ঝালকাঠিতে নয়টি প্রাথমিক বিদ্যালয়কে ক্ষতিগ্রস্থ দেখিয়ে ১৩ লাখ টাকা লোপাটের চেষ্টা

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও অফিস সহকারীর বিরুদ্ধে ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ স্কুলের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঝালকাঠি সদর উপজেলার নয়টি বিদ্যালয় মেরামতের জন্য ১৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। আর উপজেলা শিক্ষা অফিসার ও অফিস সহকারী শহিদুল ইসলাম তাদের নিজেদের সিন্ডিকেটের সদস্য এমন প্রধান শিক্ষকদের স্কুলের নাম অন্তভুক্ত করেছেন এ তালিকায়। অভিযোগ রয়েছে এ তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্থ স্কুলের নাম বাদ দিয়ে আদৌ ক্ষতি হয়নি বা কম ক্ষতি হয়েছে এমন বিদ্যালয়ের নাম দেয়া হয়েছে। বর্তমানে নয়টি স্কুলের প্রধান শিক্ষক ও টিইও অফিসের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে কিভাবে নামেমাত্র কাজ দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ করা যায়।
ঝালকাঠি সদর উপজেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অভিযোগে জানান, গত ২০ মে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় আম্ফানে ঝালকাঠির প্রাথমিক বিদ্যালয়ের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। দুএকটি বিদ্যালয়ের দরজা জানালার সামান্য ক্ষতি হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে গত ২১ মে ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসে ক্ষতিগ্রস্থ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চাওয়া হলে ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশমত উচ্চমান সহকারী মো. শহিদুল ইসলাম তার পছন্দের প্রধান শিক্ষকদের স্কুল তালিকাভুক্ত করেন। যে নয়টি স্কুল তালিকাভুক্ত করা হয়েছে তার মধ্যে রযেছে, বালিঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ লাখ পঁিচশ হাজার টাকা, দক্ষিন-পশ্চিম বালিঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ লাখ ২৫ হাজার টাকা, কাচঁাবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ লাখ পঞ্চাশ হাজার টাকা, বিকনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ লাখ পঞ্চাশ হাজার টাকা, পঃ দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ লাখ পঞ্চাশ হাজার টাকা, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ লাখ পঞ্চাশ হাজার টাকা, মুরাসাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ লাখ পঞ্চাশ হাজার টাকা, উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ লাখ পঞ্চাশ হাজার টাকা ও কেফাইতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ লাখ পঞ্চাশ হাজার টাকা । এসব বিদ্যালয়ে আম্ফানের কারনে কোন ক্ষতিই হয়নি। কিন্তু তালিকা প্রেরণের সময় বলা হয়েছে এসব বিদ্যালয়ের দরজা,জানালা, সিড়ির ক্ষতি হয়েছে আম্ফানে। আবার যে সব বিদ্যালয়ের সামান্য কিছু ক্ষতি হয়েছে সে সব বিদ্যালয়ের নাম এ তালিকায় দেয়া হয়নি। যেমন শ্রীমন্তকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার। ঘর্ণিঝড়ের কারণে এ বিদ্যালয়ের কয়েকটি থাই গ্লাশ ভেঙ্গে গেছে এবং ছাদে পানি জমে সৌর বিদ্যুতের প্যানেল ক্ষতি গ্রস্থ হয়েছে। প্রধান শিক্ষক কল্পনা ইন্দু বালা বলেন, আম্ফানের পরে আমি আমার বিদ্যালয়ের নাম ক্ষতিগ্রস্থ হিসেবে টিইও অফিসে জমা দিয়েছিলাম। কিন্তু এখন দেখি আমার বিদ্যালয়ের নাম নেই। অথচ শুনছি আদৌ যে সব স্কুল ক্ষতিগ্রস্থ হয়নি, সে সব স্কুলের নাম রয়েছে। বিকনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাসিন্দা আঃ জব্বার মৃধা ও ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম জানান, ঘুর্ণিঝড় বুলবুল ও আম্ফানে স্কুলের কোন ক্ষতি হয়নি। আর ভেঙ্গে পড়ার মত কোন গাছও স্কুলের পাশে নেই । শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবেশী তারেক মোল্লা জানান, ঘুর্ণিঝড় আম্ফানে আমাদের স্কুলের কোন ক্ষতি হয়নি । আগে যেমন ছিল তেমনই আছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রধান শিক্ষক জানান, বছরে বিভিন্ন খাতে স্কুল ওয়ারি বরাদ্দ আসে । এসব বরাদ্দ প্রাথমিক শিক্ষকদের সংগঠনের নেতারা যে সব স্কুলের সাথে জড়িত তাদের মধ্যেই প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে বরাদ্দ দেয়া হয়। আর এসব অনিয়মের কলকাঠি নারেন উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী শহিদুল ইসলাম। সব বরাদ্দ থেকে তাকে ভাগ দিতে হয়। এমন কি জুন ফাইনালে ৪০ থেকে ৭০ হাজার সিলিপের টাকার জন্য শহিদুল স্কুল প্রতি দুই হাজার টাকা আদায় করেছেন। এ ছাড়াও প্রতি বছর রুটিন মেইন্টেনেসের ৪০ হাজার, উপবৃত্তির ২৫০০ টাকা, প্রাক প্রাথমিকের দশ হাজার, বিদ্যালয় আনুসঙ্গিকের ৮ হাজার এবং ক্রিড়ার দুই হাজার টাকা ছাড় করাতে উচ্চমান সহকারীকে পার্সেন্টেজ দিতে হয়। এ ব্যাপারে উচ্চমান সহকারী মো. শহিদুল ইসলাম বলেন, করোনাভাইরাস কালীন সাধারণ ছুটির সময় অন্যরা অফিস না করলেও আমাকে অফিস করতে হয়েছে। অনেক সময় টিইও স্যার আসতে পারেন না তখন স্যারের নির্দেশে আমাকেই সব কিছু করতে হয়। সে কারণে অনেক শিক্ষক আমার ওপর ক্ষিপ্ত। আম্ফানের পরের দিন তালিকা করতে বলা হয় । তাড়াহুরার কারণে ভুলত্রুটি হতে পারে। আমার বিরুদ্ধে টাকা পয়সা আদায়ের অভিযোগ সত্য নয়। উপজেলা শিক্ষা অফিসার সালেহা খাতুন বলেন, সহকারী শিক্ষা অফিসারদের প্রতিবেদন অনুয়াযী তালিকা তৈরি করা হয়েছে। কাজ না করে টাকা পয়সা ভাগবাটোয়রা করার কোন সুযোগ নেই। আম্ফানে ক্ষতি গ্রস্থ না হলেও একটা স্কুলের নামে কিছু টাকা বরাদ্দ হলে আপনাদের সমস্যা কোথায় ? । ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ স্কুলের তালিকা নিয়ে কিছু অভিযোগ শোনা যাচ্ছে। যাচাই বাছাই করে তালিকা সংশোধন করা হবে।

ঝালকাঠিতে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠির কাঁঠালিয়ায় আমিরুল ইসলাম রুহুল আমিন মাস্টার (৬৬) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পশ্চিম আউরা হাওলাদার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আমিরুল ইসলাম রুহুল আমিন ওই গ্রামের মৃত সদর আলী হাওলাদারের ছেলে ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে শিক্ষকের স্ত্রী পারভিন বেগম কাঠালিয়া উপজেলা শহরে বাজার করতে আসেন। দুপুরে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সারা না পাননি। পরে বাড়ির লোকজন মিলে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আড়ার সঙ্গে তার লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ঝালকাঠিতে নতুন করে ১২ জনের করোনা শনাক্ত,জেলা মোট ৯৩

আরিফুর রহমান আরিফ : ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৩ জন, নলছিটি উপজেলায় ৩ জন , রাজাপুর উপজেলায় ৫ জন ও কাঠালিয়া উপজেলায় ১ জন রয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩ জনে। ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ পর্যন্ত আক্রান্ত ৯৩ জনের মধ্যে ৩৭ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৩ জন।

অফিসেই ধুমপান করেন সহকারী তহসিলদার, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক :
অফিসে বসেই প্রকাশ্যে ধুমপান করছেন ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (সহকারী তহসিলদার) মো. মিজানুর রহমান। এমন ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন ব্যক্তির ফেসবুক ওয়াল ও পেইজে জায়গা করে নেওয়ার পাশাপাশি এরই মধ্যে ভিডিওটি সাংবাদিকদের হাতেও চলে এসেছে।

ভিডিও ক্লিপসে দেখা যায়, মিজানুর রহমান অফিসের চেয়ারে বসে সিগারেট ফুঁকছেন। অন্য একটি চেয়ারে বসে একজন গল্প করছেন। আর সেবা নিতে আসা স্থানীয় লোকজন দাঁড়িয়ে আছেন।

২০১৩ সালে পাস হওয়া তামাক নিয়ন্ত্রণ সংশোধিত আইনে সরকারি-বেসরকারি কার্যালয়সহ পাবলিক প্লেসে ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ হলেও সহকারী তহসিলদার প্রকাশ্যেই নিজের অফিসে দাপ্তরিক কাজে আসা লোকদের সামনে ধুমপান করেন।

স্থানীয়দের অভিযোগ, অফিস কক্ষে ধুমপানের ব্যাপারে কোনো বাধ্যবাধকতার তোয়াক্কা করেন না তিনি। তার এই ধুমপানের কারণে অফিসের অন্যান্য কর্মচারীরা অতিষ্ঠ হলেও তাকে কোনো কথা বলার দুঃসাহস দেখায়না কেউ। আর দাপ্তরিক কাজে বাইরে থেকে আসা লোকরাও বাঁধা দিতে পারেন না তাকে।

এ ব্যাপারে সহকারী তহসিলদার মো. মিজানুর রহমান বলেন, অনেকেই তো খায়। দেখা গেছে, আমরা ভাত খাওয়ার পর একটু খাইলাম। এতে সমস্যা কি?

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ফেসবুকের মাধ্যমে ভিডিওটি দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে সতর্ক করা হয়েছে। অবশ্যই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে নলছিটি উপজেলা ছাত্রলীগের শোক

নলছিটি প্রতিনিধি:
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নলছিটি উপজেলা ছাত্রলীগ। সভাপতি অনীক রহমান সরদার এবং সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান এক শোকবার্তায় বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের এই বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে নলছিটি উপজেলা ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোকাহত। নলছিটি ছাত্রলীগ পরিবার তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারালো। জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর পুত্র জনাব মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সব ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন। গত শতকের ষাটের দশকে ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী মোহাম্মদ নাসিম ১৯৯৩ সালে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য হন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কারাগারে মনসুর আলীকেও হত্যা করা হলে সক্রিয় হন নাসিম।

তখন কারাগারেও যেতে হয়েছিল তাকে। আরও বলা হয়, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত শহীদ এম মনসুর আলীর ছেলে জনাব মোহাম্মদ নাসিম পঞ্চমবারের মত সংসদে সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকার গঠন করার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান জনাব মোহাম্মদ নাসিম। পরের বছর মার্চে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বও তাকে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোহাম্মদ নাসিম এক সঙ্গে দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন ১৯৯৯ সালের ১০ মার্চ পর্যন্ত। পরে মন্ত্রিসভায় রদবদলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালে তাকে স্বাস্থ্যমন্ত্রী করা হয়। বর্তমানে তিনি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন নাসিম। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরনীয় ক্ষতি। জনসেবা, সমাজ ও দেশের উন্নয়নের তাঁর অবদান জাতি শ্রদ্বার সঙ্গে স্মরণ করবে।

ঝালকাঠিতে ইয়ুথ এ্যাকশন সোসাইটি’র আয়োজনে রক্তদাতাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান

ঝালকাঠি প্রতিনিধিঃ “এসো রক্তদানে এগিয়ে যাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ১২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদাতাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করে
সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন সোসাইটি। রবিবার ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অালোচনা সভায় এ সন্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন এনডিসি আহাম্মেদ হাসান। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হাসান মাহামুদ, সমাজসেবক মোঃ ছবির হোসেন ও রক্তদাতা মোঃ শফিকুল ইসলাম রুবেল।

এতে সভাপতিত্ব করেন ইয়ুথ এ্যাকশন সোসাইটির সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি।

সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম (রাব্বি)।

অনুষ্ঠানে ইয়ুথ এ্যাকশন সোসাইটি’র সদস্যরা সহ অন্যান্য সংগঠনের রক্তযোদ্ধারা উপস্থিত ছিলেন

ঝালকাঠিতে সড়কে অবৈধ পৌর টোলঘর ভেঙ্গে দিলো পুলিশ

ঝালকাঠি জেলা পুলিশ খুলনা আঞ্চলিক মহা সড়কে বিভিন্ন স্থানে অবৈধ চাঁদা আদায় বন্ধের অভিযান চালিয়েছে। আজ শনিবার দুপুর ১২ টায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ঝালকাঠি গাবখান ব্রীজের পূর্বপারে টোলপ্লাজায় অফিসের সামনে দাঁড়িয়ে বিভিন্ন যাবাহনের ড্রাইভারদের সাথে কথা বলেন তিনি। এসময় জেলার কোথাও চাঁদা না দেয়ার নির্দেশ দেন। পুলিশকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য পরিবহন শ্রমিকদের অনুরোধ জানান।

এদিকে ঝালকাঠি বাসস্ট্যন্ড ব্রীজের পশ্চিম পাড়ে যুব উন্নয়ন অফিসের সামনে মহাসড়কের পাশে ঝালকাঠি পৌরসভার অবৈধ টোলঘর নির্মাণ করে যানবাহন থেকে অবৈধ চাঁদা তোলার অভিযোগ থাকায় জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় পুলিশ টোলঘরটি ভেঙ্গে খালে ফেলে দিয়।

ঝালকাঠিতে মহাসড়কে চাঁদাবাজি স্থায়ীভাবে বন্ধ করার জন্য বিশেষ অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। জেলার মধ্যে কোথায় মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার।

বিএনপি অনলাইন প্রবাসী ফোরামের পক্ষ থেকে নলছিটিতে উপহার সামগ্রী বিতরন

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা মানুষদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেছে বিএনপি অনলাইন প্রবাসী ফোরাম।
বৃহস্পতিবার(১১ জুন) বিকেল ৪ ঘটিকায় বিএনপির জেলা নেতৃবৃন্দ ও উপজেলা নেতাকর্মীদের উপস্থিতিতে এ বিতরন কার্যক্রম সম্পন্ন করা হয়। এসময় শতাধিক পরিবারের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। তাদের দেয়া প্রতি প্যাকে রয়েছে ৫কেজি চাল,১কেজি ডাল,১টি সাবান,১কেজি পিয়াজ ও ১কেজি সয়াবিন তেল। উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন জেলা বিএনপি’র সাংগঠনিক সংম্পাদক মেহেদি হাসান খান বাপ্পি,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন,সাধারন সম্পাদক সরদার শাফায়াত হোসেন,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাসুম শরিফ,সাবেক সাধারন সম্পাদক দুলাল তালুকদার,উপজেলা যুবদল নেতা ও সাবেক পৌর কাউন্সিলর জিয়াউল কবির মিঠু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সাইদুল কবির রানা,সিনিয়র সহ-সভাপতি এনামুল কবির রাসেল।এসময় তারা বলেন বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে সারা দেশে ব্যাপী আমাদের এ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে,বেগম জিয়ার নির্দেশনা অনুযায়ী যতদিন এই মহামারী থাকবে ততদিন আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার চেস্টা করবো।

উপহার সামগ্রী বিতরনের সার্বিক সহায়তায় ছিলেন বিএনপি অনলাইন প্রবাসী ফোরামের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম।

ঝালকাঠিতে নতুন করে ৮ জন করোনা আক্রান্ত

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৭৪ জন আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানিয়েছেন।

এদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া নলছিটি উপজেলার রায়াপুর গ্রামের জামাল উদ্দিনের (৬০) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া আক্রান্তদের মধ্যে হোম আইসোশনে থাকা অবস্থায় ২০ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৩ জন।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, নলছিটি উপজেলায় ২৩ জন, রাজাপুর উপজেলায় ১৫ জন ও কাঁঠালিয়া উপজেলায় ৯ জন। ঝালকাঠি জেলায় বুধবার পর্যন্ত ১১৪৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, এর মধ্যে ১০২৪ জনের রিপোর্ট এসেছে। অপেক্ষমান রয়েছে ১২২ জনের রিপোর্ট।

জেলায় এ পর্যন্ত ১২১৯ জন হোম কোয়ারেন্টিনে ছিল। তাদের মধ্যে ১১৮৩ জন ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছে ৩৪ জন।

বিশিষ্ট ডা. আ‌নোয়ার হো‌সেনের মৃত্যুতে ঝালকাঠি নাগরিক ফোরামের শোক

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রথিতযশা চি‌কিৎসক, বরিশালের রাহাত আ‌নোয়ার হাসপাতা‌লের স্বত্বা‌ধিকারী ডা. আ‌নোয়ার হো‌সেন মৃত্যুতে ঝালকাঠি নাগরিক ফোরাম গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এক শোক বিবৃতিতে ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনু ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সকলের নিকট দোয়া চেয়েছেন। তাঁর মৃত্যুতে ঝালকাঠিসহ গোটা বরিশালবাসি একজন মানবিক চিকিৎসককে হারালো। তাঁর এই শুন্যতা কখনোই পূরণ হবেনা।

তিনি আজ মঙ্গলবার (০৯ জুন) রাত পৌনে ৩টায় রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ক‌রোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

,এর আগে গুরুতর অবস্থায় তা‌কে এয়ার এম্বুলেন্সে ক‌রে ঢাকায় নেয়া হয়।
ডা. আ‌নোয়ার হোসেন ঝালকাঠি সদর উপজেলার মানপাশা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি দীর্ঘদিন বরিশালে চিকিৎসা পেশার সাথে যুক্ত ছিলেন।