মেঘার প্রেমিক মাহিবী কারাগারে

বিয়ের প্রলোভন দেখিয়ে ইডেন কলেজছাত্রী সায়মা কালাম মেঘা ধর্ষণ ও আত্মহত্যায় বাধ্য করার মামলায় প্রেমিক মাহিবী হাসানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ০৭ এ আত্মসমর্পন করে জামিন আবেদন করে মাহিবী হাসান, তার মা সেলিনা নাফিজ ও বোন নওরীন বন্যা। ট্রাইব্যুনালের বিচারক মো. খাদেম উল কায়েস মাহিবী হাসানের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এবং তার মা ও বোনের জামিন মঞ্জুর করেন।

গত ২১ এপ্রিল সন্ধ্যায় ঢাকার কাঠালবাগান এলাকার ৭৪/১ ফ্রি স্কুল স্ট্রীট এর চারতলা বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইডেন কলেজের সমাজ কল্যাণ বিভাগের ছাত্রী ঝালকাঠির পূর্ব চাদকাঠি এলাকার আবুল কালাম আজাদের মেয়ে সায়মা কালাম মেঘার লাশ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। ওইদিন রাতেই কলাবাগান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে নিহতের চাচা আবুল বাশার।

২২ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মেঘার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। মেঘার মৃত্যুর কারণ সম্পর্কে মেঘার বাবা আবুল কালাম আজাদ (৫৫) অভিযোগ করেন, ঝালকাঠি সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পড়ার সময় শহরের পূর্বচাদকাঠি এলাকার মৃত. মো. নফিজুর রহমানের ছেলে বরিশাল হাতেম আলী কলেজেরছাত্র মাহিবী হাসানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেঘার।

২০১৭ সালে মেঘা ঢাকা ইডেন কলেজে ভর্তি হয়। কাঠালবাগান এলাকায় এক বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতো মেঘা। ঢাকায় গিয়ে মাহিবী হাসান প্রায়ই মেঘার সাথে দেখা করতো। মাস ছয়েক আগে মেঘা এবং মাহিবী বিয়ের ব্যাপারে একমত হলেও বাধঁ সাধেন মাহিবীর মা ঝালকাঠি কির্ত্তীপাশা হাসপাতালের নার্স সেলিনা বেগম। ঘটনার প্রায় আড়াই মাস পর গত ৪ জুলাই সায়মা কালাম মেঘার মা রুবিনা বেগম বাদী হয়ে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ০৭ এ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(ক) ও ৩০ ধারায় একটি নালিশি মামলা দায়ের করেন।

মামলায় মাহিবী হাসান, তার মা সেলিনা নফিজ ও বোন নওরীন বন্যাকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয় মাহিবী হাসান মেঘার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং এক পর্যায় বিয়ে করতে অস্বীকার ও আত্মহত্যায় বাধ্য করে। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে। তদন্ত কর্মকর্তা পিবিআইর ঢাকা মেট্রোর পরিদর্শক মো. নাসির উদ্দিন মৃত্যুর পূর্বে মেঘার লেখা চিঠি, মাহিবী হাসান ও মেঘার বিভিন্ন সময়ে তোলা ২৮ কপি ছবি, তাদের ম্যাসেঞ্জার ও ইমুতে হওয়া চ্যাটের ২৫ পাতা কাগজ এবং মাহিবী ও মেঘার অন্তরঙ্গ মুহূর্তের ১২ টি ভিডিও পর্যালোচনা করে গত ৬ অক্টোবর আদালতে আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

গত ২৮ অক্টোবর বিচারক মো. খাদেম উল কায়েস প্রধান আসামি মাহিবী হাসান, তার মা সেলিনা নফিজ ও বোন নওরীন বন্যার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২৭ নভেম্বর তিনজন ট্রাইবুনালে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে বিচারক মাহিবীর জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মকবুল হোসেন।

মেঘার বাবা গত বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মাহিবী হাসানের আত্মীয় ঝালকাঠিতে কর্মরত ট্রাফিক পুলিশের একজন পরিদর্শক মামলা তুলে নেয়ার জন্য অথবা আপোষ হওয়ার জন্য তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন। ওই পুলিশ পরিদর্শক মামলা তুলে না নিলে আবুল কালামের দুই ছেলেকে মাদক মামলায় জড়ানোর ভয় দেখান বলেও অভিযোগ করা হয়।

সাংবাদিক পুলক চ্যাটার্জীর মা’র মৃত্যুতে বিআরইউ’র শোক ও শ্রদ্ধা

 

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর মা আরতি চ্যাটার্জী (৭২) এর পরলোকগমনে বরিশাল রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ মিথুন সাহাসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। পরে আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় নগরীর মহাশ্মশানে আরতি চ্যাটার্জীর মৃত দেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি পরিবার। এর পরপরই আরতি চ্যাটার্জীর অন্তস্টিক্রিয়া সম্পন্ন হয় ।

০১-১২-২০১৯

বরিশালে ইয়ং টাইগার্স অনুর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ শাহাজাদা হীরা:

আজ ২ ডিসেম্বর সকাল ৯ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে। ইয়ং টাইগার্স অনুধর্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০ (চিটাগাং বনাম সিলেট জোনের) অাঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল ও সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাসসহ উভয় দলের খেলোয়ার, কোচ, ম্যানেজার ও বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। আঞ্চলিক পর্যায়ের ক্রিকেট খেলায় আজকের টিম চিটাগাং এবং সিলেট জেলার খেলার মধ্যদিয়ে খেলা শুরু হয়। খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম অজিয়র রহমান।

ঝালকাঠিতে অবৈধ ইটভাটা বন্ধ করে ২০ লাখ টাকা

ঝালকাঠিতে অবৈধ এক ইটভাটা বন্ধ ও এর মালিককে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবশ অধিদপ্তরর ভ্রাম্যমাণ আদালত।

বোরবার দুপুরে নলছিটি উপজলার মগড় ইউনিয়নর সুজাবাদ গ্রামের ‘মেসার্স ইসলাম ব্রিকস’ নামের অবৈধ ইটভাটায় অভিযান চালায় বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রট আবদুল হালিম।

ইটভাটা মালিক মো. জাহিদ হোসেনকে ২০ লাখ টাকা জরিমানা অনাদায় দুই বছর কারাদণ্ড এবং এ ভাটার ম্যানজারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন বলে জানান তিনি।

তারা নলছিটি উপজেলার ফয়রা গ্রামের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রট আবদুল হালিম বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে বলেন, সুজাবাদ গ্রামে সুগন্ধা নদীর তীর মেসার্স ইসলাম ব্রিকস নামে অবৈধভাবে এ ইটভাটা তৈরি করা হয়।

দণ্ডিত জাকির ইটভাটাটি পরিচালনা করছিলেন উল্লেখ করে তিনি বলেন, “কোনো প্রকার আইনগত বৈধতা না থাকায় তাকে ‘ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে’ এ সাজা দেওয়া হয়েছে।”
এদিকে ভ্রাম্যমাণ আদালতের সাথে অংশ নেওয়া র‌্যাব ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এ সময় ‘৮০ লাখ টাকা মূল্যর’ কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে দেয়।

কৃষি জমি রক্ষায় এ বছর ইটভাটা সংক্রান্ত আইন সংশোধন করা হয়। ইটভাটার লাইসেন্স পেতে ইট প্রস্তুতের মাটির উৎস উল্লেখ করে হলফনামা দাখিলের বাধ্যবধকতা আইনে আনা হয়।

গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদে এর বিল পাশের সময় পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছিলেন,“এই আইন প্রণয়ন হলে কৃষির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ‘টপ সয়েল’ রক্ষাসহ ইটভাটাজনিত পরিবেশ দূষণ কমবে।”

নলছিটিতে ইটভাটায় ২০ লাখ জরিমানা,ম্যানেজারকে ১বছরের দন্ড

 

নলছিটিতে অবৈধ ইটভাটার মালিককে ২০ লাখ টাকা জরিমানা অনাদায় ২ বছর কারাদণ্ড এবং ম্যানেজারকে ১ বছরের কারাদন্ড দিয়েছে পরিবশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। শাস্তির পাশাপাশি ইটভাটাটি বন্ধের নির্দেশ দিয়েছে ওই ভ্রাম্যমাণ ।
১ ডিসেম্বর বোরবার দুপুরে উপজলার মগড় ইউনিয়নের সুজাবাদ গ্রামের মেসার্স ইসলাম ব্রিকস নামের ওই অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রট আবদুল হালিম।
ইটভাটার মালিক মোহম্মদ জাহিদ হোসেন এবং ম্যানেজার মোহম্মদ আবুল কালাম’র বাড়ি নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা গ্রামে ।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রট আবদুল হালিম সাংবাদিকদের বলেন, সুজাবাদ গ্রামের সুগন্ধা নদীর তীর মেসার্স ইসলাম ব্রিকস নামে অবৈধভাবে এ ইটভাটাটি তৈরি করে অবৈধ ভাবে ব্যবসা করে আসছিল জাহিদ হোসেন। ইটভাটাটির আইনগত কোন বৈধতা নাই। ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে এ দন্ডাদেশ ও জরিমানা করা হয়েছেবলেও তিনি জানান।
এ সময় ভ্রাম্যমান আদালতের সাথে অংশ নেয়া র‌্যাব ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই ইটভাটার প্রায় ৮০ লাখ টাকা মূল্যর কাঁচা ইট ধংস করে ফেলে।