দুবাই প্রবাসী ঝালকাঠির সাইফুল মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের সন্তান দুবাই প্রবাসী মো. সাইফুল মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি মহল । তারা প্রবাসী মো. সাইফুল মোল্লার ছবি ব্যবহার করে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া এবং ব্যারিষ্টার শাহজাহান ওমরের ছবি দিয়ে কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়ে একটি পোষ্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড ও এলাকায় পোষ্টার ঠাগিয়ে বিভ্রান্তি ছরাচ্ছে। মুলত এ ব্যাপারে দুবাই প্রবাসী মো. সাইফুল মোল্লা কিছুই জানেন না। দুবাই প্রবাসী মো. সাইফুল মোল্লার দাবি তিনি ১০ বছর ধরে বিদেশে ব্যবসা করছেন। তিনি কোন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত না। কীর্ত্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর মুর্খাজীর সাথে প্রবাসী মো. সাইফুল মোল্লার ভাল সর্ম্পক রয়েছে । আর এই শংকর মুখার্জী কীর্ত্তিপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর পক্ষে সাইফুল মোল্লার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় প্রচার করেছেন। তবে শেষ পর্যন্ত শংকর মুখার্জী দলীয় মনোনয়নের জন্য চুড়ান্ত হননি। ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা আব্দুস শুক্কুর মোল্লার নাম একক প্রার্থী হিসেবে জেলা থেকে কেন্দ্রে পাঠানোর পর পরই প্রবাসী সাইফুল মোল্লার বিরুদ্ধে এই অপ প্রচার চালানো হচ্ছে। প্রবাসী সাইফুল মোল্লা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

মেম্বার প্রার্থী হাসান বিশ্বাসের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলছিটির দপদপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার (ইউপি সদস্য) মো. হাসান বিশ্বাসের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ক্বারী মো. আকরাম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন রিপন, শ্রমিক লীগ নেতা মো. মনির বিশ্বাস, মো. জুলহাস খান, দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, মো. দেলোয়ার সিকদার, মো. মোফাজ্জেল হাওলাদার, মো.মাসুদ মীর, মো.হায়দার আলী হাওলাদার, মো. আইয়ুব আলী হাওলাদার, মো. মাসুদ বিশ্বাস, মো. এমদাদ বিশ্বাস প্রমুখ। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক লোক সমবেত হয়। বৈঠক শেষে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

হাসান বিশ্বাস দপদপিয়া ইউনিয়নের তার নিজস্ব ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত রেখেছেন। ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বললে জানা যায়, ইউপি সদস্য মো.হাসান বিশ্বাস একজন সৎ ব্যক্তি। সাধারণ মানুষের যে কোন বিপদে তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করে থাকেন। আমাদের ওয়ার্ডে তার কোন বিকল্প নাই। আমরা পুনরায় তাকে মেম্বার নির্বাচিত করবো।

ইউপি সদস্য মো. হাসান বিশ্বাস বলেন, আমি বিগত দিনে এলাকাবাসীর সেবা করে এসেছি। এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসায় পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করবো।আমার এলাকায় কোন সন্ত্রাস, মাদককারবীদের অবস্থান ছিলো না আর আগামীতেও প্রশ্রয় দেওয়া হবে না। তিনি আরও জানান, জনগণের ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাবো।

ঝালকাঠীতে এলডি ট্যাক্স সফটওয়্যারে ডাটা এন্ট্রি কার্যক্রমের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা

ঝালকাঠী জেলায় এলডি ট্যাক্স সফটওয়্যারে ডাটা এন্ট্রি কার্যক্রমের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে ০৩ মার্চ ২০২১ তারিখ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলার জেলা প্রশাসক মোঃ জোহর আলী।

এছাড়া বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফরিদউদ্দিন।

মত বিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় এর জন্য সরেজমিন হোল্ডিং পরিদর্শনপূর্বক দ্রুত ডাটা সংগ্রহ ও ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়ারে তা এন্ট্রি প্রদানের নির্দেশনা দেন।

উল্লেখ্য, ঝালকাঠী জেলার সকল উপজেলার সহকারী কমিশনার (ভূমি), আরডিসি, ৩১ টি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কমর্কর্তা, ইউনিয়ন উপ-ভূমি সহকারী কমর্কর্তা এবং কালেক্টরেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।

ঝালকাঠিতে চুরির অভিযোগে ২ যুবক আটক

ঝালকাঠিতে চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে জেলা শহরের কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুইজন হলেন-বাগেরহাটের কচুয়া উপজেলার কামরুল ইসলাম (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার বারুহার গ্রামের রেজাউল মৃধা (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার কৃষ্ণকাঠি এলাকার বিশ্বরোডের পাশে একটি ভবনে থাকেন মাকসুদা বেগম। সকাল ১১টার দিকে তিনি বাসার সামনে একটি দোকানে যান। এ সুযোগে ওই দুর্বৃত্তরা মাকসুদার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং আলমারি ভেঙে নগদ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এরই মধ্যে মাকসুদা ঘরে এসে দুই যুবককে দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে দুই যুবককে আটক করে।

মাকসুদা বেগম সাংবাদিকদের জানান, আটক দুই যুবকের সঙ্গে আরও লোকজন ছিল। যারা টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

নলছিটিতে মুজিববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

মুজিববর্ষ উপলক্ষে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা পুনরুদ্ধার করতে ঝালকাঠির নলছিটিতে আয়োজন করা হয়েছে ঘোড় দৌড় প্রতিযোগীতা। হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে পেয়ে খুশি স্থানীয়রা। এই প্রতিযোগিতা ঘিরে পুরো গ্রাম জুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কুলকাঠি ইউনিয়নের কুলকাঠি গ্রামের ইউপি সদস্য জালাল মল্লিকের আয়োজনে স্থানীয় মল্লিক বাড়ি প্রাঙ্গণে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন এলাকার প্রতিযোাগীরা খেলায় অংশ নেয়।

মোট ৫০টি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশ নেয়। স্থানীয়রা বলেন, আগে বিভিন্ন স্থানে ঘোড়দৌড় দেখা যেতো। কিন্তু এখন সচরাচর আর এসব খেলা দেখা যায় না। প্রায় হারিয়েই যেতে বসেছে এই খেলা। দীর্ঘদিন পরে আবারও নিজেদের গ্রামে এমন প্রতিযোগিতা আয়োজন করায় বেশ খুশি তারা।

বিশেষ করে একসাথে এতগুুুুলো ঘোড়ার দৌড় প্রতিযোগিতা এই প্রথমবারের মতো দেখছেন। স্থানীয় যুবক সাকিব তালুকদার, শিহাব তালুকদার, সজিব হাওলাদার, রাব্বি, আরাফাত, আরিফ, নাঈম বলেন, তাদের এই গ্রামের প্রতিটি বাড়িতে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে থেকে মানুষ আসছেন ঘোড়দৌড় দেখতে। ঘোড়দৌড় দেখতে আসা রাশেদ মল্লিকের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী রাবিয়া মল্লিক বলেন, জীবনে প্রথমবার এতগুলো ঘোড়া দেখতে পেয়ে অনেক খুশি সে। প্রতিবছর যেন এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া আবু ফকির বলেন, তারা প্রতিবছর এই খেলায় অংশগ্রহণ করেন। যেখানেই এই খেলা হয় তারা সেখানে অংশ নেন। খেলা দেখিয়ে তারা পুরস্কার পান, এতে তাদের বেশ ভালো লাগে।

কিন্তু এই প্রথম এতগুলো ঘোড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। আয়োজক কমিটির সভাপতি জালাল মল্লিক বলেন, ঘোড়দৌড় গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা। কিন্তু এই ঐতিহ্যবাহী খেলাটি কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশত বার্ষিকী উপলক্ষে সেই খেলাকে পুনরুদ্ধার করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু বলেন, মুজিববর্ষ উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করায় আয়োজক কমিটির সভাপতি ইউপি সদস্য জালাল মল্লিককে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন করোনার কারণে মানুষ ঘরবন্দী ছিলো, আজকে এই খেলা দেখে মানুষ আনন্দিত হয়েছে। প্রতিবছর এই খেলা অব্যাহত রাখতে তিনি সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

ঝালকাঠিতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ঝালকাঠি শহরের আলোচিত শাহাদাৎ হোসেন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ (বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরি গ্রামের গিয়াস মল্লিক (৪৫), কিস্তাকাঠি গ্রামের শাহীন ভূইয়া (৩৫) ও মির্জাপুর গ্রামের জয়নাল কাদি (৪৬)।

অভিযোগ প্রমানিত না হওয়ায় ছোহরাব হোসেন নামে একজনকে খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজা প্রাপ্ত শাহীন ও জয়নাল আদালতে উপস্থিত থাকলেও গিয়াস মল্লিক পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রতার কারনে ২০১৪ সালের ২১ এপ্রিল ঝালকাঠি শহরের স্টেশন রোডের একটি টিনের দোকানের ম্যানেজার শাহাদাৎ হোসেনকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে লঞ্চঘাট এলাকার জয়নাল কাদির বাসায় নিয়ে গলাকেটে হত্যা করে আসামীরা।

পরে তাঁর মস্তকবিহীন লাশ সুগন্ধা নদীতে ফেলে দেওয়া হয়। ২৩ এপ্রিল দুপুরে নদীতে ভাসমান অবস্থায় মাথাবিহীন শাহাদাতের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওইদিন ঝালকাঠি থানার পিএসআই আবদুর রহিম বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে মামলা দায়ের করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে জয়নাল কাদ্বীকে ঢাকা থেকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়।

সাজাপ্রাপ্ত গিয়াস মল্লিকের বাবা দেউরি গ্রামের মোকছেদ আলী মল্লিককে ১৯৮০ সালে হত্যা করে প্রতিপক্ষরা। এ মামলায় আসামি ছিলেন শাহাদাৎ হোসেন। এ মামলায় সকল আসামী খালাশ পায়।

বাবাকে হত্যার প্রতিশোধ নিতে গিয়াস মল্লিক তাঁর সহযোগিদের নিয়ে শাহাদাৎকে হত্যা করেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শীল মণি চাকমা তদন্ত শেষে ২৮ অক্টোবর ২০১৪ আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ৩৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কবির হোসেনের বিকল্প নাই

নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান চেয়ারম্যান সাবেক এমপি মকিম হোসেনের সুযোগ্য সন্তান কবির হোসেনের বিকল্প নাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী।

পশ্চিম কান্দেবপুর এলাকার সাবেক ইউপি সদস্য নওয়াব আলী হাওলাদার জানান, কবির হোসেন একজন জনবান্ধব চেয়ারম্যান । করোনা কালীন সময়ে আমরা অনেক পরিবার কর্মহীন হয়ে পরি তিনি আমাদের পাশ থেকে সব সময় সাহায্য সহযোগিতা করেছেন এবং কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন পরিবারের খোঁজ খবর নিতেন। যে কোন সমস্যা নিয়ে আমরা তার নিকটে গেলে আমাদেরকে সাহায্য করেছেন।তিনি আরোও জানান গরিব মানুষের মেয়ের বিবাহের টাকা পয়সা দিয়েও সাহায্য করেন তিনি। অসুস্থ রোগীদের চিকিৎসার জন্যও সাহায্য করে থাকেন। দিনে রাতে যে কোন বিপদে আপদে ডাকলে তিনি আমাদের পাশে এসে হাজির হন। তাই আমরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ চাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কবির হোসেন পুনরায় চেয়ারম্যান হিসেবে থাকবেন।

গরীব অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী নিয়ে

কাটাখালি এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক মোল্লা জানান, কবির হোসেনে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তাঁর পরিশ্রম, সাহস,ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার বলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারু ভাবে বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

করোনা কালীন সময়ে বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন কবির হোসেন

পূর্ব কান্দেবপুর এলাকার মিজানুর রহমান মোদাচ্ছের জানান, কবির হোসেন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান,সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন। এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান।এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও সমাজ সেবক এবং উদীয়মান চেয়ারম্যান হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সব শ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন।

টিন বিতরন করেন ইউপি চেয়ারম্যান কবির হোসেন

এ পর্যন্ত ইউনিয়নেের বিভিন্ন রাস্তার উন্নয়ন সহ স্কুল, মাদ্রাসা, মসজিদ, সংস্কার করে গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বকালীনভাতা,সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য শালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন।

আমির হোসেন আমু এমপির পক্ষ থেকে শীতকালীন শুভেচ্ছা উপহার বিতরণ

ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, আমার অভিভাবক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি মহোদয়ের দিক নির্দেশনায় ও সহযোগিতায় এলাকার উন্নয়নে ভূমিকা রাখছি, সাধারণ মানুষের সেবা করে যাচ্ছি।তিনি বলেন, দলের সুখে-দুঃখে দলীয় সিদ্ধান্ত মোতাবেক কর্মী হয়ে কাজ করে আসছি। শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছি। দল আমাকে নৌকা মার্কা দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ। মোল্লারহাট ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

রাজাপুরে মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠির রাজাপুরের কৈবর্তখালি গ্রামের মিলবাড়ি এলাকা ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. মনির হোসেন (২৮) কে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে তাকে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ বাদি হয়ে মনিরসহ ২ জনের নামে মামলা করেছে। আটকৃত মনির কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গাজীমুড়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে।

রাজাপুর থানা ওসি/তদন্ত অনিমেষ মন্ডল জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মিলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি উপজেলার কানুদাসকাঠি এলাকার মো. জলিল আকনের ছেলে মো. সাইদুল আকন (৪৫) পালিয়ে যায়। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদি হয়ে মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর ২০)।

বুধবার সকালে মনির হোসেনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

নলছিটিতে বইছে ইউপি নির্বাচনী হাওয়া

আরিফুর রহমান আরিফ ।। সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের। আগামী ১১ এপ্রিল প্রথম দফায় ৩২৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ঝালকাঠির নলছিটিতেও নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে।

নলছিটিতে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বইছে আগাম নির্বাচনী হাওয়া।চায়ের দোকানে দোকানে বইছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ। নড়েচড়ে উঠেছে চেয়ারম্যান ও সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা।

অনেকেই আগাম প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। বাড়ি বাড়ি কুশল বিনিময়ও করছেন অনেকেই।প্রচার-প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানতালে চলছে।

নলছিটিতে ইউনিয়ন পরিষদ রয়েছে ১০টি। এখনও নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ইতিমধ্যে নির্বাচন ঘিরে ইউনিয়ন পরিষদগুলোতে প্রার্থীদের ব্যাপক দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ এলাকার ভোটারদের মাঝে দিচ্ছেন আগাম প্রতিশ্রুতি। এছাড়াও নানা রকম কৌশল অবলম্বন করে ভোটের মাঠে নিজেদের অনুকূলে নিতে মরিয়া হয়ে উঠেছেন অনেকেই।

দলীয় সমর্থন পেতে একই আসনে একাধিক প্রার্থীর পক্ষ থেকে চলছে নানারকম তদবির, রাজনৈতিক কার্যালয়গুলোও সরগরম হয়ে উঠেছে। দলীয় সমর্থন পাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে ওইসব ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা।

রোটারি ক্লাবের পক্ষ থেকে নলছিটিতে কম্বল বিতরণ

নলছিটিতে রোটারি ক্লাব বরিশাল বাংলাদেশ এবং রোটারি ক্লাব অব ড্যানফোর্ট টরেন্ট কানাডার পক্ষ থেকে মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার(২১ফেব্রুয়ারী) উপজেলার দপদপিয়া ইউনিয়নে অবস্থিত নিজাম উদ্দিন ইসলামিক ফাউন্ডেশনের ৪০ জন এতিম ছাত্রদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নিজাম উদ্দিন ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এফবিসিসিআই এর পরিচালক মো. নিজাম উদ্দিন (সিআইপি) ও নলছিটি থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ।
আরও উপস্থিত ছিলেন, রোটারিয়ান মাহাতাবউদ্দিন আল মাহমুদ, প্রজেক্ট কো – অডিনেটর রোটারিয়ান শফিকুল ইসলাম চুন্নু, লেফটেন্যান্ট গভর্নর রোটারিয়ান রেজুনুল কবির, জোন ট্রেনার রোটারিয়ান শহিদুল্লাহ,সভাপতি ইলেক্ট রোটারিয়ান এম. এ. রহমান তুহিন।