রাজাপুরে ঘুর্ণিঝড় ‘ইয়াসের’ প্রভাবে পানি বৃদ্ধি, বিভিন্ন এলাকা প্লাবিত

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে ঘুর্ণিঝড় ‘ইয়াস’, পূর্ণিমার জোয়ার ও চন্দ্রগ্রহনের প্রভাবে ব্যাপক পানি হারে বৃদ্ধি পেয়েছে। ফলে বিষখালি নদীতে বেড়িবাধ না থাকায় পানি ডুকে উপজেলার অন্তত নিচু এলাকার ২০ গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে ফসলি জমি, রাস্তাঘাট, ঘর-বাড়ির, শিক্ষা প্রতিষ্ঠান, ভেসে গেছে দুই শতাধিক পুকুরের মাছ। স্থানীয়রা জানায়, বিষখালী নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৬ ফুট বৃদ্ধি পেয়েছে।

গত দুইদিন থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলার বড়ইয়া, পালট, নিজামিয়া, চরপালট আবাসন, উত্তমপুর, বাদুরতলা, মানকিসুন্দর, নাপিতের হাট, ডহরশংকর, মঠবাড়ি এলাকায় জোয়ারের পানি ডুকে পরেছে। রাতের জোয়ারে পানি আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় বেড়িবাঁধ না থাকায় বিষখালী নদীর তীরবর্তী হাজারো মানুষ এখন আতঙ্কে রয়েছে।

উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. মোজ্জামেল হক জানায়, পানি বৃদ্ধি কারনে দুই শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষির আশঙ্কা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, যাদের ঘর-বাড়ি পানিতে ডুবে গেছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে রেখে খাবার ব্যবস্থা করা হয়েছে।

ঝালকাঠিতে ক্ষতিগ্রস্থ ও চলমান বেড়িবাঁধের কাজ পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের অনুন্নয়ন রাজস্ব বাজেট এর আওতায় পানি প্রবাহ রোধে বেড়িবাঁধের সংস্কার কাজ ও ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শ করেছেন নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন।

বুধাবার কাঠালিয়া উপজেলার ক্ষতিগ্রস্থ একটি বেড়িবাঁধসহ তিনি জেলার বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন। এ সময় উপ-বিভাগীয় প্রকৌশলী মুশফিকুর রহমান শুভ, উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল বারী ও মো. রুবেল হাওলাদার উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার নির্বাহী প্রকৌশলী নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে বেড়িবাঁধের সংস্কার কাজ পরিদর্শন করেন।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হোসেন জানান, ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ এলকা জাড়িপের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। কি পরিমান এলাকা ক্ষতি হয়েছে তার একটি প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সেখান থেকে নির্দেশনা পাওয়ামাত্র দ্রুত কাজ শুরু করা হবে।

রাজাপুরে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, আসামী অধরা!

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে এক গৃহবধুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে ভূক্তভূগী ওই গৃহবধু বাদী হয়ে অভিযুক্ত মো. রাসেল (৩৬) কে আসামি করে মামলাটি দায়ের করেছেন। রাসেল উপজেলার সদর ইউনিয়নের রোলা গ্রামের প্রয়াত শামশুল হকের ছেলে। মামলা সূত্রে জানাগেছে, গত রোববার দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই গৃহবধূ ঘরের বাহিরে বের হয়। এসময় একই এলাকার রাসেল দরজা খোলা পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে লুকিয়ে থাকে। গৃহবধূ বাহির থেকে এসে দরজা বন্ধ করার সময় রাসেল তাকে ঝাপটে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় গৃহবধূ চিৎকার দিলে লোকজন এসে রাসেলকে মারধর করলেও এক ফাঁকে সে পালিয়ে যায়। রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, রাসেলকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

নলছিটিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আরিফুর রহমান, নলছিটি।।

ঝালকাঠির নলছিটি উপজেলায় মো. শাহাদাৎ মোল্লা (৩৯) নামে এক যুবককে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ মে) সকালে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. শাহাদাৎ মোল্লা একই গ্রামের মৃত মতিউর রহমান মোল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার কামদেবপুর গ্রামের শাহাদাতের বাড়িতে অভিযান চালানো হয় এ সময় শাহাদাতের বসতঘরে তল্লাশি করে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল রশিদ জানান,আমরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করি।তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ বলেন,শাহাদাত মোল্লা নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।তার নামে নলছিটি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর তাকে ২৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব- ৮)।

পিঠে অক্সিজেন সিলিন্ডার বাঁধা সেই সন্তানকে দেওয়া হলো সংবর্ধনা

আরিফুর রহমান, নলছিটি।।
পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে অসুস্থ মাকে হাসাপাতালে নিয়ে যাওয়া ঝালকাঠির নলছিটির সেই জিয়াউল হাসান টিটুকে উপজেলা প্রশাসন থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে ।

শনিবার (২২ মে) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয় ।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার,ঝালকাঠী প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক কেএম সবুজ,ক্রীড়া সম্পাদক অলোক সাহা,রিপোর্টাস ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার,ঢাকা পোস্টের ঝালকাঠি প্রতিনিধি মো. ইসমাইল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান সঞ্চালনায় করেন শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস।

জিয়াউল হাসান টিটুর মাতা শিক্ষিকা রেহেনা বেগম বলেন,আমি প্রতিটা বছর বিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বলি সবসময় মায়ের দিকে খেয়াল রাখবে। হয়তো সেই উপদেশটা আল্লাহতায়ালা আমার ছেলেদের উপর কবুল করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একজন মায়ের প্রতি যে তার ভালবাসা সেটা আমাকে সত্যিই অভিভূত করেছে। তাকে সংবর্ধনা দিয়ে আমরা তার মায়ের প্রতি ভালোবাসায় শরিক হতে পেরে আনন্দিত।

এসময় জিয়াউল হাসান টিটু বলেন,মায়ের প্রতি আমি যেটা করেছি সেটাই হওয়া উচিত এর ব্যতিক্রম হওয়ার কোন প্রশ্নই আসে না। সংবর্ধনা দেওয়ায় তিনি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে, গত ১৭ এপ্রিল পিঠের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার বেঁধে করোনা আক্রান্ত মাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে ঝালকাঠির নলছিটি থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান জিয়াউল হাসান। ওইদিন সন্ধ্যায় জিয়াউল হাসান ও তার মায়ের সেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রাজাপুরে সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন

রাজাপুর প্রতিনিধি:
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন করেছে স্থানীয় সংবাদকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপুসহ সাংবাদিক নেতৃবৃন্দরা। এ মানববন্ধনে রাজাপুর প্রেসক্লাব, রাজাপুর সাংবাদিক ক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক ও সেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করে বলেন, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

রাজাপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠির রাজাপুরের বাদুরতলা গ্রামের বিষখালি নদীতে মাছ ধরতে গিয়ে জেলে মো. মিরাজ মোল্লার (১৯) লাশ উদ্ধার করেছে স্বজনরা। শুক্রবার বিকেলে ৫টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। মিরাজ উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা এলাকার মৃত আব্দুল হাই মোল্লার ছেলে। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার খলিফা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষখালী নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পরে নিখোঁজ হয়েছিল মিরাজ। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান মেলেনি। রাতে প্রশাসনের অভিযান বন্ধ ঘোষণা করা হয়। পরে শুক্রবার দিনভর ট্রলার ও নৌকা নিয়ে স্বজন ও স্থানীয়রা বিষখালির বিভিন্ন এলাকায় খোজখুজি করে বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিখোজের ঘটনায় পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিলো।

ঝালকাঠিতে নিরব অবস্থান কর্মসূচী

আরিফুর রহমান আরিফ।।
গাজায় ইসরাইলি গনহত্যা ও আল-আকসা মসজিদে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে নিরব অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচীর আয়োজন করেছে ঝালকাঠি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। ঘন্টাব্যাপী নিরব অবস্থান কর্মসূচীতে সংগঠনটির কর্মকর্তা, সদস্য এবং মুসল্লীরা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান ভুট্রো এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ বলেন, যুদ্ধ বিরতি কোনো স্থায়ী সমাধান নয়। আমরা বাংলাদেশ থেকে স্থায়ী সমাধানের জন্য এ সংগঠনের মাধ্যমে কর্মসূচী চালিয়ে যাবো।

রাজাপুরে সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন

রাজাপুর প্রতিনিধি:
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন করেছে স্থানীয় সংবাদকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপুসহ সাংবাদিক নেতৃবৃন্দরা। এ মানববন্ধনে রাজাপুর প্রেসক্লাব, রাজাপুর সাংবাদিক ক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক ও সেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করে বলেন, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

ঢাকায় নারী সাংবাদিক লাঞ্চিত,বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক প্রতিবেদক:
দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো’র সংবাদকর্মী রোজিনা ইসলামকে অবরুদ্ব, লাঞ্চিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলা শাখা। কমিটির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্বে যথোপযোগী ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। ভবিষ্যতে এমন ঘটনায় পুনরাবৃত্তি না হয় এ মর্মেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দপ্তর সম্পাদক এম. আর শুভ স্বাক্ষরিত বিবৃতিতে তারা জানায়, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা তথ্যের পিছু ছুটবেই। সেই তথ্য প্রাপ্তিতে বাধা ও সংবাদকর্মীদের হেনস্থা বিষয়টি মুক্ত সাংবাদিকতায় প্রতিবন্ধকতা ও ব্যক্তি স্বার্থ হাসিলে চরম অসাধু প্রক্রিয়া মাত্র। এ সকল ব্যক্তি বিশেষ অভিযুক্তদের বিরুদ্বে দ্রুত সুষ্ঠ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনে ঘটনার নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জোর দাবী জানাই। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।