বরিশাল অবজারভার সম্পাদক মোখলেছুর রহমানের পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ছাত্রলীগ বিএম কলেজের সাবেক ছাত্র নেতা, দৈনিক শাহনামা পত্রিকার বার্তা সম্পাদক, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্য প্রভাষক মোখলেছুর রহমান মনির পিতা আব্দুর রহমান হাওলাদার গত মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি রাত দশটায় বাকেরগঞ্জের উপজেলার খোদাবক্সকাঠী গ্রামে নিজ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহের ………..রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। এ মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে মুহূর্তেই মোখলেছুর রহমানকে তার শুভাকাঙ্খীরা শোক প্রকাশ করে সমবেদনা জানাতে থাকেন।

গতকাল বাদ জোহর খোদাবক্সকাঠী গ্রামে মরহুমের নামাজে জানাজায় শরীক হন শিক্ষক, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ। পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জেলা আওয়ামী লীগের শোক

সাংবাদিক মোখলেছুর রহমানের পিতার ইন্তেকালে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), বাংলাদেশ আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

 

দৈনিক শাহনামার শোক

সাংবাদিক মোখলেছুর রহমানের পিতার ইন্তেকালে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন দৈনিক শাহনামার সম্পাদক মন্ডলীর সভাপতি শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, প্রকাশ ও সম্পাদক কাজী আবুল কালাম আজাদ, প্রধান বার্তা সম্পাদক মামুনুর রশিদ নোমানাসহ সকল সাংবাদকি, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

দৈনিক বাংলার বনের শোক

সাংবাদিক মোখলেছুর রহমানের পিতার ইন্তেকালে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন দৈনিক বাংলার বনের প্রকাশক ও সম্পাদক শাহ শরমিনসহ সকল সাংবাদকি, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের শোক

সাংবাদিক মোখলেছুর রহমানের পিতার ইন্তেকালে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন বরিশাল মেপ্রোপলিটন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ

বিআরইউর শোক প্রকাশ

সাংবাদিক মোখলেছুর রহমানের পিতার ইন্তেকালে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সম্পাদক, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সকল সদস্যগণ।

অনিয়ম দূর্নীতির আখড়া বরিশালের রাজারচর মাধ্যমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলা ৫নং চরমোনাই ইউনিয়নের রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ৫নং চরমোনাই ইউনিয়নের বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান  আবদুস ছালাম রাড়ি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক  প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন খানের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির বিস্তর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, দূর্নীতি দমন কমিশন (দুদক), উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহ সরকারের কয়েকটি দপ্তরে নাম প্রকাশ না করা শর্তে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়- রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ৫নং চরমোনাই ইউনিয়নের বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান  আবদুস ছালাম রাড়ি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন খান সম্প্রতি কোন টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের ২৮ টি বিক্রি গোপনে বিক্রি করেছেন । বিদ্যালয়ের সীমানা প্রাচির নির্মাণের জন্য আশেপাশের ব্যক্তি মালিকানাধীন  জমি দখলের পায়াতারা চালাচ্ছেন । বিদ্যালয়ের তিনজন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের মাধ্যমে প্রায় ২১ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ও নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে বিদ্যালয়ের পরিবর্তে  আবদুস সালাম রাঢ়ী তার  ছেলের ঢাকার  বাসায় কাজ করতে পাঠিয়েছেন। চতুর্থ শ্রেনীর কর্মচারী শুভ বর্তমানে তার ছেলের ঢাকার বাসায় অবস্থান করছে। বিদ্যালয়টি শিক্ষা অর্জনের স্থান না হয়ে তাদের বাণিজ্যের আখড়ায় পরিনত হয়েছে।
বৃস্পতিবার (২৫ আগষ্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়- বিদ্যালয় প্রঙ্গণের ৪টি গাছ কাটা হয়েছে। এ ৪টি গাছের বিনিময়ে ৫০ হাজার টাকা নেয়া হয়েছে। কিন্তু প্রধান শিক্ষকের দাবি ২টি গাছ ২২ হাজার টাকায় বিক্রি করে মসজিদ উন্নয়নের কাজে ব্যয় করা হয়েছে। বাকি ২ টি গাছ দিয়ে বিদ্যালয়ের জন্য চেয়ার বানানো হয়েছে। এছাড়াও ২২ গাছ ইউসুফ নামের এক ব্যক্তি নিকট ২০ লাখ ৩৫ হাজার টাকা বিক্রি করা হয়েছে। যা প্রধান শিক্ষক মিথ্যা বলে দাবি করেন। চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের মাধ্যমে প্রায় ২১ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন প্রধান শিক্ষক কিন্তু এক কর্মচারীর কাছ থেকে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি বেরিয়ে আসে অনুসন্ধানে। এছাড়াও শুভ নামের নিয়োগপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর এক কর্মচারীকে বিদ্যালয়ের পরিবর্তে সভাপতির ছেলের বাসায় কাজ করানোর বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন সে অসুস্থ ছুটিতে ঢাকায় আছে। কাজ করে না তাই তাকে বেতন দেয়া হয় না। কিন্তু বিদ্যালয় থেকে প্রতি মাসে বেতন নেয়ার বিষয়টি অকপটে স্বীকার করেছেন শুভ।
 বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী শুভ মুঠোফোনে বলেন- আমি রাজারচর বিদ্যালয়ে চাকরি করতেছি। মাসে সরকার থেকে ৮২০০ টাকা ও বিদ্যালয় থেকে ৮৫০ টাকা বেতন নেই। কিন্তু আমি ওই বিদ্যালয়ের সভাপতির ছেলে রেজার বাসায় থেকে পার্সেল প্যাকেটিংএর কাজ করি। এতে এখানে থাকা খাওয়ার পরেও আমাকে ৫০০০ টাকা বেতন দেয়া হয়। এগুলো বাইরে কাউকে বইলেন না।
বিক্রিত গাছের ক্রেতা ইউসুফ বলেন- আমি ২ লাখ ৩৫ হাজার টাকা দামে রাজারচর হাইস্কুলের ২৮টি গাছ ক্রয় করেছি যার মধ্যে চারটি কাটার পরে কি যেন ঝামেলা হয়েছে এজন্য আপাতত আর গাছ কাটা হয়নি।
এ ব্যাপারে প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন খান বলেন- এসব বিষয়ে আপনার (প্রতিবেদক) সাথে আমি কথা বলতে রাজি না। এসব সিদ্ধান্ত ম্যানেজিং নিয়েছে। আপনে যা পারেন করেন।
এব্যাপারে বিদ্যালয়ের সভাপতি আবদুস ছালাম রাড়ি বলেন- কোন গাছ বিক্রি বা কাটা হয়নি এগুলো আমার বিরুদ্ধে অপ্রচার! কাটা গাছের ছবি দেখালে তিনি বলেন কয়েকটি গাছ বন্যায় পরে গেছে এগুলো কাটা হয়েছে। কোন শিক্ষা প্রতিষ্ঠানের গাছ বিক্রি বা কাটতে হলে বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুমতি নিতে হয় গাছ কাটার জন্য কোন অনুমতি নেয়ে হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এরা কি গাছ লাগাইছে যে কাটতে হলে তাদের জিগাইতে হবে?
এব্যাপারে বরিশাল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিথিকা সরকার বলেন কোন প্রতিষ্ঠানের গাছ বিক্রি করতে হলে ম্যানেজিং কমিটি মিটিংয়ের সুনির্দিষ্ট কারন রেজুলেশন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠিয়ে অনুমতি নিয়ে বিক্রি বা কাটতে হবে। রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ের গাছ বিক্রি বা কাটার ব্যাপারে কেউ লিখিত বা মৌখিকভাবে আমাদের জানায়নি। আমি খোঁজখবর নিয়ে এব্যাপারে ব্যবস্হা নিব। পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক এবিএম রাশেদ আহমেদ বলেন কোন প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হয় এব্যাপারে সুনির্দিষ্ট আইন থাকলেও অনেক প্রতিষ্ঠান বেআইনিভাবে গাছ কাটে এটা ঠিক নয়।

বরিশালের শেবাচিম হাসপাতালে অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্ট : 
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এয়ারকন্ডিশনের জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। আজ শনিবার বিকেল ৪টার দিকে হাসপাতালের নিচতলায় এফ ব্লকে এ ঘটনা ঘটে।

এসময় বিভিন্ন ওয়ার্ডের রোগীরা হাসপাতালের সামনের মাঠে দৌড়ে এসে অবস্থান নেয়। অপরদিকে চিকিৎসাধীন নবজাতকদের নিয়েও হাসপাতালের সামনে চলে আসে আতঙ্কিত কর্তব্যরত নার্সরা।

হাসপাতালের দ্বিতীয়তলায় দায়িত্বরত একাধিক কর্মচারী বলেন, হঠাৎ করে আগুন আগুন চিৎকার শুনতে পাই আমরা। বাইরে বের হয়ে জানতে পারি আগুন লেগেছে হাসপাতালের তৃতীয় তলায়। তারপর দ্রুত নবজাতকদের নিয়ে দৌড়ে হাসপাতালের বাইরে চলে এসেছি। বের হয়ে জানতে পারি নিচতলায় আগুন লেগেছে।

চতুর্থ তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগী বলেন, বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছি। চিকিৎসাধীন রয়েছি এখানে। শনিবার দুপুরের পর সবাই আগুন আগুন বলে চিৎকার শুরু করলে আমার স্বামী আমাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনে। পরে আগুন নিয়ন্ত্রণে আসায় আমি আবার ওয়ার্ডে যাই।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মশিউর আলম ফেরদাউস বলেন, হাসপাতালের নিচতলার এফ ব্লকের একটি এসির জেনারেটরে ফায়ার করে হালকা আগুন ধরে যায়। এই আতঙ্কে রোগীরা সবাই নেমে যায় রাস্তায়, ফায়ার সাভিস আসার আগে স্টাফরা গ্রাস স্প্রে করে আগুন ও ধোয়া নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, রোগীরা আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। আধাঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলবাসীকে স্বস্তি দিয়েছে পদ্মা সেতু

শামীম আহমেদ, ॥
কোরবানির ঈদের দ্বিতীয় দিনে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল থেকে রাজধানীমুখী হচ্ছে ছুটিতে আসা মানুষগুলো। কেউ যাচ্ছেন লঞ্চে আবার কেউ যাচ্ছেন বাসে চেপে। তবে বিগত বছরগুলোর চেয়ে এবার সড়ক পথে যাত্রীদের চাপ অনেকটাই বেশি। তাই ঈদের আগেই ঈদের পরের ঢাকামুখী বাসের বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার দক্ষিণাঞ্চলের ঈদযাত্রার চিত্র পুরোপুরি পাল্টে গেছে। প্রতিবছর ঈদযাত্রায় দুর্ভোগের কারণে যেখানে খবরের শিরোনাম হতো দক্ষিণাঞ্চলের মানুষ। সেখানে এবার খুশিতে বাড়ি ফিরে ঈদের আনন্দ শেষে এবার নিজ নিজ কর্মস্থলে ফিরছেন সবাই। একমাত্র পদ্মা সেতু অতীতের ঈদযাত্রায় দুর্ভোগের স্মৃতি চোখের পলকে পাল্টে দিয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানী ঢাকাসহ সারাদেশের নৌ আর সড়ক যোগাযোগের চিরচেনা দৃশ্য বদলে গেছে। ঢাকা থেকে বিলাসবহুল পরিবহনগুলো যাত্রীনিয়ে পদ্মা সেতু পার হয়ে এখন মাত্র সাড়ে তিন ঘন্টায় পৌঁছে যাচ্ছে বরিশাল। একইভাবে দক্ষিণের অন্যসব গন্তব্যগুলোর সাথেও রাজধানীর সড়ক যোগাযোগের সময় কমেছে গড়ে তিন থেকে চারঘন্টা পর্যন্ত।
অপরদিকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটেও নেই পূর্বের চিরচেনা যানবাহনের ভিড়। আগে যেখানে ফেরির জন্য যাত্রীবাহি পরিবহনগুলো অপেক্ষা করতো, সেখানে ঈদের আগে ও পরে পরিবহনের জন্য ফেরিগুলোকে অপেক্ষায় থাকতে হয়েছে।
সূত্রমতে, বিগত বছরগুলোর মতো এবার ঢাকা-বরিশাল নৌরুটের লঞ্চের কেবিনের জন্য যাত্রীদের তেমন একটা চাপ ছিলোনা। বরিশাল-ঢাকাগামী সাকুরা পরিবহনের ম্যানেজার আনিসুর রহমান বলেন, ঈদের আগেই গত ১২ জুলাই থেকে আগামী ১৬ জুলাই পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসগুলোর বেশিরভাগ টিকিট বুকিং হয়ে গেছে। হাতে গোনা কয়েকটি বাসে অল্প কিছু টিকিট খালি আছে। তিনি আরও বলেন, কোরবানির ঈদের দুইদিন পর থেকেই বরিশাল থেকে মানুষ ঢাকামুখী হচ্ছেন।
অপরদিকে হানিফ, গ্রিনলাইন, ঈগল ও ইলিশ পরিবহনের ঈদের পরের বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। বাসচালক ও হেলপাররা বলেন, পদ্মা সেতুর কারণে বরিশাল থেকে সড়ক পথে ঢাকার যাত্রা সহজ হওয়ায় বাসের যাত্রীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় প্রায় ১০ গুন বেড়েছে।
অপরদিকে বরিশাল নদী বন্দরে মঙ্গলবার তেমন একটা যাত্রীচাপ ছিলোনা। বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, বরিশাল নদী বন্দর থেকে ছয়টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। তবে তেমন একটা যাত্রীচাপ নেই লঞ্চগুলোতে।
ঢাকা-বরিশাল সড়ক পথে চলাচলকারী সাকুরা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বলেন, ঈদের আগে ও পরে সড়কে যানবাহনের চাপ বাড়লে পদ্মা সেতুর টোল ও এক্সপ্রেস সড়কের টোলে তীব্র যানজটের একটা শঙ্কা ছিলো। কিন্তু শেষপর্যন্ত সকল শঙ্কা কেটে গেছে। যানজটমুক্তভাবেই ঈদের আগে ও পরে আমাদের গাড়িগুলো নির্ধারিত সময়ে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকায় পৌঁছে যাচ্ছে। প্রায় একই কথা বলেন, গ্রিনলাইন পরিবহণের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার।
বিশেষ অনুসন্ধানে জানা গেছে, সড়কের মতো স্বস্তির ঈদযাত্রা এবার নৌপথেও। অন্য সময় ঈদের অস্তত ৫-৭ দিন আগে থেকে দক্ষিণাঞ্চলগামী বিলাসবহুল লঞ্চগুলোতে তিল ধারণের ঠাঁই ছিলোনা। সেখানে এবার তেমন একটা ভিড় নেই। অ্যাডভেঞ্চার নেভিগেশনের মালিক নিজামউদ্দিন বলেন, এবার ঈদে আমদের চরম লোকসানের মুখে পরতে হবে। ঈদের আগে-পরে ২-৪ দিন কিছু যাত্রী হলেও টানা প্রায় ৮-১০ দিনের যে লোকসান তা সামলে উঠা যাবেনা। ঈদ স্পেশাল সার্ভিস প্রসঙ্গে তিনি বলেন, নিয়মিত সার্ভিসের ১০টি লঞ্চের সাথে এবার মাত্র চারটি লঞ্চযুক্ত করা হয়েছিলো। অন্যান্য বছরগুলোতে ১৭ থেকে ১৮টি লঞ্চ ডবল ট্রিপ দিতো। মালিকরা এভাবে লোকসানের কথা বললেও লঞ্চে ভিড় না থাকা ও কেবিন পেতে তেমন একটা জটিলতা না থাকায় দারুণ খুশি সাধারণ যাত্রীরা।
ঈদের আগের দিন লঞ্চে ঢাকা থেকে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর লঞ্চ টার্মিনালে আসা যাত্রী নাসির মিয়া বলেন, ঈদের আগে এতো শান্তিতে যে লঞ্চে আসতে পারবো সেটা কল্পনাতেও ভাবিনি। সবই পদ্মা সেতুর অবদান। সোমবার শিকারপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা লঞ্চের যাত্রী উজিরপুর পৌর সদরের বাসিন্দা নাসরিন বেগম বলেন, এখন আর লঞ্চে আগের মতো করুণ অবস্থা নেই। এছাড়া লঞ্চের স্টাফদের ব্যবহারও পাল্টে গেছে। আগে যেখানে যাত্রীদের তারা (লঞ্চ স্টাফ) মানুষ বলে গণ্য করতো না, সেখানে এখন ভালো ব্যবহার দিয়ে তারা যাত্রীদের মন জয় করার চেষ্টা করছেন।

এতিম হলো ১০ সন্তান

শামীম আহমেদ ॥
ঘরে এক ছেলে ও নয়জন মেয়ে। ব্যাটারিচালিত ভ্যানে করে ডেকোরেটরের মালামাল আনা-নেয়ার কাজ করে স্ত্রীসহ ১২ সদস্যর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আলমগীর হাওলাদার (৪৮)।
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর এলাকার নতুন শিকারপুর নামকস্থানে গত ১১ জুলাই বিকেলে বেপরোয়াগতির একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আলমগীর। তার মৃত্যুর মধ্যদিয়ে পুরো পরিবারটি অন্ধকারে নিমজ্জিত হলো। একটি বাসের বেপরোয়াগতি ১০ সন্তানকে এতিম করে দিয়েছে। নিহত ভ্যানচালক আলমগীর হাওলাদার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মোঃ বেলাল হোসেন জানান, ঘটনার পর পরই ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

বরিশালে শ্রমিকদল নেতা ও বিএনপি নেতা বাবুল মোল্লার পরিবারের পাশে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরোয়ার

শামীম আহমেদ, ॥

বরিশাল জেলা শ্রমিকদলের সদস্য ও চরকাউয়া মোটরযান শ্রমিকদলের সভাপতি মোঃ খাইরুল ইসলাম নান্নু ও বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য সাবেক ২৭ নং বিসিসি কাউন্সিলর গিয়াস উদ্দিন বাবুল মোল্লার রুহের মাগ-ফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও কবর জিয়াতর সহ নিহত পরিবারের সাথে মত-বিনিময় করে সমবেদনা জানান কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার।

আজ মঙ্গলবার (১২) জুলাই সাড়ে ১২টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ২নং ওয়ার্ডস্থ খাইরুল ইসলাম নান্নুর বিএনপি ও শ্রমিকদলের নেতৃবৃন্দদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন মজিবর রহমান সরোয়ার।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আকবর, মহানগর বিএনপি সহ-সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন,জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল,যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান সাব্বির,সাংগঠনিক সম্পদক রাসেদুজ্জামান রাসেদ, মহানগর যুবদল নেতা আসাদুজ্জামান তৌহিদ, মাওলা রাব্বি শামীম,চুন্নু মৃধা,রিয়াজুল ইসলাম সবুজ,আনোয়ার হোসেন মানিক,শাহাদৎ হোসেন,রিয়াদ,সেলিম সরদার।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,রফিকুল ইসলাম আকন,রিতু, সাঈদ, নান্নু মিয়া, তারেকুল ইসলাম তারেক,কামাল,লিটন খান, নুরুল ইসলাম, মাহাবুব, ধলু,হান্নান,কালাম,ইব্রাহিম মাসুম,বাবুল, সেলিম,জাকির,কামাল,বাচ্চু কবির,শ্রাবন,সিদ্দিক প্রমুখ।

এর পূর্বে সকাল ১১টায় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার নগরীর বটতলাস্থ মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন বাবুল মোল্লার বাসভবনে যান। সেখানে মজিবর রহমান সরোয়ার বাবুল মোল্লার রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন। পরে তার পরিবারের সদস্যদের সাথে মত-বিনিময় করে এবং বাবুল মোল্লার মামলার সুষ্ট বিচার দাবী করেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি সৈয়দ আহসানুল কবির হাসান,হোসেন চৌধুরী, সুমন, শহিদ, সিরাজ সহ বিভিন্ন বিএনপি নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার কির্তনখোলা নদী পাড়ি দিয়ে চরকাউয়া মাটিতে পা রাখার সাথে সাথে উক্ত এলাকায় দলীয় নেতা কর্মীদের ঢল নামে।

বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৭টায় নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে। সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান এবং জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার সহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন শ্রেনি পেশার কয়েক হাজার মানুষ প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বিভাগীয় কমিশনার এবং সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বরিশালবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বৃষ্টির সম্ভাবনা থাকলেও সুষ্ঠু-সুন্দর পরিবেশে ঈদে জামাত আদায় করতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

পদ্মা সেতুর কারনে এবারের ঈদ দক্ষিণাঞ্চলবাসীর জন্য বিশেষ আনন্দের জন্য জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঈদ জামাত শেষে মোনাজাতে দোয়া কামনা করা হয় বলে বিভাগীয় কমিশনার জানিয়েছেন।

 

পদ্মা সেতুর সুফল ভোগ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। তিনি নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং সন্ধ্যা ৬টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দেন।

এদিকে, বরিশাল বিভাগে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় পিরোজপুরের স্বরূপকাঠী ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। তৃতীয় সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঝালকাঠীর এনএইচ কামিল মাদ্রাসা মাঠে সকাল ৮টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) মাজার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। বরিশালের উজিরপুরের গুটিয়ার নান্দনিক বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।

নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম ও সাড়ে ৯টায় দ্বিতীয়, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল ৮টায় প্রথম ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় এবং সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সাড়ে ৮টায় দ্বিতীয় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। নগরীর চৌমাথা মারকাজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়।

এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ড এবং বিভাগের ৬ জেলা ও ৪০ উপজেলায় সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সবগুলো ঈদ জামাতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।

বরিশালে কখন কোথায় ঈদ জামাত

বরিশালে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে। সিটি মেয়র, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊধ্বর্তন সরকারী কর্মকর্তাসহ নগরীর বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লী প্রধান ঈদ জামাতে অংশ নেবেন। নগরীর প্রধান প্রধান মসজিদে দুটি করে ঈদ জামাতের আয়োজন করা হবে।

বরিশালে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে। বরিশালের দ্বিতীয় সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের স্বরূপকাঠী ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। বিভাগের তৃতীয় সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠীর এনএইচ কামিল মাদ্রাসা মাঠে সকাল ৮টায়।

পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) মাজার শরীফে ঈদের হামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। বরিশালের উজিরপুরের গুটিয়ার নান্দনিক বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

 

এছাড়া নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম ও সাড়ে ৯টায় দ্বিতীয়, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল ৮টায় প্রথম এবং দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় এবং সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সাড়ে ৮টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নগরীর চৌমাথা মারকাজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ড এবং বিভাগের ৬ জেলা ও ৪০ উপজেলায় সহস্রাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সবগুলো ঈদ জামাতের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিএমপি কোতোয়ালি মডেল থানাধীন আলেকান্দা পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইন্স রুপাতলী পুকুরে মাছের পোনা অবমুক্ত

০৬ জুলাই ২২ তারিখ  বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন আলেকান্দা পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইন্স রুপাতলী পুকুরে রুই, কাতলা, মৃগেল, চায়নিজ পুটি,ব্রিগেড মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্ত করেন, বিএমপি উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর)  মোঃ নজরুল হোসেন এবং উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস বিএমপি  মোঃ জুলফিকার আলি হায়দার।
এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি  মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স  মোঃ শহীদুল ইসলাম সহ অন্যান্য অফিসারবৃন্দ।

বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে ব্যবসায়ীদের বহনকারী ট্রলারে ডাকাতি

শামীম আহমেদ ॥
হাটে ১৮ গরুও ৫০ ছাগল বিক্রি করে ফেরার পথে বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে ব্যবসায়ীদের বহনকারী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৫ জুলাই) রাত ৮ টার দিকে মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর চরের ৮ নম্বর ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গরু ব্যবসায়ীরা।

পাশাপাশি ডাকাতদের হামলায় ট্রলার (স্টিলের তৈরি বোট)মাঝিসহ মাঈনুল বেপারী নামে এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন এবং গরু ব্যবসায়ীদের কাছে থাকা ৩০ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডাকাতের কবলে পরা ব্যবসায়ী আজিজ মোবাইলে জানান,অণ্য দিনের মতো আজ সকালে তারা ৭/৮ জন গরু ব্যবসায়ী ও তাদের সহযোগীসহ মোট ১৫ জন লোক ২৮ টি গরু ও ৫০ টি ছাগল নিয়ে মেহেন্দিগঞ্জ থেকে ট্রলারে করে মেঘনা নদী পাড়ি দিয়ে নোয়াখালীর লক্ষীপুরের মোল্লারহাটে যান। অন্যদিন বিকেল সাড়ে ৩ টার দিকে রওয়ানা হলেও আজ ঈদের কেনাকাটা করতে গিয়ে তাদের দেরি হয়। তাই বিকেল ৫ টার দিকে বিক্রি না হওয়া ১০ টি গরু নিয়ে মোল্লারহাট থেকে পুনরায় তারা মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে ট্রলারে করে রওয়ানা দেন।

তিনি বলেন, মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর চরের ৮ নম্বর ঘাট সোজাসুজি মেঘনা নদীতে পৌঁছালে পেছনে একটি ট্রলার দেখতে পাই। প্রথমে আমরা মনে করেছিলাম সেটি জেলেদের ট্রলার। পরে ট্রলারটি আমাদের বোটের কাছে আসে এবং সেই ট্রলার থেকে যুবক শ্রেনীর ৭/৮ জন লোক আমাদের বোটে ওঠে। এসময় আমাদের ট্রলারে থাকা মাঝি-ব্যবসায়ীসহ সকলকে লাঠি ও লোহার রড দিয়ে বেধরক মারধর করে দুর্বৃত্তরা। তাদের হামলায় ট্রলার মাঝি ও গরু ব্যবসায়ী মাঈনুল বেপারী রক্তাক্ত জখম হয়।

তিনি বলেন, মারধরের একপর্যায়ে ব্যবসায়ীদের কাছে থাকা গরু ও ছাগল বিক্রির ৩০ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা।যদিও ট্রলারে থাকা ১০ টি গরু নেয়নি তারা।

এদিকে এ বিষয়ে কালিগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক ফারুক হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে আমরা খোজ খবর নিচ্ছি। ব্যবসায়ীদের সাথে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

এদিকে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম জানান, নৌ পুলিশের কাছ থেকে যেটা শুনেছি মেঘনার লালবয়া নামক এলাকায় এরকম একটি ঘটনা ঘটার কথা। তবে এখনও এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।