নলছিটিতে ডিবির ফাঁদে নারী মাদক কারবারি

ঝালকাঠির নলছিটি উপজেলায় ক্রেতা সেজে গোয়েন্দা পুলিশ (ডিবি) দুইশ পিস ইয়াবাসহ সোনিয়া আক্তার ওরফে রিয়া (২০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে। সোমবার রাতে ( ৯ টার দিকে)নলছিটির দপদপিয়া চৌমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোনিয়া রাজাপুরের নৈকাঠী এলাকার আনসার তালুকদারের মেয়ে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবির পরিদর্শক (ওসি) ইকবাল বাহার খান জানান, সোনিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। তাকে আটক করার জন্য ডিবি পুলিশ ফাঁদ পাতে। ক্রেতা সেজে তাকে ফোন করে ইয়াবা কেনার প্রস্তাব দেন ডিবি পুলিশের দুই সদস্য। এতে রাজি হন সোনিয়া। সোমবার রাত ৯টার দিকে নলছিটির দপদপিয়া চৌমাথায় একটি অটোবাইক থেকে নেমে ইয়াবা বের করলে সোনিয়াকে আটক করে তার কাছ থেকে দুইশ পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৫

ঝালকাঠির রাজাপুরের বিশ্বাসবাড়ি এলাকায় কাভার্ড ভ্যান ও অটোর মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৫ যাত্রী আহত হয়েছেন।

গতকাল রবিবার রাত ৭টার দিকে রাজাপুর-বেকুটিয়া সড়কের উপজেলার বিশ্বাসবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত সদস্য নুরুল হক, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র পথচারী অমিত সরদার, অটোরিকশা চালক দেলোয়ার সরদার কাউখালী উপজেলার বাসিন্দা খোকন হোসেন, বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা গোলাম মোস্তফা।

আহতদের মধ্যে পুলিশ সদস্য নুরুল হককে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। অন্যরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বেপরোয়া গতির কাভার্ড ভ্যানটি ব্যাটারি চালিত অটোরিকশাকে সামনাসামনি ধাক্কা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ কাভার্ড ভ্যানটিকে আটক করলেও চালক পালিয়েছে।

ঝালকা‌ঠির শাহাদাৎ মোল্লা ইয়াবাসহ র‌্যাবের খাচায়

২৭০ পিস ইয়াবাসহ ঝালকা‌ঠির নলছি‌টিতে শাহাদাৎ মোল্লা (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ নভেম্বর) বিকেলে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল উপজেলার পশ্চিম কামদেবপুর এলাকায় অভিযান চলিয়ে তাকে আটক করে।

সোমবার (২৩ অক্টোবর) সকালে বরিশাল নগরীর রূপাতলীতে র‌্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটক শাহাদাৎ মোল্লা (৩৫) উপজেলার পশ্চিম কামদেবপুর এলাকার মৃত ম‌তিউর রহমান মোল্লার ছেলে। আটকের পর রোববার রাতে তাকে নলছিটি থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন র‌্যাবে ডিএডি নূর ইসলাম। ওই মামলায় শাহাদাৎ মোল্লার সহযোগী সাঈদ খানকে আসামি করা হয়েছে।

নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, শাহাদাৎ মোল্লাকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

নলছিটির পৌর কাউন্সিলর সালামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

নলছিটি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সালামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার ।সোমবার (২৩ নভেম্বর )বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাসেল হাওলাদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন,আমি নলছিটি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে ৬নং ওয়ার্ড থেকে নির্বাচন করিয়াছি এবং আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী। আমার একই বাড়ির লোক আঃ সালাম হাওলাদার বর্তমান কাউন্সিলর এবং তার সহকারী চাচাতো ভাই ইদ্রিস হাওলাদার সবসময় মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য দেশীয় অস্ত্র দা, কুড়াল, হাতুড়ি, রাখে। ইদ্রিস হাওলাদারের ছেলে আল-আমীন হাওলাদার মিলে পারিবারিক ও রাজনৈতিক প্রতিহিংসায় আমার জনপ্রিয়তা দেখে মিথ্যা মামলা দিয়ে আমাকে ও আমার পরিবারের লোকজনদের হয়রানি করিতেছে। যাহাতে আমি আসন্ন পৌর নির্বাচনে অংশগ্রহণ করিতে না পারি।

ইতিপূর্বে আমার ছোট ভাই ইমরান হাওলাদারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। সালাম কাউন্সিলর ও তার সহযোগী ইদ্রিস এবং আল-আমীন এলাকায় প্রতিনিয়ত অরাজকতা সৃষ্টি করে। এলাকায় তাদের বাপ ছেলের দাপটে সাধারণ লোকজন মুখ খুলতে ভয় পায়। তাদের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তবে তারা তাদের উপর ক্ষিপ্ত হইয়া দেখাইয়া দিবে মর্মে বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ, কোপাইয়া রক্তাক্ত জখম করিবে পরিবার বর্গ নিয়া বাড়িতে বসবাস করিতে দিবে না। ঘরবাড়ি জ্বালিয়ে দিবে, বিভিন্ন ধরনের মিথ্যা মামলা করিয়া জেল হাজত খাটাইবে বলিয়া হুমকি দেয়। এমনকি উক্ত সালাম হাওলাদারের সহযোগী ইদ্রিস হাওলাদার তার মেয়েদের দিয়ে থানায় কিংবা বিজ্ঞ আদালতে মিথ্যা নারী নির্যাতন মামলা দায়ের করিবে বলে হুমকি দেয়। ষড়যন্ত্রমুলুক ভাবে যে কোন বড় ধরনের অপ্রীতিকর দূর্ঘটনা জাতীয় দ্রব্য ও আগ্নেয়াস্ত্র রাখিয়া থানা পুলিশ কিংবা র্যাবে সংস্থাকে সংবাদ দিয়া ধরাইয়া নেওয়ার হুমকি দেয়।

সালাম হাওলাদার ও তার সহযোগী ইদ্রীস হাওলাদার ও তার ছেলে আল-আমীন হাওলাদারের হাত থেকে আমি ও আমার পরিবার ও এলাকার জনসাধারণ মুক্তি চাই।

নলছিটিতে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন

ঝালকাঠির নলছিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে রোববার সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ চত্বরে ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন। উপজেলা পরিষদের অর্থায়নে এ ম্যুরালটি নির্মাণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, মো. মজিবুর রহমান খন্দকার, জেলা পরিষদ সদস্য মো. ওয়াহেদ কবির খান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, সাবেক ভাইস চেয়ারম্যান মো. দুলাল শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম. আখতারুজ্জামান বাচ্চু, প্রচার সম্পাদক জলিলুর রহমান আকন্দ, দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী তালুকদার, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুম হোসেন, সাধারণ সম্পাদক জনার্ধন দাস প্রমুখ।

এ সময় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি সফরে ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ

ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ব্যক্তিগত সফরে ঝালকাঠিতে এসেছেন। শনিবার সকালে তিনি তার বন্ধু ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এসএম রুহুল আমীন রিজভীর বাসায় অবস্থান করেন। ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আসাদুজ্জামান নাদিম, অর্থ বিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম। এসময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাবেক ছাত্রলীগনেতাদের শুভেচ্ছা জানান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদস্য লস্কর আশিকুর রহমান দিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান লাভলু, জেলা ছাত্রলীগের দপ্ত সম্পাদক রুম্মান খান, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম মাহম্মুদ, ছাত্রলীগনেতা গোলাম কিবরিয়া রবিন, রাহাতুল ইসলাম, আমিনুল ইসলাম রাজু।

ঝালকাঠি সফরে ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ব্যক্তিগত সফরে ঝালকাঠিতে এসেছেন। শনিবার সকালে তিনি তার বন্ধু ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এসএম রুহুল আমীন রিজভীর বাসায় অবস্থান করেন। ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আসাদুজ্জামান নাদিম, অর্থ বিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম। এসময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাবেক ছাত্রলীগনেতাদের শুভেচ্ছা জানান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদস্য লস্কর আশিকুর রহমান দিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান লাভলু, জেলা ছাত্রলীগের দপ্ত সম্পাদক রুম্মান খান, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম মাহম্মুদ, ছাত্রলীগনেতা গোলাম কিবরিয়া রবিন, রাহাতুল ইসলাম, আমিনুল ইসলাম রাজু।

ঝালকাঠিতে পিলার সহ ৮ জন পিলার ব্যবসায়ী গ্রেফতার মাইক্রোবাস জব্দ

ব্রিটিশ সীমানা পিলার সাদৃশ্য একটি বস্তুসহ ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড়ের একবাড়ি থেকে প্রতারক চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলা সদরের ঐ এলাকার ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি মাইক্রোবাস ও নয়টি মোবাইল ফোন জব্দ করেন। ইদ্রিস খন্দকার ওই এলাকার মৃত ইসাহাক খন্দকারের ছেলে।

অপর আটককৃতরা হল- চট্টগ্রামের বাকুলিয়ার মোহাম্মদ হোসাইনের ছেলে হোসাইন বিন শহিদ (৫০), বরিশালের হিজলার পভনিভায়া গ্রামের হাজি নুরুল ইসলামের ছেলে মাহতাব উদ্দিন (৫৪), লক্ষ্মীপুরের বাজিপুর থানার ভবানিপুর গ্রামের ফয়েজ উদিদনের ছেলে মিজানুর রহমান (৪৫),

ভোলার বোরহানউদ্দিনের ইদ্রিস আলীর ছেলে মহিউদিদন (৪০), ঢাকার দক্ষিণখানার ১২ নং সেক্টরের মোল্লারটেক এলাকার জমির উদ্দিনের ছেলে রতন উদ্দিন (৪৫), ভোলার লালমোহনের চরনিউলোর কাজেম আলীর ছেলে মেহেদি হাসান (৩৩) ও রাজাপুরের আঙ্গারিয়া গ্রামের সাহেব আলীর ছেলে নজরুল ইসলাম (৪০), ওসি তদন্ত আবুল কালাম আজাদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বাইপাস মোড়ের খন্দকার বাড়িতে পিলার চোরাচালান চক্রের কতিপয় সদস্য ১০কোটি টাকা মূল্যের পিলার পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ঐ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

তবে উদ্ধারকৃত ওই পিলার সাদৃশ্য বস্তুটি আসলে ব্রিটিশ সীমানা পিলার কিনা তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। পিলারটির গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮১৮ । বস্তুটি পরীক্ষা নিরীক্ষা ও তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

মুক্তিযোদ্ধা হরলাল সজ্জন’র মৃত্যু বার্ষিকী পালিত

প্রতিনিধি,নলছিটি,ঝালকাঠি।

নলছিটিতে বীর মুক্তিযোদ্ধা হরলাল সজ্জন’র ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
১৮ই নভেম্বর, ২রা অগ্রাহায়ন
দিবসটি উপলক্ষ্যে নলছিটি শহরের শ্রী শ্রী হরি মন্দিরে দিনভর ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধর্মীয় অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্ত ও স্বজনদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা হরলাল সজ্জন’র ১৫ পনেরো বছর আগে এই দিনে পরলোক গমন করেন।

ঝালকাঠিতে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

ঝালকাঠিতে কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) তৃতীয় শ্রেণির কর্মচারীদের টানা ১৫ দিনব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। মঙ্গলবার তৃতীয় দিনের কর্মবিরতি চলাকালে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল ও সমাবেশ করছেন তাঁরা। ফলে জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়, ভূমি কার্যালয় ও ইউনিয়ন ভূমি কার্যালয়ের সব ধরণের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকেই এসব দপ্তরে কাজে এসেও কর্মবিরতির কারণে ফিরে যাচ্ছেন।

কালেক্টরেটে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদ পরিবর্তন ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে ১৫দিনের কর্মবিরতি শুরু হয় গত ১৫ নভেম্বর থেকে। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের বারান্দা অবস্থান নিয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন শুরু করেন।

সমিতির ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, ডিসির সিএ মো. মাইনুল হাসান রিয়াদ, জহিরুল ইসলাম, গিয়াস মৃধা ও শাহাদাত হোসেন তালুকদার।

সভায় বক্তরা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। দীঘদিন ধরে তারা পদ ও বেতনবৈষম্যের শিকার হয়ে আসছেন। ভূমি অফিসের তহশীলদারদের পদ-পদবি ও বেতন স্কেল পাঁচ ধাপ বাড়ানো হলেও তাদের পদ ও বেতন স্কেলের কোন পরিবর্তন হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।