শরীরে ব্যথার কারন ধূমপান!

লাইফস্টাইল ডেস্ক:

ধূমপান শরীরের জন্য ক্ষতিকর জেনেও ধূমপান করে। ধূমপানের বদঅভ্যাস একবার শুরু করে তার প্রভাব মানুষ বয়ে বেড়ায় আজীবন। নতুন এক গবেষণায় উঠে এলো ধূশপানের ক্ষতিকর দিক নিয়ে আরেক তথ্য। এতে বলা হচ্ছে- যারা ধূমপান করেন, এমনকি যারা আগে ধূমপান করতেন এবং এখন ছেড়ে দিয়েছেন, তারাও অধূমপায়ীদের চেয়ে বেশি শারীরিক যন্ত্রণা ভোগ করেন।

তবে ধূমপানের সাথে শারীরিক যন্ত্রণার সম্পর্কের বিষয়ে নিশ্চিত কিছু এখনও জানা নেই বিজ্ঞানীদের। গবেষণাটি করেছে ইউসিএল। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত যুক্তরাজ্যে বিবিসির একটি অনলাইন জরিপে অংশ নেয়া ২ লাখ ২০ হাজার মানুষের তথ্য-উপাত্ত দিয়ে তৈরি করা হয়েছে গবেষণাটি।

গবেষণায় অংশ নেয়া মানুষকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো- কখনো নিয়মিত ধূমপান করেননি, একসময় নিয়মিত ধূমপান করতেন ও বর্তমানে নিয়মিত ধূমপান করেন।

তাদের তাদের শারীরিক যন্ত্রণার পরিমাণ সম্পর্কে প্রশ্ন করা হয় এবং পরবর্তীতে তাদের উত্তরের ভিত্তিতে তৈরি করা শূন্য থেকে ১০০ পর্যন্ত একটি স্কেলে সেই উত্তর বসানো হয়। যারা কখনো ধূমপান করেননি, তাদের চেয়ে বর্তমান ও সাবেক ধূমপায়ীরা গড়ে ১ থেকে ২ পয়েন্ট বেশি পান, অর্থাৎ তাদের শারীরিক যন্ত্রণার হার অধূমপায়ীদের চেয়ে বেশি।

অথবা বলা যায়, ধূমপান ছেড়ে দিলেও ভবিষ্যতে এই অভ্যাসের কারণে শারীরিক যন্ত্রণা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

গবেষকদের একজন ডক্টর ওলগা পারস্কির মতে গবেষণার প্রধান আবিষ্কার হলো, সাবেক ধূমপায়ীরাও অধূমপায়ীদের চেয়ে বেশি ব্যথায় ভোগেন।

তাদের তাদের শারীরিক যন্ত্রণার পরিমাণ সম্পর্কে প্রশ্ন করা হয় এবং পরবর্তীতে তাদের উত্তরের ভিত্তিতে তৈরি করা শুন্য থেকে ১০০ পর্যন্ত একটি স্কেলে সেই উত্তর বসানো হয়।

যারা কখনো ধূমপান করেননি, তাদের চেয়ে বর্তমান ও সাবেক ধূমপায়ীরা গড়ে ১ থেকে ২ পয়েন্ট বেশি পান, অর্থাৎ তাদের শারীরিক যন্ত্রণার হার অধূমপায়ীদের চেয়ে বেশি।

অথবা বলা যায়, ধূমপান ছেড়ে দিলেও ভবিষ্যতে এই অভ্যাসের কারণে শারীরিক যন্ত্রণা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

গবেষকদের একজন ডক্টর ওলগা পারস্কি বিবিসিকে বলেন, “গবেষণার প্রধান আবিষ্কার হলো, সাবেক ধূমপায়ীরাও অপেক্ষাকৃত বেশি শারীরিক যন্ত্রণা নিয়ে জীবনযাপন করেন।”

ক্যান্সার, হৃদরোগ ও শ্বাসপ্রশ্বাসজনিত রোগ ছাড়াও অন্ধত্ব, বধিরতা, ডায়াবেটিস, স্মৃতিভ্রম এবং বন্ধ্যাত্বের কারণ হতে পারে ধূমপান। এ ছাড়া অপারেশন হওয়ার পর ধূমপায়ীরা সেরে উঠতে অধূমপায়ীদের চেয়ে বেশি সময় নেয়। অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের অপারেশন সফল না হওয়ার সম্ভাবনাও বেশি থাকে বলে মনে করেন ধূমপানবিরোধী ক্যাম্পেইন গ্রুপ অ্যাশের প্রধান নির্বাহী ডেবোরাহ আরনট।

একনজরে ট্রেনের নতুন সময়সূচি

নিউজ ডেস্ক:

নতুন বছরের শুরুতেই রেলওয়ে পূর্বাঞ্চলের ২৬টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি আগামী ১০ জানুয়ারি থেকে কার্যকর হবে। তাই ভ্রমণের সুবিধার্থে জেনে নিন নতুন সময়সূচি-

সময়সূচি
rail-in

সূত্র: বাংলাদেশ রেলওয়ে (পূর্ব)

বরিশালে ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর ৩ নং ওয়ার্ডের কাউনিয়া হাউজিং ও পুরানপাড়া থেকে ৫১৪ পিস ইয়াবা ও ১ লক্ষ ৬ হাজার টাকা সহ দুইজন মাদক কারবারিকে আটক করেন কাউনিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার (এসি)হালিমের নেতৃত্বে পুলিশের একটি
দল নগরীর ৩ নং ওয়ার্ডের কাউনিয়া হাউজিং এলাকা থেকে ইয়াবা বিক্রেতা দেলোয়ার ও পুরানপাড়া ছোট বটতলা থেকে মাদক বিক্রেতা মিজানকে ৫১৪ পিস মরনঘাতী ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ লক্ষ ৬ হাজার নগদ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেন।

আটককৃত দেলোয়ার কাউনিয়া হাউজিং এলাকার মৃত আবুল হাশেমের ও মিজান পুরানপাড়া ছোট বটতলার বাসিন্দা মৃত আব্দুর রশীদ হাওলাদারের সন্তান।
থানা সূত্র জানায় দেলোয়ার কিছুদিন আগেও ৭০ পিস ইয়াবা সহ কাউনিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছিল।

রাত ৯ টা থকে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (এসি) হালিম,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আজিমুল করিম,সেকেন্ড অফিসার এস আই গোবিন্দ,এস আই জসিম,এস আই সৌম্ভ,এ এস আই সাইফুল,এ এস আই হালিম,এ এস আই কালাম সহ পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

 

সাংবাদিকদের উপর চটলেন মাহি

বিনোদন ডেস্ক:
দেশের কয়েকটি অনলাইন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিয়ে ও বিচ্ছেদ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ায় যারপরনাই বিরক্ত এই ঢালিউড অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এসব ‘উল্টা পাল্টা’ সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেছেন তিনি।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঢালিউড অভিনেত্রী লেখেন, ‘আমরা আমাদের সংসার নিয়ে এক সঙ্গেই আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের উল্টা পাল্টা নিউজে সত্যিই মানুষ বিভ্রান্ত হয়, প্লিজ স্টপ ইট।’

এই আগে কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, মিডিয়া পাড়ায় অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসার জীবনের ইতি টানার পথেই হাঁটছেন ‘অগ্নি’খ্যাত এই নায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন মাহির একাধিক ঘনিষ্ঠ সূত্র।

জানা গেছে, বেশ কয়েক মাস ধরে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার বনিবনা হচ্ছে না। থাকছেন আলাদাও। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও মাহির পোস্ট করা ছবিতে দেখা যায় না অপুকে। যদিও এ বিষয়ে মাস কয়েক আগে মুখ খুলেছিলেন মাহিয়া মাহি।

ওই সময় মাহি বলেছিলেন, ‘ব্যক্তিগত অভিমানের কারণে আপাতত অপুর সঙ্গে ছবি প্রকাশ করছেন না তিনি।’ তাও গত বছরের শুরুর কথা। এর মধ্যেও তাদের ‘ব্যক্তিগত অভিমান’ ভাঙেনি, এমনটাই বলছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এখনও মাহি-অপু কেউই ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে একসঙ্গে কোনো ছবি প্রকাশ করেনি।

অবশেষে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ব্যাপারটি নিজেই পরিষ্কার করলেন মাহিয়া মাহি। জানালেন, তারা দু’জনে একসঙ্গে আছে এবং ভালোই আছেন।

আইজিপি ব্যাজ পাচ্ছেন ৫৯৫ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরে বাংলাদেশ পুলিশের ৫৯৫ জন সদস্য ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন। ৬টি বিশেষ ক্যাটাগরিতে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

আগামী ১০ জানুয়ারি পুলিশ সপ্তাহের শেষদিন মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, এ বছরে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ে মোট ৫৯৫ জন কর্মকর্তা ও পুলিশ সদস্য ‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন।

এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২০৬ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১৩৭ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১০৫ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৫১ জন এবং ‘এফ’ ক্যাটাগরিতে ৪৪ জন রয়েছেন। গেল বছরে এ পুরস্কার পেয়েছেন ৫০১ জন।

কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বেড়েছে এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়া হয়।।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২০ অনুষ্ঠিত হবে। পুলিশ সপ্তাহ-২০২০ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ওইদিন পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) দেয়ার কথা রয়েছে।

রাজাপুরে জ্বীনের রাণীসহ পিতা-পুত্র গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে জ্বীনের ভয় দেখিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে ১১ ভরি সোনা হাতিয়ে নেয়ার অভিযোগের মামলায় মেয়ে জ্বীনের রাণী আসিয়া খাতুন ও তার পিতা মন্নাফ সিকদার এবং ভাই কাওসার সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতদের ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের সাবেক স্কুল শিক্ষক মৃত মোকসেদ আলীর স্ত্রী আম্বিয়া খাতুন বাদি হয়ে ৫ জনের নামে বৃহস্পতিবার রাতে রাজাপুর থানায় এ মামলা করলে পুলিশ রাতেই ৩ আসামীকে গ্রেফতার করে। অপর আসামী ফরিদ সিকদার ও ইব্রাহিমকেও জ্বীনের রাণী আসিয়া খাতুনের ভাই। মামলা সূত্রে জানা গেছে, মামলার ১ নম্বর আসামী আসিয়া খাতুন নিজেকে কোরআনের হাফেজ দাবি করে বাবা মন্নাফের বাড়িতে এলাকার মহিলাদের নিয়ে কয়েক বছর ধরে তালিমের মাধ্যমে কোরআন শিক্ষাসহ বিভিন্ন হাদিসের মাধ্যমে ইসলামের দাওয়াত প্রচার করে এবং মাঝে মধ্যে তাহার কাছে জ্বীনের কথা বলে বিশ্বাস স্থাপন করে নানা অযুহাতে টাকা ও সোনার হাতিয়ে নিতে শুরু করে। পরবর্তীতে জ্বীনের ভয় দেখিয়েও টাকা ও সোনা হানিয়ে নেয়। মামলার বাদি আম্বিয়া খাতুনকে বিভিন্নভাবে জ্বীনের ভয়ভীতি দেখিয়ে প্রতারনার মাধ্যমে বিভিন্ন সময় জ¦ীনের রাণী হিসেবে এলাকায় পরিচিত আসিয়া খাতুন ৪ লাখ ২০ হাজার টাকা এবং সাড়ে ১১ ভরি সোনার গহনা হানিয়ে নেয়। ভুক্তভোগী আম্বিয়া খাতুনের ছেলে অভিযোগ করে জানান. তার মা আম্বিয়া খাতুন সহজ সরল হওয়ায় বিভিন্নভাবে জ¦ীনের ভয়ভীতি দেখিয়ে প্রতারনার মাধ্যমে আসামী আসিয়া খাতুন ৪ লাখ ২০ হাজার টাকা এবং সাড়ে ১১ ভরি সোনার গহনা হানিয়ে নেয়। এছাড়া আসামীরা বাদিপক্ষের পরিবারের লোকজনকে জ্বীনের মাধ্যমে পাগল করিয়া রাস্তায় ঘুরাইবে বলে এবং খুন জখমের হুমকি দেয়। এভাবে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা ও সোনার গহন হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কিন্তু জ্বীনের ভয়ে কেহই মুখ খুলছেন না। তবে জ্বীনের রাণী আসিয়া খাতুনের ভাই মামলার ৪ নম্বর আসামী মামলায় অভিযুক্ত ফরিদ সিকদার দাবি করেন জানান, প্রতিপক্ষের কাছ থেকে সুদে নেয়া ২০ হাজার টাকা লাভসহ ফেরৎ দেয়া হয়েছে, তালিমে কোরআন না পরানোয় ক্ষিপ্ত হয়ে পূর্ব শক্রতা ও পারিবারিক বিরোধরে জের ধরে মিথ্যা মামলা দিয়ে তার পরিবারের ৫ সদস্যকে হয়রানি করা হচ্ছে। তাদের নামে জ্বীন হাজিরের নামে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, মামলার ৩ আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাদি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ঝালকাঠিতে ‘জিনের রানী’সহ গ্রেফতার ৩

আরিফুর রহমান আরিফ : ঝালকাঠির রাজাপুর উপজেলায় জিনের ভয় দেখিয়ে প্রতারণায় ৪ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে ১১ ভরি সোনা নিয়ে যাওয়ার অভিযোগে দায়ের মামলায় ‘জিনের রানী’সহ একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ‘জিনের রানী’ আসিয়া খাতুন ও বাবা মন্নাফ সিকদার এবং ভাই কাওসার সিকদারকে গ্রেফতারের পর শুক্রবার (৩ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, জানায় পুলিশ।
রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের প্রয়াত স্কুল শিক্ষক মোকসেদ আলীর স্ত্রী আম্বিয়া খাতুন বাদি হয়ে একই পরিবারের ৫ জনের নামে বৃহস্পতিবার রাতে রাজাপুর থানায় এ মামলা করলে পুলিশ রাতেই ৩ আসামিকে গ্রেফতার করে। অপর দুই আসামী ফরিদ সিকদার ও ইব্রাহিম সিকদার জীনের রানী আসিয়া খাতুনের ভাই।
রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন মামলার উদ্ধৃতি দিয়ে জানান, একই গ্রামের আম্বিয়া খাতুনকে বিভিন্নভাবে জিনের ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় জিনের রানী হিসেবে এলাকায় পরিচিত আসিয়া খাতুন ৪ লাখ ২০ হাজার টাকা এবং সাড়ে ১১ ভরি সোনার গহনা হানিয়ে নেয়।
আসিয়া খাতুনের পরিবারের লোকজনকে জিনের মাধ্যমে পাগল বানিয়ে পথে নামানোরও ভয় দেখানো হয়। ওসি জানান, মামলার ৩ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকেও গ্রেফতারে অভিযান চলছে।

বরিশালে তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

বরিশালে শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েছেন জীবিকার টানে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ, ও সদর উপজেলার সব স্থানেই বৃষ্টি হচ্ছে। পৌষের মাঝামাঝি সময়ে এমন বৃষ্টি শীতের মাত্রা আরও বাড়িয়ে দেবে বলেই ধারণা করা হচ্ছে।

এমনিতেই ছুটির দিন, এর ওপর বৃষ্টি! যে কারণে শুক্রবার সকালে ঘর থেকে বের হওয়া মানুষের সংখ্যা ছিল খুবই কম। সকাল সোয়া ৯টার পর্যন্ত জেলা সদরের ব্যস্ত রাস্তায়ও অন্য দিনের থেকে কম ছিল সব ধরনের যানবাহনের সংখ্যা।

কাকলির মোড় থাকা একাধিক রিকশা ও অটোচালকরা জানান, সকালে অটোরিকশা নিয়ে বেড় হলেও বৃষ্টির কারণে কোনো যাত্রীর দেখা নেই।

পোর্ট রোড বাজারের সবজি বিক্রেতা বাবুল সিকদার বরিশালটাইমসকে জানান, সপ্তাহের অন্য শুক্রবার এমন সময় ক্রেতাদের ভিড়ে দম ফেলার সময়ও পাই না। কিন্তু বৃষ্টির কারণে আজ সকাল থেকে কোনো ক্রেতার দেখা নেই। এছাড়া বৃষ্টির কারণে শীতও কিছুটা বাড়ছে।

এবার পৌষের শুরু থেকেই তীব্রভাবে জেঁকে বসেছিল শীত। তবে গত কয়েকদিন সূর্য ওঠায় শীত অনেকটাই কমেছিল। শুক্রবার সকালের হঠাৎ বৃষ্টি এ পরিস্থিতি বদলে দিয়েছে। ফের বাড়তে শুরু করেছে শীত। যা সামনে আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, চলতি মাসেই সারাদেশে দু’টি তীব্র শৈত্যপ্রবাহে ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ আসবে। ৩ জানুয়ারির পর থেকে দেশের তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। মাসের মাঝামাঝিতে জেঁকে বসতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। মাসের শেষদিকে আবারও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওযার সম্ভাবনা রয়েছে। এসময় দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কনকনে শীত অনুভূত হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের প্রভাব বেশি থাকবে।

তীব্র শৈত্যপ্রবাহ বলতে রাতের তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। ছয় থেকে আট ডিগ্রির মধ্যে হলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং আট থেকে ১০ ডিগ্রি হলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।

সম্পত্তি! সমাজের বাস্তবতা!! লাশ পাহারায় কুকুর!!!

নিচের ছবিতে ভালোভাবে খেয়াল করুন। খাটিয়াতে লাশ। পাশে একটি কুকুর পায়চারি করছে। লাশের পাশে কেউ নেই। ছেলে, মেয়ে, স্ত্রী, প্রতিবেশী। আহ! মানুষ তুমি বেঁচে থাকতে শুধু সম্পত্তি, অর্থ বিত্ত অর্জন করেছ। কিন্তু সেই সম্পত্তি আজ কাল হয়ে দাড়িয়েছে। একজন পুলিশ অফিসার তার ফেইসবুক পেইজে লিখেছেন তোমার ধনসম্পত্তির অভাব ছিল না আবুল হাসেম খান। এখন তুমি নেই, সম্পত্তিও তোমার নেই, ছেলে মেয়েরাও তোমার নয়! যেই সম্পত্তি রেখে গিয়েছো সেসব নিয়েই বিবাদে আছে তোমার ছেলে মেয়েরা । অথচ তুমি একা পড়ে আছো দাফনের অপেক্ষায়…….সমাজের শিক্ষা নেয়া উচিত। মূল ঘটনা হল : বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন দাড়িয়াল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হাসেম খান (৮৫) গত ৩০ ডিসেম্বর তারিখ সোমবার বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার পরে আবুল হাসেম খান এর ছেলেমেয়েদের মধ্যে জমি জমা সংক্রান্ত ভাগাভাগি নিয়ে বিবাদ হয়। এ কারণে এক পর্যায়ে বাবার লাশ দাফন করতে বাধা দেয় আবুল হাসেম খান এর এক ছেলে। ঝামেলার এক পর্যায়ে রাস্তার পাশে মসজিদের সামনে তাদের বাবার লাশ ফেলে চলে যায় ছেলে মেয়েরা। এক পর্যায়ে স্থানীয়রা পাহারা বসায় ঐ লাশের। রাত গভীর হলে এলাকাবাসী সবাই যে যার মত ঘরে চলে যায়। মাঝরাতে একটি কুকুর ছাড়া আর কেউ ছিলো না সেখানে। ততক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়েদের মাঝে এক ছেলেকে জমিজমা লিখে দেয়া নিয়ে দ্বন্দ শেষ হচ্ছিল না, তাই দাফন করতে দিচ্ছিল না ছেলে মেয়েরা। এর পরের দিন এলাকার চেয়ারম্যান ও পুলিশের মধ্যস্থতায় আবুল হাসেম খানের দাফন সম্পর্ন করা হয়।

মাহবুব খোকা,
পুলিশ অফিসার
বাকেরগঞ্জ থানা।