বরিশালে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‌্যালি

মোঃ শাহাজাদা হীরা:
আমাদের ভবিষ্যৎ, মৃত্তিকার ক্ষয়রোধ এই স্লোগান নিয়ে আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর আয়োজনে। বিশ্ব মৃত্তিকা দিবস ২০১৯ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি উদযাপন উপলক্ষে বরিশাল সার্কিট হাউস চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়।র‌্যালিটি নগরী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হরিদাস শিকারিসহ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন। র‌্যালিতে দিবসের তাৎপর্য তুলে ধরে স্লোগান দেয়ার পাশাপাশি বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে র‌্যালি করেন।

বরিশালে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বিভাগীয় ও জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

 

পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি এই স্লোগান নিয়ে আজ ৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় নগরীর বিডিএস মিলনায়তন বরিশালের সম্মেলন কক্ষে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ৭-১২ ডিসেম্বর ২০১৯ উপলক্ষে বিভাগীয় ও জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ বরিশাল মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিচালক স্বাস্থ্য বরিশাল ডঃ মোঃ আবদুর রহিম, বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন মোঃ ইসরাইল, সিভিল সার্জন বরিশাল ডঃ মনোয়ার হোসেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরিশাল ডাঃ জসীম উদ্দিনসহ বিভিন্ন জেলা উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ৭-১২ উপলক্ষে বিভাগীয় ও জেলা এ্যাডভোকেসি সভা বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

বরিশালে কারেন্ট জাল বিক্রি করার অপরাধে ১ বছরের কারাদণ্ড

মোঃ শাহাজাদা হীরা:
বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় সাহেবের চর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল শাহাদাৎ হোসেন। এসময় অভিযান চালিয়ে নিজ ঘরে বসে গোপনে কারেন্ট জাল বিক্রয় করার অপরাধে মোঃ জুয়েল খান (২৬) কে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছে ১ লক্ষ ৩ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় তাকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২)(খ) ধারা মোতাবেক ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন র‌্যাব-৮ সদস্যরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আওয়ামী লীগের সম্মেলনে খাবার প্যাকেট নিয়ে চেয়ার ছোড়াছুড়ি

সিলেটে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে খাবার প্যাকেট নিয়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এসময় আতঙ্কে মাঠে নেতাকর্মীরা দৌড়াদৌড়িও শুরু করেন।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে মঞ্চের সামনের উত্তর প্রান্তে এমন ঘটনা ঘটে।

এসময় মঞ্চে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। পরে মঞ্চ থেকে নেতাদের হুঁশিয়ারির পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাবার বিতরণ নিয়ে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ অনুসারীদের মধ্যে হট্টগোল দেখা দেয়। এক পর্যায়ে তারা চেয়ার ছোড়াছুড়ি করেন।

এ বিষয়ে কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বেলা সাড়ে ১২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তালনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

সম্মেলনের সভাপতিত্ব করছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি; প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি; বিশেষ অতিথি হিসেবে আরো থাকবেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ।

স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান; পরিচালনা করছেন সিলেট জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। সম্মেলনে জেলা ও মহানগরের ডেলিগেট ছাড়াও হাজারের উপরে কাউন্সিলর উপস্থিত রয়েছেন।

বরিশালে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার

বরিশালের উজিরপুরে ওটরায় নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার। আজ ৪ ডিসেম্বর উপজেলার ওটরা ইউনিয়নের পূর্ব ওটরা গ্রামের কাজী বাড়ির পেছনে নির্জন স্থানে কঙ্কাল পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় ।

উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালের সাথে জড়িয়ে থাকা জ্যাকেটের পকেটে নিহতের জাতীয় পরিচয়পত্র পেয়ে নিশ্চিত হয় ওই ব্যক্তি একই এলাকার হালিম হাওলাদারের পুত্র দুই সন্তানের জনক কাউসার হোসেন (৩৫)।

সুত্র থেকে জানাগেছে নিহত কাউসার হোসেন গত জানুয়ারি ২০১৯ থেকে নিখোঁজ ছিলেন । উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল হাসান কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এলাকাবাসী মারফত খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালের সাথে থাকা জ্যাকেটের পকেটে জাতীয় পরিচয়পত্র দেখে লাশের পরিচয় নিশ্চিত হয়েছি , নিহতের স্বজনরা কাউসারের নিখোঁজের বিষয়টি জানিয়েছেন ।

ঘটনাস্থলে মোবাইলের ভাঙ্গা অংশ মানিব্যাগ সহ কিছু আলামত পাওয়া গেছে । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হত্যার পরে লাশ নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে ।অধিকতর তদন্তের জন্য সিআইডি টিম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবসে ব্যাতিক্রমী প্রদর্শনীর আয়োজন

শামীম আহমেদ॥“আমাদের ভবিষ্যত, মৃত্তিকার ক্ষয়রোধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস ২০১৯। দিবসটি উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে “মাটি এবং পরিবেশ সংরক্ষণ প্রতিমালেপ” বিষয়ের উপর এক ব্যাতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং তাদের এধরনের সৃজনশীল কর্মকান্ডেরও ভূয়সী প্রশংসা করেন উপাচার্য ।

এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, তোমরা এমন পরিকল্পনা গ্রহণ কর যে পরিকল্পনা বাস্তবায়নে মৃত্তিকার ক্ষয় রোধ করা সম্ভব। কেননা আমরা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে এগিয়ে চলছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যতটা সম্ভব কৃষি জমিকে রক্ষা করে প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। তাই আগামীর ভবিষ্যত গড়তে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মৃত্তিকার ক্ষয়রোধ কল্পে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এ হোক বিশ্ব মৃত্তিকা দিবসের অঙ্গীকার।

এসময় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আনজুমান আরা রজনী, প্রক্টর ড. সুব্রত কুমার দাসসহ বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

বরিশালের আগৈলঝাড়ায় রিপোর্টার্স ইউনিটির সম্পত্তি হস্তান্তর

শামীম আহমেদ॥ বরিশালের আগৈলঝাড়ায় রিপোর্টার্স ইউনিটির নিজস্ব সম্পত্তি হস্তান্তার করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সম্প্রসারণ ও বহুতল ভবন নির্মানের লক্ষে সাংবাদিক নেতৃবৃন্দ ওই সম্পত্তি হস্তান্তর করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর উপস্থিতিতে বিলুপ্ত রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি শামীমুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক জয় রায় হস্তান্তরকৃত দলিলে স্বাক্ষর করেন।

এসময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সরদার হারুন রানা, সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসু, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ওয়াসিম ভূইয়া সেলিম, অপূর্ব লাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, কোষাধক্ষ্য জাহিদুল ইসলাম, সদস্য মনিরুজ্জামান, এফএম নাজমুল রিপন, স্বপন দাস, বরুন বাড়ৈ, মৃদুল দাস, মারুফ মোল্লা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় স্থাপনের জন্য ১৩ বাই ১০ ফুটের ৪৭নং প্লটের বন্দোবস্থ নিয়েছিল রিপোর্টার্স ইউনিটি

স্থানীয় এমপি, জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র প্রচেষ্টায় প্রেসক্লাবের দুই তলা ভবন নির্মানের জন্য নির্ধারিত স্থান নির্ধারন ও ভবন নির্মানের আর্থিক সুবিধাধিসহ আনুসাঙ্গিক সুবিধাধি প্রদান করায় ওই সম্পত্তি আওয়ামী লীগ কার্যালয় সম্প্রসারণ ও বহুতল ভবন নির্মান কাজের জন্য হস্তান্তর করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

রাজাপুর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি সরফরাজ, সম্পাদক লিটন

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে উপজেলা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা আ.লীগ এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাংসদ আলহাজ্জ বজলুল হক হারুন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক খাদ্য ও শিল্প মন্ত্রী ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্জ আমির হোসেন আমু।

সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ এর স্ঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগ এর সভাপতি সরদার মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, নুরুল আমিন সুরুজ, এম মনিরুজ্জামান মনির, এ্যাড. বাবু সঞ্জিব কুমার বিশ্বাস, অধ্যক্ষ মনিরউজ্জামান, আফরোজা আক্তার লাইজু, জিয়া হায়দার খান লিটন, জাকির হোসেন ও নাসির উদ্দিন মৃধা প্রমূখ।

সম্মেলন শেষে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজকে সভাপতি ও জিয়া হায়দার খান লিটনকে সাধারন সম্পাদক এবং আফরোজা আক্তার লাইজুকে সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

মোঃ শাহাজাদা হীরা:
অভিগম্য আগামীর পথে এই স্লোগান নিয়ে আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায়। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সেচ্ছাসেবী সংগঠনসমূহ বরিশাল এর আয়োজনে। জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে, ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে জেলা প্রশাসক বরিশালের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল, আল-মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল আবদুর রকির, সহকারী পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল শহীদুল ইসলাম, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ বরিশাল কাজী জাহাঙ্গীর কবির, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজ, নির্বাহী পরিচালক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বরিশাল বদিউল আলমসহ প্রতিবন্ধীরা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আলেচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক প্রতিবন্ধীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুইজন দিনমজুরের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুইজন দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লোহার রড দিয়ে একটি পুকুরের কচুরিপনা পরিষ্কারের সময় সেটি বিদ্যুত লাইনের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে তারা মারা যায়।

নিহত আল আমীন (৪০) উপজেলার গ্রামের ইকড়ি গ্রামের হারুন অর রশিদ মাতুব্বরের ছেলে এবং ইব্রাহিম মাতুব্বর (৩৫) একই গ্রামের ফেরেজতালি মাতুব্বরের ছেলে।

উপজেলার ইকড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির জানান, আজ সকালে ইকড়ি গ্রামের মোস্তফা হাওলাদারের বাড়ির একটি পুকুরের কচুরিপনা পরিষ্কার করতেছিল আল আমীন ও ইব্রাহিম।

এ সময় আল আমীনের হাতে থাকা একটি লোহার রড তাদের মাথার উপরে থাকা পল্লী বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে সে বিদ্যুতায়িত হয়। এ সময় আল আমীনকে বাঁচাতে গিয়ে ইব্রাহিমও বিদ্যুতায়িত হয়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রা তাদেরকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মৃতদেহ দুইটির ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান।