বরিশালে হারানো ব্যক্তিদের স্মরণে হৃদয়ে স্বজন অনুষ্ঠান

মোঃ শাহাজাদা হীরা:

আজ মঙ্গলবার রাত ৭ টায়। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে, অশ্বিনী কুমার হলে হারানো ব্যক্তিদের স্মরণে হৃদয়ে স্বজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিএমপি বরিশাল মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ কাজল ঘোষ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন এস এম ইকবাল, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, নাট্যজন সৈয়দ দুলাল, বিশিষ্ট আইনজীবী ও সুধীজন মানবেন্দ্র বটব্যল, সভাপতি খেয়ালী গ্রুপ থিয়েটার অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সাধারণ সম্পাদক বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ মিজানুর রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও হারানো স্বজনদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে সকলের অংশগ্রহণে হারানো মানুষদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অতিথিরা এবং হারানো স্বজনদের পরিবারের সদস্যদের স্মৃতিচারণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের মাধ্যমে ১৮ জন গুনিজনকে নিয়ে তাদের কর্মময় জীবনী নিয়ে স্মৃতিচারণ মূলক বই বের করা হয়।

লালমোহন উপজেলা আ’লীগের সম্মেলনে পুনরায় সভাপতি এমপি শাওন

লালমোহন ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লালমোহন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে সম্মেলনে ডেলিকেট ভোটে এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন পুনরায় সভাপতি ও ফখরুল আলম হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সম্পাদক ও জেলা প্রশাসক আবদুল মমিন টুলু,সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, সহসভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল,সহসভাপতি মেজবাহ উদ্দিন আরজু,সাংগঠনিক সম্পাদক আনম শাহজামাল দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলহাজ্ব আবুল কাসেম মিয়া, পৌর কাউন্সিলর আলহাজ্ব জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী, ফরহাদ হোসেন মেহের, রায়হান মাসুম, এহসানুল হক ফরিদ, সাইফুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে এমপি শাওন বলেন, বাংলার উন্নয়নের সবটুকু অর্জন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। আমরা প্রাণের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু কাজ করে যাচ্ছি।

বরিশালে বেপরোয়া থ্রি-হুইলার কেড়ে নিলো সেনা সদস্য’র জীবন

ভয়ঙ্কর বেপরোয়া গতির থ্রি-হুইলার (আলফা-মাহেদ্র) গাড়ি কেড়ে নিলো এক সাবেক সেনা সদস্যের জীবন। বানারীপাড়া-বরিশাল সড়কে মাহেন্দ্র-আলফার ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্য শেখ তাইজুল ইসলাম স্বপন (৪২) নিহত হয়েছেন। তিনি বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামের মৃত আ. আজিজের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল ৯টার দিকে সাবেক সেনা সদস্য তাইজুৃল ইসলাম স্বপন মোটরসাইকেল চালিয়ে বরিশালে যাওয়ার পথে বানারীপাড়া-বরিশাল সড়কের উজিরপুর উপজেলার নারায়নপুরের গাবতলা নামকস্থানে পিছন থেকে বেপরোয়া গতির একটি মাহেন্দ্র-আলফা গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী স্বপন রাস্তায় ছিটকে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বেপরোয়া গতির মাহেন্দ্র-আলফার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই দূর্ঘটনার পরে উত্তেজিত জনতা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে সুবিচারের আশ্বাস দিয়ে তাদের শান্ত করে যান চলাচল স্বাভাবিক করেন। এদিকে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই সাবেক সেনা সদস্য তাইজুল ইসলাম স্বপনের লাশ দাফনের প্রক্রিয়া চলছে বলে জানাগছে। উল্লেখ্য বিশেষ বিশেষ মহল মাসিকহারে ম্যানেজ করে ভয়ঙ্কর এই থ্রি-হুইলার আলফা-মাহেন্দ্র,টমটম,নসিমন,করিমন ও ট্রলি নামক গাড়িগুলো কোন প্রকার সড়ক আইন না মেনেই পাগলা ঘোড়ারমতো প্রতিনিয়ত ছুটে চলছে সড়কে। খোদ বানারীপাড়া পৌরসভার সামনে এবং বরিশালের নথুল্লাবাদ থেকে আলফা-মাহেন্দ্র গাড়িগুলো যাত্রী ধারণ আইনকে সম্পূর্ণ রুপে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চার জন যাত্রীর স্থলে ৮জন যাত্রী নিয়ে সড়কের গতিসীমা অতিক্রম করে সিমাহীন গতিতে চলছেই। দেখলে মনে হয় তাদের আইনেই যেন সড়কে যানবাহন চলছে। আরও একটি বিশেষ সূত্র থেকে জানাগেছে বিশেষ ব্রোকারের মাধ্যমে বিশেষ মহলকে মাসিক প্রক্রিয়ায় ম্যানেজ করার ফলেই আলফা-মাহেন্দ্র গাড়িগুলো সড়কের কোন প্রকার আইনই মানছেনা। সচেতন মহল মনে করেন,আইন মানা হয় ততক্ষণ,যতক্ষণ কোন একজন মানুষের নিথর দেহ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে থাকে কেবল সেই সময়টুকু পর্যন্ত। পরক্ষণেই আইন না মানার রেওয়াজ স্বাভাবিক হয়ে যায়। থ্রি-হুইলার (আলফা-মাহেন্দ্র)’র বিশেষজ্ঞদের মতে ড্রাইভারে সিটের দুপাশে যাত্রী নিয়ে সড়কে চলার সময় কিছুতেই স্বাভাবিকভাবে গাড়ির গতি ঠিক রাখা যায়না।

শেখ ফজলুল হক মনির জন্মদিন বুধবার

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন আগামীকাল। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।

শেখ ফজলুল হক মনি ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সাহসী নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির সূচনা করেন।

শেখ ফজলুল হক মনি ১৯৬২-৬৩ সালের মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাকিস্তান দোসর মোনায়েম সরকার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ ডিগ্রি কেড়ে নেয়। তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদক ছিলেন।

জন্মদিন উপলক্ষে যুবলীগের কর্মসূচির মধ্যে রয়েছে—বেলা ১১টায় বনানী কবরস্থানে শহীদ শেখ মনি ও ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ, বনানী কবরস্থান মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়াও দুপুর ২টায় ডিপ্লোমা ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাসস

বিএম কলেজ ছাত্রী ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু আর নেই

বায়ান্নোর উত্তাল একুশে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় মেয়েদের যে মিছিল পুলিশের ব্যারিকেডে ভেঙেছিল, সেই মিছিলের মুখ রওশন আরা বাচ্চু আর নেই। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান তার মেয়ে তাহমিদা বাচ্চু।

তিনি বলেন, মা বেশ কদিন ধরেই অসুস্থ ছিলেন। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদনের জন্য রওশন আরা বাচ্চুর লাশ গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হবে। পরে তার কফিন নিয়ে যাওয়া হবে রাজধানীর পশ্চিম মণিপুরের বাসায়। আসরের পর জানাজা শেষে তার লাশ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি কুলাউড়ায়। সেখানে রাতেই তাকে দাফন করা হবে বলে জানান মেয়ে তাহমিদা।

মৌলভীবাজার জেলা কুলাউড়া থানার উছলাপাড়া গ্রামে ১৯৩২ সালের ১৭ই ডিসেম্বর রওশন আরা বাচ্চুর জন্ম। পিরোজপুর গার্লস স্কুল থেকে ম্যাট্রিক, বরিশালের ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও পরে ইতিহাসে এমএ পাস করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতেই রওশন আরা গণতান্ত্রিক প্রোগ্রেসিভ ফ্রন্টে যোগ দিয়ে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে।

সলিমুল্লাহ মুসলিম হল এবং উইম্যান স্টুডেন্টস রেসিডেন্সের সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি। একুশে ফেব্রুয়ারিতে যে ছাত্রনেতারা ১৪৪ ধারা ভাঙতে চেয়েছিলেন তিনি ছিলেন তাদের অন্যতম। সেদিন তার নেতৃত্বেই ইডেন মহিলা কলেজ এবং বাংলাবাজার বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমাবেশস্থলে সমবেত হয়। সমাবেশস্থলের বাইরে তখন পুলিশ ব্যারিকেড দিয়েছে। আরও কয়েকজন ছাত্রীকে সঙ্গে নিয়ে রওশন আরা বাচ্চু সেই ব্যারিকেড ভেঙে ফেলেন এবং দলের অন্যান্যের নিয়ে বেরিয়ে যান। পুলিশ এলোপাথাড়ি লাঠিপেটা শুরু করলে আহত হন দুজন, তাদের একজন রওশন আরা।

ঢাকার আনন্দময়ী স্কুল, লিটল অ্যাঞ্জেলস, আজিমপুর গার্লস স্কুল, নজরুল একাডেমি, কাকলি হাই স্কুলে তিনি শিক্ষকতা করেছেন দীর্ঘ দিন। সবশেষে ২০০০ সালে বিএড কলেজের অধ্যাপক হিসেবে অবসরে যান সংগ্রামী এই নারী।

ঝালকাঠি প্রেস ক্লাবে বাবা-মেয়ের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি:

‘আম্মু তুমি কই, আমাকে কেউ আদর করে না’- এমন আকুতি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মাকে ফিরে পেতে মানববন্ধন করেছে এক শিশু। শিশুটির সঙ্গে দাঁড়িয়ে ছিলেন শারীরিক প্রতিবন্ধী বাবাও। বাবা ও মেয়ের মানববন্ধন দেখে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা গ্রামের শারীরিক প্রতিবন্ধী কাইউম মৃধা জানান, সামান্য আয়ে তার সংসার চলছিল। ২০১০ সালে তিনি কিস্তাকাঠি গ্রামের রূপা বেগমকে বিয়ে করেন। তাসিনা নামে তাদের একটি চার বছরের কন্যা সন্তান রয়েছে। স্ত্রী পরকীয়ায় জড়িয়ে স্বামীকে তালাক দিয়ে সন্তান রেখে ছয়মাস আগে সোনার গহনাসহ মালামাল নিয়ে পালিয়ে যায়।

শিশু সন্তানকে নিয়ে শারীরিক প্রতিবন্ধী কাইউম বিপাকে পড়েন। স্ত্রী রূপাকে ফিরে পেতে তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

প্রতিবন্ধী কাইউম মৃধা বলেন, আমার স্ত্রী রূপা সন্তান জন্ম নেওয়ার পরে পরকীয়ায় আবদ্ধ হয়ে পড়ে। মোবাইল ফোনে সে অন্য পুরুষের সঙ্গে কথা বলতো। আমি একজন অসহায় প্রতিবন্ধী মানুষ। আমার একটি ছোট ওয়ার্কশপ আছে।

সামান্য আয়ে আমার সংসার চলে। বর্তমানে নিজেই রান্না করে খেতে হয়। পুরুষ নির্যাতনের বিরুদ্ধে কোনো আইন নেই। আমি কার কাছে বিচার চাইবো। রূপা ফিরে আসার অপেক্ষায় রয়েছি। সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও তুমি ফিরে এসো।

মানববন্ধনে দাঁড়িয়ে শিশু তাসিনা জানায়, মাকে ছাড়া আমি থাকতে পারি না। আমার খুবই কষ্ট হয়। আম্মু তুমি কই, আমাকে কেউ আদর করে না।

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১

বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডস্থ কাশিপুর ইছাকাঠি কলোনী এলাকায় অভিযান চালায় বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের(ডিবি)একটি টিম।

ডিবি পুলিশের উপ-পুুলিশ পরিদর্শক (এস আই) দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

এসময় বরিশাল নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকার মৃত আঃ মজিদ শিকদারের পুত্র আবুল হোসেন সিকদার(৪৫)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের মেইল বার্তায়।

চরফ্যাশনের দুই ইউনিয়নে ৮ চেয়ারম্যানসহ ৯৯জনের মানোনয়পত্র দাখিল

চরফ্যাশন প্রতিনিধি:

চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়নে ৮ চেয়ারম্যান, সাধারন সদস্য ৫৩ ও সংরক্ষিত ২২জনসহ মোট জন প্রার্থী মনোয়ন দাখিল করেছেন। মঙ্গলবার বিকালে দাখিলের শেষ দিন উপজেলা নির্বাচন অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, নুরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন আনোয়ার হোসেন(স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান(নৌকা) কামরুল ইসলাম কাজল(স্বতন্ত্র) ফিরোজ কিবরিয়া(বিএনপি)।

আহম্মদপুর ইউনিয়নে ফখরুল ইসলাম (নৌকা), আবুল বাশার চাপরাশি(স্বতন্ত্র), হুমায়ুন কবির মোল্লা(বিএনপি), আওলাদ হোসেন(বিএনপির বিদ্রোহী)। নুরাবাদে সাধারণ সদস্য রয়েছেন ৩০জন, সংরক্ষিত মহিলা আসন ১২জন। আহম্মদপুর ইউনিয়নে সাধারন সদস্য ২৩ সংরক্ষিত মহিলা ১০জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বেলা ১২টায় নুরাবাদ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ও আহম্মদপুর ইউনিয়নের নৌকার প্রার্থী ফখরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে।

স্থানীয় একাধিক ভোটার জানান, নুরাবাদে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ও নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের মধ্যে এবং আহম্মদপুরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর চাপরাশির সাথে ভোটের লড়াই হবে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বরিশালে লিফলেট বিতরন করলেন ডিআইজি শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক ॥ ‘‘আমরা মাদকের বিরোধী শক্তি’’ বরিশাল বিভাগীয় কমিটির অয়োজনে বরিশালে মাদকসহ বিভিন্ন ধরনের নেশার কুফল সম্পর্কে সচেতন করতে বরিশাল নগরে যুবসমাজ,পরিবহন চালক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘‘আমরা মাদকের বিরোধী শক্তি’’।

আজ মঙ্গলবার বিকেলে নগরের কাশিপুর থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম,বিপিএম,পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, ‘আমরা সবাই মাদককে না বলি’ মাদক সেবনকারীর সচেতন করি। দেশ ব্যাপি মাদক নির্মূলে মিডিয়ার ভূমিকা প্রশংসার দাবি রাখে। আমরা সব সময় মিডিয়ার গঠন মূলক সংবাদকে প্রধান্য দিয়ে থাকি।

পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগন ও মিডিয়া কর্মীদের মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন,পুলিশের পাশাপাশি সাংবাদিকসহ সমাজের প্রত্যেকটি দায়িত্ববান লোককে মাদক নির্মূলে কাজ করতে হবে। যেখানেই মাদক ব্যানিজ্যর সংবাদ পাবেন প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এক্ষেত্রে তথ্যদাতার নাম পরিচয় প্রয়োজনে গোপন রাখা হবে।

লিফলেট বিতরন শেষে সাংবাদিকদের বলেন,মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা দেশের জন্য বোঝা। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দেশ থেকে মাদককে নির্মূল করতে হবে এবং মাদক সেবীদের রিহ্যাবে প্রেরণ করে তাদের সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান সামসুদ্দোহা প্রিন্স বলেন,ব্যাক্তিগত উদ্দ্যেগে সংগঠনের কার্যক্রম শুরু করলেও বর্তমানে দেশব্যাপি জেলা ও উপজেলার কমিটি মাদক নির্মূলের কাজ করে যাচ্ছে।

আমরা সবাই মাদকে না বলি। এসময় অরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও তারা টিভির বাংলাদেশের নিউজ এডিটর সামসুদ্দোহা প্রিন্স, জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহম্মেদ। বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি খায়রুল আলম রফিক, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মো:আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফাহিম ফিরোজ প্রমুখ।

বরিশালে বোমা ফাঁটি‌য়ে ডাকা‌তি

নিউজ ডেস্ক:

ব‌রিশা‌লের মুলাদী‌তে বোমা ফা‌টি‌য়ে স্ব‌র্নের দোকা‌নে ডাকা‌তির ঘটনা ঘ‌টে‌ছে। ‌

সোমবার (০২ ডি‌সেম্বর) দিব্গত রাত আড়াইটার দি‌কে মুলাদী বাজা‌রে এ ঘটনা ঘ‌টে।

২০/২৫ সদ‌স্যের একদল ডাকাত সদস্য সোমবার দিবাগত রাত আড়াইটার দি‌কে মুলাদী বাজা‌রে প্র‌বেশ ক‌রে। এসময় তারা বোমা ফা‌টি‌য়ে আতঙ্ক সৃ‌ষ্টি ক‌রে অ‌স্ত্রের মু‌খে গার্ড‌দের জি‌ম্মি ক‌রে বাজা‌রের তিন‌টি স্ব‌র্নের দোকান ও এক‌টি মু‌দি দোকা‌নে লুটপাট চালায়।

এসময় মোট ২৫ ভ‌রি স্বর্নালংকার ও নগদ লাখ টাকার ওপ‌রে লুট ক‌রে নেয় ডাকাতরা। আধঘন্টার লুটপাট শে‌ষে তারা নদী প‌থে পা‌লি‌য়ে যায়।

জেলা পু‌লি‌শের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মোঃ নাইমুল হক জানান, তারা ঘটনাস্থল প‌রিদর্শন কর‌ছেন। এ ঘটনায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে এবং পাশাপা‌শি ডাকাত‌দের গ্রেফতা‌রের অ‌ভিযান চল‌ছে।