বিএমএসএফ প্রতিষ্ঠাতা সাংবাদিক জাফরের কন্যার জেএসসি’তে জিপিএ-৫ অর্জন

” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সাংবাদিক আহমেদ আবু জাফরের একমাত্র কন্যা সুস্মিতা আহমেদ জেরিন জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি ) পরীক্ষার জিপিএ-৫ অর্জন করেছে। ২০১৯ সালে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহন করে। ৩১ ডিসেম্বর সারা দেশের সকল মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে একসাথে জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে সাংবিদক জাফরের একমাত্র কন্যা সুস্মিতা আহমেদ জেরিন জেএসসিতে সাফল্যের সাথে এ+ অর্জন করেছে।

এ বিষয় সাংবাদিক আহমেদ আবু জাফরের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আলহামদুলিল্লাহ আমার একমাত্র কন্যা সুস্মিতা আহমেদ জেরিন জেএসসি পরীক্ষায় এ+ অর্জন করছে এ জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদয় করেছি। আমি তার এই সাফল্য অর্জনে অত্যন্ত খুশি সেই সাথে আমার মেয়ের দীর্ঘায়ু কামনা করছি। আমার মেয়ের এ সাফল্য অর্জন যেন ওর শিক্ষা জীবনে ধরে রাখতে পারে সেই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি পাশাপাশি আমার মেয়ের উজ্জল ভবিষৎ কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছি।

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার মাহমুদ হাসান

আরিফুর রহমান আরিফ :: বরিশাল রেঞ্জের ৬ জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ঝালকাঠি জেলার সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান।

মানুষের কল্যাণে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলার রহস্য উদঘাটন ও অপরাধ দমনে একাগ্রভাবে কাজ করে যাওয়ায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পদক প্রদান করা হয়।

বৃহস্পতিবার বরিশাল নগরের কাশিপুরস্থ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সভাকক্ষে নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে তাকে এ পুরস্কার দেওয়া হয়। তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

এসময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

মাহমুদ হাসান রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হওয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম), ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সহ সকল সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

ঝালকাঠিতে ডিবি’র অভিযানে ১ হাজার পিস ইয়াবা সহ যুবক আটক

ঝালকাঠি প্রতিনিধি: বুধবার বিকেলে শহরের মনোহরী পট্টিস্থ লাকী ষ্টোরে তল্লাশী চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দোকান ম্যানেজার রিয়াদ হোসেনকে আটক করা হয়। আটককৃত রিয়াদ সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

ঝালকাঠি গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক এনামুল হোসেন এবং এসআই মফিজুর রহমান সহ ডিবি পুলিশের একটি টিম এ অভিযান চালায়।

উল্লেখ্য, সম্প্রতী একই প্রতিষ্ঠানে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দোকানটির মালিক আমানতকে ৫৭৮ পিচ ইয়াবাসহ আকট করেছিলো। আমানত বর্তমানে জেল হাজতে থেকে ম্যানেজারকে দিয়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে এমন তথ্যের ভিত্তিতে আজকের অভিযান চালানো হয়েছে বলে একটি সুত্র যানায়।

ঝালকাঠি নাগরিক ফোরামের দ্বি-বার্ষিক কাউন্সিলের তারিখ ঘোষণা

ঝালকাঠি নাগরিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন ১১ জানুয়ারি ২০২০ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় সংগঠনের বিজয় দিবস উদযাপন পরবর্তী মূল্যায়ন সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সংগঠনের সভাপতি সামসুল হক মনুর সভাপতিত্বে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এ সময় নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-সভাপতি এসএম মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক ডা. জহিরুল ইসলাম বাদল প্রমুখ নেতৃবুন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঝালকাঠি নাগরিক ফোরাম ২০১০ সালে প্রতিষ্ঠা লাভ করে গণমানুষের অধিকার রক্ষাসহ জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছে।

ইতিমধ্যে নানা সংকটময় অবস্থানে ঝালকাঠি নাগরিক ফোরাম পদক্ষেপ গ্রহন করায় সংগঠনটি ব্যাপক সুনাম কুড়িয়েছে।

এদিকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় শাখা কমিটি গঠনের কাজ চলছে। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে আগ্রহশীল ব্যক্তিবর্গ নাগরিক ফোরামের সদস্যপদ গ্রহন করতে পারবেন। আগামি ৫ জানুয়ারি পর্যন্ত সদস্য ফরম সংগ্রহ এবং জমাদানের শেষ দিন ধার্য্য করা হয়েছে।

সম্মেলন উপলক্ষে ঝালকাঠি নাগরিক ফোরামের সদস্য ফরম বিতরনের উদ্যোগও নেয়া হয়েছে। যারা সংগঠনের সদস্য পদ পেতে আগ্রহী তাদেরকে নিম্মলিখিত স্থানসমুহ থেকে নির্ধারিত সদস্য ফরম সংগ্রহ করার জন্য আহবান করা যাচ্ছে। স্থান সমুহ যথাক্রমে ঝালকাঠি কোর্ট রোডস্থ বিএমএসএফ জেলা কার্যালয় ও তমা কম্পিউটার্স, আমতলা রোডস্থ ওয়ার্ক ফাউন্ডেশন, বাসষ্ট্যান্ড সংলগ্ন পরশ মেডিকেল হল, মিডিয়া প্লাস, হোগলাপট্টিস্থ সাগর হালদারের এস এইচ ইন্টারন্যাশনাল, সিটিপার্ক এটুজেড ষ্টোর, রাজাপুর সোহাগ ক্লিনিক, কাঠালিয়া বিএমএসএফ কার্যালয় ও নলছিটি বিএমএসএফ কার্যালয়ে ফরম পাওয়া যাবে।

ঝালকাঠি পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, নগদ দুইলাখ টাকা উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি পাসপোর্ট আঞ্চলিক অফিসে নানা দুর্নীতির অভিযোগে মঙ্গলবার দুপুরে আকস্মিকভাবে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় পাসপোর্ট গ্রহিতার কাছ থেকে ঘুষ নেওয়া নগদ দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
দুদক কর্মকর্তারা জানান, ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালে ঠাঁসা থাকে। নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা ও দালাল ছাড়া কোন পাসপোর্ট হয় না। অনেক সময় অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও পাসপোর্ট প্রতি অতিরিক্ত ১৫০০ টাকা করে নিয়ে পাসপোর্ট প্রদান করেন। এসব অভিযোগের ভিত্তিতে বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদুক) উপপরিচালক দেবব্রত মন্ডলের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের তল্লাশী চালায় দুদক কর্মকর্তারা। এসময় একটি লকারের মধ্য থেকে পাসপোর্ট গ্রহিতার কাছ থেকে ঘুষ নেওয়া দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বরিশাল দুদকের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, উপসহকারী পরিচালক রনজিত কুমার কর্মকার ও আলম আমীন।
একটি সূত্র জানায়, একটি সাধারণ পাসপোর্টের জন্য তিন হাজার ৪৫০ টাকা ও জরুরী ৬ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ টাকা ব্যাংকে জমা দিতে হয়। ব্যাংকে টাকা জমা দিয়ে পাসপোর্ট অফিসে গেলে কর্মকর্তারা ফরমে কোন ভুল না থাকলেও, ভুল আছে বলে ফিরিয়ে দেন। তারা দালাল দেখিয়ে দেন। আবার নিজেরাও টাকা নিয়ে পাসপোর্ট করে দেন। প্রতিটি পাসপোর্টে এক হাজার থেকে ১৫০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় পাসপোর্ট গ্রহিতাদের। ঘুষের টাকা না দিলে কোন ভাবেই পাসপোর্ট পাওয়া যায় না অফিস থেকে।
বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদুক) উপপরিচালক দেবব্রত মন্ডল বলেন, নানা অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়েছে। অভিযোগের সতত্যা পাওয়া গেছে। এখান থেকে নগদ দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ অফিসে টাকা রাখার কোন প্রয়োজন নেই। কারণ পাসপোর্টের জন্য সরকার নির্ধারিত ফি ব্যাংকে জমা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ফাতেমা বেগম বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। আমার অফিসে ঘুষ দুর্নীতি নেই। এরপরেও দুদক অভিযান করেছে, তারা তদন্ত করে দেখুক। অভিযোগ সত্য হলে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

ঝালকাঠি সিটিক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি ॥> দক্ষিণ বাংলার ঐতিয্যবাহী সেচ্ছাসেবী প্রতিষ্ঠান সিটি ক্লাব ও পাঠাগার এর ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর সকালে ক্লাব চত্তরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তলন করা হয়। কেক কেটে এবং বেলুন উড়িয়ে দিনের কর্মসূচীর উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম। পরে সকাল ১০ টায় অতিথি এবং ক্লাবের সদস্যদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ক্লাবের দাতা সদস্য ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, দাতা সদস্য ঝালকাঠি শিল্প ও বনিক সমিতির সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, আজীবন সদস্য বিশিষ্ট্য ব্যাবসায়ী শামসুল হক মনু। সভাপতিত্ত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুল হক খলিফা। দুপুরে সংগঠন কার্যালয়ে ১শ জন অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও তাদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। দেয়াহয় সেলাই মেশিন ও ঢেউটিন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জী, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকা। বিকেলে প্রয়াত সদস্যদের স্মরনে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, স্মৃতিচারন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিটি ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক রকিব বিন রাজ্জাক পলাশ একান্ত সাক্ষাৎকারে এ প্রতিনিধিকে বলেন, সংগঠনটির ৩৫ বছর উদযাপন উপলক্ষে ১ মাস আগে থেকেই আন্তঃক্রীড়া প্রতিযোগীতা পরিচালিত হয়েছে। গত ২৩ ডিসেম্বর পৌর গোরস্থান পরিস্কার, দুঃস্থ পবিরাবের শিশুদেরকে বিনামুল্যে চিকিৎসাসেবা, সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়।

ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝালকাঠি ২৩ ডিসেম্বর ২০১৯ :: মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠি নাগরিক ফোরামের আলোচনা সভা গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৩ ডিসেম্বর বিকালে কালেক্টরেট স্কুল হলরুমে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনু। প্রধান বক্তা ছিলেন নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ এমএ বায়েজীদ , জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার দুলাল সাহা, পরিবেশ রক্ষা ও ট্রি প্লান্টেশন অবদানে সাবিহা ক্যামিকেল ওয়ার্কস এর ম্যানিজিং পার্টনার ও নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনু, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনা ও শিক্ষায় অবদানে রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের সভাপতি এমএ কুদ্দুস খান, শিক্ষায় অবদানে শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার, সাংবাদিকতায় অবদান রাখায় ডেইলী অবজারভারের প্রতিনধি এসএমএ রহমান কাজল, বিটিভির জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দীন হিমু, দৈনিক সমকালের প্রতিনিধি ও দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ , চিকিৎসা সেবায় অবদানে ঝালকাঠি সদর হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ডা.বজলুর রহমান, রাহাদ আনোয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা.আনোয়ার হোসেন, কবি /সাহিত্যিকতায় সাবেক সরকারি কর্মকর্তা সিকান্দার কবির, ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক এমএ মুসা, এনজিও ও ব্যক্তিত্ব অবদানে দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান,সমাজ সেবায় অবদান রাখায় সাবিহা ক্যামিকেল ওয়ার্কস এর ম্যানিজিং পার্টনার মোঃ শামীম আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী জানে আলম জনি, বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী মাহফুজ খান, গীতি ও রচনাকারীতে ডা.জহিরুল ইসলাম বাদল, চিকিৎসা সেবায় অবদানে রাজাপুর সোহাগ ক্লিনিকের প্রতিষ্ঠাতা আহসান হাবিব সোহাগ, শিক্ষা ও সাংবাদিকতায় কাঠালিয়া বিএমএসএফ এর সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল হালিম, সচেতন নাগরিকতায় সাগর হালদার কে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঝালকাঠিতে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ঝালকাঠি প্রতিনিধি::ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি থেকে ভিমরুলী বাজার পর্যন্ত চার কিলোমিটার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।
সোমবার সকালে, জেলা প্রশাসক মো. জোরহ আলীর নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময়, খালের দুই পাশে অবৈধভাবে গড়ে তোলা ১৫টি বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। এর আগে, পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করেছিলো। এর পরেও, যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, তাদের বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়।

উচ্ছেদ অভিযান চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফরিদ উদ্দিন, পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম, এনডিসি আহমেদ হাসান উপস্থিত ছিলেন।

ছোট নদী, খাল এবং জলাশয়ে পানি প্রবাহ সচল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

ঝালকাঠিতে শীতার্তদের জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

আরিফুর রহমান আরিফ :: ঝালকাঠিতে বেড়েছে শীতের তীব্রতা। তাই শীত নিবারনে দরিদ্র ও অসহায় মানুষজনকে শীতবস্ত্র দিচ্ছে ঝালকাঠি জেলা প্রশাসন।রাতে শহর থেকে গ্রামে ছুটে গিয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী বিভিন্ন স্থানের শীতার্তদের কাছে শীতবস্ত্র পৌছে দিচ্ছেন।

শুক্রবার রাতে শহরের লঞ্চঘাট, বেদেপল্লী ও চর আবাসনের কম্বল বিতরণ করেন তিনি। এসময় নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) আহমেদ হাসান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফকরুল হোসাইন সাথে ছিলেন।

জেলা প্রশাসক মোঃ জোহর আলী বলেন, জেলার ৪ উপজেলায় শীতার্ত প্রশাসনের পক্ষ থেকে অসহায় মানুষকে এই শীতবস্ত্র বিতরণ অব্যহত রয়েছে।এটা কেবল মানবিক কাজই নয়, আমাদের দায়িত্ব। সরকারের পাশাপাশি তিনি স্বচ্ছল ব্যক্তিবর্গকেও এগিয়ে আসার আহ্বান জানান

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ঝালকাঠির এসপি

আরিফুর রহমান আরিফ:: সারাদেশের মত ঝালকাঠিতেও বেড়েছে শীতের প্রকোপ। এতে মানবেতর রাত কাটাতে হচ্ছে হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষগুলোকে।

এসব মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে রাতের আঁধারে শহর ঘুরে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

যোগদানের পর থেকেই একের পর এক মানবিক কাজে সকলকে উদ্বুদ্ধ করে চলেছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে শহরের জেলা পুলিশের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)এম এম মাহমুদ হাসান ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ ফাতিহা ইয়াসমিন বলেন, একজন শীতার্ত মানুষ সামান্য সহযোগিতায় পেতে পারে উষ্ণতার ছোঁয়া। তাই হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।