ডা. মুরাদের বিরুদ্ধে পিরোজপুরে মামলার আবেদন খারিজ

পিরোজপুরে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করা হয়েছে। রবিবার মামলাটি শুনানির পর খারিজ করে দিয়েছেন আদালত। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুরের সভাপতি মো. আবুল কালাম আকন এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর ডা. মুরাদ হাসান তার ভেরিফায়েড ফেসবুকে জিয়া পরিবার ও জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী ও মর্যাদাহানীকর ভাষা ব্যবহার করেন। এই অবমাননাকর বক্তব্য ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।

জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমানকে সামাজিক ও ব্যক্তিগতভাবে অপমান-অপদস্থ করার জন্য উক্ত ভিডিওটি প্রকাশ ও প্রচার করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। এ ঘটনাটি আইনত শাস্তিযোগ্য অপরাধ বলে পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-১ আদালতে রবিবার দুপুরের দিকে মামলা দায়ের করা হয়।

বড় ভাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ছোট ভাইর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক।।
বড় ভাইয়ের জমি দখলের পায়তারা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে ছোট ভাইর বিরুদ্ধে ।

গত ১২ ডিসেম্বর পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের নাঙ্গরাভাঙ্গা এলাকার বাসিন্দা মৃত আজিজ হাওলাদারের বড় ছেলে ইব্রাহিম হাওলাদার (৪৫) তাঁর ছোট ভাইর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন ,আমার ছোট ভাই রফিক হাওলাদার (৩০) আমার জমি জমা দখলের পায়তারাসহ বিভিন্ন ভয়ভীতি হুমকি দিয়ে আসছে । তার কারণে আমি বাড়ীতে শান্তিতে বসবাস করতে পারছি না । গত ১১ ডিসেম্বর দুপুর দেড়টায় আমার বসত বাড়ীর দরজায় তিনি জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে । তখন আমি প্রতিবাদ করলে আমার উপর ক্ষিপ্ত হয়ে দা লাঠীসোটা নিয়া মারপিট করতে উদ্যত হয় । আমার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন আসলে তখন আমি রক্ষা পাই । আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে ও বিভিন্নভাবে হুমকি দিচ্ছে ।

এবিষয়ে অভিযুক্ত রফিক হাওলাদারকে একাধিক বার ফোনদিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

পিরোজপুরে ছুটির দিনে ইসলামী ব্যাংকে আগুন

পিরোজপুর শহরে ইসলামী ব্যাংকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। চলন্ত জেনারেটর থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।

আজ শনিবার দুপুর সোয়া একটার দিকে শহরের প্রাণকেন্দ্র জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে জেনারেটরটি ক্ষতিগ্রস্থ হওয়া ছাড়া বড় ধরণের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

শনিবার সারাদিন বৈদ্যুতিক কাজের জন্য সকাল থেকেই পিরোজপুরে বিদ্যুত সরবরাহ বন্ধ থাকলেও, জেনারেটর দিয়ে ইসলামী ব্যাংকের ওই শাখায় কাজ করছিলেন ব্যাংকের ব্যবস্থাপক মজিবুর রহমান সহ কয়েকজন কর্মকর্তা।

শাখা ব্যবস্থাপক মোঃ মজিবুর রহমান জানান, এ সময় জেনারেটর কক্ষ থেকে হঠাৎ করে আগুন বের হলে তাৎক্ষণিকভাবে ফায়ার এক্সটিংগুইশার ও বালু দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা।

তিনি আরও জানান, আগুনের সুত্রপাত কোথা থেকে তা এখনও জানা যায় নি। তবে জেনারেটর নষ্ট হওয়া ছাড়া আর তেমন ক্নে ক্ষয়ক্ষতি হয় নি।

পরবর্তীতে পিরোজপুর ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে যে কক্ষে জেনারেটরটি রাখা হয়েছিল এর সাথেই রয়েছে রান্নাঘর এবং জায়গাটি খুবই সংকীর্ণ তাই আগুন নেভাতে একটু বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের লোকদের।

ফায়ার স্টেশনের সাব অফিসার মোঃ আব্দুল মোতালেব বলেন, ‘জায়গাটি সংকীর্ণ থাকায় আমরা বাহির থেকে আগুন নেভানোর চেষ্টা করি। এ কারণে আগুন নেভাতে দেরি হয়েছে’।

পিরোজপুরে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় মামলা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নিখোঁজের ৫ দিন পর হা-পা বিচ্ছিন্ন অবস্থায় এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। নিহত লাবনী আক্তারের (৫) মা সোনিয়া বেগম বাদী হয়ে শনিবার ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার ১২ বছরের এক কিশোরকে পুলিশি হেফাজতে নিয়েছে বলে জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ূন কবির জানান, লাশ উদ্ধারের ঘটনায় ভিকটিমের মা সোনিয়া বেগম অজ্ঞতদের নামে একটি অভিযোগ দেয়। তার অভিযোগে আমরা একটি হত্যা মামলা রজু করি। আমরা এ ঘটনার রহস্য উদঘটনে চেষ্টা করছি। পুলিশের একটি টিম এ বিষয়ে ২৪ ঘণ্টা কাজ করছে। প্রকৃত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পুলিশ ঘটনাটি দেখছে। আজ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার। এ বিষয়ে তথ্য পাওয়ার জন্য এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

 

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর কালাইয়া গ্রামের শহিদুল ইসলাম মৃধার নাতনী লাবনী আক্তার খেলতে গিয়ে নিখোঁজ হয়। ঘটনার ৫ দিন পর শুক্রবার সকালে কালাইয়া গ্রামের নুরুল ইসলামের সুপরি বাগান থেকে শিশুটির হাতের কব্জি ও পায়ের গোড়ালী বিচ্ছিন্ন লাশ উদ্ধার করে পুলিশ।

পীরগঞ্জের ঘটনায় আরও দুইজন গ্রেফতার, ৭ দিনের রিমান্ড আবেদন

রংপুরের পীরগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থেকে গ্রেফতার শিবিরের দুই কর্মীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

রবিবার রাতে তাদের নিজ গ্রামের বাড়ি সাদুল্লাপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল আবদুল্লাহ আল মামুন (২৩) ও ওমর ফারুক ওরফে টনেট (২৪)।

সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক ফজলে এলাহি খানের আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা পীরগঞ্জ থানার ওসি (তদন্ত)  মাহাবুবুর রহমান। আদালত আগামী ২৮ অক্টোবর শুনানির দিন ধার্যা করে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোট জিআরও সহিদুল ইসলাম।

পীরগঞ্জ থানার ওসি সরেষ চন্দ্র জানান, এনিয়ে গ্রেফতারের সংখ্যা ৬৬ জনে দাঁড়াল।

পিরোজপুরে আইস ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাদক আইস ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে সুব্রত শিয়ালী ও বাবুল মীর নামে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২শ পিস ইয়াবা ও ১ গ্রাম আইচ মাদক উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর জগন্নাথকাঠি মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে সুব্রত শিয়ালী ও বাবুল মীর নামে দুজনকে আটক করে থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশী করে তাদের সঙ্গে থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম আইস উদ্ধার করা হয়। আটক সুব্রত পিরোজপুরের কাউখালী উপজেলার কেশরতা গ্রামের নির্মল শিয়ালীর ছেলে এবং বাবুল একই উপজেলার নিলতি গ্রামের আমজাদ মীরের ছেলে।

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, উভয়ই চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইয়াবা ও আইসসহ তাদের আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।

পিরোজপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদরাসাছাত্রী

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর হস্তক্ষেপে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে । শুক্রবার দুপুরে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের মোস্তাফা খলিফার মেয়ে খেজুরতলা এস দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তারকে ভুয়া জন্ম নিবন্ধন করে মেয়ের ফুফাতো ভাইয়ের সাথে বিবাহ দেওয়ার আয়োজন করা হয়।

এই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) লুৎফুন্নেসা খানম ঘটনাস্থলে উপস্থিত হয়। ইউএনও আসার খবর পেয়ে পালিয়ে যায় ছেলে পক্ষের লোকজন। এ সময় মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমান করা হয় এবং বিবাহের সকল অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন্নেসা খানম জানান, বাল্যবিয়ে আয়োজন করার অভিযোগে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমান করা হয় এবং বিবাহ অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

পিরোজপুরে মা-শিশুর মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কর্মশালা

গ্রাম পর্যায়ে নারী ও শিশুদের স্বাস্থ্য ও মানসিক উন্নয়নে পিরোজপুরে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার ইন্দুরকানি উপজেলার পত্তাশী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪০ জন নারী ও পুরুষদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টশন কর্মশালার আযোজন করে জেলা তথ্য অফিস।

কর্মশালায় নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, কিশোরীদের মাসিক সমস্যা, যৌতুক ও বাল্যবিবাহ, দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা ইত্যাদি সামাজিক সমস্যা থেকে মুক্তি ও সচেতনতায় আলোচনা করা হয়। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজওয়ানুর আলম, ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন।

পিরোজপুরে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত, হামলায় আহত ৪

পিরোজপুরে জেলা যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসার সময় এক পক্ষের হামলায় আহত হয়েছে অপর পক্ষের ৪ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ।

বর্ধিতসভায় কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, টেন্ডারবাজীর সাথে যারা জড়িত, যারা বিগত দিনে নৌকার বিরোধিতা করেছে তাদের আগামীতে যুবলীগের কোনো নেতৃত্বে রাখা হবে না। ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের দিয়েই আগামী যুবলীগের নেতৃত্ব গড়া হবে। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বর্ধিত সভায় ঘোষণা দেন নেতৃবৃন্দ।

এদিকে বর্ধিতসভাকে ঘিরে কয়েকটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে একপক্ষ তাদের ব্যানার ভেঙ্গে ফেলার অভিযোগ করেছে। বৃহস্পতিবার সকালে বর্ধিত সভায় আসার পথে সদর উপজেলার কদমতলা ইউনিয়নে এক পক্ষের হামলায় অপর পক্ষের  ৪ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় দুইটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

 

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর উপস্থাপনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মো. জসিম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজাহারুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, গোলাম ফেরদৌস ইব্রাহিম, কামরুজ্জামান খান শামীম, নাসির উদ্দিন পিয়াস প্রমুখ।

পিরোজপুরের অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড

পিরোজপুরে অস্ত্র মামলায় এক পলাতক আসামিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলামের আদালত জেলার ভান্ডারিয়ার আজাহার কবিরাজের ছেলে মন্টু কবিরাজকে কারাদণ্ডের আদেশ দেন ।

মামলার বিবরণে জানা যায়, ভান্ডারিয়া থানা পুলিশ ২০১৫ সনের ১৬ জুন ঝালকাঠী জেলার কাঠালিয়া থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পরে আসামির স্বীকারোক্তিতে তার বাড়ীর কাঠের গোলার ভিতর থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় অস্ত্র আইনে তৎকালীন এস আই আ. হক বাদী হয়ে মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে এ মামলায় চার্জশীট দেয়। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় রায় ঘোষনা করেন আদালত। এপিপি মো. জহুরুল ইসলাম এবং আসামিপক্ষে এ্যাড. আনোয়ার হোসেন আকন মামলা পরিচালনা করেন।