সরকারি গাড়ি ভাড়া দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।।
সরকারি বরাদ্দকৃত মোটরসাইকেল দাপ্তরিক কাজে ব্যবহার না করে এক সহকারী শিক্ষকের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিস্ট অঞ্জনা রানী দাসের বিরুদ্ধে। শুধু তাই নয় ওই টেকনোলজিস্টের নামে মোটরসাইকেল ব্যবহার না করেও সরকারি বিল আত্মসাতের অভিযোগও রয়েছে।

ঝালকাঠি সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে , নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিস্টকে মাঠপর্যায়ে কার্যক্রম পরিদর্শনের জন্য সরকারি ভাবে একটি মটরসাইকেল বরাদ্দ দেয়া হয়েছে। তা অবশ্যই সরকারি কাজে ব্যবহার করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক স্টাফ জানিয়েছেন ,কাগজে কলমে ইপিআই টেকনোলজিস্টের নামে গাড়ি বরাদ্দ থাকলেও বাস্তবে সেটি ভাড়ায় চলিত। টেকনোলজিস্ট অঞ্জনা রানী দাস Akij Durbar ( রেজিস্ট্রেশন নাম্বার – ঢাকা মেট্রো – হ – ২২৭০০৩ ) নামক ১১০ সিসি সরকারি মটরসাইকেলটি উপজেলার ২৯ নং রানাপাশা মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভ গুহর কাছে ৫ হাজার টাকা মাসিক চুক্তিতে ভাড়া দিয়েছেন ।

তাঁরা আরও জানান, অঞ্জনা রানী দাস সরকারি মটরসাইকেল নিজে ব্যবহার না করেও প্রতি তিন মাস পরে, পরে তেল , মবিল ও সার্ভিসিং বাবদ বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করেও আত্মসাৎ করছেন।

অনুসন্ধানেও মিলেছে অভিযোগের সত্যতা। ঢাকা মেট্রো হ- ২২৭০০৩ রেজিস্ট্রেশন নাম্বারের Akij Durbar মটরসাইকেলটি স্কুলে যাওয়া আসা সহ বিভিন্ন কাজে ব্যাবহার করতে দেখা গেছে সহকারী শিক্ষক শুভ গুহ কে। যাহার প্রমাণাদি এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

গাড়ির বিষয়ে জানার জন্য সহকারী শিক্ষক শুভ গুহর সন্ধানে তাঁর কর্মস্থল ২৯ নং রানাপাশা মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান তিনি শারীরিক অসুস্থতার কারণে সি এল ছুটিতে রয়েছেন। পরবর্তীতে প্রধান শিক্ষকের কাছ থেকে তাঁর ব্যবহৃত মোবাইল নাম্বার ( ০১৭১২-৪৮৮৫২৭ ) সংগ্রহ করে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাড়ি ভাড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিস্ট অঞ্জনা রানী দাস বলেন, “গাড়িটা আমার বাসায় থাকে। আমার ছেলে মাঝেমধ্যে চালায়। সরকার তো আর আমাকে রোজ, রোজ অতিরিক্ত তেল ও সার্ভিসিং খরচ দেয়না। ব্যাক্তিগত খরচ দিয়ে আমার একটা বাইক আমার ছেলে চালাতেই পারে। কোন বদমাইশ যেন আপনাদের কাছে এটা খুঁচিয়ে দিয়েছে। আমার টাকার তেল দিয়ে আমার গাড়িটা আমার ছেলে চালালে আপনাদের সমস্যা কি ? ২৯ নং রানাপাশা মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভ গুহ গাড়িটা কিভাবে চালায় সে বিষয়ে জিজ্ঞেস করলে তিনি শুভ কে ভাসুর ছেলে দাবি করে বলেন, শুভ দুই একদিন আমার গাড়ি নিয়েছে আর নিবে না। ওদের টাকা পয়সা আছে গাড়ি কিনে চালাতে পারবে। অঞ্জনা রানীর বংশ দাস আর গুহ বংশের শুভ কিভাবে ভাসুর ছেলে হয় এমন প্রশ্নের জবাবে মেলেনি কোন সদুত্তর। গাড়ির তেল ও সার্ভিসিং বিল বাবদ বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতি তিন মাস পরে,পরে ১ হাজার টাকা পাই। তাতে বছরে ৩ হাজার টাকা হয়। গাড়ির কাগজের বিষয়ে বলেন, গাড়িটি ঢাকা থেকে বরাদ্দ দেয়ার সময়ই সবকিছু করে দিয়েছে। সরকারি গাড়ি বাসায় রাখা যাবে কিনা তা জানতে চাইলে বলেন, হাসপাতালে গাড়ি রাখার নিরাপদ যায়গা নেই। আমাদের হাসপাতালে সিকিউরিটি কম। কিছু দিন আগে আমার এই রুমের ফ্যান চুরি হয়েছে। আমার ড্রয়ার কেটে টাকা নিয়ে গেছে । তাই নিরাপত্তার জন্য গাড়ি বাসায় রেখেছি। সরকারি গাড়ি বাসায় রেখে অপব্যবহারের বিষয়ে মেডিকেলের প্রধান জানেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন গাড়ি অপব্যবহার হলে তিনি জানবেন কিভাবে।”

নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন বলেন, এবিষয়ে আমার জানা নেই। আমার জানা মতে গড়িটি অকেজো অবস্থায় হাসপাতালের স্টোরে রয়েছে।

জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সিভিল সার্জন) শিহাব উদ্দিন বলেন, বিষয়টি এর আগেও আমি একবার শুনেছি। সরকারি বরাদ্দকৃত মটরসাইকেল দাপ্তরিক কাজের বাহিরে কোন ভাবেই ব্যবহার করতে পারবে না। গাড়ির অপব্যবহারের উপযুক্ত প্রমাণ পেলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সিটিজেন ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ

আরিফুর রহমান, নলছিটি।।
অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফাউন্ডেশন (সিএফ) নলছিটি পৌর শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ, নলছিটি থানা ও গালর্স স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বৃক্ষ রোপণ করা হয়।

এসময় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ডা. ইউসুফ আলী তালুকদার,সিটিজেন ফাউন্ডেশনর যুগ্ম আহবায়ক মিলন কান্তি দাস,সাইদুল ইসলাম, সদস্য সচিব গোলাম মাওলা শান্ত, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, পৌর সভাপতি শরিফুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক ফারাবি রানা,সাংগঠনিক সম্পাদক দুলাল তালুকদার, সহ-সভাপতি রাজিব কুমার মালো,প্রচার সম্পাদক গাজী আরিফুর রহমান,কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান খান, আরিফুর রহমান প্রমুখ।

রাতের অন্ধকারে সড়কে বালু বহনের পাইপ, ঘটেছে দুর্ঘটনা

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটি উপজেলায় রাতের অন্ধকারে রাস্তায় মাঝখান দিয়ে নেওয়া বালু বহনের পাইপের কারণে গাড়ি উল্টে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির একান্ত সচিব ফখরুল মজিদ মাহমুদ কিরন সহ আরেক জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে মল্লিকপুর এলাকায় নলছিটি থেকে বরিশাল যাচ্ছিলেন এমপির একান্ত সচিব ফখরুল মজিদ মাহমুদ কিরন । পথে বালু পরিবহনের জন্য সড়কের ওপর রাখা প্লাস্টিকের পাইপের উঁচু অংশ পার হওয়ার সময় গাড়ি উল্টে আহত হন তিনি।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ল্যাব এইডে চিকিৎসা দেওয়া হয়।

এর আগে ৮ টার দিকে মাহিন্দ্র দূর্ঘটনায় একজন আহত হন পরে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় কয়েক ব্যক্তি বলেন,বালু ব্যবসায়ীরা কিছুদিন পরপর সড়কের ওপর দিয়ে বালুর পাইপ নেয়।রাতের অন্ধকারে তারা সড়কে পাইপ ফেলে রাস্তায় গতিরোধক সৃষ্টি করে। হঠাৎ পাইপ ফেলে রাস্তায় উঁচু করায় দুর্ঘটনার শিকার হন অনেকেই।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ব্যাপারে উপজেলা প্রশাসন যে ব্যবস্থা নিবে সে অনুযায়ী তাদের সহযোগিতা করবো।

বিষয়টি নিয়ে কথা হয় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সঙ্গে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সড়কে বালু পরিবহনের পাইপ রাখা যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতায় ওসি

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে শিক্ষার্থীদের নিয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা করেছেন নলছিটি থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে সরকারি ডিগ্রি কলেজে এ সভার আয়োজন করা হয়। এসময় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামুলক পরামর্শ দেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান।

এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি, শিক্ষকবৃন্দসহ নলছিটি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি গণমাধ্যম কর্মীদের বলেন, আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেকোনো মূল্যে এটি প্রতিহত করতে হবে। বাল্যবিবাহ একটি মেয়ের বড় হওয়ার পথে সব থেকে বড় বাধা। এছাড়া অপ্রাপ্ত বয়সে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। এ বিষয়ে সবাইকে বোঝাতে হবে, লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পরই মেয়েদের বিয়ে করা উচিত। তাই এমন সচেতনতামুলক ক্লাসের আয়োজন করা হয়েছে।

এসব অপকর্ম বন্ধে থানা-পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। নলছিটি উপজেলাকে মাদক ও বখাটেমুক্ত করতে কঠোর ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেন তিনি।

এসময় তিনি আরও জানান, পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সভা আয়োজন করা হবে।

রাজাপুরে বৃদ্ধা নারী মাথা গোঁজার ঠাঁই পুড়ে ছাই, প্রতিপক্ষের বিরুদ্ধে আগুন দেয়ার অভিযোগ

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের উত্তর বারবাকপুর গ্রামের স্বামী পরিত্যক্ত বৃদ্ধ নারী পিয়ারা বেগমের (৬৫) শেষ আশ্রয়স্থল বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (৯ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রতিবেশী প্রতিপক্ষরা আগুন নিয়ে তার বসঘর মাথা গোঁজার ঠাঁইটুকু মালামালসহ পুড়িয়ে দিয়েছে অভিযোগ তুলে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিয়ারা বেগম জনান, স্থানীয় আব্দুল হকের ছেলে প্রতিপক্ষ হাবিবুর রহমান হাবিল, জাহিদুল ইসলাম জিয়া, মিজানুর রহমান মিজানের সাথে জমির সিমানা ও বেড়া বিরোধ চলে আসছি। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে শুক্রবার সীমানা বেড়া খুলে গাছ কাটতে এবং ঘর সরাতে বলে তাকে নানাভাবে ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। প্রতিপক্ষের বসতঘরের সামনেই পিয়ারা বেগমের বসতঘর। তিনি দিনে ওই ঘরে থাকলেও প্রতিপক্ষদের ভয়ে রাতে ছেলের বাড়িতে গিয়ে থাকেন। ফজরের দিকে জানতে পেরে গিয়ে দেখেন চাল, ডাল ও মালপত্রসহ ঘরটি পুড়ে ছাই হয়ে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেছে। পিয়ারা বেগম অভিযোগ করে জানান, তাকে বাড়িছাড়া করতেই প্রতিপক্ষ জিয়া, মিজান ও হাবিল তার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনাস্থলে গেলে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হাবিবুর রহমান হাবিল দাবি করেন, তাদের ফাঁসাতে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার সাথে তারা জড়িত নন। কারা ঘটিয়েছে তাড়াও তা দেখেননি। লোকজনের ডাক-চিৎকারে তারা বের হয়ে আগুন জ¦লতে দেখেন তারা। রাজাপুর থানার এএসআই মোঃ সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। পিয়ারা বেগমের পূর্বের অভিযোগটি আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে।

রাজাপুরের বিষখালি নদীতে বেড়িবাধ নির্মান ও ফেরি চালুর দাবিতে মানববন্ধন

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের চল্লিশ কাহনিয়া এলাকার বিষখালি নদীর ভাঙনরোধে দ্রুত বেড়িবাঁধ নির্মান ও চল্লিশকাহনিয়া লঞ্চঘাট থেকে নলছিটির তেতুলবাড়িয়ার বিষখালি নদী পারাপারের জন্য দ্রুপ ফেরি চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকায় ফেসবুক গ্রুপ ভালোবাসার বড়ইয়া ইউনিয়নের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার কয়েকশ মানুষ অংশ নেন। মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, বড়ইয়া ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সরু মিয়া ও ইউনিয়ন আ’লী সম্পাদক গোলাম মোস্তফা মহারাজ, ইউপি সদস্য মামুন হোসেন, গ্রুপের এডমিন জিয়া সুমন, বালী তাইফুর রহমান তূর্য ও জুবায়ের হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিষখালির ভাঙনে ফসলি জমি, বসতঘর ও বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। বর্তমানে বড়ইয়া বিশ^ বিদ্যালয় কলেজসহ বেশি কিছু স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বসতঘর চরম ঝুকিতে রয়েছে, তাই দ্রুত বাধ নির্মান এবং বিষখালি নদীতে জীবনের ঝুকি নিয়ে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ খেয়ায় পারাপার হচ্ছে, তাই চল্লিশকাহনিয়া থেকে তেতুলবাড়িয়ার বিষখালি নদীতে দ্রুত ফেরি চালুর দাবি করেন তারা। ঝালকাঠির সড়ক ও জনপদের নিবার্হি প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, ফেরি চালুর বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সিটিজেন ফাউন্ডেশনের বৃক্ষ রোপন

আরিফুর রহমান, নলছিটি।।

অরাজনৈতিক,অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিটিজেন ফাউন্ডেশন (সিএফ)এর উদ্দ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (১১ জুলাই) উপজেলার রানাপাশা ইউনিয়নে সংগঠনের রানাপাশা ইউনিয়ন শাখার উদ্দ্যোগে তেতুলবাড়িয়া স্কুল,ফেরিঘাট মসজিদ,হদুয়া,রানাপাশা,নলবুনিয়া এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়।

রানাপাশা ইউনিয়ন কমিটির সহসভাপতি কাওসার আলম মাস্টার ও সাধারন সম্পাদক গোলাম সরোয়ার চপল মাস্টারের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদুল ইসলাম,রানাপাশা ইউনিয়ন কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল ইসলাম,উপদেষ্টা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রিয়াজ আহসান রুবেল,কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রকৌশলী রবিউল ইসলাম সবুজ,ইউনিয়ন কমিটির সিনিয়র সদস্য নাসির হোসেন,নাচনমহল ইউনিয়ন কমিটির সদস্য সচিব কামরুল হাসান মাস্টার, যুগ্ম আহবায়ক ও মোঃমাহাবুব হোসেন,নাচনমহল ইউনিয়ন কমিটির সদস্য রেজাউল করিম।এছাড়াও তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম দুলাল এবং পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক মাস্টার উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন কর্মসূচীর সমন্বয়কারী ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সুপ্রিমকোর্টের আইনজীবি এডভোকেট মোঃকাওসার হোসাইন বলেন, বৃক্ষরোপন সংগঠনের বার্ষিক কর্মসূচীর একটি,পৃথিবীর পরিবেশ বিপর্যয় ও তাপমাত্রা বৃদ্ধি প্রতিরোধে বৃক্ষরোপনের বিকল্প নেই,পাশাপাশি আমাদের রোপনকৃতবৃক্ষগুলো ফলজ ও ঔষধি হওয়ায় তা মানবতার কল্যানে কাজে আসবে।ধারাবাহিকভাবে অন্যান্য ইউনিয়নে এ কার্যক্রম গ্রহন করা হবে এবং প্রতিবছর চলমান থাকবে।

দৈনিক গাউছিয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


আরিফুর রহমান, ঝালকাঠি।।

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝালকাঠিতে দৈনিক গাউছিয়া’র নবযাত্রার প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী।

দৈনিক গাউছিয়া’র ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, ঝালকাঠি চেম্বার অব কমার্সের সভাপতি মু. মুনিরুল ইসলাম তালুকদার, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহাম্মুদ।

নলছিটিতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্ষুদ্র মেরামত কাজে অনিয়মের অভিযোগ

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় ঝালকাঠির নলছিটি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের কাজে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। কাগজে কলমে নামমাত্র কাজ দেখিয়ে ১ কোটি ৬৬ লাখ টাকা উঠিয়ে নেয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী এ প্রকল্পের কাজ ৩০ জুনের মধ্যে সমাপ্ত করার কথা থাকলেও নির্ধারিত সময়ে কোন স্কুলেই কাজ শুরু হয়নি। আর এ অনিয়মের সাথে শিক্ষা অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও অফিস সরকারি জড়িত রয়েছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০২১-২২ অর্থবছরে মাইনর (ক্ষুদ্র) মেরামতের জন্য ৮৩টি বিদ্যালয়ের বিপরীতে ২ লাখ টাকা করে ১ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অনুসন্ধানে জানা গেছে, বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের এসব কাজ বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) মাধ্যমে করার কথা। কিন্তু বিদ্যালয়গুলো কেনাকাটা না করেই দোকান থেকে ফাঁকা ভাউচার সংগ্রহ করে। এরপর তাতে প্রাক্কলন (এস্টিমেট) অনুযায়ী লিখে বরাদ্দের টাকা তুলে নেয়। আর এই ভুয়া ভাউচার তৈরিতে উপজেলা শিক্ষা ও প্রকৌশলীর কার্যালয়ের লোকজন সহায়তা করেছেন।

এদিকে বিদ্যালয়গুলোতে কাগজে-কলমে ২০২০ সালের ৩০ জুনের মধ্যে এ প্রকল্পের কাজ সমাপ্ত দেখানো হয়। কিন্তু অধিকাংশ বিদ্যালয়ে মেরামত কাজ এখনো শুরুই হয়নি। তবে ভুয়া বিল-ভাউচার জমা দিয়ে হিসাবরক্ষণ কার্যালয় থেকে বরাদ্দকৃত সমুদয় টাকা ছাড় নিয়ে নিয়ম বহির্ভূতভাবে শিক্ষা কর্মকর্তার অ্যাকাউন্টে জমা রাখা হয়েছে। বিদ্যালয়ে মেরামত প্রয়োজন না থাকলে বা এলজিইডি কর্তৃক মেজর মেরামতের জন্য দরপত্র প্রক্রিয়া চলমান থাকলে বরাদ্দপ্রাপ্ত অর্থ ব্যয় না করে সমর্পণ নিয়ম থাকলেও একাধিক বিদ্যালয়ের ক্ষেত্রে তা মানা হয়নি।

উপজেলা হিসাবরক্ষণ অফিস সূত্রে জানা গেছে, ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত ১ কোটি ৬৬ লাখ টাকা দুই দফায় এসেছে। প্রথম দফায় ২০২১ সালের ২৮ ডিসেম্বর ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ আসে। বাকি ৩৬ লাখ টাকা চলতি বছরের ২২ মে আসে।
সমুদয় টাকা ৩০ জুনের আগে বিভিন্ন সময় হিসাবরক্ষণ অফিস থেকে ছাড় করানো হয়। ওই টাকা বরাদ্দপ্রাপ্ত বিদ্যালয়গুলোর অ্যাকাউন্টে না দিয়ে শিক্ষা কর্মকর্তার অ্যাকাউন্টে নেয়া হয়েছে। এছাড়াও ৯৭টি বিদ্যালয়ের অনুকূলে রুটিন মেইনটেন্যান্স বাবদ আসা মোট ৩৮ হাজার ৮০ হাজার টাকা হিসাবরক্ষণ অফিস থেকে ছাড় করিয়ে একই অ্যাকাউন্টে রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করেন, ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলা শিক্ষা অফিস ভবন মেরামত বাবদ ৪০ হাজার টাকা বরাদ্ধ হয়। অর্থ বছর শেষ হয়ে গেলেও কোন কাজ না করেই বিল তোলা হয়েছে। এছাড়াও রুটিন মেইনটেন্যান্স ও স্লি‌পের টাকা বিদ্যালয়গুলোর অ্যাকাউন্টে না দিয়ে শিক্ষা কর্মকর্তার অ্যাকাউন্টে রেখে দিয়েছেন।

তারা আরও জানান, ক্ষুদ্র মেরামতসহ সব উন্নয়ন কাজে অফিস খরচ বাবদ ৫-৭ পার্সেন্ট টাকা দিতে হয়। তা না হলে শিক্ষা অফিসের কর্মকর্তারা কোনো কাগজে স্বাক্ষর করেন না। এছাড়াও প্রকৌশল অফিসে প্রাক্কলন তৈরির জন্য খরচ দিতে হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) ও সোমবার (৪ জুলাই) ক্ষুদ্র মেরামতের বরাদ্দপ্রাপ্ত ২৫টি বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, চলতি বছরের ৩০ জুনের মধ্যে কাজ সমাপ্তির বাধ্যবাধকতা থাকলেও অনেক বিদ্যালয়ে কাজ শুরুই হয়নি। যদিও কাজ সমাপ্ত দেখিয়ে বরাদ্দকৃত টাকা ৩০ জুনের মধ্যে তোলা হয়েছে। কয়েকটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যরা বরাদ্দের ব্যাপারে জানেনই না। তবে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন একাধিক অভিভাবক। সঠিক তদন্তের মাধ্যমে এ অনিয়ম উদঘাটনের দাবি জানিয়েছে তারা।

সমস্ত অভিযোগ ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘বরাদ্দের টাকা শিক্ষা কর্মকর্তার সরকারি অ্যাকাউন্টে আনার নিয়ম আছে। সেখান থেকে বিদ্যালয়গুলোর অ্যাকাউন্টে দেয়া হচ্ছে। আর শিক্ষা অফিস ভবন মেরামতের জন্য বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে খরচ করা হয়েছে। অফিস খরচ বাবদ ৫-৭ পার্সেন্ট টাকা নেওয়ার বিষয়টি সত্য নয়।’

প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ শুরু না হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি না থাকায় কাজ করতে বিলম্ব হয়েছে। উপজেলা পরিদর্শন ও শিক্ষা কমিটি মাধ্যমে উন্নয়ন কাজ তদারকি করা হবে।’ তবে কোন বিদ্যালয়ে কাজ না হলে সেক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ কিভাবে সরকারি কোষাগারে ফেরত দেয়া হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাজ আদায় করে নেয়া হবে। এখানে কোনো অনিয়ম হওয়ার সুযোগ থাকবে না।’

কয়েকটি বিদ্যালয়ে এলজিইডি কর্তৃক মেজর মেরামতের জন্য দরপত্র প্রক্রিয়া চলমান থাকলেও বরাদ্দপ্রাপ্ত অর্থ সমর্পণ না করে ব্যয় করা প্রসঙ্গে তিনি বলেন, ‘বরাদ্দের টাকা দিয়ে বিদ্যালয়ের অন্য (পুরাতন) ভবনের সংস্কার কাজ করা যাবে।’

কাজ না করে ভুয়া বিল-ভাউচার দাখিল করে টাকা উত্তোলনের অভিযোগের জবাবে তিনি বলেন, ‘এটি সরকারি সিস্টেম। বাংলাদেশ সরকারের এই সিস্টেমটি ভুল। এটা নিয়ে আমি কথা বলতে পারবো না।’

বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন বলেন, উন্নয়ন প্রকল্পের অর্থ উত্তোলন ও ব্যয়ে অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জমি আছে ঘর নাই’ প্রকল্পের অর্থ আত্মসাৎ করলো পিআইও

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠির নলছিটিতে প্রধানমন্ত্রী ঘোষিত ‘জমি আছে ঘর নাই প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতির বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে ‘জমি আছে ঘর নেই’ নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্পে নলছিটি উপজেলায় ৩৪টি ঘর নির্মাণের অনুমোদন প্রদান করে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রতিটি ঘরের জন্য বরাদ্ধ ছিলো ১ লাখ ২০ হাজার টাকা। কিন্তু পিআইও বিজন কৃষ্ণ বরাদ্দকৃত ৩৪টি ঘরের ৭টি ঘরের টাকাই আত্মসাৎ করেছেন। এছাড়াও বাকি যে ঘরগুলো তৈরি করেছেন তাও খুব নিম্নমানের। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরী করায় তা এখন বসবাসের অনুপোযোগী বলে জানায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাওতা গ্রামের পারুল, তৌকাঠি গ্রামের গোলাম হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের আকলিমা, বারাইকরন গ্রামের নজরুল ইসলাম মাঝি ও কাপরকাঠি গ্রামের আনোয়ার ফকিরের নামে ঘর বরাদ্দ হলেও আদৌ তারা কোন ঘর পাননি। এছাড়াও মগড় ইউনিয়নের দক্ষিণ মগড় গ্রামের মৃত লিয়াকত আলি মাঝির স্ত্রী নাজমিন এবং দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শারমিন বেগমের নামে ঘর বরাদ্দ থাকলেও অসহায় এ পরিবারগুলো প্রধানমন্ত্রীর দেয়া সহযোগিতা থেকে বঞ্চিত। অথচ কাগজে এদের নাম দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতির বিরুদ্ধে।

কাপড়কাঠি গ্রামের বাসিন্দা ভুক্তভোগী আনোয়ার ফকির বলেন, তার নামে যে ঘর বরাদ্দ হয়েছে তা তিনি জানেন না। ঘর পাওয়া তো দূরের কথা।

দক্ষিণ মগড় গ্রামের বাসিন্দা অসহায় নাজমিন আক্ষেপ করে বলেন, আমার স্বামী নেই, বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে দিন কাটাই। আমাকে একটি ঘর করে দিবে এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কিছু টাকাও দিয়েছি। কিন্তু আমারে ঘর দিলো না। শুধু কয়েক পিস টিন দিছে।

তার ঝুপড়ি বেড়াবিহীন ঘরটি দেখিয়ে তিনি বলেন, তিন সন্তান নিয়ে এখানে বৃষ্টিতে ভিজে থাকি। আমার নামে ঘর আইলো আর আমি পেলাম শুধু কয়পিস টিন।

বারাইকরন গ্রামের বাসিন্দা মৃত. বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন আলীর ছেলে নজরুল ইসলাম মাঝি বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা হওয়ায় মুক্তিযোদ্ধার কোঠায় আমাদের একটি ঘর দেয়া হয়েছে। এই ঘর দেয়ার আগে আমার নামে প্রধানমন্ত্রীর দেয়া ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের একটি ঘর বরাদ্দ হয়েছে। কিন্তু আমাকে বরাদ্দকৃত ঘরটি দেয়া হয়নি। তাহলে আমার নামের ঘরটি গেল কোথায়?

ভরতকাঠি গ্রামের শারমিনের স্বামী শহিদ জানান, তাকে ঘর দেয়া হয়নি। প্রকল্প কর্মকর্তা তাকে বলেছে পরবর্তীতে ঘর আসলে তাকে ঘর দেয়া হবে। শহীদ আক্ষেক করে বলেন, ঘরের তালিকাতে আমার নামে ঘর বরাদ্দ হয়েছে, তাহলে আমার ঘরটি বা ঘরের টাকা কোথায় গেলো?

মগড় ইউনিয়নের খাওক্ষীর গ্রামের মেরি বেগম বলেন, অনেক দৌড় ও কষ্টের পরে গৃহহীনদের জন্য জমি আছে ঘর নাই প্রকল্পের তালিকাতে আমার নাম ওঠে। কিন্তু আমি ঘর পাচ্ছিলাম না। পরবর্তীতে ২ সাংবাদিকের তৎপরতায় কিছুদিন পূর্বে ঘরটি দিলেও তা একেবারেই বসবাসের অনুপযোগী। এজন্য ওই ঘরে এখনো উঠতে পারিনি। একবারে নিম্ন সামগ্রী দিয়ে ঘরটি তৈরি করা হয়েছে যা একবারে থাকার অনুপযোগী।

নিয়ম অনুযায়ী এগুলো দেখভালের দায়িত্ব নলছিটির প্রকল্প কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতির। মাঠ পর্যায়ে সরেজমিন পরিদর্শন করে তারপরে কাজের বিল দেয়ার নিয়ম থাকলেও তার ধার ধারেনা পিআইও বিজন কৃষ্ণ।

এ বিষয়ে নলছিটি প্রকল্প কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতি বলেন, সব ঘরের বিল পরিশোধ করা হয়নি। প্রতি ঘর বাবদ ৪০ হাজার টাকা করে দেয়া হয়েছে। কিন্তু সরেজমিনে পরিদর্শন না করে, কাজ না দেখে কিভাবে ৪০ হাজার টাকা করে দিলেন সে প্রশ্নের জবাবে তিনি কিছুই বলতে পারেননি।

বরাদ্দকৃত ঘরের বাকি টাকা কোথায় গেলো-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই টাকা ফেরত দেয়া হবে। তবে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর কোথায় ও কিভাবে টাকা ফেরত দিবেন-এ বিষয় জানতে চাইলে তিনি কলটি কেটে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার জানান, বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত করে এর সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঝালকাঠি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আশ্রাফুল হক বলেন, এ বিষয় আমার জানা ছিল না। এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। অবশ্যই আমি তদন্ত করে দেখবো।