ঝালকাঠিতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সেনা সদস্যরা

ঝালকাঠি প্রতিনিধি ॥ কভিড ১৯ নভেল করোনা যখন খেটে খাওয়া মানুষকে বেকার করে দিয়েছে এমনই সময় ঝালকাঠিতে অসহায়ের পাশে দাড়ালো সেনা সদস্যরা। করোনা সংক্রামন শুরুর পর থেকে এ পর্যন্ত ঝালকাঠির শত শত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন শেখ হাসিনা সেনানিবাসের মেজর ইশতিয়াখ এর নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী ঝালকাঠি পৌর এলাকার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বেশ কিছুদিন আগে থেকেই নিজেদের বরাদ্দ থেকে একটি অংশ অসহায়দের জন্য বিতরন করে আসছেন বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবারও ঝালকাঠিতে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের হাতে চাল ডাল আলু পিয়াজ, লবন পৌছে দিয়েছে দেশ রক্ষার অতন্ত্র প্রহরী সেনাসদস্যরা।

কৃষকের ধান কেটে দিলো ঝালকাঠি জেলা ছাত্রলীগ

আরিফুর রহমান আরিফ : গোটা বিশ্বের মতো বাংলাদেশও করোনাভাইরাসের থাবা থেকে রক্ষা পায়নি। চারপাশে ভয়-ভীতি আর অস্থিরতা এমন সময়ে অনন্য একটি দৃষ্টান্ত তৈরি করেছে ঝালকাঠি জেলা ছাত্রলীগ। সংগঠনটির কর্মীরা অভাবি মানুষের তালিকা তৈরি করে করে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, পৌঁছে দিচ্ছে ত্রাণ। ‘

শুধু তাই নয়, করোনার এই সময়টায় যখন কৃষকের মাঠে সোনালী ধান, তখন সেই ধান কাটার জন্য শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে কৃষকের ধান মাঠেই নষ্ট হওয়ার মতো অবস্থা। এই পরিস্থিতিতে ক্ষেতের ধান কেটে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের কর্মীরা।

মঙ্গলবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক এস এম আল-আমিনের নেতৃত্বে সদর উপজেলার রণমতি গ্রামের কৃষক আবদুস ছত্তারের এক বিঘা জমির ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগ। রোজা রেখে চার ঘণ্টায় তাঁরা এক বিঘা জমির ধান কাটেন। পরে কৃষের বাড়িতে ধান পৌছে দেন।

জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক জানিয়েছেন, ‘করোনার এই সময়টায় মানুষের সহযোগিতা খুব প্রয়োজন। এজন্যে আমরা সামাজিক দূরত্ব মেনে এবং শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপির নির্দেশনা ও সহযোগিতায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি’।

তিনি আরও বলেন, কৃষকরা তাদের ধান কাটার শ্রমিক পাচ্ছে না। খবর পেয়ে জেলা ছাত্রলীগ একটি টিম গঠন করে। যেখানেই শ্রমিক সংকট, সেখানেই ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দিবে। আজ থেকে এ কর্মসূচি শুরু করা হয়েছে।

ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, মহামারির এই সময়টায় এলাকার এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি নিয়মিত সবার খোঁজ-খবর রাখছেন এবং মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

কৃষক আবদুস ছত্তার বলেন, আমি গরিব মানুষ কোথাও ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগ এসে আমার ধান কেটে বাড়িতে তুলে দেন । আমি তাদেরকল ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাচ্ছি ।

নলছিটিতে একজন চিকিৎসক “করোনা” ভাইরাসে আক্রান্ত

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের “করোনা” রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলী পারভীন। এ নিয়ে নলছিটিতে ২ জন “করোনা” রোগী সনাক্ত হলো।
ঝালকাঠির সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হালদার জানান “করোনা” ভাইরাস পজিটিভ আসা চিকিৎসক’র সংস্পর্শে ডাক্তার সহ ১০ জনকে আইসোলেশন ও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন এখন থেকে কারো কোন ধরনের চিকিৎসা সেবার প্রয়োজন হলে সবাই জেন ফোনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেন। এবং খুব জরুরী দরকার ছাড়া ঘরের বাইরে বের না হওয়ায় জন্য পরামর্শ দিয়েছেন।
বৈশ্বিক মহামারী “করোনা” ভাইরাসে নলছিটিতে ২ জন সনাক্ত হওয়ার ফলে মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে।
সবাই সাবধানে থাকুন ,ঘরে থাকুন। আপনি নিরাপদে থাকলে আপনার পরিবারের সবাই এবং প্রতিবেশীরাও নিরাপদে থাকবে।

ঝালকাঠিতে মসজিদের ইমামদেরকে খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির সকল মসজিদের ১২০ জন ইমামকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে সার্কিস হাউস চত্বরে জেলা প্রশাসক মো. জোহর আলী তাদের প্রত্যেককে হাতে ১০ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, একটি সাবান এবং একটি করে মাস্ক তুলেদেন। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান। খাদ্যসামগ্রী গ্রহনের পুর্বে ইমাম সাহেবরা করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দেশ ও বিশ্ববাসীর জন্য দোয়া মোনাজাত করেন। জেলা প্রশাসন ইতিমধ্যে এ জেলায় ৭০ হাজার ৬’শ পরিবারকে ৬৮২ মেট্রিকটন চাল এবং ৬৮ হাজার ৯৩৯ পরিবারকে ৩৬ লাখ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

নলছিটিতে লরির ধাক্কায় মাহিন্দ্রা চালক নিহত, শিশুসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির নলছিটিতে তেলবাহী লরির ধাক্কায় মো. জাকির হোসেন নামের এক
মাহিন্দ্রা চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মাহিন্দ্রার যাত্রী মিজানুর
রহমান, ওবায়দুল ইসলাম, তার স্ত্রী সান্তনা আক্তার ও ১০ মাসের শিশুপুত্র
আশ্রাফুল আহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের
কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল
মোল্লা জানান, বরিশালগামী লরির সঙ্গে কাঠেরঘর এলাকায় বাকেরগঞ্জগামী
মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রার চালক ও চারজন যাত্রী গুরুতর
আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ
(শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্রা চালক জাকির
হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে স্থানীয়রা সাংবাদিকদের জানায়, লরিটি দ্রুত বেগে রং সাইড (উল্টোপথ)
দিয়ে যাওয়ার চেষ্টা করলে মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

করোনায় নিথর করে দিয়েছে ঝালকাঠির তাঁতী বাড়ি

আরিফুর রহমান আরিফ ॥ ঝালকাঠি শহরতলীর বাসন্ডা গ্রামের কারিগর বাড়ি। এটি গণি মিয়ার বাড়ি নামে সকলের কাছে সু-পরিচিত এখানেই ৭০ বছর যাবৎ তৈরি হচ্ছে বাংলার ঐতিয্যবাহী ঝালকাঠির গামছা। হস্তচালিত তাঁত মেশিনের খটাস খটাস শব্দে মুখরিত থাকা এই বাড়িতে এখন পিনপত্তন শব্দ নেই। লকডাউনের কারনে গত এক মাস আগেই বন্ধ হয়ে যায় তাঁতের প্যডেল। এখন আর ঘুরছেনা সুতার চড়কা। ৫ বছর আগে গণিমিয়া মৃত্যু বরণ করলে তার বড় ছেলে নাসির উদ্দিন মিয়া এই শিল্পটি ধরে রেখেছেন। বর্তমানে করোনা ভাইসাসের প্রভাবে এই বাড়িটিতে নিথর পরে আছে গামছা তৈরির হস্তচালিত তাঁত মেশিনটি। বৈশাখ মাস এলেই নতুন গামছা ক্রয়ের হিড়িক পরতো এ অঞ্চলে। কোলকাতার বিভিন্ন বাজারের ক্লথ ষ্টোরে এবং ট্রেনের বগীতে হকাররা বিক্রি করে থাকে বাংলার বিখ্যাত গণি মিয়ার গামছা। বর্তমানে করোনার আঘাত পরেছে এই শিল্পটির উপর। একান্ত সাক্ষাতকারে কারিগর নাসির উদ্দিন মিয়া ‘দেশ’কে বলেন, দিনে ২টি গামছা উৎপাদন করতাম। গত এক মাসে একটি গামছাও বুনতে পারিনি। করোনার কারনে বর্তমানে দোকানপাঠ বন্ধ থাকায় বাড়িতে আসছেনা কোন মহাজন। এখনো পাইনি কোনো সরকারী সহায়তা। ব্যাক্তি বা বেসরকারী কোন প্রতিষ্ঠান থেকেও একটু চাল, ডালও পাইনাই। সুতা ক্রয়ের জন্য মহাজনদের কাছে থেকে অগ্রীম কিছু অর্থ এনেছিলাম। তাও পরিবার পরিজন নিয়ে চাল, ডাল কিনে খেয়েছি। ঘরের খাবার শেষ হতে চলছে। জানিনা সামনে কি হবে।

ঝালকাঠিতে মুজিব বর্ষের ব্যানার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা

ঝালকাঠির সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের যুবলীগ নেতা মিলন হোসাইন এর ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গভীর রাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় টাঙ্গানো এ ব্যানার ছিড়ে ফেলেছে অজ্ঞাত দূর্বৃত্তরা ।

দলীয় সুত্রে জানা গেছে- ইংরেজি নতুন বছের শুভেচ্ছা ও মুজিব বর্ষের ব্যানার ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে কয়েকটি স্থানে টাঙ্গানো হয়।

উক্ত ব্যানারে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, আমির হোসেন আমু এমপি, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি সম্বলিত ছিল।

এ ব্যানারটি ধানসিড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় টাঙ্গানো হয়। ওই টাঙ্গানো ব্যানার গুলোতে রাতের আধারে কে বা কাহারা ছিড়ে ফেলে।এ নিয়ে আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সর্মথকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

এ ব্যাপারে যুবলীগ নেতা মিলন হোসাইন বলেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে আমার টাঙ্গানো ব্যানার শত্রুতা মূলক ভাবে কে বা কাহারা ছিড়ে ফেলে দলীয় ভাবমূর্তি নষ্ট করেছে। আমি এলাকায় ত্রান এর কার্যক্রম চালানোর পরপরই তারা এই ব্যানার কেটে ফেলে ও কিছু ব্যানার চুরি করে নিয়ে যায়।

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি চেয়ারম্যান কবির হোসেন

করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটিতে পুরো দেশ। ঘরবন্দি মানুষের দিন কাটছে আতঙ্ক আর উৎকণ্ঠায়। এমন সময়ে দুস্থ-দরিদ্ররা যাতে না থাকে, সেজন্য খাদ্যসামগ্রী নিয়ে কর্মহীন অসহায় মানুষদের বাড়িতে প্রতিদিন ছুটছেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন। তিনি নিজেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তার চাল, ডাল তেল, লবণ আর আলু পৌঁছে দিচ্ছেন।

শরীরে পোশাক ভাল হলেও ঘরে খাবার নেই কর্মহীন মধ্যবিত্তদের। মুখ লজ্জ্বায় বলতে না পারা অভাবী লোকদের মনের ভাষা বুঝে প্রতিরাতেই খাদ্যসামগ্রী নিয়ে তাদের ঘরের দরজায় হাজির হন তিনি। ইউপি চেয়ারম্যানের এ মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ প্রশংসিত হচ্ছে। অনেকে বলছেন তার এই মানবিকতা জনপ্রতিনিধিদের জন্য দৃষ্টান্তস্বরূপ।

ঘরে বসে চেয়ারম্যানের হাত থেকে সরাসরি খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। আল্লাহর কাছে দোয়া করে তারা বলেন, তিনি (চেয়ারম্যান) যেন এভাবে প্রকৃত অসহাদের পাশে দেবদূত হয়ে সেবা দিতে পারেন।

এছাড়াও ইউনিয়নের নয়টি ওয়ার্ডের স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমেও করোনা পরিস্থিতিতে কর্মহীন হওয়া অসহায় মানুষগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তিনি।

ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও সাবেক শিল্পমন্ত্রী জননেতা আমির হোসেন আমু এমপির দিকনির্দেশনা অনুযায়ী সরকারি ও আমার ব্যক্তিগত তহবিল থেকে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

তিনি আরো বলেন, করোনার কারণে ঘরবন্দি কোনো মানুষ যাতে না খেয়ে থাকে, সেটি নিশ্চিত করতে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী নিয়ে হাজির হচ্ছি। এ ইউনিয়নে একটি দুস্থ পরিবারও অনাহারে থাকবে না।

নলছিটিতে মারা যাওয়া স্কুলছাত্রী করোনা আক্রান্ত ছিলেন না

নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়া বৃষ্টি মালো
(১৬) নামে এক স্কুলছাত্রীর নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণের লক্ষণ মেলেনি।
অর্থাৎ তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না । ঝালকাঠির সিভিল সার্জন ডা.
শ্যামল কৃষ্ণ হালদার শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃষ্টি মালো মারা গেছেন।
তবে এলাকাবাসীর ভাষ্য, প্রেমঘটিত কারণে বৃষ্টি মালো আত্মহত্যা করেছেন।

মৃত স্কুলছাত্রীর বাবা কৃষ্ণ মালো নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
পরিচ্ছন্নতাকর্মী পদে কর্মরত রয়েছেন। বৃষ্টি এ বছর নলছিটি বালিকা
মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

এদিকে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা নিয়ে কয়েকটি গণমাধ্যমে নলছিটিতে করোনা
উপসর্গ নিয়ে এক কিশোরীর মৃত্যু শিরোনামে সংবাদ প্রকাশিত হলে এলাকায় বেশ
আতঙ্ক ছড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও অনেকে করোনা উপসর্গ নিয়ে তার
মৃত্যু হয়েছে বলে প্রচারণা চালায়। তবে বৃষ্টি মালোর মৃত্যুর পর প্রশাসনের
পক্ষ থেকে তার বাড়িটি লকডাউন করা হয়নি।

প্রসঙ্গত, সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে গুরুতর অবস্থায় বৃষ্টি
মালোকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো
হয়। ওইদিন দুপুরে নলছিটি পৌর শ্মশানে তার মরদেহের দাহক্রিয়া সম্পন্ন করা
হয়।

নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ইফতার সামগ্রী বিতরন

অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন আসন্ন রমজান উপলক্ষে নাচনমহল ইউনিয়নের দঃভবানীপুর এলাকায় সংগঠনের সদস্যদের উদ্যোগে স্থানীয় কর্মহীন,অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) বাড়ি বাড়ি গিয়ে উক্ত ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক এডভোকেট মোঃ কাওসার হোসাইনের দিকনির্দেশনায় সংগঠনের সন্মানিত সদস্য মাওলানা আবুল ফায়েজের নেতৃত্বে ইফতার সামগ্রী বিতরন পরিচালনা করেন সংগঠনের নাচনমহল ইউনিয়নের সদস্য সচিব মোঃ কামরুল হাসান মাষ্টার, সদস্য আঃশুকুর এবং আব্দুল হালিম।এ সময় সংগঠনের শুভাকাঙ্ক্ষী ফরহাদ হোসেন ,আউয়াল খলিফা, ফাহাদ, আঃরাজ্জাক উপস্থিত থেকে উক্ত কার্যক্রম পরিচালনায় সহযোগীতা করেন। করোনা ভাইরাসের জন্য সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় পরিবারগুলো ইফতার সামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেছে।
উল্লেখ্য যে নলছিটি সিটিজেন ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে নানাধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং যেকোন প্রাকৃতিক বা মানবসৃষ্ট দূর্যোগেও সাধ্যমত ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে।করোনা ভাইরাসের ফলে সৃষ্ট মহামারিতেও সংগঠনটি ইতিমধ্যে ৬ টি এলাকায় খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম এবং বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করেছে।এবিষয়ে সংগঠন সংশ্লিষ্টরা বলেন বর্তমান পরিস্থিতিতে আমাদের মানবিক কার্যক্রম চলমান রয়েছে,পরবর্তিতে পরিস্থিতি বিবেচনায় আমরা মানবিক ও সামাজিক কর্মকান্ড আরো বিস্তৃত করব,পাশাপাশি ধর্মীয় ও সামাজিক দায়িত্ব থেকে আসন্ন রমজান উপলক্ষে সংগঠনের মানবিক ও দায়িত্ব সম্পন্ন সদস্যরা যার যার জায়গা থেকে তার প্রতিবেশী অসহায় পরিবারের পাশে থাকবে।