পিরোজপুরে আরো ছয়জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৫

পিরোজপুরে একদিনে আরো ছয়জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি, মরিচাল ও শারিকতলা ইউনিয়নের এবং অপরজন জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালি ইউনিয়নে। এ নিয়ে পিরোজপুর জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৫ জনে।

মঙ্গলবার রাতে নতুন করে ছয়জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার কথা নিশ্চিত করেন পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি।

এদিকে গভীর রাতেই আক্রান্তদের বাড়িসহ আশেপাশের বাড়িগুলো লকডাউনের ব্যবস্থা করে প্রশাসন। এ ছাড়াও আক্রান্ত ব্যক্তি ও তার প্রতিবেশীদের এই অবস্থায় করণীয় সম্পর্কে অবগত করার পাশাপাশি তাদের মানবিক খাদ্য সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়।

ভান্ডারিয়া ও কাউখালীর ব্যাংক গ্রাহক পর্যায়ে মানা হচ্ছে না সমাজিক দুরত্ব!

ভান্ডারিয়া ও কাউখালী (পিরোজপুর):
আঞ্চলিক সংবাদ দাতা করোনা ভাইরাস সংক্রমণের কারনে সবএ ই বিভিন্ন দপ্তর ও সরকারি বে সরকারি সংস্থা গুলো গন মানুষ কে সচেতনতা মূলক বিভিন্ন প্রচার পএ বিলি সহ মাইকিং করে, সবএ যার যার অবস্থান থেকে বিরতি হীন ভাবে কাজ করে চলছে ইতি মধ্যে গতকাল করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত সংক্রমনের রেকর্ড ভয়ংকর রুপধারন করছে!

ইতিমধ্যে ই সর্তকতা আরো যোরদার করতে বলা হচ্ছে, অন্য দিকে কিছু ব্যাংক গুলো মানছেনা সমাজিক দুরত্ব ও শারিরীক দুরত্ব, কাউখালী উপজেলা শাখা সোনালী ব্যাংক লিঃ এর বর্হি ভাগে দেখা গেল অদ্ভুত দৃশ্য, শতাধিক গ্রাহক তারা যে যার মতো করে দাড়িয়ে থাকতে দেখা গেছে! ভান্ডারিয়া বাংলাদেশ ইসলামি ব্যাংক লিঃ এর ভান্ডারিয়া উপজেলা শাখার বাহিরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যারতার খেয়াল খুশী মতো। বিভিন্ন কাপরের দোকানেও একই পরিস্থিতি বিরাজ করছে।

কাউখালি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার বিরামবিহীন গতিতে হ্যান্ডমাইক নিয়ে দিবারাত্র ছুটে বেড়াচ্ছেন, মানুষের দারে দারে, কে শুনে কার কথা, ভান্ডারিয়ার উপজেলার নির্বাহী অফিসার ও সবএ ছুটে বেড়াচ্ছেন মানুষকে সচেতন করতে! মানুষ যদি তার নিজের নিরাপত্তার বিষয়টি না বুজেন তাহলে সকল পরিশ্রম ই হবে পন্ডশ্রম।

মঠবাড়িয়ায় ঢাবি শিক্ষার্থীসহ ৩ জন করোনা আক্রান্ত

প্রাণঘাতী কোভিড-১৯ করোনা দূর্যোগকালীন সময়ে দীর্ঘ দেড়মাস বেকার হয়ে পড়া বরিশাল নগরীর চড়কাউয়া খেয়াঘাটের মাঝি মাল্লা সমিতির ১শত ৫ জন সদস্যদের মাঝে চাল,ডাল,তেল আলু ও পেয়াজ খাদ্য সামগ্রী বিতরন করেন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর মানবাধিকার কমিশন ।

আজ রবিবার দুপরে নগরীর লঞ্চঘাটস্থ চড়কাউয়া খেয়াঘাট এলাকায় বসে এসকল খাদ্য সামগ্রী উপহার মাঝি মাল্লা সমিতির সদস্যদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান,বরিশাল বাংলাদেশ বরিশাল জেলা মানবাধিকার কমিশন সভাপতি মাহমুদুল হাসান খান মামুন, সাধারন সম্পাদক কাজী আল-মামুন, মহানগর সভাপতি আবু মাসুম ফয়সাল ও সাধারন সম্পাদক জাহাঙ্গির হাওলাদার মিন্টু,আঞ্চলিক কমিটির সভাপতি জে এইচ সুমন ও সমাপাদক মোঃ শামীম তালুকদার প্রমুখ।

এসময় জেলা সভাপতি মাহমুদুল হাসান খান মামুন বলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই আমরা এপর্যন্ত বেকার অসহায় ও কর্মহীন হয়ে পড়া প্রায় তেরশত মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছি।

আমাদের এই দূর্যোগ থাকাকালীন সময়ে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ।

পিরোজপুরে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৭

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরে নতুন করে আরও ছয়জন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। আক্রান্তের মধ্যে একি পরিবারের ৫ জন পুরুষ ১ জন মহিলা রয়েছে । এ নিয়ে পিরোজপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।

আক্রান্তরা পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে একি পরিবারের বাবা(৫০), ছেলে(২০) ও একি ইউনিয়নের এক যুবক (৩৩)। অন্যদিকে ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের আতরখালি গ্রামের একি পরিবারের স্বামী (৫০), স্ত্রী(৪০) ও ছেলে(২৪) বলে জানিয়েছেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি। শুক্রবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কভিড-১৯ পরীক্ষার ল্যাব থেকে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, গতকাল বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছিল । আজ রাতে তাদের রিপোর্ট আসে যা করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ। পরে রাতেই সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারীসহ স্থানীয় প্রশাসন ও ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম ও স্থানীয় প্রশাসন ওই এলাকায় গিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছেন।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে করোনা ভাইরাস কোভিড- ১৯ আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।

অন্যদিকে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস. এম. মাকসুদুর রহমান বলেন, উপজেলার ইকরি ইউনিয়নের আতরখালি গ্রামের একি পরিবারের ৩ জন সনাক্ত হয়েছে । তাদের বাড়ি রাতেই লকডাউন ঘোষনা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৪ মে পর্যন্ত পিরোজপুর জেলায় মোট আক্রান্ত ছিল ১১ জন।

ভান্ডারিয়ায় সাংবাদিকদের জন্য উপজেলা চেয়ারম্যান এর মহানুভবতা

 ভান্ডারিয়া(পিরোজপুর)সংবাদ দাতা:
বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ তীব্রতার মধ্যে ও গণমাধ্যম কর্মিদের কোন বিশ্রাম, কিন্তু তাদের খবর নেবার কেউ যেন নেই, সাংবাদিক গন সারা জীবন অন্যের সাহায্যে জীবন বাজিরেখে সকাল বিকাল ডাক হরকরার ন্যায় বিরামহীন গতিতে এগিয়ে চলে দেশ সমাজ ও জাতীয় সংকট ময় মূহুর্তে! বিশেষ করে মোফাস্বল সাংবাদিক দের যেন নাই কোন অভিভাবক! এর ই মধ্যে মানবিক সাহায্যের জন্য এগিয়ে এলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।

তিনি ভান্ডারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পিরোজপুর থেকে প্রকাশিত দৈনিক পিরোজপুর কণ্ঠের প্রকাশক। ভান্ডারিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। দৈনিক যুগান্তরের ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি ও এটিএন বাংলার চ্যনেল এর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মিলন তার অর্থ সহায়তার বিষয়টি নিশ্চিত করে বলেন সম্পূর্ণ মানবিক সাহায্য হিসেবে সংবাদপত্রে সাথে যুক্ত সদস্য দের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন।

জনাব মিলন জানান, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম বর্তমান পরিস্থিতিতে সাংবাদিক ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট দের দুই1 লাখ টাকা সহায়তা প্রদান, ইতিপূর্বেও তিনি প্রেসক্লাবের স্হাপনা নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছিলেন। উপজেলা প্রেসক্লাবের ৩১ জন সদস্য এর বাহিরে আরও ৪ জন সদস্য ও ৪ জন সংবাদপত্র সেবীর মধ্যে অর্থ সহায়তা প্রদান করেন। উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক অবজারভার ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি রিয়াজমাহমুদ মিঠু বলেন বতর্মান করোনা পরিস্থিতিতে সকল সাংবাদিক সচ্ছল না।

তাই তার এ মহৎ উদোগ কে সাংবাদিক সমাজ সাধুবাদ জানিয়েছেন। প্রসক্লাবের সভাপতি মহোদয় যা করছেন এটা সম্পূর্ণ মানবিক সহায়তা।

কাউখালীতে ১০ হাজার পরিবারকে ইফতার সামগ্রী পাঠালেন উপজেলা চেয়ারম্যান

কাউখালী (পিরোজপুর) সংবাদ দাতা:
১০ হাজার রোজাদার পরিবারের মধ্যে কাউখালী উপজেলা চেয়ারম্যানের ইফতার সামগ্রী বিতরণ পিরোজপুর জেলার কাউখালী উপজেলার করোনা প্রদুর্ভাবের কারনে নিম্নবিত্ত ও কর্ম হীন রোজাদারদের কষ্ট ও বেদনার সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন! জাতীয় পার্টি (জেপি)কাউখালী উপজেলার সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ মিয়া মনু লক ডাউনে গৃহ বন্দি মানুষের জন্য নিজের ব্যক্তিগত তহফিল থেকে প্রায় ১০ হাজার মুসলিম পরিবার কে ছোলা,মুড়ি,চিনি,চিড়া,খেজুর ও ট্যাংক সহ ইফতার সামগ্রী বস্তা বন্দি করে নিজ দায়িত্বে পাঠিয়ে দিচ্ছেন।

বিভিন্ন গ্রামে গ্রামে, মুঠো ফোনে অাবু সাঈদ মিয়া বলেন বতর্মান পরিস্হিতির কারনে কর্মহীন মানুষের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যাতে তারা নির্বিগ্নে রোজা রেখে ইফতার করতে পারে, তিনি আরো বলেন এটি কোন অনুগ্রহ বা অনুকম্পা না, উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বোধ মনে করি! আল্লাহ পাক আমাকে ১০ হাজার রোজাদার পরিবারের মধ্যে কাউখালী উপজেলা চেয়ারম্যানের ইফতার সামগ্রী বিতরণমানতদার হিসেবে দায়িত্ব দিয়েছেন সেটি পালন করতে চেষ্টা করি!

৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার ৪ টি ইউনিয়নের ইফতার সামগ্রী বিতরণ ইতিমধ্যে শেষ করে সর্বশেষ আজ ১ নং সয়না রঘুনাথ ইউনিয়ন এর রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন, এ সময় স্বাগতিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিসেস এলিজা সাঈদ উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন। তিনি ইতিপূর্বেও তিনি ব্যক্তিগত তহফিল থেকে করোনা ভাইরাস সংক্রমণের কারনে লকডাউনে থাকা ১৫ হাজার পরিবারে র জন্য খাদ্য সহায়তা প্রদান করছেন।

পিরোজপুরে ডিসির হাতে মাটির ব্যাংকের টাকা তুলে দিল ৫ শিশু

করোনা প্রাদুর্ভাবে অসহায় মানুষের কষ্ট-দুর্দশার কথা চিন্তা করে মাটির ব্যাংকে নিজেদের সঞ্চিত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলো পিরোজপুরের পাঁচ শিশু শিক্ষার্থী। জেলা প্রশাসক ছোট্ট সোনামনিদের এ ধরনের মহানুভবতা দেখে আবেগ-আপ্লুত হন।

পৌরসভার হুলারহাট মরিচাল গ্রামের মিনা শিশু নিকেতনের পাঁচ থেকে সাত বছরের ওই পাঁচ শিশু মাটির ব্যাংকে জমানো ১ হাজার, ৪২২ টাকার এই অর্থ সোমবার জেলা প্রশাসকের হাতে তুলে দিল।

এসব শিশুরা হল মাশরাফি ইমরান আরিয়ান, বুশরা আক্তার, রেজভি হোসেন, সিনথিয়া ইসলাম ও শামীম মিনা।

করোনা দুর্গতদের প্রতি শিশুদের এই ভালবাসা মহানুভবতা ও সহানুভূতি প্রশংসা জুড়িয়েছে পুরো জেলা শহরে।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, এদের কাছ থেকে সমাজের প্রতিটি মানুষের শিক্ষা নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এখন। এই দুঃসময় শিশুরাও যে অসহায়দের পাশে এসে দাড়াতে পারে তা আজ এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকল।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মাজেদ বলেন, শিশুদের জমানো অর্থের সঙ্গে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আরও ১৪ হাজার ১০০ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দান করেছেন। যা শিশুদের এই মহানুভবতাকে অনুপ্রেরণা যোগাবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় মাছ বোঝাই নছিমন ও মোটরসাইকেল সংঘর্ষে আহাদ শরীফ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় কাওসার (১৮) নামে এক যুবক গুরুতর আহত হন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের সাফা ডিগ্রি কলেজের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ শরীফ উপজেলার ধানীসাফা ইউনিয়নের আমরবুনিয়া গ্রামের মো. কালাম শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আহাদ শরীফ তার ভাগ্নেকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত মোটরসাইকেলযোগে আমরবুনিয়া থেকে স্থানীয় সাফা বাজারে যাচ্ছিলেন। এ সময় মঠবাড়িয়া-চরখালী সড়কের সাফা ডিগ্রি কলেজের কছে সড়কের মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই একটি তিন চাকার নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আহাদ শরীফের মৃত্যু ঘটে। এ সময় ভাগ্নে কাওসার গুরুতর আহত হন। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল নিহত আহাদ শরীফের লাশ ও আহত কাওসারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত কাওসারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান মিলু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা কমপ্লেক্স থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য পিরোজপুর পুলিশ সুপারের মহানুভবতা

তানভীর আহমেদ, ভান্ডারিয়া:
বর্তমান করোনা ভাইরাসের প্রর্দুভাবের কারনে সীমিত বেতনে চাকুরী করা পিরোজপুরের মসজিদে কর্মরত ইমাম ও মুয়াজ্জিনদের বেতন ভাতা বন্ধ থাকায় পিরোজপুরে অসহায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন! পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

আজ শনিবার সকালে শহরের সি-অফিস মোড়ে মসজিদের ৫০জন ইমাম ও মুয়াজ্জিনদের হাতে নগত অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন, পরে ইমাম মুয়াজ্জিন গন দেশের বতর্মান পরিস্থিতির উত্তরন কামনা করে দোয়া মোনাজাত করেন,করোনা ভাইরাস সংক্রমণের কারনে ইমাম মুয়াজ্জিন দের জন্য মানবতার হাত বাড়িয়ে দেওয়ায় সুধী সমাজ এর প্রশংসা কুড়িয়েছেন পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল স্কুল।

কাউখালী আত্মসমর্পনকারী মাদকাসক্তদের জন্য ওসির ব্যাতিক্রমধর্মী উদ্যোগ

কাউখালী ( পিরোজপুর )সংবাদ দাতা :

পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় আত্মসমর্পনকারী মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদেরকে
ওসি’র তার নিজেস্ব উদ্যোগে সংক্রমনরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে কাউখালী তেশুক্রবার বিকালে থানা সম্মুখে উপজেলার বিভিন্ন সময়ে ১৪ জন আত্মসমর্পনকারী মাদকাসক্ত মাদক ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী
উপহার হিসেবে বিতরণ করেন কাউখালী থানার অফিসার ইনচার্জ
(ওসি) মোঃ নজরুল ইসলাম। তিনি আত্মসমর্পনকারীদের ধন্যবাদ দেন,এবং পরবর্তিতে যেন মাদক ব্যবসায় কিংবা সেবনে জড়িত না হওয়ার আহবান জানান।তাদের কে সংশোধন করে সমাজের মূলস্রোতে আসতে এই পুলিশ কর্মকর্তার ভূমিকাকে অনেকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন।