বরিশালে নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

বরিশালে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতি পূজা। শ্রদ্ধাঞ্জলী, যজ্ঞ, ভক্তিগীতি এবং আরতির মধ্যদিয়ে মাঘী শুক্ল পঞ্চমীর পূণ্য তিথিতে বরিশালে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। সন্ধ্যায় স্বল্প পরিসরে আয়োজন করা হয় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

মঙ্গলবার সকাল থেকে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শুরু হয় সরস্বতি পূজা। করোনার কারনে ক্যাম্পাস বন্ধ থাকার পরও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে কিছু শিক্ষা প্রতিষ্ঠানসহ মন্দির, পাড়ায়-মহল্লা এবং ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা হয় সরস্বতি পূজা। পূজা উপলক্ষে মন্ডপগুলো সাঁজানো হয়েছে নবসাঁজে।
সকাল থেকে বিদ্যার্থীরা মন্ডপগুলোতে উপস্থিত হয় বিদ্যার দেবী সরস্বতির পায়ে অঞ্জলি প্রদান করেন। তারা বিদ্যার দেবীর কাছে সারা বছর নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে পড়াশোনা ও ভালো ফলাফল করতে পারেন সেই প্রার্থনা করেন।

এ উপলক্ষ্যে কয়েকটি মন্দিরে সন্ধ্যায় স্বল্প পরিসরে আয়োজন করা হয় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের

বরিশালে ভালোবাসা দিবসে অভিমানী প্রেমিকের আত্মহত্যা

বরিশালে ভালোবাসা দিবসে প্রেমিকার ওপর অভিমান করে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের নাম শোভন দাশ পাপ্পু (২১)।

রোববার রাতে নগরীর বিএম কলেজ রোড এলাকায় নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন।

নিহত পাপ্পু বিএম কলেজ রোড এলাকার বাসিন্দা ও জনতা ব্যাংকের কর্মকর্তা উত্তম দাশের ছেলে। তিনি বিএম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাপ্পুর সঙ্গে সরকারি বরিশাল কলেজের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। ভালোবাসা দিবসের দিন ওই মেয়েকে অন্য কারও সঙ্গে ঘুরতে দেখে অভিমান করে রাতে পাপ্পু আত্মহত্যা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, ভালোবাসা দিবসে প্রেমিকার সঙ্গে কোনো বিরোধ নিয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বরিশাল রাডার ইউনিট এবং হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইন্সটিটিউটের উদ্ধোধন

এখন রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থের কথা আগে ভাবেন দেখে হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, জনগণের জন্য রাজনৈতিক নেতারা কী করেছে, তার হিসেব করার সময় এখন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনীর বরিশাল রাডার ইউনিট এবং হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইন্সটিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য তুলে ধরে আবদুল হামিদ বলেন, সেদিন বঙ্গবন্ধু তার সমাপনী ভাষণে মন্ত্রী, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মন মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেছিলেন,‍‌‌‌‌‌‌‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‌‌‌‌‌‍‍‌‌‍‌‌‌‍‌‍‍‍‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‘যারা তোমায় মাহিনা দেয়, তোমার সংসার চালায়, ট্যাক্স দেয়, তার কাছে তুমি আবার পয়সা খাও! মেন্টালিটি চেঞ্জ করতে হবে।

সরকারি কর্মচারী, মন্ত্রী, প্রেসিডেন্ট-আমরা জনগণের সেবক, আমরা জনগণের মাস্টার নই। এই মেন্টালিটি আমাদের চেঞ্জ করতে হবে।

আর যাদের পয়সায় আমাদের সংসার চলে, যাদের পয়সায় আমাদের রাষ্ট্র চলে, যাদের পয়সার আমরা গাড়ি চড়ি, আমরা কার্পেট ব্যবহার করি, তাদের জন্য কী করলাম- সেটাই আজ বড় জিনিস’।

ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আবদুল হামিদ বলেন, দেশের জনগণ আমাদের মুক্তিসংগ্রাম, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম, সর্বোপরি দেশের যে কোনো প্রয়োজনে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন।

এখন সময় এসেছে আমরা তাদের জন্য কতোটুকু করেছি বা করছি, তা হিসেব করার। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা বলি, আমরা কী পেলাম।

বঙ্গবন্ধুর একজন কর্মী হিসেবে সবসময়ই দেখেছি, তিনি নিজে যা বিশ্বাস করতেন, তাই বলতেন। নিজের বা পরিবারের কথা না ভেবে দেশ ও জনগণের কল্যাণই ছিলো তার সকল চিন্তা-চেতনায়।

সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বলেন, মনে রাখবেন, আপনারা সশস্ত্র বাহিনীর সদস্য হলেও এদেশেরই সন্তান।

দেশের জনগণেরই অবিচ্ছেদ্য অংশ। তাই আপনারাও দেশের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার সমান অংশীদার। তাই পেশাদারিত্বের ‍নিপুণতা বজায় রাখার পাশাপাশি জনগণের প্রয়োজনে নিজ-নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

তিনি বলেন, এবছর আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছি। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতবো।

বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এটাই হোক সকলের চাওয়া পাওয়া।

বরিশালে রাডার ইউনিটের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ভূ-কৌশলগত অবস্থান, বিশাল সমুদ্রসীমার অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা বিধান, প্রাকৃতিক দুর্যোগকালীন উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা দ্রুত ও সহজতর করতে এবং এই অঞ্চলের আকাশসীমা পর্যবেক্ষণে সক্ষমতা বৃদ্ধির জন্য বরিশাল রাডার ইউনিট স্থাপন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আমি আশা করি, নতুন অন্তর্ভুক্ত রাডার বাংলাদেশের বিশাল সমুদ্রাঞ্চল তথা সমগ্র মহীসোপান এলাকায় টহলরত বিমানসমূহকে সঠিক দিক-নির্দেশনা প্রদান করতে এবং তাদের চলাচল ও নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালনে সক্ষম হবে।

সিমুলেটর ইন্সটিটিউট প্রসঙ্গে তিনি বলেন, উন্নত দেশগুলোতে বৈমানিকদের প্রকৃত উড্ডয়নের পূর্বে সিমুলেটরের মাধ্যমে উড্ডয়ন করানো হয়।

এতোদিন বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো সিমুলেটর ট্রেনিং ইন্সটিটিউট না থাকায় হেলিকপ্টারের সমগ্র উড্ডয়ন প্রশিক্ষণই বাস্তব উড্ডয়নের মাধ্যমে সম্পন্ন করা হতো, যা ছিলো ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ।

নবনির্মিত হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইন্সটিটিউট আমাদের বৈমানিকগণের উড্ডয়নের একটি অংশ সিমুলেটরের মাধ্যমে সম্পন্ন করবে। ফলে প্রশিক্ষণ ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

করোনায় আরও ২৯১ শনাক্ত

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। ১২ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন ২৯১ জন রোগী শনাক্ত হয়েছে।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা, দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্তের পর গতকাল শনিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ২৬৬ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জনে।

গত একদিনে আরও ৩৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব কারো দয়া ভিক্ষার দান নয়-সাবেক এমপি ফরহাদ

শামীম আহমেদ ॥ বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’র খেতাব কেড়ে নেয়ার রাষ্ট্রীয় অপচেষ্টা প্রতিবাদে পৃথকভাবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে বরিশাল উত্তর জেলা বিএনপি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপি।

 

আজ রোববার সকাল সাড়ে দশটায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বরিশাল উত্তর জেলা বিএনপি।

 

বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে বক্কব্য রাখেন উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উত্তর জেলা বিএনপি কোষাধাক্ষ ও হিজলা উপজেলা বিএনপি আহবায়ক আব্দুল গফফার তালুকদার, উত্তর জেলা বিএনপি দপ্তর সম্পাদক এ্যাড, নুর আলম রাজু,সাবে উত্তর জেলা যুবদল সভাপতি কবীর উদ্দিন আনসারী,হিজলা যুবদল াাহবায়ক বেল্লাল জমাদ্দার,মাকসুদুর রহমান মুকুল সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন প্রমুখ।

অপরদিকে অশি^নী কুমার টাউন হল চত্বরে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি। দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আলহাজ¦ এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম শাহিন, জেলা মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারজানা তিথি,কোতয়ালী বিএনপি সভাপতি এ্যা. এনায়েত হোসেন বাচ্চু, উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি আঃ মাজেদ সিকদার, পৌর বিএনপি সভাপতি শহিদুর ইসলাম হাওলাদার, জেলা কৃষকদল আহবায়ক মীর মহসিন,জেলা স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি,সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড.এইচ এম তছলিম উদ্দিনঅ এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি,জেলা বিএনপি নেতা এ্যাড. আঃ রসিদ খান, জেলা যুবদল ভারপ্রাপ্ত সবাপতি মামুন রেজা খান সহ মহিলাদল,যুবদল,ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

সাবেক এমপি ও উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ এসময় বলেন, শহীদ রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা বীর উত্তম খেতাবটি তিনি কারো কাছ থেকে দয়া ভিক্ষা করে নেয়নি।

জিয়াউর রহমান ২৫ই মার্চে কালো রাত্রে পাক বাহিনীর হামলার আওয়ামী নেতারা দেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে যাওয়ার দেশের হয়ে প্রথম স্বাধীনতার ঘোষনা করে তিনি নিজেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলেন।

 

বিদেশী চ্যানেল আল জাজিরার মাধ্যমে বর্তমান অবৈধ সরকারের দূর্নীতির তথ্য প্রকাশ পাওয়ার কারনে দেশের মানুষের চিন্তা-চেতনা ভিন্ন আঙ্গিকে ফিরিয়ে নেয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার অপচেষ্টা করা হচ্ছে।

 

তিনি আরো বলেন যতই সরকার অপচেষ্টা চালাক না কেন এদেশের মানুষের মন থেকে জিয়াউর রহমানের নাম কোনদিন মুছে ফেলা যাবে না।

 

তাই সকলকে সব সময় আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দলীয় নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।

মুলাদী পৌর নির্বাচনে ৪ নং ওয়ার্ডে সোলায়মান বিজয়ী

মুলাদী পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা খান সোলায়মান । আজ সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়। এতে সাবেক ছাত্রলীগ নেতা খান সোলায়মান উটপাখি নিয়ে ৭৬৭ ভোটে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদন্দ্বি মোঃ শহীদ মাঝি পাঞ্জাবী প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬৬ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী শিপার আহমেদ খান ডালিম প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৫ ভোট। ভোট গননা শেষে ৪ নং ওয়ার্ড কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোঃ আরিফুল ইসলাম উপজেলা সমবায় কর্মকর্তা, মুলাদী লিখিত ফলাফল বিবরনীতে এই তথ্য প্রকাশ করেন।

বরিশালে ইয়াবাসহ আটক-২

বরিশালের আগৈলঝাড়া জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী একাধিক মামলার দুই আসামী ইয়াবাসহ গ্রেফতার হয়েছে।

থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, জেলা ডিবি পুলিশের দল বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ একধিক মাদক মামলার আসামী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি নয়ন মৃধা ও সাদ্দাম ফকিরকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে থানায় সোপর্দ করে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

সূত্র মতে, উপজেলার গৈলা ইউনিয়নের নতুনহাট এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

ডিবি’র উপস্থিতি টের পেয়ে উত্তর সেরাল গ্রামের মৃত আব্দুল হক মৃধার ছেলে নয়ন মৃধা (৩৫) দৌড়ে পালানোর সময় তাকে আটক করে দেহ তল্লাশী করে ১০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই বেলায়েত হোসেন বাদী হয়ে নয়ন মৃধার বিরুদ্ধে ওই দিন রাতে মামলা দায়ের করেন, নং-৫ (১১.২.২১)।

অপরদিকে একই দিন বিকেলে উপজেলার রতœপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের মোক্তারের বাড়ির ব্রিজে অবস্থান করে মাদক বেচাকেনার খবরে সেখানে বিকেলে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ।

অভিযানে রত্নপুর গ্রামের শাহ আলম ফকিরের ছেলে সাদ্দাম ফকিরকে (২১) আটক করে তার দেহ তল্লাশী করে ১০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই জুয়েল হাওলাদার বাদী হয়ে রাতে পৃথক একটি মামলা দায়ের করেন, নং-৬ (১১.২.২১)। গ্রেফতারকৃত দু’জনকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রামীণ ফোনের কর্মহীনদের পুনরায় কর্মস্থলে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন

শামীম আহমেদ ॥ গ্রামীণ ফোনের ১শত ৮০ জনকর্মহীন দক্ষ কর্মীকে কাজে ফিরিয়ে নেয়ার দাবীতে মাববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়ন বরিশাল শাখা।

আজ শনিবার (১৩) ফেব্রয়ারী বিকাল ৪টায় থেকে বিকাল ৫টা পর্যন্ত ঘন্টাব্যাপি এ কর্মসূচি ১ দফা দাবীতে পালিত হয়।

গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়নের খুলনা সার্কেল কমিটির সহ-সাধারন সম্পাদক সুজিত ঘোষের সভাপতিত্বে বক্তরা এসময় বলেন, করোনা মহামারীর শুরু পর থেকে গত ৩১ই মে হতে টেকনোলজি ও কমার্শিয়াল ডিভিশনের ১শত ৮০ জন দক্ষ কর্মীকে স্থায়ী কাজ থেকে অপসারন করে কর্মহীন করে রেখেছে।

অপরদিতে অদক্ষ ও তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ করিয়ে নিচ্ছেন। এ সকল দক্ষ কর্মীরা কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়ায় তাদের পরিবার-পরিজন নিয়ে শংকার মধ্যে দিনাতিপাত করছেন।

এসময় বক্তব্য রাখেন মাহমুদুল হাসান,শাহ্ খালিদ,মিজানুর রহমান,আবু সালেহ ও গৌরঙ্গ প্রমুখ। গ্রামীণ ফোনের শেত ৮০ জনকে পুনরায় কাজে ফিরিয়ে নেয়ার দাবীতে ২৪তম কর্মসূচি পালন কালে মাননীয়া প্রধানমন্ত্রীর সু দৃষ্টি কামনা করেন। একই সাথে অতিসত্বর কর্মহীন সকলকে কাজে ফেরত নেয়া ও চাকুরীর নিশচয়তা বিধানের জন্য গ্রামীণ ফোন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

বরিশালে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

শামীম আহমেদ ॥ দাম্পত্য কলহের জেরধরে আজ (১৩) ফেব্রয়ারী শনিবার দুপুরে বিষপান করে আত্মহত্যা করেছেন মিতু বেগম (১৯) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার সাকোকাঠী গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে গত একবছর পূর্বে সাকোকাঠী গ্রামের রাকিব সরদারের সাথে মিতু বেগমের বিয়ে হয়।

অতিসম্প্রতি দাম্পত্য কলহের জেরধরে স্বামীর সাথে অভিমান করে মিতু শনিবার দুপুর দেড়টার দিকে ঘরে থাকা বিষপান করে।

মুমূর্ষ অবস্থায় দুপুর দুইটার দিকে মিতু বেগমকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক ডাঃ সুমাইয়া তাজিন মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ময়নাতদন্তের জন্য পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছেন।

বরিশাল বিসিক উন্নয়ন মূলক প্রকল্পের বালি ভরাট কাজের শুভ উদ্বোধন করলেন সিটি মেয়র

আজ ১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশাল এর আয়োজনে বিসিক এলাকার বর্ধিত অংশে উন্নয়ন মূলক প্রকল্পের বালি ভরাট কাজের শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা প্রশাসক বরিশাল জসিম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন উপ মহাব্যবস্থাপক (অঃ দাঃ) বিসিক বরিশাল মোঃ জালিস মাহমুদ, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, শিল্প নগরী কর্মকর্তা বিসিক মালিক সমিতি সদস্য উপস্থিত ছিলেন।

অযত্ন-অবহেলায় পড়ে থাকা দেশের অন্যতম বৃহৎ আয়তনের শিল্পনগরী বরিশাল বিসিকের উন্নয়নকাজে গতি ফিরেছে প্রায় ৭০ বছর আগে ১৩০ দশমিক ৬১ একর জমির ওপর গড়ে তোলা বরিশাল বিসিকের ‘শিল্পনগরীর অনুন্নত এলাকার উন্নয়ন এবং উন্নত এলাকার অবকাঠামো মেরামত ও পুনর্নির্মাণ কাজের জন্য ২০১৭ সালের এপ্রিলে বরিশাল বিসিকের উন্নয়নের জন্য ৫২ কোটি ২০ লাখ টাকার প্রকল্পটি একনেকে পাস হয় এবং ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করতে বলা হয়।

কিন্তু পরবর্তী সময়ে নানা কারণ দেখিয়ে তত্কালীন সময়ের প্রকল্প পরিচালক সময় চেয়ে তা ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে।

এর পরও শেষ পর্যন্ত কাজ শুরু না হওয়ায় মুখ থুবড়ে পড়ে এ উন্নয়ন কার্যক্রম। আজ উন্নয়ন কাজের বালু ভরাট কাজের উদ্বোধন করা হয় এর ফলে বিসিক শিল্প এলাকার উন্নয়ন কাজের দার উন্মোচন হলো।

চলতি বছরের শুরু থেকে দ্রুতগতিতে মানসম্পন্ন কাজ এগিয়ে চলায় স্বস্তি প্রকাশ করেছে শিল্পউদ্যোক্তারা।তবে উন্নয়নকাজের জন্য ৫২ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ ধরা হলেও এটি এখন বেড়ে ৭১ কোটি টাকায় দাঁড়িয়েছে।