বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলক ভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু

বরিশাল:
প্রানঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৬ই মার্চ থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা বরিশাল বিশ^বিদ্যালয়ে (ববি) পরীক্ষামূলক ভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষা মন্ত্রনালয় এবং ইউজিসির একটা নির্দেশনা আছে অনলাইন শিক্ষা কার্যক্রমের সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারে। সেই আলোকে আমরা পরীক্ষামূলক কিছু কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যেই বেশ কয়েকটা ক্লাসও আমাদের নেয়া হয়েছে।

পরীক্ষামূলক কার্যক্রম থেকে প্রাপ্ত ফলাফল বিবেচনা করে নিয়মিত অনলাইন ক্লাস নেওয়া শুরু হবে। তিনি বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবনের কথা মাথায় রেখে। তাদের যদি এ কার্যক্রম কোনো সমস্যা সৃষ্টি হয় তবে সেগুলোও সমাধান করা হবে।

বরিশালে নার্সের করোনা শনাক্ত, হাসপাতাল লকডাউন

বরিশাল জেলার উত্তর জনপদের গুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলা হাসপাতালের এক সিনিয়র সেবিকা (নার্স) নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়ায় বুধবার দিবাগত রাতে হাসপাতলের ইনডোর, আউটডোর এবং ওই নার্সের বাটাজোর বন্দরের বাসাসহ পাশ্ববর্তী ২৫টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

রাত এগারোটার দিকে লকডাউনের সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। তাদের একজন প্রথমবারের মতো বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বাসিন্দা পুরুষ বয়স (৫০), গৌরনদী উপজেলার বাটাজোর বন্দর এলাকার বাসিন্দা ও উপজেলা হাসপাতালের সিনিয়র নার্স (৪৮), অপরজন নগরীর বাসিন্দা পুরুষ বয়স (৩৫)।

তিনি আরও জানান, বুধবার শেবাচিমের মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে রাতে তিনজনের রিপোর্ট পজেটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর পরই ওই তিনজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী এবং তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করা হয়েছে।

সূত্রমতে, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত করোনায় আক্রান্ত ওই নার্স গৌরনদী উপজেলা হাসপাতালে তার দায়িত্ব পালন করেছেন। ফলে তার সংস্পর্শে আসা হাসপাতালের অন্যান্য স্টাফ ও রোগীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।

বরিশাল শেবাচিমের করোনা ইউনিটে ভর্তির এক ঘন্টার ব্যবধানে মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫১ বছর বয়সী এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার রাত ৯টার দিকে ভর্তির এক ঘণ্টা পর মারা যান তিনি।
মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার মিয়াজানপুর এলাকায়।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বরেন, বুধবার রাত ৯টার দিকে ওই রোগীকে মুমূর্ষ অবস্থায় তার স্বজনরা মেডিকেলে নিয়ে আসলে করোনার উপসর্গ থাকায় তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির এক ঘন্টার ব্যবধানে তার মৃত্যু হয়। ভর্তির সময় ওই রোগীর জ্ঞান ছিল না।

রোগীর স্বজনদের উদ্বৃতি দিয়ে পরিচালক বলেন, বেশ কিছুদিন ধরে ওই রোগী জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। সকালের পর থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলো কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক সিনিয়র স্টাফ নার্সের শরীরে করোনা শনাক্ত হওয়ায় বুধবার বিকেল থেকে স্বাস্থ্য কমপ্লেরে আন্তঃবিভাগ ও বহিঃবিভাগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে, ওই নার্সের বাসার আশেপাশের ২৫টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সায়্যিদ আমরুল্লাহ বলেন, করোনার উপসর্গ দেখা দেয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র এক স্টাফ নার্স (৪৫) এর নমুনা পরীক্ষার জন্য গত ৪ মে শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সর্তকর্তামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ ও বহিঃবিভাগ বন্ধ করে দেয়া হয়েছে। তবে জরুরী বিভাগ চালু রাখা হয়েছে।

বরিশালে করোনা নেগেটিভ ছাড়পত্র পাওয়া যুবকের করুন মৃত্যু

করোনা সন্দেহে ভর্তি হওয়ার পরে নেগেটিভ ছাড়পত্র নিয়ে বাড়ি গিয়ে রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বরগুনার আমতলী উপজেলার টিয়াখালি গ্রামের অনীল কুমারের ছেলে সুভাষ।

মৃতের পিতা জানান, কিছুদিন ধরে সুভাষের জ্বর ও শ্বাসকষ্ট হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৩ই মে রবিবার বরিশাল শেবাচিমের জরুরি বিভাগে নিয়ে আসেন তারা। এ সময়ে সুভাষকে লক্ষ্মণ দেখে করোনা ইউনিটএ পাঠিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।ভর্তি হওয়ার পর ২ দিন অতিবাহিত হলেও তার ধারে কাছে যায়নি হাসপাতালের কোন চিকিৎসক।সুভাষের অসুস্থতার কথা বার বার বললেও নাম মাত্র কয়েকটি প্যারাসিট্যামল আর গ্যাস্ট্রিকের ওষুধ ধরিয়ে দিয়ে গা মোছার কথা বলতেন পিপিই পরিহিত কিছু নার্স।এ সময়ে রোগীর শ্বাসকষ্টের কথা জানালেও অক্সিজেন লাগাতেও এগিয়ে আসেনি কেউ। ঘুমানোর জন্য একটি বালিশ ও দেইনি হাসপাতাল কর্তৃপক্ষ। রুমের ভিতরে নোংরা আবর্জনাও পরিস্কার করতে আসেনি কোন পরিচ্ছন্ন কর্মী।

৫ই মে সুভাষের করোনা টেস্টের নমুনা পরীক্ষার জন্য নিলে পরেরদিন তার নেগেটিভ ফলাফল আসলে তাকে নিয়ে বাড়ি যাওয়ার কথা জানান কর্তব্যরত চিকিৎসক। কিন্তু এ সময়েও সুভাষের তীব্র জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল।

করোনা নেগেটিভ ছাড়পত্র থাকার পরেও সুভাষকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি না করে নামমাত্র ঔষধ খাওয়ার পরামর্শ দিয়ে বাড়িতে নিতে বললে সুভাষকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয় তার পরিবারের সদস্যরা।

এ দিকে বাড়ির পথে রওয়ানা হওয়ার সময়ে সুভাষ তাদেরকে বারবার বলছিলো বাবা আমার বুকটা চেপে ধরে রেখেছে শ্বাস নিতে পারছিনা আমি। এ কথা শুনে চিকিৎসকের লিখে দেয়া ঔষধের উপরে আস্থাশীল গ্রামের অল্পশিক্ষিত সহজ সরল পিতা অনীল তাকে বলেন ডাক্তার বলেছে তুই এই ঔষধ খেলেই সুস্থ হয়ে যাবি। ৭ ই মে সকাল ১০ টার দিকে শ্বাসকষ্টের যন্ত্রণা সহ্য করতে না পেরে দুনিয়ার মায়া ত্যাগ করে সহজ সরল সুভাষ।

পরিবারের গাফিলতি ও সুচিকিৎসার অভাবে করোনা টেস্ট করে নেগেটিভ ছাড়পত্র হাতে নিয়ে শ্বাসকষ্ট ও জ্বরের অসহনীয় যন্ত্রণা আর মনের মধ্যে একবুকঅভিমান নিয়েই পৃথিবী ছেড়ে চলে গেলেন সুভাষ।

নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন দেশের চিকিৎসকরা।আবার কখনও কখনও ঘটে যাচ্ছে সুভাষের মত অবহেলায় মৃত্যুর ঘটনাও। এমন করে সুভাষের মত অবহেলার কারণে আর কাউকে কষ্ট পেয়ে যেন মরতে না হয় সে জন্য চিকিৎসা ব্যবস্থার মান উন্নত করার দাবি জানিয়েছেন সুভষের শোকাহত পরিবার।

বরিশালে ছাত্রলীগ কর্মী হত্যা : ফাঁসির দাবিতে মানববন্ধন

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের বাসিন্দা ছাত্রলীগ কর্মী ইমরান বেপারীর সকল হত্যাকারীকে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে বুধবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

সফিপুর ইউনিয়নবাসীর ব্যানারে বেলা এগারোটার দিকে স্থানীয় বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন নিহত ইমরানের পিতা আলতাফ বেপারী। তিনি বলেন, এই হত্যাকান্ড একজনের পক্ষে সম্ভব নয়। এ ঘটনার সাথে আরও লোক জড়িত রয়েছে। আমি সকল হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি করছে।

ইউপি চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী বলেন, পুলিশ মাত্র দুইদিনের মধ্যে চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূলরহস্য উদ্ঘাটনসহ মূল ঘাতক জুবরাজ খলিফাকে যেভাবে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন, তেমনি দ্রুতভাবে এ হত্যার সাথে জড়িত সকলকে গ্রেফতারের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।

নাম প্রকাশ না করার শর্তে ইমরানের প্রেমিকা ওই কলেজ ছাত্রী বলেন, তাদের প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে এলাকায় নানা অপপ্রচার চালিয়ে তাকে ব্লাক মেইল করার চেষ্টা করে একই গ্রামের জুবরাজ খলিফা (২৬)। তিনি আরও জানান, ঘটনারদিন গত ২৯ এপ্রিল রাত ১১টার দিকে ইমরান তার সাথে দেখা করার জন্য তাদের বাড়ির পাশে আসে। ওইসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা জুবরাজ ও তার ৩/৪জন সহযোগিরা ইমরানের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে ইমরান দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও জুবরাজ ও তার সহযোগিরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে ইমরান একটি ফসলি ক্ষেতের মধ্যে পরে যাওয়ার পর জুবরাজ ও তার সহযোগিরা তাকে (ইমরান) কুপিয়ে ও জবাই করে হত্যা করে।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাঈমুল হক জানান, নিহতের পিতা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে গত ৩০ এপ্রিল রাতে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রধান হত্যাকারী জুবরাজকে গত ১ মে গ্রেফতারসহ হত্যার কাজে ব্যবহৃত চাক্কু, রক্তমাখা জামা ও নিহত ইমরানের মোবাইল ফোন সেট উদ্ধার করেছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত জুবরাজ আদালতে হত্যাকান্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শেবাচিমে মাস্ক পূণঃব্যবহারের ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ডক্টরস্ এসোসিয়েশন। এবারে এ সংগঠনটির নিজস্ব অথ্যায়নে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পূণঃব্যবহারের সুবিধাথে স্থাপন করেছে ইউভি স্টেরিলাইজার মেশিন। মেশিনটি ইতো মধ্যে চালু করা হয়েছে। ফলে একটি মাস্ক একাধিকবার ব্যবহারের সুযোগ থাকছে। এতে করে অপচয়রোধ সম্ভব হয়েছে।

এদিকে রমজানের শুরুতেই কোয়ারেন্টাইনে থাকা হাসপাতালের ইন্টার্নী ডক্টর ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাঝে ইফতারী বিতরণ করেছে এই সংগঠনটি। পাশাপাশি করোনা ও আইসোলেশন ওয়ার্ডে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মি ও রোগীদের স্বজনের মাঝেও ইফতারী বিতরণ অব্যাহত রেখেছে ডা. সৌরভ সুতার ও নূরন্নবী তুহিনের নেতৃত্বাধীন আউটডোর ডক্টরস্ এসোসিয়েশন। বরিশালে করোনাভাইরাস প্রবেশের পর থেকে সংগঠনটির সেবামূলক এই সকল কর্মকান্ডে সহযোগীতার জন্য নেতৃবৃন্দ হাসপাতালের পরিচালক ডা. মোঃ বাকির হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সূত্র মতে, বরিশালসহ দেশে উন্নতমানর এন-৯৫ মাস্ক’র সল্পতা ও দামের উপর বিবেচনা করায় এ সকল মাস্ক একাধিকবার ব্যবহার করা সুরহৃ ব্যাপার হয়ে দাড়িয়েছে। এ অবস্থায় শেবাচিম হাসপাতালে একটি ইউভি স্টেরিলাইজার মেশিনের প্রয়োজনিয়তা দেখা দিয়েছে। ফলে আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের পক্ষ থেকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহৃত মাস্ক পুনঃব্যবহারের সুবিধার্থে একটি ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন করা হয়েছে। হাসপাতালের ২য় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে ( ব্লাড ব্যাংক) স্থাপন করা হয়েছে এই মেশিনটি।

আজ বুধবার মেশিনটি চালু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী তুহিন। তিনি বলেন, এই মেশিনের সাহায্যে একটি মাস্ক স্টেরিলাইজ করে (জীবাণুমুক্ত) একাধিকবার ব্যবহারের সুযোগ থাকছে। ইতো মধ্যে যে সকল মাস্ক ব্যবহার করা হয়েছে সেগুলো আবারও স্টেরিলাইজ করার প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এই মেশিনের সুবিধা ভোগ করবেন।

পর্যায় ক্রমে এটি জনসাধরনের সুবিধায় ব্যবহার করা হবে। তিনি মেশিনটি স্থাপনে সহযোগীতা করার জন্য তাদের সংগঠনের প্রধান উপদেষ্টা ও হাসপাতালের পরিচালক ডা. মোঃ বাকির হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে ১ম রমজানে আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের উদ্যোগে কেয়ারন্টাইনে থাকা হাসপাতালের দেরশতাধীন ইন্টার্নী ডাক্তার ও কলেজের আড়াই শতাধিক শিক্ষার্থী এবং করোনা সংক্রান্ত কাজে নিয়োজিত ডাক্তার, নার্স ও স্টাফদের মাঝে ইফতারি বিতরণ করেছেন।

এছাড়া এই সংগঠনের উদ্যোগে হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে কর্মরত চিকিৎসক, নার্স ও স্টাফ এবং রোগীর স্বজনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি ডা. সৌরভ সুতার। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আউটডোর ডক্টরস্ এসোসিয়েশন শুরু থেকেই সচেতনামূলক কাজ করেছে।

করোনা আক্রান্ত ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য সবক্ষনিক মেডিকেল (মোবাইল) টিম চালু রেখেছে। মেডিকেল টিমের মোবাইল নম্বর সমুহ বিভিন্ন প্রচার মাধ্যমে নিয়োমিত প্রচার করা হচ্ছে। এরপাশাপাশি খাবার ও ইফতার সামগ্রী বিতরণ অব্যহত রেখেছে। সংগঠনের এই সকল মানবতা ও সমাজসেবা মূলক কার্যক্রম নিজস্ব অথ্যায়নে সম্পূন্ন হচ্ছে।

বানারীপাড়ায় ইফতার ও শিশু খাদ্য বিতরণ করেছেন এমপি শাহে আলম

বানারীপাড়া:
বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিশু খাদ্য সামগ্রী ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মাদারঅব হিউম্যানিটি শেখ হাসিনার পক্ষে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বুধবার সকালে উপজেলার বাকপুর, চাখার ও সদর ইউনিয়নে এ শিশু খাদ্য ও ইমাম-মুয়াজ্জিনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, চাখার ইউনিয়ন চেয়ারম্যান খিজির সরদার, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, বানারীপাড়া ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী প্রমূখ।

বরিশালে ফরচুন সুজের পক্ষ থেকে দেড় সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ শাহাজাদা হীরা:
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পাশাপাশি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে। আজ ৬ মে বুধবার সকাল ১১ টার দিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশাল শিল্প নগরীতে ফরচুন সুজ লিমিটেড কারখানার সামনে আর্ন্তজাতিক মানের জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফরচুন সুজ লিমিটেড এর পক্ষ থেকে বরিশাল মহানগরীর দেড় সহস্রাধিক কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম ও ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমির হোসেন বিশ্বাস। এসময় প্রত্যেককে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, ছোলা বুট, পিয়াজ, চিনি, তেল, মাড়ি, খেজুর, মাক্স ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয় এবং পর্যায় ক্রমে নগরীর ১ হাজার ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পরে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান ফরচুন সুজের ফ্যাক্টরি পরিদর্শন করেন পাশাপাশি তাদের করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সুরক্ষা সেবা মেনে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন।

এসময় জেলা প্রশাসক সবাইকে আহবান জানায় যে, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না।

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ৫৩ হাজার টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হীরা:
বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ৬ মে বুধবার সকাল থেকে বরিশাল মহানগরীতে ১ টি মোবাইল কোর্ট টিম মাঠে অভিযান পরিচালনা করেন এসময় চৌমাথা মোড়, নথুল্লাবাদ, বাংলা বাজার, আমতলার মোড়, কাঠপট্টি বেটতলা বাজার, ফকির বাড়ি ও চকবাজার, গীর্জা মহল্লা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ বাজার মনিটরিং, জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি মেয়াদ উত্তির্ন পণ্য বিক্রয় করার অপরাধ পতিহত করার লক্ষ্যে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠান কে মোট ৫৩ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়।

নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ জিয়াউর রহমান। অভিযান পরিচালনাকালে এসময় ১৩০ টাকার হেক্সিসল ২০০ টাকায় বিক্রি করার অপরাধে সদর রোডের মেডিসিন প্লাস নামক একটি ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়। এসময় জানা যায়, সুমন মেডিকেল হল নামক একটি পাইকারি ঔষধের দোকান থেকে মূল্যবৃদ্ধির ফলেই মূলত পুরো বরিশাল শহরে হেক্সিসলের খুচরা মূল্য বেশি।

নগরীর ফকির বাড়ি রোডে সুমন মেডিকেল হলে গিয়ে দেখা যায়, ১১৫ টাকা পাইকারি মূল্যে কেনা হেক্সিসল (যার সর্বোচ্চ খুচরা মূল্য ১৩০ টাকা) ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। উপস্থিত একাধিক ফার্মেসি দোকানদার ও দোকান কর্মচারীদের সাথে কথা বলে সত্যতা নিশ্চিত করা হয়। এসময় দেখা যায় অন্যান্য পণ্যের বিক্রি রশিদ থাকলেও উর্ধ্বমূল্যে বিক্রির কারণে হেক্সিসল বিক্রির কোন রশিদ নেই। পরবর্তীতে সুমন মেডিকেল হলের প্রোপ্রাইটর রফিকুল ইসলাম অভিযোগ স্বীকার করে পরবর্তীতে আর এ ধরনের কাজ করবেন না বলে জানান।

হেক্সিসল অধিক মূল্যে বিক্রির জন্য এ সময় তাকে ভোক্তা অধিকার আইন ২০০৯ ধারা মতে ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, মূল্য তালিকা প্রদর্শন না করে একই পণ্য বিভিন্ন মূল্যে বিক্রি করার অপরাধে ফলপট্টি এলাকার দুটি ফলের দোকানকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা র‍্যাব-৮ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের আলাদা আলাদা দুটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

বরিশালে নারীসহ দুজনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

বরিশালে নতুন করে দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার শের-ই-বাংলা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এ দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, নতুন দুজন করোনা আক্রান্তের মধ্যে একজন উজিরপুর উপজেলার বাসিন্দা। তার বয়স ৪৮। অন্যজন মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা এক নারী (৬০)। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৪৬ জনে।

বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, আক্রান্ত দুজনের বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের অবস্থান ও কোন কোন স্থানে যাতায়াত করেছেন তা চিহ্নিত করার কাজ চলছে।