শহীদ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে বরিশালে দোয়া মোনাজাত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ ফজলুল হক মনির জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ বুধবার রাতে নগরীর কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে এক দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

বরিশাল জেলা ও মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত এ দোয়া মোনাজাতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, আওয়ামী লীগ যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠন ও ৩০টি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাতে ফজলুল হক মনির আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

বরিশালের লঞ্চে ওঠার সময় জোড়া খুনের দুই আসামি গ্রেফতার

রাজধানী মিরপুর-২ নম্বর সেকশনের গৃহকর্ত্রী রহিমা বেগম ও গৃহকর্মী সুমি আক্তারকে হত্যাকারী দুজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় লঞ্চে বরিশাল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সদরঘাট এলাকা থেকে রমজান ও ইউসুফ নামে দুজনকে গ্রেফতার করা হয়।

ডিবি পশ্চিম বিভাগের (পল্লবী জোন) সিনিয়র এসি শাহাদাত হোসেন সুমন এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ হিসেবে ডিবি জানতে পারে, মিরপুর-২ নম্বর সেকশনের ওই ভাড়া বাড়িতে অনৈতিক কাজ হতো। সেই কাজে সহযোগিতা করতেন রমজান ও ইউসুফ নামে দুই দালাল। এই অনৈতিক কাজের টাকার ভাগবাটোয়ারা নিয়ে কিছুদিন ধরে রমজান ও ইউসুফের সঙ্গে দ্বন্দ্ব চলছিল রহিমার। মঙ্গলবার দুজন রহিমার বাসায় যান। সেখানে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে প্রথমে গৃহকর্মী সুমি ও পরে রহিমা বেগমকে হত্যা করে পালিয়ে যান তারা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মিরপুর-২ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ২ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতে বৃদ্ধার মেয়ে রশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

এ ঘটনায় রহিমা বেগমের পালকপুত্র সোহেলকে হেফাজতে নিলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ জানায়, রহিমা বেগম বিবাহিত হলেও মিরপুরের ওই বাড়িতে তিনি একা থাকতেন। সোহেল মাঝে মাঝে থাকতেন। রোববার পিরোজপুরের মেয়ে সুমি রহিমার বাড়িতে কাজ নিয়েছিলেন বলে জানা গেছে।

বাকেরগঞ্জে সরকারি জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ শাহাজাদা হীরা:
আজ ৪ ডিসেম্বর বুধবার বিকাল ৪ সকাল ১১ টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর সার্বিক নির্দেশনায়। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বোয়ালিয়ার নতুন ব্রিজের প্রবেশ পথে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা এবং বাকেরগঞ্জ সরকারি কলেজের মূল গেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে গড়ে উঠা বেশকিছু পাকা, আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ, মাধবী রায় এর সার্বিক ব্যবস্থাপনায়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ, মোঃ তরিকুল ইসলাম। এসময় গ্রামবাসীর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা দিল নলছিটি সিটিজেন ফাউন্ডেশন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটি উপজেলার টিঅ্যান্ডটি সড়কে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চা
বিক্রেতা নাসির সরদারের পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন(এনসিএফ)। বুধবার
(৪ ডিসেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে হাড়ি-পাতিলসহ
বিভিন্ন গৃহসামগ্রী তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ। পাশাপাশি পরিবারের
স্কুল পড়ুয়া সন্তানদের হাতে খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণও তুলে দেওয়া
হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস,
সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক মো. পলাশ হাওলাদার,
মিরাজ হাসান প্রিন্স, মো. সাইদুল ইসলাম, এস.আর সোহেল, মো. বশির হাওলাদার,
সদস্য মো. সালমান, সিদ্ধকাঠি ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন
প্রমুখ।

নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, আগুনে পুড়ে যাওয়া আসলে একটি
অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা আমাদের সাধ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে কিছু
সহযোগিতা করতে হাত বাড়িয়েছি। আমরা মনে করি এতে তারা একটু হলেও সান্ত্বনা
পাবে।

প্রসঙ্গত, সোমবার (২ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলা শহরের টিঅ্যান্ডটি
সড়কে চা বিক্রেতা নাসির সরদারের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে
বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি
হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।

ঝালকাঠিতে ৪ টি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার অন্তর্ভক্ত বিনয়কাঠি, নবগ্রাম, নথুল্লাবাদ ও গাবখান ধানঁিসড়ি ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব খান আরিফুর রহমান, সদর উপজেলা সভাপতি ও জেলা পরিষদ সদস্য আঃ রশিদ হাওলাদার, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান রেজাউল কবির খলিফা, সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন লাভলু ও আইন বিষয়ক সম্পাদক এড. বনি আমিন বাকলাই প্রমুখ। বুধবার দুপুরে অনুষ্ঠিত সম্মেলনে গাবখান ধানঁিসড়ি ইউনিয়নের সভাপতি গিয়াস উদ্দিন খান ও সাধারন সম্পাদক নুর হোসেন আকন, বিনয়কাঠিতে শফিকূল ইসলাম লিটন সরদার সভাপতি ও সাধারন সম্পাদক আঃ ছত্তার তালুকদার, নবগ্রাম ইউনিয়নে সভাপতি কাঞ্চন আলী হাওলাদার ও সাধারন সম্পাদক হান্নান তালুকদার, নথুল্লাবাদ ইউনিয়নে সভাপতি সেলিম শাহ ও সাধারন সম্পাদক আকবর উদ্দিন বাবুল নির্বাচিত হয়েছেন। তবে বিনয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের শুরুর পূর্বেই বিভিন্ন অভিযোগে সম্মেলন প্রত্যাখ্যান করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল মল্লিক ও সাধারন সম্পাদক বিনয়কাঠি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

রাজাপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলা আ’লীগের ত্রি বার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ঝালকাঠি-২ আসনের এমপি সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী প্রবীন বর্ষিয়ান আ’লীগ নেতা আমির হোসেন আমু। দীর্ঘ জল্পনা কল্পনার পর সম্মেলনে যোগ দেয়ার অনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ঝালকাঠি-১ আসনের এমপি বিএইচ হারুন। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রাজাপুর উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সম্বনয় নুরুল আমিন খান সরুজ। সম্মেলনকে ঘিরে সভাপতি ও সম্পাদক পদ পত্যাশীসহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। তোড়ন, ব্যানার, ফেস্টুন ও পোষ্টারে ছেয়ে গেছে উপজেলা শহরসহ সর্বত্র। মাইকিং চলছে অবিরাম। উপজেলা আ’লীগের সভাপতি ও সম্পাদক পদ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা এবং গুঞ্জন। সর্বশেষ বুধবার সন্ধ্যায় পর্যন্ত সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে, ‘তারা হলেন- ঝালকাঠি-১ আসনের এমপি বর্তমান রাজাপুর উপজেলা আ’লীগের সভাপতি বিএইচ হারুন, জেলা আ’লীগের সদস্য ফাতিনাজ ফিরোজ, উপজেলা আ’লীগের সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ এবং সাধারণ সম্পাদক পদে জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. সঞ্জীব কুমার বিশ^াস, উপজেলা আ’লীগের সহ সম্পাদক ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও সাবেক ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার। তবে সকল পদ প্রত্যাশীদেরই শেষ ভরসা বর্ষিয়ান আ’লীগ নেতা আমির হোসেন আমু। দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৫ সালের ২৫ এপ্রিল এ উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে সম্মেলন উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ধর্মীয় কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন

বরিশালের উজিরপুর উপজেলার বৈরকাঠীর চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চে ধর্মীয় কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চ (ফেলোশিপ চার্চ) এর যাজক রাজু পাড়ৈ। তিনি লিখিত বক্তব্যে বলেন, ’৭৩ বছরের পুরোনো এই চার্চ শুরু থেকেই সর্বোস্বত্যগী ধর্মপ্রচারকগণ পরিচালনা করে আসছেন।  এই চার্চ বাংলাদেশের সমগ্র সহভাগিতা চার্চের কেন্দ্রবিন্দু এবং সহভাগিতা চার্চের প্রত্যেক সদস্যের কাছে পুণ্য ভূমি হিসাবে আখ্যায়িত।  এই চার্চে অবস্থানকারী ধর্ম প্রচারকগণ সকলেই সর্বস্ব ত্যাগী, উৎসর্গীকৃত, অবৈতনীক ও অবিবাহিত।  এই চার্চ পরিচালিত হয় চার্চ ভুক্ত নিয়মিত সদস্যদের স্বেচ্ছাদান ও দশমাংশের টাকায়। এই চার্চের বিশেষ বৈশিষ্য হচ্ছে, এই চার্চ সম্পূর্ণ পবিত্র বাইবেল ভিত্তিক ঈশ্বর তান্ত্রিক মন্ডলী। পবিত্র বাইবেলই এই চার্চের সংবিধান।  কিন্তু সম্প্রতি একটি কুচক্রী মহল প্রচলিত বিশ্বাস ও শিক্ষা থেকে বেরিয়ে ভ্রান্ত পথে পরিচালিত হয়ে এই পবিত্র চার্চকে এবং চার্চের নিয়মনীতি ও অস্তিত্ব বিলুপ্ত করে দখলের চেষ্টায় লিপ্ত হয়েছে।
এসময় তিনি আরো বলেন, চক্রটি বিভিন্ন সময়ে অহেতুক মিথ্যা ধর্মকর্ম করার নামে যখন তখন যাজকদেরউপর চড়াও হচ্ছে, শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করছে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে চার্চ থেকে যাজকদের উৎখাতের চেষ্টা করছে। তারা বিভিন্ন সময়ে কম্পাউন্ডে ঢুকে হট্টগোল ও অরজকতা তৈরী করছে এবং কম্পাউন্ডের বাইরেও যাজকদের শারীরিক ও মানসিক ভাবে লাঞ্ছিত করছে। রাজু পাড়ৈ বলেন,মিল্টন সমাদ্দার, লিটন সমাদ্দার, অসিম সমাদ্দারসহ চক্রের সদস্যরা চার্চের পবিত্রতা নষ্ট, চার্চের সদস্যদের মারধর করাসহ বিভিন্ন ভাবে চার্চ বিরোধী কার্যক্রম পরিচালনা করছে।
চার্চের বৈধ প্রায় ৩ একর জমির বিভিন্ন স্থান থেকে তারা বিভিন্নভাবে দখলের চেষ্টা করছে। যাতে বাধা দিলে গত ১৫ আগষ্ট চার্চের যাজক কম্পাউন্ডে বসে সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটে। যে ঘটনায় ২২ আগষ্ট চার্চের যাজক হ্যানসন দারিয়েল হাঁসদা উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। কিন্তু অসাধু চক্রটি এরপরও নানানভাবে অপপ্রচার ও যাজকদের ভয়ভীতি দেখাচ্ছে।  আর এ থেকে পরিত্রান পেতে প্রশাসনের হস্তক্ষেপ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত যাজকসহ চার্চের সদস্যরা।

গ্রামীণফোনের নেটওয়ার্ক নিয়ে সংসদীয় কমিটিতে ক্ষোভ

নিউজ ডেস্ক:

দেশের মোবাইল কোম্পানিগুলোর সবচেয়ে বড় প্রতিষ্ঠান গ্রামীণফোনের (জিপি) নেটওয়ার্ক ও কল ড্রপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। দেশের অন্যান্য কোম্পানির চেয়ে গ্রামীণফোনের কল ড্রপ সবচেয়ে বেশি জানিয়ে যেসব এলাকায় এ সমস্যা বেশি সেখানে মন্ত্রণালয় থেকে টেকনিক্যাল কমিটি গঠন করে তদন্তের দাবি জানানো হয়েছে।

তবে ভবিষ্যতে গ্রাহকের স্বার্থ রক্ষায় আরও বেশি কাজ করা হবে বলে বৈঠকে জানায় গ্রামীণফোন কর্তৃপক্ষ।

সম্প্রতি সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ (ঢাকা-১১) বলেন, গুলশান বনানী এলাকা থেকে তার গ্রামের বাড়ি মাত্র ৬ কিলোমিটার দূরে। সেখানে গ্রামীণফোনের নেটওয়ার্ক সবসময় পাওয়া যায় না। এ বিষয়ে মন্ত্রণালয়সহ গ্রামীণফোনের টেকনিক্যাল কমিটির সমন্বয়ে সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, যেসব এলাকায় নেটওয়ার্ক, কলরেট ও কল ড্রপ সমস্যা হয় সেসব এলাকায় মন্ত্রণালয়ের মাধ্যমে টেকনিক্যাল কমিটি মনিটরিংসহ অন্যান্য বিষয়েগুলো খতিয়ে দেখা উচিত।

কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সার্ভিস প্রোভাইডের মাধ্যমে দেখা যায় গ্রামীণফোনের (জিপি) চেয়ে রবি, টেলিটক, বাংলালিংক-এর কল ড্রপের ঝামেলা কম। সবচেয়ে বেশি কল ড্রপ জিপিতে।

তিনি বলেন, ফাইনানসিয়াল অডিটের সঙ্গে টেকনোলজি অডিট সংযুক্ত করে শক্তিশালী যুগোপযুগি কমিটি গঠন করা যেতে পারে। সংসদ ভবন, গণভবন এরিয়াসহ গুরুত্বপূর্ণ এলাকার নেটওয়ার্ক বিবেচনায় রেখে সংশ্লিষ্ট বিভাগকে সুদৃষ্টি রাখা উচিত।

জিপির ঘন ঘন কল ড্রপ, নেটওয়ার্ক ও কলরেট সম্পর্কে জানতে চাইলে গ্রামীণফোনের নির্বাহী পরিচালক হোসাইন সাহাদাৎ বিস্তারিত তুলে ধরে বলেন, নিজস্ব কিছু সমস্যা আছে। তবে বিটিআরসি ও গ্রামীণফোন সবসময় জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে থাকে। ভবিষ্যতে আরও বেশি আধুনিকতার স্পর্শে গ্রাহকের স্বার্থ রক্ষার কাজ করা হবে বলে জানান তিনি।

আলোচনা শেষে গ্রামীণফোনসহ জনগণের সেবাসমূহের সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেটওয়ার্ক যেন সব সময় থাকে সে সুপারিশ করে কমিটি। এছাড়া আগামী বৈঠকে গ্রাহক সেবা সংস্থার কলরেট, কল ড্রপ ও নেটওয়ার্ক সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট কমিটির বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমস্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেনজীর আহমদ, নূরুল আমিন, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম ও অপরাজিতা হক অংশ নেন।

কমিটির বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার সভায় উপস্থিতি ছিলেন।

এছাড়া কমিটিকে সার্বিক সহায়তা প্রদানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, ডাক ও টেলিযোযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, গ্রামীণফোনের নির্বাহী পরিচালক হোসাইন সাহাদাৎ, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, বিটিআরসি চেয়ারম্যান জহিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে হুমকি, দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শহীদুল্লাহ কায়সারের আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার আদেশ মঙ্গলবার (৩ ডিসেম্বর) পেয়েছেন বলে জানান বাদি পক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ।

অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, ‘শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুইটি ধারায় মামলার আবেদন করা হয়েছিল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালত মামলাটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছিলেন। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটির অনুমোদনের নথি চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আসে। রোববার মামলার তদন্ত কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র আদালতে দাখিল করলে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।’

গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম।

মামলার আর্জিতে তিনি বলেন, ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে শামসুজ্জামান দুদু বলেছেন ‘এদেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছে, শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে।’

বাদী উল্লেখ করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পূর্বেও এমন হুমকি দেওয়া হয়েছিল। দুদু ও একাত্তরের পরাজিত শক্তিরা এখন শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছেন। এর আগেও তাকে ১৯ বার হত্যার ষড়যন্ত্র করা হয়।

অতিরিক্ত মহানগর পিপি নিখিল কুমার নাথ বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায় দেশীয় এবং আন্তর্জাতিক চক্র। দুদুর বক্তব্যের মাধ্যমে সেই ষড়যন্ত্রের কথা প্রকাশ পেয়েছে। এজন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন জানিয়েছিলাম আমরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গার্ল গাইডসের মতবিনিময় সভা

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ গার্ল গাইডস্ এর এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ৬৩০৯ নম্বর কক্ষে আত্মউন্নয়ন এবং বিকাশের পদ্ধতি এবং উদ্দেশ্য- লক্ষ্য নিয়ে আলোচনা করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন বরিশাল অঞ্চলের রেঞ্জার কাউন্সিলের চেয়ারম্যান এবং সুফিয়া কামাল মুক্ত রেঞ্জার ইউনিটের লিডার তানিমা রহমান খান।

আত্মনির্ভরশীলতা অর্জনের উপর গুরুত্ব দিয়ে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় তাদের শারীরিক ও মানসিক প্রস্তুতির বিষয়ে পরামর্শ দেন তানিমা রহমান ।