেয়ে জাহিয়া রহমানকে।

রোববার বিকেলে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদার বড় বোন বেগম সেলিমা ইসলাম। এ সময় গাড়িতে বসে অঝোরে কাঁদতে দেখা যায় কোকোর স্ত্রী ও মেয়েকে।

zia

এর আগে বিকেল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রবেশ করেন স্বজনরা। হাতে ছিল দুটি ফুলের তোড়া ও একটি ব্যাগ।

zia

সাক্ষাৎ শেষে জানা যায়, খালেদা জিয়ার জন্য শীতের পোশাক নিয়ে গিয়েছিলেন স্বজনরা।

zia

কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে প্রায় এক ঘণ্টার বেশি সময় কাটান বড় বোন বেগম সেলিমা ইসলাম, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান, খালেদার নাতি সামিন ইসলাম, রাখিন ইসলাম ও আরিফা ইসলাম।

তিশা-অপূর্বর ভালোবাসা তুই

বিনোদন ডেস্ক :

রাজধানীর অভিজাত এক শাড়ির দোকানে সেলস গার্ল হিসেবে কাজ করছেন অভিনেত্রী তানজিন তিশা। এদিকে সেই দোকানে শাড়ি কিনতে গিয়ে তিশার সঙ্গে দেখা হয়ে যায় আরেক অভিনেতা অপূর্বর। এমনই একটি ঘটনার মধ্য দিয়ে শুরু হয় অপূর্ব-তিশার নতুন নাটক ‘ভালোবাসা তুই’। নাটকটি ৪ জানুয়ারি রাতে উন্মুক্ত হয় ‘সিএমভি ড্রামা’ নামের ইউটিউব চ্যানেলে। এটি প্রকাশের পর থেকেই দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন সংশ্লিষ্টরা।

নাটকটি নির্মাণ করেছেন এসআর মজুমদার। ব্রাত্য রায়ের গল্পে এটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। সিএমভি’র ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

নির্মাতা জানান, গল্পটি প্রেমের কিন্তু নির্যাসটুকু একটি মেয়ের একক লড়াইয়ের। সেই মেয়েটি হচ্ছেন তানজিন তিশা। যিনি মফস্বল শহর থেকে রাজধানীতে পালিয়ে এসে জীবনের দায়ে পড়াশুনার পাশাপাশি বেছে নেন সেলস গার্লের জীবন। এখানেও টিকতে না পেরে ফিরে যান গ্রামে। যুদ্ধ শেষে বিজয়ের বেশে ফিরে আসেন ফের শহরে, যেখানে অপেক্ষায় থাকেন তার প্রেমিক অপূর্ব।

নাটকটি সম্পর্কে তানজিন তিশার ভাষ্য, ‘গল্পটা যতটা প্রেমের, ততোধিক বিদ্রোহের। যেখানে একটা বার্তা আছে। বার্তাটি হল- নিজের যুদ্ধটা আসলে নিজেকেই করতে হয়। এই নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছি। ভালো নাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- আনন্দ খালেদ, তনুশ্রী তন্নী, সাব্বির চৌধুরী প্রমুখ।