পিরোজপুরে ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ২

পিরোজপুরের স্বরূপকাঠির উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে এ ঘটনায় গ্রেফতার দুই যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, শনিবার রাতে ধর্ষণের শিকার কিশোরীর পিতা বাদী হয়ে ৬ জনকে আসামি করে স্বরুপকাঠী থানায় মামলা দায়ের করে। ওই রাতেই পুলিশ এ ঘটনায় স্বরুপকাঠীর বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে গভীর রাতে দুই জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার স্বরুপকাঠী উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের নন্দুহার গ্রামের ফিরোজ ফকিরের ছেলে ফারদিন উজ্জল হোসেন (১৯) ও একই এলাকার কামাল হোসেনের ছেলে মকবুল হোসেন (২০)।

 

কিশোরীর পিতা জানান, স্বরূপকাঠির উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামে তার বুদ্ধি প্রতিবন্ধী ১৫ বছরের মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে প্রতিবেশি আসামীরা বিভিন্ন সময় ধর্ষণ করে। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। বর্তমানে মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা।
এ পর্যন্ত অভিযুক্ত ৬ জনের নাম জানা যায়।

এ বিষয়ে স্বরুপকাঠী থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, ‘অভিযোগ পেয়ে দুই জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।’

করোনা: পিরোজপুরে লকডাউন বাস্তবায়নে সিসি ক্যামেরার সাফল্য

পিরোজপুর শহরজুড়ে স্থাপন করা সিসি ক্যামেরা কাজে আসছে অপরাধ দমনে ও লকডাউন বাস্তবায়নে। বিভিন্ন ধরনের অপরাধ দমনে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের স্থাপন করা এসব সিসি ক্যামেরা কাজে আসছে বর্তমান সময়ে লকডাউন কার্যকরে। রাস্তার মোড়ে মোড়ে স্থাপন করা এসব সিসি ক্যামেরায় শহরের ব্যবসায়ীরা খুজে পাচ্ছেন নিরাপত্তা। পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষও।

জানা যায়, পিরোজপুর জেলা সদরের পুরো পৌর এলাকা জুড়ে এ বছরের জানুয়ারি মাসে সিসি টিভি স্থাপনের কাজ শুরু করে পিরোজপুর জেলা পুলিশ। পর্যায়ক্রমে সিসি টিভির আওতায় আনা হয় পুরো পৌর এলাকা। যার সুফল হিসেবে ২৪ ঘণ্টায় সরাসরি পুলিশি নজরদারিতে থাকছে বাসিন্দারা।

পিরোজপুর পৌরসভার মোট ১৫০টি স্পটে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অপরাধ দমনে স্থাপন করা এসব ক্যামেরা বর্তমান সময়ে করোনাভাইরাস রোধে সাধারণ মানুষকে ঘরে রাখেতে ও সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে সহায়ক হচ্ছে প্রশাসনের।

 

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, পিরোজপুর পৌরসভায় সিসি টিভি ক্যামেরা স্থাপনের ফলে চুরি ও অসামাজিক কার্যকলাপ, বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা কমছে। পর্যায়ক্রমে পুরো জেলাকে সিসি টিভির আওতায় আনারও পরিকল্পনা রয়েছে জেলা পুলিশের।

 

পিরোজপুরে করোনায় ৩ জনের মৃত্যু

পিরোজপুর: করোনা আক্রান্ত হয়ে পিরোজপুরে একদিনে তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) জেলার কাউখালী ও ভাণ্ডারিয়া উপজেলায় এ মৃত্যু হয়। এর মধ্যে কাউখালীতে দু’জন ও ভাণ্ডারিয়ায় একজন। মৃত দু’জন হলেন- কাউখালীর কুমিয়ান গ্রামে মো. নজরুল ইসলাম (৪০) ও একই উপজেলার কাঁঠালিয়া গ্রামের মো. নজরুল ইসলাম এবং ভাণ্ডারিয়ার ধাওয়া ইউনিয়নের
পশারীবনিয়া গ্রামের বৃদ্ধ সুখরঞ্জন (৮০)। এদের মধ্যে কুমিয়ান গ্রামের নজরুল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) কর্মচারী বলে জানা গেছে।

পিরোজপুর জেলা হাসপাতালের সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সকালে নজরুলের মৃত্যু হয়। এদিন দুপুরের দিকে একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নজরুল নামে আরেকজন মৃত্যুবরণ করেন। একই দিন সকালে করোনায় বৃদ্ধ সুখরঞ্জন অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিভিল সার্জন আরও জানান, সোমবার ১৮৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৮৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। করোনা আক্রান্তের তৃতীয় ধাপে
জেলায় মোট করোনা আক্রান্ত হিসেবে দুই হাজার ৪৯৯ জন শনাক্ত হয়েছেন।

পিরোজপুরে দুই দিনে করোনায় ৫ জনের মৃত্যু

পিরোজপুরে করোনায় আক্রান্ত হয়ে গত দুই দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। এ দুদিনে জেলায় করোনা পজেটিভ হয়েছে ১৩৬ জনের। গত ২৪ ঘণ্টায় পিরোজপুর জেলা হাসপাতালে ৪৫ জন এবং ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী ভর্তি রয়েছেন। জেলায় মোট সংক্রমণের হার ৫৫ শতাংশ। করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বাড়লেও আজ লকডাউনের দ্বিতীয় দিন চলছে অনেকটাই ঢিলেঢালাভাবে।

শুক্রবার সকাল থেকে শহরের বাজারগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। কেউন মানছেন না সামাজিক দূরত্ব। শুধু সদর উপজেলার বাজারই নয় প্রায় সব উপজেলার বাজারগুলোতে একই অবস্থা।

এদিকে লকডাউন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে রয়েছে।  সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইফসুফ জাকী জানান, গত ২৪ ঘণ্টায় ১০৪টি স্যাম্পল পরীক্ষা করে ৫৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালের ওয়ার্ডে ৩৩ জন এবং আইসোলেশনে ১২ জন রোগীসহ মোট ৪৫ জন রোগী ভর্তি আছেন।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, সকাল থেকেই জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার যৌথভাবে কাজ করে যাচ্ছে। সব দোকানপাট বন্ধ। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় থাকলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা চলমান।

পিরোজপুরে লকডাউন মানছে না কেউ, শনাক্তের হার ৩৫

পিরোজপুরে লকডাউন মানছে না কেউ। করোনা সংক্রমনের হার শতকরা ৩৫ শতাংশ হলেও শহরে বা কোথাও নেই সামাজিক দূরত্ব। মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে মোবাইল কোর্টে জরিমানা করলেও লকডাউনকে গুরুত্ব দিচ্ছে না কেউ।

করোনায় আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ২৪ জন এবং ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রোগী ভর্তি হয়েছে। গতকাল ইন্দুরকানীর চন্ডিপুরে করোনা পজেটিভ হয়ে সেকেন্দার হাওলাদার নামে একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জন আক্রান্ত হয়েছে।  জেলায় মোট আক্রান্তের হার ৩৫ শতাংশ।

সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইফসুফ জাকী জানান, গত ২৪ ঘণ্টায় ১৯৩ টি স্যাম্পল পরীক্ষা করে ৬৩ জনের পজেটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ওয়ার্ডে ২৪ জন রোগী ভর্তি আছে।

পিরোজপুরে করোনা পরিস্থিতির অবনতি, ৪ পৌর এলাকা লকডাউন

পিরোজপুরে আশঙ্কাজনকভাবে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫২ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় আগামী শনিবার (২৬ জুন) থেকে পিরোজপুর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও স্বরূপকাঠি পৌর এলাকায় লকডাউন দিতে যাচ্ছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউন চলাকালীন জনগণের চলাচল সীমিত রাখার লক্ষ্যে জরুরি সেবা বাদে অন্য সকল সেবা বন্ধ থাকবে। প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য এ লকডাউন ঘোষণা করা হবে।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকাল থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বাদে অন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া হোটেল রেস্তোরা খোলা থাকলেও তারা শুধুমাত্র প্যাকেটে করে খাবার বিক্রি করতে পারবেন।

উল্লেখ্য, জুন মাসে পিরোজপুরে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। গত এক মাসে ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে গত এক সপ্তাহে এ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আর ৩০৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া গতকাল পিরোজপুর জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে এক রোগী মারা গেছেন।

নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

নৌকা প্রতীকের বিপক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করায় দলীয় পদের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসকে। আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাজিরপুর সদর ইউনিয়ন থেকে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নৌকার বিপক্ষে নির্বাচন করছেন চঞ্চল।

এ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং পিরোজপুর জেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আকরাম হোসেন খান এর ছোট ভাই। এ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একজন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও একজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু এবং সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী এর যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে শুক্রবার চঞ্চল কান্তি কে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একই সাথে তাকে কেন তার পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তা আগামী ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে ওই চিঠিতে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী জানান, দলীয় প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বিষয়টি দলীয় শৃঙ্খলাবিরোধী হয়েছে। তাই তাকে নাজিরপুর উপজেলা যুবলীগের সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে চঞ্চল কান্তি বিশ্বাস জানান, আমি এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোন চিঠি পাইনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি। আমাকে সাধারণ সম্পাদকের কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে অব্যাহতি দেওয়া হয়নি।
তিনি আরও জানান, সারাদেশে নৌকার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা অংশ নিচ্ছে। এজন্য তিনিও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন।

নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে চঞ্চল উপজেলার সর্বত্র নিয়োগ বাণিজ্য এবং টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরণের অপকর্মের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এরপর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হওয়ার পরে একই ধরণের কার্যক্রম অব্যহত রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী খান এনায়েত করিমের নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা খান এনায়েত করিমের মঞ্জু মার্কেটে অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এতে কোনো হতাহত না হলেও বেশকিছু আসবাবপত্র পুড়ে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভান্ডারিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদের ভান্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি। তিনি ওই ইউনিয়নের চারবার নির্বাচিত চেয়ারম্যান।

নির্বাচনী রিটার্নিং অফিসার নাসির উদ্দিন খলিফা জানান, অফিস পোড়ানোর মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় খান এনায়েত করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

পিরোজপুরে ভেঙে গেছে বাঁধ, নিম্নাঞ্চল প্লাবিত

ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে পিরোজপুর সদর ও বিভিন্ন উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী, কাউখালীসহ প্রায় অধিকাংশ উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত থেকেই বৃষ্টির সাথে সাথে পানি বৃদ্ধি পেলে নদীর তীরবর্তী এলাকাগুলো তলিয়ে যায়। তবে মঠবাড়িয়ার মাঝেরচর, বড়মাছুয়া, সাপলেজা, ভান্ডারিয়ার তেলীখালী ইউনিয়নের অধিকাংশ এলাকাই প্লাবিত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে তৎপর ছিল প্রশাসন। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাঝের চরে মঙ্গলবার দুপুরে একটি বেড়িবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করছে।

এছাড়া ভরা পূর্নিমা ও জোয়ারের পানির প্রবল চাপে দুপুরে ইউনিয়ন পরিষদের নির্মিত বেড়ীবাঁধের দুটি পয়েন্ট সম্পূর্ন ভেসে গেছে। গত আম্পানের সময়ও এ বাঁধের প্রচুর ক্ষতি হয়। এছাড়া পিরোজপুর সদর উপজেলাসহ কয়েকটি উপজেলায় অতিরিক্ত পানিতে অনেক মাছের ঘের ভেসে গেছে।

 

পিরোজপুর বন্যা নিয়ন্ত্রন কন্ট্রোল রুম সূত্র আরও জানায়, বাঁধের আরও দুর্বল কিছু অংশে ফাটল দেখা দেওয়ায় বেরিবাঁধটি এখন হুমকির মুখে রয়েছে। জেলা কন্ট্রোল রুমের দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার (ডিআরও) মো. মোজাহারুল হক  জানান, বাঁধের দুটি অংশের অন্তত ৬০-৭০ ফুট বিধ্বস্ত হয়েছে। এছাড়া, প্রায় ১০-১২টি মৎস্য ঘের এবং বিভিন্ন ধরনের সবজির ফসল ভেসে গেছে। বাঁধ ভাঙ্গার খবর পেয়ে বেলা ২টার দিকে মঠবাড়িয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন তালুকদারসহ আরও কয়েকজন দুর্যোগ মাথায় নিয়ে বলেশ্বর নদী পার হয়ে মাঝের চরে পৌছেছেন।

পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় জেলার ৫৩টি ইউনিয়নে ১ কোটি ৩২ লাখ ৫৩ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে।

পিরোজপুরে পৌর কমিশনার আবুয়াল শিকদার গ্রেফতার

পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আবুয়াল শিকদার (৫০) ওরফে আবু শিকদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৩ মে) রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের (কুমারখালী) কাউন্সিলর।

থানা পুলিশ সূত্র জানান, তিনি একটি হামলা ও সহিংসতা মামলার প্রধান আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার কার হয়েছে। তিনি ওই ওয়ার্ডের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিল নির্বাচিত হন।

জানা গেছে, কাউন্সিলর আবুয়াল শিকদার ও তার ছেলে এম শিকদারের নেতৃত্বে আট/১০ জন গত ৩ মে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ শিকদারসহ তিন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করেন। এসময় হামলাকারীরা চারটি মোটরসাইকেল ভাঙচুর করেন। ওই হামলায় আহত হন শহরের সাপ্লাই মোড়ের তপন চন্দ্র শীলের ছেলে ছাত্রলীগ নেতা কৃষ্ণ চন্দ্র শীল (২৫)। আর এতে আহত ওই ছাত্রলীগ নেতার বাবা বাদী হয়ে ৫ মে থানায় একটি মামলা দায়ের করেন। কাউন্সিলর আবুয়াল শিকদারকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ মোট ১৬ জনকে মামলায় আসামি করা হয়েছে। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

তবে পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম শহি জানান, আবুয়ালকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দলের
সুনাম ক্ষুণ্ন হওয়ায় অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান মিলু ওই কাউন্সিলরকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলর আবুয়াল শিকদার ও তার ছেলে এম শিকদারের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। কয়েকদিন আগে একই এলাকায় দায়িত্বে থাকা তিন উপ-পরিদর্শকসহ (এসআই) সাত পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগেও একটি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে।