জাকের পার্টি ছাত্রফ্রন্ট’র ঝালকাঠি জেলা কমিটি গঠন

জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঝালকাঠি জেলা শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাহের রোডস্থ ঢাকা ফার্নিচার মার্কেট প্রাঙ্গনে জেলা ছাত্রফ্রন্ট আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মিশন প্রধান মো. ফয়জুল বারি। বিশেষ অতিথি ছিলেন, জাকের পার্টি ছাত্রফ্রন্ট বরিশাল বিভাগীয় সভাপতি মিলন হোসেন, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম পারভেজ, সাংগঠনিক ফরহাদ আহম্মেদ শিহাব।

জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঝালকাঠি জেলা শাখার সদ্য বিদায়ী আহবায়ক মো. মেহেদী হাসান আবির কে সভাপতি, নাইম উদ্দিন খান কে সাধারণ সম্পাদক এবং কামরুল হাসান রুমি কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের জেলা কমিটির নাম ঘোষনা করা হয়।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ সভায় ছাত্রফ্রন্ট’র কার্যক্রম এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক বিষয়ে বক্তব্য দেন জেলা, উপজেলা এবং শহর কমিটির নেতৃবৃন্দ।

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দলীয় মনোনয়ন পেলেন সোহরাব হোসেন মাষ্টার

আরিফুর রহমান, ঝালকাঠি ।।
ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে নলছিটি উপজেলা থেকে দলীয় একক প্রার্থী মনোনীত হয়েছেন সিদ্ধকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সোহরাব হোসেন মাষ্টার।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক যৌথ সভায় তাকে দলীয় একক প্রার্থী মনোনীত করা হয় ।

এছাড়া সভায় ঝালকাঠি সদরে শামসুল ইকরাম পিরু, রাজাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট. এ এইচ এম খায়রুল আলম সরফরাজ ও কাঠালিয়ার উপজেলা যুবলীগের সভাপতি এস এম ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজকে মনোনীত করা হয়।

অন্যদিকে নারী সদস্য হিসাবে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা থেকে জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী হোসনে আরা মন্নান এবং রাজাপুর-কাঠালিয়া উপজেলা থেকে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম অ্যাডভোকেট. ফজলুল হক এর স্ত্রী জাহানারা হকে মনোনীত করা হয়।

তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জেড এ ভুট্টো ডিগ্রি কলেজে ঘুষ বানিজ্যের মাধ্যমে চারজন ল্যাব সহকারী নিয়োগ ও অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার বেলা ১১ টার সময় মোল্লাহাট চৌমাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, কলেজর সাবেক অধ্যক্ষ রুস্তম আলী হাওলাদার, মোল্লার হাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মারুফ রহমান, সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার, ব্যবসায়ী শাহাজাহান প্রমুখ ।

বক্তারা বলেন, কলেজে অর্থের বিনিময়ে চারজন ল্যাব সহকারী নিয়োগ দেওয়া হয়। আমরা এই ল্যাব সহকারী নিয়োগ বাতিল ও অধ্যক্ষের অপসারণের দাবি করছি।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আউব আলী হাওলাদার জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।

যুবলীগ নেতা সৈয়দ মিলনের উদ্যোগে আমির হোসেন আমুর পিতার মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলনের উদ্যোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর পিতা মোয়াজ্জেম হোসেনের ৫৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় শহরের ডাক্তারপট্টি সৈয়দ টাওয়ারে এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দলীয় নেতা-কর্মীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম মোয়াজ্জেম হোসেন এর মৃত্যুবার্ষিকীতে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

যুবলীগ নেতা সৈয়দ বাবুর উদ্যোগে আমির হোসেন আমুর পিতার মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠির নলছিটিতে যুবলীগ নেতা সৈয়দ শাওন ইসলাম বাবুর উদ্যোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির পিতা মরহুম মোয়াজ্জেম হোসেনের ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩০শে আগষ্ট) বিকেলে উপজেলা কেন্দ্রীয় মসজিদে মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আ. ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী নেতা খোন্দকার মুজিবুর রহমান, জলিলুর রহমান আকন্দ, যুবলীগ নেতা মামুন তালুকদার, আবু সাইদ কামাল, লাইজুর রহমান রিয়াজ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রিন্স উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান খানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির নৈরাজ্য রুখতে কঠোর অবস্থানে নলছিটি শ্রমিক লীগ

ঝালকাঠির নলছিটিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচির নামে নৈরাজ্য রুখতে কঠোর অবস্থান নিয়েছে নলছিটি শ্রমিক লীগ। এই উপলক্ষে গত কয়েকদিন তারা উপজেলার গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে অবস্থান করে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে ।
এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, সাধারন সম্পাদক হৃদয় হোসেন রিপন,পৌর শ্রমিক লীগের আহবায়ক মোঃ সাইদুর রহমান খান(জুলহাস), সদস্য সচিব মনির বিশ্বাস প্রমুখ।
তারা বলেন, বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে সারাদেশব্যাপী আবারও নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের সৃষ্টি করতে চাচ্ছে তবে তাদের সেই বাসনা কখনোই পূর্ন হবে না। আওয়ামী লীগ , শ্রমিক লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠন এক সাথে তাদের মোকাবেলা করবে।

আর্থিক প্রতিষ্ঠানাদি এবং তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রশিক্ষণ

আরিফুর রহমান, নলছিটি।।

ঝালকাঠির নলছিটিতে আর্থিক প্রতিষ্ঠানাদি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইজ ইন্টার কোঅপারেশানের তত্ত্ববধানে রুপান্তরের উদ্যোগে ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মিলনায়তনে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

রুপান্তরের নলছিটি উপজেলা সমন্বয়কারী শাহানাজ পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার অপরাজিতাদের সমন্বয়ে অনুষ্ঠিত কর্মশালায় সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন, রুপান্তর বরিশাল ক্লাস্টারের জেন্ডার এন্ড ট্রেনিং অফিসার মোঃ খলিলুর রহমান, নলছিটি উপজেলা বিরআরডিপি কর্মকর্তা কান্তা রানী দত্ত, নলছিটি উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার রাফিজা খানম। এসময় আরও উপস্থিত ছিলেন, রুপান্তরের ঝালকাঠি জেলা সমন্বয়কারী মোঃ মাহফুজুর রহমান।

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাঠালিয়ায় দোয়া ও আলোচনা সভা


ঝালকাঠি প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়ায় আলোচনসভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

বুধবার সন্ধ্যায় কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন।

প্রধান অতিথির বক্ত্যব্যে সংসদ সদস্য বজলুল হক হারুন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ষড়যন্ত্রকারিরা বঙ্গবন্ধুকে হত্যা করে মনে করেছিল দেশকে নেতৃত্ব শূণ্য করবে। কিন্তু তাদের ষড়যন্ত্র সে সময় সফল হলেও আজকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরুন সিকদার, জেলা পরিষদের সাবেক সদস্য এসএম আমিরুল ইসলাম লাটন প্রমূখ।

শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

অলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট হত্যাকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

হাঁস নিয়ে ঝগড়া, প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠি নলছিটিতে পুকুরে হাঁস নামাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলা কুশঙ্গল ইউনিয়নের মানপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের খোকন হাওলাদারের স্ত্রী পিয়ারা বেগম (৪০) ও মেয়ে সুমা বেগম (২২)। গুরুত্বর আহত অবস্থায় পিয়ারা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে হাঁস নামা নিয়ে পিয়ারা বেগমের সঙ্গে প্রতিবেশী নজরুল খানের পরিবারের লোকজনের ঝগড়া হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে নজরুল খান ও আফজাল খান লাঠি দিয়ে পিটিয়ে পিয়ারা বেগম ও তার মেয়ে সুমা বেগমকে আহত করেন। এরপর তাদেরকে পানিতে চুবানি দিয়ে পুকুরে পাড়ে উঠিয়ে ফের বেধড়ক মারধর করে গুরুতর জখম করেন হামলাকারীরা। আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মারধরের অভিযোগ অস্বীকার করে নজরুল খান বলেন, ওই পক্ষের সঙ্গে জমিজমা নিয়ে আমাদের বিরোধ আছে। সেই বিরোধের জেরে দুপুরে মহিলাদের মধ্যে ঝগড়া হয়। ওই সময় পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটে। তবে আমি ঘটনাস্থলে ছিলাম না। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছি।

নলছিটি থানার ডিউটি অফিসার এসআই শাহীন জানান, এ বিষয় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

শোক দিবসে নলছিটিতে যুবলীগের আলোচনা সভা ও দোয়া

আরিফুর রহমান, নলছিটি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে যুবলীগ।

সোমবার বিকেলে উপজেলা শহরের সাথীর মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ, আবুল কাশেম বাবলু, প্রান্তিক দাস পুটু, আবুল খায়ের খাইরুল, শামীম আহম্মেদ, শহীদুল ইসলাম গাজী, শফিকুল ইসলাম ইলিয়াস, হুমায়ুন কবির, লুৎফুর রহমান শাহীন, দীপু চৌধুরী, হালিম মীরা, তৌহিদ গাজী, লিটন হোসেন জামাল, আবুল কালাম আজাদ (কালু), মনির চৌধুরী, রাসেল খলিফা, অমল দাস, জামাল হোসেন খান, আব্দুর রাজ্জাক নান্নু, জালাল খলিফা, রাম বাড়ৈ, স্বপন শীল প্রমুখ।

আলোচনা সভা শেষে কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।