ওসির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মঠবাড়িয়ার জাপা নেতা: সংবাদ সম্মেলনে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সাধারন মানুষকে বিভিন্ন মামলায় জড়িয়ে তাদের গ্রেফতার করে আবার ছাড়িয়ে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ জন্য সাবেক বিএনপি নেতা ডাকাতি, চোরাকারবারী ও মাদকসহ একাধিক মামলার আসামী ছগির মেম্বার (সাবেক) এবং তুষখালীর চেয়ারম্যান শাহজাহান হাওলাদার মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদলের সাথে সখ্যতা গড়ে এ ধরনের অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সোমবার দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ অভিযোগ করেন ভুক্তভোগী উপজেলার তুষখালী গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম। তিনি তার জীবনের নিরাপত্তায় এখানে আসতে বাধ্য হয়েছেন বলে সাংবাদিকদের অবহিত করেন।

এ ব্যাপারে স্বরাস্ট্রমন্ত্রী, আইজিপি, বরিশাল ডিআইজি, পিরোজপুর জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি বলে জানান শফিকুল।

শফিকুল বলেন, আমার সাথে দ্বন্দ্ব শুরু হয় বলেশ্বর নদীতে সাধারন ছেলেদের কাছ থেকে ছগির মেম্বরের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে। চাঁদা উত্তোলন করে তা ওসি ও চেয়ারম্যানকে ভাগা দিতো। এতে বাধ সাধলে আমার বিরুদ্ধে শুরু হয় ষড়যন্ত্র। একইভাবে যারাই তাদের বিরুদ্ধাচারন করে তাদেরকেই গ্রেফতার করে টাকার বিনিময়ে ছেড়ে দিয়ে সাবধান করে দেয়া হয়।

গত ২১ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মঠবাড়ীয়া থানার এসআই পলাশ চন্দ্র রায় তুষখালী বাজার মমতাজ মার্কেটের সামনে ওসি থানায় যেতে সালাম জানিয়েছেন বলে জানান। না যেতে চাইলে এসআই পলাশ ক্ষিপ্ত হয়ে আমাকে গালাগাল করেন এবং গলা ধাক্কা দিয়ে থানার পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। থানায় নেওয়ার পরে ওসি বাদল এর সামনে হাজির করে। ওসি বলেন তোর নামে অনেক অভিযোগ। তুই এলাকার কাউকে মান্যগন্য কর না, এলাকার চেয়ারম্যানকে তোয়াক্কা কর না, ছগির মেম্বারের কথা শোন না।

এরপর ওসি ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিলে তোকে ছেড়ে দেব, আর কোন অভিযোগ থাকবে না। আমি বাড়ীতে মোবাইল করলে আমার স্ত্রী সালমা বেগম বাসা থেকে ১৫ হাজার টাকা নিয়ে থানায় আসে এবং আমার কাছে দেয়। সেই টাকা থেকে ওসিকে ৬ হাজার এবং এসআই পলাশ চন্দ্র রায়কে ৩ হাজার টাকা দেই। উক্ত টাকা পাওয়ার পর ওসি জানান তোকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছগির আসছে। উক্ত কথা বলতে না বলতেই ছগির ও ইউপি চেয়ারম্যান শাজাহানের ছেলে শামিম ওসির রুমে প্রবেশ করে।

ওসিকে আমি বলি আমাকে ধরিয়ে সে আবার আমাকে ছাড়াবে এটা কেমন বিষয়। এতে ক্ষিপ্ত হয়ে রাত ১১টার দিকে থানার ভিতরে ওসির সামনে আমাকে বেদম মারধর করে ছগির। মারধর শেষে রাত সাড়ে ১১টার দিকে থানা হাজতে রাখা হয় এবং ছগির মেম্বারের নির্দেশে ছোট মাছুয়া নিবাসী তাসলিমা বেগমকে বাদী করে মারামারির মিথ্যা মামলায় পরের দিন কোর্টে প্রেরণ করা হয়। ওই মামলায় ২০দিন জেল খেটে বর্তমানে জামিনে রয়েছি। এরপরও ওসিসহ ওই তিনজন আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তাদের হয়রানিতে আমি দিশেহারা হয়ে পড়েছি।

তিনি বলেন, তুষখালী ইউপি চেয়ারম্যান শাজাহান আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের অন্যতম সদস্য। ২০০৭ সালে সে বঙ্গোপসাগর হয়ে সুন্দরবনের উপকুলীয় এলাকায় ভারত থেকে আনা ৫ কোটি টাকার ভারতীয় কাপড়সহ কোষ্টগার্ডের হাতে ধরা পরে জেল খেটে আবার জামিনে বের হয়।

ছগির মেম্বার ও শামিম মঠবাড়ীয়া থানার কুখ্যাত ডাকাত ও চোরা কারবারী। ছগির মেম্বারের বিরুদ্ধে মঠবাড়ীয়া থানায় ৪টি মামলা রয়েছে। এছাড়াও পিরোজপুর সদর থানায় মামলা রয়েছে। ঢাকা মতিঝিল থানায় তার নামে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে ১টি মামলা রয়েছে। যা ডিবি পূর্ব বিভাগ ডিএমপি তদন্তাধীন আছে। তার বিরুদ্ধে বন নিধন আইনে একাধিক মামলা রয়েছে।

ছগির মঠবাড়ীয়া উপজেলা বিএনপির সাবেক সমাজকল্যান বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আওয়ামীলীগ নেতাদের সাথে সখ্যতা গড়ে আওয়ামীলীগ নেতা বনে যান।

তারা আমিসহ (শফিকুল) সাধারন মানুষকে হয়রানি করে আসছে। তাদের থানায় ধরে নিয়ে যায়। আবার ছগির গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে। এভাবে চলছে ওসি নুুরুল ইসলামের সাথে একাধিক মামলার আসামীদের অনৈতিক কর্মকান্ড। আমি ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে সোচ্চার থাকায় আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে ওসিসহ তার মদদদাতারা। যে কোন সময় আমাকে হত্যা করে গুম করা হতে পারে বলে আশংকা করছেন তিনি।

এ ব্যাপারে মঠবাড়িয়ায় থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, ঘুষ চাওয়ার বিষয়টি সঠিক নয়। অভিযোগকারী শফিকুল ইসলামের সাথে থানায় বসে ছগির মেম্বারের সমঝোতার এক পর্যায়ে ছগির মেম্বার মারতে উদ্ধত হলে তাকে আমি নির্বৃত্ত করেছি। এর বেশী কিছু আমার জানা নেই।

নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরূপ মিস্ত্রী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নাজিরপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র অরূপ মিস্ত্রী।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের বন্দর সংলগ্ন বেকারী মোড় এলাকার মৃত ইন্দু ভুষন মিস্ত্রীর ছেলে অরূপ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ ঘরের বৈদ্যুতিক পাখায় সংযোগ দেবার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় অরূপ মিস্ত্রী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় জানায়, মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো অরূপ মিস্ত্রীকে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আশ্রাফুজ্জামান জানান, পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুরে নিখোঁজের ৪ মাস পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ১

পিরোজপুরের ইন্দুরকানীতে নিখোঁজের প্রায় ৪ মাস পর দরিদ্র এক ভ্যানচালকের কিশোরী মেয়েকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়েরের পর স্থানীয় আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জিল্লুর রহমান ওরফে শান্তি জোমাদ্দার (৫২) উপজেলার চরনী পত্তাশী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং ২ নম্বর পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। বুধবার ভোররাতে শান্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ওই কিশোরীর বাড়ির পাশে একটি মাছের ঘের রয়েছে শান্তির। সেই সূত্রে মাছের ঘেরে যাওয়ার পর প্রায়ই ওই কিশোরীকে নানাভাবে উত্যক্ত করতেন তিনি।

এসময় ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতেন তিনি। তবে বিষয়টি জানার পর শান্তির সাথে যোগাযোগ করলে ওই তরুণীর বাবাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। পরে বাধ্য হয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই ওই কিশোরীকে বিয়ে দিয়ে দেয় তার পরিবার। এতে ক্ষিপ্ত হন শান্তি। বিয়ের কিছুদিন পর বাবার বাড়িতে আসেন ওই কিশোরী।

পরে একা শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার সময় বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে অন্য এক যুবকের সহায়তায় গত ১৬ এপ্রিল তাকে মোটরসাইকেল করে তুলে নিয়ে যায়। পরে ওই কিশোরীর বাবা গত ১৩ আগস্ট ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ওই কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে ইন্দুরকানীতে নিয়ে আসে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ভুক্তভোগীর বাবা থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করেছে। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শান্তিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং আর্থিক সহায়তার প্রদান

পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে সম্মাননা ও চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা পরিষদের প্রদান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী ও ফজলুল হক সেন্টু, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী। অনুষ্ঠানে ১০০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

পিরোজপুরে বাসায় ঢুকে নারী চিকিৎসককে মারধর, গ্রেফতার ২

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসকদের সরকারি বাসভবনে নারী চিকিৎসকের ফ্ল্যাটে ডাকাতি ও তাকে মারধর করার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল, ২টি হেস্কো ব্লেড, ৩ হাজার টাকা, ৪৬টি বিভিন্ন কোম্পানির সিম ও ২৫টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে চিকিৎসক সানজিদা আজাদ শিখার বাসা থেকে নেওয়া দুটি মোবাইল ও নগদ তিন হাজার টাকা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-খুলনা জেলার মাওলার বাড়ি মোড় পশ্চিম টুটপাড়া গ্রামের আব্দুর রহমান পেয়াদার ছেলে মো. আবু হানিফ (৩৫) ও বরগুনা জেলার আঙ্গারপাড়া গ্রামের মৃত আমির চৌকিদারের ছেলে মো. আব্দুল করিম মোল্লা (২৫)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, চিকিৎসকের বাসায় দস্যুতার ঘটনায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় আসামি আবু হানিফকে খুলনা জেলার টুটপাড়া এলাকা থেকে ১৬ আগস্ট গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য থেকে আব্দুল করিমকে বরগুনা জেলার আঙ্গারখালী গ্রামের চান্দুখালী বাজার থেকে ১৭ আগস্ট গ্রেফতার করা হয়। তাদের নামে ডাকাতি, খুন ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার কথা স্বীকার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। উল্লেখ্য, বুধবার রাতে জেলা হাসপাতালে চিকিৎসকদের সরকারি বাসভবনের একটি ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে বাসায় ঢোকে দুর্বৃত্তরা। পরে তারা বাসায় থাকা চিকিৎসক সানজিদা আজাদ শিখাকে মারধর করে আহত করেন এবং নগদ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যান। এ ঘটনায় ওইদিন পিরোজপুর সদর থানায় একটি মামলা করা হয়।

পিরোজপুরে অফিস সহকারীর হাতে অধ্যক্ষ লাঞ্ছিত, জাতীয় মানবাধিকার সমিতির গভীর উদ্বেগ

পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন ওই কলেজেরই অফিস সহকারী। এই ঘটনার সিসিটিভি ফুটেজ গত ১৭ আগস্ট, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ওই অফিস সহকারীর নাম ফরিদা ইয়াসমিন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল অফিস সহকারী ফরিদার কক্ষে প্রবেশের কিছুক্ষণ পর তিনি জুতা দিয়ে অধ্যক্ষকে আঘাত করেন। সেসময় সেখানে উপস্থিত শিক্ষার্থীরা অধ্যক্ষকে ঘটনাস্থল থেকে বাইরে নিয়ে যায়। এই ঘটনায় গভীর উদ্বেগ, উৎকন্ঠা ও ক্ষোভ প্রকাশ করে ১৮ আগস্ট, বুধবার ২০২১ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, এই ঘটনায় সুষ্ঠু বিচার না হলে, শিক্ষক সমাজ সহ আমাদের সকলের জন্যই তা অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক হবে।

অবিলম্বে, অফিস সহকারী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে তদন্ত করে যদি ঘটনা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য শিক্ষামন্ত্রী ও সচিবের প্রতি নেতৃবৃন্দ আহবান জানান। ঘটনার বিবরণীতে আরো জানা যায়, বর্তমানে ওই অধ্যক্ষ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন, কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. ফেরদৌস ইসলাম। এ ঘটনায় ১৮ ই আগস্ট, ২০২১ মঠবাড়িয়া থানায় একটি মামলা হয়েছে,মামলার ধারা (৩২৩,৩৭৯, ৫০৬)।মামলার বিষয়টি ডিউটি অফিসার এস আই জাহিদ নিশ্চিত করেছেন। এ বিষয়ে গনমাধ্যম থেকে জানতে চাইলে তিনি ও অন্যান্যরা বলেন, ‘স্থানীয়ভাবে প্রভাবশালী ফরিদা ইয়াসমিন কলেজের কোনো নিয়ম কানুন মানেন না। এমনকি জাতীয় শোক দিবসের অনুষ্ঠানেও অংশ নেননি ফরিদা। গতকাল সকালে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্যে শিক্ষার্থীরা কলেজে আসে। সে সময় অ্যাসাইনমেন্ট জমাদানকারী শিক্ষার্থীদের নামগুলো রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ করার জন্যে ফরিদাকে বলেছিলাম।

তবে, তিনি আমার কথার কোনো গুরুত্ব না দেওয়ায় ১৭ আগস্ট রেজিস্ট্রার খাতা নিয়ে ফরিদার কক্ষে যাই এবং শিক্ষার্থীদের নাম না তোলার বিষয় জানতে চাই। এতে ক্ষিপ্ত হয়ে সেখানে উপস্থিত শিক্ষার্থীদের সামনেই ফরিদা জুতা দিয়ে আমাকে মারতে শুরু করেন। এরপর সেখানে উপস্থিত শিক্ষার্থীরা আমাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে।’ এ ঘটনায় ফরিদা ইয়াসমিনকে একমাত্র আসামী করে তিনি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফরিদা ইয়াসমিন বলেন, ‘কলেজের অধ্যক্ষ বিভিন্ন সময় আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন, মানসিকভাবে নির্যাতন, অপমান করেছেন। গতকালও আমার সঙ্গে একই আচরণ করা হয়েছিল। পরে আমি তাকে মারতে উদ্যত হয়েছিলাম। কিন্তু, মারিনি।’ কিন্তু, সিসিটিভির ফুটেজে অধ্যক্ষকে আঘাত করতে দেখা গেছে? জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমি তাকে মারিনি। মারতে উদ্যত হয়েছিলাম।’ কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশরাফুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা তাৎক্ষণিক বৈঠক করেছি।

এ ঘটনার তদন্তে কমিটি করা হবে। কমিটির প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির আহমেদ বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আজিজি জানান, এ ধরনের ঘটনা শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক জানান, ঘটনাটি জঘন্যতম অপরাধ। শিক্ষক নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ধানিসাফা এলাকার আলম বেপারীর স্ত্রী। জুতাপেটার ভিডিও ভাইরাল হওয়ায় কলেজ শিক্ষক নেতাদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাফা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী নুরুন্নাহার প্রত্যক্ষদর্শী হিসেবে বলেন, প্রিন্সিপাল স্যার এসাইনমেন্ট জমা দেওয়া শিক্ষার্থীদের নাম রেজিস্ট্রার খাতায় এন্ট্রি করতে বলেন। কিন্তু অফিস সহকারী ম্যাম এতে অপরাগতা প্রকাশ করে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পায়ের জুতা খুলে স্যারকে পিটানো শুরু করেন। আমরা স্যারকে উদ্ধার করি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এজাহার ভুক্ত আসামী ফরিদা ইয়াসমিনকে গ্রেফতার করার জন্য মানবাধিকার সমিতির পক্ষ থেকে জোর দাবি জানান।

পিরোজপুরে গণটিকা কার্যক্রম শুরু

পিরোজপুরের ৭টি উপজেলার ৫২ টি ইউনিয়নে একযোগে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইদুর রহমান, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক।

সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী জানায়, পিরোজপুর জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভার সর্বমোট ৫২টি ইউনিয়ন ও ১৮টি ওয়ার্ডের ১৫৬টি টিকা কেন্দ্রে ৩৪ হাজার ৮০০ জন বৃদ্ধ, প্রতিবন্ধী, নারী ও পুরুষকে এ কার্যক্রমের আওতায় এনে এ টিকা প্রদান শুরু হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১২৭৪৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জনের। একই সময়ে করোনায় মারা গেছেন ২৬৪ জন। যা একদিনে করোনায় সর্বোচ্চ ‍মৃত্যু।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জন। এছাড়া দেশেও মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন। একই সময়ে ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ।

পিরোজপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পানিতে ডুবে নাজমুল ও সুরাইয়া নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন (৭) ও সুরাইয়া আক্তার (৯) উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সরোয়ার হোসেনের সন্তান।

স্থানীয়রা জানান, পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নিজেদের বাড়ির উঠানে দুপুরে নাজমুল ও সুরাইয়া খেলাধূলা করছিল। পরে পরিবারের সকলের অগোচরে নাজমুল ও সুরাইয়া বাড়ির পুকুরে পরে যায়। অনেক সময় দুই ভাই-বোনকে না দেখতে পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পড়ে বাড়ির পুকুর থেকে তাদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দু‘জনকেই মৃত ঘোষণা করে।
ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৈয়বুর রহমান জানান, নাজমুল ও সুরাইয়া নামের দুই ভাই-বোনের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। ইন্দুরকানী থানার ওসি হূমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তিনি যাচ্ছেন।

করোনায় আক্রান্ত পিরোজপুরের জেলা প্রশাসক

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেএক পোস্টের মাধ্যমে জেলা প্রশাসক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২-৩ দিন যাবৎ সর্দি-জ্বরে ভুগছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। পরে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে আজ শুক্রবার সকালে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। তবে বর্তমানে সুস্থ আছেন বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।