মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পলাশ সাহা নামে একজন ভুয়া চক্ষু চিকিৎসকে গ্রেপ্তার করে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, ভুয়া চিকিৎসক পলাশ সাহা উপজেলার নিউ মার্কেটে চেম্বার খুলে সাইনবোর্ডে পিরোজপুর জেনারেল ও চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে সপ্তাহের প্রতি মঙ্গলবার চিকিৎসা দিয়ে আসছিলেন। সাইনবোর্ডে সিরিয়ালের জন্য যোগাযোগের জন্য (০১৭২১৪৮০৬০২) এই নম্বর ব্যবহার করে।

এ ব্যাপারে পিরোজপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী জানান,‘পিরোজপুর জেনারেল ও চক্ষু হাসপাতালে পলাশ সাহা নামে কোন চিকিৎক নেই। ওই ভুয়া চিকিৎসককে গ্রেফতারের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।”

পিরোজপুরে নতুন আরও ৩৪ জনের করোনা শনাক্ত

পিরোজপুর জেলা জুড়ে নতুন করে আরও ৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এবং করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়ালো। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫১৫ জন। শনিবার (১৯ জুলাই) রাতে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন করে আসা ১০৫ টি রিপোর্টে মধ্যে ৩৪ জন নতুন পজেটিভ পাওয়া যায় । নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলা ও সদর হাসপাতালে ১৭ জন, ভান্ডারিযা উপজেলায় ৩ জন, কাউখালী উপজেলায় ৬ এবং মঠবাড়িয়া উপজেলায় ৮ জন। জেলায় এ পর্যন্ত ৫১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ১২৪ জন, ভান্ডারিয়া উপজেলায় ৮২ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৫৩ জন, কাউখালী উপজেলায় ৪৬ জন, নেছারাবাদ উপজেলায় ৫৪ জন, ইন্দুরকানী উপজেলায় ২২ জন এবং নাজিরপুর উপজেলায় রয়েছেন ৩৪ জন।

এছাড়া, এ পর্যন্ত মোট স্যাম্পল সংগ্রহের সংখ্যা ৩১৭৮ টি। এর মধ্যে নেগেটিভ শনাক্ত হয়েছে ২১২৫, আর পেন্ডিং রয়েছে ৫৬৯ জনের। এছাড়া মারা গেছেন ৮ জন। আর পজিটিভ থেকে সুস্থ’ হয়েছেন ২৩৫ জন।

কাউখালীতে ৫ ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা

পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) ভোক্তা অধিকারের বরিশালের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও পিরোজপুরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে উপজেলার সদর বাজারে ওই অভিযান চালিয়ে ওই বাজারের ৫ ব্যবসায়ীকে ১৯হাজার ৫০০টাকা জরিমানা করা হয়। ওই অভিযানে থাকা ভোক্তা অধিকারের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ সোহায়েব মিয়া ওই অভিযানের সত্যতা স্বীকার করে জানান, সোমবার জেলার কাউখালী সদর বাজারে ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মেয়াদ উত্তির্ন ঔষধ ও মালামাল রাখা, পন্যের নির্ধারিত দাম উল্লেখ না করা সহ বিভিন্ন বিধি না মানার অপরাধে ওই বাজারের উপশম ফার্মেসীকে ৮হাজার টাকা, ভোজ্য তেল ব্যবসায়ী এনায়েত ষ্টোরকে দেড় হাজার টাকা ও তালুকদার ষ্টোরকে ২হাজার টাকা, মায়ের দোয়া বেকারীকে ৩হাজার টাকা ও বিসমিল্লাহ মুদি ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমান করা হয়।

করোনার লক্ষণ ও উপসর্গ নিয়ে মঠবাড়িয়ায় এক শিক্ষিকার মৃত্যু

মোঃ রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক প্রাইমারী স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। শিক্ষিকার নাম মনিরা বেগম (৪২)। তিনি উপজেলার সবুজ নগর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী এবং সদর ইউনিয়নের ১১১ নং পূর্ব ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান সহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত বেশ কয়েকদিন ধরে শিক্ষিকা মনিরা বেগম হালকা জ্বর ও সর্দি-কাঁশিতে ভুগছিলেন।

বৃহস্পতিবার সকালে তার অবস্থার অবনতি দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর কয়েক ঘণ্টা পরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা প্রাইমারি স্কুল শিক্ষিকা মনিরা বেগমের নমুনা সংগ্রহ করা হয়েছে।দুপুরে স্বাস্থ্যবিধি মেনে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কাউখালীতে অসহায় আল-আমিনের ঘর নির্মাণ করে দিলেন সেনা সদস্যরা

পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় আমফানে ভেঙ্গে পড়া অসহায় মোঃ আল-আমিন এর ভেঙে পড়া ঘর নির্মাণ করে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠী গ্রামের অসহায় আল-আমিনের ঘর নির্মাণ করে দেন বরিশালস্থ শেখ হাসিনা সেনানিবাসের সাত পদাতিক ডিভিশন ২৬ হর্স রেজিমেন্টের লেফটেন্যান্ট ইসতিয়াক এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ।

আল-আমিন বলেন, ঘূর্ণিঝড় আমফানে আমার বসত ঘরটি সম্পূর্ণ ভেঙ্গে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা নতুন করে ঘরটি বানিয়ে দিয়েছে। নতুন ঘর পেয়ে আমি অনেক খুশি ।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন জানান, ঘূর্ণিঝড় আমফানে দাশেরকাঠী গ্রামের আল-আমিনের ঘরটি ভেঙে যাওয়ার খবর আমি সেনাবাহিনীকে জানাই। পরে তারা এসে নতুন টিন, কাঁঠ কিনে ঘরটি তৈরি করে দেয়।

লেফটেন্যান্ট ইসতিয়াক জানান, দেশের যেকোন সঙ্কটে সেনাবাহিনী মানুষের জন্য কাজ করে। ঘূর্ণিঝড় আমফানের পর বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক কাউখালী উপজেলার আল- আমিনের ক্ষতিগ্রস্থ ঘরটি তৈরি করে দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে মানুষকে সচেতন করছি। অসহায় দুস্থদের মাঝে খাদ্য ও চিকিৎসা দিয়ে আসছি। কোথায় কি সমস্যা হচ্ছে তা জানার জন্য জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ রাখছি।

পিরোজপুরে ফাঁকা চেম্বারে ডেকে রিসিপশনিস্টকে ধর্ষণ, ডাক্তার গ্রেপ্তার

পিরোজপুরে চেম্বারের রিসিপশনিস্টকে ধর্ষণের অভিযোগে শাহ আলম (৫৫) নামের এক ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষিতা গতকাল রাতে ওই ডাক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছর পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে ওই ছাত্রী। এর পর গত ১৮ জুন সে পিরোজপুর শহরের ডায়বেটিকস সমিতিতে কর্মরত ডাক্তার শাহ আলমের সদর রোডের (বড় মসজিদের পূর্ব পাশে) ব্যক্তিগত চেম্বারে রিসিপশনিস্ট পদে সাত হাজার টাকা বেতনে চাকরি নেয়। চাকুরি নেওয়ার পর থেকে ডাক্তার শাহ আলম মেয়েটিকে নানা ভাবে উত্যক্ত করে আসছিলো। গত ১ জুলাই চেম্বারে কেউ না থাকার সুযোগ নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই মেয়েটি শাহ আলমের বিবস্ত্র ছবি তোলার চেষ্টা করলে তিনি মেয়েটির মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন।

এদিকে মেয়েটির মোবাইলের দাম বাবদ ইসলামী ব্যাংক পিরোজপুর শাখার তার ব্যক্তিগত চেকের (০০৯৬৫৫২) মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু মেয়েটির পরিবার ব্যাংকে গিয়ে জানতে পারে ওই চেকে ডাক্তার শাহ আলমের কোন গচ্ছিত টাকা নাই।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল বলেন, গত রাতে মেয়েটির অভিযোগ পাওয়ার সাথে সাথেই ওই ডাক্তারকে গ্রেপ্তার করে আনি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ শুক্রবার পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে হিন্দু পরিবারের উপর হামলা,ভিটেমাটি উচ্ছেদের পায়তারা

মোঃ রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সংখ্যালঘু একটি হিন্দু পরিবারের উপর বিপক্ষ একটি মুসলিম পরিবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাশবিক নির্যাতন, হামলা, শ্লীলতাহানি, পিটিয়ে আহত ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে থানা পুলিশের সহায়তা নিয়ে আহত হিন্দু পরিবারটিকে উদ্ধার করা হয়।

আহত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টিকিকাটা ইউনিয়নের নুরুল ইসলাম (হামলাকারী) দীর্ঘদিন ধরে ৪০.৫ শতাংশ জমির মালিকানা নিয়ে একই গ্রামের মৃত নীলকান্ত মিত্রের ছেলে স্বপন চন্দ্র মিত্রকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন, হামলা সহ ভিটেমাটি থেকে উচ্ছেদের পাঁয়তারা করে আসছিল। এর জের ধরে শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টার দিকে ৬ নং টিকিকাটা ইউনিয়নের ১৬৪ নং গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে বসে নুরুল ইসলাম, ছেলে মিলন ও তার স্ত্রী আলেয়া লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে স্বপন চন্দ্র মিত্রকে অজ্ঞান করে জিম্মি করে রাখে।

আহত স্বপন চন্দ্র মিত্রের স্ত্রী সোনিয়া স্বামীকে উদ্ধার করতে গেলে যৌন হয়রানির মতো শারীরিক নির্যাতন করে তাকেও অবরুদ্ধ করে রাখে। পরে আহতের ভাই তপন মিত্র থানা পুলিশের সহায়তা নিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। আহত চিকিৎসাধীন স্বপন চন্দ্র মিত্র (৪৫) জানায়, “নুরুল ইসলাম প্রথমে আমার গলা চেপে ধরে।

ছেলে মিলন পিছন দিক থেকে এসে কিল ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে দেয়। পরে স্ত্রী আলেয়ার সাহায্য নিয়ে লাঠ দিয়ে মাথায় আঘাত করে আমাকে অজ্ঞান করে ফেলে।” স্বপন চন্দ্র মিত্রর স্ত্রী সোনিয়া জানায় ,“স্বামীকে উদ্ধার করতে গেলে আমাকেও মারধর করে এবং নুরু ও তার ছেলে মিলন আমার সাথে অসভ্য অশ্লীলতার আচরণ ও মারধর করে অবরুদ্ধ করে রাখে।” আহতের ভাই তপন মিত্র জানায়, “ভাই ও ভাবিকে মেরে অবরুদ্ধ করে রাখলে এ পরিস্থিতিতে নুরুল ইসলাম ও মিলন এদের ভয়ে পাড়া-প্রতিবেশী কেউই এগিয়ে আসেনি। পরে এস,আই আজাদ স্যারের সাহায্য নিয়ে ভাই ও ভাবিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই।”

মঠবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে ফায়ারম্যান ও সমাজসেবকের মৃত্যু

মোঃ রুম্মান হাওলাদার :
করোনা উপসর্গ নিয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা দুই ব্যক্তি হলেন ফায়ার সার্ভিসে কর্মরত ফায়ার ম্যান সিদ্দিকুর রহমান খোকন (৪০) ও সমাজ সেবক মইনদ্দিন চৌধুরী শাজাহান (৫০) নামের এক ব্যক্তি রয়েছে। ফায়ারম্যান সিদ্দিকুর রহমান পার্শ্ববর্তী উপজেলা পাথরঘাটায় ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। সে মঠবাড়িয়া উপজেলার উপজেলার জানখালী গ্রামের মৃত. আবদুর রশিদ হাওলাদারের ছেলে ।

অপরদিকে শাহজাহান চৌধুরী (৫০) উপজেলা পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা মরহুম মোতাহার হোসেন চৌধুরীর ছেলে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শাহজাহান প্রায় গত এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন । করোনা উপসর্গের বিষয়টি গোপন রেখে বাড়িতে তার চিকিৎসা চলছিলো। গতকাল রোববার তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা রাত দুইটার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অক্সিজেন সংকটের কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরী ভিত্তিতে বরিশাল বা খুলনা নেয়ার পরামর্শ দেন।

স্বজনরা এ্যাম্বুলেন্স যোগে তাকে খুলনা নেওয়ার পথে আজ সোমবার সকাল ৬ টার দিকে তুষখালী নামক স্থানে তিনি মারা যান। অপরদিকে ফায়ার ম্যান সিদ্দিকুর রহমান খোকন ছুটিতে বাড়ীতে এসে জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভূগছিলেন। রোববার দুপুরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে অাসে। এ সময় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রোগীর নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। সোমবার দুপুর ১ টার দিকে বরিশাল নেয়ার পথে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অালী হাসান জানান, দুজনারই করোনার উপসর্গ ছিল।

তবে রিপোর্ট হাতে না পেয়ে এই মুহূর্তে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না আসলে তারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে কিনা। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরন করা ব্যক্তিদের কথা শুনে স্বাস্থ্যবিধি মেনে আমার প্রতিনিধি, ইসলামী ফাউন্ডেশন, ডাক্তার, ও আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের উপস্থিতিতে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।

মঠবাড়িয়ায় বিআরডিবির ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ

মোঃ রুম্মান হাওলাদার:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতায় দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচি শীর্ষক প্রকল্পের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ আজ শেষ হয়েছে । রবিবার (২১জুন) দুপুর ১২ টার দিকে উপজেলা বিআরডিবি এর মিলনায়তনে বিআরডিবির কর্তৃপক্ষ আজ এ প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন সহ পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিআরডিবি একটি বৃহৎ সরকারি প্রতিষ্ঠান।

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের উৎপাদিত খাদ্যশস্য কে পরিমাণগত উৎপাদন ও খাদ্য গ্রহণের ভিত্তিতে প্রধান খাদ্যশস্য ও অপ্রধান খাদ্যশস্য এই দুই ভাগে ভাগ করা হয়। ”দারিদ্র বিমোচনে পুষ্টিসমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচি” শীর্ষক প্রকল্পটির মূল উদ্দেশ্য প্রকল্প এলাকায় ডাল,তেল, ও মসলা জাতীয় প্রায় ১৯ টি অপ্রধান শস্য উৎপাদনের প্রসার ঘটানো ও অপ্রধান শস্য আমদানি নির্ভরতা হ্রাসকরণ।

প্রকল্প টি ১লা জানুয়ারি ২০১৯ থেকে ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত মেয়াদে সারা বাংলাদেশে ৮ টি বিভাগ ৬৪ টি জেলা ও ২৫৬ টি উপজেলায় টেকসই উন্নয়নে অভীষ্ট (SDG) অর্জন এবং রূপকল্প ২০২১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মঠবাড়িয়া উপজেলায় গত ১৭ জুন ৪০ জন উপকারভোগী সমিতিভুক্ত আগ্রহী কৃষকদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করে হয়েছিল। এবং আজ চারদিনব্যাপী প্রশিক্ষন শেষে তাদেরকে নিয়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের বিষয় হিসেবে ৪০ জন সমবায়ী সমিতিভূক্ত আগ্রহী কৃষককে অপ্রধান শস্য উৎপাদনে প্রযুক্তিগত ধারণা,হস্তান্তর সংক্রান্ত জ্ঞান ও ধারণা, উৎপাদিত শস্য সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষনার্থীদেরকে সমাপনী অনুষ্ঠানে শেষে সম্মানী প্রদান করা হয়।

উপজেলা বিআরডিবি এর সভাপতি আরিফ-উল- হকের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদকে প্রধান অতিথির সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক ফরাজী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ সহ অন্যান্য সমবায়ীরা।

নাজিরপুরে চাল আত্মসাতের অভিযোগে ২ ইউপি সদস্য বরখাস্ত

পিরোজপুরের নাজিরপুরে সরকারি চাল আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়ায় ওই দুই ইউপি সদস্য হলেন- কলারদোয়ানিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্থানীয় সরকার বিভাগের এ আদেশ হাতে পেয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান।

এর আগে, গত বুধবার (১৭ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।

জানা যায়, গত ৯ এপ্রিল খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ৩৯ ধারার অপরাধ প্রমাণ হওয়ায় কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আকন ও ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ গোলাম মোস্তফাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই দিনই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান।

এছাড়া একই অপরাধে ২ মে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলামকেও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার জন্য ৩ মে জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন দাখিল করেন ইউএনও।

এ ঘটনার প্রায় দুই মাস পরে গত বুধবার (১৭ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে। পাশাপাশি কেন তাদের পদ হতে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।