মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

০৮ জুন ২০২২খ্রিঃ সকাল ১০ঃ৩০ ঘটিকায় পুলিশ কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষ বরিশালে,  মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
 উক্ত সভায় সভাপতিত্ব করেন, মাননীয় বিএমপি কমিশনার ভারপ্রাপ্ত  জনাব প্রলয় চিসিম।
সভার সভাপতি বিগত মাসের অপরাধ পর্যালোচনা করে  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

বরিশালে এক নারীর তিন সন্তান প্রসব

বরিশাল প্রতিনিধি:
বরিশালের একটি বেসরকারি হাসপাতালে এক সাথে তিন সন্তান প্রসব করেছেন হাজেরা আক্তার (২১) নামে এক নারী। মঙ্গলবার রাত ৯টায় নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে তিন কন্যা সন্তান প্রসব করেন তিনি। তবে নবজাতকদের ওজন কম হওয়ায় রাত সাড়ে ৯ টার দিকে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের শিশু ওয়ার্ডের স্ক্যানু বিভাগে ভর্তি করা হয়। হাজেরা আক্তার বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমড়াখালী গ্রামের ফরাজী বাড়ির বাসিন্দা সৌদি প্রবাসী ইলিয়াস ফরাজীর স্ত্রী। হাজেরা আক্তারের স্বজন জাহিদুল ইসলাম মেহেদী বলেন, সোমবার সকালে আমার চাচী হাজেরা আক্তারকে অসুস্থ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করি। তারপর মঙ্গলবার হাসপাতাল থেকে নাম কেটে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করি। রাত ৮টায় অপারেশন থিয়েটারে সিজারের জন্য নেওয়া হয়। রাত ৯টার দিকে সিজারের মাধ্যমে এক সাথে তিন সন্তান প্রসব করেন চাচী। তবে নবজাতকদের ওজন কম হওয়ায় তাদের রাত সাড়ে ৯টার দিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন ৮ মাসে বাচ্চা ডেলিভারি হওয়ায় ওজন কম হয়েছে তিন কন্যা শিশুর। এর মধ্যে এক নবজাতক একটু বেশি অসুস্থ। তাছাড়া বাকি দুজন সুস্থ রয়েছে এবং ওদের মাও সুস্থ রয়েছেন। শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ এম আর তালুকদার মুজিব বলেন, তিন কন্যা নবজাতকের মধ্যে একজনের ওজন ১ কেজি ১০০ গ্রাম, অন্যজনের ১ কেজি ১৭৫ গ্রাম এবং আরেক নবজাতকের ওজন ১ কেজি ৩১০ গ্রাম। এরা স্ক্যানুকে ভর্তি রয়েছেন। এদের মধ্যে যার ওজন সবথেকে কম তার অবস্থা একটু খারাপ। অন্যরা সুস্থ রয়েছেন। তাছাড়া এ নবজাতকদের মা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সুস্থ আছে।

মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার ইউপি নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

বরিশাল প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার আগামী ১৫ জুন ৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, র‌্যাব-৮ এর অধিনায়ক মো. জামিল হাসান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুল রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ নূরুল ইসলাম, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুন্নবী, হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বলেন, আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অবাধ-সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রার্থীদের নানা অভিযোগ সমাধানে নির্বাচন সংক্রান্ত আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ জানান।

নারী উন্নয়নে বাজেট বৃদ্ধির দাবিতে বরিশালে সমাবেশ

বরিশাল প্রতিনিধি:
গৃহস্থালি কাজের আর্থিক মূল্য জিডিপিতে আন্তর্ভুক্ত করাসহ নারী উন্নয়নে বাজেট বাড়ানোর দাবিতে বরিশালে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সংগঠনের বরিশাল জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ মনীষা চন্ত্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহিলা ফোরাম ২ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শানু বেগম, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি নাজমুন নাহার, সুইটি আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য লামিয়া সাইমুন প্রমুখ। মনীষা চক্রবর্তী বলেন, গৃহস্থালি কাজে মহিলারা বছরে ১১ লক্ষ কোটি টাকার উপরে মূল্য তৈরি করেন যা জিডিপিতে অন্তর্ভুক্ত হয়না। ফলে গৃহস্থালি কাজের কোন রাষ্ট্রীয় বা সামাজিক স্বীকৃতি মেলেনা, বিপুল শ্রম অবমূল্যায়িত হয়। তিনি আরও বলেন, বরিশাল একটি বিভাগীয় শহর হওয়ার পরেও এখানে নারীদের জন্য কোন মানসম্মত পাবলিক টয়লেট নেই, কর্মজীবী নারীদের জন্য কোন ডে কেয়ার সেন্টার নেই, নেই কোন কর্মজীবী নারী হোস্টেল। প্রতিবছর বাজেটে নারীর জন্য নামেমাত্র বরাদ্দ হয়, নারীস্বাস্থ্য উন্নয়নে বা সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করতে তার উল্লেখযোগ্য প্রভাব পড়েনা। বক্তারা এই বাজেটে নারীর সামাজিক উন্নয়ন, ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বরিশাল জেলা আ’লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বরিশাল জেলা আ’লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বরিশাল মহানগর আ’লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

বরিশাল বিভাগকে গৃহহীন শূন্য করার চেষ্টা চলছে-প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব

বরিশাল প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই বরিশাল বিভাগকে গৃহহীন শূন্য ঘোষণা করার চেষ্টা চালাচ্ছে সরকার। এখন খুঁজে খুঁজে বের করা হচ্ছে এলাকায় কারা গৃহহীন, ভূমিহীন আছে। ৭জুন,মঙ্গলবার  বরিশাল বিভাগের ৪ জেলার অংশগ্রহনে নগরীর সার্কিট হাইজে বরিশালে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চলমান গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, আশ্রয়ণ-২ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহদুদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব মো. কায়ছারুল ইসমাল, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ বিভাগের সরকারি কর্মকর্তারা এই কর্মশালায় উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি জানান, বরিশাল বিভাগে ২২ হাজার গৃহহীনের নাম উঠে এসেছে। এদের মধ্যে ১৬ হাজার ৫শ’ গৃহহীনকে ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ হলে বাকি সাড়ে ৫ হাজার মানুষকেও ঘর হস্তান্তর করা হবে। সেইসাথে বরিশাল বিভাগের আশ্রয়ণ প্রকল্পের কাজে কোন অনিয়মের অভিযোগ আসেনি বলেও জানান তিনি। শুরুতে আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্র পরামর্শ ও অনুপ্রেরণা’ বিষয়ক কর্মশালা

বরিশাল প্রতিনিধি:
বরিশাল  বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরামর্শ ও অনুপ্রেরণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ৭জুন,মঙ্গলবার এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় উপাচার্য বলেন, কাউন্সিলিং এবং মোটিভেশন মানসিক চাপকে কমিয়ে দেয়। হতাশ না হয়ে জীবনকে উপভোগ করতে শিখতে হবে। জীবনে সমস্যা থাকবেই। পারস্পারিক আলোচনার মাধ্যমে তার সমাধান করতে হবে। একে আপরের প্রতি সহমর্মী ও সহনশীল হতে হবে। সমাজ পরিবর্তনে একজন চেইঞ্জ এজেন্ট হিসেবে ভূমিকা রাখতে হবে এবং সকলে একসাথে মিলেমিশে এগিয়ে যেতে হবে।  বরিশাল বিশ^বিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. তারেক মাহমুদ আবীর। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ তুষার। এছাড়াও দিনব্যাপী এ কর্মশালায় আরও আলোচনা করেন  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, প্রক্টর ড. মো. খোরশেদ আলম, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সাযযাদ উল্লাহ মোঃ ফয়সাল। কর্মশালায়  বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের ৪৮ জন ছাত্র উপদেষ্টা ও ২৪টি বিভাগের ২জন করে শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেলে  বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যরা বক্তৃতা করেন।

বরিশালে অসহায় দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

বরিশাল প্রতিনিধি:
বরিশালে অসহায় দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৪ টি সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। করোনা ভাইরাসের প্রভাবে মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেই হয়েছে কর্মহীন আজ ৫ জুন দুপুর ১২ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ২৪ জন অসহায় দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার দুঃস্থ অসহায় নারীদের মাঝে ২৪ টি সেলাই মেশিন বিতরণ করেন। এসময় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত জান্নাতুল ফেরদাউস শিশির তার লেখা বই অস্তিত্বে তেতুলিয়া বইটি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর হাতে তুলে দেন। পাশাপাশি বিনা অপরাধে জেল খাটা পেয়ারা বেগম দীর্ঘদিন কারাভোগের পর জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সহযোগিতায় মুক্তি পেয়ে নতুন জীবন শুরু করেন। তাকে কাড়া মুক্ত করে সেলাই মেশিন উপহার দিয়েছিলেন।এমনকি পেয়ারা বেগমের বিয়ের সময় সরকারি অনুদান ছাড়ার নিজে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। আজ পেয়ারা বেগম তার স্বামীকে সাথে নিয়ে নিজ হাতে তৈরি করা নকশীকাতা তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের হাতে।

গৌরনদীতে মরা খালে ফিরছে যৌবন, কৃষকের মাঝে স্বস্তি

বরিশাল প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে কৃষি কাজের সেচ সুবিধার্থে দীর্ঘ ৩০ বছর পর সাড়ে পাঁচ কিলোমিটার মরা খাল পূনঃখনন করা হয়েছে। খাল খননের ফলে তিন উপজেলার কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে ‘টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের’ আওতায় হোসনাবাদ ড্রেনেজ এন্ড ইরিগেশন নামে একটি উপ-প্রকল্প গ্রহন করে উপজেলার হোসনাবাদ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিডেট সরিকল ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর শাখা খাল মিয়ারচর, কুড়িরচর গ্রামের সাড়ে পাঁচ কিলোমিটার মরা খাল ৬৫ লাখ টাকা ব্যয়ে পূনঃখনন করে। খাল দুইটি খনন হওয়ায় গৌরনদী উপজেলার সরিকল, হোসনাবাদ, মিয়ারচর, কুড়িরচর, নলগোড়া সহ বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের জাহাপুর এবং গৌরনদীর সীমান্তবর্তী মুলাদী উপজেলার শত শত কৃষক সুবিধা ভোগ করছেন। ঐ এলাকার একাধিক কৃষক ও খাল পাড়ের বাসিন্দারা জানান, খাল দুইটি দীর্ঘ বছর যাবত মরা ছিলো। ফলে ইরি-বোরো কিংবা রবি শষ্যে চাষাবাদের জন্য এ এলাকার কৃষকদের বৃষ্টির পানির জন্য অপেক্ষা করতে হতো। এতে অধিকাংশ কৃষি অনাবাদি পড়ে থাকতো। নদীর সাথে খালের সংযোগ বিচ্ছিন্ন থাকায় বন্যা কিংবা অতি বৃষ্টি হলে পানি নিস্কাশন হতোনা। দীর্ঘ বছর পরে হলেও খাল দুইটি খনন করায় এ এলাকার কৃষকরা এখন সোনালী স্বপ্ন দেখতে শুরু করেছেন। হোসনাবাদ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো. সোহরাব হোসেন জমাদ্দার বলেন, খালের পানি ব্যবহার করে চরাঞ্চলের কৃষকরা ইরি-বারো মৌসুমে ধান চাষাবাদের পাশাপাশি রবি শষ্যে এবং বিভিন্ন ধরনের শাক-সবজি আবাদ করতে পারবেন। এছাড়াও খাল খননের ফলে দেশীয় প্রজাতির মাছ বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, এ খাল খনন করায় সমিতির প্রায় সাড়ে চার হাজারের অধিক সদস্য প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছেন। এ বিষয়ে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান জানান, সমিতির সদস্যরা খাল খননের জন্য রেজুলেশন তৈরী করে জমা দেওয়ার পর সেটি নির্বাহী প্রকৌশল বরাবর দাখিল করা হয়। যার প্রেক্ষিতে বরাদ্দ দেওয়ায় খালটি পূনঃখনন করা হয়েছে। ইতিমধ্যে পূনঃখননকৃত খাল পরিদর্শন করে প্রকল্পের কনসালট্যান্ট মো. জয়নাল আবেদীন ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আরও জানান, খাল পূনঃখননের ফলে ঐ এলাকার কৃষির প্রসার ঘটবে। পাশাপাশি দেশীয় সম্পদ বৃদ্ধি ও হাঁস পালন সহ অন্যান্য সুযোগ তৈরি হবে। এতে করে ঐ এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।