ওষুধ ছাড়াই মিলবে ডায়াবেটিস থেকে মুক্তি!

স্বাস্থ্য ডেস্ক:

ডায়াবেটিস বা বহুমূত্র একটি হরমোনসংশ্লিষ্ট রোগ। ডায়াবেটিস দুই ধরনের হতে পারে- টাইপ-এক বা ইনস্যুলিন নির্ভরশীল এবং টাইপ-টু বা ইনস্যুলিন নিরপেক্ষ ডায়াবেটিস। ওষুধ গ্রহণ ছাড়াই টাইপ-টু ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব বলে সম্প্রতি সেল মেটাবলিজম জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানানো হয়।

যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয় টেইলরের নেতৃত্বে কয়েক বছর আগে প্রকাশিত ডায়াবেটিস রেমিশন ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা যায়, কোনো ওষুধ গ্রহণ ছাড়াই নিবিড়ভাবে ওজন হ্রাসের মাধ্যমে টাইপ-টু ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব।

উপশমটি কীভাবে ঘটে, এটার স্থায়িত্ব, একজন অন্যজন থেকে কেন স্থায়ী উপশম লাভ করে, এ রোগ ফিরে আসে কিনা? ক্লিনিক্যাল ট্রায়ালের ডাটা, কাটিং-এজ ইমেজিং এবং রক্ত পর্যবেক্ষণ কৌশল ব্যবহার করে অধ্যাপক টেইলর প্রশ্নগুলোর উত্তর খোঁজা শুরু করেন।

এ গবেষণার লক্ষ্য ছিল এক দশকেরও বেশি সময় আগে প্রকাশ হওয়া অধ্যাপক টেইলর ও তার দলের ‘টুইন সাইকেল হাইপোথিসিস’ নতুন করে পরীক্ষার মাধ্যমে পুনরায় নিশ্চিত হওয়া। গবেষণাটি প্রস্তাব করেছিল, লিভারে ফ্যাট জমা হওয়ার ফল হলো টাইপ-টু ডায়াবেটিস, যা ইনসুলিন প্রতিরোধ করে এবং রক্তে শর্করার উৎপাদন বাড়িয়ে দেয়।

লিভারের চর্বিগুলোর এ বর্ধিত স্তরের কারণে লিপিডগুলো অগ্ন্যাশয়সহ বেশ কয়েকটি টিস্যুতে ছড়িয়ে পড়ে। ইনসুলিন তৈরি করা বিটা কোষগুলোর অবস্থান এ অগ্ন্যাশয়েই। এ কারণে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলোর দীর্ঘমেয়াদি প্রকাশ বিটা কোষগুলোর জন্য ক্ষতিকর। গবেষকরা টাইপ-টু ডায়াবেটিসের পুনরাবৃত্তির মূল প্যাথফিজিওলজিক প্রক্রিয়াগুলো বর্ণনা করতে চেয়েছিলেন, যা প্রাথমিকভাবে উপশম বা নিরাময় হলেও সেটা আবার ফিরে এসেছিল।

এর কারণ উদ্ধারে গবেষকরা ১২-১৪ মাস এমআরআই স্ক্যান ব্যবহার করে অন্তঃকোষ এবং পেটের ফ্যাটকে পরিমাপ করেছেন। বিশেষভাবে তারা অগ্ন্যাশয় ও লিভারের চর্বি পর্যবেক্ষণ করেছিলেন। বিশ্লেষণে গ্লুকোজ, এইচবিএ১সি, উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন (এইচডিএল) কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাপ অন্তর্ভুক্ত ছিল। দলটি ফ্যাটি অ্যাসিড, ইনসুলিন নিঃসরণ এবং বিটা-সেল ফাংশনও বিশ্লেষণ করেছিল।

সমীক্ষায় উঠে এসেছে, পরীক্ষায় অংশগ্রহণকারী সিংহভাগ মানুষেরই দুই বছরেরও বেশি সময় ধরে ডায়াবেটিস ছিল না, তবে এটি কেবল লিভার ও অন্ত্রে ফ্যাট কম থাকায়ই সম্ভব হয়েছিল। ক্লিনিক্যাল ট্রায়ালে যারা ১৫ কেজি বা তার বেশি ওজন কমাতে সক্ষম হয়েছিলেন, তাদের ১০ জনের মধ্যে নয়জনই এ ফল পেয়েছেন।

এর দুই বছর পর অংশগ্রহণকারীদের এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ ডায়াবেটিসমুক্ত ছিল। অথচ ডায়াবেটিসের ওষুধ গ্রহণে টানা ২৪ মাস সময় প্রয়োজন হয়। তবে এর বাইরে যাদের ডায়াবেটিস ফিরে এসেছিল, তাদের উচ্চ লিভার ট্রাইগ্লিসারাইড এবং উচ্চ ইন্টারপ্যানক্রিয়াটিক ফ্যাট স্তর ছিল।

গবেষক রয় টেইলর বলেন, গবেষণার এ ফলের অর্থ হলো, আমরা এখন টাইপ-টু ডায়াবেটিসের সহজ সূত্র দেখতে পাচ্ছি, যেখানে ব্যক্তির নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি চর্বি জমছে। এক্ষেত্রে ডায়েট ও সেটা ধরে রাখার মাধ্যমে রোগীরা চর্বি কমাতে সক্ষম হচ্ছে এবং তাদের ডায়াবেটিসকে চিরতরে বিদায় জানাতে পারছে। যত দ্রুত এ ফ্যাট কমানো যাবে, ক্ষতির আশঙ্কা ততই কমে আসবে।

উল্লেখ্য, টাইপ-টু ডায়াবেটিস রোগের পেছনে থাকে মূলত ‘ইনসুলিন রেজিস্ট্যান্স’। বিশ্বজুড়ে ২৪৬ মিলিয়ন ডায়াবেটিস রোগীর ৯০ শতাংশের বেশি হলো টাইপ-টু ডায়াবেটিস।

যেভাবে তৈরি করবেন চাপলি কাবাব

লাইফস্টাইল ডেস্ক:

বিকেলের নাস্তায় এককাপ চা বা কফির সঙ্গে চিকেন চাপলি কাবাব খেতে অসাধারণ। এটি সব বয়সীর কাছেই পছন্দের একটি খাবার হবে। চলুন জেনে নেয়া যাক কীভাবে সহজেই তৈরি করতে পারবেন চিকেন চাপলি কাবাব-

উপকরণ:
১ কেজি হাড্ডি ছাড়া মুরগির মাংস (কিমা করা)
মাঝারি মাপের সাদা পেঁয়াজের অর্ধেক মিহি কুঁচি
২টি বড় পেঁয়াজ কাটা
৩টি মরিচ কুঁচি
পরিমাণমতো ধনে পাতা কুঁচি
১ টেবিল চামচ রসুন বাটা
১ টেবিল চামচ আদা বাটা
১ চা চামচ আস্ত ধনিয়া হালকা পিষে নেয়া
১ চা চামচ আস্ত জিরা হালকা পিষে নেয়া
১টি শুকনো মরিচ
লবণ স্বাদ অনুযায়ী
গোলমরিচ গুঁড়া সামান্য
তেল ভাজার জন্য।

Kabab-2

প্রণালি:
প্রথমে একটি পাত্রে সব উপকরণ নিয়ে নিন। এবার পরিষ্কার হাতে ১৫ মিনিট সময় নিয়ে ভালোভাবে সব উপকরণ মেশান। মিশ্রণ থেকে ছোট ছোট পেটির সাইজ করে নিন।

চুলায় তেল গরম হতে দিন। তেল গরম হয়ে আসলে পেটিগুলো ছেড়ে দিন। হালকা বাদামি রং ধারণ করলে বুঝবেন তৈরি হয়ে গেছে, মজাদার চিকেন চাপলি কাবাব।

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক:

বিমান হামলা চালিয়ে শুক্রবার ইরানের সামরিক বাহিনীর কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। সোলেইমানি মধ্যপ্রাচ্যে ইরানের বিভিন্ন সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। এখন তার হত্যাকাণ্ডের মাধ্যমে এ অঞ্চলে তেহরান এবং ওয়াশিংটনের উত্তেজনা আরও বাড়ল।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের অর্থ কি? সেই প্রশ্নের উত্তর জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিরক্ষা ও কূটনৈতিকবিষয়ক প্রতিবেদক জোনাথন মার্কাস।

এ হত্যাকাণ্ড কীভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা বাড়িয়ে তুলতে পারে?

সোলেইমানি হত্যাকাণ্ডকে কেউ কেউ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বর্ণনা করেছেন। তাদের এই বলাটাকে অত্যধিক হিসেবে নেয়া কিংবা গুরুত্ব না দেয়া উভয়ই তাৎপর্যপূর্ণ। তবে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াবে না। এ ধরনের সংঘাতে যারা ক্রীড়ানক হিসেবে ভূমিকা পালন করতে পারে; যেমন রাশিয়া এবং চীন। তারা এই নাটকের তাৎপর্যপূর্ণ খেলোয়াড় নয়।

তবে এ নাটকে মধ্যপ্রাচ্য এবং ওয়াশিংটনের ভূমিকা সংজ্ঞায়িত করার মতো এক ধরনের মুহূর্ত তৈরি হতে পারে। ইরান এ ঘটনায় প্রত্যাশিতভাবে উল্লেখযোগ্য কোনো প্রতিশোধ নিতে পারে এবং এটি মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মতো একটি চক্রের দিকে নিয়ে যেতে পারে। যার পরিণতিতে দুটি দেশ একেবারে সর্বাত্মক সংঘাতের দ্বারপ্রান্তে পৌঁছতেও পারে।

solaimani-1

ইরানের প্রতিশোধমূলক প্রতিক্রিয়া অবশ্যই এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থের ওপর হতে পারে। একই সঙ্গে ইরান নিজের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করে এমন যেকোনো মার্কিন স্বার্থের ওপরও আঘাত হানতে পারে।

আন্তর্জাতিক আইনে কাউকে হত্যা কি বৈধ?

যুক্তরাষ্ট্র যুক্তি দিচ্ছে, সোলেইমানি ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলার জন্য দায়ী। ইরাকের বর্তমান ক্ষমতাসীন সরকারের অনুরোধে মার্কিন সেনারা সেখানে ছিল। সোলেইমানি এমন একজন ব্যক্তি; ওয়াশিংটন যাকে মনে করে যে, অনেক মার্কিন সৈন্যের রক্তের দাগ তার হাতে রয়েছে। অন্যদিকে সোলেইমানি নেতৃত্বাধীন ইরানের কুদস ফোর্সকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে। সুতরাং তাকে হত্যার ঘটনাকে যুক্তরাষ্ট্র বৈধ হিসেবে হাজির করতে পারে।

কিন্তু প্রখ্যাত আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ নটর ডেম ল’ স্কুলের অধ্যাপক ম্যারি এলেন ও কনেল এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। তার মতে, আগ বাড়িয়ে আত্মরক্ষার নামে কোনো হত্যাকাণ্ড আইনি বিচারে বৈধ হিসেবে পার পেতে পারে না। এটা হতে পারে না। জাতিসংঘ সনদের এ সংক্রান্ত আইনে বলা হয়েছে, প্রকৃত এবং মৌলিক সশস্ত্র হামলার জবাবেই কেবল আত্মরক্ষাকে অধিকার হিসেবে বিবেচনা করা যেতে পারে।

তিনি বলেন, বাগদাদে ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে তেহরারে সশস্ত্র হামলার জবাবে ছিল না। ইরান যুক্তরাষ্ট্রের সার্বভৌম ভূখণ্ডের কোথাও আক্রমণ চালায়নি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শুধু একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডই ঘটায়নি বরং তারা ইরাকের ভেতরে বেআইনি হামলা পরিচালনা করেছে।

কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডে জাতিসংঘের অবস্থান কি?

বিভিন্ন বিশেষজ্ঞের মতামতের বাইরে এ হত্যাকাণ্ড ঘিরে জাতিসংঘের দৃষ্টিভঙ্গি কি হবে তা আসলেই বলা মুশকিল। এর মাধ্যমে আসলে কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দৃষ্টিভঙ্গি বোঝায়? যদি তাই হয়, তাহলে নিরাপত্তা পরিষদের অবস্থান এতে হবে বিভক্ত। কারণ একপক্ষ হত্যাকাণ্ডের বিপক্ষে গেলে অন্যপক্ষ হত্যাকাণ্ডের বৈধতার সাফাই গাইবে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনায় তিনি (জাতিসংঘ মহাসচিব) গভীরভাবে উদ্বিগ্ন। এটা এমন একটি মুহূর্ত, যেখানে বিশ্ব নেতাদের সর্বোচ্চ সংযম দেখানো জরুরি। উপসাগরীয় অঞ্চলে আরেকটি যুদ্ধের ভার বহনের সক্ষমতা বিশ্বের নেই।

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের বিচার প্রক্রিয়া থেকে দৃষ্টি সরাতেই কি এই হত্যাকাণ্ড?

এ ধরনের অভিযোগ আনা কিংবা ধারণা পোষণ করা কঠিন কোনো কিছু নয়। কিন্তু দেশীয় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী বছরের সময়, তখন এ সিদ্ধান্ত দুটি চিন্তার ফসল হতে পারে। এক. সুযোগ এবং দুই. পরিস্থিতি।

solaimani-1

পরিস্থিতি দেখে এটা ধারণা করা যেতে পারে, ইরাকে সাম্প্রতিক সময়ে মার্কিন স্থাপনার ওপর আক্রমণ বৃদ্ধি এবং ভবিষ্যৎ হামলার আশঙ্কায় পেন্টাগন এ সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এ মুহূর্তে অর্থনৈতিকভাবে টানাপড়েনের মধ্যে থাকা ইরানের প্রতিক্রিয়া যে সর্বাত্মক হবে না; সেটিও সোলাইমানির ওপর হামলার মোক্ষম সুযোগ হিসেবে হাজির হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে।

নির্বাচনের বছরে এসে প্রেসিডেন্ট ট্রাম্পের মূল চিন্তার বিষয় ছিল এ অঞ্চলে মার্কিন প্রাণহানি এড়ানো। নাটকীয় এ হামলা বিভিন্নভাবে মনে হতে পারে যে, একজন প্রেসিডেন্ট কঠোর ভাষায় কথা বলছেন এবং পদক্ষেপ নেয়ার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন।

ইরানের পারমাণবিক জবাব দেয়ার কোনো ঝুঁকি আছে কি?

অথবা আদৌ ইরানের পারমাণবিক সক্ষমতা কি আছে? জোনাথন মার্কাস বলছেন, না। ইরানের পারমাণবিক কর্মসূচি নেই। যদিও দেশটির পারমাণবিক বিভিন্ন উপাদান রয়েছে; যার মাধ্যমে এ ধরনের কর্মসূচি চালিয়ে নিতে পারে। কিন্তু পারমাণবিক সক্ষমতার বিষয়টি প্রশ্নবিদ্ধ।

ইরান সবসময় জোর দিয়ে বলেছে যে, তারা বোমা চায় না। কিন্তু ওয়াশিংটনের কর্মকাণ্ডে ক্রমবর্ধমান হতাশা থেকে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে তেহরানের পারমাণবিক যে চুক্তি রয়েছে; সেটি পরিত্যাগ করতে পারে ইরান। এটার সম্ভাবনা রয়েছে।

ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পারমাণবিক চুক্তি থেকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে। অনেক বিশ্লেষক ইরানের ওপর চাপপ্রয়োগের কথা বলছেন। কিন্তু কোনো ধরনের কূটনৈতিক তৎপরতা ছাড়া এমন পদক্ষেপ ফলপ্রসূ হবে কিনা; সেটি আলোচনা সাপেক্ষ।

ইরাকে কি করেছে জেনারেল সোলেইমানি? এ ব্যাপারে ইরাকি সরকার কি বলছে?

ইরাকে এই সামরিক জেনারেলের কাজের বিষয়টি পরিষ্কার নয়। তবে ইরাকের বেশকিছু শিয়া মতাবলম্বী গোষ্ঠীর ওপর ইরানের সমর্থন রয়েছে। মার্কিন হামলায় জেনারেল সুলেইমানির সঙ্গে মারা গেছেন ইরাকের শিয়া মিলিশিয়া গ্রুপ কাটাইব হেজবুল্লাহর নেতা আবু মাহদি আল-মুহান্দিস। সম্প্রতি ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জন্য এই গোষ্ঠীকে দায়ী করে ওয়াশিংটন।

এ হামলার পর সবচেয়ে কঠিন পরিস্থিতিতে রয়েছে ইরাকি সরকার। দেশটির সরকার উভয় দেশের (যুক্তরাষ্ট্র এবং ইরান) মিত্র। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে ইরাক সরকারের অনুরোধে সেখানে সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। এতে বিশদ পরিসরে সহায়তা করছে বাগদাদের ক্ষমতাসীন সরকার।

দেশের ভেতরে মার্কিন স্থাপনায় মিলিশিয়াদের সাম্প্রতিক হামলা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে ইরাক সরকার। মিলিশিয়াদের ওপর হামলার ঘটনায় নিন্দাও জানিয়েছিল ইরাক সরকার। একই সঙ্গে তারা বলেছিল, ঘাঁটি রক্ষায় যুক্তরাষ্ট্র এই মিলিশিয়াদের বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ নেবে।

solaimani-1

ইরাকের বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয় কাসেম সোলেইমানি হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে। জেনারেল সোলেইমানি এবং মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে শহীদ হিসেবে আখ্যা দিয়ে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের কৃতিত্বের কথা স্বীকার করেছে। ইরাকি ভূখণ্ডে যুক্তরাষ্ট্র কী ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে; সেই চুক্তির শর্ত লঙ্ঘিত হয়েছে বলেও জানিয়েছে দেশটির সরকার।

ইরাকে যুক্তরাষ্ট্র এবং ইরানের কাজ কি?

ইরাকের শিয়া নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারে ঘনিষ্ঠ মিত্র ইরান। এছাড়া দেশটিতে মূল ক্রীড়ানকের ভূমিকাও পালন করছে তেহরান। ইরাকের বেশকিছু সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে কাজ করছে ইরান। ইরাকে যুক্তরাষ্ট্রের অন্তত ৫ হাজার সৈন্য রয়েছে।

দেশটিতে আইএসকে পরাজিত করার লড়াইয়ে ইরাকি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ এবং পরামর্শ দিচ্ছে মার্কিন সৈন্যরা। মূলত, বাইরের এই দুই খেলোয়াড় ইরাকের ভেতরে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে।

খালেদা জিয়া দিয়েছিলেন অস্ত্র, আমি দিয়েছিলাম বই

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রদের হাতে আমি বই তুলে দিয়েছিলাম আর খালেদা জিয়া দিয়েছিলেন অস্ত্র।

শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান-এরশাদসহ যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছেন খালেদা জিয়াসহ তারা ছাত্রদের হাতে অস্ত্র, মাদক তুলে দিয়ে সন্ত্রাস, মানি লন্ডারিং, অবৈধভাবে দখল করা ক্ষমতাকে বৈধ করার একটা হাতিয়ার হিসেবে বহু মেধাবী ছাত্রের জীবন নষ্ট করেছেন। এমনকি সাত খুনের আসামিকে ছেড়ে দিয়েও রাজনীতি করার অধিকার দিয়েছিলেন।

তিনি বলেন, একটা সুস্থ রাজনৈতিক ধারাকে বারবার নষ্ট করার প্রচেষ্টা তারা সবসময় নিয়েছেন। যারাই এ রকম অবৈধভাবে ক্ষমতায় এসেছে আমরা জিয়াউর রহমান বলি, এরশাদ বলি এমনকি খালেদা জিয়া সবসময় আমরা দেখেছি তারা এই মেধাবী ছাত্রদের ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনী, অস্ত্রধারী, সন্ত্রাসী, জঙ্গিবাদ, মাদক, মানি লন্ডারিং নানাভাবে তাদের ব্যবহার করা এবং তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আদর্শ ছাড়া, নীতি ছাড়া, সততা ছাড়া কখনো কোনো নেতৃত্ব গড়ে উঠতে পারে না। কোনো নেতৃত্ব দেশকে কিছু দিতে পারে না, জাতিকে কিছু দিতে পারে না। মানুষের কল্যাণে কাজ করতে পারে না। কোনো ধরনের সফলতা দেখাতে পারে না। সাময়িকভাবে অর্থ-সম্পদের মালিক হতে পারে, নাম-ডাক হতে পারে কিন্তু সেখানেই তারা বিলীন হয়ে যায়। কিন্তু দেশের জন্য বা ইতিহাসের জন্য কিছু রেখে যেতে পারে না।

তিনি বলেন, বঙ্গবন্ধুও ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে এসেছেন কিন্তু তিনি একটা দেশ দিয়ে গেছেন, স্বাধীনতা দিয়ে গেছেন। দিতে পেরেছেন কেন কারণ উনার শক্তি ছিল, সততার শক্তি, নীতি ছিল সাহস ছিল। তিনি কখনো নীতির সঙ্গে আপস করেননি। যেটাকে তিনি সত্য বলে মনে করেছেন সেটার জন্য তিনি সর্বদা ত্যাগ স্বীকার করেছেন।

এ সময় যারা রাজনৈতিক নেতা হওয়ার আকাঙ্ক্ষা করেন, স্বপ্ন দেখেন তাদের প্রত্যেকেরই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ পড়া উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যারা রাজনীতি ও ইতিহাস নিয়ে কাজ করতে চান বা গবেষণা করতে চান বা ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে জানতে চান তাদের জন্য পাকিস্তান গোয়েন্দা সংস্থার কাছে বঙ্গবন্ধুর নামে যে ফাইল আছে সেটা প্রকাশ করে যাব। সেখানে বঙ্গবন্ধুর নামে সব রিপোর্ট লেখা। তারা বঙ্গবন্ধুকে কোন চোখে দেখত সেটা সেখানে আছে। এটা প্রকাশ করলে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে।

প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন থেকে বঙ্গবন্ধুকে বাদ দিতে চেয়েছিল অনেকে, তারা বলে তিনি তখন কারাগারে ছিলেন তাহলে কীভাবে ভাষা আন্দোলন করে। তিনি তো রাষ্ট্রভাষার মর্যাদার আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীর পক্ষে আন্দোলন করতে গিয়েই তো জেলে ছিলেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। তাকে আপস করতে বলা হলেও তিনি আপস করেননি, যার কারণে তিনি আইনে পড়ালেখা শেষ করতে পারেননি। তিনি সবসময় নিজে কী পেলেন সেটা না ভেবে, জনগণ কী পেল সেটা ভাবতেন। বাঙালির স্বাধীনতা অর্জনটাই ছিল তার জীবনের মূল লক্ষ্য।

তিনি বলেন, ছাত্রলীগকে নীতি নিয়ে আদর্শ নিয়ে গড়ে তুলতে হবে, এ সংগঠন থেকেই আগামী দিনের নেতৃত্ব বেরিয়ে আসবে। আওয়ামী লীগের সব আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগ বিরাট অবদান রয়েছে। তাই ছাত্রলীগকে অভিনন্দন জানাচ্ছি। এ ছাত্রলীগ যেন নীতি-আদর্শ নিয়ে চলে যাতে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ভবিষ্যৎ নেতৃত্ব এই সংগঠন থেকেই আসে।

ছাত্রলীগ নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ করেছেন ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদকে ভারমুক্ত করতে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগকে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত ঘোষণা করলাম। বাংলাদেশ ছাত্রলীগ এখন ভারমুক্ত।

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গারুড়িয়া এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মোঃ আরিয়ান শুভ:
আজ গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গারুড়িয়া এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, Thinker’s Challenge Season-2 এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ২০১৯-২০ শেসনে গারুড়িয়া ইউনিয়ন থেকে বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তদের ক্রেস্ট, Thinker’s Challenge Season-2 এর বিজয়ীদের মাঝে বই ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন ইউএসএজি এর সভাপতি খালিদ সাইফুল্লাহ ও উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার। অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদুজ্জামান খান, উপ-সচিব মো: জসিমউদ্দীন খান, ইউএসএজি এর উপদেষ্টা ফয়সাল হোসেন হাওলাদার,ইউএসএজি এর প্রচার সম্পাদক, মোঃ আরিয়ান শুভ, শুভাকাঙ্খী শাখাওয়াত হোসেন খান পলাশ, স্কুলের শিক্ষকবৃন্দ ও ইউএসএজি এর সদস্যবৃন্দ। দীর্ঘ আট বছর ধরে গারুড়িয়া ইউনিয়নের শিক্ষা বিস্তার ও উৎসাহ প্রদানে কাজ করছে সংগঠনটি। প্রতি বছরই একাধিক বিদ্যালয়ে তারা বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান করে থাকে। তারই ধারাবাহিকতায় এবছর এখন পর্যন্ত তিনটি বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা ও উপদেশমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে ইউএসএজি।

বরিশালে নদী ভাঙ্গনে হুমকির মুখে কয়েকটি গ্রাম

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ও চরগোপালপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মাসকাটা ও তেতুলিয়া নদীর মোহনায় ভূতের খাল নামে পরিচিত এই খালে অপরিকল্পিত ভাবে বাঁধ নির্মান করছেন চরগোপালপুর ইউনিয়নের একটি প্রভাবশালী মহল। ফলে নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়বে নদীর তীরবর্তী কয়েকটি গ্রাম। বাংলাদেশ সরকার যখনই সারা দেশে খাল ও নদী অবৈধ দখলমুক্ত করার ঘোষনা দিয়েছে ঠিক তখনই মেহেন্দিগঞ্জে খাল দখলে মেতে উঠেছে এক শ্রেনির স্বার্থান্বেষী মহল।

গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, অনুমান ৩শ ফুট প্রস্থ্যের এই খালটি গ্রামের সহজ সরল মানুষদেরকে লোভনীয় পরামর্শ দিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মান কাজে লেলিয়ে দেওয়া হয়েছে। কাজটি দ্রুত সম্পূর্ণ করার জন্য গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে গাছ, বাঁশসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে স্থানীয় প্রায় এক/দেড়শ শ্রমিক কাজ করে যাচ্ছেন। বাঁধ নির্মানে কাজ করা শ্রমিকরা জানান, তারা কোন প্রকার পারিশ্রমিক ছাড়াই স্বেচ্ছাশ্রমে এই বাঁধটি নির্মাণ করছেন।

এই বাঁধ নির্মান হলে তাদের এলাকায় নদী ভাঙ্গন রোধ হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ বলেন, কৌশলী চেয়ারম্যান সামছুল বারী মনির এলাকার সহজ সরল মানুষদেরকে এক ধরনের ধোকা দিয়ে এবং সংশ্লিষ্ট প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে বিনা অনুমতিতে নিজের স্বার্থেই এই খালে বাঁধ নির্মান করছেন। কাজের দায়িত্বে নিয়োজিত চরগোপালপুর ইউপি সদস্য মোঃ ইউসুফ সরদার বলেন, আলিমবাদ এবং চরগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশে আমরা এলাকা রক্ষায় খালে বাঁধ দিচ্ছি।

বিষয়টি নিয়ে আলিমাবাদ ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, ভূতের খালে বাঁধ নির্মানাধীন এলাকাটি আমার আলিমাবাদ ইউনিয়নের অর্ন্তগত ০১নং ওয়ার্ড। কিন্তু এই খালে বাঁধ নির্মানের বিষয়ে আমি কিছুই জানিনা। এব্যাপারে চরগোপালপুর ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনিরের মুঠোফোনে একাধিক চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিভিন্ন লঞ্চ মালিকরা বলেন, এই খালে বাঁধ নির্মানের ফলে হুমকির মুখে পড়বে নৌযান চলাচল। ভোগান্তি বাড়বে এই রুট দিয়ে চলাচালকারী নৌযান যাত্রীদের। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের নিকট মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, এই প্রথম সুনলাম খাল বাঁধদিচ্ছে। এছাড়া নদী বা খাল বাঁধ দিতে হলে পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসকের অনুমতি লাগবে বলে জানান তিনি।

বরিশালে বখাটের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

মুলাদী প্রতিনিধি:
মুলাদীতে বখাটে কর্তৃক শিক্ষকদের হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ অসত্য,বানোয়াট তথ্য দেয়ায় বখাটের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলনে করেছেন প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, এ সময় বিদ্যালয়ের শিক্ষক, ম্যানিজিং কমিটির বর্তমান সভাপতি, সাবেক সভাপতি ও অবিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন সূত্র ও ঘটনার বিবরনে জানা যায় উপজেলার কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান কে গত ২ই জানুয়ারী বেলা ১১ ঘটিকায় বিনা অনুমুতিতে বিদ্যালয়ে ঢুকে কাজিরচর ইউনিয়নের জাহাঙ্গীর হাওলাদের পুত্র মোঃ জাহিদ হাওলাদার (২৪) তার ভাগনী সদ্য জে এস,সি পাশ কৃত ৯ম শ্রেনীতে রোল ২ হওয়ার কারন জানতে চান।

প্রধান শিক্ষক তাকে জানান এ বছর জে. এস.সি পরীক্ষায় ১৩ জন এ প্লাস পেয়ে পাশ করেছে তাই সরকারী নিয়ম অনুসারে যাহার রেজিঃ নং আগে তাকেই আমারা রোল নং-০১ দিয়েছি। এ কথা বলার সাথে সাথে জাহিদ উত্তেজিত হয়ে বলে আমার ভাগনীর রোল নং-০১ দিতেই হবে নইলে বেশি ভালো হবে না। প্রধান শিক্ষক তাকে সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ করলে জাহিদ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও দেখে নেওয়ার হুকমি দেয় ও সহকারী প্রধান শিক্ষকের সাথেও খারাপ আচারন করে, সাথে সাথে প্রধান শিক্ষক অত্র স্কুলের ম্যানিজং কমিটি সহ স্থানীয়দের ঘটনাটি জানান, অত্র স্কুল কমিটি ২ এক দিনের মধ্যে বিষয়টি মিংমাসা করে দেওয়ার কথা বললে প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে থেমে যান।

কিন্তু গত ০৩ ই জানুয়ারী ফেইস বুকে অভিযুক্ত জাহিদ প্রধান শিক্ষকের নামে বিভিন্ন অসত্য তথ্য প্রকাশ করেন এতে প্রধান শিক্ষকে অনেকই ফোন দিয়ে ঘটনা জানতে চান বিষয়টি তিনি দেখে হতবাক হয়ে যান। প্রধান শিক্ষকের দাবি অভিযুক্ত জাহিদ তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করেছে এবং প্রকাশ্যে দিবালোকে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।

আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সহ উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমি তার বিরুদ্ধ আইনানুগ ব্যাবস্থা নেব। আপনারা উক্ত বখাটে জাহিদের খোজ খবর নিবেন এবং সঠিক সংবাদটি পরিবেশন করবেন। প্রধান শিক্ষক আরও জানান জাহিদ এর আগেও কয়েকবার বিদ্যালয়ে এসে গন্ডগোল করার পায়তারা চালিয়েছিলেন এবং বার্ষিক পরীক্ষায় যাহারা ৭/৮ বিষয়ে ফেল করে তাদেরকে ভর্তির ব্যাপারে সুপারিশ করেন তার এ অনৈতিক সুপারিশ না নেওয়ায় তিনি আমার ওপর ক্ষেপে রয়েছেন।

প্রধান শিক্ষক জানান আমি বিদ্যালয়ে যোগদানের পর বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নত হয়েছে এবং ছাত্র/ছাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় অভিযুক্তর বিচার ও শাস্তি দাবি করেছেন অত্র স্কুলের অবিভাবক ও শিক্ষক কর্মচারী বৃন্দ।

জেলা পরিষদ সদস্যের নেতৃত্বে আমতলীতে জমি উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী পৌর শহরের মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বরগুনা জেলা পরিষদের জমি জেলা পরিষদ সদস্য মোঃ আবুল বাশার নয়ন মৃধা, এ্যাড, আরিফ উল-হাসান আরিফ ও মোসাঃ শাহিনুর তালুকদারের নেতৃত্ব উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে এ জমি উদ্ধার করা হয়।
জানাগেছে, আমতলী পৌর শহরের সদর রোডের দুই পাশে বরগুনা জেলা পরিষদের জমি রয়েছে। ওই জমির মধ্যে আমতলী মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রায় তিন’শ মিটার জমি শুক্রবার গভীর রাতে আমরা বন্ধুরা সেচ্ছাসেবী সংস্থাসহ স্থানীয় কিছু ব্যাক্তি কাঠের খুটি দিয়ে দখল করে নাম ফলক টানিয়ে দেয়। খবর পেয়ে শনিবার দুপুরে বরগুনা জেলা পরিষদ সদস্য মোঃ আবুল বাশার নয়ন মৃধা, এ্যাড. আরিফ-উল হাসান আরিফ ও শাহিনুর তালুকদার ঘটনাস্থলে আসেন। পরে তাদের নেতৃত্বে লোকজন দিয়ে সকল স্থাপনা ভেঙ্গে ফেলে। এ ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বালিকা বিদ্যালয়ের সম্মুখে থেকে স্থাপনা ভেঙ্গে ফেলায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মাঝে সস্তি ফিরে এসেছে। এ বিদ্যালয়ের সামনে স্থাপনা নির্মাণ বন্ধে দাবী জানিয়েছেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম কবির বলেন, বিদ্যালয়ের সামনে স্থাপনা নির্মাণ না করার জন্য আমার দীঘ দিনের দাবী ছিল। কিন্তু কিছু লোক রাতের অন্ধকারে আমার বিদ্যালয়ের সামনের সড়কের জমি দখল করে নাম ফলক টানিয়ে দেয়। ওই স্থাপনা জেলা পরিষদ সদস্যরা এসে ভেঙ্গে দিয়ে দখল মুক্ত করেছে। এতে আমার বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের মাঝে সস্তি ফিরে এসেছে।
বরগুনার জেলা পরিষদ সদস্য মোঃ আবুল বাশার নয়ন মৃধা বলেন, বিদ্যালয়ের সম্মুখে কোন স্থাপনা করতে দেয়া হবে না। স্থাপনা করলে বিদ্যালয়ের পরিবেশ দুষিত হবে। গতকাল রাতে যারা স্থাপনা নির্মাণ করেছিল তা আমি গিয়ে ভেঙ্গে দিয়েছি। তিনি আরো বলেন আর কোন দিন এখানে কোন স্থাপনা করতে দেয়া হবে না। যদি কোন স্থাপনা হয় তাহলে বিদ্যালয়ের মেয়েরা ইভটিজিংয়ের শিকার হবে।

বরিশালে অসময়ের বৃষ্টিতে হতাশ কৃষক

শামীম আহমেদ:
জেলাজুড়ে আমন ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। একদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব অন্যদিকে পোকার আক্রমণে আশানুরূপ ফলন না হওয়ায় কিছুটা হতাশ কৃষক। এছাড়া বাজার দরও তেমন ভাল ওঠেনি বলে লোকসানের আশঙ্কা করছেন চাষীরা। এরইমধ্যে পৌষের অসময়ের বৃষ্টিতে শীতকালীন সবজি ও রবি শষ্যের ব্যাপক ক্ষতি হওয়ায় চরম হতাশ হয়ে পরেছেন কৃষকরা।
আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের চাষি তপন কুমার জানান, এ বছর তিনি এক একর জমিতে আমনের আবাদ করেছেন। কিন্তু ফলন সন্তোষজনক হয়নি। তাই লোকসানের আশঙ্কা করছেন। ওই এলাকার অন্যান্য আমন চাষিরা বলেন, একদিকে বুলবুলের ক্ষতি অন্যদিকে ধানে প্রচুর পরিমাণে চিটা এবং ছেনি পোকার (শীষ কাটা লেদা পোকা) আক্রমণ। ধান মাড়াই করতে গিয়ে হতাশ হয়েছি। ক্ষেতের তিন ভাগের দুই ভাগ ধানই নষ্ট হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিস্তীর্ণ ফসলের ক্ষেতে ধান কাটার ধুম পরেছে। ফলন নিয়েও মিশ্র প্রতিক্রিয়া চাষিদের মধ্যে। বুলবুলে ক্ষতিগ্রস্থ এলাকা এবং পোকার আক্রমণ কৃষকদের জন্য শঙ্কার কারণ। তবে অনেক চাষি ফলন নিয়ে খুশি। বাজার দাম বৃদ্ধি এবং সরকার থেকে সবার ধান সংগ্রহ করা হলে চাষিরা ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন।
সূত্রমতে, শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকে পৌষের অসময়ের বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার আমন ধান, শীতকালীন সবজি ও রবিশষ্যসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে নতুন করে দুশ্চিন্তায় পরেছেন কৃষক। বৃষ্টির কারণে পাকা আমন ধান মাটিতে হেলে পরেছে। ক্ষেতে পানি জমে থাকায় কৃষক ধান কাটতে পারছেন না। তাছাড়া বৃষ্টিতে মাটির সাথে মিশে গেছে এসব এলাকার শীতকালীন শাকসবজি। এছাড়া রবিশষ্য বিশেষ করে খেসারির ডাল চাষে নেমে এসেছে বিপর্যয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় এবার প্রায় ১ লাখ ২৭ হেক্টর জমিতে আমন এবং প্রায় ৫ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি উৎপাদন হয়েছে। এর একটি বড় অংশই অসময়ের বৃষ্টিতে বিনষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষক। মুলাদী উপজেলার সদর ইউনিয়নের নন্দিরবাজার সংলগ্ন এলাকার কৃষক কাঞ্চন হাওলাদার জানান, তিনি দেড় একর জমিতে এবার ঢেঁড়শ, লালশাক, করল্লা, টমেটো, পুঁইশাক রোপণ করেছিলেন। কিন্তু অসময়ের বৃষ্টিতে ক্ষেতে পানি জমে তা বিনষ্ট হয়ে গেছে। খেসারির ডাল এবার ঘরে তুলতেই পারবেন না বলেও উল্লেখ করেন। এছাড়া পাকা আমন ধান মাটিতে হেলে পড়ায় পানির স্পর্শে নষ্ট হচ্ছে।
বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার কৃষক মোঃ শাহিন জানান, ধান কাটা শুরু হলেও বৃষ্টিতে সর্বনাশ হচ্ছে। গৌরনদীর মাহিলাড়া এলাকার কৃষকরা জানান, বৃষ্টিতে রবি শষ্যের গোড়া পচে গেছে। এছাড়া টমেটো, লালশাক, পালংশাক, করল্লার ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। হিজলা উপজেলার মেমানিয়া, হিজলা গৌরবদি এলাকার খেসারি, ধান, গম, সরিষার ক্ষেত অসময়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের কুন্দিয়ালপাড়া, টুঙ্গিবাড়িয়ার বিশারত, বডিরকোলা এলাকার একাধিক কৃষক আশঙ্কা করেছেন বৃষ্টিতে আমন ধান ও সবজির ব্যাপক ক্ষতি হতে পারে।
এ ব্যাপারে বরিশাল জেলা কৃষি সস্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা বলেন, অসময়ের বৃষ্টিতে আমন ধান কিছু হেলে পরেছে। তবে পাকা ধানের ৫০ শতাংশ এরইমধ্যে কেটে নেয়া হয়েছে। তারা আরও বলেন, এবার জেলায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। বৃষ্টিতে অনেকটা ক্ষতি হয়েছে। সূত্রে আরও জানা গেছে, সময়ের প্রেক্ষাপট বিবেচনায় বিকল্প চাষে কৃষকদের পরামর্শ ও একইসাথে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তা প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাবনা পাঠানোর কাজ চলছে।

 

বরিশালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শামীম আহমেদ:
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা শেষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালীসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকাল দশটায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা শেষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়।

উপজেলা, পৌর ও সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের যৌথ আয়োজনে র‌্যালী শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান।

একইদিন আগৈলঝাড়ায় অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ।

পরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হল রুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে বিভাগীয় শহর বরিশালে বিগতদিনের মত বরিশাল শহরের শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রলীগের কোন অনুষ্ঠান পালিত হয়নি। এমনকি ছাত্রলীগের কোন নেতা কর্মীর পদচারনা পড়েনি।

এব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত ও মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিনের মুঠো ফোনে যোগাযোগের চেষ্ঠা করেও তাদের সাক্ষাৎ মেলেনি।