আমির হোসেন আমু এমপির পক্ষে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি অনীক

আরিফুর রহমান, নলছিটি।।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির পক্ষ থেকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নলছিটি উপজেলাবাসী সহ সমগ্র মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন নলছিটি উপজেলা ছাত্র লীগের সভাপতি অনীক রহমান সরদার।

শনিবার (২ এপ্রিল) রাতে এক বিবৃতিতে রমজানের শুভেচ্ছা জানান নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার

তিনি বলেন, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। মহান আল্লাহ পাক মুসলমানদের জন্য এ মাসটিকে বিশেষ রহমতের মাস হিসেবে নির্ধারণ করেছেন।

এ কারণে ধর্মপ্রাণ মুসলিম সমাজের কাছে রমজানের গুরুত্ব অপরিসীম।’ছাত্রলীগের সভাপতি আরো বলেন, পবিত্র ‘রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব।

সংযত ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এই মাসকে ঘিরে সবসময় আমাদের আগাম আয়োজন থাকে। আমার নেতা আমির হোসেন আমু এমপির পক্ষ থেকে সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা।

রাজাপুরে গাঁজার গাছসহ যুবক আটক

ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা গ্রাম থেকে ৪শ গ্রাম গাঁজা ও ৪টি গাঁজা গাছসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত যুবক এনায়েত হোসেন (৩১) ওই গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বাসা থেকে আটক করে। পরে এনায়েতের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ৪শ গ্রাম গাঁজা ও তার বাড়ি সংলগ্ন সবজি বাগান থেকে ৪টি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে রাজাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশের একটি চৌকস দল সোমবার রাত আড়াইটার দিকে কেওতা গ্রামে অভিযান পরিচালনা করে। ওই গ্রামের ইউসুফ হাওলাদারের পুত্র এনায়েত হোসেন (৩১)কে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঘরের ভেতর থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদে এনায়েতের বাড়ি সংলগ্ন সবজি বাগান থেকে ৪টি জীবন্ত সবুজ গাঁজা গাছ জব্দ করা হয়। তার বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঝালকাঠিতে স্কুলশিক্ষক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্কুলশিক্ষক শাহজাহান হাওলাদার হত্যার দায়ে মামলার তিন আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.মাসুদুর রহমান।

মঙ্গলবার বিকেলে দুই আসামীর উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর এক আসামী পলাতক রয়েছেন।

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে মো.আবদুল লতিফ হাওলাদার, মো.জয়নাল আবেদীন খানের ছেলে সরোয়ার হোসেন খান এবং একই গ্রামের জয়নাল জমাদ্দারের ছেলে মো.আবদুস সালাম জমাদ্দার। আসামীদের মধ্যে সরোয়ার হোসেন খান মামলার শুরু থেকেই পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মনু জানান, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের বাসিন্দা ও পীরখানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহজাহান হাওলাদারের সাথে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সাথে দ্বন্দ ছিলো আসমীদের । ২০০৭ সালের ১৭ মার্চ স্থানীয় জোড়াপোল বাজার থেকে রাত ৯টা ৪৫ মিনিটের সময় বাড়ি আসার পথে কাঠালিয়া-কৈখালী সড়কে পৌছালে ওই শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামীরা ।

পরে ১৮ ই মার্চ আবদুল লতিফ হাওলাদার, সরোয়ার হোসেন খান ও আঃ সালাম জমাদ্দারকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের বড় ভাই মো.মানিক হাওলাদার।

কাঠালিয়া থানার তদন্তকারী কর্মকর্তা মো. আবুল হোসেন ও মো: শহিদুল ইসলাম ২০০৭ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

ঝালকাঠিতে ১১ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আরিফুর রহমান,ঝালকাঠি।।

ঝালকাঠির রাজাপুরে ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ১ হাজার ১ শত পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার (২৫ মার্চ ) রাতে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত খৈয়াম হাওলাদার (২৮) উপজেলার
মঠবাড়ি ইন্দ্রপাশা এলাকার শমসের আলী হাওলাদারের ছেলে।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের বলেন, শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১১ শত পিস ইয়াবা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এ ঘটনায় রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঝালকাঠিতে কার্বন নির্গমন বন্ধ ও ক্ষতিপূরণ আদায়ের দাবি

আরিফুর রহমান, ঝালকাঠি।।

বৈশ্বিক কার্বন নির্গমন হ্রাস ও দায়ী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর ঝালকাঠি সদস্যরা

শুক্রবার (২৫ মার্চ) বেলা ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচি ‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’ থেকে এ আহ্বান জানানো হয়।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ এর উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে টিআইবি,ইয়ুথ অ্যাকশন সোসাইটি বাংলাদেশ স্কাউটসের সদস্যরা জলবায়ু ধর্মঘটে অংশ নেন।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ঝালকাঠি জেলার সমন্বয়কারী তন্ময় চন্দ অভির সভাপতিত্বে সহ-সমন্বয়ক সিরাজুল ইসলাম, সহ-সমন্বয়ক খুরশিদ জাহান, টি আই বি ঝালকাঠি জেলার সমন্বয়ক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা , বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব থেকে দেশকে বাঁচাতে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জেলা প্রশাসন ও সরকারের এগিয়ে আসার ও বিশ্ব নেতাদের এই উপকূলীয় দেশ গুলোর স্বার্থে কাজ করার আহ্বান জানান।

মাদক মামলায় সাংবাদিক আসিফ মানিক নির্দোষ

প্রতিনিধি ঝালকাঠি।।

ঝালকাঠি ডিবি পুলিশের কতৃক দায়ের করা মাদক মামলায় ঝালকাঠির সাংবাদিক আসিফ মানিক আদালতে নির্দোষ প্রমানিত হয়েছে। ২০ মার্চ রোববার ঝালকাঠি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারক মাহবুবা শারমিন ৫২ বছর বয়সী এই সাংবাদিককে মামলা থেকে খালাস প্রদানের রায় ঘোষনা করেন।

আসামী পক্ষের আইনজীবি মঞ্জুর হোসেন জানান, “প্রবীন সাংবাদিক আসিফ মানিক একজন বীর শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। শহীদ পরিবারের পুনর্বাবাসনের জন্য সরকারের বরাদ্ধকৃত জমি দখল করতে একটি কুচক্রি মহল তাকে মিথ্যা মামলায় আটক করানোর প্রচেষ্টা চালায়। ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)র এস,আই মফিজ সঙ্গীয় ফোর্স নিয়ে ২০১৯ সনের ১৬জুলাই সন্ধ্যায় কৃষ্ণকাঠি এলাকায় সাংবাদিকের মটর সাইকেল দেখে ধারনা করে সামসুর হোটেলে তিনি বসা আছেন। ডিবি পুলিশেন দলটি ওই হোটেল ও পার্শ্ববর্তী এলাকায় তল্লাসী করে। কিন্তু ঘটনাস্থলে সাংবাদিক আসিফ মানিক ছিলেননা। এবং সামসুর হোটেলের ফ্লোর থেকে পরিত্যক্ত ২ পিচ ইয়াবা পলিথিনে প্যাচানো উদ্ধার করে। যাহা জব্দ তালিকার স্বাক্ষীরা আদালতে স্বীকার করেছে।

পুলিশি অভিযানের সময় সাংবাদিক আসিফ মানিক পার্শ্ববর্তী আল-ফালাহ্ মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলেন। ঘটনাস্থল থেকে মনির নামের এক যুবককে আটক করে । ডিবির এস,আই মফিজুলের পরিকল্পিত ওই মামলায় আসিফ মানিককে জড়ানো হয়। মনগড়া ওলোট-পালট এজাহার করে এস,আই মফিজুল বাদী হয়ে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সাংবাদিক আসিফ মানিক পুলিশের আই,জি,পি বরাবর এই মিথ্যা মামলার প্রতিকার চেয়ে আবেদন করলে “আইজিপি সেল” এর উর্ধ্বতন কর্মকর্তারা গোপনীয় তদন্তে মামলার বাদী মফিজ সেই ততদন্তের পরে ডিবি থেকে বদলী করে দেয়া হয়। আই,জি,পির নির্দেশে ঝালকাঠি পুলিশ সুপার বাদী হয়ে এস,আই মফিজের বিরুদ্ধে পুলিশ বিভাগীয় মামলা দায়ের করেন । মামলা নং ৩/২০২০ তারিখ ১৩/৫/২০২০। মালার তদন্তে এস,আই মফিজুল দোষী প্রমনিত হওয়ায় তার বিরুদ্ধে পুলিশ বিভাগীয় আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

রায় ঘোষনার পর সাংবাদিক আসিফ মানিক জানান, “আমি নির্দোষ নামাজে ছিলাম, তাই আল্লাহ রাব্বুল আল-আমীন আমাকে মিথ্যা মামলা থেকে রেহাই দিয়েছেন। নামাজ ই আমাকে বিপদ থেকে রক্ষা করেছে।এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।”

নলছিটিতে প্রাণিসম্পদ প্রদর্শনীর দায়সারা আয়োজন!

নিজস্ব প্রতিবেদক।।
দেশব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের অংশ হিসেবে ঝালকাঠির নলছিটিতেও বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিবসটি পালন করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন অধীনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর স্থানীয় চায়না মাঠে এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়সারা আয়োজন আর নয়ছয় করার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলার অধিকাংশ খামারিদের মাঝে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রদর্শনীতে দর্শকদের উপস্থিতি ছিল কম। সরকারি নির্দেশনা মোতাবেক মেলায় ৫০টি স্টল প্রস্তুত করার কথা ছিল। কিন্তু বাস্তবে স্টল করা হয়েছে ৩০টি। দিনব্যাপি প্রদর্শনী চলার কথা থাকলেও সকাল ১০টায় উদ্বোধনের পর অতিথিগণ চলে গেলে প্রদর্শনী প্রাঙ্গণ ধীরে ধীরে খালি হতে থাকে। দুপুর নাগাদ প্রাঙ্গণ প্রায় দর্শকশূন্য হয়ে পড়ে।

প্রদর্শনীতে আগত কয়েকজন দর্শক বলেন,
সকাল থেকেই এখানে হিন্দি গান বাজানো হয়। ভাষার মাসে এমন গান শুনে অনেকেই হতবাক হয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হলে তিনি প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমানকে হিন্দি গান বাজনো বন্ধের নির্দেশনা দেন। এরপরই প্রদর্শনী প্রাঙ্গণে হিন্দি গান বাজানো বন্ধ হয়। ভাষার মাসে সরকারি অনুষ্ঠানে হিন্দি গান শুনতে হয় এর চেয়ে লজ্জার কিছু নাই।

একাধিক খামারির অভিযোগ, প্রদর্শনীর জন্য প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে নলছিটি উপজেলায় ২ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হলেও গুটিকয়েক খামারিকে নিয়ে নামমাত্র এ প্রদর্শনীর আয়োজন করা হয়। দায়সারাভাবে এ প্রদর্শনীতে কিছু খামারিকে আমন্ত্রণ জানানো হলেও অধিকাংশ খামারিরা এ বিষয়ে কিছুই জানেন না।

তারা আরো অভিযোগ করেন, প্রদর্শনী নামে বরাদ্দ হওয়া অধিকাংশ টাকা মিথ্যা ভাউচারে আত্মসাতের চেষ্টায় দায়সারা এ আয়োজন করা হয়েছে। প্রদর্শনী উপলক্ষে ব্যাপক প্রচার-প্রচারণার নিয়ম থাকলেও তা করা হয়নি। এ কারণে প্রদর্শনীতে দর্শক সমাগম অনেকটা কম।

দায়সারা আয়োজনের অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান বলেন, প্রদর্শনী উপলক্ষে মাইকিং করা হয়েছে। তবে পোস্টার ও লিফলেট করা হয়নি। আর সকাল থেকে প্রদর্শনী প্রাঙ্গণে দর্শকদের বেশ উপস্থিতি ছিল। দুপুরে রোদের কারণে উপস্থিতি কিছুটা কমে যায়।

ভাষার মাসে হিন্দি গান বাজানো প্রসঙ্গে তিনি বলেন, ‘সাউন্ড সিস্টেমের লোকজন ভুলবশত বাজিয়েছিল। আমি আসে বন্ধ করে দিয়েছি’।

রাজাপুরে পুলিশ কর্মকর্তার ভবনের ৩ ফ্লাটে দিন দুপুরে গণচুরি, স্বর্ণালংকার ও টাকা লুট

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর সদরের কাঁচা বাজারের ভিতরের পুলিশ পরিদর্শক আফজাল হোসেনের চারতলা ভবন ঝর্ণাম্যানশনের ভাড়াটিয়া সৌদি প্রবাসির বাসায় ও স্থানীয় জনপ্রতিনিধির অফিসহ ৩ ফ্লাটের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টা থেকে ১১ টার ভিতরে এঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ভবনের চার তলার ভাড়াটিয়া সৌদি প্রবাসি মনির হোসেনের স্ত্রী লাকি বেগম জানান, সকাল সাড়ে নয়টার দিকে তার দড়জায় তালা লাগিয় তার মেয়েকে নিয়ে প্রাইভেট পরাতে যান। ১১টার দিকে বাসায় এসে দড়জার হ্যাজভোল্ট ভাঙ্গা দেখতে পান। তার ঘরে থানা আলমিরা ও সুকেজের বিভিন্ন ড্রয়ার ভাঙ্গা পান এবং চোরেরা তার ঘরে থাকা স্বর্ণের চেইন ১টি, আংটি ১টি, কানের বালা ১ জোড়া, রুপার নুপুর ১ জোড়া, মোবাইল সেট ১টি ও পাঁচ হাজার টাকা চোরের নিয়ে গেছে। একই সময় ওই ভবনের তিন তলার ভাড়াটিয়া সৌদি প্রবাসি মাসুম খান জানান, সকাল ১০টার দিকে তারা স্বামী-স্ত্রী ঘরে তালা লাগিয়ে ব্যাংকে যান। ঘরে ফিরে দেখেন চোরেরা ঘরের দড়জা ভেঙ্গে ড্রয়ার থেকে পঞ্চাশ হাজার টাকা,ি স্বর্ণের কানের বালা ১ জোড়া ও সৌদির কিছু রিয়াল নিয়ে গেছে। রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বর মো: আল আমিন হোসেন জানান, ওই ভবনের দুই তলায় তার অফিস রয়েছে। ঘটনার সময় অফিসে তালা দেয়া ছিলো। চোরেরা তালা ভেঙ্গে আলমারি ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে কাগজপত্র এলোমেলো করে। দামি কিছু না থাকায় কিছু খোয়া যায়নি। অপর দিকে ওই ভবনের চার তলার অপর ফ্লাটের সৌদি প্রবাসি জাহিদের স্ত্রী পপিকে বাহির থেকে দরজার হ্যাজভোল্ট আটকে রাখে চোরেরা ও তিন তলার দুবাই প্রবাসি জায়েদ খানের ছেলে সুজন খানকেও বাহির থেকে দরজার ছিটকানি আটকে রাখে চোরেরা। তারা কিছু বুঝে ওঠার আগেই চোরেরা সটকে পড়ে। চুরির ঘটনার সময় ওই ভবনের নিচে কাঁচা বাজারের কেনা বিক্রি চলছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ বিষয় রাজাপুর থানার এএসআই সঞ্জিব বলেন, ভুক্তভোগীরা যেভাবে সহায়তা চান সেভাবে সহায়তা দেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ক্লু পাওয়া যায়নি বা কাউকে আটকও করা সম্ভব হয়নি। রাজাপুর থানার ওসি ছুটিতে আছে এবং ওসি তদন্ত ঢাকায় রয়েছে বলে জানা গেছে।

রাজাপুরে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন স্কুল ভবনের নির্মান কাজ অনিয়মের অভিযোগে বন্ধ

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের ৪৫ নং গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় কোটি টাকা ব্যয়ে দ্বিতল নির্মানাধীন ভবনের নির্মান কাজ অনিয়মের অভিযোগে বন্ধ করে দিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। সরেজমিনে অভিযোগে জানা গেছে, ঠিকদার নিম্নমানের সামগ্রী ও অনিয়মের আশ্রয় নিয়ে গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নিলে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে এলজিইডি কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। এতে করে যথা সময়ে বিদ্যালয় ভবন নির্মান কাজ সম্পন্ন করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে ১৬ দিন ধরে নির্মান কাজ বন্ধ থাকায় রডসহ অন্যান্য উপকরনে মরিচা দেখা দিচ্ছে।
৪৫ নং গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন খান ও ম্যানেজিং কমিটির সহ সভাপতি জাকির হোসেন অভিযোগ করে জানান, এলজিইডির অর্থায়নে ৯৯ লাখ টাকা ব্যয়ে ঝালকাঠির ঠিকাদারী প্রতিষ্ঠান ইসলাম ব্রাদাস ২০২০ সালের মে মাসে নির্মান কাজ শুরু করে এবং গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নিয়ে তারে কাজের মান নিয়ে সন্দেহ হলে বিষয়টি বরিশাল এলজিইডি কর্তৃপক্ষকে অবহিত করা হলে বরিশাল এলজিইডির নির্বাহি প্রকৌশলী জাকারিয়া মহোদয় ঘটনাস্থল পরিদর্শন এসে দেখেন ৮ মিলি, ৪ মিলি ও নূরি পাথর দেয়ার কথা থাকলেও তা না দিয়ে নিম্নমানের বড় পাথর ও ২০ মিলি রডের পরিবর্তে ১৬ মিলি এবং ১২ মিলির পরিবর্তে ১০ মিলি দিয়ে ৬ ইঞ্চি ফাকা রাখার কথা থাকলেও সাড়ে ৮ ইঞ্চি দিয়ে ঢালায়ের প্রসুÍতি নেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। তাই তিনি কাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে ঠিকাদার শিমুল হোসেন জানান, যথাযথ নিয়মনানুযায়ী কাজ করা হচ্ছে। তবে পাথর, রড ও কাঠের কিছু সমস্যার বিষয়ের কর্তৃপপক্ষ জানালে তা পরিবতর্ন ও সকল সমস্যার সমাধান করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত কারনে কিছুদিন কাজ বন্ধ রয়েছে। খুব দ্রুতই যথাযথভাবে কাজ শুরু করা হবে।
এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, বিদ্যালয় ভবন নির্মান কাজে সামান্য কিছু ত্রুটি ধরা পড়লে তা ঠিকাদার সমাধান করেছে। উর্ধ্বতন কর্তপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। এখন তাদের অনুমতি পেলে দ্রুতই কাজ সম্পন্ন করা হবে।
এলজিইডির বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল হুদা জানান, মূলত ছাদ ঢালাইয়ের সময় কোন প্রকৌশলী উপস্তিত না থাকার বিষয়টি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরে বরিশালের নির্বাহি প্রকৌশলী জাকারিয়া ওই স্কুলে যান এবং পাথর ও রডের কিছু অনিয়ম ধরা পড়ায় কাজ বন্ধ করে দেয়া হয়েছিলো। যথাযথভাব নিয়মে ভবন নির্মান করার সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

রাজাপুরে ধানী জমির মাটি কেটে নেয়ার অভিযোগ

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের পুখরিজানা গ্রামের মিরাবাড়ি এলাকার শাহ আলম খানের ছেলে প্রবাসী সুমন খানের ধানী জমির মাটি কেটে নেয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্য দেলোয়ার খলিফার বিরুদ্ধে। বুধবার দুপুরে প্রবাসী সুমন খানের স্ত্রী ফারিয়া সুমন ইলা অভিযোগ করেন, রাস্তায় মাটি দেয়ার জন্য পশ্চিম ও দক্ষিণ পাশ থেকে মাটি না নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে শুধু পূর্ব পাশের ধানীজমি কেটে মাটি নিয়েছে। তাদের ১৪ শতাংশ জমি থেকে রাস্তা সংস্কারের নামে সাবেক ইউপি সদস্য দেলোয়ার খলিফা প্রায় ৪০ জন শ্রমিক দিয়ে জোর করে এলোমেলোভাবে মাটি কেটে নেয়ায় চাষাবাদে সমস্যায় পড়তে হবে। এর আগেও দেলোয়ার খলিফা রাস্তা সংষ্কারের নামে ওই জমি কেটেই একটা গভীর ডোবা কেটেছিলো। এ ঘটনায় প্রবাসী সুমন খানের স্ত্রী ফারিয়া সুমন ইলা মঙ্গলবার রাজাপুর থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য দেলোয়ার খলিজা জানান, ওইখানে একটি ডোবা থাকায় তার পাশ থেকে মাটি কেটে রাস্তার জন্য আনা হয়েছে। ৪০ জন শ্রমিকরা কাজ করেছে, হয়তো একজায়গা থেকে একটু বেশি কেটে ফেলেছে। রাজাপুর থানার এএসআই কাসেম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।