বরিশাল নগরীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ মোস্তাফা হাওলাদার (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে পাঠানো এক ইমেল বার্তার মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

ওই বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারি পুলিশ কমিশনার রবিউল ইসলাম শামিমের নেতৃত্বে একটি টিম নগরীর কাউনিয়া থানাধীন চর আবদানী ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতা মোস্তফাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।

বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, মাদক বিক্রেতা মোস্তফাকে গ্রেপ্তারের সময় তার সহযোগী সাইফুল ইসলাম পালিয়ে যায়। এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিবি পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত মোস্তফা ও পলাতক সাইফুলকে আসামি করে মামলা দায়ের করেছে।

বরিশালে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বরিশাল নগরীর বিমানবন্দর থানাধীন কাশিপুর এলাকা থেকে ৩২০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো- বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ড কাশিপুরের ইছাকাঠি এলাকার মানিক মিয়া নামক এক ব্যক্তির ভাড়াটিয়া আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা কয়েশ সরদার (৩৪) এবং তার সহযোগী কামাল সরদার (৩৫) ও রনি পাইক (৩২)।

রবিবার (২৬ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে পাঠানো এক ইমেল বার্তার মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

ওই বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) গভীর রাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ পরিদর্শক কমলেশ চন্দ্র হালদারসহ একটি টিম নগরীর ২৯নং ওয়ার্ড কাশিপুরের ইছাকাঠি এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় মানিক মিয়া নামক এক ব্যক্তির ভাড়াটিয়া বাসার একটি কক্ষ থেকে ওই তিন মাদক বিক্রেতাকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৩২০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

বরিশালে আরো ৮ জনের করোনা শনাক্ত

বরিশাল জেলায় ২৪ ঘন্টায় আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২৪ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- উজিরপুর উপজেলার ৩ জন, মুলাদী উপজেলার ১ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল নগরীর কাশিপুর ও কলেজ এভিনিউ প্রত্যেক এলাকার ১ জন করে ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ জন ইন্টার্ন চিকিৎসক।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৮ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উজিরপুরে ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেফতার

বরিশালের উজিরপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী সোহেল ও মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়- উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই রাতে এসআই মিজানুর রহমান, এএসআই বিল্লাল হোসেন, মহিউদ্দিনসহ একদল চৌকস পুলিশ ব্যপক অভিযান চালিয়ে উপজেলার বামরাইল ফিসারী রোডস্থ উঃমোড়াকাঠী নামক এলাকায় সাইফুল শেখের দোকান থেকে ১ শত পিস ইয়াবাসহ তাদের দুজনকে গ্রেফতার করেছে। এসময় বাকিরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বামরাইল ইউনিয়নের উঃমোড়াকাঠী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল ফরাজী(৩৮), কালিহাতা গ্রামের সান্টু হাওলাদারের ছেলে মুন্না হাওলাদার (২৪)। অভিযান চলাকালীন সময় সানুহার এলাকার মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ পালিয়ে যায়।

উল্লেখ্য- অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এসআই মিজানুর রহমান বাদী হয়ে শনিবার উজিরপুর মডেল থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ওই মাদক ব্যবসায়ীদের গ্রফতার করে জেল হাজতে প্রেরন করায় উজিরপুর মডেল থানার ওসি সহ সকল পুলিশকে সাধুবাদ জানান এলাকাবাসী।

সচেতন মহল আরো দাবী করেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের গডফাদারদের দ্রুত গ্রেফতার পুর্বক দূষ্টান্ত মুলক শাস্তি দেয়া হোক। তাহলেই এলাকা মাদক মুক্ত হবে এবং যুব সমাজ মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা পাবে।

ওসি মোঃ জিয়াউল আহসান জানান, মাদকের ব্যপারে কোন ছাড় নেই।মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় মামলা নেয়া হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকী জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

বরিশালে নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত, সুস্থ ৪৪

বরিশাল জেলায় নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং জেলায় আজ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি।

শুক্রবার (২৪ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- হিজলা উপজেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ১ জনসহ ৪ জন, উজিরপুর উপজেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ১ জনসহ ৩ জন, বাবুগঞ্জ উপজেলার ৩ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ২ জন, আগৈলঝাড়া উপজেলার ২ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, মুলাদী উপজেলার ১ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল নগরীর চাঁদমারি, সিএন্ডবি রোড, কাউনিয়া প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, গোরস্থান রোড, কালীবাড়ি রোড, নথুল্লাবাদ, রুপাতলি, কলেজ রোড, বগুড়া রোড, পুলিশ লাইন রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন, ব্যাংকে কর্মরত ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১ জন, জেলা পুলিশে কর্মরত ২ জন, র‍্যাব-৮ এ কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন নার্স ও ২ জন স্টাফ।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩৮ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কোরবানীর পশুর হাটে কোন প্রকার চাঁদাবাজী চলবেনা: ডিসি খাইরুল আলম

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পু্লশি কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেছেন, কোরবানীর পশুর হাটে কোন প্রকার চাঁদাবাজী চলবেনা। সরকার নির্ধারিত নির্দিষ্ট খাত ব্যাতীত অন্য কোন ফান্ডে চাঁদা দেয়া যাবেনা। কোরবানীর পশুর হাটে কেউ কোন রকম হয়রানির শিকার হলে সাথে সাথে পুলিশকে অবহিত করুন। আপনাদের যে কোন প্রয়োজনে পুলিশ সব সময় আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বরিশাল কাউনিয়া থানায় কাগাশুরা ও বটতলা বালুর হাটের হাট কমিটির নের্তৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,ব্যাবসায়ীক সুনাম বৃদ্ধির জন্য স্বাস্থ্য বিধি মেনে নির্দিষ্ট দুরত্বের খুঁটিতে পশু বেঁধে রেখে হাট পরিচালনা করুন।মহামরি করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও হ্যান্ডগ্লোভস পরিধান করে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজে চলুন, অন্যকে চলতে সহায়তা করুন।কোরবানীর পশুর হাটে কেউ চাঁদা দাবী করলে সাথে সাথে পুলিশকে অবহিত করুন।পুলিশ তৎক্ষনিক ব্যাবস্থা নেবে,আপনাদের পাশে থেকে সব রকম সহযোগিতা করবে।

মতবিময় সভায় আরও উপস্থিত ছিলেন, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল হালিম,অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম,পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ লোকমান হোসেন প্রমুখ।

বরিশাল-ঢাকা নৌ রুটের লঞ্চে অসুস্থ যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা

করোনার সংক্রমণ এড়াতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চে অসুস্থ যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। এছাড়াও লঞ্চে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে নির্দেশ দেয়া হয়েছে।

বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ-প্রশাসনের এক যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেয়া হয়।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন, লঞ্চ মালিক সমিতি কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) আজমল হুদা মিঠু সরকার, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মো. শাহজাহান এবং লঞ্চ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ঈদ যাত্রায় করোনার সংক্রমণ এড়াতে লঞ্চগুলোকে যাত্রার পূর্বে এবং যাত্রা শেষে অবশ্যই জীবাণুনাশক পানি স্প্রে মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সকলের যাত্রীদের মাস্ক এবং যথাযথ সুরক্ষার সামগ্রীর ব্যবহার নিশ্চিত করা, লঞ্চের ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন করা, যাত্রার আগে যাত্রীদের টিকেট সংগ্রহ করা, তৃতীয় শ্রেণির যাত্রীদের শারীরিক দূরত্ব বজায় রেখে ডেকে বসার ব্যবস্থা করা, টার্মিনালের বাইরে তৃতীয় শ্রেণির যাত্রীদের জন্য আলাদাভাবে টিকিট কাউন্টারের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়। এই সিদ্ধান্ত অমান্যকারী লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয় ওই সভায়।

বরিশালে ক্লু লেস রুমান হত্যা মামলার রহস্য উন্মোচন করলো পুলিশ, গ্রেফতার ২

বরিশালে ক্লু লেস রুমান হত্যা মামলার ঘটনায় অবশেষে জট উন্মোচন হয়েছে। এই ঘটনায় রুমানের বন্ধু আসলাম ও তার স্ত্রী খাদিজাকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। পাশাপাশি হত্যা কান্ডে ব্যবহৃত একটি ছুড়িও উদ্ধার করা হয়েছে। টানা তিন মাস ধরে এই হত্যা পরিকল্পনা করা হয়েছিলো বলে পুলিশের কাছে জানিয়েছে গ্রেফতার হওয়া দম্পত্তি।

শুক্রবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ২৯ জুন রাত ১০টায় নগরীর চাঁদমারি এলাকা থেকে অটোচালক রুমান জমাদ্দারের অটো ভাড়া নিয়ে বন্ধু আসলাম ও তার স্ত্রী খাদিজা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায়। দুই দিন যাবৎ খোঁজ খবর না পেয়ে রুমানের খালা সুমি বেগম পহেলা জুলাই থানায় একটি সাধারণ ডায়েরী করেন এবং অটোরিকশা মালিক মাহিদুল ইসলাম একই দিনে একটি চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা এসআই আল-আমীন তদন্তের এক পর্যায়ে বাকেরগঞ্জের শর্ষী ফাড়ি এলাকা থেকে রং পরিবর্তন করা অবাস্থায় অটোরিকশাটি উদ্ধার করেন ও একই উপজেলার ফরিদপুর ইউনিয়ন এর বাকরদা গ্রামের আক্কাস খানের বাড়ি থেকে ১০ জুলাই আসলাম ও তার সহযোগী স্ত্রী খাদিজাকে গ্রেফতার করেন অতঃপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বহু নাটকিয়তা শেষে রুমানকে হত্যায় ব্যবহৃত ছুড়ি উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে ওই দম্পতি হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে বলেন, ঐদিন বাকেরগঞ্জ থানাধীন রুমানকে রাঙামাটি নদীর পাড়ে নিয়ে অটোরিকশাটি আশি হাজার টাকায় বিক্রির কথা বললে রুমান বলেন, অটোরিকশা মালিকের সাথে কথা বলতে। একপর্যায়ে রুমানকে কিছু বুঝে উঠতে না দিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই করে পেট কেটে নদীতে ফেলে দেই। তিনমাস ধরে এই হত্যা পরিকল্পনা করে আসছিল বলে পুলিশের কাছে আরো জানিয়েছেন এই দম্পত্তি।

বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বরিশালের নদীর পানি

উজানের পানির চাপের কারণে বরিশালে বাড়তে শুরু করেছে স্থানীয় কয়েকটি নদ-নদীর পানি। যা বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ শুক্রবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত হিসেব অনুযায়ী ভোলার দৌলতখানে সুরমা-মেঘনা নদীর পানি ৪৯ সেন্টিমিটার, বরিশালের কীর্তনখোলা নদীর পানি ৯ সেন্টিমিটার, ঝালকাঠির বিষখালী নদীর পানি ৭ সেন্টিমিটার, হিজলার ধর্মগঞ্জে নদীর ২ সেন্টিমিটার, বেতাগীর বিষখালী নদীর পানি ৫ সেন্টিমিটার ও বামনার বিষখালী নদী পানি বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয়ভাবে জানা গেছে, বরিশালের বিভিন্ন উপজেলার সন্ধ্যা, কালাবদর ও তেতুলিয়া এবং ঝালকাঠির সুগন্ধা, রাজাপুরের বিষখালী নদী তীরবর্তী এলাকায় কিছুটা ভাঙন দেখা দিয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম জানান, প্রবল স্রোত আর উজানের পানির চাপের কারণে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। যা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কয়েক যুগের রেকর্ড ভেঙ্গে বরিশালে ডিবি পুলিশের সফল অভিযান

বাংলাদেশের অন্যতম মহানগরী বরিশাল । ১৯৮৫ সালে একে প্রথম শ্রেনীর পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০০২ সালে “বরিশাল সিটি কর্পোরেশন (সংশোধন) আইন ২০০২” এর মাধ্যমে বরিশাল পৌরসভা বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত হয় এবং ২০০৮ সালে বরিশাল জেলা ভেঙে বরিশাল মেট্রোপলিটন পুলিশ গঠন করা হয়।

সেই ১৯৮৫ সাল থেকে এই শহরের ছোট ছোট আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। প্রশাসন আসে প্রশাসন যায়, রাজনৈতিক দল ও নেতা বদলায় কিন্তু এই বরিশাল শহরের কোতোয়ালী মডেল থানার ১ কিলোমিটারের মধ্যে অবস্থিত নাম মাত্র হোটেলগুলোতে যে অসামাজিক কার্যক্রম চলে অদৃশ্য হাতের ইশারায় তাতে কোনো ভাটা পড়ে না। যুগের পর যুগ চলছে বাধাহীনভাবে। পুলিশ সকালে রেইড দেয় বিকালে আবার বিকিকিনি শুরু হয়।

অবশেষে বরিশালবাসীর জন্য আশীর্বাদ হিসেবে আবির্ভূত হলেন বিএমপি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার। তার সরাসরি নির্দেশনায় সদ্য যোগদানকৃত উপ- পুলিশ কমিশনার (ডিবি) মঞ্জুর রহমান ও অত্যন্ত পেশাদার কর্মকর্তা অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিমের (ডিবি) এর নেতৃত্বে হোটেলের এই অসামাজিক কার্যক্রম সমূলে বিনাশ করার নতুন মিশন হয়।

এই মিশনে হোটেলের মালিক, ভবন মালিক এবং ম্যানেজারকে আসামী করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১২(২)/১৩ ধারায় মামলা রূজু শুরু হয় আর উদ্ধাকৃত মহিলাদেরকে সাক্ষী করা হয়।

গত জুলাই প্রথম এই অপারেশন শুরু হয় এবং এ আইনে মামলা হয়। এই এক মামলার পরেই পুরো বরিশাল মহানগরীর যে সকল আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলতো তা প্রায় বন্ধ হয়ে যায়। এমনকি হোটেল মালিকরা হোটেল তালাবদ্ধ করে পালিয়ে বেড়াচ্ছে এবং ব্যবসা পরিবর্তনের উপায় খুঁজছে। যদিও চুপিসারে এখনো কেউ কেউ ব্যবসা অব্যাহত রেখেছে বলে গুঞ্জণ আছে। তবে শিঘ্রই তারাও আইনের আওতায় আসবে বলে নিশ্চিত করেছে বিএমপি সদর দপ্তর।

বিএমপি পুলিশ কমিশনার, নবাগত উপ- পুলিশ কমিশনার এবং মোঃ রেজাউল করিম অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) কে এমন উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন সচেতন নগরবাসী। বরিশাল বাসী নিঃস্বার্থ ভালোবাসায় জড়িয়ে রাখবে অনাদি- অনন্ত। এমন কামনা করে এই অভিযানের সাফল্য কামনা ও পুলিশের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকুক এমন প্রত্যাশা করেন তারা।