বরিশালের বাজার রোডে ভবনে অগ্নিকাণ্ড

বরিশাল নগরীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বাজার রোডে একটি চারতলা ভবনের উপরে টিনের ছাপড়া কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বরিশাল ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাজার রোডের মহানাম ভান্ডারের মালিক অশোক কুমার সাহার চারতলা ভবনের উপরে টিনের ছাপড়া কক্ষে আগুনের সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এর আগেই একটি ডেস্ক কম্পিউটার, ১টি ল্যাপটপ ও ২টি ট্রাংক পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতার কারনে বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায় বাজার রোডের ব্যবসায়ীরা।

গৌরনদীতে ট্রাক চাঁপায় ভ্যানচালক নিহত

শামীম আহমেদ ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বড় কসবা নামক এলাকায় অজ্ঞাত ট্রাক চাঁপায় সাইয়েদ হাওলাদার (৩৮) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত সাইয়েদ উজিরপুর উপজেলার হস্তিসুন্ড গ্রামের আবু বকর হাওলাদারের পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে ভ্যানচালক সাইয়েদ পাটকাঠী নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের বড় কসবা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবরপেয়ে নিহতের মরদেহ ও দূর্ঘটনাকবলিত ভ্যানটি উদ্ধার করা হয়।

বরিশালের মেহেন্দিগঞ্জে পরিত্যাক্ত টং ঘর থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার

শামীম আহমেদ ॥

বরিশালের মেহেন্দিগঞ্জে পরিত্যাক্ত টং ঘর থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহষ্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) আমিরুল হক।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিন জোনের অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রুকুন্দি গ্রামের গণেশপুরা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ওই এলাকার একটি পরিত্যাক্ত টং ঘরে তল্লাশী চালিয়ে দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৭ মাস পর ঘুম ভেঙেছে বিএনপির, করোনায় আক্রান্তদের পাশে থাকার জন্য পত্র প্রেরণ

শামীম আহমেদ ॥ করোনা শুরুর টানা ১৭ মাস পর অবশেষে ঘুম ভেঙেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দর। করোনা মোকাবেলায় বিএনপির জেলা ও মহানগর করোনা হেল্প সেলে সম্পৃক্ত ও সহযোগিতা এবং নিজ নির্বাচনী এলাকায় করোনায় আক্রান্তদের পাশে থাকার জন্য পত্র প্রেরণ করেছে দলের মহাসচিব।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করা প্রার্থীদের কাছে গত ১৭ আগস্ট স্বাক্ষরিত এ পত্র প্রেরণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। বুধবার (১ সেপ্টেম্বর) বরিশালে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে তৃণমূল নেতাকর্মীদের তোপের মুখে পরেন একাধিক নেতৃবৃন্দ। এরপরই বিএনপির কেন্দ্রীয় এ নির্দেশের বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করা বরিশাল বিভাগের প্রার্থীদের কাছে মহাসচিবের প্রেরিত চিঠিতে করোনা মোকাবেলায় সরকারের কঠোর সমালোচনা করা হয়। তবে চিঠি পাওয়ার পরেও অধিকাংশ নির্বাচনী এলাকায় করোনা আক্রান্তদের জন্য বিএনপির তেমন কোন কর্মকান্ড দেখা যায়নি। এমনকি একাদশ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া অধিকাংশ নেতাদের নির্বাচনী এলাকায় তেমন কোন যোগাযোগও নেই। সেক্ষেত্রে ব্যক্তিক্রম বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতারা।
খোঁজনিয়ে জানা গেছে, দলের মহাসচিবের পত্র প্রেরণের পূর্বেই করোনার শুরু থেকে অদ্যবর্ধি নেতাকর্মীদের নিয়ে দিনরাত করোনা আক্রান্তদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা আব্দুস সাত্তার খান। তিনি নিজে অক্সিজেন সিলিন্ডার ক্রয় করে করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে গিয়ে বিনামূল্যে সেবা দিয়েছেন। এছাড়াও তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে ওষুধ, করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ, করোনার টিকা রেজিষ্ট্রেশন, করোনা পরীক্ষার ব্যবস্থা এবং অসহায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
আব্দুস সাত্তার খান বলেন, কে কি করেছে সেটা বড় কথা নয়; করোনা মহামারীর এ ক্লান্তি লগ্নে দলের সিনিয়র নেতৃবৃন্দর পরামর্শে আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

বরিশালে হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

বরিশালে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মনজুর মোর্শেদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) নগরীর শের-ই-বাংলা সড়ক এলাকা থেকে তরিকুল ইসলাম সাকিব, আলমগীর হাওলাদার ও পটুয়াখালী থেকে জামালকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিএমপি কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১১ আগস্ট নগরীর কাশিপুরের চহডা এলাকায় ব্যাংক কর্মকর্তা মনজুর মোর্শেদকে নিজ বাড়িতে হত্যা করা হয় এবং তার বাড়িতে চুরি করা হয়। এছাড়া নগরীর ফিশারী রোড এলাকায় গত ৩ জুলাই মনোয়ার হোসেনের বাড়িতে রাতে চুরি সংঘটিত হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে দুটি ঘটনায় একই ব্যক্তিরা জড়িত। পরবর্তীতে নগরীর শের ই বাংলা সড়ক  থেকে সাকিব ও আলমগীর হাওলাদারকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পটুয়াখালী জেলা থেকে জামাল নামে হত্যাকাণ্ডে জড়িত অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তারা পেশাদার ডাকাত। আটককৃত তিনজন এবং তাদের দলের অন্যান্য সদস্যরা মিলে বরিশালে পৃথক ওই ঘটনা ঘটিয়েছিল বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০২০ এর স্মরণিকার মোড়ক উন্মোচন

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০২০ এর স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। অদ্য ০২ সেপ্টেম্বর ২০২১ তারিখ দুপর ২টায় ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন অনুষ্ঠানিকভাবে এ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০২০ কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি ড. আবদুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ রিফাত মাহমুদ, সদস্য সানবিন ইসলাম, রিফাত ফেরদৌস, সোহেল রানা, সাজেদুল ইসলাম, জ্যোতির্ময় বিশ^াস, সঞ্জয় কুমার সরকার, সাদেকুল রহমান, শাওন মিত্র উপস্থিত ছিলেন।

বরিশালের গৌরনদীতে মুক্তিযোদ্ধার জমি দখলে মরিয়া ভূমিদস্যুরা ॥ প্রানের ভয়ে বাড়িছাড়া মুক্তিযোদ্ধা জালাল আহম্মেদ

শামীম আহমেদ ॥

নিজের ক্রয়কৃত জমি ভোগ দখল করতে গিয়ে প্রভাবশালীদের দাপটে বাড়ীছাড়া এই মুক্তিযোদ্ধা। একের পর এক হুমকী আর প্রাননাশের ভয় দেখিয়ে কোনঠাসা করে রাখা হয়েছে ওই মুক্তিযোদ্ধাকে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামে।

সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কমচারী মুক্তিযোদ্ধা জালাল আহমেদ এর প্রায় ৩০/৪০ বছর আগে রেকডীয় এবংক্রয়কৃত সম্পত্তিতে থাকা গাছপালা কেটে সাবার করার পায়তারা চালাচ্ছে ওই এলাকার কতিপয় ভূমি দস্যুরা।

এঘটনায় মুক্তিযোদ্ধা জালাল আহমেদ বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।
চলতি বছরের ৩১ আগস্ট তিনি এই মামলা দায়ের করেন। যার মামলা নং এমপি ৫৯/২১।
উক্ত মামলায় বিজ্ঞ আদালত বিরোধীয় তফসিল বর্নিত সম্পত্তিতে শান্তি শৃংখলা রক্ষায় প্রয়োাজনীয় ব্যবস্থা নিতে গৌনদী থানার অফিসার ইনচার্য (ওসি)কে নির্দেশ প্রদান করে।

উক্ত আদেশের প্রেক্ষিতে গৌরনদী থানা’ গত ১লা সেপ্টেম্বর উভয়পক্ষকে নোটিশ দিয়ে শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ প্রদান করে।

মামলা সুত্রে জানাগেছে, বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের জালাল আহম্মেদ দির্ঘ কয়েক বছর পূর্বে কান্ডপাশা মৌজার জে এল নং ১১১ বি.এস খতিয়ান নং ৪৩২/৪৬২ দাগ নং ২১৫৫/২১৪৮ এর মােট ৮৯ শতাংশ জমির মধ্যে ৩৩ শতাংশ ভোগ দখল করে আসছে।

সম্প্রতি একই এলাকার মৃত. নলিনী কান্তশীল এর ছেলে বানী শীল ৫৫, বিমল শীল এর ছেলে প্রদীপ শীল ২৮ ও বিকাশ ছোট্ট শীল ৩০ সহ অজ্ঞাত নামা আরো ৭/৮ জন গত ২৭ আগস্ট শুক্রবার সকাল ৯টার দিকে প্রভাবশালী একটি চক্র জোর পূর্বক তার সম্পত্তি দখল করার পায়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিনে এসকল ভূমিদস্যু সন্ত্রাসীরা আমার জমিতে থাকা গাছপালা ও বাঁশ কেটে নেওয়ার পায়তারা শুরু করে। তারা তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসী বাহীনি নিয়ে ধারালো অস্ত্র সাথে নিয়ে জমিতে প্রবেশ করে গাছপালা কাটতে শুরু করে। পরবর্তীতে আমি ডাকচিৎকার দিলেসন্ত্রাসী ভূমিদস্যু বাহীনি সেখান থেকে পালিয়ে যায়।

এবিষয়ে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা জালাল আহমেদ জানান, এর আগেও এই চক্রটি আমার জমি দখল করতে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন এমনকি আমাকে হত্যারও হুমকী দিয়েছে। তারা আমাকে প্রানে মেরে আমার ওই জমি দখল নেবে বলে হুমকী দিয়েছে।

তিনি জানান এই ঘটনার মুল ইন্দোন দাতা হিসেবে কাজ করছে এলাকার চিহিৃত ভূমিদস্যু গৌরনদী শংকরপাশা গ্রামের মৃত. নিতাই করাতির ছেলে শুশীল করাতি, মৃত.বেনুলাল ভট্টাচার্যের ছেলে অভিজিৎ ভট্টাচার্য। এরা এলাকায় সাধারন মানুষকে জিন্মি করে সন্ত্রাসী বাহীনি নিয়ে অসহায় মানুষদের জমি দখল করে। এদের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তাদের বিভিন্ন মামলা ও হামলার স্বিকার হতে হয়।

তিনি আরো জানান, মামলা দায়েরের একদিন আগে এই সন্ত্রাসী বাহীনি আমার বাড়ীতে ৩০/৪০টি মটরসাইকেলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তারা আমাকে প্রাননাশের হুমকী প্রদান করে। আমি সন্ত্রাসীদের ভয়ে এলাকা ছাড়া। এই ঘটনায় আমি প্রশাসনের উর্ধত্বন কর্মকর্তাদের সহযোগীতা ও হস্তক্ষেপ কামনা করছি।
তিনি আক্ষেপ করে বলেন, ১৯৭১ সালে আমি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেছি। নিজের জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছি। ওই সময় আমি তৎকালীন গৌরনদী মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন আহম্মেদ এর দেহরক্ষি ছিলাম এবং মুক্তিযোদ্ধা কোঠায় সোনালী ব্যাংকে আমার চাকুরী হয়। একজন মুক্তিযোদ্ধ হয়েও আমি আজ সন্ত্রাসী ও ভূমিদস্যুদের ভয়ে বাড়ীছাড়া। আমি এর সঠিক বিচার চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষে কামনা করছি।

সরকার দেশের সম্পদ লুন্ঠন করে কানাডায় বেগমপাড়া বানিয়েছে -সাবেক সাংসদ মেজবা উদ্দিন ফরহাদ

শামীম আহমেদ ॥

বিএনপি নির্বাহী কমিটি সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজব উদ্দিন ফরহাদ বলেছেন,এই অগণতান্ত্রিক ফ্যাসিবাদ সরকারের কাছ থেকে গণতন্ত্র ফিরিয়ে এনে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশটাকে মুক্ত করতে সকলকে আগামী দিনে আন্দোলন-সংগ্রামে ঐক্যবন্ধ হয়ে মাঠে কাজ করার জন্য উত্তর জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দেে প্রতি আহবান জানান।

এই অবৈধ সরকার সম্পদ লুন্ঠনের মাধ্যমে দেশটাকে পঙ্গু বানিয়ে কানাডায় বেগম পাড়া বানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এত দিন জাতীয়তাবাদী শক্তি ভয় পেত এখন তাদের মধ্যে ৪৩ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর তাদের মধ্যে ভয়ের কারন হয়ে দাঁড়াবার কারনে দিশেহারা হয়ে তারা আবোল-তাবোল বলতে শুরু করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৩তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্বের বক্তব্যতে তিনি একথা বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু,উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপি সভাপতি আঃ ছত্তার খাঁন, উত্তর জেলা বিএনপি কোষাধাক্ষ ও হিজলা বিএনপি আহবায়ক আঃ গফফার তালুকদার,উত্তর জেলা মহিলা দল সভাপতি শায়লা শারমিন মিমু, মুলাদী পৌর বিএনপি সভাপতি আব্দুর রব খান,গৌরনদী বিএনপি সাধারন সম্পাদক জহির সাজ্জাদ হান্নান শরীফ,উত্তর জেলা বিএনপি দপ্তর সম্পাদক এ্যাড, নুরুল আলম রাজু, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি,মেহেন্দিগঞ্জ কৃষক দল আহবায়ক নলী মোঃ জামাল হোসেন,কৃষকদল নেতা বাবুল হোসেন পালোয়ান,এম.এ ফিরোজ,মেহেন্দিগঞ্জ কৃষকদল সদস্য সচিব কামরুজ্জামান,স্বেচ্ছাসেবক দল সদস্য মোঃ মাসুদ রানা,হিজলা যুবদল আহবায়ত নায়েব আজমল হক,সিনিয়র যুবদল যুগ্ম আহবায়ক সায়েদুল আলম সেন্টু,সদস্য আবুল হোসেন মোল্লা,আমজাদ হোসেন পোদ্দার, ছাত্রদল নেতা তৌফিক আল হিরা প্রমুখ।

পরে মেহেন্দিগঞ্জ নব আহবায়ক কৃষক দল কমিটি নেতৃবৃন্দ উত্তর জেলা বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।

বরিশালের আগৈলঝাড়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

শামীম আহমেদ ॥
বরিশালের আগৈলঝাড়ায় মৃত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বুধবার ভোরে উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামের মৃত লাল মোহন রায়ের (গ্রাম পুলিশ) ছেলে স্বরজিত রায় (৪০) জমিতে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে পরে আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
সে দুই সন্তানের জনক ছিল। স্বরজিত রায়ের ভাই সমর রায় জানান, আমার বড় ভাই প্রতিদিনের ন্যায় মাছ ধরতে নৌকা নিয়ে জমিতে গিয়েছিল। পাশের বাড়ির ভ্যান চালক জাকির বক্তিয়ার তাকে জমির মধ্যে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা স্বরজিত রায়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু
বিশ্বাস তাকে মৃত ঘোষনা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু বিশ্বাস জানান,
ওই রোগীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। কি কারনে তাঁর মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে। পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উপপরিদর্শক মনিরুজ্জামান স্বরজিত রায়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। এঘটনায় পুলিশ থানায় বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

সারা দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সদস্যরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আকবর আলী, সিনিয়র সহ-সভাপতি আকরাম আলী, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান সিল্টু, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক রেজাউল করিম ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি এস এম কামরুল ইসলামসহ অনেকে।

বক্তারা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অবিলম্বে সারা দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানিয়েছেন।