বরিশালে শিশুদের মাঝে খাদ্য বিতরণ

শামীম আহমেদ ॥

বরিশালে বাংলাদেশ শিশু একাডেমির শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টয় বরিশাল বাংলাদেশ শিশু একাডেমি আয়োজনে বরিশাল জেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় এবং ইউনিসেফ এর সহযোগিতায় বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় স্থাপিত ৫নং ওয়ার্ড (কাউন্সিলর সড়ক) শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সংগঠক ও কাউন্সিলর ৫নং ওয়ার্ড বরিশাল সিটি কর্পোরেশন জাহানারা বেগম, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিশু ও অভিভাবকবৃন্দ, বরিশালের জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান কর্তৃক মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় আজ ৩০টি পরিবারের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয়।

বরিশালে হৃদরোগ ঝুঁকি এবং করনীয় বিষয়ক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥

ট্রান্স ফ্যাট চর্বির একটি প্রাথমিক উৎস। এতে রক্তে মন্দ কোলেস্টেরলের মাত্রা অস্বাভাবিক হারে বাড়ে, যা হৃদরোগজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এছাড়া ট্রান্স ফ্যাট টাইপ-২ ডায়াবেটিস ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেকোনো খাবারে শিল্পোৎপাদিত ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা মোট ফ্যাটের ২ শতাংশ পর্যন্ত সীমিত রাখার পরামর্শ দিয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে পৃথিবীর বিভিন্ন দেশে ইতিবাচক পদক্ষেপ গৃহীত হলেও বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। এক্ষেত্রে নীতিমালা প্রণয়ন ও সরকারের ইতিবাচক মনোভাব প্রয়োজন বলে মনে করেন ক্যাব, প্রজ্ঞা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন । তাদের মতে, উচ্চমাত্রায় ট্রান্স ফ্যাট গ্রহণে সার্বিকভাবে মৃত্যুঝুঁকি ৩৪ শতাংশ বৃদ্ধি পায়। এছাড়া হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২১ শতাংশ এবং হৃদরোগজনিত মৃত্যুঝুঁকি ২৮ শতাংশ বৃদ্ধি পায়। জানা গেছে, বাংলাদেশে শিল্পোৎপাদিত কোনো মোড়কজাত খাদ্যে ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখ করা হয় না। তবে সম্প্রতি ঢাকার স্থানীয় বাজারে দৈবচয়নের মাধ্যমে সংগৃহিত ১২ ধরনের বেকারি বিস্কুটি নিয়ে এক গবেষণা পরিচালিত হয়। গবেষণায় বিস্কুটগুলোতে ৫ থেকে ৩৯ শতাংশ ট্রান্স ফ্যাটের উপস্থিতি লক্ষ করা গেছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স যৌথভাবে এই গবেষণা পরিচালনা করে। গবেষণার ফলাফল বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত মাত্রার চেয়ে বহুগুণ বেশি। ট্রান্স ফ্যাট এক প্রকার হাইড্রোজেনেটেড অয়েল। এছাড়া উচ্চ তাপমাত্রায় দাহ্য তেল বা চর্বিও ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়। সিঙ্গাড়া, সমুচা, পুরি, বিস্কুট, চানাচুর, চিপসের মতো বেকারি পণ্য যা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকে সেগুলো তৈরিতে হাইড্রোজেনেটেড অয়েল ব্যবহার করা হয়। এছাড়া অনেক স্ট্রিট ফুড যেগুলো কড়া করে ভাজা হয় সেগুলোতেও ট্রান্স ফ্যাট থাকে। এছাড়া রান্নার কাজে একই তেল বারবার ব্যবহার করলেও তাতে ট্রান্স ফ্যাট উৎপাদিত হয়। ২০০৩ সালে ডেনমার্ক বিশ্বের প্রথম দেশ হিসেবে আইন করে এর সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ করে। অস্ট্রিয়া, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, ইরান, ভারতসহ ২৮টি দেশে খাদ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। ফলে এসব দেশে খাদ্যে ট্রান্স ফ্যাটের পরিমাণ অস্বাভাবিক হারে হ্রাস পেয়েছে। এছাড়া আরও ২৪টি দেশ খাদ্যে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করেছে। এমনকি থাইল্যান্ড, সিঙ্গাপুর, আমেরিকা ও কানাডা ট্রান্স ফ্যাটের প্রধান উৎস ‘পিএইচও’ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করেছে। সোমবার বরিশালে খাদ্যে ট্রান্স ফ্যাট, হৃদরোগ ঝুঁকি এবং করনীয় : ভোক্তা পরিপ্রেক্ষিত বিষয়ক বিভাগীয় সেমিনারে এই তথ্য উঠে আসে। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারের সভাপতিত্ব করেন অধ্যাপক গাজী জাহিদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার এর উপ পরিচালক শহিদুল ইসলাম, বিএসটিআই বরিশালের উপ পরিচালক শফিউল্লাহ খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশালের সহকারী পরিচালক মো. শাহ সোহেব মিয়া। অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন ক্যাবের প্রোজেক্ট কোঅর্ডিনেটর খন্দকার তৌফিক আল হোসাইনী ও প্রজ্ঞার প্রোজেক্ট কোঅর্ডিনেটর মাহমুদ আল ইসলাম শিহাব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন

বরিশালে ১২শ পিচ ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

শামিম আহমেদ ॥

বরিশাল নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ছয় জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। নগর গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, সোমবার রাতে বরিশাল নগরীর ইসলামিয়া কলেজ সংলগ্ন এলাকা থেকে একজন নারীসহ ছয়জনকে আটক করেছে এস আই মহিউদ্দিন (পিপিএম) এসময় তাদের কাছ থেকে ১২’শ পিচ ইয়াবা উদ্ধার করেন। আটককৃতরা হলেন, চম্পা বেগম, রুম্মান, শফিক, মুরাদ, কামরুল ও জামাল এদের সকলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছেন বলে জানান গোয়েন্দা শাখার কর্মকর্তারা। আটক অভিযানে অংশ নেয় নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার মিস্ত্রী, এস আই মহিউদ্দিন, এস আই খায়রুলসহ ১০/১২ জনের একটি টিম। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন এস আই মহিউদ্দিন (পিপিএম)।

বরিশালে মাস্ক ব্যবহার না করায় ৬২ জনকে অর্থদণ্ড

শামীম আহমেদ ॥
বরিশালে করোনার দ্বিতীয় দফা সংক্রামণ ঠেকাতে জনগণকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ৩টি ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করায় ৬২ জনকে ১১ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা, শরীফ মো. হেলাল উদ্দিন এবং আতাউর রাব্বী মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন। মো. আলী সুজার ভ্রাম্যমান আদালত নগরীর বিএম কলেজ রোড, নথুল্লাবাদ এবং কাশীপুর এলাকায় মাস্কবিহীন ২৩জনকে ৫ হাজার ৪শ’ টাকা, শরীফ মো. হেলাল উদ্দিনের ভ্রাম্যমান আদালত সদর রোড ও রূপাতলী এলাকায় ৩৪জনকে ৩ হাজার ৭শ’ এবং আতাউর রাব্বীর ভ্রাম্যমান আদালত পুলিশ লাইনস ও রূপাতলী এলাকায় ৫জনকে ২ হাজার ১শ’ টাকা জরিমানা করেন। আর্থিক দন্ডপ্রাপ্ত জনগন তাদের মাস্ক ব্যবহার না করার নানা অজুহাত দেন। তবে করোনা থেকে বাঁচতে সবার মাস্ক ব্যবহার করার উচিত বলে তারা স্বীকার করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন জনগণের মধ্যে মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক লিফলেট ও প্লাকার্ড বিতরণ করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রিটগণ।

বরিশালের সম্পা দাস ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াকু যোদ্ধা,বরিশালের রাজপথে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের উদীয়মান ছাত্রনেতা সম্পা দাস। তিনি এরআগে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সদস্য ও বরিশাল জেলা সংসদের সভাপতি’র দায়িত্ব পালন করেছেন।
সমাজ বদলের লড়াকু যোদ্ধা সম্পা দাস বলেন, ছাত্র ইউনিয়ন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র কায়েম,জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল প্রকার শোষণ ও নিপীড়নের অবসান,সাম্প্রদায়িকতা নির্মূল, সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র ও নয়া ঔপনিবেশিক শোষণের হাত থেকে মুক্তি এবং দেশে একটি সুখী-সুন্দর সমাজ কায়েমের লক্ষ্যে নিরবচ্ছিন্ন ও আপোসহীন লড়াই পরিচালনাকারী সংগঠন। এক প্রতিক্রিয়ায় ছাত্রনেতা সম্পা দাস জানান, তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া-আর্শিবাদ ও সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বরিশালের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ। অভিনন্দন জানিয়েছেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা রাজনীতিক সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কিশোর গেরিলা যোদ্ধা এ্যাড. এ.কে আজাদ।
এদিকে,ফয়েজ উল্লাহকে সভাপতি ও দীপক শীলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ৪০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে ৪১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সুমাইয়া সেতু নতুন এই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি নজির আমিন চৌধুরী, জয় রায়, ফয়জুর মেহেদী, কে এম মুত্তাকী, সরোজ কান্তি, অনন্য ঈদ ই আমিন, ধীষণ প্রদীপ চাকমা ও সম্পা দাস। সহকারী সাধারণ সম্পাদক তামজিদ হায়দার, মিখা পিরেগু ও খাইরুল হাসান। কোষাধ্যক্ষ শামীম হোসেন, দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মীম আরাফাত, স্কুলছাত্রবিষয়ক সম্পাদক প্রিতম ফকির, বিজ্ঞান-প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঐশ্বর্য আহমেদ। এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম জোবায়ের প্রধান, সাংস্কৃতিক সম্পাদক আসমানী আশা, ক্রীড়া সম্পাদক দিদারুল ইসলাম এবং সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মুনিরা দিলশাদ। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন মেহেদী হাসান নোবেল, অনীক রায়, এ বি তাহসিন, জি কে সাদিক, সাদ্দাম হোসাইন, গৌরচাঁদ ঠাকুর, এনি সেন, আবু সালেহ মোহাম্মদ সিহাব, শামীম আহসান, সৌরভ সমাদ্দার, প্রান্ত রনি, রথীন্দ্রনাথ বাপ্পী, পিনাক দেব, আবু বকর সিদ্দিক, প্রণব কুমার দেব, আবরার নাদিম ইতু, পার্থ প্রতিম সরকার ও অপু সাহা।
গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্ধোধন হয়। জাতীয় সম্মলনের উদ্বোধন ঘোষণা করেন আন্দোলনত পাটকল শ্রমিক নওশের আলী সহ শ্রমিকবৃন্দ। উদ্বোধনী সমাবেশে পাটকল শ্রমিক মফেল কর্মকার বলেন,‘আমরা যখন চাকরি হারায়ে দিশেহারা, তখন আমাদের পাশে এসে দাঁড়াইসে ছাত্র ইউনিয়নের কর্মীরা।’ কমিটি গঠনে কাউন্সিল আয়োজন করা হয় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে। উদ্বোধন শেষে গণসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন ইউনিয়নের নেতাকর্মীরা। সমাবেশে শেষে বর্ণাঢ্য র‍্যালি বের করে ছাত্র ইউনিয়ন।
প্রসঙ্গত : মহান ভাষা আন্দোলনের পটভূমিতে ১৯৫২ সালের ২৬ এপ্রিল পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন। বর্তমানের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা হয় এবং তা ছিল এক ঐতিহাসিক প্রয়োজনের পরিণতি। এই প্রতিষ্ঠানের আত্মপ্রকাশের মধ্য দিয়ে এ দেশের ছাত্র আন্দোলনে সূচিত হয় দেশপ্রেমিক ও বিপ্লবী ধারার। জন্মলগ্ন থেকেই ছাত্র ইউনিয়ন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, প্রকৃত গণতন্ত্র কায়েম, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল প্রকার শোষণ ও নিপীড়নের অবসান,সাম্প্রদায়িকতা নির্মূল, সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র ও নয়া ঔপনিবেশিক শোষণের হাত থেকে মুক্তি এবং দেশে একটি সুখী-সুন্দর সমাজ কায়েমের লক্ষ্যে নিরবচ্ছিন্ন ও আপোসহীন লড়াই পরিচালনা করে আসছে। দেশ ও জনগণের স্বার্থে নিবেদিত আমাদের প্রতিষ্ঠান সর্বদাই ছাত্র-জনতার সুখ-দুঃখের সাথী।

বরিশালে তালাবন্ধি মোহাম্মদ উল্লাহ এখন মুক্ত

শামীম আহমেদ ॥

দীর্ঘদিন ঘড়ে তালা বন্ধি থেকে মুক্ত আকাশে ভাসছে মোহাম্মদ উল্লাহ। তিনি এখন সবখানে যেতে প্রস্তুত। মোহাম্মদ উল্লাহ মুক্ত হয়ে মেনে নিতে পারছেন না তার আপন ভাইদের। আচমকা আহাম্মদ উল্লাহর উপর ক্ষিপ্ত হন তিনি। অবশেষে আহাম্মদ উল্লাহ নিজেই মোহাম্মদ উল্লাহকে নিয়ে পারি জামান পাবনার পথে।

দিনের পর দিন অর্ধাহারে, অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়ার উপক্রম মোহাম্মদ উল্লাহর। দুই বছর অন্ধকার সেলে শেকল বন্ধি মোহাম্মদ উল্লাহ। আহার, ঘুম, টয়লেট, গোসল সবই একস্থানে। বিষয়টি নিয়ে বিভিন্ন অনলাইন, প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলেও উদ্ধারে এগিয়ে আসেনি কোন সংস্থা ।

অবশেষে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ ২২ নভেম্বর দুপুর ২ টার দিকে হিজলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এম্বুলেন্সে করে পবনায় পাঠালেন। তিনি জানান পাবনা উপজেলা নির্বাহী অফিসার এর সাথে যোগাযোগের মাধ্যমে মোহাম্মদ উল্লাহকে হাসপাতালে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আমরা আশা করছি মোহাম্মদ উল্লাহ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।

বরিশাল জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অহিদুল আলম তালুকদার পুত্র মোহাম্মদ উল্লাহ। উচ্চ শিক্ষিত, বিদেশ ভ্রমন করেছেন কয়েকবার। এখন তিনি পাগল। মোহাম্মদ উল্লাহর মুক্তিতে হিজলা উপজেলা সহ গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে এখন আলোচনা আর আলোচনা- অনেকদিন পরে হলেও নতুন জীবন ফিরে পেয়েছে মোহাম্মদ উল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সফলতা এবং সাহসিকতাকে স্বাগত জানান এলাকাবাসি। তাঁদের দাবি প্রশাসন নিজ উদ্দ্যোগে সমাজ পরিবর্তনে এমন কিছু দৃষ্টান্ত সৃষ্টি করা উচিৎ।

 

বরিশালের সেই রাস্তার ফাটল পর্যবেক্ষণে পানি উন্নয়ন বোর্ড

বরিশাল উজিরপুরে সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামেরপ বাজার থেকে উজিরপুর উপজেলার চলাচলের নবনির্মিত প্রধান সড়ক পথের রাস্তাটি গত ২ দিন আগে রাত আনুমানিক ৮.৩০ টায় মাঝ খান থেকে ফাটল ধরে। খবরটি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে আজ রোজ সোমবার বরিশাল জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ পর্যবেক্ষণের জন্য ঘটনা স্থলে ছুটে আসেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরিশাল জেলা শাখার দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা দীপক রঞ্জন দাস (XEN) আতিকুল গনি (AE) মেহেদী হাসান (SAE) মাহমুদুল কবির(SAE) হালিম (SAE) আবির (SAE) প্রমুখ।

এ সময়ে এলাকা বাসির পক্ষ থেকে মোঃ রুহুল আমিন বেপারী (৪৫) পিতা মৃত মোঃ মকবুল বেপারী তিনি বলেন সন্ধ্যা নদীর শাখা কচা নদীর তীর থেকে নব নির্মিত রাস্তার বালু উত্তোলন করা এবং স্থানীয় বালু ব্যবসায়ি, ড্রেজার মালিক মোঃ নজরুল ইসলাম বেপারী (৪০) পিতা মোঃ রশিদ বেপারী তিনি তাদের বাড়ির ২টি পুকুর এবং উঠান বালু উত্তোলন করে ভরাট করেছে বলে তথ্য রয়েছে একারণে রাস্তা ভাঙ্গার করন হতে পারে।

এদিকে মাইনুল ফলিয়া (৪২) পিতা মৃত জোসেফ ফলিয়া তিনি বলেন রাস্তার পাশের নিকট তম নদী থেকে বালু উত্তোলনের কারনে রাস্তা ভাঙ্গানের সৃষ্টি হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন যাহাতে অতিদ্রুত রাস্তাটি মেরামত করে জনগনের চলাচলের ব্যবস্তা গ্রহন করেন।

এদিকে বরিশাল জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করে সাধারণ জনগনের অভিযোগ আমলে নিয়ে এলাকাবাসী ও পথ চলাচলের যাত্রীদের উদ্দেশ্যে বলেন।

আমরা বিষয় টি আমলে নিয়েছি সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রাহন করা হবে।আমরা অতিদ্রুত রাস্তা বাধ ভাঙ্গার প্রতিরোধের ব্যবস্তা গ্রাহন করবো এবং তারা আরো বলেন এলজিআরডি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে রাস্তা নির্মানের কার্যক্রম যাহাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় সে বিষয়ে তাদেরকে অবহিত করা হবে।

বরিশালের লামচরীতে আবারো ভয়াবহ অগ্নিকান্ড

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামচরী গ্রামে আবারো ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার(২৩নভেম্বর) রাতে পৌনে ১১ টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে প্রত্যাক্ষদর্শীরা।

জানা গেছে ওই এলাকার খান বাড়ির রত্তন খানে ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে বলে জানান স্থানীয় ইউপি সদস্য কাঞ্চল আলী বেপারী।

তিনি জানান, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার বিষয়টি এখনো জানতে পারেন নাই বলে জানান।

বরিশালে সর্বপ্রথম হানাদারমুক্ত হয় রাজাপুর

আজ ২৩ নভেম্বর। ঝালকাঠির রাজাপুর থানা হানাদার মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের শোক আর গর্বের দিন। ১৯৭১ সালের এইদিনে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে হানাদারমুক্ত হয় রাজাপুর থানা। বৃহত্তর বরিশালের রাজাপুরের আকাশে উড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা।

মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ২২ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধারা রাজাপুর থানা আক্রমণ করেন। শুরু হয় সম্মুখ যুদ্ধ। এ যুদ্ধে প্রায় তিনশ মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করেন। পরদিন সকাল পর্যন্ত চলে যুদ্ধ। এ সময় আব্দুর রাজ্জাক ও হোচেন আলী নামে দুই বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন কমপক্ষে বিশজন।

ওই সময় মুক্তিযুদ্ধে রাজাপুর থানা কমান্ডারের দায়িত্বে ছিলেন কেরামত আলী আজাদ। মুক্তিযুদ্ধে সারা দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। রাজাপুর থানা ছিল বরিশাল সাব সেক্টরের অধীনে। সাব সেক্টরের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন শাহজাহান ওমর। উপজেলার কানুদাসকাঠিতে তিনি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি তৈরি করেন। রাজাপুর থানায় সম্মুখ যুদ্ধ শুরু হলে শাহজাহান ওমর এ যুদ্ধে অংশ নিয়ে গুলিবিদ্ধ হোন।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য শাহজাহান ওমর ঝালকাঠি জেলায় একমাত্র বীরউত্তম খেতাবে ভূষিত হয়েছিলেন।

বরিশালে অর্ধলাখ টাকার মালামাল নিয়ে হাওয়া রিক্সাওয়ালা

বরিশাল নগরীর কর ভবন এলাকা থেকে রিক্সা যোগে মালামাল নিয়ে কাজের সাইডে রওনা হন কাওসার ও মোঃ শাহীন কিন্তু এক রিক্সাওয়ালা অভিনব কায়দায় তাদের চোখে ফাঁকি দিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায়।

ঐ রিক্সায় প্রায় ৫০ হাজার টাকার মালামাল ছিল বলে জানান, মোঃ শাহিন। মালামাল নিয়ে নগরীর রুপাতলী বরিশাল র‌্যাব-৮ অফিসের উদ্দেশ্যে রওনা দেন দোকান থেকে রিক্সায় উঠিয়ে দোকানে আর একটি মাল আনতে গেলে সেই ফাঁকে চলে যান।

এ বিষয়ে খান ট্রেডিং এর মালিক মোঃ মেহেদী হাসান খান জানান, সিসি টিভিতে ভিডিও ফুটেজ আছে এবং ফুটেজ থেকে একটি ছবি ফেসবুকে দেয়া হয়েছে যদি কোন ব্যক্তি এ রিক্সা চালক কে ধরিয়ে দিতে পারেন তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এবং এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হবে বলেও জানান।