‘মুক্তিপণ না পেলে সবাইকে মেরে ফেলবে জলদস্যুরা’

ডেস্ক রিপোর্ট :
সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগরে বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি আবদুল্লাহ’ জাহাজ দখল নিয়ে ক্যাপ্টেনসহ ২৩ জন নাবিককে জিম্মি করেছে। জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। জলদস্যুদের কাছে জিম্মি নাবিকদের কেউ কেউ বাঁচার আকুতি জানিয়ে গোপন অডিও বার্তা দিয়েছেন। জাহাজটির প্রধান কর্মকর্তা (চিফ অফিসার) মো. আতিক উল্লাহ খান গতকাল মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় ইফতারের পরপর মুঠোফোনে তার স্ত্রীর কাছে একটি অডিও বার্তা পাঠিয়েছেন।

মুক্তিপণ না পেলে সবাইকে মেরে ফেলবে জলদস্যুরা জানিয়ে ওই অডিও বার্তায় আতিক জানান, ‘এই বার্তাটা সবাইকে পৌঁছে দিয়ো। আমাদের সবার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়া হচ্ছে। ফাইনাল কথা হচ্ছে, তাদের (জলদস্যু) যদি টাকা (মুক্তিপণের অর্থ) না দেয়া হয়, তবে আমাদের একজন একজন করে মেরে ফেলতে বলা হয়েছে। তাদের যত তাড়াতাড়ি টাকা দেবে, তত তাড়াতাড়ি ছাড়বে বলেছে। এই বার্তাটা সবদিকে পৌঁছে দিয়ো।’

মঙ্গলবার রাতে চট্টগ্রামের নন্দনকাননে আতিক উল্লাহ খানের বাসায় গেলে হোয়াটসঅ্যাপে পাঠানো তার বার্তাটি স্বজনেরা সাংবাদিকদের দেখিয়েছেন। জানা গেছে, আতিকের বাড়ি চন্দনাইশের বরকল এলাকায়। মা, স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তিনি থাকেন শহরের নন্দনকানন এলাকায়। মা শাহানুর আকতার ছেলের চিন্তায় অস্থির। তিনি কখনো কাঁদছেন, কখনো-বা নামাজে দাঁড়িয়ে ছেলের জন্য দোয়া-দরুদ পড়ছেন।

শাহানুর বলেন, মাগরিবের সময় ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। তখন আতিক তাকে বলেছেন, তাদের ৫০ জন জলদস্যু ঘিরে রেখেছে। একটা কেবিনে বন্দী সবাই। তাদের সোমালিয়া নিয়ে যাচ্ছে। আড়াই দিনের মতো লাগবে ওখানে পৌঁছাতে। সবার জন্য দোয়া চেয়েছেন আতিক।

বরিশাল অবজারভার / হৃদয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

আজ সোমবার দুপুরে মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রে পোশাকের বড় বাজার দখল করে রাখা বাংলাদেশসহ পাঁচ দেশের পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতা নিয়ে তদন্ত করছে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (ইউএসআইটিসি)। এ নিয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্র তদন্ত করছে, “সঠিক টার্ম” এটা নয়। তাদের সঙ্গে শ্রম অধিকারের উন্নয়ন নিয়ে আমাদের সঙ্গে বহুদিন ধরে আলাপ-আলোচনা চলছে। সেই আলোচনার অংশ হিসেবে কয়েকটি সংস্থা আমাদের সঙ্গে বসেছে। শ্রম অধিকার নিয়ে এটা নিয়মিত প্রক্রিয়া। এটা আগেও হয়েছে। অর্থাৎ কর্ম পরিবেশের উন্নয়ন, শ্রম পরিবেশের উন্নয়ন। এ নিয়ে আমাদের মধ্যে আলাপ-আলোচনা আছে, চলছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি এবং ওই চিঠির উত্তরের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট চিঠি লিখে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীও ফিরতি চিঠিতে সম্পর্ক উন্নয়নের কথা আরও দৃঢ় করা, বহুমাত্রিক করার কথা বলেছেন। আমাদের সম্পর্ক ভবিষ্যতের দিনগুলোয় আরও সুন্দর হবে। আরও দৃঢ় হবে, এগিয়ে যাবে।’

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চীন, ভারত ও রাশিয়ার যোগাযোগ এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগের মধ্যে আছি। মিয়ানমারে যা ঘটছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়।’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সমরাস্ত্র কেনার প্রসঙ্গ এসেছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তুরস্ক থেকে কিছু ড্রোন ও সামরিক সরঞ্জাম কিনেছি। সেটি আমাদের চলমান প্রক্রিয়া। আমরা সার্বিক দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য নিয়ে আলাপ করেছি।’

বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে বাংলাদেশিদের সেবা নিয়ে অভিযোগ রয়েছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে লাখ লাখ লোক কাজ করেন। কনস্যুলার সার্ভিস দেওয়ার জন্য যে পরিমাণ জনবল দরকার, সেটি দেওয়া সম্ভব নয়। সে কারণে অনেক সময় দ্রুত সিদ্ধান্ত দিতে পারে না। আবার অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কনস্যুলার বা দূতাবাসের থাকে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে হয়। এ কারণে অনেক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তবে দূতাবাসের কারও কাজে গাফিলতি পেলে বা ইচ্ছাকৃত কেউ কাউকে হয়রানি করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হয় এবং হবে।

পররাষ্ট্রমন্ত্রীর আক্ষেপ
দেশে দ্রব্যমূল্য বেড়ে যাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘অন্যান্য দেশে দেখা যায়, কোনো উৎসব হলে সেখানে পণ্যের মূল্য কমিয়ে দেয়। আমাদের দেশে উল্টো। কিছু মজুতদার আছেন, তাঁরা কৃত্রিম সংকট তৈরি করেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের বিরাটসংখ্যক ব্যবসায়ী অসৎ মনোবৃত্তি নিয়ে… কোনো একটা উৎসব এলে, কোনো একটা উপলক্ষ পেলে; যখন মানুষের প্রয়োজন বাড়ে, তখন পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া হয়।’

সরকার অসাধু ব্যবসায়ী, মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকার সচেষ্ট।

বরিশাল অবজারভার / হৃদয়

পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত

ডেস্ক রিপোর্ট :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশেও সরকারিভাবে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

পেঁয়াজ রপ্তানির অনুমতির সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, দ্বিপাক্ষিক উদ্দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

দেশটির সরকার কী পরিমাণ পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য ওই কর্মকর্তা জানাননি। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, বাহরাইন ও মৌরিশাসে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত।

এর আগে, বাংলাদেশ সরকার রমজান মাসে দেশের বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট পরিমাণে পেঁয়াজ ও চিনি রপ্তানি করতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।

বিশ্ব বাজারের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ রপ্তানিকারক ভারত। রপ্তানি নিরুৎসাহিত করতে দেশটির সরকার প্রথমে পেঁয়াজের ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। তারপরও আশানুরূপ ফল না মেলায় পেঁয়াজের রপ্তানি পুরোপুরি নিষিদ্ধ করে ভারত।

অপরদিকে রোজার আগেই সরকার ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও এক লাখ মেট্রিক টন চিনির চাহিদা দিয়েছি। এরমধ্যে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনির প্রতিশ্রুতি পেয়েছি। প্রত্যাশা করছি, চাহিদার পুরোটাই আমরা নিয়ে আসতে পারব।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রোজার আগেই ভারত থেকে পেঁয়াজ ও চিনি আসবে বলে আমরা প্রত্যাশা করি। ভারত সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আশ্বাস পেয়েছেন।’

বরিশাল অবজারভার / হৃদয়

বাংলাদেশ-ভারত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনবিরোধী দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলা করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভারত আমাদের পাশে ছিল, পাশে আছে। তিনি বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। একে আরও এগিয়ে নিতে দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভারতের নয়াদিল্লিতে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের এক দশক’ শীর্ষক একক বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্কটি রক্তের বন্ধনের। অন্য যেকোনো দেশের সম্পর্কের সঙ্গে কখনোই বাংলাদেশের সম্পর্ককে এক করা যায় না। মহান মুক্তিযুদ্ধে ভারত সরকারের অবদান বাংলাদেশ সব সময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

ড. হাছান বলেন, প্রতি বছর প্রায় ১৭ লাখ বাংলাদেশি ভারতীয় ভিসার আবেদন করে। দিন দিন এই সংখ্যা বাড়ছে। এটি দুই দেশের পারস্পরিক সুসম্পর্কের পরিচয়ই বহন করে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুদেশের সম্পর্কের সোনালি অধ্যায় চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দুদেশ বাণিজ্য প্রসার, সন্ত্রাসদমন, জনযোগাযোগ বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি, শান্তি, নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে একযোগে কাজ করছে। দুদেশের মানুষের সমৃদ্ধি ও উন্নয়নে এই সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে, বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ফাউন্ডেশনের পরিচালক ড. অরবিন্দ গুপ্তের পরিচালনায় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশে ভারতের পূর্বতন হাইকমিশনার ভিনা সিক্রি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বরিশাল অবজারভার / হৃদয়

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার সমুন্নত রেখে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

বুধবার দোহার র‌্যাফলস হোটেলে কাতার ইকোনোমিক ফোরামে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

কিউইএফ-এর হোস্ট এবং এডিটর হাসলিন্দা আমিন অনুষ্ঠানস্থলে জনাকীর্ণ হল রুমে এই অধিবেশন পরিচালনা করেন।

শেখ হাসিনা বলেন, সুতরাং আমি এখানে এসেছি আমাদের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে? জনগণই ঠিক করবে কে দেশ চালাবে। এটা জনগণের ক্ষমতা। তাই আমি জনগণের ক্ষমতা নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, ‘আমি এখানে ক্ষমতা দখল না করার জন্য এসেছি, বরং আমি জনগণকে তাদের অধিকার দিতে চাই যাতে তারা তাদের সরকার বেছে নিতে পারে।’

কিছু দলের নির্বাচনে অংশ নিতে অনিচ্ছুক হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা কীভাবে অংশগ্রহণ করতে পারে কারণ তাদের সময় দেশ অনেক ক্ষতিগ্রস্থ হয়েছিল। আমাদের জনগণ ক্ষতিগ্রস্থ হয়েছিল এবং সে সময় (বিএনপির শাসনামলে) সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি, শোষণ ছিল সর্বত্র। তারা কখনই মানুষকে গোণায় ধরতো না। আমাদের জনগণের জন্য একদিনে একবেলা খাবার পাওয়া খুবই কঠিন ছিল। এটাই ছিল তাদের অবস্থা, তিনি যোগ করেন।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, তার দল যখন আবার ক্ষমতায় আসে, তারা জনগণের জন্য সবকিছু নিশ্চিত করেছে। তাই, এখন নির্বাচন, এটা জনগণের অধিকার। এখন, মানুষ বুঝতে পারে। তারা যদি আমাদের ভোট দেয়, আমি এখানে থাকব, তিনি বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের কথা চিন্তা করুন, মি. ট্রাম্প এখনও ফলাফল মেনে নেননি। তারা এখন কী বলতে পারেন?

তিনি বলেন, যারাই (পর্যবেক্ষক) পাঠাতে চায়, তিনি ইতিমধ্যেই সবাইকে বলেছেন, – “যদি তারা পর্যবেক্ষক পাঠাতে চায় তবে তারা পাঠাতে পারে।’

“সুতরাং, আমি আপনাকে বলতে পারি যে আমি এখানে আমার জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার নিশ্চিত করতে এসেছি এবং এটি আমাদের সংগ্রাম,” তিনি যোগ করেন।-বাসস

১৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে ২৪ দিনে

ডেস্ক রিপোর্ট :
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে প্রতিবছরই রমজান মাসে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠাতে দেখা যায় প্রবাসীদের। এবারও ব্যতিক্রম হচ্ছে না। রোজার শুরুতেই বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। চলতি মার্চ মাসের ২৪ তারিখ পর্যন্ত বৈধ বা ব্যাংকিং চ্যানেলে প্রায় ১৬০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। এ হিসাবে দৈনিক গড়ে এসেছে ৬ কোটি ৬৬ লাখ ডলার। গত বছরের মার্চে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছিল ৬ কোটি ডলারের মতো। চলমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসে শেষে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়াবে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৯ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৬ কোটি ১৫ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এ‌সে‌ছিল ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪০১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৩৪৩ কেটি ৮৫ লাখ মার্কিন ডলার। আলোচ্য সময়ে ৫৭ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বেশি এসেছে।

আমদানি পণ্যের শুল্ক বাড়বে প্রায় ৩০ ভাগ

ডেস্ক রিপোর্ট :

ডলারের দামের তারতম্যের প্রভাবে আমদানি নির্ভর পণ্যগুলোর ওপর ২৫ থেকে ৩০ ভাগ শুল্ক বাড়বে বলে জানিয়েছে ট্যারিফ কমিশন। ফলে এসব পণ্যে অন্তত ত্রিশ ভাগ দাম বাড়বে।

টিসিবি ভবনে আজ সোমবার (২৩ জানুয়ারি) সকালে ভোক্তা অধিকার ও সংরক্ষণ কমিশনের আলোচনায় একথা জানান ট্যারিফ কমিশনের উপ-পরিচালক মো. মাহবুব। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে ভোক্তা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় আদা রসুন হলুদ ও শুকনো মরিচের ব্যবসায়ী নেতা, ক্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান ও এফবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট আমিন হিলালি উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিদপ্তরের ডিজি জানান, শুল্ক কমানোর সুপারিশ করা হবে। তবে এবার পেঁয়াজের বাজার খুবই স্বাভাবিক মাত্রায় ছিল। আগামী রমজানেও পেঁয়াজের মৌসুম হওয়ায় দাম বাড়বে না।

আলোচনায় অংশ নেন খুচরা ও পাইকারি ব্যবসায়ী প্রতিনিধিরা। এছাড়া ক্যাব ও এফবিসিসিআই এর নেতারা আলোচনায় অংশ নেন।

এসময় বক্তারা বলেন, এবছর পেঁয়াজের দামে তেমন কোনো প্রভাব পড়বে না। তবে আমদানিনির্ভর আদা, রসুন ও শুকনো মরিচ, হলুদের দাম কিছুটা বাড়তে পারে। পণ্যের চাহিদা অনুযায়ী পণ্য আমদানিতে এলসি সমস্যা সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানান আমদানিকারকরা। সকলের মতামত শুনে রমজানে পণ্যের দাম স্থিতিশীল রাখতে সমন্বিতভাবে সমস্যা সমাধানে কাজ করার কথা জানিয়েছেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ কমিশনের মহাপরিচালক।

চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন

ডেস্ক রিপোর্ট :

সৌদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন। আজ রোববার (১৫ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

হজচুক্তির বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের বলেন, ‘করোনার পর বিগত বছরে স্বল্প সময়ে আমরা সবাই মিলে সুন্দর ও সুষ্ঠুভাবে হজের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছি। হজ আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।’ এ জন্য তিনি দূতাবাসের কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ জানান।

হজ আয়োজন আরও সুন্দর করার জন্য প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

প্রবাসীদের বিভিন্ন পরামর্শ অনুযায়ী আগামীতে হজ আয়োজন আরও সুন্দর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশের ফুটবল উন্মাদনায় হতভম্ভ ফিফা

ডেস্ক রিপোর্ট :

ফুটবল বিশ্বকাপ যেন বাঙালির কাছে এক উৎসবে পরিনত হয়েছে। বিশ্বের অনেক দেশ থেকে উন্মাদনা কিংবা ফুটবল প্রীতির দিক থেকে বাংলাদেশের ভক্তরা এগিয়ে। সে খবর পৌঁছে গেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) কাছে।

বাংলাদেশের ফুটবল উন্মাদনা দেখে অবাক হয়েছে সংস্থাটি। খেলা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপনের একটি ভিডিও টুইটারে প্রকাশও করেছে তারা। ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠ থেকে ধারণ করা হয়েছিল।

সেদিন বড় পর্দায় আর্জেন্টিনা–মেক্সিকো ম্যাচটি দেখানো হচ্ছিল। মেক্সিকোর বিপক্ষে যখন লিওনেল মেসি গোল করলেন, তখন উল্লাসে মেতে উঠেছিল পুরো মাঠ। আর সেই উল্লাসের একটি ভিডিও প্রকাশ করেছে ফিফা। প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, নেচেগেয়ে প্রিয় দলের গোল উদযাপন করছেন সকলে।

প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ১-২ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এতে মেক্সিকোর বিপক্ষের ম্যাচটি হয়ে ওঠে বাঁচা–মরার লড়াই। সেই লড়াই ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। সেদিন আর্জেন্টিনার জয়ে সেই আগ্রহ রূপ নেয় সমুদ্রসমান উল্লাসে। পরবর্তী ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয় পেলে আর্জেন্টিনা উঠে যাবে নক আউট পর্বে।

জন্মস্থান ব্রাজিলের পরেই নেইমারের প্রিয় দেশটি বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :

জন্মস্থান ব্রাজিলের পরেই নেইমারের প্রিয় দেশটি বাংলাদেশ। কারণ, ইন্টারনেটে ব্রাজিলের পরে এ দেশ থেকেই সবচেয়ে বেশি খোঁজা হয় তারকা ফুটবলার নেইমারকে। এমনটাই বলেছেন নেইমারের কাছের বন্ধু বাংলাদেশের সন্তান মো. রবিন।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক মোল্লাবাড়ির বাসিন্দা রবিন। আজ থেকে ১৫ বছর আগে পড়ালেখার উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন ব্রাজিলে। পরে সেখানে যুক্ত হন ব্যবসায়ী হিসেবে। সে সময়ে রবিনের পরিচয় হয় জোয়ান সেলসো নামের এক ব্যক্তির সঙ্গে। সেলসো নেইমারের ঘনিষ্ঠ বন্ধু। আর এভাবেই সেলসোর মাধ্যমে রবিনের বন্ধুত্ব হয় নেইমারের সাথে।

গত ১৫ নভেম্বর রবিনের ছেলে রেদোয়ানের জন্মদিনে নেইমার শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তা দেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। এর পরেই নেইমারের ‘বাংলাদেশি বন্ধু’ হিসেবে পরিচিতি পান রবিন।

রবিন বলেছেন, ‘বাংলাদেশে যে নেইমারের এতো ভক্ত রয়েছে তার খোঁজ তিনি রাখেন। আমি তাঁকে সপরিবারে বাংলাদেশে আসার অনুরোধ করেছি, এতে নেইমার রাজিও হয়েছে। নেইমার বলেছে স্পন্সর পেলে বাংলাদেশে আসা কোনো ব্যাপারই না। এমনকি সঙ্গে লিওনেল মেসিকেও নিয়ে আসা সম্ভব। আমি আপ্রাণ চেষ্টা করছি তাঁকে এ দেশে নিয়ে আসতে। এ দেশের ভক্তদের সঙ্গে নেইমারকে দেখা করিয়ে দিতে চাই।’

নেইমার ও তাঁর পরিবারের বিষয়ে রবিন বলেন, ‘পরিবারের পক্ষ থেকে নেইমারের বাবা সবকিছু দেখাশুনা করেন। কাতার বিশ্বকাপে ওর বাবা, বোন রাফায়েলা, মা এবং কাছের বন্ধুসহ আত্মীয়স্বজন খেলা দেখতে আসবেন। সকলেই আমাকে খুব পছন্দ করেন। তো সেই জায়গা থেকে আমি যতদূর সম্ভব তাদের দেখভাল করার চেষ্টা করব।’

নেইমারের ব্যক্তিত্ব নিয়ে রবিন বলেছেন, ‘আপনারা যারা নেইমারকে চেনেন, তারা খেলোয়াড় হিসেবে চেনেন। কিন্তু আমি চিনি বন্ধু হিসেবে। সে একজন অসাধারণ মানুষ। না হলে আমার মতো সাধারণ এক বাঙালির সঙ্গে তাঁর এমন বন্ধুত্ব হওয়ার প্রশ্নই আসতো না। নেইমার সকলকেই এভাবে খুব আপন করে নেয়।’

এদিকে আর মাত্র ২৪ ঘণ্টা পরেই পর্দা উঠছে কাতার বিশ্বকাপের। সেখানে ব্রাজিল রয়েছে ‘জি’ গ্রুপে। আগামী ২৫ নভেম্বর রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমার-ভিনিসিউসরা। এ ছাড়া, ২৮ নভেম্বর রাত ১০টায় সুইজারল্যান্ড ও ৩ ডিসেম্বর রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে খেলবে তিতের শিষ্যরা। এসময় প্রতিটা ম্যাচে চোখ থাকবে বাংলাদেশি ভক্তদের।