মঠবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ এপ্রিল) দুপুরে ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে নির্মাণাধীন একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মঠাবড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই গ্রামে নির্মাণাধীন একটি ভবনে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সেখান থেকে পুরুষাঙ্গ কাটা ও পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে গত তিন-চারদিন আগে দুবৃর্ত্তরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। মরদেহটির ময়নাতদন্তের প্রতিবেদনের পর হত্যার প্রকৃত উপায় উদঘাটন করা যাবে। এছাড়া যুবকের নাম-পরিচয় জানা চেষ্টা চলছে।

কাউখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে খালের পানিতে ডুবে রিয়াদ হোসেন হাওলাদার (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সদর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রিয়াদ ওই ওয়ার্ডের মাসুম হোসেন হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির সামনে কচুবুনিয়া খাল পাড়ে খেলাছিল রিয়াদ। একপর্যায়ে খালের পানিতে পড়ে যায় শিশুটি। এ সময় সেখানে থাকা অন্য শিশুরা বিষয়টি স্বজনদের জানালে খাল থেকে রিয়াদকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুভ্রত কর্মকার জানান, হাসতালালে আনার আগেই রিয়াদের মৃত্যু হয়।

ইন্দুরকানীতে ১২ কেজি গাঁজাসহ আটক ১

পিরোজপুরে ইন্দুরকানীতে ১২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৪৮) নামে একজনকে আটক করেছে র‌্যাব।  জাকির হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি পশ্চিম পাড়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব-৮ সূত্রে জানা যায়, পিরোজপুরের ইন্দুরকানী থানার টগরা ফেরিঘাট এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে বলে খবর পায় র‌্যাব। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব ৮-এর একটি দল টগড়া এলাকায় রাতে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জাকির হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাকে টগরা ফেরিঘাটস্থ মো. সামছুল হকের খাবার হোটেলের সামনে থেকে আটক করে।

এসময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. এনামুল হক বাদী হয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. এনামুল হক।

পিরোজপুরে সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে হাফিজুল নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গত দুই মাস আগে হাফিজুল তার স্ত্রী লামিয়াকে আনুষ্ঠানিকভাবে নিজ বাড়িতে নিয়ে আসেন। যে ঘরে তিনি আত্মহত্যা করেন সে ঘরে এখনও তার বাসর সাজানো রয়েছে বলে জানা গেছে। নিহত হাফিজুল ইসলাম (২৮) একই এলাকার বাদশা হাওলাদারের ছেলে।
জানা যায়, হাফিজুলকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার স্বজনরা। পরে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।

এর আগে হাফিজুল একটি সুইসাইড নোট লিখে রেখে যান। সুইসাইড নোটে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া তার মরদেহটি যাতে ময়নাতদন্ত না করা হয়, সে জন্যও অনুরোধ করেন। তার কাছে চারজন লোক ৮১ হাজার টাকা পাবে, যা তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রি করে পরিশোধ করতে বাবার প্রতি অনুরোধ রেখে যান। পরিবারের সবার কাছে তিনি ক্ষমা চেয়েছেন ওই সুইসাইড নোটে।

ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির বলেন, হাফিজুল নামে এক যুবক মারা গেছে বলে শুনেছি। তার পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। সেখানে তিনি মারা গেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছি।

মঠবাড়িয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, আটক-৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় আল আমিন (২৩) নামে এক কলেজ ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নিখোঁজের এক দিন পর রোববার রাতে উপজেলার উত্তর ভেচকী (বাইশ কুড়া) ফসলের মাঠ থেকে ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত আল আমিন উত্তর ভেচকী গ্রামের সিদ্দিক আকনের ছেলে ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় নিহতের বাবা সিদ্দিক আকন সোমবার সকালে অজ্ঞাতনামা আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-একই এলাকার আলম আকনের ছেলে সোহেল (২০), ওয়ারেছ খানের ছেলে আল আমিন (২১), সেলিম হাওলাদারের ছেলে আরিফ (২১), মৃত গফ্ফার সরদারের ছেলে হুমায়ুন (২২) ও আলম বেপারীর ছেলে আরিফ (২১)।
খবর পেয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, নিহত ওই কলেজ ছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, প্রেম, রাজনৈতিক দ্বন্দ ও মাদক ব্যবসা এ তিনটি বিষয় নিয়ে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

পিরোজপুরে গাঁজাসহ যুবক গ্রেফতার

পিরোজপুরে এক কেজি গাঁজাসহ কাওছার হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে পিরোজপুরের পৌরসভার পারেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাওছার ওই এলাকার মো. বারেক আকনের ছেলে।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জাসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পারেরহাট এলাকা থেকে কাওসারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।

কাউখালীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে মো. আবু বক্কর সিদ্দিকী (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।   শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে নিজ ঘরের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। আবু বক্কর উপজেলার সদর ইউনিয়নের আসপদি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। সে কাউখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে আবু বক্করকে তার নিজ ঘরের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার ফাহাদ হোসেন জানান, ওই কলেজছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাল্লায় হিন্দু নির্যাতনের প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু নির্যাতন ও বাড়ি ভাচূরের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যুব ও ছাত্র ঐক্য পরিষদ মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ মঠবাড়িয়া শাখার সভাপতি সুভাষ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ সভাপতি পরিতোষ বেপারী, সাধারণ সম্পাদক পংকজ সাওজাল, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক শ্যাম শংকর রায়, সহ সভাপতি কাজল দাস, পার্থ বেপারী, প্রচার সম্পাদক বাদল কৃষ্ণ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জিব সমাদ্দার লিটন, যুব ঐক্য পরিষদের সভাপতি গোপাল রায়, সদস্য বিশ^জিৎ বিশ^াস প্রমূখ।

বক্তারা বলেন, সুনামগঞ্জের শাল্লায় হিন্দু নির্যাতন ও বাড়ি ভাচূরের ঘটনায় যারা জড়িত প্রত্যককে আইনের আওতায় আনতে হবে।

পিরোজপুরে আবারও গাঁজা বাগানের সন্ধান; আটক ১

পিরোজপুরে আবাও গাঁজা বাগানের সন্ধান পেয়েছে পুলিশ। এ বাগান থেকে ১৪৭টি গাঁজা গাছ উদ্ধার ও চাষিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ দুপুরে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের রহমান মুন্সির বাড়ির মধ্যে গাঁজা বাগান থেকে এ গাছগুলো উদ্ধার ও চাষি আরিফকে আটক করা হয় বলে জানান পিরোজপুরের ডিবি পুলিশের এসআই দোলোয়ার হোসাইন জসীম। আটক আরিফ শেখ (৩০) পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের জলিল শেখের পুত্র। এর আগে জেলার নাজিরপুর উপজেলায় ২টি গাঁজা বাগানের সন্ধান পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ।

পিরোজপুর ডিবি পুলিশের এসআই দোলোয়ার হোসাইন জসীম জানান, গোপান সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উত্তর রানীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরিফকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আরিফ গাঁজা গাছ চাষের কথা স্বীকার পায়। পরে উত্তর রানীপুর এলাকার রহমান মুন্সির বাড়ির বাগানে অভিযান চালিয়ে ১৪৭টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পিরোজপুরে আবারও গাঁজা বাগানের সন্ধান; আটক ১

পিরোজপুরে আবাও গাঁজা বাগানের সন্ধান পেয়েছে পুলিশ। এ বাগান থেকে ১৪৭টি গাঁজা গাছ উদ্ধার ও চাষিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ দুপুরে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের রহমান মুন্সির বাড়ির মধ্যে গাঁজা বাগান থেকে এ গাছগুলো উদ্ধার ও চাষি আরিফকে আটক করা হয় বলে জানান পিরোজপুরের ডিবি পুলিশের এসআই দোলোয়ার হোসাইন জসীম। আটক আরিফ শেখ (৩০) পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের জলিল শেখের পুত্র। এর আগে জেলার নাজিরপুর উপজেলায় ২টি গাঁজা বাগানের সন্ধান পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ।

পিরোজপুর ডিবি পুলিশের এসআই দোলোয়ার হোসাইন জসীম জানান, গোপান সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উত্তর রানীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরিফকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আরিফ গাঁজা গাছ চাষের কথা স্বীকার পায়। পরে উত্তর রানীপুর এলাকার রহমান মুন্সির বাড়ির বাগানে অভিযান চালিয়ে ১৪৭টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।