পিরোজপুরে পুকুরে পাওয়া ‘টারপোন’ মাছটি বঙ্গোপসাগরের

পিরোজপুর: পিরোজপুরে পুকুরে পাওয়া ‘টারপোন’ মাছটির তথ্য নিয়ে জেলা মৎস্য অফিস ও উপজেলা মৎস্য অফিস ব্যাপক অনুসন্ধান চালিয়েছেন। ‘পুকুরে আটলান্টিক মহাসাগরের ‘টারপোন’ মাছ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নিয়ে জেলা মৎস্য অফিস ও উপজেলা মৎস্য অফিসের সঙ্গে কথা হয়। তারা এ বিষয়ে খবর পেয়ে শনিবার (২২ মে) ওই মৎস্য চাষির বাড়িতে যান এবং তারা মাছের খোঁজ-খবর নেন।

পিরোজপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেরিন সুলতানা জানান, শনিবার (২২ মে) ওই মৎস্য চাষির বাড়িতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফাকে পাঠানো হয়েছিল। তিনি ওই চাষির পুকুর ও তার সার্বিক অবস্থা পরিদর্শন করেছেন। সেখানের মাটি ও পানি সংগ্রহ করা হয়েছে। তিনি আরো জানান, তার (চাষি) দেওয়া তথ্যমতে ধারণা করা হচ্ছে ওই পুকুরে চাষের জন্য ছাড়া মাছের পোনার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা মাছের পোনা ছিলো। আর সেই পোনার সঙ্গে ওই মাছের পোনা আসতে পারে। এটি দেখতে টারপোন মাছের মতো হলেও তবে এটি টারপোন মাছ নাও হতে পারে।

তিনি আরো জানান, `Clupeadae’  গোত্রের মাছ। এ গোত্রের মাছ লবনাক্ত পানিতে থাকে। ডিম ছাড়ার সময় হলে মোহনাতে ব্রাকিস ওয়াটারে আসে। অর্থাৎ যেখানে সাধু ও লবনাক্ত পাওয়া যায় এমন পানিতে আসে। একটু বড় হলে তাদের পরিবেশে অর্থাৎ সাগরে ফিরে যায়। সরেজমিন পরিদর্শন করা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ওই চাষি যে খামারির কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করেছেন তারা হয়তো বঙ্গোপসাগর থেকে মাছের পোনা সংগ্রহ করেছেন। আর সংগ্রহ করা ওই মাছের পোনার সঙ্গে মিলে ওই মাছের পোনা আসতে পারে। পুকুরের পারিবেশ ও মাটির কারণে মাছটি বেঁচে থেকে বড়ো হয়েছে। তবে এটি ‘টারপোন’ মাছ হতে পারে।

জানা যায়, শুক্রবার (২১ মে) মাছটি পাওয়া যায় পৌর শহরের শিকারপুর এলাকার তানভীর আহম্মেদের পুকুরে। তিনি বাংলাদেশ প্রতিদিনের পিরোজপুর জেলা প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

তানভীর আহম্মেদ জানান, তার বাবা গত দু’বছর আগে পুকুরে চাষের উদ্দেশ্যে কিছু মাছ ছাড়েন। শুক্রবার (২১ মে) সকালে তার বড় ভাই (স্ত্রী’র ভাই) আজাদ হোসেন জাল দিয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে তার জালে তা  ধরা পড়ে। অন্য মাছ ধরার পরে অনেক সময় বেঁচে থাকলেও এ মাছটি উপরে ওঠার সামান্য কিছু সময়ের মধ্যে মারা যায়। মাছটির ওজন হয়েছে এক কেজি ১০০ গ্রাম।

পরিবারের সদস্যরা ওই দিন দুপুরে মাছটি রান্না করে কিছু অংশ খান। পরে মাছটির মাথা ও লেজে সহ কিছু অংশ রেখে দেন। মাছটি দেখতে অনেকটা ইলিশ মাছের মতো হলেও এর মুখ ও সামনের অংশ সম্পূর্ণ আলাদা।

জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) আব্দুল বারী বাংলানিউজকে বলেন, মাছটি আটলান্টিক মহাসাগর থেকে কোনোভাবে বঙ্গপসাগরে আসতে পারে। আর সে থেকে মাছের পোনা সংগ্রহ কালে তা অন্য মাছের পোনার সঙ্গে পুকুরে আসতে পারে। ‘টারপোন’ মাছ দু’ধরনের রয়েছে। এর একটি আটলান্টিক মহাসাগরের আর অন্যটি ইন্দো প্যাসেফিক টারপোন। ইন্দো প্যাসেফিক টারপোন বঙ্গপসাগরে হয়ে থাকে।

জানা যায়, টারপোন আকৃতির মধ্যে নানচিল কোরাল, Indo-pacific tarpon, Megalops cyprinoides মাছ রয়েছে।

পিরোজপুরে ঢাকাগামী বাস আটক : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বরগুনার পাথরঘাটা ও আমুয়া এলাকা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৪টি বাস আটকের পরে জরিমানা করে তা ফিরিয়ে দিয়েছে পিরোজপুরের প্রশাসন। শনিবার দুপুরে শহরের পিরোজপুর-নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পূর্ব শিকারপুর এলাকায় প্রায় ২০০ যাত্রীসহ ৪টি বাস আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল আলম জানান, সরকারি ঘোষিত চলাচলের বিধিনিষেধ উপেক্ষা করে ৪টি বাস পিরোজপুরের ওপর দিয়ে ঢাকা যাচ্ছিলো এবং তা আটক করা হয়। এরপর সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ ধারা অনুযায়ী প্রতিটি বাসের মালিককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি  বাসের যাত্রীদের সর্তক করে বাসগুলো যে স্থান থেকে ছেড়ে আসছিলো সেখানে ফেরত পাঠানো হয়।

পিরোজপুরের ট্রফিক পুলিশের সার্জেন্ট শরীফ রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের উপর থেকে ঢাকাগামী বরগুনার পাথরঘাটা ও আমুয়া এলাকা থেকে ছেড়ে বাস ৪টি আটক করা হয়।

 

এ সময় যাত্রীরা জানায়, তারা সকলেই ঢাকা যাওয়ার জন্য এ বাসে উঠেছে। এ সময় বাসগুলো আটক করে প্রশাসনকে জানানো হয় এবং প্রশাসন বাসগুলোকে জরিমানা করে  প্রায় ২ শতাধিক যাত্রীসহ  ৪টি বাস পাথরঘাটা ও আমুয়া এলাকা ফেরত পাঠায়।

পিরোজপুরে আগুনে পুড়লো ৩ বসতঘর

পিরোজপুরে পৌরসভা এলাকায় আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।

রাত সাড়ে ১২টার দিকে চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম জানান, রাতে পিরোজপুরের মধ্য মাছিমপুর এলাকায় সুমন শিকদার নামে এক ব্যক্তির ঘরে আগুন লাগে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পাঁচ/ছয় লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে সাড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

পিরোজপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় বজ্রপাতে মো. আল-আমিন হোসেন তালুকদার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার গৈরিপুর ইউনিয়নের পৈকখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন তালুকদার ওই গ্রামের মোদাচ্ছের আলী তালুকদারের ছেলে।
নিহতের বড় ভাই স্থানীয় পৈকখালী ডাকঘরের পোস্ট মাস্টার এমাদুল হক তালুকদার জানান, বাড়ির পিছনের মাঠে তাদের পাঁচটি ছাগল ঘাস খাচ্ছিল।

ওইদিন বিকেল ৩টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তার ছোট ভাই আল-আমিন ওই ছাগল আনতে সেখানে যান।

এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন ও একটি ছাগল মারা যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সঞ্জিব কুমার জানান, ওই কৃককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

গুলি, বোমাবাজি ও ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

পিরোজপুরে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ ও জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এর বাড়িতে গুলি, বোমাবাজি ও ভাংচুর এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের টাউন ক্লাব মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাউন ক্লাব সড়ক এ শেষ হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মন্টু সিকদার, ৭ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকদার, জেলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মেরাজ শরীফ, ৪ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারী তালুকদার জয়েন, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান জুম্মানসহ জেলা, উপজেলা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ ও জেলা ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু।

নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১৩

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে দুই মাহেন্দ্র (থ্রি-হুইলার) উল্টে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার গাওখালীর বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনায় মো. আলী (৪০), তরিকুল ইসলাম শেখ (২৪), ফারুক শেখ (৩০), সাইদুল ইসলাম (৩৮), মাইনুল ইসলাম (১৩), সুরুজ আলী (৪৩), সোবাহান (৬৫), আমান উল্লাহ (৮), সালেহা বেগম (৬০) ও দুই মাহেন্দ্রর চালক তরিকুল ইসলাম ও মো. শরিফসহ ১৩ জন আহত হয়েছেন।

জানা যায়, যাত্রী নিয়ে নাজিরপুর থেকে বৈঠাকাটার উদ্দেশে যাচ্ছিলো একটি মাহেন্দ্র। পথে গাওখালীর বেলতলা এলাকায় মাহেন্দ্রটি পৌঁছলে পেছন থেকে আরেকটি মাহেন্দ্র ওভারটেকের সময় ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি উল্টে চালকসহ সাতজন আহত হন। ওভারটেকের সময় ধাক্কা দেওয়া মাহেন্দ্রটিও সামনে গিয়ে উল্টে যায়। এতে ওই মাহেন্দ্রটির চালকসহ ৬ জন আহত হন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এএইচএম মোস্তাফা কায়সার বাংলানিউজকে জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর আহতদের ভর্তি নেওয়া হয়েছে।

পিরোজপুরে শিশুকে হত্যা বাবা ও সৎ মাসহ আটক ৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় হানজালা নামের ৪ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে বাবা নুর নবী জুয়েল (৩৫) সৎ মা শাহানা বেগম (৩০) ও চাচা বেল্লাল (৩৫) কে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

নিহত হানজালার নানী হাসি বেগম শনিবার সকালে মঠবাড়িয়া থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই শিশিুটির মা-বাবার বিচ্ছেদ হবার পরে নানীর কাছে বড় হওয়া শিশু হানজালাকে গত ১৪ এপ্রিল বেড়াতে নিয়ে যায় পাষন্ড সৎ মা শাহানা বেগম।

পরে শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়। আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল প্রেরন করেন।

শিশুটির বাবা ও সৎ মা বরিশাল না নিয়ে গোপনে হাসপাতাল সড়কের মা ও শিশু ক্লিনিকে ভর্তি করে।

ক্লিনিকেও শিশুটির অবস্থার অবনতি ঘটলে পরে সেখান থেকে ১৫ এপ্রিল সকালে শিশু হানজালাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এম্বুলেন্সে করে শিশুটির লাশ গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ফেলে রেখে পাষন্ড বাবা ও সৎ মা পালিয়ে যায়।

মঠবাড়িযা থানার ওসি মাসুদুজ্জামান বলেন, শিশুটির পাষন্ড বাবা, সৎ মা ও চাচাকে শনিবার সকালেই গ্রেপ্তার করা করা হয়েছে।

পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ট্রাক খাদে,চালকসহ আহত -৩

পিরোজপুরে ইন্দুরকানীতে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ তিন জন আহত হয়েছে।আজ বুধবার রাত ৩ টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।এতে অল্পের জন্য রক্ষা পায় চালক সহ তিন জনের প্রাণ।ট্রাকটি খুলনা থেকে পাথরঘাটার উদ্দেশ্যে যাচ্ছিল।

স্থনীয় সূত্রে যানা গেছে,চালক ঘুম ঘুম চোখে গাড়ী চালানো অবস্থায় ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়ে নিয়ন্ত্রণ হারায়।ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।

নাজিরপুরে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত

পিরোজপুরের নাজিরপুরে এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ওই চেয়ারম্যানের নাম  সুমন মণ্ডল মিঠু। তিনি উপজেলার ২নং মালিখালী ইউপির আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান।

গত মঙ্গলবার সন্ধ্যায় ওই বরখাস্তের চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ই-মেইলের মাধ্যমে পৌঁছেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবু জাফর স্বাক্ষরিত ওই চিঠিতে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে সরকার কর্তৃক অসহায়দের জন্য দেয়া বিনামূল্যে বিতরণকৃত ঘর প্রদানের বিনিময়ে অর্থ গ্রহণ, সরকারি টিউবওয়েল প্রদানের বিনিময়ে নগদ অর্থ গ্রহণ, ভিজিডির উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ স্থানীয় তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় জনস্বার্থে স্থানীয় সরকার তাকে সাময়িক বরখাস্ত করে।

সুমন মণ্ডল মিঠু ওই ইউনিয়ন থেকে দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি প্রথম ধাপে ঘোষিত ইউপি নির্বাচনে (করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া) নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, সম্প্রতি ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কর্তৃক বিনামূল্যে ঘর প্রদানের বিনিময় উৎকোচ গ্রহণ, গভীর  নলকূপ প্রদানের বিনিময়, ভিজিডিসহ বিভিন্ন সরকারি অনুদান প্রদানে উৎকোচ গ্রহণের অভিযোগে স্থানীয়রা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান করে। এছাড়া তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের নাম ভাঙিয়ে আর্থিকসহ বিভিন্ন সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জানতে চেয়ারম্যান সুমন মণ্ডলের মোবাইলে ফোন দিলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না এবং এটি মিথ্যা ও ভিত্তিহীন বলে  জানান।

পিরোজপুরে জেলেকে পিটিয়ে হত্যা

পিরোজপুর ভান্ডারিয়া জাল ফেলাকে কেন্দ্র করে পরেশ হাওলাদার ৬০ নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছেন। নিহত পরেশ হাওলাদার ওই গ্রামের সখানাথ হাওলাদারের ছেলে। এ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের নির্মল হাওলাদার (৬৫) ও তার ছেলে সুব্রতা হাওলাদার (২৫)-কে আটক করেছে পুলিশ।

থানা পুলিশ ও নিহত পরিবার থেকে জানা যায়, রবিবার রাত সোয়া নয়টার দিকে স্থানীয় পশারীবুনিয়া নাথপাড়া জুগির খালে জাল পাততে যায় নির্মল হাওলাদার, ছেলে সুব্রতা হাওলাদার ও স্থানীয় নারায়ন মিস্ত্রী। ওই একই স্থানে জাল পাতেন পরেশ হাওলাদার। এসময় পরেশ ওই তিনজনকে সেখানে জাল পাততে নিষেধ করেন। এতে তিনজন ক্ষিপ্ত হয়ে জেলে হাওলাদারকে মারধর করলে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো বোন মিতু জানান, বাকবিতন্ডা শুনে আমি ঘরের সামনে গেলে দেখি আমার চাচাতো ভাই পরেশ দৌড়ে বাড়ির ভিতরে এসে বলে আমাকে ধর ওরা আমাকে মেরে ফেলবে। এসময় তার পেছন দেখি নারয়ন ও সুব্রতা। নারয়নের হাতে তখন লাঠি ছিল।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান এ ঘটনায় দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।