অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম আর নেই

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম আর নেই।

আজ রোববার বেলা সাড়ে ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) তিনি ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহী—রাজিউন)।

তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রোববার বিকালে আছরের নামাজের পর সুপ্রীম কোর্ট মাজার মসজিদে প্রথম জানাজা এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানে মরহুম আ্যাডভোকেট আব্দুল কাইয়ুমের দাফন সম্পন্ন হয়েছে।

তিনি দুই মেয়ে এক ছেলে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

 

বরিশালে সাংবাদিকদের নিরাপত্তা ও ডিজিটালাইজ বিষয়ক প্রশিক্ষণ শুরু

সাংবাদিকদের নিরাপত্তা ও ডিজিটালাইজ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নিউজ নেটওয়ার্ক ও ইন্টার নিউজের আয়োজনে নগরীর বিডিএস মিলনায়তনে দু’দিনব্যাপী ডিজিটালাইজ ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

সাংবাদিক সাইফুর রহমান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্ক এর কান্ট্রি ডিরেক্টর মইনউদ্দিন আহমেদ ও ইন্টার নিউজের সিইও শহিদুজ্জামান।

প্রশিক্ষণ পরিচালনা করেন এইচএম আলাউদ্দিন ও মো. নুরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ও মৌসুমী সাহা।

প্রশিক্ষণে বরিশালের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ৩০ জন সাংবাদিক অংশ নেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিরোধীতার প্রতিবাদে মানববন্ধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীর ভুল ব্যাখ্যা এবং বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) শিক্ষার্থীরা।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবৃত ব্যানারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আসাদুজ্জামান অ্যানী বলেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়। মূর্তি হচ্ছে যার উপাসনা করা হয়।

আর ভাস্কর্য হচ্ছে কোন ব্যক্তি বা রাষ্ট্রের ঐতিহ্য- ইতিহাসকে স্মরণ করার জন্য তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশের কিছু মৌলবাদী গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে ভুল বার্তা দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এছাড়াও মানববন্ধনে রাজুগাজী, আরিফ শেখ, আরাফাত, রুপম সহ অনেকে বক্তব্য রাখেন। তাঁরা সকলে ধোলাই খালে বঙ্গবন্ধু ভাস্কর্য নিমার্ণ বিরোধীদের তীব্র সমালোচনা করেন এবং বঙ্গবন্ধু বাংলায় কোন মৌলবাদী,উগ্রবাদীর ঠাঁই হবে না বলে হুশিয়ার করে দেন।

এসময় তাঁরা বরিশাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু একটি ভাস্কর্য নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেন।

উল্লেখ্য সাম্প্রতি ধোলাই খালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতা করেছে ধর্মভিত্তিক কয়েকটি দলের নেতারা। এরপর থেকেই ধর্মীয় মৌলবাদী, অগ্রবাদীদের তীব্র সমালোচনা তৈরি হয়েছে দেশে।

বরিশালে ড্রামে পাওয়া মৃত নারীর পরিচয় মিলেছে

বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটায় বাসের ছাদে ব্যারেলের (ড্রাম) মধ্যে পাওয়া অজ্ঞাত পরিচয় মৃত নারীর পরিচয় শনাক্ত হয়েছে।

এদিকে পুলিশের ধারণা, ওই নারী আর্থিক লেনদেনের কারণে খুন হতে পারেন। শুক্রবার (২০ নভেম্বর) দিনগত রাতে ওই নারী মরদেহ উদ্ধারের পর শনিবার (২১ নভেম্বর) দিনভর চেষ্টার পর মৃত নারীর পরিচয় ও হত্যাকারীদের শনাক্ত করে গৌরনদী থানা পুলিশ।

মৃত নারীর নাম সাবিনা ইয়াসমিন (৩৪), তিনি গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিয়াসুর এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী শহিদুল ইসলাম শফিকুল স্ত্রী এবং পাশ্ববর্তী মুলাদী উপজেলার নাজিরপুর এলাকার সাহেব আলীর মেয়ে।

নিহত সাবিনা দিয়াসুর এলাকার বাসা ভাড়া দিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসা ভাড়া নিয়ে বাসবাস করতেন।

এদিকে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামি করে থানায় একটি মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহতের দেবর ও প্রবাসী শহিদুল ইসলামের ছোট ভাই মনির হাওলাদার জানান, তার ভাই-ভাবীর মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য গৌরনদীর মাহিলাড়া এলাকার খালেক হাওলাদার বেশ কিছুদিন আগে ৪ লাখ টাকা দেয়।

বিলম্ব হওয়ায় খালেক বিদেশে যেতে অসম্মতি জানালে সাবিনা সম্প্রতি তাকে (খালেক) দেড় লাখ টাকা ফেরত দেয়।

তিনি জানান, গত শুক্রবার সকালে দুই সন্তান নিয়ে গৌরনদীর দিয়াসুরের বাড়ি আসেন তার ভাবী। সকাল ১০টার দিকে খালেক হাওলাদার ডাকছে বলে বরিশাল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সাবিনা।

সারাদিনেও তিনি বাড়ি না ফেরায় বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়েন। ওই রাতে ভূরঘাটা বাসস্ট্যান্ডে একটি বাসের ছাদে ব্যারেলের মধ্য থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে সাবিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তার আঙুলের ছাপ মিলিয়ে সাবিনার পরিচয় শনাক্ত করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবিনার মোবাইল ফোনের সূত্রে ধরে জানা গেছে, শুক্রবার তিনি বরিশাল শহরে গিয়েছিলেন। টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে সাবিনার মাথার পেছনের দিকে আঘাত করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন সাংবাদিকদের জানান, নিহতের মরদেহ গুম করতে ব্যারেলের মধ্যে তা ঢুকিয়ে গত শুক্রবার সন্ধ্যায় মুখ-মণ্ডলের শ্বশ্রু মণ্ডিত এক ব্যক্তি গড়িয়ারপাড় থেকে ভূরঘাটাগামী বাসের ছাদে ব্যারেলটি তুলে দেয়।

বাসটি ভূরঘাটা পৌঁছার পর মালিক দাবিদার কেউ ব্যারেল না নেওয়ায় বাসের শ্রমিকদের সন্দেহ হয়। বাসের শ্রমিকরা ব্যারেলের মুখ খুলে এক নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় ওই নারীর পরিচয় নিশ্চিত হয় পুলিশ। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এদিকে থানা পুলিশের সূত্রে জানা গেছে, ওসি আফজাল হোসেনের নেতৃত্বে মামলার তদন্তে অগ্রগতি অনেকটাই ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে মূল রহস্য উদঘাটনের পাশাপাশি ওই নারীর হত্যাকারীদের আইনের আওতায় আনতে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

বরিশালে ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

বরিশালে সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ইন্টারনিউজ ও নিউজ নেটওয়ার্ক নামে দুটি সংস্থা যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।

আজ রবিবার সকাল ১০টায় বরিশাল নগরীর সদর রোডের বিডিএস মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। ‍এসময় প্রশাসনের ‍ঊধ্বতন কর্মকর্তারা ‍উপস্থিত ছিলেন।

বানারীপাড়ায় ৩টি নতুন স্কুল ভবনের উদ্বোধন করলেন এমপি শাহে আলম

বরিশালের বানারীপাড়া উপজেলায় ৩টি স্কুল ভবনের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম এ সময় তিনি বলেন শিক্ষার দিকদিয়ে তার নির্বাচনী এলাকা উজিরপুর ও বানারীপাড়া উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের এক সাড়াপাড়ায় ৩ কোটি, ৪১ লাখ, ৩৮ হাজার ৮৫২,৮২ টাকা ব্যয়ে তৃতল বিশিষ্ট দূর্যোগ আশ্রয়ন কাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, বেলা সাড়ে ১১টায় চাখার ইউনিয়নের খলিসাকোঠায় ৩ কোটি ৫১ লাখ ৩৯ হাজার ৩৬৬, ৫৭ টাকা ব্যয়ে তৃতল বিশিষ্ট দূর্যোগ আশ্রয়ন কাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন ও একই ইউনিয়নের সোনাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৯২ লাখ, ৬০ হাজার, ১১৮ টাকা ব্যয়ে নতুন দ্বীতল বিশিষ্ট ভবনের উদ্বোধন করেণ দুপুর ১২ টার সময়। পরে তিনি চাখার সরকারী ফজলুল হক কলেজে ৬ তলা বিশিষ্ট নির্মাণাধীণ ভবনের কাজের খোঁজ-খবর নেন। এরপরে তিনি কলেজের বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেণ।

এসময় তার সফরসঙ্গি হিসেবে উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, প্রাথমিক শিক্ষক কর্মকর্তা আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, কার্যনির্বাহী সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, মাস্টার সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সংসদ সদস্যের এপিএস মো. জসিম মোল্লা, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক হাওলাদার, সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন, সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মনির হোসেন বিশ্বাস, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, সম্পাদক মো. সুজন মোল্লা, সাতলার ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটন,

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুল কবির মিঠুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন, ঢাকা উত্তর সিটি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুবলীগ নেতা রুথেন মিয়া, রিয়াজ হোসেন, শিক্ষক হায়দার আলী, উপজেলা ছাত্রলীগ নেতা মনির হোসেন, সুমন সিদ্দিকি, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম-সম্পাদক তৌসিফ আহম্মেদ শাহিন, চাখার কলেজ শাখা ছাত্রলীগ নেতা ফাহাদ হোসেন প্রমূখ। পরে চাখার কলেজ ছাত্রলীগের অর্ধ শতাধিক নেতৃবৃন্দ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপির সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন।

আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারী ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান

বরিশালের আগৈলঝাড়ায় পয়সারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সরকারীভাবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ ছয় হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

ঢেউটিন ও নগদ অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস।

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ নভেম্বর রাতে পয়সারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান সমস্ত মালামালসহ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছিল। সরকারী হিসেব মতে ওই অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছিল ৫০ লাখ ৫০হাজার টাকা। অগ্নিকাণ্ডের এক বছর পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারী অনুদানের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা পেলেন।

সুপার শপ পরিদর্শনে বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ

নগরীর সম্প্রতি উদ্বোধন হওয়া সুপার শপ খান বাজার পরিদর্শন করেছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

শনিবার সুপার শপ পরিদর্শনকালে সাদিক আব্দুল্লাহ‘র সহধর্মিণী লিপি আবদুল্লাহও ‍উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার ভিডিও কনফারেন্সিং ‍এর মাধ্যমে আধুনিক মানের সুপার শপ খান বাজার‘র ‍উদ্বোধন  করেন মেয়র সাদিক আবদুল্লাহ।

জাতীয় শ্রমিকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মন্টু’র মৃত্যুতে জেলা ও মহানগর শ্রমিকলীগের শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি ॥ জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মন্টু রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহে ……..রাজিউন)।

তার রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় শ্রমিকলীগ বরিশাল জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান হাওলাদার, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, আবু তাহের, রফিক, মোঃ আশরাফ আলী মৃধা, তাসলিমা বেগম শিউলী, প্রনব, বাবুল, পনু বিশ্বাস, নুর ইসলাম মোল্লা, মোঃ আসলাম হোসেন, নাসির, ফোরকান, পান্না লাল ও বরিশাল জেলাধীন ১০টি উপজেলার সভাপতি/সাধারণ সম্পাদক এবং উপজেলাধীন ৯০টি ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।

 

অপর দিকে শোক প্রকাশ করেছেন বরিশাল মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস সহ সকল মহানগর শ্রমিকলীগের সদস্যবৃন্দ ও ৩০টি ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং বেসিক ইউনিয়নের সকল সভাপতি ও সম্পাদকবৃন্দ।

 

প্রসংগত, মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মন্টু’র বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃষ্টিতে আগৈলঝাড়ার বীজতলা ও শীতকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি

অগ্রহায়ণের শুরুতেই বরিশালের আগৈলঝাড়ায় আকস্মিক বৃষ্টিতে বীজতলা ও শীতকালীন শাক সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আসন্ন ইরি-বোরো মৌসুমে আগাম চাষাবাদের জন্য উপজেলার কৃষকেরা তাদের জমির আগাছা পরিষ্কারসহ জমিতে লাগানোর জন্য বীজ তলায় বীজ বপন করেছিলেন।

শনিবার সকালে আকস্মিক ঘণ্টাব্যাপী ভারী বর্ষণ ও সন্ধ্যায় অব্যাহত বর্ষণের ফলে তাদের সেই বীজতলা পানিতে তলিয়ে গেছে। সেচ প্রয়োগের মাধ্যমে কিছু বীজতলা রক্ষা করতে পারলেও বেশীরভাগ বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে পচে যাবার আশংকা করছেন চাষীরা। বীজতলা নষ্ট হওয়ায় চাষীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবার পাশাপাশি তাদের আগাম বোরো চাষ দারুণভাবে ব্যাহত হবে বলে জানিয়েছেন।

অন্যদিকে ভারী বৃষ্টির কারণে চাষ করা শীতকালীন শাক সবজির ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেতের লাল শাক, পালং শাক, মুলা, কপির চারা মাটির সাথে মিশে গেছে বলে জানিয়েছেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল। তিনি আরও বলেন, ক্ষতগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়ন করা হবে।