সভাপতি ইলিয়াস বেপারী সম্পাদক শামীম আহসান

আরিফুর রহমান,ঝালকাঠি ।।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঝালকাঠি ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ জুলাই) বিকেলে বিষয়টি জানিয়েছেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী।

ইউনিটের নির্বাচিত কর্মকর্তারা হলেন ,সভাপতি ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী ও সাধারণ সম্পাদক ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. শামীম আহসান। সহ সভাপতি ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুস সালাম ও সুকেশ রঞ্জন হালদার। যুগ্ম সম্পাদক হয়েছেন ঝালকাঠি সরকারি কলেজের সহকারী অধ্যাপক বজলুর রশিদ ও মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম তালুকদার। সাংগঠনিক সম্পাদক ঝালকাঠি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহমুদ মোর্শেদ ও মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মুর্তজা। কোষাধ্যক্ষ ঝালকাঠি সরকারি কলেজর সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন। প্রচার সম্পাদক ঝালকাঠি সরকারি কলেজের প্রভাষক প্রণয় বিশ্বাস। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহিলা কলেজের প্রভাষক জসমি উদ্দিন। সমাজকল্যাণ সম্পাদক মহিলা কলেজের সহকারী অধ্যাপক তাসমিদা ত্বাহসীন।দপ্তর সম্পাদক ঝালকাঠি সরকারি কলেজের প্রভাষক দেবশ্রী বিশ্বাস।

এছাড়াও ১০ জনকে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন,ঝালকাঠি সরকারি কলেজের প্রভাষক নাশিদ শাহেরীন,ফারজানা আক্তার ইমা, মাহমুদুল হাসান, মো.শাওন খান,ফাইজুল ইসলাম,মহিলা কলেজের প্রভাষক ইমরান হোসেন রবিন, ইমরান হোসেন খান,নাজিবুল ইসলাম, মো. মানিক ও হনুফা আক্তার।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সুবিধা অসুবিধাসহ নানা প্রয়োজনে এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঝালকাঠি ইউনিটের সভাপতি ইলিয়াস বেপারী।

যার যতটুকু আছে তা নিয়ে বন্যা-কবলিত মানুষের পাশে দাঁড়ান নেছারাবাদী হুজুর

আরিফুর রহমান, ঝালকাঠি।।

আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর বলেছেন,’দেশের বন্যা পরিস্থিতি, বিশেষত সিলেট-সুনামগঞ্জের অবস্থা অত্যন্ত মারাত্মক-রূপ ধারণ করেছে। সরকারী ব্যবস্থার সহায়ক হিসেবে যার যতটুকু ক্ষমতা আছে তা নিয়ে দেশের বন্যা-কবলিত মানুষের পাশে দাঁড়ান। এ মুহূর্তে তাদের পাশে সাহায্যের হাত বাঁড়ানো এবং তাদের জান-মাল রক্ষার জন্য শারীরিক ও মানসিক সহায়তা দেয়া প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।

শুক্রবার (১৭ জুন) রাতে নেছারাবাদ কমপ্লেক্সের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পরামর্শ ও দোয়া অনুষ্ঠানের বয়ানে তিনি এসব এ কথা বলেন।

এর আগে তার একটি লিখিত ভাষণ পাঠ করেন তিনি । এতে নেছারাবাদ কমপ্লেক্সের নানামুখি কার্যক্রম, আন্তর্জাতিক পরিচিতি, সমস্যা ও সম্ভাবনা প্রভৃতি বিষয়ে বর্ণনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ-চেয়ারম্যান খান মোঃ আরিফুর রহমান,নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, পৌর মেয়র মোঃ লিয়াকত আলী তালুকদার, এন এস কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মুফতী গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন এন এস কামিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক (বাংলা) মোঃ আবু জাফর মুকুল,প্রফেসর ডা. অসীম কুমার সাহা, ইসলামিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. মোঃ আব্দুর রশীদ,বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের মহাসচিব ডা. মোঃমোসাদ্দেক হোসেন খান,জেলা দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মান্নান রসূল,জেলা মুছলিহীন সভাপতি মোঃ আবু বকর খান বাচ্চু,জেলা চেম্বার অফ কমার্স সভাপতি মোঃ মনিরুল ইসলাম তালুকদার, কুতুবনগর আযীযিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মুহাম্মদ আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ খলীলুর রহমান,জেলা আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু, মুছলিহীনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. মুন্সি আবুল কালাম আজাদ,পৌর মুছলিহীন সভাপতি মোঃ মনোয়ার হোসেন খান, সদর উপজেলা মুছলিহীন সভাপতি অ্যাড. ইউসুফ আলী মোল্লা প্রমুখ।

এসময় মহানবী হযরত মুহম্মদ (সঃ)এর অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করে এবং দেশ-জাতি-উম্মাহর কল্যাণ ও বন্যা-কবলিতদের প্রতি রহমত নাযিলের মিনতি করে দোয়া মোনাজাত করা হয়।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠান

আরিফুর রহমান, ঝালকাঠি।।
বহু প্রতীক্ষার পর উদ্বোধন হতে যাচ্ছে দেশের দীর্ঘতম পদ্মা সেতু।আগামী ২৫ জুন সকাল ১০টায় এ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে সেতুটি।এ উপলক্ষে নলছিটিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্বরে এক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় পদ্মাসেতু নিয়ে বিশেষ গান পরিবেশন করা হয়।

উল্লেখ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০১৫ সালের জানুয়ারিতে। প্রথমে পিয়ার নির্মাণের জন্য পাইলিং করা হয়। এরপর একে একে তৈরি হয় ৪২টি পিয়ার। ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের ওপর প্রথম স্প্যান বসানো হয় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর। ২০২০ সালের ১০ ডিসেম্বর সর্বশেষ স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর পুরো কাঠামো দৃশ্যমান হয়। ২০২১ সালের আগস্টে সম্পন্ন হয় সেতুর সড়কপথ তৈরির কাজ।

আহ্বায়ক জুলহাস খান সদস্য সচিব মনির বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ নলছিটি উপজেলা পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৫ জুন) বিকেলে পৌরসভা মিলনায়তনে
জুলহাস খানকে আহ্বায়ক ও মনির বিশ্বাসকে সদস্য সচিব করে ১৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।

এসময় নলছিটি উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নানের সভাপতিত্ব জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ,সদস্য সচিব মোঃ সুমন তালুকদার, নলছিটি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন রিপন, ঝালকাঠি সড়ক পরিবহন শ্রমিক লীগের পৌর সভাপতি মোঃ ফোরকান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

ঘোষিত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ওর্যাডের কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

ইয়াস ব্লাড ব্যাংকের কমিটি গঠন

ঝালকাঠিতে ইয়ুথ অ্যাকশন সোসাইটি ইয়াসের অঙ্গসংগঠন ইয়াস ব্লাড ব্যাংকের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে রক্তযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে ১৩ সদস্য বিশিষ্ট্য পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও ইয়াসের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন ।

কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে সুমাইয়া রহমান সেতু, সাধারণ সম্পাদক রনী চন্দ্র।

এছাড়াও অন্যান্যরা হলেন সহ-সভাপতি আজিজুল হক, সহ-সাধারণ আফসান আহমেদ নাহিদ, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক ইসরাত বহ্নি, প্রচার সম্পাদক মহিবুল্লাহ , অর্থ সম্পাদক বাসু দেবনাথ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তি আক্তার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লামিয়া আক্তার জিদনী, নারী, শিশু ও রক্তদান বিষয়ক সম্পাদক তাইফা ইসলাম, কার্যনির্বাহী সদস্য মিম তালুকদার, কার্যনির্বাহী সদস্য ইয়াছিন ইসলাম মুন।

রক্তযোদ্ধা দিবসে রক্তযোদ্ধাদের সম্মাননা

আরিফুর রহমান, ঝালকাঠি।।

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ঝালকাঠিতে ১৪ জন রক্তযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস।

মঙ্গলবার(১৪ জুন)সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে তাদের সম্মাননা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন।

ইয়াসের সভাপতি শাকিল হাওলাদার রনির সভাপতিত্বে বিষেশ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপদেষ্টা ছবির হোসেন, হাসান মাহামুদ সহ সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইয়াসের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম।

রক্তযোদ্ধা হিসেবে যারা সম্মাননা পেলেন তারা হলেন, মোঃ হাসান মাহমুদ, মোঃ আমির হোসেন উজ্জল, মোঃ রিয়াজ হোসেন, মোঃ আরিফুর রহমান, এইচ এম আসলাম মাহমুদ, মশিউর রহমান শাহিন, তন্ময় চন্দ্র অভি, যুবরাজ দাস, খান জাহান রিমন, সিতারা ইসলাম, শান্তা ইসলাম সুমি, হৃদয় কর্মকার, রাকিবুল ইসলাম রিফাত ও ইয়াসিন ইসলাম মুন।

ঝালকাঠিতে ১০০ টাকায় পুলিশে চাকরি

মাত্র ১০০ টাকা খরচে পুলিশে চাকরি পেয়ে স্বপ্নপূরণ হলো ঝালকাঠির ১৯ তরুণ-তরুণীর। কোনো ধরনের তদবির ছাড়াই তাঁদের চাকরি হয়েছে। মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার। আশা পূরণ হয়েছে বাবা-মায়ের। এতে খুশি চাকরি পাওয়া তরুণ-তরুণীরা। চাকরি দিতে পেরে আনন্দিত জেলা পুলিশ সুপার।

জানা গেছে, ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষায় ৬৪৬ জন অংশ নেন। এর মধ্যে ১৫২ জনকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়। আর, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪১ জন।

গতকাল বৃহস্পতিবার উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মেধা এবং সব কোটা মিলে তিন জন নারী কনস্টেবল ও ১৬ জন পুরুষ কনেস্টেবল চূড়ান্ত করা হয়।

মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেসন সম্পন্ন হলেই এই ১৯ তরুণ-তরুণী পাবেন নিয়োগপত্র।

গতকাল বিকেলে ঝালকাঠি পুলিশ লাইন্সে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। যোগ্যতার ভিত্তেতে চাকরি হওয়ায় আনন্দিত অভিভাবকেরাও।

ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এনটিভি অনলাইনকে বলেন, ‘আইজিপি স্যার কর্তৃক প্রদত্ত দায়িত্বকে পবিত্র দায়িত্ব মনে করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’

ঝালকাঠি সরকারি কলেজে ইফতার মাহফিল

আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠি সরকারি কলেজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ এপ্রিল) বিকেলে ফিরোজা আমু ছাত্রী নিবাস হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিভাগীয় কমিশনার

অধ্যক্ষ প্রফেসর মো.ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী,জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির প্রমুখ।

সভাপতির বক্তব্য রাখছেন কলেজের অধ্যক্ষ

ইফতার মাহফিলে দেশের অগ্রগতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নূর উদ্দিন ।

ঝালকাঠিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আরিফুর রহমান,ঝালকাঠি।।

ঝালকাঠিতে ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার কাছ থেকে ১ হাজার ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

রোববার (১৭ এপ্রিল ) সকালে শহরের কাঠপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত রফিকুল ইসলাম খলিফা (৫২)কাঠপট্টি এলাকার আব্দুল মালেক খলিফার ছেলে।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের বলেন, সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় আহত ১০

ঝালকাঠি-খুলনা মহাসড়কের বৈদারাপুর এলাকায় ইসলাম পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। আজ রোববার সকালের এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে গত রাতে ছেড়ে আসা ইসলাম পরিবহণের ওই বাসটি বরগুনার পাথরঘাটায় যাচ্ছিল। বৈদারাপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসের ১০ যাত্রী আহত হয়। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।