তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে বরিশালে আঞ্চলিক কর্মশালা

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে বরিশালে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাশীপুর ফিশারী রোডের মৎস্য উৎপাদন খামারের হলরুমে আঞ্চলিক কৃষি সম্প্রসারন অধিদপ্তর গতকাল বুধবার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকার খামার বাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক এ কে এম মনিরুল আলম। বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিউদ্দিন ও আঞ্চলিক ধান গবেষনা ইন্সটিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক মো. জসিম উদ্দিন। বরিশাল অঞ্চলের কৃষি সংশ্লিস্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭৫ জন কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহন করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৪ জুন থেকে শুরু হচ্ছে স্থগিত ফাইনাল পরীক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ইতোপূর্বে স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষাসমূহ শুরু হচ্ছে আগামী ২৪ জুন ২০২১ তারিখ থেকে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীদের স্ব-শরীরে উপস্থিতির মাধ্যমে এ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে বুধবার বেলা ১১ টায় অনলাইনে অনুষ্ঠিত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিশ^বিদ্যালয়ের জনসংযোগ বিভাগ সূত্র জানায়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাকালীন সময়ে বিশ^বিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয়ের পরিবহন সুবিধা গ্রহণ করতে পারবেন না। এছাড়া পূর্বের সিদ্ধান্ত অনুযায়ি বরিশাল বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষা আগামী ১৫ জুন ২০২১ তারিখ থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। বিশ^বিদ্যালয়ের অন্যান্য পরীক্ষাসমূহের ক্ষেত্রে স্ব-স্ব বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন ভোটাররা স্বপ্ন দেখছেন নাদিরাকে নিয়ে, শঙ্কা কেন্দ্রে যাওয়া নিয়ে

বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের সোমরাজী গ্রামের বাসীন্দা মোসাম্মৎ রাজিয়া বেগম। তিনি ওই এলাকার একজন ভোটার। জীবনে এই প্রথম ভোট দেয়ার ইচ্ছা রয়েছে তার। কারণ ভোটার হওয়ার পরে তিনি এর আগে কখনো ভোট দেয়ার সুযোগ পাননি। কিন্তু এবার ভোট দেয়ার জন্য খুবই উৎফুল্ল দেখা গেলো তাকে। ভোট দেয়ার সুযোগ পেলে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের জবাবে বললেন ‘কাকে আবার, আমাদের বড় মাকে’। কেন আপনার মা কি এই ইউনিয়নে নির্বাচন করছে এমন প্রশ্ন করতেই তিনি একটু বিরক্তের সুরে বললেন ‘আরে বাপু আমার নিজের মা নির্বাচন করবে কেন। তাহলে ওই যে বললেন ‘বড় মা’। আরে এই মা সেই মা না। এ আমাদের এলাকার সমাজসেবী নাদিরা রহমানের কথা বলছি। ভালবেসে তাকে আমরা বড় মা বলে ডাকি। কারণ তিনি আমাদের বিপদের বন্ধু। শুধু তাই নয় এই এলাকা আলোর মুখ দেখছে আমাদের বড় মায়ের বদৌলতে। তার প্রচেষ্টায় শুধু শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানের আলোই ছড়াননি। অন্ধকার এই এলাকা বিদ্যুতের আলোয় আলোকিত করার পেছনেও আমাদের বড় মায়ের আবদান। ভোট যদি পাওয়ার যোগ্য কেউ থেকে থাকেন তাহলে আমাদের বড় মা। তবে ভোট সুষ্ঠু ও সুন্দরভাবে হবে কিনা এনিয়ে বেশ চিন্তিত দেখা গেলো রাজিয়া বেগমকে। তার অভিযোগ ইতিমধ্যে বিভিন্নভাবে ভোটারদের ভয় দেখাচ্ছে বিভিন্ন মহল। সরেজমিনে খোঁজ নিয়ে এর অনেক সত্যতাও মিলেছে। স্থানীয় একাধিক ভোটাররা জানান, টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নে এবার মোট ৪জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এরা হলেন- বাহাউদ্দীন আহমেদ, নাদীরা রহমান, নসরুল আলম এবং জব্বার মোল্লা। এদের মধ্যে নৌকা প্রতীকের হয়ে লড়ছেন বাহাউদ্দীন আহমেদ।

বাকী তিন প্রার্থী স্বতন্ত্র হয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বাহাউদ্দীন আ.লীগের মনোনয়ন পেলেও যে তিনজন স্বতন্ত্র হয়ে লড়ছেন তারাও ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত। যেহেতু বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থী নেই তাই ভোটাররা সবাইকেই আ.লীগের প্রার্থী হিসেবে মনে করছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ‘ যে নির্বাচনে হয়ে আসবে তিনিই আমার’। এ থেকে সহজেই বোঝা যায় কাউকে প্রতীক দেয়া হয়েছে, কাউকে দেয়া হয়নি। কিন্তু সবাইতো আ.লীগের রাজনীতি করে। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে এ আওয়ামী লীগ নেতার। তিনি জানান, ৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ন। এগুলো হলো- ধোপাকাঠী, নরকাঠী, পতাং এবং বাড়ইকান্দী। সুষ্ঠু নির্বাচন হলে এই ইউনিয়নে কে চেয়ারম্যান হতে পারেন এমন প্রশ্নের জবাবে অপর এক আ.লীগের নেতা বলেন, যেহেতু আমি আ.লীগের গুরুত্বপূর্ন পদে আছি তাই সরাসরি মন্তব্য করতে পারবো না। কারণ সরাসরি মন্তব্য করলে সেটা দলীয় প্রার্থীর বিপক্ষে যাবে। তবে এটুকো শুধু বলতে পারি অবহেলিত টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের উন্নয়নে যার অবদান আছে তার কথায়ই ভোটাররা ভোট দেবেন। উন্নয়নে কার অবদান এমন প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, ‘ অপনারাতো সব জানেন, কে আবার সাবেক এক সচিব। সাবেক ওই সচিবের স্ত্রীইতো এবার চেয়াম্যান পদে নির্বাচন করছেন স্বতন্ত্র হয়ে। এ ধরণের বক্তব্য পত্রিকায় আসলে দলীয় পদ হারাতে হবে এজন্য বার বার নাম প্রকাশ না করতে অনুরোধ করেন ওই আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, এটা সবার স্বীকার করতে হবে আমাদের টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন উন্নত হয়েছে সাবেক সচিব এআর খানের বদৌলতে। এলাকায় যত পাকা সড়ক সবই এআর খান তদবির করে করেছেন। শুধু তাই নয় ২০১৫ সালে তিনি এই এলাকাকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন। তার কারণেই টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নে বিদ্যুতের সাবস্টেশন হয়েছে। এছাড়া তার (এআর খান) স্ত্রী নাদীরা রহমান এই এলাকায় শিক্ষাক্ষেত্রে অনেক অবদান রেখেছেন।

আগামী ২১ জুন এ ইউনিয়নে ভোট হবার কথা রয়েছে। ভোটের সময় যতই ঘনিয়ে আসছে ততই শঙ্কা বাড়ছে ভোটারদের মাঝে। কারণ গত কয়েক দিন ধরে স্বতন্ত্র প্রার্থী নাদিরা রহমানের কর্মী সমর্থকদের নানাভাবে ভয়ভীতি এবং হুমকী প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নাদীরা রহমানকে নিয়ে কেন এত আলোচনা : চারজন প্রার্থী মাঠে থাকলেও নাদীরা রহমানকে নিয়ে কেন এত আলোচনা এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বার বার উঠে এসেছে সমাজসেবার বিষয়টি। স্থানীয় ভোটাররা বলছেন নাদীরা রহমান সত্যিকারেই একজন ভাল মানুষ। যিনি সমাজসেবা শুধু কথার মধ্যে সীমাবন্ধ রাখেননি, বাস্তবে করে দেখিয়েছেন। পুরো ইউনিয়নটাকেই বদলে দেয়ার চেষ্টা করেছেন তিনি। এলাকার রাস্তা-ঘাট থেকে শুরু করে সবকিছুর উন্নয়নেই রয়েছে সমাজসেবী নাদিরা রহমানের অবদান। স্থানীয় বাসীন্দা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মুক্তিযোদ্ধা আমির হোসেন খান বলেন, ‘নাদিরা রহমান যে কাজ করছেন, মানুষকে সহযোগীতা করছেন তা কোন কিছুর বিনিময়ে নয়। এই নাদিরা রহমান অনেক উঁচু মনের লোক। সমাজকে আলোকিত করার মত তার দক্ষতা আছে। এলাকায় যে উন্নয়ন হয়েছে সমস্ত কিছুর অবদান এই নাদিরা রহমানের। তিনি আমাদের ভালবেসে দুর্যোগ, দু:সময়ে পাশে দাঁড়াবার চেষ্টা করছেন কোন কিছুর বিনিময়ে নয়। পুরো এলাকাকে দেশের মধ্যে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। যার উদাহরণ সিংহেরকাঠী স্কুল। তার ছোঁয়ায় পুরো স্কুলের চেহারাটাই বদলে গেছে। পুরো বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠানটি একটি মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশের মধ্যে তিনিই প্রথম স্কুল ভবনে নির্মান করেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, বায়ান্ন‘র ভাষা আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধের ৭ বীরশ্রেষ্ঠের ভাস্কর্য।

গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভাসহ ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষনা করে ইসি। কিন্তু করোনা মহামারীর কারণে ভোট স্থগিত করা হয়। আগামী ২১ জুন টুঙ্গিবাড়ীয়াসহ দেশের ৩৭১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বরিশাল বিভাগে ২য় পর্যায়ে ঘর পাচ্ছে ৭ হাজার ১২৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার

বরিশাল অফিস:
২য় পর্যায়ে বরিশাল বিভাগে ভূমি ও গৃহহীন ৭ হাজার ১২৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ নতুন ঘর প্রদানের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব ঘর যারা পাবেন তাদের জন্য ২ শতাংশ খাস জমি সহ ২ কক্ষ বিশিষ্ট এ ঘরের পাশে সবজি চাষসহ আয়বর্ধক নানান সুযোগ-সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল জানিয়েছেন মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সে লক্ষ্যে ২য় পর্যায়ে বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে বরিশাল জেলায় ৪৯৯টি, পটুয়াখালীতে ২ হাজার ৭৮১টি, ভোলা জেলায় ৩৭১টি, পিরোজপুর জেলায় ২ হাজার ৪টি, বরগুনা জেলায় এক হাজার ও ঝালকাঠীতে ৪৭২টি ঘর রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিেেসব ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিতকল্পে মুজিব শতবর্ষ উপলক্ষে জমি সহ এ ঘর প্রদান করা হচ্ছে। সরকারী অর্থায়নে নির্মিত এ ঘরগুলো সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে বিভাগীয় কমিশনার গতকাল বুধবার বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার চরআবদানী গ্রামের ৫০টি ঘর পরিদর্শন করেন। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২য় পর্যায়ে নির্মিত এ ঘরের শুভ উদ্বোধন করবেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান, এসিল্যান্ড নিশাত তামান্না সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ প্রথম পর্যায়ে বরিশাল বিভাগে ৬ হাজার ৬৬টি ঘঢ়র বরাদ্দ করা হয়।

বিদ্যুৎ উৎপাদনে স্মার্ট সোলার হাইওয়ে পাওয়ার প্লান্ট উদ্ভাবন করলো কলেজ ছাত্র সাহান

শামীম আহমেদ, ॥
বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎ উৎপাদনে স্মার্ট সোলার হাইওয়ে এন্ডপাওয়ার প্লান্ট উদ্ভাবন করেছে কলেজ ছাত্র মোসলেউদ্দীন সাহান। তিনি আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো ডা. মোখলেছুর রহমানেরছেলে ও গৈলা ইউনিয়নের কালুপাড়া এলাকার বাসিন্দা। সাহান ২০১৬ সালেসরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় স্মার্টসোলার হাইওয়ে এন্ড পাওয়ার প্লান্ট প্রজেক্টের কাজ শুরু করে। তার প্রজেক্টেরমুল কাজ শেষ হয় ২০১৭ সালে। সে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় সরকারীগৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং২০২০ সালের এইচএসসি পরীক্ষায় মাহিলাড়া ডিগ্রী কলেজ থেকে বিজ্ঞানবিভাগে জিপিএ-৫ পেয়েছে। স্মার্ট সোলার হাইওয়ে এন্ড পাওয়ার প্লান্টউদ্ভাবন বিষয়ে সাহান বলেন, আমাদের দেশে মূলত কয়লা, পিছ ওবিটুমিন দিয়ে রাস্তা নির্মান করে। যখন কয়লা পিচ দিয়ে রাস্তা তৈরিকরা হয় তখন অবশ্যই কয়লা ও পিচ পোড়াতে হয়।

কয়লা এবং পিচ যখনপোড়ানো হয় তখন পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন গ্যাস যেমন-কার্বনডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় যা মোটেও পরিবেশ বান্ধবনয়। যে জ্বালানি দিয়ে কয়লা ও পিচ পোড়ানো হয় তাতে যদি সালফারেরযৌগ থাকে তাহলে তা পরিবেশের জন্য এ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারী গ্যাসযেমন-সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করে যা মোটেওপরিবেশ বান্ধব নয়। কিন্তু এ স্মার্ট সোলার হাইওয়ে তৈরি করতে এরকমপরিবেশের জন্য ক্ষতিকর কোন ধরনের পদার্থ ব্যবহার করা হয় না। রাস্তা তৈরি করতে ন্যানোটেকনোলজি দ্বারা তৈরিকৃত সোলার সেলব্যবহার করা হয় যা মূলত উচ্চক্ষমতাসম্পন্ন। তাছাড়া স্মার্ট সোলারহাইওয়ে হচ্ছে একটি “পরিবেশ বান্ধব এবং নবায়নযোগ্য শক্তির উৎস”। এইরাস্তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা যে কোন মেঘাচ্ছন্নপরিবেশেও বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। তাছাড়া এই রাস্তা তিনটি উপায়েবিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। সূর্যের আলোর মাধ্যমে, মানুষের চলাচলেরসময় যে ঘর্ষণ উৎপন্ন হয় সে ঘর্ষনের মাধ্যমে এবং মানুষের ও গাড়িরপ্রেসারকে কাজে লাগিয়ে। শক্তির নিত্যতা সূত্র অনুসারে শক্তির সৃষ্টি বাধ্বংস নেই কিন্তু শক্তিকে একরূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা সম্ভব। সেঅনুসারে প্রেসার কে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হচ্ছে। এইরাস্তা প্রাথমিক অবস্থায় ৩০ টন পর্যন্ত চাপ নিতে সক্ষম। আর সোলারহাইওয়ে দিয়ে যখন বিদ্যুৎ উৎপাদন হবে তখন মানুষের তড়িৎপৃষ্ট হওয়ারকোন সম্ভাবনা নেই। কারণ এখানে সেমি পারমিত্রবেল ম্যাট্রিক্সটেকনোলজি, পলিক্লিস্টালিন টেকনোলজি এবং পলিকার্বনেট

টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে কারনে ঘর্ষণের সময় যে ইলেকট্রনের যেক্ষয় হয় তা দ্বারা মানুষের তড়িৎপৃষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এই রাস্তার সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে এই রাস্তা দ্বারা সূর্যের আলোর মাধ্যমে২ কিঃমিঃ রাস্তা দ্বারা ৬,৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এবংমানুষের চলাচলের মাধ্যমে ও গাড়ির প্রেসারকে কাজে লাগিয়ে পিজোইলেক্ট্রিক এফেক্ট এর মাধ্যমে আলাদা ভাবে আরও বছরে ১৫০০ মেগাওয়াটপর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করাও সম্ভব। প্রেসার কে কাজে লাগিয়ে বিদ্যুৎউৎপন্ন ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করে রাস্তার উপর দিয়ে কি পরিমাণেগাড়ি চলাচল করছে এবং কি পরিমানে প্রেসার পড়ছে তার উপর। সাহান আরওবলেন, আমরা যদি এ-স্মার্ট সোলার হাইওয়ে তৈরি করি তাহলে একই রাস্তাথেকে একই সময়ে আমরা ৩ উপায়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতেপারবো এবং রাস্তা হিসেবেও আমরা ব্যবহার করতে পারবো। একটিপ্রতিবেদনে দেখা গেছে সরকার প্রতি এক কিলোমিটার রাস্তার জন্য ৬কোটি টাকা খরচ করে কিন্তু স্মার্ট সোলার হাইওয়ে তৈরি করতে ৪কোটি টাকাই যথেষ্ট প্রতি কিলোমিটারের জন্য। তাছাড়া দেখা যায় যেপিচের রাস্তার যে স্থায়িত্ব তা হওয়ার কথা হচ্ছে ২৫ থেকে ৩০ বছর কিন্তু তারস্থায়িত্ব দেখা যায় খুব কম। কারণ বিটুমিনের সব থেকে বড় শত্রু হচ্ছেপানি। বিটুমিন যখনই পানির সংস্পর্শে আসে তখনই দেখা যায় পিচবা কয়লার তৈরি রাস্তা ভাঙ্গতে শুরু করে।

কিন্তু এ স্মার্ট সোলার হাইওয়েরএইরকম কোন ক্ষতিকারক দিক নেই। কারণ এই রাস্তা তৈরি করতে কোন ধরনেরপিচ বা কয়লার ব্যবহার করা হচ্ছে না। সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়েস্মার্ট সোলার হাইওয়ে তৈরি করা হয়। এই রাস্তা সাশ্রয়ী এই কারনেশুধুমাত্র বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতের কথাই বলছি ২০১৭ থেকে ২০১৮অর্থবছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতের জন্য বাজেট করা হয় ২১ হাজার২১৪ কোটি টাকা, ২০১৮-১৯ অর্থবছরে বাজেট করা হয় ২৬ হাজার ৫০২কোটি টাকা এবং ২০১৯-২০২০ অর্থবছরে বাজেট করা হয় ২৮ হাজার ৫১কোটি টাকা। এখানে দেখা যাচ্ছে যে প্রতিবছরই কিন্তু বিদ্যুৎ এবংজ্বালানি ও খনিজ খাতের জন্য বাজেট বরাদ্দের পরিমান কিন্তু বেড়েই চলছে।আমি মনে করি এই স্মার্ট সোলার হাইওয়ে তৈরি করলে প্রতিবছরবিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য সড়ক ও জনপথ খাতে আলাদাভাবে বাজেটকরতে হবে না। কারণ এখানে একটা রাস্তার পেছনে সামান্য কিছু ব্যয় করে,একই রাস্তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং রাস্তা হিসেবেও ব্যবহারকরা হচ্ছে। ফলে সরকারের ও জনগণের অর্থ সাশ্রয় হচ্ছে এবং প্রতিবছরআলাদা আলাদা রাস্তার জন্য এবং বিদ্যুৎ ও জ্বালানী খাতের জন্য আলাদাভাবেবাজেট বরাদ্দ করতে হচ্ছে না। ফলে প্রতি বছর সড়কের জন্য এবং বিদ্যুৎ ওজ্বালানী খাতের জন্য যে বাজেট বরাদ্দ করা হতো সেই বাজেটের অর্থটাকেঅন্যান্য খাতকে সমৃদ্ধ করার জন্য ব্যবহার করা সম্ভব। তাছাড়া আমাদেরদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে খনিজ সম্পদ অর্থাৎ তেল-গ্যাস ব্যবহারকরা হয় তার উপরও চাপ কমবে।

কারণ স্মার্ট সোলার হাইওয়েতে বিদ্যুৎউৎপাদনের জন্য কোন ধরনের তেল বা গ্যাস ব্যবহার করা হয় না। কারণ স্মার্টসোলার হাইওয়েতে বিদ্যুৎ উৎপাদন করা হয় “সূর্যের আলোর মাধ্যমে,
মানুষের চলাচলের সময় যে ঘর্ষণ হয় সেই ঘর্ষনের মাধ্যমে এবং গাড়িরচাপকে কাজে লাগিয়ে। স্মার্ট সোলার হাইওয়ে হচ্ছে একটি নবায়নযোগ্য শক্তির উৎস এবংপৃথিবীতে যতদিন পর্যন্ত সূর্যের আলো থাকবে এবং এই রাস্তা থাকবেততদিন এই রাস্তার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই রাস্তারস্থায়িত্বকাল হচ্ছে ৫০ থেকে ৬০ বছর। সাহান ২০১৫ সালে উপজেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষনপ্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে। ২০১৭ সালে উপজেলা, জেলা ওবিভাগ পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় ১ম স্থানঅধিকার করে এবং জাতীয় পর্যায় বছরের সেরা মেধাবী নির্বাচিত হয়এবং পদক পায়। ২০১৯ সালে উপজেলা, বরিশাল মহানগর ও বিভাগ পর্যায়সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে এবংজাতীয় পর্যায় বছরের সেরা মেধাবী নির্বাচিত হয়। ২০১৭ সালে ৩৮ তমজতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে।

২০১৭ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়১ম স্থান অধিকার করে। ২০১৮ সালে জাপান সরকারের আমন্ত্রনে সাকুরাসাইন্স একসেন্স প্রগ্রামে ৮দিনের জন্য অংশগ্রহন করে সাহান।ভবিষ্যতে এই স্মার্ট সোলার হাইওয়ে আরো বেশি উন্নীতকরণ করার ইচ্ছাআছে তার যাতে করে দেশ ও দেশের মানুষ উপকৃত হয়। ভবিষ্যতে এই স্মার্টসোলার হাইওয়েতে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এবং ডাস্ট সেন্সরসহ আরোকিছু প্রযুক্তি যুক্ত করতে চায়। যাতে করে মানুষ আরও বেশি সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারে। তাছাড়া এই স্মার্ট সোলার হাইওয়েরআশেপাশের প্রতিটি বাসা-বাড়ি থেকে শুরু করে কলকারখানাশিল্পপ্রতিষ্ঠান এবং প্রতিটি স্থানের যতগুলো ইলেকট্রিক লাইন আছেসবগুলি স্মার্ট ফোনের সাহায্যে কন্ট্রোল করা যায়। এই রাস্তাটি তৈরিকরতে মোঃ মোসলেউদ্দীন সাহানের ৭০ হাজার টাকার উপরে খরচ হয়েছে।সরকারের সহযোগিতা পেলে এই রাস্তাটি নিয়ে আরো কাজ করার ইচ্ছাআছে তার।এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃআবুল হাশেম বলেন, বিদ্যুৎ উৎপাদনে স্মার্ট সোলার হাইওয়ে এন্ড পাওয়ারপ্লান্ট উদ্ভাবক কলেজ ছাত্র মোসলেউদ্দীন সাহানের এই প্রজেক্টবাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। তার এই প্রজেক্টকে আরওআধুনিকভাবে তৈরি করার লক্ষ্যে সে চাইলে যে কোন সহযোগিতা করাহবে।

বিবিএফ চেয়ারসম্যান নলছিটির কৃতি সন্তান প্রফেসর মাসুদ এ খান

আরিফুর রহমান, নলছিটি।।
দেশের শীর্ষ স্থানীয় জাতীয় গবেষণা ও উন্নয়ন সংস্থা বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) এর চেয়ারম্যান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কৃতি সন্তান প্রফেসর মাসুদ এ খান। তরুণদের উন্নয়ন,অগ্রগতি ও এ গোষ্ঠীকে বিশ্বউপযোগী নাগরিক হিসেবে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিবিএফ। ২০০৯ সালে এটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি ।

বর্তমানে এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)র কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি ও বিদেশি বিনিয়োগ আনয়নের ক্ষেত্রে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করছে।

মাসুদ এ খান জনপ্রিয় ইংলিশ টকশো(ডিপ্লোমেটিক টকশো) উপস্থাপক, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এডজাঙ্কট প্রফেসর, ঢাকা ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ইতালি ফ্রেন্ডশীপ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, বাংলাদেশ টেলিভিশনের ইংরেজি শিক্ষার অনুষ্ঠান ডায়ালগ এর পরিকল্পনাকারী ও উপস্থাপক, আরটিভিতে কূটনৈতিক টক শো ডিপ্লোম্যাটিক জোন এর উপস্থাপক, একুশে টেলিভিশনের দ্যা ডিপ্লোম্যাটস অনুষ্ঠানের পরিকল্পনাকারি ও উপস্থাপক। বর্তমানে মাইটিভিতে ব্যান্ডিং বাংলাদেশ অনুষ্ঠানের পরিকল্পনাকারী ও উপস্থাপক হিসেবে কাজ করছেন । তিনি ডিপ্লোম্যাটিক ম্যাগাজিন দ্যা ভয়েস এর সম্পাদক ও প্রকাশক ও জাতীয় ইংরেজি দৈনিক দ্যা পিপলস টাইমের প্রধান উপদেষ্ঠা।এছাড়া এববিসিসিআই এর কো চেয়ারম্যান, নলছিটি থানা সমিতির আজীবন সদস্য , বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা ও মহাসচিবের দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৬৯ সালে উপজেলার নাচনমহল ইউনিয়নে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

প্রফেসর মাসুদ এ খান জানান, বিবিএফের মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য অংশীদারি বিশ্বব্যাপী বোঝাপড়া ও অংশীদারিত্বের সাথে বাংলাদেশকে অন্য অনুকরণীয় এবং অসাধারণ দৃষ্টিভঙ্গিতে নিয়ে যাবো এরজন্য সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি।

উল্লেখ্য বিবিএফ-এর সহযোগী সংস্থা বিবিএফ গ্লোবালের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করে যাচ্ছে ।

বরিশালে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ১৫৭, সুস্থ ১৭৮

বরিশালে কমেছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ১৫৭ জন নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বিপরীতে সুস্থতা লাভ করেছেন ১৭৮ জন ব্যক্তি। ‍

এর আগের দিন ‍উপদ্রুত ‍এলাকায় আক্রান্তের সংখ্যা ছিল ১৮২ জন। বিপরীতে সুস্থতা লাভ করেছেন ১৯৭ জন রোগী।

মঙ্গলবার (৮ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নতুন আক্রান্তের সংখ্যা ২২, সুস্থ ৩১ জন। পটুয়াখালীতে আক্রান্ত হয়েছেন ১৬ জন, সুস্থ ৩১, ভোলায় আক্রান্ত ৫৯, সুস্থতার সংখ্যা ৪২ জন। ‍

এছাড়া পিরোজপুরে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন, সুস্থতা লাভ করেছেন ৩৭ জন, বরগুনায় আক্রান্ত ১৮, সুস্থ ২৪ ‍এবং ঝালকাঠিতে ১৩ জন করে আক্রান্ত ‍এবং সুস্থতা লাভ করেছেন।

প্রসংগত, বরিশালে গত ১ জানুয়ারি থেকে ‍এ পর্যন্ত ২২ ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

র‍্যাব-৮ এর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল জেলার গৌরনদী  থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গত ০৭ জুন ২০২১ তারিখ বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, । প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ০৭ জুন ২০২১ তারিখ আনুমানিক রাত ২০.১৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ ফেরদাউচ সরদার(৩৩), পিতাঃ মৃত জিন্নাত আলী সরদার, সাং- বার্থী, (২) মোঃ বিপ্লব সরদার(৩৩), পিতাঃ মৃত কেরামত আলী সরদার, সাং- বাগমারা, উভয় থানাঃ গৌরনদী, জেলা- বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ২৫০ (দুই শত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৬,৮৭৫/- (ছয় হাজার আটশত পঁচাত্তর টাকা) উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

গৌরনদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে অজ্ঞাত ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের কাশেমাবাদ বাসস্ট্যান্ডে অজ্ঞাত বৃদ্ধকে পরে থাকতে দেখে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি তার পরিচয় নিশ্চিত হতে আশপাশের বিভিন্ন থানায় ওয়্যারলেস বার্তা পাঠানো হয়েছে।

মাদারীপুরের  শিবচরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু: আহত -৩

মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের  শিবচরে বজ্রপাতে  এক যুবকের মৃত্যু হয়েছে  এবং আহত হয়েছে অপর   ৩ জন । আহতদের  শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা হাজী ইয়াছিন মোল্লাকান্দি গ্রামের রাকিব হাওলাদার (১৮) বাংলাবাজার থেকে বাড়ি ফিরছিল। এসময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে প্রচন্ড বজ্রপাত নিপতিত হতে থাকে। রাকিব নিজ বাড়ি সংলগ্ন রাস্তায় আসলে এসময় একটি বজ্রপাত তার উপর নিপতিত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রাকিব দোতারা হাজী ইয়াছিন মোল্লাকান্দি গ্রামের জহিরুদ্দিন হাওলাদারের ছেলে। এদিকে একই গ্রামে পৃথক বজ্রপাতে গৃহবধূ শিল্পি বেগম (৩৬) আহত হয়েছে। এছাড়া একই উপজেলার কাদিরপুর এলাকায় বজ্রপাতে গৃহবধূ হাসিনা বেগম (৩৫) ও মাহিমা আক্তার (১৯) আহত হয়েছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।