বরিশালে চার এ্যাম্বুলেন্স মালিককে জরিমানা

শামীম আহমেদ ॥ ফিটনেস, ট্যাক্স টোকেন এমনকি চালকেরও নেই কোনো মোটর ড্রাইভিং লাইসেন্স। আবার যে যানটি এ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা আসলে কোনো এ্যাম্বুলেন্স নয়। এ্যাম্বুলেন্সের কোনো সুবিধাও নেই। লক্কর ঝক্কর মাইক্রোবাসে কোনোমতে একটি ট্রলি সিট বসিয়ে ব্যবহার করা হচ্ছে এ্যাম্বুলেন্স হিসেবে।
এমন পরিস্থিতিতে রবিবার দুপুরে শেবাচিম হাসপাতাল চত্বরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ১২টি এ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে চারটির কোনো বৈধ কাগজপত্র পায়নি তারা। এ কারণে ওই চারটি কথিত এ্যাম্বুলেন্স মালিকের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান টের পেয়ে অনেক চালক এ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে গেছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তী রায়। বিআরটিএ এবং মেট্রোপলিটন পুলিশ অভিযানে সহায়তা করেন।
একইদিন দুপুরে মূল্য তালিক প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ-মরিচ ভাঙ্গানো এবং এমআরপি না থাকার অপরাধে আট দোকানীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। নগরীর পোর্ট রোডের এ অভিযানে ১৭ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকারের বিভাগীয় সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও জেলা সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া অভিযান পরিচালনা করেন।

বরিশাল নৌবন্দরের তিনকর্মী বরখাস্ত ॥ কর্মকর্তাকে বদলী

শামীম আহমেদ ॥ নদীবন্দরে বিক্রি করে দেওয়া টিকিট সংরক্ষণের ঘটনা দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে ধরা পরার পর বিআইডব্লিউটিএ’র বরিশালের তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে বদলী করা হয়েছে।
রবিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র পরিচালক ওয়াকিল নেওয়াজ। সূত্রমতে, বরখাস্তকৃতরা হলো-শুল্ক আদায়কারী ফারুক সরদার, মাসুদ হোসেন খান এবং মনির হোসেন। ২ জুলাই এক অফিস আদেশে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অর্থ আত্মসাতের’ অভিযোগ ওঠায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরপূর্বে গত ২৮ জুন বরিশাল নদীবন্দরে অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে নদী বন্দরের ২ নম্বর কাউন্টারে বিক্রি করা ৮৬৩টি টিকিট ড্রয়ার ও ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, ওইসব টিকিট যাত্রীদের কাছে ফের বিক্রি করার জন্য রাখা হয়েছিল। অপরদিকে এক নম্বর কাউন্টারে বিক্রি হওয়া টিকেটের দামের চেয়ে বেশি টাকা পাওয়া যায়। একই টিকিট একাধিকবার বিক্রি করায় বাড়তি টাকা আদায় করা হয়েছে বলে দুদক কর্মকর্তাদের ধারণা। বিআইডব্লিউটিএ’র পরিচালক ওয়াকিল নেওয়াজ বলেন, এ ঘটনায় ইতোমধ্যে বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে বদলী করা হয়েছে।

ঈদ যাত্রা ॥ রাস্তায় পার্কিং করতে পারবে না থ্রি হুইলার

বরিশাল অফিস:
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশাল বাস মালিক ও শ্রমিকদের সাথে সমন্বয় সভা করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ জেলা বাস মালিক গ্রুপের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ট্রাফিক) খলিলুর রহমান, বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাসরেক বাবলু, সাধারণ সম্পাদক কিশোর কুমার দে, বরিশাল জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন প্রমুখ। সভা শেষে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জানান, পদ্মা সেতু চালুর পর বরিশালে যানবাহনের চাপ বেড়েছে তিনগুন। এমতাবস্থায় আসন্ন ঈদ-উল-আযহায় ঘরে ফেরা মানুষদের যাত্রা নির্বিঘ্ন করতে সভায় নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে থ্রি হুইলার রাস্তায় পার্কি করতে পারবে না। ঢাকা সহ উত্তরাঞ্চল থেকে বরিশালে আসা যানবাহনের কারণে এসব থ্রি হুইলার যানবাহন দুর্ঘটনার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। ঈদ করতে এসে যাতে কারও প্রাণহানি না হয় সেদিকে কঠোর নজরদারি থাকবে আমাদের। তিনি বলেন, থ্রি হুইলার পার্কিং করতে না দেওয়ার পাশাপাশি যাত্রী পূর্ণ করে টার্মিনাল থেকে গাড়ি বের হবে, কাউন্টার ব্যাতিত কোথাও টিকেট বিক্রি হবে না, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না, অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না ও নিজস্ব স্বেচ্ছাসেবী থাকতে হবে। এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়।

প্রজ্ঞা ফাউন্ডেশনের আয়োজনে বরিশালে উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা-২০২২ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
বরিশালে স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন “প্রজ্ঞা ফাউন্ডেশন” এর আয়োজনে ও “বরিশাল বিসিক শিল্প মালিক সমিতি” এর পৃষ্ঠপোষকতায় ০২ জুলাই ২০২২, রোজ শনিবার বরিশাল সদর রোডস্থ কীর্তনখোলা মিলনায়তনে তরুন উদ্যোক্তাদের নিয়ে একটি মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন-
বিসিক শিল্প মালিক সমিতি এর সাধারণ সম্পাদক ও জেআইবি এগ্রো ফুড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহীম খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন-
বরিশাল বিসিক শিল্প মালিক সমিতি এর কোষাধ্যক্ষ ও বিসমিল্লাহ পলিমার ইন্ডাস্ট্রি এর স্বত্তাধিকারী নাজমুন নাহার রিনা;
বিসিক শিল্প মালিক সমিতি এর শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হোসেন তালুকদার;
সাঈম এগ্রো ফার্ম এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম শামীম।
মেট্রোপলিটন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও এফএফএল বিডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মামুনুর রশীদ নোমানী।
কৃষক বাড়ী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফেরদৌস আহমেদ সহ অনেকে।
অনুষ্সঠানে ভাপতিত্ব করেন প্রজ্ঞা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও উর্বশী এনজিও এর নির্বাহী পরিচালক লিলা দত্ত।
সঞ্চালনায় ছিলেন প্রজ্ঞা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং প্রজ্ঞা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী সুভাশীষ দাস সুভাষ।
সকাল ৯:৩০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত উক্ত অনুষ্ঠানে উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন আলোচনা করেন বরিশালের ১৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠকরা, নিজস্ব অনুভূতি ও মত বিনিময় আলোচনা করেন অংশগ্রহনকারী উদ্যোক্তারা, ব্যাংকিং সুযোগ-সুবিধা বিষয়ক আলোচনা করেন আইএফআইসি ব্যাংকের প্রতিনিধি মাহাবুবা শারমিন কলি, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা তাদের অভিজ্ঞতা ও দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন।
এছাড়া অতিথিদের সম্মাননা প্রদান, তরুন উদ্যোক্তাদের সম্মাননা প্রদান সহ দুপুরের মহাভোজ অনুষ্ঠিত হয়। সবশেষে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ এর মাধ্যমে উক্ত আনন্দঘন মিলনমেলা ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
উল্লেখ্য, প্রজ্ঞা ফাউন্ডেশন বরিশালে ০৫ বছরের বেশি সময় যাবৎ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সামাজিক, মানবিক, আত্ম উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বরিশাল বিসিসি সাবেক কাউন্সিলর বাবুল মোল্লা মৃত্যুর তিনদিন পর হত্যা মামলা নিলো পুলিশ

শামীম আহমেদ, ॥

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও বিসিসি ২৭ নং সাবেক ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন বাবুল মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার সহ ন্যায় সুষ্ট তদন্তের মাধ্যমে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা এবং এ মামলার সুষ্ট তদন্ত করা নাহলে বরিশাল মহানগর বিএনপি নগরবাশিদের সাথে নিয়ে বাবুল মোল্লার হত্যার বিচারের দাবীতে নগরীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে উল্লেখ করে আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের নিকট স্বারকলিপি প্রদান করেন।

আজ রোববার (৩) জুলাই বেলা ১১টায় জেলা প্রশাসক দপ্তরে বাবুল মোল্লার হত্যাকারীদের বিচারের দাবীতে এ স্বারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য ও আইন বিষয়ক সম্পাদক এ্যাড,আবুল কালাম আজাদ, সদস্য এ্যাড,হুমাউন কবির মাসুদ সহ আহবায়ক কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বরিশাল সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দিন বাবুল মোল্লাকে হত্যার অভিযোগ এনে তিনদিন পর থানায় মামলা হয়েছে। ঘটনার তিন দিন পরে শনিবার (২ জুলাই) অভিযোগ এজাহার হিসেবে গ্রহন করা হয়েছে।

মামলায় নগরীর জর্ডন রোড এলাকার গেইন ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারের মালিক এস এম রফিকুল ইসলাম এবং তার ভাই এসএম মুশফিকুর ইসলামের নাম উল্লেখ এবং আরো চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ২ জুলাই দায়ের হওয়া মামলা নম্বর ১১।

মামলার বাদী হয়েছেন নিহতের ভাই কামাল মোল্লা। মামলাটি তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে থানার উপ-পরিদর্শক মেহেদী হাসানকে। বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় বাদী অভিযোগ এনেছেন, রোগী ধরার দালাল ও ডায়াগনস্টিক সেন্টারের লোকজন মিলে মারধর করে সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বাবুল মোল্লাকে নির্মমভাবে মারধর করায় এতে গিয়াসউদ্দিন বাবুল মোল্লার মৃত্যু হয়। অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের পর এসআই মেহেদী হাসানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে সবকছিু বেড়িয়ে আসবে বলেন ওসি।

প্রসঙ্গত, বুধবার (২৯ জুন) দুপুরে বরিশাল নগরীর জর্ডন রোডের গেইন ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারের রোগী ধরা দালালদের সঙ্গে বাগবিতন্ডার জের ধরে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা গিয়াসউদ্দিন বাবুল মোল্লাকে মারধর করা হয়। পরে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে চাপা দেয় দালালরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বরিশালে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও বিসিসি সাবেক ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন বাবুল মোল্লার হত্যাকারী দালাল নির্ভর গেইন ডায়েগণস্টিক সেন্টারের মালিক, কর্মচারি এবং রোগি ধরা দালাল চক্রের নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাবুল মোল্লা হত্যা মামলা থানা নিতে গড়িমশি করার প্রতিবাদে বরিশাল নগরবাশি ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২) জুলাই নগরীর প্রাণকেন্দ্র বীরশ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক (সদররোডে ঘন্টাকাল ব্যাপি একর্মসূচি পালিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ও ৭১’ রনাঙ্গনের মুখপাত্র দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক নুরুল আলম ফরিদের সভাপতিত্বে গিয়াস উদ্দিন বাবুল মোল্লার হত্যাকারীদের বিরুদ্ধে থানায় দ্রুত মামলা গ্রহন করে আসামীদের গ্রেফতারের দাবী জানিয়ে ও মানববন্ধন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল চেম্বারর্স অব কমার্স সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন,বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি সদস্য সচিব ও বিসিসি কাউন্সিলর এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ,দৈনিক বরিশাল বার্তার সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, বিএনপি যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, বরিশাল মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড, শাহ্ আমিনুল ইসলাম আমিন, সাবেক কাউন্সিলর আ.ন.ম সাইফুল আহসান আজিম,বরিশাল মহানগর মহিলা দল সাধারন সম্পাদক পাপিয়া পারভীন,মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মসিইর রহমান মঞ্জু, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড,মাযহারুল ইসলাম জাহান,এলাকাবাশি নাসির উদ্দিন,গিয়াস উদ্দিন পলাশ,জাহিদ তালুকদার,মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড, রেজাউল করিম রনি, নিহত বাবুল মোল্লার বড় ভাই সালাউদ্দিন মোল্লা।

এসময় আরো উপস্থিত ছিলেন বাবুল মোল্লার অন্য সহদর মামলার বাদী কামাল উদ্দিন মোল্লা,খায়রুজ্জামান মোল্লা,নুরে আলম বাদল মোল্লা সহ মহানগর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন সমাবেশে নিহত বাবুল মোল্লার ভাই আক্ষেপ করে বলেন, আমরা একজন পুলিশ কর্মকর্তার ছেলে হয়েও আজ থানায় আমার ভাইর হত্যাকারীদের বিরুদ্ধে রহস্যজনক ও উপর মহলের নির্দেশ রয়েছে বলে তারা মামলা গ্রহন করছেন না।

তিনি অরো বলেন আমার ভাই বাবুল মোল্লা একটি অসহায় পরিবার ডাঃ অমিতাভ সরকারের রোগিকে তথাকথিন গেইন ডায়েগণস্টিকে নিয়ে গেলে সেখানে রোগীদের কান্নাকাটি দেখে বাবুল মোল্লা একজন সাধারন মানুষ হিসেবে বিষয়টি জানতে চাইলে ওই ডায়েগণস্টিকের মালিক,ও তার ভাই সহ দালালরা তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্য করে পরে একটি অটো গাড়ীর সামনে ফেলে দূর্ঘটনার নাটক তৈরী করে।

আমরা পুলিশ পরিবারের সন্তান হয়ে পুলিশের কাছে দাবী জানাই তারা আমাদের হত্যা মামলা গ্রহন করে দ্রুত সময়ে হত্যাকারীদের গ্রেফতার করে সুষ্ট তদন্ত করা হোক।

এসময় বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী বলেন, দিনের বেলায় প্রকাশ্যে একজন সাধারন মানুষকে নগরীর রোগীর দালাল চক্রের সদস্যরা বাবুল মোল্লার মত একজন সমাজসেবককে নির্মম নির্যাতন করে হত্য করার পরও যদি থানা পুলিশ মামলা গ্রহন করেননি।

তাহলে আমরা কি বুঝব পুলিশ প্রশাসন আজ রোগীর দালাল চক্রের অনৈতিক টাকা আয়ের কাছে অসহায় জিম্মি হয়ে গেছে।

মনিষা আরো বলেন বরিশালে প্রতিদিন ভূয়া ডায়েগণস্টিক সহ তাদের পালিত দালালদের কাছে পড়ে সাধারন দূর-দুরান্ত থেকে আসা রোগীরা সর্বশান্ত হচ্ছে পুলিশ প্রশাসন সব কিছু জেনেও তাদের বিরুদ্ধে কোন ব্যাস্থা গ্রহন করছেন না।

তিনি বাবুল মোল্লার মামলা গ্রহন করে হত্যাকারীদের গ্রেফতার করে বরিশাল নগরীর এই রোগী ধরা দালাল পালনকারী সহ তাদের ঘাটি উদঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় না আনা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

মানববন্ধন কর্মসূচি বিক্ষোভ সমাবেশে বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব ও বিসিসি কাউন্সিলর এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ বলেন, এখন পর্যন্ত থানা পুলিশ বাবুল মোল্লার হত্যার মামলা নিতে বিভিন্ন টালবাহানা করছে কি কারনে করছেন তারাই ভাল বলতে পারবেন।

এব্যাপারে আমরা বরিশাল জেলা প্রশাসক,মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ স্বরাষ্ট্রমন্ত্রী,স্বাস্থ্য মন্ত্রালয় ও আইজিপি বরাবর স্বারকলিপি দিয়ে অবহিত করব।

এরপরেও পুলিশ প্রশাসনের টনক না নড়ে তাহলে আমাদের দল বিএনপি বরিশাল নগর বাশিদের সাথে নিয়ে বৃহত্তর কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন।

দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট খ্যাত গৌরনদীর বহুল আলোচিত মাদক ব্যবসায়ী হীরা মাঝি গ্রেফতার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীর বহুল আলোচিত মাদক ব্যবসায়ী, দেশের দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট খ্যাত কুখ্যাত মাদকের কারবারি, এ অঞ্চলের সেরা মাদকের আমদানি কারক ও ডিলার, গৌরনদীসহ দেশের বিভিন্ন স্থানের অসংখ্য মাদক মামলার পলাতক আসামী হীরা মাঝি (৪৫)কে পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করেছে। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনায় এলাকাবাসী স্বতস্ফুর্তভাবে থানা পুলিশকে সাধুবাদ জানাচ্ছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, থানার ওসি মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে এসআই রেদওয়ান হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গৌরনদী-গোপালগঞ্জ ভায়া আগৈলঝাড়া-পয়সার হাট সড়কের উপজেলার মোল্লাবাড়ি বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় চেকপোষ্ট পরিচালনা করছিলেন। এ সময় আগৈলঝাড়ার দিক থেকে এসে একটি ভাড়ার মোটরসাইকেল যোগে সে ওই চেকপোষ্ট অতিক্রম করছিল। পুলিশ তখন চিনতে পারায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বাড়ি উপজেলার ২নং বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে। সে ওই গ্রামের ইঙ্গুল মাঝির ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, গ্রেফতার হওয়া হীরামাঝি দেশের দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট খ্যাত কুখ্যাত মাদকের কারবারি, সে এ অঞ্চলে মাদকের সবচাইতে বড় ডিলার। তার মাধ্যমে দেশের দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা ও থানা এলাকায় ফেনসিডিল ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তার লাভ করে। গৌরনদী উপজেলার বহুল আলোচিত এ মাদক ব্যবসায়ীর দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট হিসেবে বেশ কুখ্যাতি রয়েছে। তার নামে গৌরনদী থানায় ১০টি মাদক মামলাসহ রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অসংখ্য মাদক মামলা বিচারাধীন রয়েছে। সে অনেকগুলো মামলার পলাতক আসামী। গৌরনদী মডেল থানাসহ দেশের বভিন্ন থানায় তার নামে একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারি পরোয়ানা বলেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধারনা করা হচ্ছে মাদকের কোন বড় চালান পাচার করে ওই রাতে সে ওই সড়ক ধরে ফিরছিল। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। থানা হাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
ওসি আরো জানান, মাদক সম্রাট হীরা মাঝি গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে, মোবাইল ফোনে ও স্ব শরীরে থানায় এসে গৌরনদী মডেল থানা পুলিশকে সাধুবাদ জানাচ্ছে।

বরিশালে করোনা সংক্রমণ প্রতিরোধে ক্যাম্পেইন

বরিশাল নগরীর কাশিপুর স্কুল এন্ড কলেজে ‘করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা গ্রহণের গুরুত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন’ বিষয়ক সচতেনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ’র সহযোগীতায়  শনিবার সকালে জেলা তথ্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাশিপুর স্কুল এন্ড কলজের অধ্যক্ষ মো. মামুন অর রশীদ। সহকারী শিক্ষক মনিকা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে জনসচতেনতামূলক পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন উপস্থাপন করনে তথ্য দপ্তরের সহকারী তথ্য অফিসার লেলিন বালা।

পরে কোভডি-১৯ ও পদ্মা সেতু নিয়ে কুইজ প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পদ্মা সেতু দিয়ে ইতিহাসের স্বাক্ষি হয়ে তিন ঘন্টায় বরিশালে আসতে পারায় খুশি যাত্রী ও চালকরা

শামীম আহমেদ, ॥

দক্ষিাঞ্চলবাশির স্বপ্নের পদ্ধা সেতু চালু হওয়ার সাথে বরিশাল অঞ্চলের যাত্রীরা মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টায় নগরের কেন্দ্রীয় বাস টারমিনাল নতুল্লাবাদে পা রাখতে পাড়ায় তারা আনন্দিত।

স্বপ্নের সেতুর প্রথম দিনে একটু যান-বাহনের চাপ থাকার কারনে টোলঘড় স্থানে একটু বিলম্বিত হওয়া সত্বে যাত্রীদের মাঝে ছিল ভিন্ন রকম আনন্দ্র তারা পদ্ধার পানির পানির উপর থেকে ভেসে নয় এবারই প্রথম ইতিহাসের স্বাক্ষি হয়ে থাকার জন্য পদ্ধার পানির উপর নির্মিত সেতু দিয়ে নিজ গন্তব্যে আসতে পারায় জীবনে এক নতুন আনন্দ পেয়েছে বলে বরিশালে আসা বিভিন্ন গাড়ির মহিলা ও পুরুষ যাত্রীরা এভাবেই তারা তাদের অভিমত প্রকাশ করেন।

আজ রোববার বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টারমিনালে সর্ব প্রথম বে-সরকারী এসি সাকুরা পরিবহন ঢাকার সায়েদাবাদ বাস টারমিনাল থেকে সকাল সাড়ে ৫টায় ৪০ জন যাত্রী নিয়ে বরিশালে যাত্রা করে।

তবে এখানে এসে সাকুরা পরিবহনের গাড়িটি টোল ঘড়ে বিভিন্ন গাড়ির জ্যাম থাকার কারনে টোল নিতে একটু বিলম্ব হওয়ার কারনে প্রায় তাদের তিনঘন্টার মত দেরি হওয়া সত্বেও তারা বরিশালে সোয়া ১০টায় যাত্রীদের নিয়ে আসেন।

আবার তারা পুনরায় সকাল ১১টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্যেশে যাত্র করেন বলে বরিশাল সাকুরা কাউন্টার ইনচার্জ ও বরিশালে সবার আগে যাত্রী নিয়ে আসা সাকুরা পরিবহনের সুপারভাইজার নাসির এতথ্য প্রদান করেন।

সাকুরা পরিবহনের অপর গাড়ি সকাল সাড়ে ৬ টায় ঢাকার গাবতলী থেকে বরিশালে আসা যাত্রীদের নিয়ে তারা তিন ঘন্টার মধ্যে নতুল্লাবাদ পৌছে দেন। একই সময় দেখা গেছে সাকুরা পরিবহন কাউন্টারে ঢাকাগামী যাত্রীদের প্রচন্ড চাপ রয়েছে।

এছাড়া ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে আসা ইলিশ পরিবহনের চালক মোখলেস বলেন, টোল ঘড়ে প্রথম দিন ভিড় খাকার পরেও সে তার যাত্রীদের নিয়ে তিন ঘন্টায় বরিশালে আসতে পারায় আনন্দিত।

এসময় তিনি অভিযোগ করে বলেন তারা ইচ্ছে করলে আরো দ্রুত কম সময়ে বরিশালে আসতে পারেন কিন্ত পারেন যদি বরিশালে আসার সড়কগুলো আরো প্রশস্থ করা হয়।

একইতো সড়কে জায়গা কম তার উপরে বিভিন্ন ছোট যানবাহন থাকার কারনে তাদের দ্রুত আসার ক্ষেত্রে বড় সমস্যা মোকাবেলা করতে হয়।

এদিকে পদ্ধা সেতু চালু হওয়ার সাথে সাথে দীর্ঘদিন বন্ধ থাকা গ্রীন লাইন এসি পরিবহন কর্তৃপক্ষ প্রথম দিনে ৪০ ও ২৭ সিটের ১২টি গাড়ি চালু করেছে।

বরিশাল গ্রীনলাইন কাউন্টার ইনচার্জ হাসান সরদার বাদশা জানান তাদের মালিক ব্রান্ড এসকানিয়া ও ম্যান নামের গাড়িগুলো জার্মান থেকে আমদামী করেছে। এছাড়া ভলবো নামের গাড়িগুলো সুইডেন থেকে আমদানী করেছে।

তারা প্রথম দিনে বরিশালে ১২টি গাড়ি দিয়ে সার্ভিস শুরু করেছে। তাদের ৪০ সিটের এসি গাড়ির জন প্রতি ভাড়া ৭শত৫০ টাকা করে নিচ্ছেন।

অপরদিকে ২৭ সিটের এসি গাড়ির ভাড়া জন প্রতি ১০০টাকা করে নির্ধারন করার পরও ঢাকা থেকে তাদের গাড়ি ছেড়ে ছেড়ে আসে।

গ্রীন লাইন পরিবহনের চালক ইয়াসিন জানায় সকাল সাড়ে ৬ টায় ঢাকার আরামবাগ থেকে ছেড়ে আসার পর তাদের গাড়ি ৪০ মিনিট টোল ঘড়ে বিলম্ব হওয়ার পরও তারা তিন ঘন্টায় বরিশালে আসতে পেরেছে।
অপরদিকে সরকারী বিআরটিসি কাউন্টারে ঢাকাগামী যাত্রীদের দেখা গেছে প্রচুর ভীড়। তারাও টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার জন্য অপেক্ষা করছেন।

এব্যাপারে বরিশাল বিআরটিসি ডিপো ইনচার্জ ম্যানেজার মোঃ জাহাঙাগীর আলম বলেন,বলেন তারা এবার বরিশাল-ঢাকার জন্য ১৪টি এসি সার্ভিস বাস চালু করেছে।

এর মধ্যে ঢাকা-বরিশাল-কুয়াকাটা রুটে ২টি,ভান্ডরিয়া ১টি ও বরিশাল-ঢাকা রুটে ১১টি এসি বাস সার্ভিস চালু করেছে। এসময় তিনি আরো বলেন তারা বরিশাল-ঢাকার গুলিস্তান পর্যন্ত জন প্রতি ৫০০ টাকা ভাড়া নেওয়ার কারনে তাদের গাড়িতে যাত্রী চাপ রয়েছে। এবং তারা আজ রোববার সকাল সাড়ে ১০ টায় ৫০ জন যাত্রী নিয়ে ঢাকায় রওয়া দিয়েছে।

অন্যদিকে বরিশাল নতুল্লাবাদ সহ কাশিপুর সড়কে বিভিন্ন যাত্রীবাহি ও পন্যবাহি গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় সেখানের সড়কে দায়ীত্ব পালনকারী ট্রাফিক সদস্যদের দারুন বেগ পোহাতে হচ্ছে।

বরিশালে ৪ কেজি গাজাঁসহ আটক নারী মাদক কারবারি

বরিশাল প্রতিনিধি : বরিশালে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাজাঁসহ এক নারী মাদক কারবারি কে গ্রেফতার করা  হয়েছে। বিষয় টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
পুলিশ জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন,শনিবার কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর অপারেশন বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে একটি অভিযানিক টিম নগরীর
কোতয়ালী মডেল থানাধীন বাংলাবাজার ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায়  অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন পাচঁবিবি গ্রামের বাসিন্দা
মৃত আবুল হোসেন’র মেয়ে দুলু বেগম(৬০) কে ৪কেজি  গাজাঁসহ আটক করেন পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।